“অবশেষে_তুমি (পর্ব ০৯)

#অবশেষে_তুমি (পর্ব ০৯)
#Mohua_Afrin_Mim
·
·
·
পিছনে ফিরে দেখি অর্ণব দাড়িয়ে আছে।। আমি উনার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিয়ে আগের মতো আকাশ দেখা শুরু করি।। অর্ণব বললো

অর্ণবঃ এখানে কি করছো!!

মিমঃ আকাশে চাঁদটাকে দেখছি।। আজকে ভরা পূর্ণিমা।। দেখুন চাঁদটাকে কতটা স্নিগ্ধ লাগছে।। মনে হচ্ছে চাঁদটার দিকে তাকিয়ে থেকে অনেকটা সময় পার করে দেয়া যাবে।।

অর্ণবঃ হুম।।

অর্ণব আকাশের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে বললো

অর্ণবঃ আচ্ছা মিম তোমার কাছে বিয়ে মানে কি??

মিমঃ বিয়ে মানে হলো দুজন মানুষ একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া।। যেখানে থাকবে বিশ্বাস, ভালোবাসা, নির্ভরশীলতা, সম্মান, শ্রদ্ধা।। এখানে একে অপরের প্রতি থাকবে বিশ্বাস, দুজন দুজনের প্রতি ভালোবাসা, একজন আরেকজনের উপর হবে নির্ভরশীল, দুজন দুজনের মদ্ধে থাকবে সম্মান শ্রদ্ধা।। হাজার সমস্যার মাঝেও একজন আরেকজনের পাশে নিঃসঙ্গ ভাবে থাকবে কখনো ছেড়ে যাবে।। ঠিক যেনো একে অপরের পরিপূরক।।

মিম কথাগুলো এক ধ্যানে বললো আর অর্ণব কথাগুলো মনোযোগ সহকারে শুনলো।।

অর্ণবঃ কিন্তু মিম তুমি যেগুলো বললে এসবের একটাও তো আমি তোমার প্রতি রাখি নি।। তবে আমাদের সম্পর্কটা কেমন হলো!!

মিমঃ সেটা নিতান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার।। আপনার আমাকে পছন্দ না তাই আপনি আমাকে মেনে নিতে পারেন না।। আর এইসব কিছুই আপনি আমার উপর রাখেন না।। it’s simple.

অর্ণব মিমের কথাগুলো শুনে ভাবছে আসলেই মেয়েটাকে আমি কোনো কিছুই দেই নি তারপরেও আমার পাশে এখনো ভীত্তিহীনভাবে দাড়িয়ে আছে এখনো……..
আমার সঙ্গ ছাড়েনি।।

অর্ণবঃ ঘুমাবে না!!

মিমঃ হুম।।

অর্ণব রুমে এসে শুয়ে পরে।। আর মিমের কথা ভাবতে থাকে এই মেয়েটাকে আমি এতো কষ্ট দিচ্ছি ওর তো কোনো দোষ নেই কিন্তু আমি নিরুপায় আমি ওকে পছন্দ করি না ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই আমার মনে তো শুধু……………
কিছুক্ষণ পর বারান্দায় উঁকি দিয়ে দেখি মিম এখনো আগের মতো দাড়িয়ে আছে।।
.
.
.
.
.
.
.
.
আজ আমাদের বিয়ের একমাস হলো কিন্তু আমাদের সম্পর্কটা আগের মতোই আছে।।
আজকে সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে মা আমি আর অর্ণব গল্প করছিলাম।। হঠাৎ মা বলো উঠলো

মাঃ তোদের বিয়ের একমাস হলো অথচ তোরা কোথাও ঘুরতে যাস না।।

অর্ণবঃ একদিন না গেলাম।।

মাঃ একদিন গিয়েই শেষ।। তোদের নতুন নতুন বিয়ে হয়েছে এখন শুধু ঘুরাঘুরি করবি তা না তুই মিমকে নিয়ে কোথাও যাস না।। আর মিম সারাদিন বাসায় একা থাকে ওর তো এইভাবে একা থাকতে ভালো লাগে না।। ওর তো ঘুরতে যেতে ইচ্ছে করে।।

মিমঃ মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে।। আর মা হালকা চোখ টিপ দিলো।। আমি তো পুরাই অবাক।।

অর্ণবঃ…………..

মাঃ তুই আজকে মিমকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়।।

অর্ণবঃ আচ্ছা।।
মিম তাড়াতাড়ি রেডি হয়ে নাও একটুপর বের হবো।।

মিমঃ ঠিক আছে।।

অর্ণব গাড়ি ড্রাইভ করছে আর আমি পাশে বসে আছি।। উনি আমার সাথে কোনো কথা বলছে না আর আমিও না……….দুজনই চুপচাপ।। বাহিরের দিকে মুখ করে তাকিয়ে আছি আর দেখছি।। বাহিরে এখন অনেক কোলাহোল।। কিন্তু একটু রাত হলে আর মানুষ এত বেশি থাকবে না।। তখন বাহিরে ঘুরার মজাই আলাদা……….. নিস্তব্ধ শহর থাকবে।। কিছুক্ষণ পর অর্ণব বললো

অর্ণবঃ কোথায় যাবে??

মিমঃ জানি না।। আপনি নিয়ে এসেছেন আপনিই বলেন কোথায় যাবেন।।

কিছুক্ষণ পর অর্ণব একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো।। রেস্টুরেন্টে বসে আছি আমরা।। অর্ণব বললো

অর্ণবঃ কি খাবে??

মিমঃ কিছু না।।

অর্ণবঃ তাহলে এখানে এসেছি কেনো??

মিমঃ আমি কি বলেছি নাকি এখানে আসতে!!

অর্ণবঃ কিছু তো একটা খাও।।

তারপর আমি একটা কোল্ড কফি অর্ডার করলাম আর অর্ণব নরমাল কফি।। আমি কোল্ড কফি খাচ্ছি অনেক মজা করে কারণ আমার কোল্ড কফি অনেক পছন্দ আর উনি আমার দিকে তাকিয়ে আছেন।। অর্ণবের চোখ ছলছল করছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।। আমি জিজ্ঞাসা করলাম

মিমঃ কিছু হয়েছে আপনার!!

অর্ণবঃ………..

মিমঃ কিছু বলছেন না কেনো!!

অর্ণবঃ এক সময় আমার খুব কাছের একজনের অনেক পছন্দ ছিলো কোল্ড কফি!!

মিমঃ অহ্।।
উনাকে কিছুই জিজ্ঞাসা করলাম না।। ভ্রু কুচকে ভাবছি উনি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে।। আমি উনাকে জিজ্ঞাসা করবো না যেদিন উনি মনে করবেন আমাকে বলা যাবে সেদিন উনি নিজের থেকেই বলবেন।।

রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাহিরে দাড়িয়ে আছি।। অর্ণব বলছে কোথায় যাওয়া যায়।। উনি গাড়িতে উঠে আমাকে উঠতে বললেন আমিও উঠলাম।। উনি গাড়ি চালিয়ে যাচ্ছেন।। আমি জিজ্ঞাসা করলাম

মিমঃ কোথায় যাচ্ছি আমরা!!

অর্ণবঃ জানি না।। দেখি কোথায় যাওয়া যায়।।

মিমঃ অহ্।।
আমারো আগে থেকে অনেক ইচ্ছা ছিলো লং ড্রাইভে যাওয়ার।। তাই কিছু বললাম না।।

অর্ণব শহর থেকে অনেকটা দূরে এসে গাড়ি থামালো।। অর্ণব গাড়ি থেকে নেমে মিমকে নামতে বললো।। গাড়ি থেকে নেমে দেখি একটা নদীর কাছে আমরা।। আমি উনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অর্ণব বললো
·
·
·
চলবে……………………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here