What a হাসবেন্ড পর্ব -০২

#What_a_হাসবেন্ড
#Tamanna_Tabassum
#পর্ব-২
ড্রইংরুমে আমি, আম্মু, আমার হবু শ্বাশুড়ি, আমার হবু ননদ আর পাশে আমার ওই সে 😒 বসে আছি। আকাশি কালার শার্ট, কালো রঙের প্যান্ট, কালো ফ্রেমের চশমা পরিহিত ছেলেটাই যে সে তা আমার আর বুঝতে বাকি রইলো না। আমি তাকে দেখছি চেহারায় কেমন যেন একটা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ভাব আছে, তাই হয়তো ম্যাজিস্ট্রেট হয়েছে। আমাকে এমন ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে দেখে সে চশমা ঠিক করতে লাগলো। চশমা তার জায়গায়ই আছে কিন্তু ইনি বারবার চশমাকে ঠেলছে কেন? আমি তাকিয়ে আছি বলে সে কী নার্ভাস টার্ভাস হয়ে গেছে? যদি হয় তো এইভাবেই বিরক্ত করতে থাকি নিজেই থেকেই না করে দিবে, এই ভেবে আমি আগের মতো তাকিয়ে রইলাম। সে একবার পায়ে পা ঘষছে আরেকবার চশমাকে ঠেলছে, তার অবস্থা দেখে আমার হাসি পেলো। হঠাৎ আম্মু আমার হাতে চিমটি দিলো। আমি আম্মুর দিকে তাকাতেই আম্মু চোখ গরম দিলো।আমি বিরক্ত হলাম। এই আম্মুটা খালি চোখ গরম দেয়, একটু বুঝতেও চায় না।
আম্মু আমাকে তাদের পাশে বসিয়ে দিলো। ওদিকে পর্দার আড়ালে থেকে আমার বান্ধুবিরা আমার ইশারার অপেক্ষায় আছি। আমি ইশারা করতে যাবো তখনই আব্বু আসলো, আব্বুকে দেখে চাশমিশ ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে গেলো, সালাম দিলো। ভাব এমন করলো যেন আমাদের কতো আগে থেকে চেনে। যত্তসব, ঢং!
.
এই ছেলে যতো যাই করুক না কেন একে আমি কিছুতেই বিয়ে করবো না। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে মলিন হাসি হাসলো৷ আমি করুন চোখে আব্বুকে দেখলাম, কিছু বলতে পারলাম না। আম্মু এতোক্ষণে ওনার সাথে করা খাজুইরা আলাপ শুরু করে দিয়েছে। আমি ম রা র মতো বসে আছি। সামনে তাকিয়ে দেখলাম ম্যাজিস্ট্রেটমশাই কী যেন ভাবতেছে। অন্য সময় হলে বলতাম যে ভাই এতো কী ভাবেন? কোন পরিক্ষায় কাকে আবার এক্সফেল করবেন তাই কী চিন্তা করছেন?
আমার এতোসব ভাবনার মধ্যে হঠাৎ সেই মধ্যবয়স্ক মহিলা আমার নাম জিজ্ঞেস করলো, আমি ভদ্র মেয়ের মতো বললাম আমার নাম, এরপর সাথে সাথে জিজ্ঞেস করলাম, ‘আপনার নাম কী আন্টি?’

আমার কথায় সে যেন চমকালো। মুখের হাসিটা মুহূর্তেই উড়ে গেলো। উনি কিছু বলার আগে তার পাশে বসে থাকা মেয়েটা বলল, ‘আম্মুর নাম রাশেদা সুলতানা, আব্বু রাশু বলে ডাকে৷’
একটু থেমে আবার বলল, ‘ভাবি! তোমার নাম তো মুন ভাইয়া তাহলে তোমাকে কী বলে ডাকবে’ ( চিন্তিত হয়ে)
আমি একটু ভড়কালাম। এই মেয়ে বলে কী? দেখতে এসেই বিয়ের পর কী ডাকবে সেই নাম জানতে চাচ্ছে! বুঝলাম আমার হবু ননদিনী আমার থেকেও বড় বিচ্ছু। আমি কিছু বলার আগে আম্মু আমাকে অবাক করে দিয়ে বলল, ‘ সেটা তুমি মুনকে তোমাদের বাড়ি নিয়ে ভেবো। এখন আগে বিয়েটা করাও তারাতাড়ি ‘
আম্মুর কথা শুনে আমার প্রচন্ড রাগ হলো। অনেক হয়েছে ভদ্রতা এখন আর কোনো ভদ্রতা ফদ্রতা দেখাবো না। মুন যে আসলে কী জীনিস সেটা বুঝানোর সময় হয়ে এসেছে। কী বলে আগে ভেজাল লাগাবো ভাবছিলাম তাই ভাবছিলাম, এরইমধ্যে আমার ননদিনী পেছনে ইশারা করে বলল, ‘ভাবি পর্দার আড়ালে যারা দাঁড়িয়ে আছে তারা কী তোমার ফ্রেন্ড? ‘
-‘ হ্যাঁ, ওরা আমার ফ্রেন্ড ‘
-‘তাহলে ওখানে দাঁড়িয়ে কেন আছে?’
আমি কিছু বলতে যাবো তখন পেছন থেকে একটা বাচ্চাছেলের গলার আওয়াজ শোনা গেলো। সে বলছিলো,
-‘যদি বিয়ে কথা আন্টি আংকেল পাকাপোক্ত করে তোহ আপুরা বিয়ে ভেঙ্গে দিবে।এটা মুন আপুরই বুদ্ধি ‘

আমি চোখমুখ শক্ত করে বন্ধ করে ফেললাম। আমার হার্টবিট অনেক বেড়ে গেছিলো। মনে হচ্ছিলো হার্টটা বের হয়ে সবাইকে ঢি সু ম ঢি সু ম করে ঘু ষি দিয়ে অজ্ঞান করে দিবে। অবশ্য অজ্ঞান করলে ভালোই হতো আমি বেঁচে যেতাম। কিন্তু ভাগ্যের নি র্ম ম পরিহাস এমন কিছুই হলো না। আমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখলাম ম্যাজিস্ট্রেটমশাই আমার দিকে ভ্রুঁ কুচকে তাকিয়ে আছে, পাশেই তার বোন আমার দিকে বড় চোখ করে তাকিয়ে আছে, এর পাশের ওদের মা আমার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে, আম্মুর দিকে তাকাতে দেখলাম আম্মু আমার দিকে খাইয়া ফালামু লুক নিয়া তাকায় আছি। আমি আম্মুর দিকে তাকিয়ে বোকার মতো তাকিয়ে রইলাম, কেননা এরা চলে যাওয়ার পর আমার পিঠে যে উত্তম মধ্যম পরবে তাতে কোনো সন্দেহ নেই। পিচ্চিটাকে মন চাচ্ছে কি লা য় ভূত বানায় দেই। পিচ্চিটা ভেজাল লাগায় সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে বাহিরে তার আওয়াজ শোনা যাচ্ছে সে গোল গোল বলে চিল্লাছে,মনে হয় ওয়ার্ল্ডকাপ পেয়ে গেছে। আরে পোলারেএএ তুই তো আমার জীবনের চৌদ্দটা বাজায় দিলি,, হায় হায় রেএএ……..
.
.
.
.
সামনে হাত নাড়তে দেখে ধ্যান ভাঙ্গলো আমার। মনে পড়লো আমার যে আমি ঘুম বাদ দিয়ে মলম লাগাতে বসেছিলাম। মলম লাগাতে লাগাতে অতীতে ডুব দিয়েছিলাম। সামনে তাকিয়ে দেখলাম ম্যাজিস্ট্রেটমশাই হাটুতে ভর করে মেঝেতে বসে আমার দিকে তাকিয়ে আছে। বা ন্দ র পোলা, ই ত র, আমার বারোটা বাজায় দিয়া তুই বসে আছোস!! ইচ্ছে তো করে হার্ডবোর্ডে মাথা বা রি দিয়ে অ জ্ঞা ন করে দিতে বেটা ব জ্জা ত। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল,
-‘ কী ব্যাপার মুন? আমাকে কে কী আজ সুন্দর লাগছে নাকি? এভাবে তাকিয়ে আছো! কয়েকদিন আগেও তো বিয়ে করতে চাইছিলে না এখন তাহলে তাকাচ্ছো কেন? (ভ্রুঁ নাচিয়ে) এই তুমি কী আমার প্রেমে টেমে পড়ে গেলা নাকি?'( সন্দেহের চোখে)

-‘আমার এতো ঠ্যাকা পড়ে নাই যে আপনার প্রেমে পড়বো সরেন সামনে থেকে ‘(হাত দিয়ে হাল্কা ধাক্কা দিয়ে)

-‘আমার সাথে আর জীবনে ক্যারাটে দেখাতে আসবা? আমি ক্যারাটেতে স্কুলে চ্যাম্পিয়ন ছিলাম ‘

হাতে পায়ের ব্যাথা অনেকটাই কমে গিয়েছে ফুরফুরে মেজাজে খাটে বসতেই শুনলাম তার কণ্ঠ। এই সুযোগ! গিয়ে স্যা সু করে কয়েকটা ঘু ষি দিলেই বুঝে যাবে যে আমি কী জীনিস। টপস আর জিন্স পড়েছিলাম বলেই লা ত্থি দিতে সমস্যা হয় নি। এই লা ত্থি ঘুষির জন্যই তো আগে আগে শাড়ী চেঞ্জ করেছি৷ আমি তার দিকে হঠাৎ ফিরে ‘ইয়া’ বলে চিৎকার দিলাম। হঠাৎ আমার হা ম লায় সে টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলো। আমি ভাব নিয়ে বললাম,
-‘ কী যেন বলছিলেন? আপনি স্কুলে ক্যারাটেতে চ্যাম্পিয়ান ছিলেন? তো শুনে রাখেন আপনি যদি চ্যাম্পিয়ান হন আমি তাহলে ক্যারাটে মাস্টার😎। তাই আমার সাথে লাগতে আসবেন না, তার ফল ভালো হবে না। ‘
কথাটা বলেই শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই মনে হলো কেউ আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমার সেদিনের স্বপ্নের কথা মনে পড়লো। ভ য় হলো, সাথে সাথে সকল হরর মুভির কথা মনে পড়লো। আমি চিৎকার দিলাম। ঠ্যাকনা, খো চা, খেতে খেতে হঠাৎ ধাম করে নিচে পড়ে গেলাম। তখনই কেউ আমাকে মাটির সাথে চেপে ধরে বলল, তুমি যদি মাস্টার হও তাহলে আমিও চ্যাম্পিয়ান। আমার সাথে লাগতে এসো না, নাহলে এর ফল কী হবে তা তো দেখলাই।
কথাটা বলে ভাব নিয়ে খাটে শুয়ে পড়লো। রাগে দুঃখে আমার কান্না চলে আসলো। ভাবা যায়? একটা ছেলে আমাকে এভাবে নাস্তানাবুদ করে দিছে। টানতে টানতে নিচে ফেলে দিছে। আরেএ স্বপ্নের মধ্যে লাফাতে লাফাতেও তো আমি এইভাবে খাট থেকে পড়ি না আর সে জামাই হয়ে আমাকে ফেলে দিলো। কুমড়া পটাশ কথাকার আজ তোর একদিন তো আমার একদিন। এক লাফ দিয়ে উঠে একটা বালিশ নিলাম। উদ্দেশ্য তাকে চা পা দেওয়া। ধীরে ধীরে কাছে গেলাম। মুখের কাছে বালিশ আনতেই সে জেগে গেলো। বড়বড় চোখ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আমিও তাকিয়ে থাকলাম। এটা সিনেমা হলে লা লা লা লা গান বাজতো রোমান্টিক কিছু হতো, কিন্তু এটা বাস্তব! এটা আমি! তাকে কিছু বলতে না দিয়ে বালিশটা জোরে তার উপর চেপে ধরলাম। আর বলতে লাগলাম,
-‘ ম র বেটা ম র। তুই ম র স না কেন? তুই ডেটল খা! তুই মূলা খা! তুই পানি খেয়ে ম রে যা। আমার বিধবা হইতে আপত্তি নাই , ধুরো বেডা ম র। ‘

অনেক্ষণ চা পা দেওয়ার পরও যখন দেখলাম ম র ছে না তখন বালিশ সরিয়ে শ্যাম্পুর বোতল নিয়ে আসলাম, এইবার তোরে এইডা দিয়া এমন পি ডা ন পিডা মু, যেই পিডানি তুই তোর মা র হাতেও খা স নাই।

চলবে 🤭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here