“The_Mafiya_King_PK_Sabit ২ নং পর্ব

0
1117

♥ #The_Mafiya_King_PK_Sabit
.
২ নং পর্ব
.
Writer — #S_A_Sabit
.
.
.
.
.
তারপর তারা তিন জন আবার গাড়িতে উঠলো, আর গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো /
একটু পর তারা বাসায় পৌঁছে গেল, তারপর তারা বাসার ভিতরে প্রবেশ করে, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো /
রাতের খাবার খেয়ে, ঘুমের রাজ্যে পাড়ি দিলো /
পরের দিন হঠাৎ………পরের দিন সকালে যুবকটি রেডি হয়ে, বাসা থেকে বের হলো /
.
আর গাড়িতে উঠল, গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো /
একটু পর গাড়ি গিয়ে থামলো, একটি সুন্দর গ্রামে, যুবকটি গাড়ি থেকে নামলো /
গাড়ি গুলো চলে গেল, আর যুবকটি গ্রামের সেই মেটো পথে, ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দু উপর পা দিয়ে চলতে, যেন আনন্দ পাচ্ছে /
.
যুবকটির নাম #MK /
যুবকটি হলো #Mafiya_King /
আর তার দুই সাথী হলো আরাফাত আর হাবিব /
আপনারা তো দেখছেন, সেই যুবকের কর্ম কি???
তাই তার কর্ম নাম আপনাদের বললাম, আর বাকিটা গল্প ভিতরে জানতে পারবেন /
.
#MK সেই মেটো পথে কিছু সময় হাটলো /
একটু পরেই তার গাড়ি এসে থামলো, #MK তার গাড়িতে উঠে বসলো /
তার গাড়ি আপন গতিতে চলতে লাগলো /
.
একটু পরেই গাড়ি তার বাড়িতে এসে থামলো /
তারপর সে গাড়ি থেকে নামলো, আর বাড়ির ভিতরে প্রবেশ করলো /
আমার লেখা গল্প ও বিভিন্ন পোষ্ট পেতে,
#Prince_Sabit_Story এই
পেজে যোগ দিয়ে সঙ্গেই থাকুন ///
লাইক, কমেন্ট ও শেয়ার করে, পাশে থাকুন ///
বাড়িতে প্রবেশ করার পর, ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল /
আর সকালের নাস্তা করলো /
.
তারপর ফোন বেজে উঠলো /
সে ফোন ধরে সালাম বিনিময় করলো /
– বস………হঠাৎ এমন কথা শুনে কি করবে???
#MK ভাবতে লাগলো /
.
– ও, আচ্ছা ঠিক আছে /
.
#MK ফোন কেটে দিল /
আর ভাবতে লাগলো………আমার উপর এ্যাটাক হবে, কিন্তু কে করবে এ্যাটাক???
আমার তো কোন শত্রু নেই এখন???
তাহলে কে???
.
যারা দেশ ও সমাজের শত্রু ছিল তাদের তো আমি শেষ করে দিয়েছি /
আর যারা দেশ ও সমাজের শত্রু ছিল, তারা আমারও শত্রু ছিল /
এখন এই রকম কেউ নেই, কিন্তু আমার লোক যে খবর দিল /
আর আমার লোকের খবর কখন ভুল হয় না /
তার মানে অবশ্যই আমার উপর এ্যাটাক হবে /
.
#MK আরাফাত আর হাবিবকে ডাকলো /
তারা আসার পর, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো /
তারপর তারা চলে গেল /
.
আবার #MK এর ফোন বেজে উঠলো /
#MK ফোন রিসিভ করে, সালাম বিনিময় করলো /
তারপর………
– বস আজ বড় ধরনের ড্রাগস ডিল হবে /
.
– কোথায়???
.
– বস……… জায়াগায় /
.
– ও, আচ্ছা ঠিক আছে /
.
#MK ফোন কেটে দিল /
আর ভাবতে লাগলো………
আজ কি হতে চলেছে???
আমাকে মারবে এটা সত্যি নাকি, আজ বড় ধরনের ড্রাগস ডিল হবে এটা সত্যি /
কোনটা সত্যি???
.
মৃত্যুর ভয় দেখিয়ে, আমাকে আটকে রাখার প্লান করতেছে না তো /
আমাকে বাড়ি আটকে রেখে, ওরা স্বাধীন ভাবে ড্রাগস ডিল করতে চাচ্ছে না তো /
আমি বাড়িতে থাকবো, না ওখানে যাবো /
কি করবো???
.
#MK আবার আরাফাত আর হাবিবকে ডাকলো /
আবার তাদের মধ্যে আলোচনা হলো /
তারপর আরাফাত আর হাবিব চলে গেল /
কিন্তু কোন সমাধান মিলছে না /
অবশেষে #MK ওখানে যাওয়ার সিধান্ত নিলো /
.
#MK ভাবতেছে………
আমার যদি মৃত্যু হয়, তবুও আমি ওখানে যাবো /
তাও দেশের মানুষের ক্ষতি হতে দিব না /
.
দেখতে দেখতে বিকাল ৫টা বাজতে চললো /
তারা রেডি হয়ে, বাসা থেকে বের হলো /
তারা গাড়িতে উঠলো, তাদের গাড়ি আপন গতিতে চলতে লাগলো /
.
তারা বাড়ি থেকে বেরিয়ে যেতেই, কিছু মুখসধারী লোক #MK এর বাড়িতে প্রবেশ করলো /
আর তার পিতা-মাতা কে তারা ধরে নিয়ে গেল /
.
আর এ দিকে তারা সেই স্থানে পৌঁছে গেছে /
তারা চারদিকে তাকিয়ে দেখলো, ওখানে তিনটা বড় বড় ট্রাক দাড়িয়ে আছে /
তারা আবার ভালো করে তাকালো, কিন্তু চারপাশে কেউ নেই /
.
#MK ভাবতেছে………
এটা কি হচ্ছে???
তাহলে তারা কোথায়???
আর ট্রাকে কি ড্রাগস আছে???
না এমনিতে দাড় করিয়ে রাখছে /
.
#MK আরাফাত আর হাবিবকে ইশারা করলো ট্রাক গুলো দেখার জন্য /
আরাফাত আর হাবিব ট্রাক দেখার জন্য উপরে উঠতে লাগলো /
তখনেই তাদের উপর গুলি চলতে লাগলো /
এক এক করে সবাই শেষ হয়ে গেল /
শুধু #MK ছাড়া /
এখন #MK কেও তারা শেষ করে দিল………
কিছু রহস্য………আর কিছু প্রশ্ন???
আর কমু না / পরবর্তী পর্বটি পেতে, অবশ্যই গঠন মূলক কমেন্ট করবেন /
.
.
.
.
.
#MK কে কাল শেষ করে দিব /
গল্পের নায়ক যেহেতু শেষ, তাহলে গল্পও শেষ /
কি আর করার???
কেমন লাগতেছে তা জানিয়ে, অবশ্যই
গঠন মূলক কমেন্ট করবেন, আশা করি ///

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here