The_Terrible_Lover part 7+8

#The_Terrible_Lover
#অদ্রিতা_জান্নাত
#পর্ব__০৭

একটা ক্যাফে বসে অপেক্ষা করছে আরিহান ৷ কয়েক মিনিটের মাথায় সেখানে হাজির হলো সায়ান ৷ একটা চেয়ার টেনে আরিহানের সামনাসামনি বসে পরলো সেখানে ৷ একটা ওয়েটার এসে দুজনকেই কোল্ড কফি দিয়ে গেলো ৷ মিনিট দুয়েক তারা তাদের মাঝে নিরবতা বজায় রাখলো ৷ নিরবতা ভেঙ্গে আরিহান সায়ানকে বললো,,,,,,

আরিহান : কি বলবি তুই?

সায়ান : তুই কিসের জন্য ডেকেছিস?

আরিহান : আমার তোর সাথে জরুরি কথা আছে ৷ তুই আমার বলা কথাগুলো শুনে আমার রাস্তা থেকে চলে যাবি ৷

সায়ান : তোর রাস্তা থেকে মানে?

আরিহান : কাশফিয়াকে ভুলে যা সায়ান ৷

সায়ান : কিই? এসব তুই বলার কে? তুই কেন কাশফির আশেপাশে ঘুরিস?

আরিহান : দেখ এখন তোর আর আমার মাঝে আগের মতো বন্ধুত্বের সম্পর্ক নেই ৷ তবুও একসময় আমার বন্ধু ছিলিস তুই ৷ কাশফিয়ার জন্য আমি চাচ্ছি না আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হোক ৷ তাই তোকে আমাদের মাঝে থেকে চলে যেতে বলছি ৷

সায়ান : তোদের মাঝে মানে? তুইই তো আমাদের মাঝে এসেছিস ৷

আরিহান : হ্যাঁ এসেছি ৷ আমি আর কাশফিয়া দুজন দুজনকে ভালোবাসি ৷ তাই তুই আমাদের মধ্যে থেকে চলে যা ৷

সায়ান : ক-কাশফি তোকে ভালোবাসে??

আরিহান : হ্যাঁ বাসে ৷ তুই চলে যা ৷

সায়ান : না ও তোকে ভালোবাসে না ৷ আমি কাশফিকে চিনি ৷ তোর কথায় ওকে ভুল বুঝবো না আমি ৷ তোর অনেক আগে থেকেই ওকে আমি ভালোবাসি ৷ আর তুই যে কাশফিকে ভালোবাসিস সেটার কোনো প্রুভ আছে?

আরিহান : ভালোবাসায় প্রমাণ লাগে না ৷ হ্যাঁ এখন আমাকে কাশফিয়া ভালোবাসে না ৷ কিন্তু তুই আমাদের মধ্যে থেকে চলে যা সায়ান ৷ তাহলেই ও আমায় বুঝবে ৷

সায়ান : না আমি যাবো না ৷ আমার ভালোবাসা কি এতই সস্তা যে আমি ভয় পেয়ে চলে যাবো?

আরিহান : আমাকে কঠোর হতে বাধ্য করিস না সায়ান ৷ তোর জন্য কিন্তু তোর আর কাশফিয়ার পরিবারও বিপদে পরবে ৷

সায়ান : আরিহান? (চেঁচিয়ে)

আরিহান : চেঁচাবিনা ৷ তোর এই চেঁচানো এখন আমার ওপর কোনো ইফেক্ট করে না ৷ আমি খারাপ অনেক খারাপ ৷ আর এই খারাপ হওয়ার জন্য তুই দায়ী ৷ আর এখন তুই আমার কথা না শুনলে আরো খারাপ হবো আমি ৷

সায়ান : কেন করছিস এরকম আরিহান? চলে যা তুই ৷ যা চাইবি তাই দিব ৷ কিন্তু আমি কাশফিকে ভালোবাসি ৷ ওকে ছাড়া থাকতে পারবো না আমি ৷ প্লিজ একটু বোঝ ৷

আরিহান : আমার বোঝার দরকার নেই ৷ তুই এখান থেকে দূরে চলে যাবি নাকি নিজের পরিবারের ক্ষতি চাইবি?

সায়ান : না আমার ফ্যামেলীর কিছু করিস না ৷

আরিহান : এই নে পাসপোর্ট ৷ ইউকে যাওয়ার পাসপোর্ট৷

সায়ান : তুই ঠিক করলি না এটা ৷ আজ আমার থেকে তোর পাওয়ার বেশি বলে তোর কথা শুনচ্ছি ৷ নিজের পরিবারের ক্ষতি আমি কখনোই চাইবো না ৷ কিন্তু একদিন তোর এই কাজের ফল তুই পাবি ৷

এই বলেই সায়ান আরিহানের হাত থেকে পাসপোর্ট নিয়ে উল্টোদিকে হাঁটা ধরলো ৷ আর আরিহান বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে রইলো ৷ সায়ান হাঁটার মাঝেই কেউ ওকে পেছন থেকে ডাকলো ৷ চিরচেনা কন্ঠ শুনে তাড়াতাড়ি পেছনে ঘুরলো সায়ান ৷ ওর সাথে আরিহানও ৷ ওদের সামনে কাশফিয়া আর আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে ৷

______

আমার খালাতো বোন মালিহার সাথে আজ একটু ঘুরতে বেরিয়ে ছিলাম ৷ কিছুক্ষন ঘোরাঘুরি করার পর মালিহা বললো হালকা কিছু খাবার খাবে ৷ তাই এই ক্যাফে চলে আসি ৷ এখানকার কফিগুলো অন্যগুলোর থেকে বেশ আলাদা হয় তাই বেশ ভিড়ও হয় ৷ কখনো ঘুরতে আসলে এখানে এসেই আমরা টুকটাক কথা বলি৷

মালিহাকে নিয়ে ক্যাফের ভিতরে ঢুকতে গিয়েই নজর পরলো একটা টেবিলের দিকে ৷ যেখানে আরিহান আর সায়ান সামনাসামনি বসে আছে ৷ আমি ওদের দিকে একটু এগিয়ে গেলে ওদের কথার মাঝে এটুকুই বুঝতে পারি যে আমার জন্য সায়ানকে দেশ ছাড়তে বলছে আরিহান ৷ নাহলে আমাদের ক্ষতি করে দিবে ৷ আরিহানের থেকে পাসপোর্ট নিয়ে যাওয়ার সময়ই পিছন থেকে সায়ানকে ডাক দিলাম আমি ৷

ওরা দুইজন আমার দিকে তাকালো ৷ আমি ওদের দিকে এগিয়ে গিয়ে সায়ানের হাত থেকে পাসপোর্টটা নিয়ে আরিহানের হাতে দিয়ে বললাম,,,,,,,

কাশফিয়া : পাসপোর্ট!! UK যাওয়ার পাসপোর্ট রাইট!
Now you can go to the UK. যদি যেতেই হয় দেশের বাহিরে সায়ান নয় আপনি যাবেন ৷ আমার জীবন থেকে সায়ান না আরিহান নামক মানুষটি চলে যাবে ৷ প্লিজ চলে যান ৷ যতো দূরে পারেন চলে যান ৷

আরিহান : কাশফুল!!

কাশফিয়া : উহু!! এই নামটা আপনার মুখে মানায় না ৷ আপনি নিজের স্বার্থের জন্য এতোটা নিচ কি করে হতে পারেন ৷ নিজের ভালোবাসার জন্য আরেকজনের ভালোবাসা ছিনিয়ে নিবেন? আরে ভালোবাসার মানুষটির ভালো থাকা প্রত্যেকটা মানুষই চায় ৷ সেখানে আপনি জোর করে আদায় করছেন?

আরিহান : এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই ৷ সায়ানকে যেতে দাও তুমি ৷

কাশফিয়া : সায়ান কোত্থাও যাবে না ৷ আপনি কতটা নিষ্ঠুর হতে পারেন সেটা আমিও দেখি ৷ কার পরিবারকে কীভাবে শেষ করবেন সেটাও দেখি ৷ সায়ান আর আমার বিয়েতে আপনাকে দাওয়াত দিলাম ৷ এসে খেয়ে যাবেন ৷

আরিহান : না কি বলছো এগুলা? তোমার আর সায়ানের বিয়ে? এরকম করো না কাশফিয়া ৷ আমার কথাটা তো শোনো ৷ তুমি বিয়ে করবেনা প্লিজ ৷

কাশফিয়া : বিয়ে তো আমি সায়ানকেই করবো ৷ যা করার করে নিন ৷ আমার ইচ্ছা ছিলো না পড়াশুনা না শেষ করেই বিয়ে করার ৷ কিন্তু আপনার কারণে করতে হচ্ছে আমাকে ৷ খুব শীঘ্রই বিয়ের আয়োজন করা হবে ৷

সায়ান হাত ধরে বললাম,,,,,

কাশফিয়া : চলো ৷ এখানে থাকার কোনো মানেই হয় না ৷ আমাদের জীবন থেকে চলে যান আরিহান ৷ আপনি চলে যান প্লিজ ৷

বলেই পিছন ঘুরে হাঁটা ধরলাম ৷ না চাইতেও চোখ থেকে পানি ঝড়ছে আমার ৷ পিছন থেকে আরিহান বলে উঠলো,,,,,,,

আরিহান : এখন যাও ৷ কিন্তু তোমাকে আমার কাছেই আসতে হবে ৷ কারণ তুমি শুধু আমার ৷ আর বিয়ে? আদো এই বিয়ে হয় নাকি সেটা দেখো ৷ তোমার এই লাভার তোমার জন্য কি করতে পারে জাস্ট সেটা দেখো ৷ এই বিয়ে কি করে হয় সেটাও আমি দেখবো ৷ জীবন থাকতে তোমাকে অন্যকারোর হতে দিবো না কখনোই ৷ জাস্ট ওয়েট অ্যান্ড সিইই!!

ওখান থেকে চলে এলাম ৷ আমার মাথায় একটা কথায় ঘুরছে আরিহানের মাথা থেকে জেদ নামাতে হবে ৷ এটা শুধু উনি জেদের বশেই করছেন ৷ এই জেদের ভুত মাথা থেকে নেমে গেলে ওনার কাছে আমার কোনো মূল্যই থাকবে না ৷ তখন আমি তার কাছে মূল্যহীন হয়ে যাবো মাত্র ৷ তাই এখন না চাইতেও সায়ানকে বিয়ে করতে হবে আমার ৷

বাড়িতে ঢুকেই দেখি সোফায় ফুপ্পি বসে আছে ৷ মূহুর্তেই মনটা ভালো হয়ে গেলো আমার ৷ দৌঁড়ে গিয়ে জড়িয়ে ধরে বললাম,,,,,

কাশফিয়া : কেমন আছো ফুপ্পি?

ফুপ্পি : ভালো আছি মা ৷ তুই কেমন আছিস?

কাশফিয়া : অনেক ভালো ৷ আম্মু, আব্বু কোথায় তোমরা জলদি এসো ৷

আম্মু : ডাকার কি আছে? তোর ফুপ্পি আসছে দেখেছিই তো ৷ আমার কাজ আছে তোরা বস ৷

কাশফিয়া : আম্মু তোমার সাথে আমার কথা আছে ৷

আম্মু : কি? জলদি বল ৷

কাশফিয়া : আব্বু কোথায়? তোমাদের সবাইকেই একসাথে বলবো ৷ আব্বু…

সায়ান : কি বলবি তুই?

সায়ানের দিকে একপলক তাকিয়ে সামনে তাকালাম ৷ আব্বু আমার ডাকে চলে এসেছে ৷ সবার দিকে এক নজর তাকিয়ে বললাম,,,,,

কাশফিয়া : আম্মু, আব্বু আমি আর সায়ান বিয়ে করতে চাই ৷

আব্বু : কি বলছিস তুই এগুলা মা?

কাশফিয়া : যেটা বলছি ঠিক বলছি ৷ তোমরা তো আমাদের রিলেশনের কথা জানোই ৷ তো বিয়েতে কি সমস্যা হবে?

আব্বু : তোর পড়ালেখা…?

কাশফিয়া : বিয়ের পরেও সেটা করা যাবে ৷ বেশি আয়োজন করার দরকার নেই ৷ ঘরোয়া ভাবে করলেই হবে ৷ পরে নাহয় বড় করে অনুষ্ঠান করো ৷

আম্মু : মানে? বিয়ে যেহেতু করতে চাচ্ছিস তো ঘরোয়াভাবে করার মানে কি?

কাশফিয়া : মানে আছে ৷ কারণ ছাড়া আমি কিছু করি না সেটা তো জানো ৷ সেইম এই বিয়েরও একটা কারণ আছে ৷ তবে সেটা বলতে পারবো না আমি তোমাদের ৷ বিয়ের ডেট ফাইনাল করো কয়েকদিনের মধ্যেই ৷ আর হ্যাঁ এই বিয়েটা ঘরোয়া ভাবে হবে ৷ বাহিরের কেউ যেনো না জানতে পারে ৷ বিশেষ করে আরিহান!!

লাস্টের কথাটা বিড়বিড় করে বললাম ৷ তারপর ফুপ্পিকে আহ্লাদি স্বরে বললাম,,,,,

কাশফিয়া : তুমি খুশি হও নি?

ফুপ্পি : খুশি হয়েছি কিন্তু ঘরোয়া ভাবে?

কাশফিয়া : আরে বললাম না বড় করে পরে আয়োজন করবো ৷ এবার ছোট করে প্লিজ ৷ রাজি হয়ে যাও না ফু্প্পি ৷

ফুপ্পি : আচ্ছা ঠিক আছে ৷

কাশফিয়া : ওকে ৷ আম্মু, আব্বু আর ফুপাই (সায়ানের বাবা) কেও রাজি করিয়ে নিও ৷ আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমার ৷

ফুপ্পি : আচ্ছা ঠিক আছে ৷ যা রুমে যা ৷ (মাথায় হাত বুলিয়ে)

কাশফিয়া : আচ্ছা ৷ (বলেই চলে গেলাম)

আম্মু : সায়ান কি হয়েছে ওর হঠাৎ?

সায়ান : কই মামি কিছু হয় নি তো ৷

ফুপ্পি : তাহলে এরকম করলো কেন? বিয়ে করবে ঠিক আছে তাও ঘরোয়াভাবে? কিছু লুকাচ্ছিস আমাদের থেকে বাবা?

সায়ান : না আম্মু কি লুকাবো আমরা ৷ কিচ্ছু হয় নি ৷ আমি যাই ৷ (বলেই চলে গেলো)

ফুপ্পি : আরে…?

আম্মু : থাক ছেড়ে দে ৷

ফুপ্পি : ভাবি? ভাইয়া? কি করবে এখন?

আব্বু : কাশফিয়া যেটা বলে গেলো আপাতত সেটাই করতে হবে ৷ দেখা যাক কি হয়!! (দীর্ঘশ্বাস ছেড়ে)

সবাই : হুম!!!!

__________________

রাত ১২ টা…🍁
ঘুমের মধ্যেও কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি আমি ৷ মূলত কারো গরম নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পরছে ৷ চোখ খুলতে চেয়েও পারছি না ৷ ঘুমের মধ্যেই নড়েচড়ে উঠছি আমি ৷ তার মধ্যেই কপালে কারো ঠান্ডা স্পর্শ পেলাম ৷ আর চোখ বন্ধ করে থাকতে পারলাম না ৷ টিপটিপ করে চোখ খুললাম আমি ৷

চোখ খুলতেই আমার উপর একটা ছায়া মূর্তি দেখতে পেলাম ৷ জোরে চিল্লিয়ে উঠলাম ৷ কিন্তু সামনে থাকা ব্যক্তিটি আমার মুখ চেপে ধরলো ৷ তাই মুখ দিয়ে আওয়াজ বের হতে চাইলেও পারলো না ৷ পুরো রুম জুড়ে রয়েছে অন্ধকার যার কারণে তার চেহারা দেখতে পাচ্ছি না আমি ৷

মুখ চেপে ধরা অবস্থাইই উম উম করছি ৷ তবুও ব্যক্তিটির চেহারায় কোনো পরিবর্তন হচ্ছে না ৷ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে ৷ আমার হাতের দিকে তাকিয়ে দেখি হাত বাঁধা ৷ সেটা দেখে মুচড়ামুচড়ি করতে লাগলাম ৷ আর সামনের ব্যক্তিটি আমাকে ফিসফিস করে বললো,,,,,,

— নড়াচড়া করছো কেন?

আমি উম উম করে মোচড়ামুচড়ি করে যাচ্ছি ৷ আমার মুখের থেকে হাত সরিয়ে নিয়ে বললেন,,,,

— এখন চুপচাপ থাকো ৷ একদম নড়াচড়া করবে না কাশফুল!!

কাশফিয়া : আ-আরিহান? আপনি এখানে?

আরিহান : এইতো চিনতে পেরেছো ৷ এই অন্ধকারের মধ্যে চিনলে কিভাবে? ভালোবাসো বলেই তো চিনতে পেরেছো ৷

কাশফিয়া : না ভালোবাসি না আমি আপনাকে ৷ আপনি এখানে কি করছেন? চলে যান নাহলে কিন্তু আমি চিৎকার করবো ৷

উনি বেডের সাইডে হেলান দিয়ে বললেন,,,,,

আরিহান : করো ৷ একা একটা মেয়ের ঘরে একটা বাহিরের ছেলে ৷ জিনিসটা সবাইকে জানালে কি খুব ভালো হবে?

কাশফিয়া : আ-আপনি চলে যান ৷ আর হাত বেঁধে রেখেছেন কেন? খুলে দিন ৷ এতো রাতে এখানে কেন এসেছেন?

আরিহান : আমার কাছে নিয়ে যেতে ৷

কাশফিয়া : মানে??

উনি বেড থেকে নেমে আমাকে তার কাধে তুলে নিয়ে রুমের বাহিরের দিকে হাঁটৈ দিলেন ৷ আমি চেঁচিয়ে বললাম,,,,,

কাশফিয়া : করছেনটা কি আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে আমাকে ৷ছাড়ুন ৷ নামান আমাকে ৷ যাবো না আমি আপনার সাথে ৷

আরিহান : আরে আস্তে আমার কানের পর্দা ছিড়ে ফেলবে নাকি? চুপচাপ থাকো ৷ আমার কাজ আমাকে করতে দাও ৷ (ধমকে)

আমি চুপ হয়ে গেলাম ৷ বাড়ির সবাই জেগে গেলে সমস্যা হয়ে যাবে ৷ কিন্তু আরিহান কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? সেটা ভেবে আরো মোচড়ামুচড়ি করতে লাগলাম ৷
#The_Terrible_Lover
#অদ্রিতা_জান্নাত
#পর্ব__০৮

আমাকে বাহিরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিলেন আরিহান ৷ বাড়ির সামনের দরজা দিয়েই বের হয়েছি আমরা ৷ রাত ১২ টার আগে বাড়ির সবাই যেহেতু ঘুমিয়ে পরেছে ৷ তাই সেরকম কোনো সমস্যা হয় নি ৷ কিন্তু আরিহান কোথায় নিয়ে যাবে সেটা নিয়েই চিন্তা হচ্ছে ৷

উনি ড্রাইভিং সিটে বসে আমার সিটবেল্টটা লাগিয়ে দিলেন ৷ আমার হাত এখনো বাঁধাই রয়েছে ৷ খুলে দিচ্ছেন না আর খুলে দিতে বললে এক ধমকে চুপ করিয়ে দেন ৷ এই ছেলেটার রাগ সবসময় মাথায় চড়ে বসে থাকে ৷ রাগী ছেলে একটা হুহ ৷ আরিহান গাড়ি স্টার্ট দিলে আমি বললাম,,,,,

কাশফিয়া : কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে??

আরিহান : গেলেই দেখতে পাবে ৷

কাশফিয়া : উফফো ৷ হাত ব্যথা হয়ে গেছে ৷ খুলে দেন না হাতের বাধন না একটু ৷

উনি ড্রাইভিং করা অবস্থায়ই চোখ রাঙিয়ে তাকালেন আমার দিকে ৷ আমি তার তাকানো দেখে মাথা নিচু করে করুন সূরে বললাম,,,,,,

কাশফিয়া : একটু খুলে দিলে কি হয়!!!

উনি গাড়ি সাইড করে ব্রেক করলেন ৷ তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আমার হাতটা তার কাছে নিয়ে হাতের বাধনটা খুলে দিলেন ৷ তারপর বললেন,,,

আরিহান : আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি বুঝতে পারছো না? তাইনা??

আমি মুখ তুলে ওনার দিকে তাকালাম ৷ শান্ত সুরেই বললেন কথাটা ৷ কিন্তু এখন ‘না ‘ বললে আবার রেগে যাবেন ৷ তাই আমি চুপ করে রইলাম ৷ উনি আমার চুপ করে থাকাটা দেখে আবার বললেন,,,,,

আরিহান : আমার মধ্যে কি কিছু কমতি আছে? কাশফুল!!

কাশফিয়া : ছোটবেলা থেকেই আমার মনে সায়ানের জন্য জায়গা আছে ৷ সেই জায়গায় আমি আপনাকে কি করে বসাবো আরিহান??

আরিহান : থাকুক না সায়ান সায়ানের জায়গায় ৷ আমার জন্য অন্য জায়গাটা বেছে নাও ৷

কাশফিয়া : তা হয় না আরিহান ৷ বুঝতে পারছেন না আপনি ৷ আপনি আমাকে ভুলে যান ৷ হয়তো আমার থেকেও অনেক ভালো একজনকে পাবেন ৷ আমাকে ভুলে যান আরিহান ৷ যে আসবে সে আপনাকে অনেক ভালোবাসবে ৷

আরিহান : না ৷ আর কেউ আসবে না ৷ তুমি প্রথম এসেছো ৷ তুমিই শেষ বুঝেছো? ভুলতে পারবো না আমি কখনোই ৷ আমার অন্য কাউকেই চাই না ৷ শুধু তোমাকেই চাই আমার লাইফলাইন হিসেবে ৷ আসো না আমার কাছে সারা জীবনের জন্য ৷

কাশফিয়া : না না ৷ এটা কখনোই সম্ভব না ৷ কখনোই না ৷ আপনি প্লিজ চলে যান আমার জীবন থেকে ৷ চলে যান আরিহান ৷

আরিহান : কখনোই পারবো না আমি ৷

বলেই গাড়ি চালানো শুরু করলেন আরিহান ৷ আমি চুপ করে রইলাম ৷ কিছুক্ষন পর গাড়ি থামিয়ে উনি কিছু না বলে গাড়ি থেকে নেমে গাড়ির সামনে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন ৷ আমি ওনার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা শ্বাস ফেলে গাড়ি থেকে নেমে গেলাম ৷

রাস্তার দুইপাশে গাছপালা ৷ কোনো বিল্ডিং নেই এখানে ৷ ল্যাম্প পোস্টের আলোতে রাস্তাটা আলোকিত হয়ে আছে ৷ আকাশে অসংখ্য তারার মধ্যে এক ফালি চাঁদ রয়েছে ৷ রাতের নির্জন পরিবেশ ৷ হালকা মাতাল করা স্নিগ্ধ বাতাস আরো সুন্দর করে তুলেছে ৷

আমি আরিহানের পাশে দাঁড়িয়ে আছি ৷ আরিহান হাতে হাত গুজে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন ৷ তার দৃষ্টি আকাশের দিকে ৷ খুটিয়ে খুটিয়ে ওই উপরের আকাশকে পর্যবেক্ষন করছেন তিনি ৷ আর আমি তাকে ৷ না চাইতেও মুখে এক চিলতি হাসি ফুটে উঠেছে আমার ৷

ওনার স্লিকি চুলগুলো কপালে এসে পরেছে ৷ চোখ মুখে রয়েছে এক অন্য রকম ভাবনা ৷ তার এরকম ভাবনার মাঝে তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ৷ ল্যাম্প পোস্ট আর চাঁদের কিছুটা আলো এসে ওনার মুখের উপর পরছে ৷ তাই ওনার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি আমি ৷

বেশ কিছুক্ষন আমাদের মাঝে নিরবতা ছিলো ৷ এই নিরবতা ভেঙ্গে আরিহান আমার উদ্দেশ্যে শান্ত গলায় বললেন,,,,,,

আরিহান : রাতের আকাশে কিন্তু একটাই চাঁদ থাকে ৷ দুইটা চাঁদ কখনোই দেখা যায় না ৷ আবার সকালের আকাশে কিন্তু একটাই সূর্য থাকে ৷ ২/৩ টা সূর্য কখনোই থাকে না ৷ ঠিক সেরকমি তুমি নামক মেয়েটা একজনই আছো ৷ ২/৩ জন তোমার মতো কেউ নেই ৷ হুম হয়তো আচার আচরণ কিছুটা মিলে কিন্তু সম্পূর্ণ তো আর না ৷ তোমার নামের অনেকেই আছে তাই বলে সে কি তুমি হয়ে যাবে? আমি ভালোবেসেছি তোমার তুমিকে ৷ আকাশ তার বুকে চাঁদ, সূর্যকে কি সুন্দর করে সাজিয়ে রাখে দেখেছো? তোমাকেও আমি ঠিক এভাবে আমার বুকে আগলে রাখবো ৷ আকাশে চাঁদ একটাই ৷ সেইম আমারো চাঁদ একটাই ৷ আর সেটা হচ্ছো তুমি ৷ আমি জানি না আমি কখন কি করি ৷ কিন্তু ভালোবাসি তোমাকে ৷ নিজের থেকেও বেশি ৷ তুমি দূরে চলে গেলে এই আরিহান নামক মানুষটি শেষ হয়ে যাবে ৷ আমার অবলম্বন তুমি ৷ সেই তুমি যদি দূরে চলে যাও ৷ আমি কিভাবে বেঁচে থাকবো কাশফিয়া? আমার বাঁচার কারণও যে তুমি ৷ কেন চলে যেতে বলছো আমায়? আমি তো সেটা কখনোই পারবো না ৷

আকাশের দিকে তাকিয়ে উনি কথাগুলো বললেন ৷ ওনার চোখে পানি স্পষ্ট ৷ হালকা আলোতে ওনার চোখের কোণের পানিগুলো চিকচিক করছে ৷ আরিহানের বলা কথাগুলো শুনে খারাপ লাগছে আমার ৷ নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে ৷

আমি বলেছি আরিহান স্বার্থপর কিন্তু আমিও তো কম স্বার্থপর নই ৷ সায়ানকে ভালোবাসি বলে ওকে বিয়ে করতে চাচ্ছি ৷ ঠিক সেরকম আরিহানও তো আমায় ভালোবাসে ৷ তাহলে আমাকে চাওয়া কি এতটাই স্বার্থপরতা? কিন্তু আমিই বা কি করব? কি করার আছে আমার ৷ নিরুপায় যে আমি ৷

আরিহান : কি হলো? কিছু বলছো না যে??

আমার দিকে তাকিয়ে বললেন উনি ৷ আমি চুপ করে মাথা নিচু করে রইলাম ৷

আরিহান : মাথা তুলো ৷ আমার দিকে তাকাও ৷ আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমায় ভালোবাসো না ৷ তাকাও ৷

লাস্টের কথাটা ধমক দিয়ে বললেন ৷ আমি মাথা তুলে অন্যদিকে তাকিয়ে বললাম,,,,,

কাশফিয়া : আর কত বার বলবো এক কথা?

আরিহান : আবার বলো ৷ আমার দিকে তাকিয়ে বলো ৷ আমার জন্য কি তোমার মনে একটুও অনুভূতি নেই?

কাশফিয়া : বাসায় যাবো আমি ৷

আরিহান : আমার কথাগুলো কি তোমার কানে যাচ্ছে না? এতো ভালো করে বললাম তবুও বুঝতে পারছো না? বাসায় যাবে তুমি? আচ্ছা যাও ৷

আমাকে ঝাকিয়ে কথাগুলো বলে উনি আমাকে রেখেই সামনের দিকে হাঁটতে লাগলেন ৷ তার এগিয়ে যাওয়া দেখে আমি তাড়াতাড়ি পা ফেলে ওনার পাশাপাশি হাঁটতে লাগলাম ৷ কিন্তু ছেলেদের হাঁটা আর মেয়েদের হাঁটা কি এক? উনি হাঁটছেন তো আমি দৌঁড়াচ্ছি ৷ আমার এভাবে দৌঁড়ানো দেখে উনি দাঁড়িয়ে আমার দিকে একপলক তাকিয়ে বললেন,,,,,

আরিহান : এভাবে দৌঁড়ানোর কি আছে? আর আমার পিছু পিছু আসছো কেন? যাও তুমি বলে বাসায় যাবে ৷ বাসায় যাও ৷

কাশফিয়া : কিভাবে যাবো? আপনি কোথায় নিয়ে এসেছেন আমি তো জানিনা ৷ রাস্তাও চিনি না ৷ আর অন্ধকারে একা আমার ভয় করে ৷

আরিহান : তো তাই বলে আমার পিছু পিছু আসবে?

কাশফিয়া : আজব তো ৷ নাহলে কোথায় যাবো আমি ৷

আরিহান আর কিছু না বলে আগের স্টাইলে হাঁটতে শুরু করলেন ৷ আমি মাথা নিচু করে তার পিছু পিছু যেতে লাগলাম ৷ কিছুক্ষন হাঁটার পর আমরা একটা ব্রিজের কাছে চলে আসলাম ৷ আরিহান ওই ব্রিজের রেলিং ঘেষে দাঁড়ালেন ৷ আমিও তার পাশে গিয়ে রেলিং ঘেষে দাঁড়িয়ে রইলাম ৷

আকাশের চাঁদের প্রতিফলন ব্রিজের নিচে থাকা নদীর পানির উপর পরেছে ৷ আকাশ আর নদী সেই প্রতিফলনে আলোকিত হয়ে রয়েছে ৷ আশেপাশে কোনো মানুষ নেই ৷ শুধুই আমরা দুজন ৷ জানিনা আজ আরিহানের কি হয়েছে যে এত চুপচাপ ৷ তবুও ভালো লাগছে অনেকটা ৷

কাশফিয়া : আমাকে বাড়িতে দিয়ে আসুন প্লিজ ৷ সবাই চিন্তা করবে নাহলে ৷

আমার কথায় আমার দিকে তাকালেন উনি ৷ তার ডান হাত দিয়ে আমার বাম হাতকে ধরে টেনে নিয়ে তার কাছে নিয়ে আসলেন ৷ ওনার বাম হাত আমার মাথার পিছনে এনে এক টানে আমার খোপা করা চুলগুলো ছেড়ে দিলেন ৷ কোমড় অবধি সব চুলগুলো ছড়িয়ে গেলো ৷ আমি আমার মাথায় হাত দিয়ে বললাম,,,,

কাশফিয়া : এই আপনি এটা কি কর…

আরিহান : হুশশশ…কথা বলো না ৷

আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিলেন ৷ তার ডানহাত দিয়ে আমার কোমড় আরো শক্ত করে চেপে ধরে তার সাথে মিশিয়ে দিলেন ৷ নিশ্বাস ঘন হয়ে আসছে আমার ৷ শরীর অবশ হয়ে আসছে ৷ কিছু বলার বা করার মতো পরিস্থিতিতে আমি নেই ৷ উনি ওনার বাম হাত আমার গালে রাখলেন ৷ প্রচুর ঠান্ডা এই হাত ৷ হয়তো ঠান্ডা বাতাসের কারণে ৷ তার এই ঠান্ডা স্পর্শে শিউরে উঠলাম আমি ৷

আমার ডান হাত তার বুকে রেখে হালকা করে ধাক্কা দিয়ে মাথা নাড়িয়ে বললাম,,,

কাশফিয়া : ছাড়ুন আমাকে আরিহান ৷ বাসায় যাবো আমি প্লিজ ৷ ভালো লাগছে না আমার ৷

উনি আমাকে ছেড়ে আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে এলেন ৷ আমরা দুজন গাড়িতে বসলে গাড়ি স্টার্ট দিলেন উনি ৷ চুপচাপ ৷ কারো মধ্যে এখন কোনো কথা নেই ৷ বেশ অনেকক্ষন পর গাড়ি থামালেন আমাদের বাড়ির সামনে ৷ একপলক আরিহানের দিকে তাকিয়ে নামতে গেলেই আরিহান আমার হাত ধরে আটকে দিয়ে বললেন,,,,,

আরিহান : সায়ানকে বিয়ে করো না কাশফুল!! হাত জোড় করে বলছি তোমায় ৷ আমি বাঁচবো না ৷ সহ্য করতে পারবো না ৷ ভুলে যাও ওকে ৷

কাশফিয়া : আপনি ভুলতে পারবেন আমায়??

আরিহান : কখনোই না ৷

কাশফিয়া : তাহলে আমি কীভাবে সায়ানকে ভুলি বলুন৷

আরিহান : সায়ানের সাথে বিয়ে করো না ৷ ভালোভাবে বলছি ৷ মেনে নাও ৷ বিয়েটা করো না ৷

কাশফিয়া : বাদ দিন না আরিহান ৷ আমি ভেতরে যাবো ভালো লাগছে না ৷

উনি আমার হাত ছেড়ে দিয়ে ইশারা করে বললেন ‘যাও’ ৷ আমি তার দিকে একপলক তাকিয়ে ভিতরে চলে এলাম ৷

কাশফিয়ার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে নিজে নিজেই বিড়বিড় করে আরিহান বললো,,,,

আরিহান : এখন কি করবো আমি নিজেই জানি না ৷ কিন্তু এরপর যা হবে তার জন্য শুধু তুমি দায়ী কাশফিয়া ৷ বিয়ে তো আমি কিছুতেই হতে দিবো না ৷ আর এই বিয়ের আয়োজনের জন্য শাস্তিস্বরূপ তোমাকে সারাজীবন আমার কাছে বন্দী হয়ে থাকতে হবে ৷ ইউ আর অনলি মাইন!! নো ওয়ান এলস!!

___________________

বাড়ির দরজা খোলা দেখে নিঃশব্দে ভিতরে চলে গেলাম ৷ ভিতরে গিয়ে দেখি আব্বু, আম্মু, ফুপ্পি সবাই বসে আছে ৷ সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ৷ ভিতরে গিয়ে ওদের কাছে গিয়ে বললাম,,,,

কাশফিয়া : কি হয়েছে? সবাই এভাবে এখানে বসে আছো কেন?

বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল সবাই ৷ ফুপ্পি আমার কাছে এসে মাথায় হাত রেখে বললো,,,,

ফু্প্পি : কোথায় চলে গিয়েছিলিস রে মা? তোকে রুমে না পেয়ে কত চিন্তায় ছিলাম জানিস? সারা বাড়ি খুজেও পেলাম না ৷ কোথায় ছিলি তুই?

কাশফিয়া : আব…গার্ডেনে ছিলাম ৷ আসলে কি বলোতো ঘুম আসছিলো না তাই একটু হাঁটতে বাহিরে গিয়েছিলাম ৷ তোমরা এতো চিন্তা করো কেন বলোতো? এতো রাতে কেন বসে আছো এখানে??

আম্মু : রাত? ভোর ৫ টা বাজে এখন ৷ আর তুই রাত বলছিস?

কাশফিয়া : কি? ৫ টা?

ঘড়িতে তাকিয়ে দেখি ৫ টা ১০ বাজে ৷ এতক্ষন আমি আরিহানের সাথে ছিলাম? সিরিয়াসলি? আমার ভাবনার মাঝে আম্মু বললো,,,,

আম্মু : কি রে কি ভাবচ্ছিস? তুই কখন বাহিরে গিয়েছিলি?

কাশফিয়া : এএএইতো কিকিছুক্ষন আগেই গিয়েছি ৷ আমার ঘুম পাচ্ছে আমি রুমে গেলাম ৷

রুমে এসে দরজা লাগাতে যাবো ৷ তখনি সায়ান এসে আটকে দিলো ৷ আমাকে ঠেলে রুমের ভিতরে ঢুকলো ৷ নিচে সায়ানকে ইগনোর করে এসেছি ৷ কারণ আমি যদি তখন ওর সাথে কথা বলতাম তো ও কিছু না কিছু তো জিজ্ঞেস করতোই ৷ ওর কৌতুহলতা দেখেই বুঝে গেছি যে ও কিছুটা বুঝতে পেরেছে ৷

রুমে ঢুকে আমার দিকে তাকিয়ে রইলো ৷ আমি অন্যদিকে তাকিয়ে বললাম,,,

কাশফিয়া : কেন এসেছো? আমি ঘুমাবো শুনতে পাও নি?

সায়ান : কোথায় গিয়েছিলি তুই?

কাশফিয়া : ব-বললামি তো ৷ গার্ডেনে ছিলাম ৷

সায়ান : মিথ্যা কেন বলছিস তুই কাশফি? আমি গার্ডেনে চেক করেছি পাই নি তোকে ৷

কাশফিয়া : আমি ছিলাম তুমি দেখো নি আমাকে ৷ তো এখন আমি কি করবো?

সায়ান আমার হাত মোচড়ে ধরে চেঁচিয়ে বললো,,,,,

সায়ান : তোকে আমি আরিহানের গাড়ি থেকে নামতে দেখেছি ৷

কাশফিয়া : আহ হাত ছাড়ো সায়ান ৷ লাগছে আমার ৷

সায়ান : আরিহানের সাথে কেন গিয়েছিলি তুই? আবার মিথ্যা বলছিস?

আমি আমার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম,,,

কাশফিয়া : হ্যাঁ গিয়েছিলাম আমি ৷ আরিহানের সাথে লং ড্রাইভে গিয়েছিলাম ৷ হয়েছে?

সায়ান : কাশফি?? (চিৎকার করে)

কাশফিয়া : চেঁচাবা না একদম চেঁচাবা না ৷ বিশ্বাস করো আমায়? ভালোবাসতে বিশ্বাস লাগে ৷ সেটা আছে তোমার আমার প্রতি? নাকি এটা ভেবেছো তোমার বেস্টফ্রেন্ডের সাথে আমি প্রেম ভালোবাসা খেলবো? আমি ভালোবেসেছি একজনকে ৷ আর সেটা তুমি ৷ যদি আমায় ভালোবেসে থাকো তো বিশ্বাস করো ৷ যেই সম্পর্কে বিশ্বাস নেই তো সেই সম্পর্কের কোনো মানেই নেই ৷ জানো? আরিহান আমাকে কতটা ভালোবাসে? আজ তার চোখে মুখে আমার জন্য আরিহানের মুখে অসহায়ত্ব দেখেছি আমি ৷ যেই অসহায়ত্বটা সে তার নিজের ভালোবাসার জন্য প্রকাশ করেছে ৷

সায়ান : বাব্বাহ একদিনে এতকিছু খেয়াল করেছিস?

কাশফিয়া : ইউ জাস্ট শাট আপ ৷ বেরিয়ে যাও এখান থেকে ৷ আমি তোমার মুখে আরেকটা কথাও শুনতে চাচ্ছি না ৷ প্লিজ লিভ দিস রুম ৷

সায়ান আর এক মূহুর্তও অপেক্ষা না করে বেরিয়ে গেল রুম থেকে ৷ আমি রুমের দরজা লাগিয়ে দরজার সাথে হেলান দিয়ে ভাবতে লাগলাম ৷ আগে কখনোই সায়ান আমার সাথে এই রকম বিহেভ করে নি ৷ তো আজ হঠাৎ কি হলো যে ও এরকম করলো? আরিহানের সাথে আমাকে দেখে ও সহ্য করতে পারে নি ৷ কিন্তু কিসের জন্য? ভালোবাসার জন্য? নাকি শত্রুতার জন্য??

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here