মনের_গভীরে_তুমি পর্ব ৭

#মনের_গভীরে_তুমি❤
#পর্ব_০৭
#M_Marufa_Yasmin

পরেরদিন সকালে টিপ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে।টেবিলে সাজাচ্ছে। এর মাঝে কেয়া টেবিলে এসে বসলো।
কেয়া কে দেখে টিপ বলল …

—“দি তোমাকে কি দেবো বলো?

কেয়া বিরক্তি নিয়ে বলল
—“তোমাকে আমি বলছি আমার কি লাগবে আমাকে দাও ?নিজের কাজ করো।আমার কাজ তোমাকে করতে হবে বুঝেছ।

আরাভ সিঁড়িতে দাঁড়িয়ে সবটা দেখলো।আরাভ টেবিলে এসে টিপ কে বলল ।।।।
—“টিপ তুমি রেডি তো?

—“হুম আমি তো রেডি ।

—“আচ্ছা আমাকে তাড়াতাড়ি খেতে দাও আর তুমি ও খেয়ে নাও।
—“ওকে ।

খেয়ে টিপ আর আরাভ বেরিয়ে গেল।টিপ একটা লাল স্লিক শাড়ি পড়েছে গাঢ় করে লাল লিপস্টিক লাল ছোট একটা টিপ। হাতে লাল চুরি। চোখে হালকা কাজল। চুলটা খোলা । টিপ গাড়িতে বসতেই আরাভ বলল …

—“তুমি বিয়ে বাড়ি যাচ্ছো নাকি অফিস?

—“of course অফিস যাচ্ছি ।

—“তাহলে এত সেজেছ কেনো?

—” কেনো আমি সাজতে ভালোবাসি তাই তাতে আপনার কি?

—“বেশি বকো তুমি লিপস্টিক মুছে ফেলো তাড়াতাড়ি ।

—“না মুছবো না ।

—“টিপপপপ মুছো না হলে খুব খারাপ হবে বলে দিলাম ।

—“না মুছবো না কি করবেন করেন ।

—“আচ্ছা লাতো কি ভুত বাতো সে নেহি মানতি।

আরাভ পকেট থেকে রুমাল বের করে জোর করে লিপস্টিক মুছে দেয়।টিপ মুখ গোমড়া করে বসে আছে চোখটা ছলছল করছে।আরাভ সিট বেল্ট বেঁধে ড্রাইভ করতে লাগল।
ড্রাইভ করতে করতে বলল…

—“সাজগোজ এর সব গুলো ব্যবহার করবে কিন্তু লিপস্টিক বাদে ।

—“এমন করে বলছে জেনো আমি ওনার সত্যি করে বউ দেখুন একদম আমার ওপর হুকুম করতে আসবেন না আমার যেমন খুশী আমি সাজবো।

আরাভ খুব রেগে যায়।রেগে গিয়ে জোরে ব্রেক কষে ।

টিপ ভয় পেয়ে যায় কারন আরাভ রেগে গেলে যা যা করে বাপ রে।টিপ রীতিমত কাঁপতে শুরু করে দিয়েছে ।

কাঁপতে কাঁপতে টিপ বলল …
—“স্যারর সসসসসসররি আমি তো মজা করছিলাম।হিহি ।

আরাভ রেগে নিজের হাতটা গাড়ি তে মারে আর চেঁচিয়ে ওঠে বলল ..
—“just shut up OK !!

বলে আবার ড্রাইভ করতে লাগল ।
অফিসে পৌঁছে আরাভ টিপের সাথে আর কথা বলেনি।আরাভ অফিসে রাগি ফেস নিয়ে ঢুকা দেখে অফিসের লোকজন ভয়ে ভয়ে দাঁড়িয়ে gd morning জানালো।

তার পরে আবার টিপ কে মুখ ভার করে আসতে দেখে সবাই বুঝে যায়।যে আরাভ টিপের জন্য রেগে আছে।এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে সবাই সবার কাজে মন দিল।

টিপ গিয়ে নিজের ডেস্কে বসে পরলো।কিছু একটা নিয়ে ভাবছে আর দাঁতে নখ কাটছে। সবাই টিপ কে দেখে মুচকি মুচকি হাসছে।হঠাত একজন এসে বলল ।।।

—“টিপ স্যার ডাকছে তোমাকে তাড়াতাড়ি যাও।

টিপের ভাবনা ভেঙে কানে কথাটা যেতেই উঠে
দাঁড়ালো আর ঢোক গিলে বলল ..
—“স্যার আআআমাকে ডাকছে কেনো?

—“সেটা স্যার জানে তাড়াতাড়ি যাও স্যার কে দেখে মনে হল খুব রেগে আছে।

টিপ আর কথা না বাড়িয়ে ছুটে আরাভের কেবিনের দিকে গেল।ভয়ে ঢুকতে পারছে না দরজায় দাঁড়িয়ে আছে।আরাভ ভেতর থেকে চেঁচিয়ে বলল …

—“মূর্তির মতো ওখানে না দাঁড়িয়ে ভেতরে এসো।
—“জ্বি স্যার ।

বলে ভেতরে ঢুকলো।ভয়ে টিপের প্রাণ যায় যায় ।
কপালে ঘাম ঝরছে ভযে।

আরাভ বলল …..
—“এই ফাইল এর কাজ গুলো আজকের মধ্যে করে আমাকে কাল দেবে।আজকের মধ্যে কিন্তু ।

—“এত গুলো ফাইল আজ এর মধ্যে কেমন করে?

—“সে আমি জানি না সেটা তোমার ব্যাপার ।

—“স্যার প্লিজ

—“চুপ চাপ যাও কাজ শেষ করো ।

টিপ চলে যায়। কাজ করতে করতে বেশ রাত হয়ে গেছে অফিসের সবাই চলে গেছে। টিপ এর খুব ভয় করছে কিন্তু ওকে তো কাজটা শেষ করতেই হবে রাত একটা কাজ শেষ।টিপ কাজ শেষ করে ঘড়ির দিকে তাকাতেই ভয় পেয়ে যায়।

—“রাত একটা আল্লাহ গো এবার আমি বাড়ি যাবো কেমন করে।আর অফিসে ও কেও নায় যদি কোনো ভূত আসে।

টিপ দোয়া পরতে পরতে এক পা দু পা করে এগোচ্ছে ।
হঠাত সামনে থেকে কেও মোমবাতি নিয়ে টিপের
দিকে আসছে টিপ ভয়ে ভয়ে তাকিয়ে আছে
আগুনের আলোর জন্য মুখটা ভালো বোঝা যাচ্ছে না ।
।মোমবাতি যত কাছে আসছে টিপ তত ভয় পাচ্ছে
হঠাত ধপ করে টিপ মেঝেতে পড়ে যায় ।জ্ঞান হারিয়ে ।
আরাভ মোমবাতিটা একটা টেবিলে রেখে বলল

—“এই টিপ তোমার কি হলো ?

আরাভ তাড়াতাড়ি করে টেবিল থেকে পানি নিয়ে টিপের মুখে ছিটায়।
টিপ আস্তে আস্তে চোখ খুলে সামনে আরাভ কে না দেখেই আবার চোখ বন্ধ করে ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে ।আরাভ টিপ কে শক্ত করে জড়িয়ে ধরে নিয়ে বলল …

—“টিপ অনেক ভয় পেয়েছ কিন্তু কেনো?

টিপের হু ফিরে তাকিয়ে দেখে আরাভ।ও তাড়াতাড়ি করে নিজেকে আরাভের থেকে ছাড়িয়ে বলল

—“মোমবাতি ভূত ।

আরাভ অবাক হয়ে বলল …
—“what মোমবাতি ভূত?সেটা কি?

—“আমি দেখলাম একটা ভূত মোমবাতি নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল ।

—“omg ওটা আমি ছিলাম কারেন্ট চলে গিয়েছিল তাই মোমবাতিটা নিয়ে তোমার কাছে আসছিলাম ।

আরাভ হাহা করে হাসতে লাগে ।টিপ হা হয়ে আরাভের হাসি দেখছে ।
আরাভ বলল …

—“so fanny এবার বাড়ি চলো অনেক রাত হয়েছে ।

—“হুম চলুন ।

বেশ কয়েক মাস কেটে গেছে এক কয়েক মাসে একটা মূহুর্ত ও বাকি নাই যে আরাভ আর টিপ ঝগড়া করেনি।প্রতি মূহুর্তে ঝগড়া লেগেই আছে কোনো না কোনো কারন নিয়ে।আবির আর ইশরার মধ্যেই আগের থেকেও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে।
আর কেয়া তো আছেই ঝামেলা পাকানোর জন্য।
সবসময়ই টিপ কে ছোট করে। তবে আরাভ ও ছাড়ে না বলতে।
এই কয় এক মাসে কেয়ার বর রনিত একবার ও কেয়ার খোঁজ নেয়নি।

সকাল বেলা, ,,,,,,,,,,,,,,,,,,,,,,

টিপ ঘুমিয়ে আছে সোফায়।আরাভ ও ঘুমিয়ে ছিল।সূর্যের আলো এসে মুখে পড়ার জন্য উঠে পড়েছে।
ঘুম থেকে উঠে দেখে টিপ আরামে ঘুমাচ্ছে।
আরাভ গিয়ে টিপের পাশে বসলো।টিপের স্লিকি চুল গুলো বারবার টিপের চোখে চলে আসছে।টিপের বিরক্ত হচ্ছে।ঘুমের ঘোরে হাত দিয়ে বারবার সরাচ্ছে।আরাভ মুচকি হেসে টিপের মুখ থেকে চুল সরিয়ে দিয়ে।উঠে যায়।ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে টিপ উঠে পরেছে আরাভ মিস্টি করে বলল…

—“gd morning tip ।
টিপ ঘুম ঘুম কন্ঠে বলল

—“gd morning .

—“যাও ফ্রেশ হয়ে এসো।অফিসে যেতে হবে ।

—“ওকে ।
টিপ ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে গেল।
দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নামছে।কেয়া টিপ কে দেখে মুখ বাঁকালো ।

—“মা আজ ব্রেকফাস্ট বাইরে করবো আসি ।

আরাভ আর টিপ বেরোতেই একজন মেয়ে দরজা থেকে ছুটে এসে আরাভ কে জড়িয়ে ধরে।
আরাভ অবাক হয়ে আছে।টিপ মুখ কালো করে একবার আরাভের দিকে একবার মেয়েটার দিকে তাকাচ্ছে।মেয়েটা আরাভ কে ছেড়ে দিয়ে বলল

—“আরাভ কেমন আছো তুমি?

—“মিরা তুমি?

—“কেনো আসতে পারি না ?

—” না সেটা বলিনি ।

মিরা মুখটা নিচু করে বলল
—“আরাভ আমি নিজের ভুল বুঝতে পেরেছি ।
আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না এটা আমি বুঝতে পেরেছি ।আমি তোমাকে অনেক ভালবাসি এটা বুঝতে পেরেছি ।আরাভ তুমি আমাকে আবার মেনে নেবে না ।

ইশরা এসে বলল …
—“না পারবে না কারন দা এর লাইফে এখন আমার ভাবি আছে ।বুঝেছ ।

মিরা টিপের দিকে তাকিয়ে বলল …
—“তুমি বিয়ে করে নিয়েছ। খুব মিস্টি তোমার বউটা। তোমাদের মাঝে বাঁধা হয়ে থাকবো না তবে একটা অনুরোধ তোমার বউ হতে তো পারলাম না তোমার বন্ধু হয়ে থাকতে দেবে তো ।

—“মিরা।।।।।

আরাভ মিরাকে জড়িয়ে ধরে বলল …
—” yes পারবে।

আরাভ মিরা কে ছেড়ে দিয়ে বলল
—“টিপ ও মিরা ।

টিপ মুখ কালো করে ঠোঁটের কোনে হালকা হাসি নিয়ে বলল …
—“hii.

মিরা টিপ কে জড়িয়ে ধরে বলল
—“hlw.
তারপর ছেড়ে দিয়ে বলল মিরা

—“আমি কিন্তু কদিন এখানেই থাকবো ।

—“ওকে ।তুমি রেস্ট নাও আমরা অফিসে যাবো খুব important কাজ আছে ।

—“আচ্ছা যাও ।

আরাভ আর টিপ বেরিয়ে গেল ।
মিরা গিয়ে কেয়া কে জড়িয়ে ধরে বলল

—“দি তুমি কেমন আছো?

—“ভালো আর থাকতে দিয়েছে কই এই মেয়ে ।

—“o come on di আমি চলে এসেছি এবার
তোমার মন খারাপ থাকতেই দেবো না ।

—” তাই আমি জানি ।তাই তো তোমাকে এত ভালোবাসি ।

ইশরা এইসব দেখে মনে মনে বলল …
—” যতসব আদিখ্যেতা দেখে গা জ্বলে যায়।
নেকা টা আবার চলে এলো ।আর দা ও কেমন ওই মেয়েটা কে এই বাড়িতে থাকার permission দিয়ে দিল ।উফফ। আল্লাহ তুমি দেখো এর জন্য আমার দা আর ভাবির সম্পর্কে ফাটল না ধরে ।
বলে চলে যায় ।

টিপ অন্য দিকে মুখ করে বসে আছে আরাভ দেখছে টিপ কিছু নিয়ে ভাবছে।আরাভ শুকনো কাশি দিয়ে বলল

—“টিপ মন খারাপ তোমার?

—“হু কি কই না তো ।

—“তাহলে কথা বলছো না কেনো? শরীর খারাপ?

—“না মানে মাথায় একটু ব্যাথা হচ্ছে ।

—“ডাক্তার এর কাছে যাবো? চলে নিয়ে যায় ।

—“না না এত ব্যস্ত হবেন না আমি ঠিক আছি ।

অফিসের কাজ সেরে।সন্ধ্যায় বাড়ি ফিরে দুজনে।
টিপ ফ্রেশ হয়ে রাতের রান্না করতে যায়।
রান্না করার সময়ে মিরা গিয়ে টিপ কে বললো

—“টিপ আমার জন্য একটু সুপ করে দেবে ।আর হ্যা চিকেন দেবে না হ্যা আমার প্রবলেম আছে ।এমনি নরমাল করে দেবে ।

—“ওকে ।
রান্না করে টিপ সবাই কে খেতে ডাকল।
সবাই খেতে বসেছে।মিরা তার সুপ খাচ্ছে।হঠাত মিরা চেঁচিয়ে বলল

—“টিপ এটা কি করেছ।তোমাকে বারণ করলাম সুপে চিকেন দেবে না তাও দিয়েছ।চিকেন এ আমার প্রবলেম আছে ।না পারবে বলে দেবে ।
তা বলে এত বড়ো ক্ষতি করলে।আমাকে ডাক্তার চিকেন খেতে বারণ করেছে।
*
*
*
*
বাকি

কথা গুলো সবাই মনযোগ দিয়ে পড়বেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here