ভালোবাসার উষ্ণতা পর্ব শেষ

#ভালোবাসার_উষ্ণতা
#দ্বিতীয়_অধ্যায়
#৮ম_পর্ব

– রিয়াদ?
– জ্বী ম্যাম, অয়ন স্যারের ফোনটা অফ পাচ্ছি সকাল থেকে। আপনি কি জানেন উনি কোথায়? আমি কিছুতেই উনার সাথে যোগাযোগ করতে পারছি না। ম্যাম আপনি কি জানেন উনি কোথায় আছেন?
– না, আমি জানি না। উনি কি বাসায় জান নি?
– না ম্যাম, উনি বাসায় যান নি আর উনার সাথে যোগাযোগ ও করতে পারছি না।
– রিয়াদ, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন?
– জ্বী, কেনো বলুন তো ম্যাম?
– কিছু কথা আছে আপনার সাথে। আপনি ফ্রি হলে আমাকে জানিয়েন। রাখছি
– জ্বী ম্যাম।

ফোনটা রাখার পর থেকে মাথায় হাত দিয়ে বসে পড়লো প্রাপ্তি। মাথা যেন বন্ধ বন্ধ লাগছে। কাজের লোকেরা জানিয়েছে কাল রাতে বাড়ি থেকে বের হয়েছে সে। কোথায় গেছে, কি করছে সেটা রিয়াদ যদি না জানে তাহলে আর কারো পক্ষে জানা সম্ভব নয়। না চাইতেও বিষয়টা ভাবিয়ে তুলছে প্রাপ্তিকে। অয়নের সবথেকে খারাপ দিক ওর রাগ, রাগের বসে উল্টোপাল্টা কিছু করে ফেলে নি তো! উফফ আর ভাবতে পারছে না প্রাপ্তি। ভিলার ড্রাইভার প্রাপ্তিকে গাড়িতে করে অফিস পৌঁছে দেয়।

বিকেল ৫টা,
ক্যাফেতে মুখোমুখি বসা রিয়াদ এবং প্রাপ্তি। এখনো অবধি অয়নের কোনো খোঁজ পায় নি সে। না চাইতেও খারাপ চিন্তা ঘিরে রেখেছে প্রাপ্তিকে। রিয়াদ এবং সামি দুজন এমন মানুষ যারা অয়নের সকল গোপন তথ্য জানে। অয়নের লাভ লাইফ, বিজন্যাস লাইফ সবকিছু। মনের সাথে যুদ্ধ করে আজ ক্লান্ত প্রাপ্তি, তাই রিয়াদের কাছেই সকল প্রশ্নের উত্তর সে খুঁজে পাবে।
– ম্যাম, আপনি আমাকে এখানে কেনো ডেকেছেন?
– অয়নের সাথে আমার বিয়ের সত্যতা জানতে। কেনো অয়ন আমাকে বিয়ে করেছিলো? আপনি ছাড়া কেউ আমাকে উত্তর দিতে পারবে না।
– স্যার আপনাকে বিয়ে করেছিলো তার পেছনে সেই মূহুর্তে একটা কারণ ছিলো তা হচ্ছে প্রতিশোধ। আপনার নামের ফেক একাউন্টের কারণে উনি ভেবেছিলেন আবরার স্যারের এক্সিডেন্টে কোথাও না কোথাও আপনার ও দোষ ছিলো। আর আপনাকে একটা গোলকধাঁধার ভেতরে রাখার কারণ দুইটি ছিলো একটি দাদীজান দ্বিতীয়টি ঐ প্রতিশোধ। ধীরে ধীরে স্যার আপনার প্রতি দূর্বল হতে থাকেন, তারপর জানতে পারেন আপনার সাথে আবরার সাহেবের কোনো সম্পর্ক কোনোদিন ই ছিলো না। আপনার চাচাতো বোন আপনার নামে ফেক আইডি চালাতো। ধীরে ধীরে ধোঁয়াশাগুলি কেটে গেলে উনি সিদ্ধান্ত নেন এই সম্পর্কটাকে আবার জীবন্ত করার। উনি বড় ম্যাডামের সাথে অনেক ঝগড়াও করেছেন। এরপর বড় ম্যাডাম এক শর্তে রাজি হন, সেটা হলো খুব দ্রুত আপনি যাতে কনসিভ করেন। স্যার এটাও মেনে নিয়েছিলেন। তারপর আপনি যে রাতে স্যারকে ছেড়ে চলে যান, সেদিন স্যার আপনাকে সব খুলে বলতে চেয়েছিলেন এবং আপনাকে বিয়ের জন্য প্রপোজ করতে চেয়েছিলেন। সে রাতে আমরা একটি লাশ পাই। আমরা তো ভেবেই নিয়েছিলাম সেটি আপনার লাশ, আপনি মারা গেছেন। কিন্তু স্যার সেটা বিশ্বাস করেন নি। স্যার যখন জানতে পারেন আপনি প্রেগন্যান্ট ছিলেন পাগল প্রায় হয়ে পড়েন। ঢাকা তন্নতন্ন করে খুঁজেছেন তিনি। আমরা তাকে বুঝাবার চেষ্টা করেও লাভ হয় নি। বড় ম্যাডাম বারবার স্যারকে বিয়ের জন্য জোর করতে লাগেন। স্যারের লাইফে যাতে আপনার পরিবর্তে কেউ না আসে তাই স্যার সিকদার বংশে সম্পত্তির ভাগ ও ছেড়ে দিয়েছেন। এই চার মাস, স্যার কিভাবে জীবন কাটিয়েছেন তা কেবল আমরা জানি। যদি তার জীবনে কোথাও কোনো নারীর প্রবেশ থাকে সেটা শুধুমাত্র রাইসা ম্যামের ছিলো। রাইসা ম্যাম এবং তার বাচ্চাটিকে দেখাশুনার দায়িত্ব স্বেচ্ছায় নিয়েছিলেন বলেই রাইসা ম্যামের সাথে তার কথা বা দেখা হতো। আমার মনে হয় ম্যাম আপনার যা জানার ছিলো আমি তার উত্তর ঠিকমতো দিয়েছি।
– অয়ন, এখন কোথায় আছে বলতে পারবে।

কথা গুলো আটকে যাচ্ছে প্রাপ্তির। না চাইতেও চোখ বারবার ভিজে যাচ্ছে। হ্যা সে ভুল করেছে, খুব বড় ভুল করেছে। একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য নিজের সাথে সাথে অয়নকে এতোটা কষ্ট দিয়েছে। এখন অয়নের সামনে যাওয়াটা খুব দরকার। এসময় অয়ন কোথায় আছে তা একমাত্র রিয়াদ জানে। রিয়াদ উত্তরে বলে,
– না ম্যাম, উনি কোথায় আছে সেটা আমি আপনাকে জানাতে পারবো না। তবে উনি বেঁচে আছেন, তাই উনাকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না।
– প্লিজ, রিয়াদ আমার উনার সাথে দেখা হওয়াটা খুব জরুরি। আপনি ছাড়া কেউ আমাকে উনার খোঁজ দিতে পারবে না। আমি নিজের ভুলে চারটা মাস দেরি করে ফেলেছি। আর দেরি করলে অয়ন আমার থেকে আরোও দূরে চলে যাবেন যা আমি মেনে নিতে পারবো না। প্লিজ রিয়াদ, আমাকে উনার সাথে দেখা করানোর একটি ব্যাবস্থা করে দিন।
– বেশ ম্যাম, তবে চলুন।

অপরদিকে,
মুখোমুখি বসা মহীমা সিকদার এবং আবরার। রাগে গা রি রি করছে মহীমা বেগমের। কিন্তু নাতি তার সিদ্ধান্তে অনড়, রাইসাকেই সে বিয়ে করবে। অনেক বুঝানো সত্ত্বেও সে রাজি নয়।
– আবরার, আমার আগেও যা সিদ্ধান্ত ছিলো এখনো তাই, তুমি যদি এই মেয়েকে বিয়ে করতে চাও তবে আমার ঘরে তোমার কোনো জায়গা হবে না।
– বেশ তবে তাই হবে। রাইসা উনাকে বুঝিয়ে লাভ নেই। এ বাড়িতে আমাদের কোনো জায়গা হবে না। আরেকটা কথা দাদীজান, আপনার সম্পত্তি কিংবা কোম্পানি ছাড়া আমি দিব্যি চলতে পারবো কিন্তু আমি কিংবা অয়ন ছাড়া সিকদার কোম্পানির কি হাল হবে তা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না।

আবরার এক মূহুর্ত দেরি না করে রাইসাকে নিয়ে সিকদার ভিলা থেকে বেরিয়ে পরে। আগে থেকেই এটা তার জানা ছিলো বিধায় অয়নের সাহায্যে আগেই একটা নতুন কোম্পানি স্টার্ট করে আবরার। এখন বেশ ভালো পজিশনেই নিয়ে গিয়েছে সে কোম্পানিটিকে। তাই মহীমা বেগমের হুমকিতে তার কিছুই যায় আসছে না। রাইসা এবং আব্রাহামকে নিয়ে উত্তরার একটি দুই বেডরুম ফ্লাটে উঠে আবরার। এই ফ্লাটটা বিজনেস ক্যারিয়ারের প্রথমে কিনেছিলো আবরার। ফ্লাটটি তার নিজের নামে বিধায় এই ফ্লাটটি মহীমা সিকদার কখোনোই কেড়ে নিতে পারবেন না। আব্রাহামকে শুইয়ে দিয়ে বারান্দায় যায় রাইসা। আবরার তখন নিকোটিনের ধোঁয়ায় নিজের চিন্তাগুলোকে উড়াতে ব্যস্ত। আবরারের দিকে নিপুন দৃষ্টিতে তাকিয়ে থাকে রাইসা। আবরারের দৃষ্টি তখন বাহিরের দিকে। হালকা কেশে বলে উঠে,
– সিগারেট খাওয়া কিন্তু আমার পছন্দ নয়। আর আব্রাহামের জন্য সিগারেট খাওয়াটা উচিত হবে না।

আবরার মুচকি হেসে সিগারেটটা বাহিরে ফেলে দেয়। রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাধে থুতনি রাখে সে।
– বেশ, আজ থেকে নো সিগারেট। তবে নিকোটিনের নেশা যে বড় খারাপ, সহজে কাটানো যায় না। একটা নেশার বদলে এখন তো অন্য একটি নেশা করতে হবে
– অন্য নেশা বলতে?

রাইসাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে আলতো করে উষ্ণ ছোয়া দিয়ে বলে,
– তুই। জলজ্যান্ত নেশার তরী থাকতে এই নিকোটিনের নেশা আমাকে ছুতে পারবে না। আচ্ছা কাল সকালে কাজী অফিসে যাবো। অয়নকে জানিয়ে দিয়েছি। ওরাই সাক্ষী হিসেবে থাকবে।
– তাড়াহুড়ো করছিস না?
– অনেক দেরি হয়ে গেছে আর দেরি করবো না। বড্ড খিদে পেয়েছে। কি আনতে হবে বল, নিয়ে আসছি।
– তুই যাবি বাজারে?
– আর কেউ আছে?
– আচ্ছা, লিস্ট দিচ্ছি।

বলে রাইসা ভেতরে চলে গেলো। আবরারের মনটা মূহুর্তে ভালো হয়ে গেছে। আজ সত্যি নিজেকে পূর্ণ লাগছে, অবশেষে তার পরিবার পূর্ণতা পেলো।

রাত ৯টা,
অয়নের নিজস্ব গোপন আস্তানার সামনে এসে নামিয়ে দিয়েছে প্রাপ্তিকে রিয়াদ। অয়নের যখন খুব মন খারাপ লাগে তখন এখানে আসে সে। এই আস্তানার খোঁজ কেবল তিনজন জানে, আবরার, সামি এবং রিয়াদ। শহর থেকে দূরে অনাথ আশ্রম যেখান থেকে দত্তক নেওয়া হয়েছিলো তাকে। জায়গাটি মনের খুব কাছের অয়নের। কাল ভিলা ছেড়ে এখানেই ছুটে এসেছে সে। ফোন অফ করে নিজেকে এক রুমে আটকে রেখেছিলো। রিয়াদ ফোনে না পেয়ে বাধ্য হয়ে এখানে চলে আসে। অনাথ আশ্রমের দায়িত্বে যিনি আছেন তার নাম শমশের। শমশের সাহেব অয়নকে ছোট থেকে দেখে এসেছেন। রিয়াদ যখনই এখানে এসেছে তখনই তাকে রাতের সব কথা বলেন তিনি। তারপর দরজা ভেঙ্গে রুমে ঢুকলে দেখে জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। প্রাপ্তি ধীর পায়ে ভেতরে আসলে শমশের সাহেবের সাথে তার দেখা হয়৷ শমশের সাহেব তাকে দেখেই বলে,
– তুমি প্রাপ্তি, তাই না?
– আপনি আমাকে চিনেন?
– অয়ন তোমার ছবি দেখিয়েছিলো। সকাল থেকে ছেলেটার খুব জ্বর মা, জ্বরের ঘোরে তোমার নাম ডেকে যাচ্ছে। এখন তুমি এসে গেছো ওকে দেখে রেখো।
– আপনি চিন্তা করবেন না, কিছু হবে না।

রুমে প্রবেশ করে অয়নকে ঘুমন্ত দেখে পাশে বসে প্রাপ্তি৷ মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। নিজেকে অপরাধী লাগছে, সেদিন কেনো তার জন্য অপেক্ষা করে নি প্রাপ্তি। নিজের একটা ভুল আজকে তাদের এই দুজনকে এভাবে বিক্ষিপ্ত করে দিয়েছে। অয়নের পাশে বসে, হাতটি ধরে সারারাত সেভাবেই কাটিয়ে দেয় প্রাপ্তি।

সকাল ৭টা,
সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভাঙ্গে অয়নের। মাথাটা এখনো ধরে আছে, জ্বর নেই কিন্তু দূর্বলতা কাটে নি। হাতটি ভার ভার লাগলে পাশ ফিরে দেখে প্রাপ্তি হাতটি দুহাত দিয়ে জড়িয়ে ধরে ওভাবেই ঘুমিয়ে আছে। প্রথমে স্বপ্ন মনে হচ্ছিলো সব কিছু। প্রাপ্তির ঘুমন্ত মুখটি যেনো তার সকল অসুখের ঔষধ। অজান্তেই হাতটি মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিলো। মুখে ছোঁয়া পেতেই ঘুম ভেঙ্গে যায় প্রাপ্তির। অয়নকে সজাগ দেখে প্রান্তি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে,
– কিছু লাগবে?
– তুমি এখানে? ঠিকানা কোথায় পেলে?
– রিয়াদ দিয়েছেন। আপনার কিছু লাগবে?
– কেনো এসেছো? আমার মুখ যাতে না দেখতে হয় তাই তো এখানে চলে এসেছি। তোমার থেকে দূরে। তাহলে? আমি বলি কি চলে যাও।
– আপনার জ্বর এখন নেই। তবে আপনি ফ্রেশ হয়ে যান আমি খাবার নিয়ে আসছি।
– জ্বরে মরে যাবো না, তোমার সেবার আমার প্রয়োজন নেই। চলে যাও, আবার মায়ায় বাধবে আবার একা করে চলে যাবে। একাই তো থাকতে হবে, তবে এই মায়ার কি প্রয়োজন!
– বুঝে বলছেন তো? আমার একটা সামান্য ভুলে চার মাস আমাদের জীবন থেকে চলে গেছে। বাকিটা জীবন ও কি এভাবে একাকিত্বের অন্ধকারে কাটাবো আমরা? মানছি ভুল হয়েছে, ভুল বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন আমি ভালো নেই। আমার হৃদয়টা বড্ড ফাকা। এই বরফ শীতলে জীবনে আমিও ভালোবাসার উষ্ণতা চাই। আর সেটা কেবল আপনি দিতে পারবেন। ভালোবাসি আমি আপনাকে, জেদের বসে যে ভুল করেছি আবার সেটা করতে চাই না। প্লিজ ফিরিয়ে দিবেন না আমাকে।

বলেই শক্ত করে জড়িয়ে ধরলো অয়নকে। প্রাপ্তির স্পর্শে শিরদাঁড়া দিয়ে শীতল পরশ বয়ে গেলো। নিজেকে কঠিন করে রাখা আর যে সম্ভব না অয়নের পক্ষে। তাই না পেরে সেও শক্ত করে জড়িয়ে ধরলো প্রাপ্তিকে।
– আর একা করে চলে যাবে নাতো
– না, মৃত্যু অবধি আপনার সাথে বাকিটা জীবন কাটিয়ে দিবো, আপনার ছায়া হয়ে, আপনার শক্তি হয়ে। ভালোবাসি অয়ন, আমি আপনাকে ভালোবাসি।
– আমিও যে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া যে আমার চলবে না প্রাপ্তি, একদম ই না।

আজ তাদের ভালোবাসা যেনো পূর্ণতা পেলো, সকল ভুলবোঝাবুঝি মিটিয়ে ভালোবাসার উষ্ণতায় তাদের হৃদয় পরিপূর্ণ হলো। একই দিন অয়ন এবং প্রাপ্তি আর আবরার এবং রাইসা কাজী অফিসে আবার বিয়ে করলো। মহীমা বেগম শাস্তি স্বরুপ সারাজীবনের একাকিত্ব মেনে নিলো। আব্রাহামকে নিয়ে অয়ন, প্রাপ্তি, আবরার এবং রাইসা আবার নিজেদের মতো করে নিজেদের একটি সুখের আস্তানা সাজালো যেখানে বাহ্যিক ঝড় থাকলেও নিজেদের মাঝে কোনো দুঃখ, ক্লেশের স্থান নেই।
#ভালবাসার_উষ্ণতা
#Special_পর্ব

পানির ছিটা মুখে পড়ায় ঘুম ভেঙে গেলো অয়নের। পিটপিট করে চোখ মেলে ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই চোখ আটকে গেলো তার। প্রাপ্তি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুব নিপুন ভাবে চুল মুছছিলো। এক দৃষ্টিতে প্রাপ্তিকেই দেখছিলো অয়ন। পরণে বেগুনি রঙ্গের শাড়ি, বেগুনি রঙটা খুব একটা পছন্দ নয় অয়নের কিন্তু হলদেটে সাদা গায়ের সাথে রঙটি যেন মিশে আছে প্রাপ্তির সাথে। যেন রংটি তার জন্য বানানো। অয়নের কাছে লাগছে একটি স্নিগ্ধ বেগুনি পরী দাঁড়িয়ে রয়েছে। ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে, মুখে এখনো পানির কণাগুলো মুক্তের মত লেগে আছে। ঘাড়ের গাঢ় তিলটি ছুঁইয়ে দেওয়ার অদম্য ইচ্ছা অয়নকে পাগল করে দিচ্ছে। ধীর পায়ে বিছানা ছেড়ে প্রাপ্তির পিছনে দাঁড়ায় সে, আলতো ঠোঁটে তিলটি ছুয়ে দিতে কেঁপে উঠে প্রাপ্তি। আজ বিয়ের চার বছর হতে চললো তাদের কিন্তু আজো প্রাপ্তি ততোটাই লাজুক যতোটা চার বছর আগে ছিলো। অয়নের ছোঁয়া আজো তার শিরদাঁড়ায় শীতল পরশ বয়ে দেয়। অয়নের ছোঁয়ায় আগেও যেমন কোনো নোংরামি ছিলো না আজও নেই। শুধু ভালোবাসার উষ্ণতা অনুভব হয় এই স্পর্শে। পেছন থেকে জড়িয়ে ধরে কাধে থুতনি ঠেকিয়ে বলে অয়ন,
– তুমি কি জানো, তুমি বড্ড নিষ্ঠুর?
– কেনো?
– আমি প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড নতুন করে তোমার প্রেমে পড়ি। আমি যে তোমাতে আসক্ত হয়ে গেছি প্রিয়তমা। অথচ দেখো তোমার হুশই নেই, প্রতিদিন আরো বেশি মাতাল করে তুলছো আমায়। এটা কি উচিত?
– তাই বুঝি?
– হুম, তাছাড়া বলছি কি? প্রতি সকালে তোমার মায়াবী মুখটা আমায় পাগল করে দেয় অথচ দেখো তুমি নিষ্ঠুরের মতো আমাকে অফিস পাঠিয়ে দাও।
– প্রতিদিন এক ডায়ালগ না দিলে হয় না?
– প্রতিদিন অফিস না গেলে হয় না?
– আবরার ভাই, আব্রাহাম আর বউমনিকে নিয়ে ঘুরতে গিয়েছে। এর মধ্যে তুমিও যদি অফিস না যাও কিভাবে চলবে?
– ভাই আছে মজায়, সুন্দর বউ, বাচ্চা নিয়ে সেকেন্ড হানিমুনে চলে গেলো এখানে আমি প্রথম হানিমুনেই যেতে পারলাম না।
– কোথায়? কোয়াকাটা না ঘুরে আসলাম গতমাসে?
– টু ডেইস থ্রি নাইটস প্যাকেজ আর যাই হোক হানিমুন হয় না। আর ওটা তোমার এক্সিবিশন ছিলো। ওখানে তুমি আমাকে কম নিজের ভক্তদের অটোগ্রাফ দিতে ব্যস্ত ছিলে।
– হয়েছে আর পাপি লুক দিতে হবে না। আজ তোমার পছন্দের নাস্তা, ভুনা খিচুড়ি আর চুইঝালের মাংস। রেডি হয়ে যাও নয়তো অফিসের লেট হয়ে যাবে।
– তোমার মুখে তুমিটা একদম বুকে যেয়ে লাগে। আর কত মাতাল করবে মায়াবতী।
– ফ্লার্ট করার স্বভাবটা বদলাবে না তাই?
– আমি আমার আপন বউ এর সাথে ফ্লার্ট করছি ,থুরি না পাশের বাড়ির ভাবির সাথে ফ্লার্ট করতেছি! বলো তো করা স্টার্ট করি?
– খুন করে ফেলবো বলে দিলাম
– অকে, অকে। খিচুড়ি আমি আসছি।
– হাহাহা
– উফফফ মার ঢালা। আর কতবার এই হাসিতে আমার খুন করবে?

বলেই প্রাপ্তির কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে ওয়াশরুমে চলে গেলো অয়ন। এই চার বছরে অনেক কিছু বদলিয়ে গেছে, আর্টিস্ট হিসেবে প্রাপ্তি দেশে খুব খ্যাতি পেয়েছে। আবরার এবং অয়নের কোম্পানি টপ টেন কোম্পানিতে চলে এসেছে। রাইসা ও কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে জয়েন করেছে। আব্রাহামের হেলথ এখন অনেক প্রগ্রেসিভ পজিশনে। আরেকটু বড় হলে ছোট একটা অপারেশন করলেই হবে। মহীমা সিকদার মারা গেছেন ২ বছর হয়েছে। তার সব সম্পত্তি আবরার দান করে দিয়েছে। প্রাপ্তি আর অয়নের সংসারে কোনো কমতি নেই সুখের, কমতি আছে শুধু একজন নতুন সদস্যের কিন্তু প্রাপ্তির পক্ষে বাচ্চা নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে বলে অয়ন বাচ্চা নিতে নারাজ। বারবার বুঝিয়েও টায়ার্ড প্রাপ্তি। কিছুতেই বাচ্চা নিতে রাজী নয় সে। দরকার হলে দত্তক নিতেও রাজী অয়ন। কিন্তু প্রাপ্তির জীবন নিয়ে রিস্ক নিবে না সে। মাঝে মাঝে যখন আড়ালে প্রাপ্তি কাঁদে তখন নিজেকে সামলানোও কঠিন হয়ে পড়ে অয়নের ক্ষেত্রে, কিন্তু সে প্রাপ্তিকে হারাতে রাজী নয়। সেও চায় একটা ছোট প্রাপ্তি তাদের টুনাটুনির দুনিয়াতে আসুক, যাকে দেখে সারাদিনের ক্লান্তি নিমেষেই ঘুচে যাবে। যাকে কোলে নিলে মনের থাকা খালি জায়গাটা পূরণ হয়ে যাবে। যার আধো আধো বুলিতে বলা বাবা ডাক হবে পৃথিবীর সবথেকে মিষ্টি বুলি। কিন্তু এর বিনিময়ে প্রাপ্তিকে হারাতে সে রাজী নয়। সুখেই তো আছে, না হয় থাক কিছু অপূর্ণতা, কি যায় আসে।

রাত ৮টা,
অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে এসেছে অয়ন। সারাদিন প্রাপ্তির সাথে কথাও হয় নি। বাড়িতে এসেই দেখলো কোন কাজের লোক নেই। বেশ খটকা লাগলো অয়নের। নিজের রুমে পা রাখতেই দেখলো সারা ঘর অন্ধকার। প্রাপ্তিকে ডাক লাগালো সে, কিন্তু কোনো সারা না পেয়ে ব্যাতিব্যস্ত হয়ে পড়লো। হঠাৎ খেয়াল করলো কোনো মানবী ধীরে ধীরে ঘরের সকল মোম জ্বালাচ্ছে। নুপুরের ঝংকারে মুখরিত ঘর। সারাঘর মোমের আলোয় আলোকিত, গোলাপের সৌরভে মুখরিত। আর সামনের মানবীর দিক থেকে যেন চোখ ই সরছে না অয়নের। সাদা শাড়িতে কোনো স্বর্গের অপ্সরা থেকে কম লাগছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন তার মায়াবতীর দিকে। হাতের ব্যাগটা বেডের পাশে রেখে হাতের বাঁধন দিয়ে গলাটা জড়িয়ে ধরে প্রাপ্তি ধীর গলায় বললো,
– আজ জ্যোৎস্না বিলাসের শখ জেগেছে? অয়ন সিকদারের স্ত্রী আজ জ্যোৎস্না বিলাস করতে চায়। খাওয়া দাওয়ার পর ছাদে যাওয়া যাক?
– আজকে ম্যামের মতলব তো সুবিধার মনে হচ্ছে না, ব্যাপারটা কি?
– আজকের ডেট কি স্যারের মনে আছে?
– আগষ্টের ৩ কেনো?
– তোমার মনে নেই?
– কেনো মনে থাকবে না, আজ প্রথম আমি তোমায় আমার মনের কথা বলেছিলাম।
– তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যান, খেয়ে ছাদে যাবো। আজ পূর্ণিমা।
– বেশ যো হুকুম মহারানী।

বলেই কাবার্ডের কাছে চলে যায় অয়ন। কাপড় নিতে নিতে একটা ফাইল চোখে পড়ে, ফাইলটি খুলতেই যা চোখে পড়ে তাতে মূহুর্তের জন্য মাথা ফাঁকা হয়ে যায় অয়নের। তাহলে এজন্যই এতো প্রস্তুতি।

খাওয়ার পর ছাদের দোলনায় গিয়ে বসে তারা দুজন। আজ প্রাপ্তির মন খুব ভালো, প্রাপ্তিকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে অয়ন। আকাশের দিকে তাকিয়ে প্রাপ্তি বলে,
– আজ চাঁদটাকে বড্ড সুন্দর লাগছে তাই না?
– আমার চাঁদ তার থেকেও সুন্দর। আমার চাঁদকে দেখে আকাশের চাঁদও হিংসা করে।
– আজ যদি তোমার কাছে কিছু চাই, দিবে?
– তুমি জানো আমি তোমাকে কি দিতে পারবো না, এ বাদে যা চাইবে সব দিতে রাজি।
– মাতৃত্বের স্বাদ পেতে যে আমার বড্ড ইচ্ছে হয় অয়ন। আমার একটাই আক্ষেপ, আপনার ইচ্ছে হয় না আমাদের একটি সন্তান থাকুক।
– কম ডক্টর তো দেখাই নি প্রাপ্তি, তবুও কেনো?
– আজ আমি অন্য কিছু চাইবো, দিবেন?
– যদি সামর্থ্যে হয় তবে দিবো।
– শমশের আংকেল ফোন করেছিলো। একটা নবজাতক মেয়ে বাচ্চা কে জানে অনাথ আশ্রমের বাহিরে রেখে গেছে। বলছিলাম যদি বাচ্চাটিকে দত্তক নেওয়া যেত। অনাথ হওয়াটা কেমন সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না। আমি হয়তো জন্মদাত্রী মা হতে পারবো না, কিন্তু মা তো হতে পারবো। আমাদের টুনাটুনির জীবনও পূর্ণতা পাবে সাথে ও ও বাবা-মার সুখ পাবে। মাতৃত্বের স্বাদ তো এভাবেও পেতে পারি তাই না?

বলতে বলতে গলা আটকে আসছিলো প্রাপ্তির। অয়নের ও চোখ চিকচিক করছে। প্রাপ্তির চোখে মুখে অজস্র চুমু একে দিয়ে বলে,
– থ্যাংক উ, প্রাপ্তি। অবশেষে আমরা ও প্যারেন্টস হবো। থ্যাংক উ।
– তুমি রাজি?
– এই দত্তকের ব্যাপারটা অনেকদিন থেকেই আমি বলতে চেয়েছি কিন্তু তুমি মা হওয়ার জন্য এতোটা ডেস্পারেট ছিলে যে বলতে পারি নি।
– থ্যাংক উ।

বলেই প্রাপ্তি অয়নকে জড়িয়ে ধরলো। অয়ন হুট করেই প্রাপ্তিকে কোলে তুলে নিলো।
– আজ আবার নতুন করে তোমায় ভালোবাসতে ইচ্ছে করছে মায়াবতী, মে আই?

প্রাপ্তি কোনো কথা না বলে অয়নের বুকে মুখ লুকালো। অয়ন রুমের দিকে রওনা দিলো। রুমে এসে বিছানায় বসিয়ে প্রাপ্তির লাজে রাঙা মুখটি দু হাতে আলতো করে ধরলো, চোখজোড়া, গালে, নাকে অজস্র ভালোবাসার ছোঁয়া একে দিলো। প্রাপ্তির পাতলা ঠোঁটজোড়াতে ঠোঁট ডুবিয়ে নিজের অতৃপ্ত হৃদয়কে শান্ত করছে। প্রাপ্তিও অয়নের টি শার্ট খামছে ধরলো। প্রাপ্তি আঁচলে হাত নিয়ে প্রাপ্তি লজ্জায় লাল হয়ে গেলো, বা হাত দিয়ে টেবিল ল্যাম্পটি বন্ধ করে দিলো সে। রাতের গভীরতার সাথে সাথে দুজন মানব মানবীর নিঃশ্বাসের শব্দ গাঢ় হতে লাগলো। কিছু যন্ত্রণা, কিছু ব্যথার মাঝেও দু জন নরনারী তাদের সুখ কুড়াতে ব্যস্ত। আজ দুজন দুজনাতে মিশে একাকার। শেষ রাতের দিকে অয়ন যখন ঘুমে মগ্ন, প্রাপ্তি নিপুন ভাবে তার বরটিকে দেখে যাচ্ছে। মানুষটা একটা নেশার সাগর, দিন দিন যেন তার ভালোবাসায় তলিয়ে যাচ্ছে সে। অয়নের বুকে মাথা রেখে নিবিডভাবে জড়িয়ে ঘুমের সাগরে পা রাখে প্রাপ্তি। ভালোবাসার মানুষগুলো এভাবেই সুখে থাক, ভালোবাসার উষ্ণতা এভাবেই প্রাপ্তি আর অয়নের মনের শীতলতা দূর করুক।।

।।সমাপ্ত।।

মুশফিকা রহমান মৈথি
সমাপ্ত।

মুশফিকা রহমান মৈথি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here