The_Terrible_LoverLover part 5+6

#The_Terrible_Lover
#অদ্রিতা_জান্নাত
#পর্ব__০৫

হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো ৷ আর সেটা দেখে সায়ান জোরে ব্রেক করলো ৷ আমি এতক্ষন অন্যকিছু ভাবছিলাম ৷ এভাবে সায়ান ব্রেক করায় সামনে কিছুটা ঝুকে যাই ৷ আর সেন্স আসে আমার ৷ সায়ানের দিকে তাকিয়ে বলতে লাগলাম,,,,,

কাশফিয়া : কি হয়েছে? এভাবে ব্রেক করলে কেন? আর গাড়িও বা থামালে কেন?

সায়ান কিছু বলতে যাবে তখনি আমার হাত ধরে গাড়ি থেকে টেনে নামিয়ে ঠাস করে সজোরে আমার গালে থাপ্পর বসিয়ে দিলেন আরিহান ৷ থাপ্পরটা এতোটাই জোরে ছিল যে ঠোঁট কেটে গিয়েছে আমার ৷ আরিহান আমার হাত ধরে ছিল তাই পরে যাই নি ৷ তার সঙ্গে আমার পুরো মাথাটা ঝিম ধরে গিয়েছিল ৷ মাথাটা ঘুরে গেলো ৷ চোখ বন্ধ করে স্বাভাবিক করতে লাগলাম নিজেকে ৷

আমাকে থাপ্পর দিতে দেখে সায়ান দৌঁড়ে নেমে আমাদের দিকে এগিয়ে এলো ৷ এদিকে আরিহান আমার মুখ শক্ত করে চেপে ধরে বলতে লাগলেন,,,,,

আরিহান : তোর এতো বড় সাহস? তুই পালানোর প্লান করিস? তোকে আগেই বলেছিলাম কোনো প্লান করলে মাথা থেকে ঝেড়ে ফেল কিন্তু তুই শুনিস নি আমার কথা ৷ এর ফল তুই পাবি ৷

এই বলেই আমাকে হেচকা টান দিয়ে তার সাথে মিশিয়ে নিলেন ৷ আমার থাপ্পর খেয়ে কিরকম নেশা ধরে গিয়েছে ৷ না পারছি কিছু বলতে, আর না পারছি কিছু করতে ৷ সায়ান আরিহানের কাছে এসে বললো,,,,

সায়ান : ছেড়ে দে ওকে আরিহান ৷

আরিহান : ওকে তো আমি কখনোই ছাড়ছি না ৷ ও শুধুই আমার ৷ তোর সাহস কত তুই আমার থেকে ওকে কেড়ে নিতে এসেছিস ৷

সায়ান : কেন করছিস তুই এরকম? আমরা দুজন দুজনকে ভালোবাসি আর সেখানে তুই আমাদের মাঝে বাঁধা হয়ে কেন আসছিস?

আরিহান : ভালোবাসি মাই ফুট!! ভালো তো আমিও বাসি কাশফিয়াকে ৷ কেন আমার ভালোবাসার কোনো দাম নেই তোদের কাছে??

সায়ান : আরিহান তুই বুঝতে পারছিস না…

আরিহান : আমার কিছু বুঝতে হবে না ৷ তুই আমাদের দুজনের মাঝে থেকে চলে যা ৷ না হলে তোর অবস্থা খুব একটা ভালো হবে না ৷

সায়ান : কাশফিকে আমি ভালোবাসি আরিহান ৷ তুই ওকে আমার কাছে দিয়ে দে ৷

আরিহান : তুই চলে যা এখান থেকে ৷

সায়ান : আমি কাশফিকে না নিয়ে কোত্থাও যাবো না ৷ ওকে ছেড়ে দে তুই ৷

আরিহান : ওর মুক্তি নেই আমার কাছ থেকে ৷

বলেই আরিহান তার কয়েকটা লোককে ইশারা করলো ৷ আর ওরা এসে সায়ানকে ঘিরে ধরলো ৷ সেটা দেখে আমি আরিহানকে কাঁপাকাঁপা গলায় বললাম,,,,

কাশফিয়া : সায়ায়ানেরর কিকিছু করবেনন নাা আআরিহানন?

আরিহান : তুমি শুধু দেখো ওই সায়ানের অবস্থা আমি কি করি ৷

তারপর উনি লোকগুলোকে ইশারা করে কিছু একটা বললেন ৷ লোকগুলা সায়ানকে মারতে লাগলো ৷ সেটা দেখে আমি সায়ানের কাছে যেতে নিলে আমাকে টেনে নিয়ে যেতে লাগলেন উনি ৷ আর পিছনে ফিরে লোকগুলোকে বললেন,,,,,,,

আরিহান : হেই তোমরা একে মেরে আমার গোডাউনে নিয়ে রেখে এসো ৷ আমি এসে ওর ব্যবস্থা করবো ৷

কাশফিয়া : আআপনি সায়াননকে ছেড়ে দিন প্লিজজ ৷ ওর কোনো দোষষ নেইই ৷ আআমি বলেছি ওওকে এসবব করতে ৷ ওকে মারিয়েনন না ৷

আরিহান : কার দোষ আছে আর কার দোষ নেই আই ডোন্ট কেয়ার ৷ শাস্তি তোমাদের দুজনকেই পেতে হবে ৷

এই বলে আমাকে ধাক্কা দিয়ে গাড়িতে ফেলে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন ৷ আমি তাকে ক্রমাগত বলেই যাচ্ছি আমাকে ছেড়ে দিতে, সায়ানকে ছেড়ে দিতে ৷ কিন্তু উনি শুনছেনই না ৷ গাড়ি ব্রেক করে আমার গায়ের থেকে ওড়না নিয়ে আমার হাত দুটো বেঁধে দিলেন তারপর মুখে একটা টেপ লাগিয়ে দিলেন ৷ আবার গাড়ি স্টার্ট দিলেন ৷ আমি নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলাম ৷ এরকমটা হওয়ারি ছিল আমার সাথে ৷

বাড়ির সামনে গাড়ি থামিয়ে আমাকে কোলে নিয়ে বাড়ি ভিতর যেতে লাগলেন ৷ আমি ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি ৷ কিন্তু পারছি নাহ ৷ আমাকে রুমে এনে ছিটকে ফেলে দিলেন খাটের উপর ৷ দরজাটা লাগিয়ে আমার দিকে এগিয়ে এলেন ৷ তার এগিয়ে আসা দেখে হাত বাঁধা অবস্থায়ই আমি পিছাতে লাগলাম ৷ আরিহান আমার কাছে এসে আমার হাতের বাধন খুলে দিয়ে আমার হাতদুটো বিছানার সাথে চেপে ধরলেন ৷

আরিহান : অনেক শখ না আমাকে ছেড়ে যাওয়ার? কিন্তু আমি এতোটাও বোকা নই যতোটা তুমি ভাবো ৷ তুমি আমার সামনে থেকে চলে যাবে আর আমি সেটা হতে দিবো? আমি জানতাম না যে আমার উডবি মিসেস এতোটা বোকা!! কেন করলে এরকম? টেল মি হোয়াই? ডেম ইট!! (রেগে)

বেডের পাশের টেবিলে থাকা গ্লাসটা ধাক্কা দিয়ে ফেলে বললেন ৷ তারপর আমার মুখের বাধনটাও খুলে দিলেন ৷ আমি জোরে জোরে শ্বাস নিয়ে বলতে লাগলাম,,,,,

কাশফিয়া : আআরিহান সায়াননের কিছু করবেন না ৷ প্লিজ!!

আরিহান : তুমি ওই সায়ানের চিন্তা করছো? আমি তোমার এখন কি অবস্থা করতে পারি সেটা তুমি জানো?

কাশফিয়া : আ-আমার কিছু করবেন না ৷ আমি আর এরকম করবো না ৷

আরিহান : এখন বলছো কিন্তু পরে ঠিক ভুলে যাবে তুমি ৷ আপাতত শাস্তি তোমাকে পেতেই হবে ৷

কাশফিয়া : কি শাস্তি? প্লিজ কিছু…

আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটে ওনার ঠোঁট ডুবিয়ে দিলেন ৷ আকস্মিক এরকম কিছু আমার ভাবনারও বাহিরে ছিল ৷ ওনাকে ধাক্কা দিয়ে, কিল মেরেও ওনাকে সরাতে পারলাম না আমি ৷ শক্ত করে আমার হাত আর চুল ধরে রেখেছেন যার কারণে প্রচন্ড ব্যথাও পাচ্ছি ৷ আর উনি কিস না করে কামড় দিচ্ছেন ৷ যার জন্য ঠোঁটে জ্বালাও করছে প্রচুর ৷ কিন্তু আরিহানের থামার নাম নেই ৷ চোখ দিয়ে পানি পরছে আমার ৷ শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এখন ৷

কিছুক্ষনপর আরিহান আমাকে ছেড়ে দিয়ে বললেন,,,

আরিহান : আজকের শাস্তি এতটুকুই ৷ যতবার তুমি আমার থেকে দূরে যেতে চাইবে ঠিক ততবার এর থেকেও ভয়ংকর হবো আমি ৷ আমি তোমাকে ভালোবাসি বলে তুমি যা ইচ্ছা তাই করবা ৷ সেটা আমি কখনোই মেনে নিবো না ৷ আমাকে অবহেলা, ছেড়ে যাওয়া, দূরে যাওয়া সবকিছুর ফলই পাবে ৷ এটা তো জাস্ট ট্রেইলার ৷ সো ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো কাশফিয়া ৷ নয়তো তোমার কাজের ফল ভালো হবে না ৷ (রেগে)

এই বলেই উনি উঠে বাহির থেকে এই রুমের দরজা লাগিয়ে চলে গেলেন ৷ আমি বিছানার চাদর খামচে ধরে কাঁদতে লাগলাম ৷ কেন করছেন উনি এসব? কেন বুঝতে চাইছেন না কিছু? নিজের জেদ ধরে কেন পরে আছেন আমাকে নিয়ে? আমার লাইফে বাঁধা হয়ে কেন দাঁড়াচ্ছেন আরিহান??

আমি উঠে ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিলাম ৷ থাপ্পর মারার কারণে গাল এখনো লাল হয়ে আছে ৷ হাত দুটোও প্রচুর লাল ৷ আর ঠোঁটে কামড়ের দাগ বসে রক্ত জমাট বেঁধে রয়েছে ৷ শাওয়ার অন করে ফ্লোরে বসে পরলাম ৷ চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু সেটুকু শক্তিও যে নিজের মধ্যে নেই এখন ৷

___________

একটা গোডাউনে বাঁধা অবস্থায় পরে আছে সায়ান ৷ আর তার সামনে বসে হাতে লাঠি ঘুরাচ্ছে আরিহান ৷

আরিহান : খুব শখ না? আমার কাশফিয়াকে আমার থেকে কেড়ে নেয়া?

সায়ান : আরিহান তুই কিন্তু ঠিক করছিস না ৷

আরিহান : ঠিক তো তুই করছিস না ৷ ওর লাইফ থেকে চলে যা নাহলে তোর অবস্থা কি হবে আমারও জানা নেই ৷

সায়ান : তুই আমাকে মেরে ফেল তবুও কাশফিকে ছেড়ে দে ৷

আরিহান : হাহ্… ভালোই এক্টিং করতে পারিস দেখা যাচ্ছে ৷ কাশফিয়া আমার কাছে ভালো থাকবে ৷ কিন্তু তোর জন্য ও আমাকে মানতে চাচ্ছে না ৷

সায়ান : তুই যে কিরকম সেটা কাশফি ভালো ভাবেই জানে ৷ তাহলে তোকে ভালোবেসে ও কেন ওর লাইফে রিস্ক নিবে ৷

আরিহান : ওসব বাদ দে ৷ তোকে আমি এখন মারবো না ৷ আমার আর কাশফিয়ার বিয়ে না দেখে কি করে মারতে পারি বল তোকে!!

সায়ান : পাগল হয়ে গেছিস তুই ৷ পাগল!! ভালোবাসা অন্তত জোর করে হয় না ৷ ছেড়ে দে আমাকে ৷

আরিহান : হ্যাঁ আমি পাগল, সাইকো ৷ নিজের ভালোবাসার জন্য আমি পাগল ৷ আর তোদের দুজনের ভালোবাসার মধ্যে আমি ভিলেন ৷ নাউ ক্লিয়ার? (রেগে)

কয়েকজন লোককে ইশারা করে আরিহান বললো,,,,

আরিহান : ওকে এভাবেই রেখে দে ৷ আমি যতক্ষন না বলছি ছেড়ে দিতে ততক্ষন আটকে রাখবি আর যা চায় তা দিবি ৷ আমি কি করে পারি আমার সো কল্ড বন্ধু সরি শত্রুকে কষ্ট দিতে ৷ (বাকা হেঁসে)

কথাটি বলেই আরিহান সেখান থেকে বেরিয়ে গেল ৷

____________

In the past…
গত কয়েকদিন ধরে আরিহান আমার পিছে পিছে ঘুরছে ৷ এটা ওটা বলে জ্বালাতন করেছে ৷ তাই এতোটাও ভালোভাবে ক্লাস করতে পারি নি ৷ আজকে সকাল থেকে আরিহানকে আমি আমার আশেপাশে দেখি নি ৷ এতে আজকের সারাদিনটা ভালোই কেটেছে৷

ভার্সিটি থেকে আমি নিধিকে বিদায় দিয়ে অন্য পথে বাসায় যাওয়ার জন্য রওনা হলাম ৷ আজকে সায়ান বলেছে আমাকে নিতে আসবে তাই এই পথে যাওয়া ৷ পিছন থেকে কারো ডাক শুনে ঘুরে পিছনে তাকিয়ে দেখি আরিহান দাঁড়িয়ে আছেন ৷ আমার তাকানো দেখে তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন,,,,,

আরিহান : চলো!!

কাশফিয়া : কোথায় যাবো আমি? তাও আপনার সাথে ৷ আমি আজ কোত্থাও যাবো না ৷

আরিহান : তোমার কথা আমি শুনতে চাইনি ৷ তুমি যাবে চলো ৷

কাশফিয়া : বললাম তো যাবো না ৷

বলেই ওখান থেকে চলে এলাম ৷ সামনে আসতেই দেখি সায়ান তার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ৷ ওর কাছে গিয়ে আমি বললাম,,,,,

কাশফিয়া : কখন এসেছো?

সায়ান : এইতো মাত্র ৷ উঠে বস ৷

কাশফিয়া : হুম ৷

আমি বাইকে উঠে বসলে সায়ান বাইক স্টার্ট দিবে তখনি আরিহান আমাকে টেনে বাইক থেকে নামালেন ৷ হঠাৎ এরকম হওয়ায় পরে যেতে নিলে আরিহানকে কোনো রকমে ধরে দাঁড়ালাম ৷ উনি ঝাঁঝালো গলায় বললেন,,,,,

আরিহান : হোয়াট দা হেল!! তুমি অন্য একটা ছেলের বাইকে কেন উঠছো??

আরিহানের কথা শুনে সায়ান পিছনে তাকিয়ে বললো,,,,

সায়ান : আরিহান তুইই?

সায়ানের কথা শুনে আরিহান সামনে তাকিয়ে বললেন,,,

আরিহান : সায়ান তুইই?

আমি অবাক হয়ে দুইজনের দিকে তাকিয়ে আছি ৷ এরা একে অপরকে আগে থেকেই চিনে? মানে কি?

আরিহান : তুই এখানে কি করছিস সায়ান?

সায়ান : আমারো তো একি প্রশ্ন ৷ আর তুই কাশফিকে কেন নামিয়েছিস?

আরিহান : তুই কাশফিয়াকে বাইকে করে কোথায় নিয়ে যাচ্ছিলি?

সায়ান : তুই কাশফিকে চিনিস?কাশফি তুই আরিহানকে চিনিস??

আরিহান : কাশফিয়া তুমি সায়ানকে চিনো? সায়ানের সঙ্গে তুমি কি করছিলে?

আমি অবাক হয়ে দুজনকে দেখছি ৷ কি বলছে এরা? আর চিনেই বা কীভাবে দুজন দুজনকে?

সায়ান : কি হলো? কিছু বলছিস না কেন?

কাশফিয়া : তোমরা দুজন দুজনকে চেনো? কিন্তু কিভাবে?

আরিহান : ওসব তোমাকে জানতে হবে না ৷ তুমি আগে বলো তুমি সায়ানকে চিনো??

কাশফিয়া : না চিনার কি আছে? আমি তোমাদের দুজনকেই চিনি হয়েছে? এখন আমি আসি তোমরা থাকো ৷

সায়ান : কাশফি যাচ্ছিস কোথায়? তোকে পৌঁছে দি আয় ৷

আরিহান : তুই কেন পৌঁছে দিবি ৷ তুই তোর কাজে যা ৷ ওকে আমি পৌঁছে দিবো ৷

সায়ান : তুই ওকে পৌঁছে দেওয়ার কে? আমি…

কাশফিয়া : তোমরা চুপ করবা প্লিজ ৷ ভালো লাগছে না আমার ৷ তোমরা যে যার কাজে যাও ৷ আমি একাই যেতে পারবো ৷ (বলেই চলে এলাম)

সায়ান : তোর জন্য ও চলে গেলো ৷

আরিহান : তোর জন্য ও আজ আমার সাথে গেলো না ৷ তোকে তো আমি পরে দেখে নিবো ৷ (বলেই চলে গেলো)

সায়ান : এই আরিহান কাশফির পিছে পরে আছে কেন? কি চায় ও? দেখতে হবে ৷

___________

রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমি ৷ এই রাস্তাটা বেশ নির্জন ৷ আশেপাশে রয়েছে দুই একটা দোকান ৷ যেখানে বসে আছে কয়েকটা বখাটে ছেলে ৷ ছেলেগুলো আমার দিকে ইশারা করে কি যেন বলছে আর হাসাহাসি করছে ৷ আমি দ্রুত পা চালিয়ে বাসায় চলে এলাম ৷

ফ্রেশ হয়ে খাটে বসতেই আমার ফোনে টোং করে একটা ম্যাসেজ আসার শব্দ পেলাম ৷ ফোনটা হাতে নিয়ে লক খোলা মাত্রই একটা ছবি আমার সামনে ভেসে উঠলো ৷ তাড়াতাড়ি ফোন অফ করে মাথা চেপে ধরলাম ৷ ফোনটা আবার হাতে নিয়ে যেই নাম্বার থেকে ম্যাসেজ এসেছে সেই নাম্বারে কল দিলাম ৷ কিন্তু ফোন বন্ধ ৷ আমার মাথাটা এখনো ঘুরাচ্ছে ছবিটা দেখে ৷

আজ যেই ছেলে দুটো আমাকে ইশারা করে বাজে কথা বলছিলো তাদের ছবি ছিলো ওখানে ৷ দুইটা ছেলেরই চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে ৷ কান কেটে দেয়া হয়েছে ৷ হাতের আঙ্গুলসহ হাত কেটে ফেলা হয়েছে ৷ মুখ থেকে রক্ত বের হচ্ছিল হয়তো জিহ্বাও কেটে ফেলা হয়েছে ৷ এই কয়েক মিনিটের ব্যবধানে কি এমন হলো যে এতো নির্মম ভাবে মারা হয়েছে এদের? কে মারলো এদেরকে? আর কে-ই বা আমাকে এই ছবিগুলো পাঠালো??
#The_Terrible_Lover
#অদ্রিতা_জান্নাত
#পর্ব__০৬

পরেরদিন সকালবেলা ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে চলে গেলাম ৷ নিচে আসতেই দেখি সায়ান সোফায় বসে আছে ৷ ওকে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে বললাম,,,,,

কাশফিয়া : তুমি এসময় এখানে?

সায়ান : কেন আসতে পারি না?

কাশফিয়া : আমি সেটা বলেছি নাকি ৷ আমার সময় নেই তুমি থাকো ৷ ভার্সিটি থেকে এসে কথা বলবো ৷

সায়ান : চল তোকে পৌঁছে দিয়ে আসি ৷ (উঠে দাঁড়িয়ে)

কাশফিয়া : আমি একা যেতে পারবো ৷ তুমি থাকো তোমার যেতে হবে না ৷

সায়ান : আমি তো বলেছি তোকে পৌঁছে দিব ৷ তো তোকে এতো বড় কথা কে বলতে বলেছে?

কাশফিয়া : কিন্তু…

সায়ান : কোনো কিন্তু না চল ৷ মামি আসছি ৷

সায়ানের গলা শুনে আম্মু রান্নাঘর থেকে এসে বললো,,,,

আম্মু : কোথায় যাচ্ছিস খেয়ে যা ৷

সায়ান : না অন্যদিন এসে খাবো প্রমিজ ৷ আজ কাশফিকে পৌঁছে দিয়ে আব্বুর কাছে যেতে হবে ৷

আম্মু : আচ্ছা যা ৷ সাথী (সায়ানের আম্মু) কে নিয়ে এসে একদিন থেকে যাস ৷

সায়ান : আচ্ছা আজ আসি ৷ কাশফি চল ৷

সায়ানের সঙ্গে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে ৷ দুজন পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছি আর টুকটাক কথা বলছি ৷ হঠাৎ করেই আরিহানের কথা মাথায় আসলো আমার ৷ তাই সায়ানকে বললাম,,,,

কাশফিয়া : তুমি আরিহানকে কিভাবে চিনো?

আরিহানের নাম শুনে সায়ান আমার দিকে এক পলক তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে বললো,,,,

সায়ান : জানা কি জরুরি কাশফি?

কাশফিয়া : জরুরি না তবে জানা দরকার ৷

সায়ান : তুই কিভাবে চিনিস?

কাশফিয়া : ওর সাথে আমার একটা হাসপাতালে পরিচয় হয়েছে ৷ (মাথা নিচু করে)

সায়ান : এইটুকুতেই কি ও তোর পিছনে পরে আছে?

সায়ানের কথা শুনে মাথা তুলে তাকালাম ৷ যদি ও বুঝে যায় যে আরিহান আমাকে ভালোবাসে ৷ তাহলে মনে করবে আমি ওকে মেনে নিয়েছি তাই ওর সাথে ঘোরাঘুরি করি ৷ কিন্তু আরিহানতো নিজেই আমার পিছনে আঠার মতো লেগে আছে ৷ শুধু শুধু ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে আরিহানের জন্য আমাদের মাঝে ৷ আজ নয়তো কাল তো ঠিক জানতেই পারবে ৷

সায়ান : কি রে কিছু বলছিস না যে?

কাশফিয়া : কিছু না ৷ তুমি বলো তোমরা দুজন দুজনকে কি করে চিনো?

সায়ান : স্কুল লাইফে আমরা বেস্টফ্রেন্ড ছিলাম ৷ কিন্তু আমাদের মাঝে এই বন্ধুত্ব কয়েক বছর আগেই নষ্ট হয়ে গিয়েছে ৷ মূলত একটা ভুল বোঝাবুঝির কারণে ৷

কাশফিয়া : কি রকম কারণ ছিল?

সায়ান : সেটা তোকে বলতে পারবো না ৷ এসে পরেছি তুই ভিতরে যা ৷ আর আরিহানের সঙ্গে এতো কথা বলার দরকার নেই ৷ দূরত্ব বজায় রেখে চলবি ৷

কাশফিয়া : হুম ৷

আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে ৷ কি এমন কারণ? যেটার কারণে ওদের দুইজনের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়েছে? ভিতরে এসে ক্লাসরুমে চলে আসলাম ৷ ক্লাসে আসতেই দেখি পুরো ক্লাস ফাঁকা ৷ কিন্তু এতক্ষনে তো ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা ৷ ভিতরে ঢুকে আশেপাশে চেক করার সময়ই দরজা লাগানোর শব্দ পেলাম ৷

দরজা লাগানোর শব্দে পিছনে ঘুরে দেখি আরিহান দাঁড়িয়ে আছেন ৷ তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে ৷ হঠাৎ আরিহানের এরকম রাগের কারণ আমার অজানা ৷ আমি ওনার দিকে তাকিয়ে কাঁপাকাঁপা গলায় বললাম,,,,

কাশফিয়া : আপনি এখানে? আ-আমি বাহিরে যাবো সরুন ৷

আরিহান আমাকে হাত ধরে কাছে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে বললেন,,,,,

আরিহান : একটা ছেলে দিয়ে হয় না? কয়টা লাগে তোর?

ওনার মুখে এমন কথা শুনে রাগে, ঘৃণায় রি রি করছে আমার শরীর ৷ নিজেকে সামলিয়ে বললাম,,,,,

কাশফিয়া : মা-মানে??

আরিহান : সায়ানের সাথে কিসের এতো কথা? ওর সাথে মেলামেশা করছো কেন তুমি?

আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম,,,,,

কাশফিয়া : এইটুকু কারণে কি আমাকে আপনার ওইসব মেয়েদের মতো মনে হয়? যারা হাজার হাজার ছেলেদের সাথে মেলামেশা করে, গায়ে পরে থাকে ৷ আপনি নিজেকে কি মনে করেন? আপনি এসে আমাকে বলবেন আপনি আমাকে ভালোবাসেন ৷ ব্যাস আমিও আপনাকে ভালোবাসবো? বলবেন তুমি শুধু আমার ব্যাস আমি আপনার হয়ে গেলাম? কখনোই না ৷ আপনার জন্য আমার মনে একটু হলেও ভালো লাগা ছিলো ৷ ভাবতাম আপনি ভালো ৷ আর সব গায়ে পরা ছেলেদের মতো না ৷ কিন্তু আপনি তো ওদের থেকেও জঘন্য ৷ আপনাকে এখন দেখলে সহ্য হয় না আমার ৷ আমার কয়টা লাগে? আমি তো আপনাকে একবারও বলি নাই আমি আপনাকে ভালোবাসি ৷ তো কেন পরে আছেন আমার পিছনে? ওই সায়ানের সাথে কিসের এতো মেলামেশা? তবে শুনুন সায়ান আর আমি দুজন দুজনকে ভালোবাসি ৷ আমার জীবনের অন্যকেউটা হচ্ছে সায়ান ৷ প্লিজ চলে যান আপনি ৷

আমার কথা শুনে আমার দিকে তাকাতেই ভয় আত্মা কেঁপে উঠলো আমার ৷ ওনার চোখ রক্ত লাল হয়ে উঠেছে ৷ যেনো এখনি এই চোখ জোড়া থেকে রক্ত গড়িয়ে পরবে ৷ মাথার রগ ফুলে উঠেছে ৷ দাঁত কিড়মিড় করে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না ৷ হাত জোড়া মুঠো করে রেখেছেন ৷

আরিহান তার বাম পা দিয়ে পাশা থাকা ডেস্কটা জোরে লাথি দিয়ে ফেলে দিলেন ৷ আর পুরো রুম জুড়ে একটা বিকট আওয়াজ বয়ে গেলো ৷ নিজের হাত দিয়ে দেয়ালে ঘুষি মারলেন বার কয়েক ৷ তবুও যেন শান্ত হতে পারছেন না ৷ তার এরকম রূপ দেখে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে ৷ রাগের মাথায় কি সব বলে ওনাকে অতিরিক্ত রাগিয়ে দিয়েছি আমি ৷ এখন আমার কি হবে?

উনি আমার সামনে এসে জোড়ে জোড়ে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে বললেন,,,,

আরিহান : এতক্ষন কি বলছিলে তুমি?

কাশফিয়া : ক-কই কি-কিছু ব-লি নি ত-তো ৷

কাঁপাকাঁপা গলায় বললাম ৷ উনি চোখ খুলে আমাকে দেয়ালে চেপে ধরে বললেন,,,,

আরিহান : তুমি সায়ানকে ভালোবাসো? সত্যি করে বলো ৷

আমি চুপ করে রইলাম ৷ এখন হ্যাঁ বললে আরিহান আরো রেগে যাবেন ৷ আর না বলেও লাভ নেই ৷ কারণ ওনাকে আমি সত্যিটা রাগের মাথায় বলেই দিয়েছি ৷

আরিহান : কি হলো কিছু বলছো না কেন? (ধমকে)

কাশফিয়া : না মানে ক-কি বলবো?

আরিহান : শুনোনি কি বলেছি আমি ৷ বুঝতে পারছো না কি বলবে?

উনি আমার হাত আরো চেপে ধরে বললেন ৷ আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম,,,,

কাশফিয়া : আহ আমার হাতে লাগছে ৷ ছাড়ুন ৷

আরিহান : ছাড়বো ৷ আগে বলো ৷

কাশফিয়া : হ্যাঁ আমি ভালোবাসি সায়ানকে ৷ কি করবেন মেরে ফেলবেন? মারুন ৷

আরিহান : তোমাকে মারবো? তাও আমি? নাহ আমি শুধু ওই সায়ানকে উচিত শিক্ষা দিব এবার ৷ আর তোমার পাশে যেই ছেলেটা আসবে ৷ সেই ছেলেগুলোকে জানে মেরে দিব আমি ৷

কাশফিয়া : কেন এরকম করছেন আপনি?

আরিহান : ভালোবাসি তাই ৷

কাশফিয়া : এভাবে এটাকে ভালোবাসা বলে না ৷ আপনি পাগলামী করছেন মানুষের জীবন নিয়ে ৷ আপনার চিকিৎসার প্রয়োজন ৷

আরিহান : হুশশশ…আমার মেডিসিন হচ্ছে তুমি ৷ শুধু তুমি ৷ একবার বলো ভালোবাসো তাহলে কাউকে মারবো না ৷

কাশফিয়া : না আমি আপনাকে ভালোবাসি না ৷

আরিহান : তোমার জন্য কিন্তু তোমার পরিবারও বিপদে পরবে ৷

কাশফিয়া : আরিহান…?

আরিহান : কোনো ছেলের আশেপাশে যাতে তোমায় না দেখি ৷ ওই সায়ানের আশেপাশেও তুমি যাবে না ৷ বুঝেছো? এটা মনে রাখবে তুমি যেখানেই থাকো আমার নজর তোমার উপর সবসময় আছে ৷ তাই পালাতে চাইলেই কখনোই পারবা না ৷ এখন আমি আসছি ৷

কাশফিয়া : সায়ানের কিছু করবেন না আপনি প্লিজ ৷

আরিহান : সেটা তো সময় বলবে ৷ (বাঁকা হেসে)

বলেই উনি দরজা খুলে বেরিয়ে গেলেন ৷ আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম ৷ তারপর রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে লাগলাম ৷ হঠাৎ আমার সামনে নিধি হাপাতে হাপাতে এলো ৷ ওকে দেখে ভ্রু কুচকে বললাম,,,,

কাশফিয়া : তুই কোথা থেকে এলি?

নিধি : আমি তো এ-এখানেই ছিলাম ৷

কাশফিয়া : কই আমি তো তোকে দেখি নি ৷

নিধি : ছাড় তো এসব কথা ৷ চল ৷

কাশফিয়া : কোথায় যাবো? আজ কি ক্লাস হবে? আর হবে না কেন? সেটাও তো বুঝতে পারছি না ৷

নিধি : ক্লাস হবে না কেন? চল তো ক্লাসে চল ৷

আমাকে নিধি ক্লাসে নিয়ে গেলো ৷ ওখানে গিয়ে দেখি সবাই বসে একে অপরের সাথে গল্প করছে ৷ দেখে মনেই হচ্ছে না একটু আগে এই রুমটা ফাকা ছিলো ৷ নিধির পাশে বসে ওকে বললাম,,,,,,,

কাশফিয়া : কখন এসেছিস তুই? আমি যখন এসেছি পুরো ক্লাস তো ফাকা ছিলো ৷ তাহলে?

নিধি : আমি তো আরো আগে এসেছি ৷ আমাদের সবাইকে কিছুক্ষনের জন্য একটা ছেলে বাহিরে চলে যেতে বলেছিলো ক্লাস খালি করে ৷ তারপর সেই ছেলেটাই আবার ক্লাসে আসতে বললো ৷

কাশফিয়া : ছেলেটাকে তুই চিনিস? বা দেখেছিস কোত্থাও?

নিধি : না ৷ কেন বলতো?

কাশফিয়া : কিছু না এমনি ৷

মনে হচ্ছে ওই ছেলেটা আরিহান অথবা আরিহানের কোনো লোক ৷

_____________

খুব দ্রুত গাড়ি চালিয়ে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলো আরিহান ৷ দৌঁড়ে ভেতরে গিয়ে নিজের রুমে চলে গেলো ৷ তারপর রুমের জিনিসপত্রের মাঝে অনেক খোজাখুজির পর একটা ডায়রি পেলো আরিহান ৷ সেখানে থাকা একটা নাম্বার মোবাইলে ডায়াল করে কল দিলো ৷

বন্ধুত্ব এমন একটি শব্দ বা সম্পর্ক যে কিনা সর্বদাই একজন মানুষের পাশে থাকে ৷ দুঃখের সময় আমাদের মনে শান্তনা দেয় বন্ধু নামক মানুষটি ৷ হাসি খুশি থাকলে আমাদের সাথে মজা করে বন্ধু নামক মানুষটি ৷ কিন্তু কখনো যদি এই বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন এই বন্ধুই একসময় শত্রুতে পরিণত হয় ৷

আরিহানের কাছে সায়ানকে ঠিক এরকমটাই লাগছে এখন ৷ কয়েকবছর আগে ওদের দুইজনের ভুল বোঝাবুঝিতে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় ৷ আর তারপর থেকে ওদের কোনো যোগাযোগ ছিলই না ৷ কিন্তু গতকাল সায়ানকে কাশফিয়ার সাথে দেখে ওর রাগ হয়েছিল ৷ তবুও ও ওর রাগটা কাশফিয়ার সামনে ঝাড়তে চায় নি বলে নিজেকে কন্ট্রোল করেছিল ৷

কিন্তু আজ কাশফিয়ার কথা শুনে ওর রাগ হয়েছে পাহাড় পরিমান ৷ এখন আরিহান সায়ানকে ভুলেও বন্ধু ভাবতে পারছে না ৷ এখন ওর সবচেয়ে কাছের বন্ধুই ওর শত্রু ৷ যে কিনা ওর থেকে ওর কাশফুল কে কেড়ে নিতে চাচ্ছে ৷

যেই নাম্বারে ও কল দিচ্ছে সেটা সায়ানেরই নাম্বার ৷ সায়ানের সাথে যে ওর অনেক কথা বলার আছে এখন ৷ তাই নিজেকে শান্ত রেখে সায়ানের নাম্বারে কল দিলো ৷ যেহেতু একসময় বন্ধু ছিলো তাই নাম্বার পাওয়া এতোটাও কঠিন ব্যাপার না ৷ দুইবার রিং হওয়ার পরই রিসিভ হলো ৷ ওপাশ থেকে ভেসে এলো,,,,,

সায়ান : হ্যালো কে??

আরিহান : সায়ান তুই কোথায়? তোর সাথে আমার কিছু কথা আছে ৷ দেখা করতে পারবি?

সায়ান : আমারও তোর সাথে কথা আছে ৷ কিন্তু তোর আমার সাথে কিসের কথা?

আরিহান : সেটা তোকে সরাসরি বলি ৷

সায়ান : কোথায় দেখা করবি বল ৷

আরিহান : যেখানে আগে দেখা করতাম ৷ সেখানে ৫ টা বাজে চলে আসিস আজ ৷

সায়ান : আজই?

আরিহান : হ্যাঁ ৷

সায়ান : ঠিক আছে ৷ (বলেই ফোন কেটে দিলো)
(জানিনা তুই কাল কি বলবি? কিন্তু তুই কাশফির পিছে কেন পরে আছিস? সেটা জানতে হবে আমায় ৷ আর যাইহোক কাশফিকে আমার থেকে আলাদা করতে পারবি না তুই –মনে মনে)

আরিহান : (সায়ান আমাকে কি বলবে? যাইহোক ওকে কাশফিয়ার থেকে দূরে রাখতে হবে ৷ কিন্তু কীভাবে কি? কালই যা করার করতে হবে ৷ আর যাইহোক আমি আমার কাশফুলকে অন্যকারো হতে দিবোই না –মনে মনে)

_____________

ক্লাস শেষে বাসায় চলে এলাম আমি ৷ আরিহানের বিষয়টা এখনো ভাবাচ্ছে আমায় ৷ আরিহানের এরকম রাগ আমি এই প্রথম দেখলাম ৷ ওনার এরকম রাগের কারণে আমার কিংবা আমার পরিবারের কিছু হলে কি করবো আমি? আর তার থেকেও বড় হচ্ছে সায়ান ৷ এখন তো উনি আমার আর সায়ানের রিলেশনের কথা জানেন ৷ তাহলে এখন কি করবেন উনি? আর সায়ান আরিহানের কথা শুনলে কি রকম রিয়াক্ট করবে??

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(আরিহান ভিলেন নাকি হিরো? কি মনে হয় আপনাদের? এখানে আরিহানকে আর সায়ানকে দুটো রূপেই পাবেন ৷ কিন্তু আসল হিরো কে সেটা সময়ই বলবে ৷ আর এখন কয়েকটা পর্বে অতীতকে শুধু সামনে আনবো ৷ অতীত শেষে আবার বর্তমানে ফিরে আসবো ৷ আর গল্প কেমন হচ্ছে বলবেন ৷ আপনাদের নাইস, নেক্সট, N কমেন্ট দেখলে নিজেকে খাপছাড়া লাগে যাইহোক ধন্যবাদ❤)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here