সীমাহীন পর্ব ৭

সীমাহীন
#Meherika_Ayat (আরাধ্যা)
পর্ব ৭
কলেজ শেষ করে বাসায় আসলো আরাধ্যা ও রিধি।
আরধ্যা ভাবছে একমাস ধরে যে ছেলে পাগল হয়ে গেছে কথা বলতে,
কলেজ গেলে যার জ্বালায় শান্তিতে কোথাও বসতে পারতো না। সারাক্ষণ যে চোখের সামনে ঘুর ঘুর করতো।সে কাল হঠাৎ অন্য কলেজে ট্রান্সফার হয়ে গেল কেন?
আজ কলেজে গিয়ে অনেক খুজেছিল আরাধ্যা আকাশ কে। পরে জানতে পারলো। সে নাকি পারিবার সহ অন্য জায়গায় চলে গেছে।
ভেবে ভেবে পাগল হয়ে গেছে আরাধ্যা।
.
.
.
সকাল থেকে রাজ 100+ কল দিল রিধিকে। আর মেসেজের তো হিসেব নেই।
ফোন বেজেই চলেছে রিসিভ করার নাম নেই।
এখন কল দিছে আর সুইচড অফ বলছে। ব্যাপার কি সব ঠিক আছে তো? এমন তো কখনও করে না রিধি।
ভাবছে রাজ। বাসায় যাবে ঠিক করলো রাজ। 5 দিন হল তার বেস্ট ফ্রেন্ড আরিয়ানের সাথেও দেখা না। এখন যাওয়াই দরকার। হুম যাবে রাজ।
.
.
.
এদিকে আরিয়ান ও অফিস থেকে এসেছে।
সাবাই লাঞ্চ শেষ করলো।
.
.
.
বিকালে হঠাৎ গানের শব্দে আরাধ্যার ঘুম ভাংলো।
কে গান গাইছে এভাবে?
রুমে থেকে বেরিয়ে, যে দিক থেকে গানের শব্দ আসছে সে দিকে যেতে লাগলো আরাধ্যা।
আরিয়ানের রুমে দরজার সামনে গিয়ে থামলো আরু।
দেখলো আরিয়ান বারান্দায় বসে গিটার বাজাচ্ছে আর গান করছে।
.
Talab he tu, tu he nasha
Gulam he dil ye tera
Khulke zara jiii lu tujhe
Ajaa meri sanson me aa
Marije ishk ho, kar lee dawaa
Haat rakh de tu dil pe zaraa…
ইসস কি সুন্দর করে গান করে।
এমন যদি আমার একটা বফ থাকতো। মনে মনে ভাবলো আরাধ্যা।
এই যে মিস?
কি করছেন এখানে?
গান শুনতে ইচ্ছে হলে রুমে এসে বসতেন। বাইরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন কেন?
আরিয়ান কথা গুলো বলে হালকা করে একটা ধাক্কা দিল আরুকে।
কি ভাবছিলাম এতক্ষণ আমি? বাস্তবে ফিরে আসে আরু। জোরে কথা টা বলে ফেলে।
তুমি ভাবছ তা তো তুমিই জানো।
আরুর উদ্দেশ্যে কথা টা বলে আরিয়ান।
.
.
.
দৌড়ে নিজের রুমে চলে আসে আরাধ্যা।
ইসস কি করছিলাম আমি?
কি ভাব্বে স্যার আমকে?
হঠাৎ আরাধ্যার ফোন বেজে ওঠে।
চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here