অন্ধপ্রেম পর্ব -২৫+২৬

#অন্ধপ্রেম
Writer: Shabnaj Hossain Moon
Part_25_26
.
শপিং করতে গিয়ে রাজ জানতে পারলো ছেলেটা শীতলের ক্লাসমেট ছিলো …
ছেলেটা শীতলের সম বয়সি প্লাস বন্ধু …
ছেলেটার বাবা আর শীতলের বাবা বন্ধু ছিলেন…শীতলের সাথে কালকে যাকে দেখে ছিলো রাজ এই ছেলেটা হলো সেই ছেলে …
.
.
.
ছেলেটা শীতলকে বললো কাল শীতলকে নামিয়ে দেওয়ার পর কে যেনো তার কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছিলো…
শীতল ভ্র কুচকে রাজের দিকে তাকালো …
রাজও ভ্রকুচকে শীতলের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বললো সে কিছু করেনি …
.
.
.
রাজ ভাবছে শীতল যদি বুঝে ফেলে সে এই কাজ করেছে তাহলে তো শীতল আরো বেকে বসবে …
এমনিতেই রাজের আচার আচরন শীতলের পছন্দ নয় ।
শপিং মলে পুরোটা সময় ধরে ছেলেটা কথা বললো ..এক সেকেন্ডের জন্য থামলোনা তার কথা ..
শীতল ও বেশ স্বাভাবিক ভাবেই কথা বলছে ছেলেটার সাথে ..
শীতল একটা শার্টের স্টলে গিয়ে বললো…
_ সজল দেখতো এটা কেমন ??
সজল : বেশ চমৎকার ..
রাজ মনে করেছিলো শীতল তাকে শার্টটা দেবে ..
তার জন্য পছন্দ করেছে শার্ট …
শীতল শার্টটা সোজাসোজি সজলকে পড়তে দিলো…
সজলও Change room থেকে নাচতে নাচতে পড়ে এলো …
_সজল পার্ফেক্ট ম্যাচ হয়েছে ..
তোমায় মানিয়েছে ।
.
.
.
রাজের সামনে শীতল অন্য কাউকে শার্ট পছন্দ করে দিলো ..
এটা রাজের হজম হলোনা ।
রাজ সজলকে অবজার্ভ করলো ..
দেখতে ফর্সা ,লম্বা ,বেশ হ্যান্ডসাম ,শীতলের সম বয়সি ,
.
.
.
রাজ সামনে থাকা একটা মিররে নিজেকে দেখলো ..
তার চেহেরা নিয়ে সে কিছুটা চিন্তিত ..
রাজের পেছনে সব মেয়েরা ঘুরে বেড়াতো ..
বিদেশে পড়া কালীন রাজ বলতে সেখানের মেয়েরা অজ্ঞান ছিলো …
রাজ কখনো নিজের চেহেরা নিয়ে আফসোস করেনি ,
করতেও হয়নি বাট সজলের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে ..
এটা মনে হচ্ছে সজল আর শীতলের সমবয়সীর জন্য ।
.
.
.
রাজ মিরর দেখা শেষ হতেই দেখলো শাওন তার দিকে তাকিয়ে হাসছে …
_জিজু তুমি কি তোমার সতিনের সাথে কম্পিটিশন করছো ??
রাজ ভ্রকুচকে তাকালো শাওনের দিকে ..
এতো টুকু ছেলের কি ব্রেন ।
.
.
.
সজল সবাইকে পৌছে দিলো নিজের কারে …
রাজের কার শপিং য়ে পড়ে রইলো ..
.
.
.
রাজ রুমে বসে আছে আর শীতল ওয়াসরুমে বসে আছে …
রাজ চিন্তা ভাবনা করে ঠিক করলো শীতলকে ঢাকায় নিজের কাছে নিয়ে যেতে হবে যেখানে কোনো থার্ড পার্সন থাকবেনা ..
সেখানে শীতল রাগ করুক ,অভিমান করুক সেটা শুধু রাজের সাথেই করবে …
একসময় শীতল রাজকে মেনেও নেবে …
এখানে থাকলে কখনো শীতল মেনে নেবেনা রাজকে ..
শীতল তো কোনো কথায় বুঝতে পারছেনা..
.
.
.
শীতল বিকালে দেখলো খালা মনি আর রাজ কিছু পেপার নিয়ে ডিসকাস করছে …
খালামনিকে বেশ খুশি লাগছে …
শীতল রুমে এসে বারান্দায় দাড়াতেই রাজ রুমে এলো..
_ডার্লিং রেডি হও আজকেই ঢাকা যাবো …
শীতল বির্ক্ততি নিয়ে বললো….
_কতবার বলবো আমি যাবোনা আপনার সাথে ..
আপনি যান ঢাকা ..
আমার জব হয়েছে আর আমি এখানে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবো ..
রাজ এবার শীতল কে দেয়ালের সাথে চেপে ধরে বললো ..
_যে যেমন তার সাথে তেমন ভিহেব করা উচিৎ ।
_মানে ???
_মানে হলো তুমি আমার সাথে ঢাকা যাবে নয়ত তোমার প্রিয় খালামনি অফিস ,ঘর ,বাড়ি ,ব্যাংক ব্যালেন্স ,মান সম্মান হাড়িয়ে পথে বসবে ।
_মানেনে,,,
_ভয় পেয়ে তোতলাচ্ছো কেনো ??
পথে বসতে পারে বাট বলিনি বসবে …
_আপনি কি বলতে চান সরাসরি বলুন প্লিজজজ .
_ঠিক আছে বলছি ,
শোনো তাহলে তোমার খালামনির একটা প্রজেক্ট আছে যার জন্য তিনি উনার সব কিছু আমার কাছে জমা রেখেছেন ..
লোনের জন্য তিনি আমার কাছে সবকিছু জমা দিয়েছেন ,
আমি ব্যাংক লোনের ব্যবস্থা করেছি …
এখন যদি আমি বেকে বসি তাহলে উনি উনার সবকিছু ব্যাংকের কাছে হাড়াবেন ..
কারণ ব্যাংকটা চলে আমার হুকুমে …
তোমার খালামনি কে চাইলে আমি পথে বসাতে পারি ।
I hope you understand ??
_আপনি এটা করতে পারেন না
_করতে পারি তোমাে জন্য ।
_No
_yes
_দেখুন আঙকেল মারা যাবার পর অনেক কষ্ট করে খালামনি এই পর্যন্ত এসেছে ।
আপনি উনাদের সাথে কিছু করবেননা …
_আমি কখন বললাম কিছু করবো ??
_ আপনি আমাকে মারুন কাটুন যায় করুন বাট খালামনিকে ছেড়ে দিন প্লিজজজ ।
.
.
.
_আমি ছেড়ে দেবো ..
তার আগে বলো তুমি আমার সাথে যাবে আর আমার সাথে থাকবে …
শীতল কাদতে কাদতে ফ্লোরে বসে পড়লো …
_আপনি এতটা জঘন্য জানা ছিলোনা ..
নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারেন …
রাজও ফ্লোরে বসে শীতলের চোখের পানি মুছে দিয়ে বললো ..
_আমাকে মাফ করে দাও ..
এটা ছাড়া তোমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিলোনা …
শীতল একরাশ ঘৃনা নিয়ে রাজের দিকে তাকালো ..
_আপনি শুনে রাখুন আমার শরীর আপনার সাথে থাকবে কিন্ত আমার মন থাকবেনা …
_আগে তুমি আমার সাথে ফিরে চলতো ..
তারপর তোমার পুরোটাই আমার করে নেবো ।
.
.
.
সন্ধ্যার ফ্লাইটে প্ল্যানে ঢাকা চলে আসলো শীতল আর রাজ …
রাজের খালা ,চাচা আর কাজল জানে শীতল রাজের সাথে বেড়াতে গিয়েছে …
তারা কেউ জানেনা শীতল রাজকে ছেড়ে চলে গিয়েছিলো ….
.
.
.
সবাই শীতলকে দেখে খুশি হলো …
শীতল রাজের বাসায় গিয়েই রাগে বারান্দায় দাড়িয়ে থাকলো …
ঢাকায় প্ল্যানে করে আসতেও বেশ রাত হয়েছে ..
সবাই ঘূমিয়ে আছে …
রাজ বেডে বসে থাকতে থাকতে বোরিং ফিল করছে আর ওয়েট করছে শীতলের জন্য ..
বাট শীতলের রুমে আাসার নাম গন্ধটুকুও নেই …
.
.
.
কাজল শুয়ে শুয়ে ভাবছে চিঠি গুলোর কথা …
প্রায় এক বছর যাবৎ লোকটা চিঠি লিখছে তবুও কাজলের মন গলছেনা একটুও লোকটার চিঠির উওর দিতে …
কাজলের চিঠির উওরের জন্য লোকটা অনুরোধ করছে তবুও কাজল চিঠি লিখছেনা …
.
.
.
লোকটার শেষ চিঠির কথা গুলো ছিলো …
….পত্রমিতা …
আপনি আমার নিঃসঙ্গ জিবনকে সঙ্গ দিয়েছেন ।
আমার এখন আপনার কথা ভেবে ভেবেই সময় কাটে ।
সব সময় ভাবি কিভাবে আপনাকে চিঠি লিখবো আর আপনি তার উওর কথা ভাবে দেবেন ।
আপনি দয়া করে আমাকে চিঠির উওর দিবেন আশাকরি ।
সব সময় আপনার চিঠির জন্য ওয়েট করি কিন্ত আপনার কোনো চিঠি আসেনা ।
বিনীত অনুরোথ করলাম এবার অন্তত একটা জবাব লিখে চিঠি পাঠাবেন ।
অপেক্ষায় থাকবো …
ইতি
আপনার পত্রমিত্র
#হিমালয়
.
.
.
.
কাজলের এই লোকটাকে চিঠি লিখতে মন চাচ্ছে ….
বাট কি যেনো তাকে আটকাচ্ছে ..
কাজলের সিক্সসেন্স বলছে এই লোকটা তার জন্য ঠিক না ..
এটা তার ব্রেন বলছে বাট মন বলছে লোকটার নিঃসঙ্গ কাটাতে ….
.
.
.
শীতল রুমে এসেই বললো..
_সজলকে গাড়ি চাপা দিয়েছেন কেনো ???
রাজ এমন একটা ভাব করলো যেনো সে কিছুই শোনেনি …
.
.
.
শীতল আবার বললো …
_একটা প্রশ্ন করেছি সেটার উওর দাও …
আইমিন দিন ..
_এই এই তুমি কি বললে ??
আমাকে প্রথম তুমি বললে তুমি ।
এখন থেকে তুমি আমাকে তুমি বলবে ।
_বাজে কথা রাখুন প্লিজজ ।
_আচ্ছা রাখছি ..
আর সত্যি কথা বলছি ,,
আমার সহ্য হয়নি কেউ আমার বউকে পাশে বসিয়ে আমার সামনে দিয়েই নিয়ে যাবে ….
_তাই আপনি ওকে ,,,
_এই এই তুমি কাকে ও বলছো ??
আমাকে কখনো তো ও বলোনি ।
আর শোনো আমি যদি জানতাম এটা তোমার হবু বর তাহলে তাহলে খাদে নয় আগ্নেয়গিরিতে ফেলে পুরিয়ে মারতাম …
.
.
.
_আমাকে কেউ কি সাহায্য করতে পারেনা ..
যে সাহায্য করতে চাইবে তাকেই এরকম করবেন ??
_একদম ঠিক বলেছো ।
এর থেকে আরো বেশি কিছু করবো …
_শীতল রাগে গজ গজ করে নিজেত গাল ফুলিয়ে ফেলেছে …
এই লোকের সাথে কথায় ,কাজে কিছুতেই পারা যাবেনা …
.
.
.
_ডার্লিং শপিং মলের কথা ভুলিনি ..
তুমি আমার সামনে অন্য কাউকে শার্ট পছন্দ করে দিলে …..
এটা তুমি কিভাবে পারলে …
.
.
.
_সজল আমার ফ্রেন্ড সেই হিসেবে দিতেই পারি ।
_তোমার হবু বরও ছিলো সেই হিসেবে দিতেও পারো তাইনা ???
_ছিঃ ছিঃ ছিঃ কতটা স্বস্তা আপনার চিন্তা ভাবনা …
আপনি কখনোই শুধরাবেন না তাইনা ???
.
.
.
শীতল ওয়াস রুমে চলে গেলো …
রাজ নিজের মাথায় একটা থাপ্পর দিয়ে বেডে বসলো …
সে এগুলো কি বললো উল্টো পাল্টো কথা ‌.
এমনিই শীতল তার উপর রেগে আছে আর এখন তো আরো রেগে গেছে বোধয় …
.
.
.
.
চলবে,,,,,
#26
শীতল ওয়াস রুম থেকে বের হয়ে চুল চিরনি করতে লাগলো …
রাজ শীতলের দিকে তাকিয়ে আছে …
শীতল আর চোখে রাজকে একবার দেখছে …
_এভাবে তাকিয়ে আছেন কেনো ???
মেয়ে দেখেন নি আগে কখনো .???
.
.
.
_মেয়ে দেখেছি বাট তোমার মতো এতো স্লিম ফিট বডির মেয়ে দেখেনি …
তুমি মিস ওয়ার্ল্ডে প্রতিযোগিতা করলে ভালো হতো …
তুমি নির্ঘাত মিস ওয়ার্ল্ড হয়ে যেতে ..
.
.
শীতল কথা বলছেনা ..
রাজ বললো ..
_শীতল তুমি কথা কেনো বলছোনা ..
আমাকে বকাবকি করো ..
তবুও ভালো ..
অন্তত তুমি তো কথা বলবে আমার সাথে …
তোমার বকা গুলিও আমার কাছে খুব ভালো লাগে …
.
.
.
শীতল এখনো চুপ করে আছে …
.
.
.
এর পর শীতল যা করলো এটা দেখে রাজ প্রচন্ড রেগে গেলো …
শীতল একটা বালিশ আর চাদর নিয়ে বারান্দায় চলে গেলো শুতে ..
রাজও গিয়ে শীতলের পাশে শুয়ে পড়লো ..
_একি আপনি এখানে কেনো ??
_আমার বউ যেখানে থাকবে আমিতো ওখানেই থাকবো ..
শীতল বির্ক্ততি নিয়ে বললো ….
আপনার পায়ে পড়ি আমাকে শান্তিতে ঘুমাতে দিন …
_এভাবে বলোনা ,
তুমি বেডে চলো প্লিজজ .
সেখানে আমার বুকে শান্তিতে ঘুমাতে পারবে …
_আমি আপনার সাথে এক খাটে ঘুমাবো না ।
_কেনো ঘুমাবে না ??
_আপনার প্রতি বিশ্বাস নেই ..
_এখানে বিশ্বাসে কি হলো ??
_অনেক কিছু আছে ..
আপনি আমার সাথে রাতে উল্টো পাল্টো করতে পারেন …
_শীতল আমি তোমার স্বামি ।
আমি তোমার সাথে কি উল্টো পাল্টা করবো ।
তোমার মাথা নষ্ট হয়েগেছে ..
.
.
.
_দেখুন আপনি এখান থেকে যান ..
_তার মানে বেডে শুবেনা ???
_কখনো না ।
_চলো প্লিজজ
_জিবনেও না
_যাবেনা ??
_মরে গেলেও না ।
_ঠিক আছে যেওনা ..
এই বলে রাজ পুরো চাদরটাতে একাই শুয়ে পড়লো ….
_একি আপনি পুরো জায়গা জুরে একাই দখল করেছেন কেনো ??
আমি কোথায় ঘুমাবো ..
_আমার এই জায়গায় ..
রাজ বুকে হাত দিয়ে কথাটা বললো …
শীতল রেগে খালি ফ্লোরেই বালিশ ছাড়াই শুয়ে পড়লো ।
একটু পর ফিল করলো কেউ তার কোমরে হাত দিচ্ছে …
.
.
.
শীতল বুঝতে পেরেছে এটা রাজের হাত…
রাজ শীতলের কোমরে হাত রেখে অজস্র চুমো দিতে শুরু করলো …
_কি করছেন কি আপনি ??
শান্তিতে ঘুমাতে দিবেনা ???
_বেডে চলো ঘুমাতে দেবো ।
তুমি এখানে ফ্লোরে ঘুমাবে আর আমি বেডে আরামে ঘুমাবো এটা তো হতে পারেনা তাইনা ‌…???
.
.
.
.
শীতল রেগে বেডে চলে গেলো ….
.
.
.
কাজল একটা সপ্ন দেখলো ..
সপ্নে সে কারো হাত ধরে সাতার কাটছে একটা পুকুরের মাঝখানে …
ছেলেটাকে কাজল তার স্বামি ভাবছে সপ্নে ..
কাজলের বেশ ভালো লাগছে ছেলেটার হাত ধরে সাতার কাটতে …..
.(বাকিটুকু পরের পর্বে দেওয়া হবে )
.
.
.
চলবে……
❤❤❤❤❤❤❤
(ভুল ত্রটি ক্ষমার দৃষ্টিতে )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here