মায়ার বাঁধন পর্ব -২৩+২৪

#মায়ার_বাঁধন
২৩.
বেশ রাত করে শ্বাশুড়ির ঘর থেকে নিজের ঘরে যায় নীরা। তুরান ডিনার করেই ঘরে চলে গেছে। নীরা শ্বশুর, শ্বাশুড়ির সঙ্গে সময় কাটিয়ে অনেক পরে গিয়েছে। ঘরে ঢুকে দেখে লাইক বন্ধ ড্রিম লাইট জ্বলছে। তারমানে তুরান ঘুমিয়ে পড়েছে। নীরা ধীরে সুস্থে প্রবেশ করে। আলগোছে গিয়ে তুরানের অপর পাশে শুয়ে পড়ে। নড়াচড়া বিহীন শুয়ে থাকে যেন তুরানের ঘুম ছুটে না যায়। কিন্তু হলো এক, তুরান জেগেই ছিল। নীরা শুয়ে পড়তেই তার বলিষ্ঠ হাত এগিয়ে জড়িয়ে নেয় নীরার কোমর। সর্বাঙ্গে মৃদু ঝাঁকুনি ওঠে নীরার। আচমকা ঘটনায় ভ’য় পেয়ে গেছে তার ওপর এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ সব মিলিয়ে এক অস্থির অনুভূতি। তুরান ভীষণ শক্তপোক্ত ভাবে নীরাকে জড়িয়ে শুয়ে আছে। নীরা বারকয়েক ছোটার চেষ্টা করেও লাভ হয়নি। তার ওই বলিষ্ঠ গড়নের সঙ্গে নীরার ছোট্ট দেহেখানা পারবে কেন? অতঃপর উপায়ন্তর না পেয়ে নীরা মুখ খোলে। মৃদু কন্ঠে বলে,

“ক..কী..করছেন? ছাড়ুন।”

তুরানের স্বাভাবিক উত্তর,
“যদি না ছাড়ি?”
“তাহলে… ”
“তাহলে?”
“তাহলে আমি ঘুমবো কী করে?”
“এভাবেই।”
“প্লিজ….”

নীরার আকুতি ভরা কন্ঠে গলে না তুরানের পাথর মন। সে কথা অন্য দিকে নিয়ে যায়। বলে,

“আমার কতটা চিন্তা হচ্ছিল জানো? বাড়িতে এসেও তোমাকে পাইনি। মিস করছিলাম ভীষণ। এই এতটুকু সময় প্রগাঢ় যন্ত্রণা অনুভব করেছি।”

নীরা মিনমিনিয়ে বলে,”সরি।”

তুরান দীর্ঘ শ্বাস ফেলে। বলে,
“ফোন করেছিলাম তো অনেক বার।”

“আসলে ক্লাস শুরুর আগে সেই যে সাইলেন্ট করেছি আর বন্ধ করা হয়নি। দুঃখিত ভীষণ ভাবে।”

“অন্যায় করেছ শা’স্তি তো পেতেই হবে। শা’স্তি সরূপ এভাবেই ঘুমতে হবে তোমায়। বিরোধিতা করলে শা’স্তি বাড়বে বৈ কমবে না। আর আমার শা’স্তির লেভেল আশা করি বুঝে গেছ এতক্ষণে।”

নীরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ড্রিম লাইটির দিকে। প্রবল চিন্তায় সে। এভাবে কী ঘুম হবে? তুরানের ওষ্ঠে ক্রুর হাসি। ড্রিম লাইটের আলোয় তা অধরা। এই প্রথম নীরার অসহায় মুখটা সে ভীষণ ইনজয় করছে।

—–
আজ ভার্সিটিতে ভিপি নির্বাচনের রেজাল্ট আউট হবে। গত দুদিন আগে নির্বাচন সম্পন্ন হয়েছে। তুরান আগে ভাগে বেড়িয়ে পড়েছে। নীরা আজ ভার্সিটি যেতে পারবে না। তুরানের নিষেধ আছে। জাহানারা চৌধুরী এখনো শয্যাশায়ী। এ অবস্থায় তাকে একা রেখে যাওয়া সম্ভব নয়। রিনা তো তার দিকে ফিরেও দেখে না। গতকাল সৌজন্যতা সরূপ একবার এসে দেখে গেছে কিন্তু সেবা যত্নের ধার সে ধারে না। অতঃপর শ্বাশুড়ির সেবা যত্নের ভার নিজের কাঁধে তুলে নিয়ে বাড়িতে থেকে যায় নীরা।

জাহানারা চৌধুরীর অবস্থা আগের থেকেও শোচনীয়। নীরা তাকে বিছানায় বসিয়ে খায়িয়ে দিয়েছে। ঠিক দশটা বাজলে ঔষধ খায়িয়ে আবার শুয়িয়ে দেবে। এমন সময় নীরার ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর থেকে কল৷ নীরা ভ্রু কুঁচকে ফোন কানে তুলল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কেউ ব্যস্ত কন্ঠে বলল,

“নীরা ম্যাডাম বলছেন? আপনার স্বামী তুরান তাসরিফ চৌধুরীর ভীষণ বি’প’দ। শ’ত্রু’রা সব ওঁত পেতে আছে। যেকোনো সময় হামলে পড়তে পারে। স্বামীকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসুন।”

লাইন কেটে যায় সেই সঙ্গে মেঝেতে পড়ে খন্ড বিখন্ড হয় নীরার ফোন। জাহানারা চৌধুরী চমকে ওঠেন। এমনিতেই অসুস্থ তার ওপর নীরার হাবভাব তাকে ভাবিয়ে তুলছে। তিনি উত্তেজিত কন্ঠে বলেন,
“কী হয়েছে নীরা?”

নীরা বৃহৎ অক্ষিযুগল ঘুরিয়ে তাকায় জাহানারা চৌধুরীর দিকে। অনেক চেষ্টায় গলা দিয়ে কোনোরকমে বের করে,

“ততততততুুতুতুরান…”

নীরার কন্ঠ আটকে আসছে। মনে হচ্ছে কেউ গলা চে’পে ধরে রেখেছে। তুরানের নাম শুনতেই জাহানারা চৌধুরী দ্বিগুণ উত্তেজিত হয়ে পড়েন। বারংবার প্রশ্ন করে চলেছে,

“কী হয়েছে? কী হয়েছে আমার তুরানের? বল নীরা বল।”

নীরা পাথর বনে দাড়িয়ে। তখনই কোত্থেকে সেখানে উপস্থিত হয় রিনা। তার চোখে মুখে অস্থিরতা। সে নীরার কাছে এসে উদ্বিগ্ন কন্ঠে বলল,

“কী হয়েছে নীরা এনি প্রবলেম? তুরানের কোনো সমস্যা হয়েছে? তোমার তো তাহলে এখনই যাওয়া উচিত তাই না?”

নীরার হুঁশ ফিরে। সে অসহায় দৃষ্টিতে তাকায় রিনার দিকে। রিনা তড়িঘড়ি করে বলে, “তুমি যাও মা’কে আমি সামলে নেব।”

নীরা এক পলক জাহানারা চৌধুরীর উত্তেজিত মুখশ্রীর দিকে তাকায় তো এক পলক রিনার দিকে তাকায়। রিনা পুনরায় বলে,

“আমি আছি তো চিন্তা করো না। তুমি যাও।”

ভরসা পেয়ে নীরা কোনো কথা ছাড়াই ছুট্টে বেড়িয়ে যায়। পেছন থেকে ভেসে আসছে জাহানারা চৌধুরীর আর্তনাদ মিশ্রিত আকুতি,

“নীরা কী হয়েছে বলে যা আমাকে। কোথায় যাচ্ছিস তুই? আমার তুরান ঠিক আছে তো?”

নীরার কাছে ঝংকার তুলছে কথা গুলো। “আমার তুরান ঠিক আছে তো।” এই কথাটি একেবারে সুচের মতো বিঁধছে গিয়ে বক্ষপিঞ্জরে। সত্যিই তো তুরান ঠিক আছে তো?

বাড়ির গাড়িতে করে ব্যস্ত চিত্তে অগ্রসর হয় সে ভার্সিটির দিকে। এদিকে নীরা বেড়িয়ে যেতেই রিনা নিজের আসল রুপে ফিরে আসে। দরজার দিকে তাকিয়ে ক্রুর হাসি হাসে। জাহানারা চৌধুরী সেভাবেই চিৎকার করতে করতে হঠাৎ বুকে হাত দিয়ে বিছানায় ঢলে পড়েন। রিনা সেদিকে এক পলক চেয়ে দুর্বোধ্য হাসে। পরপরই তড়িঘড়ি করে বেড়িয়ে পড়ে ও ঘর থেকে।

—–
ব্যাপক সংখ্যক ভোট পেয়ে জয় লাভ করেছে তুরান। তাকে ঘিরে হৈ হুল্লোড়ের শেষ নেই। এরই মধ্যে তার ফোনটা বেজে ওঠে। হৈ হুল্লোড় থেকে পাশে গিয়ে এক হাতে ফোন রিসিভ করে কানে তোলে। চেঁচামেচিতে ক্লিয়ার শোনা যাচ্ছে না কিছু। তুরান আরেকটু দূরে সরে। এবার শোনা যাচ্ছে। ফোনের ওপাশ থেকে এক অপরিচিত কন্ঠ ভেসে আসছে,

“মি. তুরান আপনি যেখানেই থাকুন না কেন এখনই বাড়িতে চলে আসুন৷ আপনার মায়ের অবস্থা ভালো নয়৷ তিনি এখন মৃ’ত্যু পথযাত্রী।”

তুরান হ্যালো হ্যালো করছে কিন্তু লাইন কেটে গেছে আগেই। দিকবিদিকশুন্য মস্তিষ্কে তুরান ছোটে বাড়ির পথে। আপাততঃ তার মস্তিষ্ক এখন শূন্য। কে ফোন করল, কীভাবে এসব জানল কোনো প্রশ্নই তার মস্তিষ্কে এলো না। কিছুক্ষণ আগের আনন্দ, স্বস্তি সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাইক ছুটিয়ে নিমেষেই পৌঁছে গেল বাড়িতে। হন্তদন্ত পায়ে এগিয়ে গেল মায়ের ঘরে। যেতে যেতে মা,মা বলে ডাক ছাড়তে ভুললো না। সেই ডাকে নিজের ঘর থেকে বেড়িয়ে এলো রিনা। তুরানের চলন দেখে রহস্যময়ী হাসি হাসল। বিড়বিড়িয়ে বলল,

“কাজ শেষ।”

মায়ের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল তুরান। তার বাবা সকালে তার আগেই অফিসে বেড়িয়ে গেছেন। তুরান ঘরে ঢুকে দেখে জাহানারা চৌধুরী বিছানায় অ’চে’ত’ন অবস্থায় পড়ে আছেন। ডান সাইড প্রায় হেলে আছে বিছানা থেকে নিচের দিকে। তুরান ‘মাআআআআ’ বলে চিৎকার দিয়ে ছুটে যায়। মায়ের মাথাটা কোলের ওপর তুলে নিয়ে ” নীরা, নীরা ” বলে ডেকে আশেপাশে তাকায়। তখনই ঘরে ঢোকে রিনা। অভিনয় করে বলে,

“কী হয়েছে তুরান? নীরা তো ভার্সিটিতে গেছে। ওর নাকি কী জরুরি কাজ আছে তাই। আমার সঙ্গে পথিমধ্যে দেখা হয়েছিল তখন বলল আরকি।”

মুহুর্তেই তুরানের চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল,

“ওর এত বড় সা’হ’স আমার কথা অমান্য করে মা’কে এভাবে ফেলে চলে গেছে? আমার মায়ের যদি কিছু হয় ওকে আমি ছাড়ব না।”

কথাটা বলেই তুরান জাহানারা চৌধুরীকে কোলে তুলে নেয়। একপ্রকার ছুটেই বেড়িয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। পেছনে দাঁড়িয়ে রিনা অট্টহাসিতে ফেটে পড়ে। আওয়াজ তুলে বলে,

“লেগে গেছে আ’গু’ন। লেগে গেছে। শ’ত্রুর আরাম হা’রা’ম করে দিয়েছি আমি।”

.#মায়ার_বাঁধন
২৪.
ভার্সিটির ক্যাম্পাসে হন্তদন্ত হয়ে তুরানকে খুঁজে চলেছে নীরা। খুঁজতে খুঁজতে পাগল প্রায়। সহসা অয়নের চোখে আটকায় নীরাকে। অয়ন তাদের দলের কিছু ছেলেদের সঙ্গে সেলিব্রেট করছিল। নীরাকে দেখে এগিয়ে আসে। নম্র কন্ঠে শুধায়,

“কী হয়েছে ভাবি? ঠিক আছেন আপনি?”

নীরা উদ্বীগ্ন হয়ে বলে,
“মি. চৌধুরী কোথায় তিনি? তিনি ঠিক আছেন তো?”

অয়ন প্রশ্নাত্মক কন্ঠে বলল,
“মি.চৌধুরী? আপনি বোধহয় তুরান ভাইয়ের কথা বলছেন?”

“হ্যাঁ হ্যাঁ কোথায় উনি?”

“ভাই তো বেড়িয়ে গেছে দেখলাম। অনেকক্ষণ আগেই।”

“কোথায় গেছে?”

“তা তো ঠিক বলতে পারব না। কিছু বলে যায়নি। দূর থেকে দেখলাম বেশ ব্যস্ত পায়ে হেঁটে চলে গেছে।”

নীরার কপালে দুশ্চিন্তার ছাপ। কোথায় চলে গেল তুরান? উত্তেজনায় ফোনটাও ফেলে এসেছে নয়তো ফোন করে জানতে পারত। এত দুশ্চিন্তার মধ্যে নীরা খেয়ালই করেনি অয়ন তাকে ‘ভাবি’ বলে সম্বোধন করেছে। খেয়াল করলে নিশ্চয়ই মনে মনে খুশি হতো।

সারা ক্যাম্পাস,ভার্সিটির আনাচকানাচে তন্নতন্ন করে খুঁজেও যখন ব্যর্থ হলো নীরা তখন উদাস ভঙ্গিতে রওনা হলো বাড়ির পথে। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা বয়ে নিতে বেশ কষ্ট হলো। মস্তিষ্কের কোথাও একটা তীব্র চাপ অনুভব করল। শ্বাশুড়ি নামক অসুস্থ মায়ের কথা মনে পড়ল। রিনা কী ঠিকমতো দেখাশোনা করছে তার? এদিকে তুরান লাপাত্তা, অন্যদিকে ওই ফোন কল আবার রিনার হাতে শ্বাশুড়িকে ফেলে আসা, ভার্সিটিতে কোনো গন্ডগোল না লাগা সবকিছু কেমন জানি একটা বি’প’দের ইঙ্গিত বয়ে আনছে। শূন্য মস্তিষ্কে শুকনো ডোক গিলল নীরা। মনে মনে স্মরণ করল ওপর ওয়ালাকে। একমাত্র তিনিই সবকিছুর রক্ষাকর্তা। তিনি চাইলে সব হয়।

——-

হসপিটালের করিডোরে বিধস্ত রুপে বসে আছে তুরান। তার পাশেই রিনা দাড়িয়ে। তুরানের বিধস্ততা দেখে ক্ষণে ক্ষণে তার অধর কোণে মিলছে চাপা হাসি। জাহানারা চৌধুরী এখন অনেকটা ঠিক আছেন। তবে পুরোপুরি বি’প’দ মুক্ত নয়। অতিরিক্ত উত্তেজনায় মিনি স্ট্রো’ক হয়েছিল। শরীরের ডান সাইডের কার্য ক্ষমতা কিছুটা লোপ পেয়েছে। ডক্টর বলেছে ঠিকমতো ট্রিটমেন্ট চললে সুস্থ হয়ে যাবে।

কিয়ৎক্ষণ পেড়তেই সেখানে উপস্থিতি দৃশ্যমান হয় নীরার। কী ভীষণ এলোমেলো অবস্থা তার। চোখ মুখের বৈচিত্র্য ভাবগতি। কিন্তু সেদিকে লক্ষ্য করল না তুরান তার মস্তিষ্কে চেপে বসল ক্রোধ। যা এতক্ষণ সংবরণকৃত ছিল। নীরাকে দেখতেই বসা থেকে উঠে দাড়াল সে। চেহারায় টানল বিবর্ণতা। ধেয়ে গেল নীরার নিকট। পরপর কষে থা’প্প’ড় বসিয়ে দিল নীরার মুখবিবরে। কেঁপে উঠল করিডোর। অদূরে দাড়িয়ে মুখ টিপে হাসল রিনা। কিন্তু হতবিহ্বল নীরা বিস্মিত, অবাকান্বিত চাহনিতে তাকিয়ে তুরানের মুখপানে। যা হলো সব তার মস্তিষ্ক ছেদ করে গেল। তুরান তাকে চ’ড় মেরেছে? কিন্তু কেন? তার কী অ’প’রা’ধ? তুরান কীভাবে পারল তার গায়ে হাত তুলতে? নানাবিধ প্রশ্নে আচ্ছাদিত তার অন্তঃকোণ। কিন্তু কন্ঠনালী দিয়ে বের হতে ব্যর্থ একটি অক্ষরও। বাড়ি পৌঁছে মেড সার্ভেটের মুখে সব সংবাদ পেয়ে তখনই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে সে। কিন্তু এসেই এ কী উপহার পেল? তুরান তাকে চ’ড় মা’র’ল?

নীরার শূন্য অনুভূতিতে ক্রোধ দ্বিগুণ হলো তুরানের। ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে চেপে ধরল নীরার বাহুদ্বয়। আঁতকে উঠল নীরা। তুরানের হেলদোল নেই। সে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে নীরার পানে। অতঃপর দাঁতে দাঁত চেপে নিরেট কন্ঠে বলল,

“কোন মুখে এখানে এসেছ তুমি? আমার মায়ের কিছু হলে তোমায় আমি শে’ষ করে ফেলব। একেবারে ফিনিস।”

নীরা আঁতকে ওঠে। কম্পিত কণ্ঠ নাড়িয়ে বলে,
“ক ক কী হয়েছে মায়ের? মা ঠিক আছেন তো?”

তুরান দ্বিগুণ গভীর ভাবে খামচে ধরল নীরার বাহু। ব্যথায় কুকিয়ে উঠল নীরা। তুরান নিজ কর্মে অটল। হিতাহিতজ্ঞানশূন্য সে। নীরার পানে সেই একই ভ’য়া’ব’হ
দৃষ্টি নিক্ষেপ করে বলল,

“তামাশা হচ্ছে? এখন কিচ্ছু বুঝতে পারছিস না তুই? আমার অসুস্থ মায়ের দ্বায়িত্ব তোর হাতে দিয়ে নিশ্চিন্তে বেড়িয়েছিলাম আমি কিন্তু তুই কী করলি মাকে একা ফেলে নাচতে নাচতে ভার্সিটি চলে গেলি। তোর যখন এতই সমস্যা ছিল তখন আমাকে আগেই বলে দিতি। আমি না হয় ভার্সিটি এটেন্ড করতাম না আজ।”

নীরা বাকরুদ্ধ। তুরানের মুখে তুইতোকারি তার ওপর এতশত মিথ্যে অপবাদ মেনে নিতে কষ্ট হচ্ছে। বক্ষপিঞ্জরে সূচালো কিছু গিয়ে তীরের মতো বিঁধছে যেন। তুরান কী কম ছিল রিনাকেও ঠেলে আসতে হলো। তুরানকে আরও একটু উষ্কে দিয়ে সে বলল,

“আমি তো তোমাদের আগেই সাবধান করেছিলাম ভাই। তোমরা তো আমার কথা কানেই তুললে না। এখন দেখ পরিণতি কী হলো?”

নীরার বিস্ময়াবৃতি প্রগাঢ় হলো। এই কী সেই রিনা যার ভরসায় সকালে সে বাহিরে পা রেখেছিল? নাহ এ সে নয়! এ তো এক বিনাশীনি রমনী। যার সান্নিধ্যে ভেঙে তছনছ হয় সুখের রাজ্যপট।

তুরান এক ঝটকায় ধাক্কা মে’রে সরিয়ে দেয় নীরাকে। মানসিক, শারীরিক দু দিক দিয়েই বিপর্যস্ত নীরা টাল সামলাতে না ছিটকে পরে দেয়ালের গায়ে। কপালের কোণে আর বাহুতে চোট লাগে ভীষণ। পায়ের কোণ আঙুলটায়ও বেশ লেগেছে। ওষ্ঠ কামড়ে নিজেকে সংবরণ করে নেয় সে।
পরপরই কর্ণে এসে বারি খায় তুরানের ভ’য়া’ব’হ রুষ্ট কন্ঠ,

“তোর এই মুখ নিয়ে এখনই বেড়িয়ে যা। আমার মায়ের ধারেকাছেও যেন তোকে না দেখি।”

কথা সম্পন্ন করে চেয়ারে বসে চোখ বন্ধ করে নেয় তুরান। রিনা নীরার দিকে তাকিয়ে বিশ্বজয়ী হাসি প্রদান করছে। নীরা আর সইতে পারে না। হুট করে বেড়িয়ে যায় সেখান থেকে। আড়ালে আবডালে চোখের পানিতে সিক্ত হয়। তীব্র যন্ত্রণায় কুল-কিনারা হারায়। বাড়ি সে ফিরবে না কিন্তু তুরানের সম্মুখেও সে থাকবে না। দুই দিক ব্যালেন্স করে সবথেকে ভালো উপায় হবে লুকিয়ে থাকা। তারপর সুযোগ বুঝে মায়ের সঙ্গে দেখা করা। যেই ভাবা সেই কাজ। চোখের পানি মুছে নিজেকে যথাযথ শক্ত করে লুকিয়ে পড়ে সে। এভাবেই ঠিক আছে। তবে মনে মনে আরও একটি সিদ্ধান্ত কষে ফেলে। রিনাকে এই চাটুকারিতার শা’স্তি পেতেই হবে। সেই শা’স্তি দেবে সে নিজেই।

——–

জাহানারা চৌধুরীর জ্ঞান ফিরেছে। ডক্টরের কড়া নিষেধ কথা বলবে কমিয়ে। আলহাম চৌধুরীকে জানানো হয়েছে ইতিমধ্যে তিনিও হসপিটালে হাজির। বাবার মুখের ওপর বউয়ের কুকীর্তি জানাতে লজ্জাবোধ করছিল তুরান সেই সুযোগে রিনা আগ বাড়িয়ে সবটা মশলা মাখিয়ে উপস্থাপন করে শ্বশুরের সম্মুখে। মুখে কিছু না বললেও মনে মনে সে কিছুতেই এসব মানতে পারছেন না৷ নীরা এমনটা করার মেয়েই নয়।

চোখ মেলে জাহানারা চৌধুরী কেমন অস্থির হয়ে উঠলেন। স্মৃতিতে হানা দিল সকালের ঘটনা। অস্ফুটস্বরে তুরান, তুরান বলে আর্তনাদ করে উঠলেন। তুরান পাশেই ছিল। ততক্ষণাৎ এগিয়ে এসে অসহায় কন্ঠে বলল,

“এইতো আমি কী হয়েছে মা? তুমি ঠিক আছো তো এখন?”

জাহানারা চৌধুরী ছেলের গায়ে হাত বুলাতে চেষ্টা করেন। বুঝতে পেরে তুরান নিজেই এগিয়ে যায়। জাহানারা চৌধুরী পুনরায় বলেন,

“তুই ঠিক আছিস, বাবা?”

তুরান বুঝে পায় না এমন প্রশ্নের মানে। তবুও জবাবে বলে,

“হ্যাঁ মা আমি তো ঠিকই আছি।”

“আর নীরা…”

নীরার নাম শুনতেই তুরানের চোয়াল শক্ত হয়ে ওঠে। নিরেট কন্ঠে বলে,

“ওর নাম মুখেও আনবে না। বে’ই’মা’ন একটা আজই বাড়ি ফিরে ওর ব্যবস্থা করব। তুমি ফিরলেই ও বাড়িতে ওর শেষ দিন হবে।”

.
চলবে,
®

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here