বিষন্ন_রাত💖 পর্ব ৪

#বিষন্ন_রাত💖
#মেহেদী_হাসান_রিয়াদ💖

#পর্বঃ__৪

বাড়ি ফিরে ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করলো বৃষ্টি। আজকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। সন্ধা নেমে এলো প্রায়।
কাধে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে সোজা নিজের রুমে চলে যায় সে। লম্বা একটা সাওয়ার নিয়ে বেড়িয়ে আসে রুম থেকে। দেখে নিচে তার বাবা ও মা বসে আছে সোফায়। নিচে গিয়ে তাদের পাশে বসলো বৃষ্টি।
পাস থেকে তার বাবা বলে উঠে,
– কিরে মা, আজ বাসায় ফিরতে এতো লেট হলো তোর?
– আ আসলে বাবা, ওইতো স্নিদ্ধদের বাসায় গিয়েছিলাম কিছু নোটস লিখে আনতে তাই দেড়ি হয়ে গেলো।
– ওহ্ আচ্ছা। আর শুন কোথাও বের হলে হিজাব পরে বের হবি যাতে চিনা না যায়। আর সিফন আর রাজু তো সাথে আছেই। রাজনিতি করলে পেছনে অনেক শত্রু পরে থাকে। যারা সবসময় থাকে সুজুকের অপেক্ষায়।
– তুমি কোনো চিন্তা করোনা বাবা আমার কোনো প্রব্লেম হয় না।
এর মাঝে তার মা ও টান্ডা মাথায় বলে উঠে,
– সাজিদ ফোন করেছিলো একটু আগে। তোকে খুজছিলো সে। তোকে নাকি ইদানিং ফোনেই পাওয়া যায় না। তুই কি কোনো করণে সাজিদকে এ্যাবোয়েট করছিস?
– ক্লাসে থাকি তো তাই ফোন সাইলেন্ট করা থাকে। আর মাঝে মাঝে কথা হয়, কাজিন হিসেবে টুকটাক হাই হ্যালো হয় এই আরকি। এ্যাবোয়েট কেনো করবো?
– কাজিন শব্দটা মাঝখানে টেনে আনিস কেনো? তোকে আর সাজিদকে নিয়ে আমাদের ফিউচার ফ্লেনিংটা কি তা ভালো করেই জানিস।
– লাইফ টা আমার মা। আর আমার লাইফ নিয়ে ডিসিশন নেওয়ার অধিকার আমারও আছে। আর সাজিদ ভাইকে আমি জাস্ট মামাতো ভাইয়ের চোখেই দেখি। এর চেয়ে বেশি কিছু না।
– আরে ধুর পাগলি বিয়ের পর দেখবি এসব চিন্তা ভাবনা ঠিকই পাল্টে যাবে।
– প্লিজ মা,,,,,,
বৃষ্টি হেটে সোজা নিজের রুমে চলে গেলো। পাশ থেকে হেলান দেওয়া অবস্থায় তার বাবা তার মাকে বলে উঠে,
– আরে মেয়ের সামনে কেও এসব বলে? ওর তো লজ্জা বলতেও একটা কথা আছে তাই না?
– তুমি চুপ থাকো,, তোমার আস্কারে পেয়ে পেয়েই মেয়েটা বখে যাচ্ছে। মুকে মুখে কথা বলাও শিখে গেছে। ইদানিং ওর মনের ভিতর কি চলে তাও বুঝা মুশকিল।

দরজার সামনে এসে উকি দেয় রিদ। দেখে বাবা ও মা সোফায় বসে কি যেনো কথা বলছে।
বিড়ালের মতো নিশ্চুপ পায়ে হেটে হেটে উপরে চলে যাচ্ছে সে। পেছন থেকে ডাক পরে তার মায়ের।
– এইতো এসে গেছে আরেক নবাবজাদা। একটু এদিকে আসুন জাহাপনা।
একটা শুকনো ঢোক নিলো রিদ। আপু আবার সব বলে দেয় নি তো?
ধিরে পায়ে সামনে গেলো রিদ। মা কর্কশ গলায় বলে উঠে,,,
– কোথায় ছিলি এতোক্ষন? তুই ও কি তোর বোনের মতো নোটস লিখে আনতে গিয়েছিলি?
– তুমি কি করে জানলে?
তখনি বৃষ্টি ডাক দিলো রিদকে,
– এই রিদ একটু এদিকে আয় তো।

রিদ বৃষ্টির রুমে গিয়ে বলে,
– ধন্যবাদ আপু।
– ধন্যবাদ আমার লাগবেনা। এখন এই কাচের টুকরু গুলো পরিস্কার কর।
– নিশ্চই আজ বিয়ের কথা মনে করিয়ে দেওয়ায় ভাঙচুর করেছিস?
– ওটা যেনে তোর লাভ নেই। এখন এগুলো পরিস্কার করে ডাসবিনে ফেলে আয়।
– আমি তোর কাজের লোক নাকি যে এগুলো পরিস্কার করবো।
– ওরে লক্ষি ভাইটি আমার, তুমিও করবা তোমার হাতেও করবে। যদি না করো আজকের স্পেশাল বার্তাটা বাবা মায়ের কানে পৌছে যাবে।
– ব্লেকমেইল করছিস তাই না? ওকে কোনো ব্যাপার না, কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় আমিও জানি। সেইদিন যে তুই রাত বারোটার সময় বের হয়ে কার কাছে গিয়েছিলি তাও আমি জানি। এখন আমি ফ্রেশ হবো তুই এই রুম পরিস্কার করে আমার রুমে গিয়ে আমার জামা কাপর গুলো ধুরে দিবি। তা না হলে বুঝতেই পারছিস ব্যপারটা বাবার কানে যেতে একটুও লেট হবে না।
অতি শ্বাসন করতে গিয়ে নিজেই ফেসে গেলো বৃষ্টি। আর কিছু না বলে বৃষ্টিকে একটা ভেংচি কেটে সোজা নিজের রুমের দিকে হাটা ধরলো রিদ।
,
,
রাতে খেয়ে ছাদে হাটা হাটি করছে বৃষ্টি। তবুও অস্থিরতা কাটছেনা তার। হটাৎ হটাৎ মায়ের মুখে এসব কথা শুনে টেনশন ভর করে মাথায় উপর। সে যে সাজিদেকে সহ্যও করতে পারেনা এটা তার বাবা মাকে কি করে বুঝাবে সে। অনেক ভাবে বুঝানোর চেষ্টা করছে কিন্তু লাভ হয়নি। পরের ঘরে গিয়ে সারাজীবন সংসার তো আমাকেই করতে হবে তাহলে আমার লাইফ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমার নেই?
এর মাঝে ফোনটা বেজে উঠে বৃষ্টির। দেখে সাজিদের ফোন। কয়েকবার নাম্বার ব্লক করলেও আবার খুলতে হয়েছে তাকে।
– কেমন আছো বৃষ্টি?
– ভালো।
– খেয়েছো?
– হুম।
– কিছু হয়েছে?
– ভালো লাগছেনা ফোন রাখেন।
বলেই ফোন কেটে দিলো বৃষ্টি। এর পর সাজিদ আবারো কয়েকবার কল দিলো। আর রিসিভ করলোনা বৃষ্টি। ওপাশে সাজিদের রাগ হলেও কিছু বললো না। নিজের রাগ নিজের মাঝেই পুষে রাখলো। শুধু পড়াশুনা শেষ করে দেশে ফিরার অপেক্ষায়।
,
,
কেটে গেলো দু, এক দিন। নেহা, মিলি, স্নিদ্ধা, বৃষ্টি ও রাতের বন্ধুরা মিলে বসে আছে ক্যম্পাসে। রাত এখনো আসেনি। এর ফাকেই তাদের ফ্লেনিং করা শেষ।
রাফি বলে উঠে,
– আমার মনে হয় না কোনো লাভ হবে। কারণ রাত এসব প্রেম ভালোবাসা সহ্যই করতে পারেনা।
– আরে সব সময় নেগেটেভ চিন্তা ভাবনা করিস কেনো?
– আচ্ছা বাদ দে, এখন কোথায় ঘুরতে যাচ্ছিস ঠিক করলি?
স্নিদ্ধা বলে উঠে,
– হুম, টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে আছে ওখানে কিন্তু যাওয়া হয় না। এই ফাকে ওটাও দেখা হয়ে যাবে।
এর মাঝে রাফি বলে উঠে,
– আরে ওখানে আমি কয়েকবার গিয়েছিলাম। অন্য জায়গা সিলেক্ট কর।
– আরে শুন। আমরা দু,দিনের জন্য বের হবো। সকালে টাঙ্গাইল জমিদার বাড়ি চলে যাবো। যেতে যেতে দুপুর হয়ে যাবে। বিকেলটা ওখানে কাটিয়ে সন্ধার পর রাত ও বৃষ্টিকে ওখানে রেখে সোজা সিলেট চলে যাবো। বাকিটা বৃষ্টিই বুঝে নিবে। ওরা টাঙ্গাইল থেকে যাবে আর আমরা রাতেই সিলেট। পরদিন ওখানেই কাটাবো।
রাফি আবার বলে উঠে,
– সিলেট যায়গাটা খারাপ না, সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে। কিন্তু সৌন্দর্যের জন্য চট্টগ্রামটাই অন্যতম। যাকে বাংলাদেশের প্রবেশধার বলা হয়।
স্নিদ্ধা বললো,
– দু,দিনের জন্য বের হলাম তাই এই ছোট্ট ট্রেবল। আর চট্টগ্রাম গেলে তো একদিনে আর কতোটা সুন্দর্যই উপভোগ করতে পারবি? ওখানে একবারে এক্সামের পর যাবো সবাই মিলে কয়েকদিনের জন্য, তাহলে ভালো ভাবেই উপভোগ করতে পারবি চট্টগ্রামের সুন্দর্য। আর শুন রাতকে এসব কিছু বলার দরকার নেই যে, আমরা তাকে আর বৃষ্টিকে টাঙ্গাইল ফেলে যাবো। ও শুধু যানবে আমরা ঘুরতে যাচ্ছি।
– ওকে।
– আর, বৃষ্টি তোর কোনো ভিন্ন মত নেই তো ফ্লেনে? মানে তুই পারবিতো বাকি সব?
– জানিনা।
– আরে ধুর পারবি পারবি। সাহস রাখ।
– তোরাও থাকনা ওখানে।
– আরে পাগল নাকি। রাত জদি রাজি না হয় তাহলে তোকে আমাদের কাছে রেখে ও চলে আসবে। আর জদি আমরা ওখানে না থাকি তাহলে, ও রাজি না হলেও তোখে ওখানে একা ফেলে আসবে না। কিন্তু আমার পুরু বিশ্বাস রাত তোকে ফিরিয়ে দিবেনা। আর তখন তোদের মাঝে আমরা থেকে তোদের মুল্যবান সময়টুকু নষ্ট করবো না। তখন দুজন এক সাথে থাকলে, ক্ষুদ্র জিনিস গুলোও তোদের কাছে অন্যরকম ভালোলাগা কাজ করবে।
– আচ্ছা।

সবাই মিলে ফ্লেন করলো আগামি পরশু তারা রওনা দিচ্ছে দু,দিনের সফরে। মিশন ঢাকা টু সিলেট।

রাতে ছাদে বাবার পাশে গিয়ে দাড়ায় রাত। কপি হাতে তাদের পাশে এসে দাড়ায় পলি চৌধুরি। রাত তার বাবাকে বলে উঠে,
– বাবা আগামি পরশু আমরা ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে বের হবো। দু,দিন থাকবো আমরা।
– ভালো তো, ঘুরাঘুরি করলে মন ফ্রেশ থাকে অলটাইম। যা ফ্রেন্ডরা মিলে ঘুরে আয় দেখবি মন ফুরপুরে থাকবে।
– কিন্তু বাবা,,,
– টাকা লগবে? নো প্রব্লেম ঘুরা ফিরার খরচ আমি দিয়ে দিচ্ছি। তবুও তুই হাসি খুশি থাক এটাই আমি চাই।
মাঝখানে পলি চৌধুরি বলে উঠে,
– টাকার কথা বলার আগেই তুই আগ বাড়িয়ে দিচ্ছো অজথা এতো টাকা নষ্ট করার দরকার কি? যেহেতু ফ্রেন্ডরা মিলে যাচ্ছে তাহলে সবাই মিলেই তো দিবে তাই না? আর রাত তোমরা কোথায় বা যাবে?
রাত এবার রাগি চোখে বলে উঠে,
– আমার বিয়ের বর যাত্রি নিয়ে যাবো। বুঝলাম না, আমার আর বাবার মাঝখানে না ঢুকলে কি আপনার শান্তি হয়না? আপনার জম্মই হয়েছে মনে হয় আমার আর বাবার মাঝখানে সব সময় কাঠি কাটানোর জন্য।
আর কিছু না বলে সোজা নিচে চলে গেলো রাত। রুদ্র চৌধুরি পলির দিকে তাকিয়ে বলে,
– মেয়ে লোক যত কথা কম বলবে তার সম্মানটা ততো উপরে থাকবে।,
,
,
বাসা থেকে অনুমতি পেলো বৃষ্টিও। দুই দিন থাকার কথা শুনে প্রথমে তার বাবা না করলেও পরে বন্ধুদের কথায় তাদের সাথে যেতে অনুমতি দিলো বৃষ্টিকে।

আজ রওনা দিবে তারা। সকালে ভোরে সবাই বের হয়ে যায় বাড়ি থেকে। সবাই একত্রিত হয়ে।
রাফি বলে উঠে,
– মহেরা জমিদার বাড়ি যেতে হলে, প্রথমে যেতে হবে মহাখালি বাসটার্মিনারে। ওখানে নন এসি বাস গুলোর মাঝে নিরালা সুপার বাসটাই ভালো যার টিকিটের দাম, ১৭০ কি ৮০ টাকা। যদিও আমরা এসি বাসে যাবো ভেবেছিলাম, কিন্তু ঠান্ডায় নাকি হালকা প্রব্লেম আছে বৃষ্টির। তাই নন এসি বাসেই যাবো আমরা।

সকলে মিলে চলে গেলো মহাখালি বাসটার্মিনারে। ওখানে নিরালা সুপার বাস সার্ভিসের ৮ টা টিকিট নিলো রাফি। এতে বৃষ্টি আর রাতে সিট পাশাপাশি ই নিয়েছে রাফি।
বাসে উঠলো সবাই। রত দেখলো বৃষ্টির সিট তার পাশেই। যদিও মেয়েদের নিয়ে কখনো বসা হয়না রাতের। তবুও বৃষ্টি পাশে পরায় কিছু বললো না সে। পারলে টিকিট বদলে নিতে পারতো। তাও করেনি রাত। একটা হাসি দিয়ে বসে পরলো বৃষ্টির পাশে।
বৃষ্টি আড় চোখে তাকাচ্ছে রাতের দিকে। কেমন বৌ বৌ ফিলিংস আসছে তার মাঝে। এক মুহুর্তের জন্য মনে হচ্ছে জামাইর সাথে করে কোথাও যাচ্ছে সে। ভাবতেই হেসে দিলো বৃষ্টি।
রাত তার দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি তার দিকে তাকিয়ে হাসছে। রাত নিজেকে নিচ থেকে উপর পর্যন্ত একবার দেখে নিলো। না হাসির মতো তেমন কিছুই দেখছেনা সে।
– কি হলো হাসছো যে?
বৃষ্টি তবুও হাসছে। যদিও একটু কমিয়ে নিয়েছে।
– দেখো বৃষ্টি হাসি বন্ধ করো তোমার হাসি দেখে নিজেকে জোকার মনে হচ্ছে আমার।
– আচ্ছা আচ্ছা এই যে থামালাম। এবার হ্যাপি?
– শুনো বাসে যহেতু যাচ্ছি প্রব্লেম হলে বলবে কিন্তু।
– আচ্ছা।

বাস চলছে। রাতে ঘুম হয়নি বৃষ্টির। কি করবে তা ফ্লেন করতে করতে রাতটা পার হয়ে গেছে।
রাত পাশে তাকিয়ে দেখে বৃষ্টি ঘুমিয়ে আছে। কি আজব, একটা জায়গায় যাচ্ছি তাও ঘুমিয়ে পরলো। রাতে ঘুম হয়নি মনে হয়।
কিছুক্ষন পর বৃষ্টির মাথাটা কাত হয়ে রাতের ঘারে পরলো। বুকটা কেপে উঠলো রাতের। প্রথম এমন কোনো অনুভুতি। ডাকতে যেয়েও ডাকলো না রাত। চোখ স্থির হয়ে আছে বৃষ্টির মুখের দিকে। খুবই মায়াবি লাগছে তার মুখটা। রাত বেশিক্ষন তাকালোনা সে দিকে। কারণ যতবারই বৃষ্টিকে দেখে অবাক হয় সে। মেয়েদের প্রতি ঘৃনা থাকলেও বৃষ্টির প্রতি কেনো সেই ঘৃনা কাজ করেনা? এটা যে মুখ নয় যেনো এক স্পস্ট মায়াজাল। পাশ থেকে স্নিদ্ধা বলে উঠে,
– রাত এভাবে তাকিয়ে থাকিস না প্রেমে পরে যাবি।
– ধুর, ঘুমিয়ে গেছে দেখেই তাকালাম অন্য কিছু না।
স্নিদ্ধা এবার দুষ্ট হাসি দিয়ে বলে উঠে,
– কিছু কিছু দির্ঘতম প্রেমের ইতিহাস কিন্তু এখান থেকেই শুরু হয়।

To be continue…………

~ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরুধ রইলো।💖

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here