#হৃদমাঝারে_রাখবো
#লেখকঃRabi_Al_Islam
#পর্বঃ৭ ( শেষ)
রাইশা আদ্রিবকে বললো, ভাইয়া কিছু কথা আপনাকে বলতে চাইছিলাম না। কিন্তু আপনার ভালোর জন্যই বলতে বাধ্য হচ্ছি। ফিহা আসলে আপনাকে কখনই ভালোবাসেনি। ফিহার তখন আবেগ ছিলো তাই আপনার সাথে কথা বলেছে৷ এখনও ও বুঝতে পারছে সবকিছু। আপনি প্লিজ ওকে ভুলে যান
‘ ভুলে যাওয়া কি এতই সহজ। ওকে আমি বলেছিলাম আমার লাইফে আসতে? নিজে থেকে ও আমার লাইফে এসেছিলো। আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। আর এখন বলছে আমার সাথে টাইমপাস করেছে৷
‘ আমি বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা। কিন্তু সত্যিটা তো মেনে নিতে হবে তাইনা। এটা ঠিক ফিহা আপনার সাথে যা করেছে তা হয়তো ক্রাইম। জানিনা হঠাৎ করে ওর মন কিভাবে পরিবর্তন হয়ে গেলো৷ তবে এটা ঠিক বুঝতে পারছি ফিহার মনে আপনার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই।
‘ আমি শুধু ওর কাছ থেকে এসব শুনতে চাই। ও কেনো আমাকে ছেড়ে গেলো সেই কারনটা জানতে চাই।
‘ ফিহা আপনার সাথে আর কখনই কথা বলবেনা।
‘ আমিই না হয় শেষ বারের জন্য ওর সাথে কথা বলবো৷
*******
রাইসা ফিহার কাছে এসে বললো, আদ্রিব ভাইয়াকে বলেছি কিন্তু সে তোর কাছ থেকে শুনতে চায়। তুই কেনো তাকে ছেড়ে গেলি সেই কারন জানতে চায়
‘ কোনো কারন নেই৷ আমার লাইফ আমি যা ইচ্ছে করবো৷ তার কৈফিয়ত আমি ওকে কেন দিবো। আমার তখন ইচ্ছে হয়েছে কথা বলেছি। এখন ইচ্ছে হয়নি কথা বলিনা।
‘ কিছু বলার নাই আর। মানে তুই এরকম টাইমপাস করবি এটা একবারও ভাববি কেও তোকে ভালোবাসলো কিনা? এরকমটা কেনো করছিস ফিহা?
‘ সত্যি বলতে আমার তাকেই পছন্দ না। আর আমার পরিবারও মেনে নিবেনা
‘ এটা আগে মনে ছিলোনা?
‘ তখন এতকিছু বুঝতে পারিনি। বাট একটাসময় পর মনে হলো। তাই তো ওর কাছ থেকে দূরে সরে এসেছি৷
‘ শুধু নিজের দিকটাই দেখলি৷ আদ্রিব ভাইয়ার পরিস্থিতিটা বুঝলি না। পরিবার মানবে কি মানবে না সেটা তোর আগে বুঝা উচিত ছিলো। তাকে তোর মায়ায় ফেলে এভাবে ছেড়ে যেতে পারিস না৷ তুই তাকে এরকম একটা লজিক দেখাবি যা যুক্তিযুক্ত না৷
‘ আমি ওকে কিছুই বলবো না। একটা সময় পর ও ঠিকই আমাকে ভুলে যাবে
‘ তার সাথে অন্তত ভালো ব্যবহার তো করতে পারিস
‘ তাহলে আদ্রিব ভাববে আমি ওকে ভালোবাসি। সত্যি বলতে ওর জন্য আমার মনে বিন্দুমাত্র ভালোবাসা নেই। তবে এটা ঠিক একসময় হয়তো ওর জন্য আমার আবেগ কাজ করতো। যা এখন আর নেই
****
৩ দিন পর
আদ্রিব ফিহার সাথে কথা বলবে সেই সাহসও ওর নেই৷ না পারছে ফিহাকে ভুলে যেতে আর না পারছে ওর সাথে কথা বলতে৷ ফিহা ঠিকই ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়৷ সবসময় হাসি-খুশি থাকে৷
আদ্রিব দেখলো ফিহা আবার আহানের সাথে কথা বলছে৷ আহানও হেসে হেসে ফিহার সাথে কথা বলছে যা আদ্রিবের একদমই সহ্য হয়না। আদ্রিব আর থাকতে না পেরে ওদের কাছে গেলো। আহানকে বললো, তোকে না বলেছি ফিহার সাথে কথা না বলতে
‘ আজব তো! আমরা কথা বললে তোর সমস্যা কোথায়?
আদ্রিব রাগের মাথায় আহানকে থা’প্প’ড় মে’রে বসলো। লোক জড়ো হয়ে গেলো৷ স্যাররাও সবাই চলে আসলো। ফিহা বললো, আহানের কোনো দোষ নেই৷ আদ্রিবই এসে আহানকে থা’প্প’ড় মে’রেছে৷
তবে ভার্সিটির সবাই বলছে, আদ্রিব ফিহার জন্যই আহানকে মে’রেছে। সবার এরকম বলাটা ফিহা ঠিক ভালোভাবে নিতে পারেনি৷ ও আদ্রিবের উপর আরও রেগে গেলো। আদ্রিবের জন্যই এখন সবাই ফিহাকে খা’রাপ ভাবছে। ফিহা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলো ও চলে যাবে এখান থেকে। ওর মামার কাছে চলে যাবে।
২ দিন পর
আদ্রিব দুইদিন পর ভার্সিটি গেলো। রাইসা আদ্রিবকে বললো, ভাইয়া ফিহা আপনার সাথে কথা বলতে চায়
রাইসার কথা শুনে আদ্রিব অবাকই হলো। আবার খুশিও হলো অনেক৷ আদ্রিব ফিহার কাছে যাওয়ার পরই ফিহা বললো, আমি তোর সাথে ফান করেছি,টাইমপাস করেছি৷ তারপর যখন দেখলাম তুই আমাকে ভালোবেসে ফেলেছিস। আমার প্রতি সিরিয়াস হয়ে পড়েছিস তখন আমি তোর লাইফ থেকে চলে এসেছি। তোর সাথে আমার যা ছিলো তা সবই টাইমপাস ছিলো। তুই আমার কাছে কারন জানতে চাইলিনা এটাই সেই কারন। তোর জন্য এখন ভার্সিটির সবাই আমাকে খারাপ ভাবে। আমি চলে যাবো এখান থেকে। তোর সাথে কখনই আমার কথা হবেনা৷ আমি তোকে ভালোবাসি এটা যদি তুই ভেবে থাকিস তাহলে সেটা তোর ভুল ধারনা৷ আমি তোকে কখনই ভালোবাসিনি আর বাসবোও না৷ ভালো থাকবি
আদ্রিব চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ফিহাকে বললো, আপনি আমাকে ভালো না বাসলেও আমি আপনাকে সবসময় ভালোবাসবো৷ আমার মনে ভালোবাসার এরকম অনুভূতি সৃষ্টি করানোর জন্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার জন্য ফিনিক্স পাখি হব! প্রতিবার শুধু আপনার মায়াতেই ফিরে আসবো৷ সবসময় হাসি- খুশি থাকেন। ভালো থাইকেন!
সমাপ্ত!