ঝিলের ওপারে পদ্মফুল পর্ব -১৩

#ঝিলের_ওপারে_পদ্মফুল
তন্বী ইসলাম -১৩

লাথি খেয়ে মাটিতে পরার পর ঘুম ভাঙ্গতে সময় নিলো না আশিক।
মেঝেতে পরার সাথে সাথে আর্তনাদ করে মাটিতেই উঠে বসলো সে। প্রচন্ড ব্যাথা পেয়েছে সে। মাটি থেকে উঠতে উঠতে চোখ গেলো শ্রাবণের দিকে। শ্রাবণকে দেখা মাত্রই ভুত দেখার মতো চমকে উঠলো আশিক। অস্ফুটে বললো
“আপনে কখন আইলেন শ্রাবণ ভাই?
“সেই কবেই। তুমি আমায় খুজোনি, তাই দেখো নি।
“ওহ! আচ্ছা আমি নিচে পড়লাম কেমনে?
আহম্মকের কথা শুনে হাসিও পাচ্ছে শ্রাবণের। তবে হাসা যাবেনা। গম্ভীরমুখে শ্রাবণ বললো
“সে আমি কি করে জানবো।
আশিক ভাবতে লাগলো কিভাবে সে নিচে পরলো। স্বপ্নের কথাটা মনে পরলো তার। পদ্ম’র হাতটা ধরে সে তাকে সান্ত্বনা বাক্য শোনাচ্ছিলো। বিড়বিড় করে বলতে লাগলো
“পদ্ম’র মা আমারে লাথিটা দেয় নাই তো! আমি’তো তেমন কিছু বলি নাই উনারে নিয়া, শুধু উনার মেয়েরে সান্ত্বনাই তো দিছিলাম। তাই বইলা এতো বড় লাথি!!

কথাটা কানে এলো শ্রাবণের। সে বিস্ময়ে বললো
“কি বললে তুমি?
আশিক কিছুটা ঘাবড়ে গেলো, ভাবলো এবার বুঝি শ্রাবণ সবটা ঘেটে দেয়। পদ্ম’র মাকে সবটা যদি সে বলে দেয় তাহলে হবে আরেক বিপদ। শ্রাবণ ভ্রু বাকিয়ে আবারও বললো
“এই, তুমি কি বলছিলে বলছো না কেন?
“না মানে….
“তুমি পদ্ম’কে সান্ত্বনা দিচ্ছিলে বলছিলে?
আশিক ঢোক গিললো। শ্রাবণ ভাই তো দেখি সব শুনে নিয়েছে। এবার কি হবে! আশিককে ঘাবড়াতে দেখে শ্রাবণ মজা পেলো বেশ। মনে মনে ভাবলো, একে শায়েস্তা এরার এটাই সুযোগ। বললো
“তুমি কি জানো পদ্ম’র মা এটা জানতে পারলে তোমার সাথে কি করবে?
আশিক ফট করে বললো
“যা করার করেই তো ফেলছে, কিছু করার কি আর বাকি আছি নাকি।
“যেটা করেছে সেটা স্বপ্নে করেছে। আর আমার চাচীর শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে আশিক? স্বপ্নে তোমার সামান্য লাথি দিলো এতেই তুমি ছিটকে পরলো, ভাগ্য ভালো যে তোমার কোমড় টা ভাঙ্গেনি। বাস্তবে যদি কিছু করে তাহলে তোমার কি হাল হবে একবার ভেবে দেখেছো?

আশিক এবার কিছুটা হলেও ঘাবড়ালো। পদ্ম’র মায়ের মেজাজ সম্পর্কে বিন্দুমাত্র হলেও সে জানে। এখন যদি উনি জানতে পারে তার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছে, তাও উনার বিপক্ষে তাহলে উনি কি করতে পারবেন ভেবেই একটা শুকনো ঢোক গিললো আশিক। এরপর অসহায়ভাবে তাকালো শ্রাবণের দিকে একটু সাহায্যের আশায়। শ্রাবণ দেখতে লাগলো আশিকের কর্মকাণ্ড। সে করবে, কি বলবে এটা আন্দাজ করার ট্রাই করলো। এমন সময় হঠাৎ আশিক শ্রাবণের পা’দুটো জড়িয়ে ধরলো। চমকে উঠলো শ্রাবণ। তবে পা’গুলো সে টেনে নেয় নি। বরং ভাজ থেকে বের করে পা’দুটো কে আরো সামনের দিকে বাড়িয়ে দিলো শ্রাবণ যেনো আশিকের ধরতে সুবিধা হয়। আশিক সুন্দরভাবেই ধরলো শ্রাবণের পা দুটো। আতংকিত গলায় বললো
“আমারে বাঁচান শ্রাবণ ভাই।
“আমি কিভাবে তোমায় বাচাবো?
“আমি যে পদ্ম’রে নিয়া স্বপ্ন দেখছি আর সেটাও পদ্ম’র মায়ের বিপক্ষে গিয়ে সেইটা তো শুধুমাত্র আপনিইই জানেন। আপনি কাউরে কইয়েন দয়া কইরা শ্রাবণ ভাই।

শ্রাবণ কিছুটা সময় ভাবুক ফেস করে কি যেনো ভাবলো। এরপর গম্ভীর গলায় বললো
“তোমার কথা আমি মানবো কেন?
“দয়া করেন শ্রাবণ ভাই। নইলে ওর মা আমারে কাঁচা গিলবো। আশিকের চোখেমুখে আতংক স্পষ্ট। শ্রাবণ মুখ ঘুরিয়ে নিশ্বব্দে হাসলো। এরপর আবারো ফেসটাকে গম্ভীর করে আশিকের দিকে তাকিয়ে বললো
“ওকে৷ তবে, আমিও তো পদ্ম’র কাজিন। ওর মা আমারো মায়ের মত। সে হিসেবে উনার অপমান মানে আমারও অপমান।
আশিক থতমত খেয়ে মাথা নিচু করে বললো
“হুম। এখন আমি কি করমু?
“একশত বার কান ধরে উঠবস করো।
“এ্যা….?
“বাঁচতে চাইলে তোমাকে এটাই করতে হবে। নইলে আমি এক্ষুনি চাচীর কাছে গিয়ে সব টা বলে দিবো।
আর কিছু করার নেই বিধায় আশিক সবটা মেনে নিয়ে কান ধরে উঠবস করতে লাগলো সে। যখন সে কান ধরে উঠবস করছিলো তখন লজ্জায় শ্রাবণের মুখের দিকে তাকানোর সাহস হয়ে উঠেনি তার। বিছানার উপর বসে পায়ের উপর পা তুলে মজা লুটতে লাগলো শ্রাবণ। সে নিশ্চিত, এই লজ্জা নিয়ে সকাল সকালই এখান থেকে কেটে পরবে আশিক। পদ্ম’র থেকে দূরে সরে যাবে ভেবেই খুশি লাগছে শ্রাবণের।

সকাল সকাল মায়ের হাক ডাকে ঘুম ভাঙলো শ্রাবণের। বেলা বেজে গেছে ন’টা। এখনো ছেলের পরে পরে ঘুমানোটা জুবেদার ভালো লাগছে না। মায়ের চিল্লাপাল্লাতে না চাইতেও উঠে বসলো শ্রাবণ। কিছুটা সময় বিছানায় বসে থেকে হাই তুলে এরপর ধীরে ধীরে বিছানা ছেড়ে নামলো সে। নামার সময় মনে হলো এখনো পর্যন্ত তার পদ্মফুলকে সে দেখে নি। এবার পায়ে জোর লাগালো সে। দ্রুতগতিতে বেরিয়ে পরলো ঘর থেকে। যদিও পদ্মকে সে পাবে কিনা সে নিশ্চয়তা নেই। এতোক্ষনে স্কুলেও চলে যেতে পারে সে। শ্রাবণ যখন পদ্ম’দের ঘরের সামনে বরাবর গেলো তখনই ভেতর থেকে পদ্ম’র সুমিষ্ট কন্ঠস্বর ভেসে আসলো শ্রাবণের কানে। ঠোঁটের কোনে হাসি ফুটলো তার। যাক, তার পদ্মফুল বাড়িতেই আছে। তবে স্কুলে যায় নি কেন এখনো? পরক্ষণে মনে হলো আজ তো শুক্রবার। স্কুল আসবে কোত্থেকে।

শ্রাবণ হাসিমুখ পদ্মদের ঘরের ভেতর ঢুকল। কিন্তু ঘরের ভেতর ঢোকামাত্রই হাসিটা মিলিয়ে গেলো তার। পদ্ম টেবিলের উপর খাতা রেখে একটা চেয়ারে বসে কি যেনো আকিবুকি করছে, আর তার পাশেই বিছানার মাথায় বসে আছে আশিক। যেভাবে পদ্ম’র দিকে সে হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে যেনো তার পদ্ম’কে সে চোখ দিয়েই গিলে খাবে৷ রাগে শরীর জ্বালা করতে লাগলো শ্রাবণের। ইচ্ছে করছে এক্ষুনি আশিকের মাথাটা ফাটিয়ে দিয়ে আসুক। যদিও পদ্ম আশিকের দিকে তেমন একটা তাকাচ্ছে না। তার নজর সম্পুর্ন খাতার দিকে। শ্রাবণ রেগে দরজার মধ্যে জুরে হাতে থাবা দিলো। শব্দে পদ্ম আর আশিক দুজনই চমকে তাকালো দরজার দিকে। শ্রাবণকে দেখা মাত্রই অবাক হলো পদ্ম। খুশিতে চোখ চিকচিক করতে লাগলো তার। উত্তেজিত গলায় সে বলে উঠলো
“শ্রাবণ ভাই তুমি!! কখন আইলা বাড়িতে?
শ্রাবণ আঁড়চোখে একবার আশিকের দিকে তাকালো। পদ্ম’র কথার উত্তর না দিয়ে সে পালটা প্রশ্ন করে বললো
“চাচী কই?
“আম্মা তো মামাগো বাড়ি গেছে।
“আর শাপলা?
“তানি আপাগো বাড়ি গেছে মনে হয়।

হঠাৎ রেগে গেলো শ্রাবণ। ক্রোধ ভরা গলায় সে বলে উঠলো
“কেউ নাই তয় তুই এই ছেলের সাথে ঘরের মইধ্যে একা কি করিস?
শ্রাবণ ভাইয়ের কথায় অবাক হলো পদ্ম। এটা কি ধরণের কথা বললো সে? পদ্ম’র মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেলো। সে মাথা নিচু করে ধীর গলায় বললো
“আমি কি এখন ওরে ঘর থেইকা বাইর কইরা দিমু?
শ্রাবণের মনে হলো পদ্ম’র সাথে এমনভাবে কথা বলা তার উচিত হয় নি। কিন্তু আশিক কিংবা অন্য কোনো ছেলের সাথে পদ্ম’কে মেনে নিতে নারাজ শ্রাবণ। সে আর কোনো কথা না বলে বিছানার কিনারায় গিয়ে বসলো। পদ্ম’র মন খারাপ, তবুও পদ্ম’কে উদ্দেশ্য করে সে বললো
“এক গ্লাস পানি নিয়া আয় আমার জন্য।
পদ্ম কোনো কথা না বলে চলে গেলো পানি আনতে। পদ্ম চলে যাবার পরই আক্রোশে আশিকের দিকে তাকালো শ্রাবণ। আশিককে দেখে কোনোভাবেই মনে হচ্ছেনা সে গতরাতে তার সামনে ১০০ বার কান ধরে উঠবস করেছে। কতটা নির্লজ্জ ছেলেটা, ভেবেই রাগ হচ্ছে শ্রাবণের। তবুও নিজেকে শান্ত করে আশিককে উদ্দেশ্য করে শ্রাবণ বললো
“তুমি এখনো বাড়ি যাও নাই কেন?

আশিক হেসে বললো
“বাড়ি যামু কেন শ্রাবণ ভাই। আমি’তো এইখানে কয়েক দিনের জন্য বেড়াইতে আসছি। আগে কিছুদিন থাকি, তারপর যামু।
শ্রাবণ অবাক হয়ে বললো
“তুমি কি ভুলে গেছো গতরাতের ঘটা ঘটনাটা?
আশিক কিছুক্ষণ ভেবে বললো
“কোন ঘটনা?
শ্রাবণ বিস্ময়ে বললো
“তুমি যে উল্টাপাল্টা স্বপ্ন দেখলে সব ভুলে গেছো?
আশিক হাসলো। বললো
“ওহ এইটা? ওইটা তো কাটকুট।
“মানে?
“আমি স্বপ্ন দেখছি তার বিনিময়ে তো শাস্তি পাইছিই। আপনে আমার কান ধরে উঠবস করাইলেন, দোষ কি এখনো রইছে নাকি। শাস্তি পাওয়ার পর আর কোনো দোষ থাকে না।
শ্রাবণের রাগ মাথায় চড়ে গেলো। সে চাপা গলায় বললো
“আমি কিন্তু চাচীকে বলে দিবো সবটা।
“আমিও কমু।
“তুমি কি বলবা? বিস্ময়ে বললো শ্রাবণ।
“আপনেও আমারে কান ধরে উঠবস করাইছেন সেইটাই কমু।

শ্রাবণের মাথায় হাত। এ ছেলে তো তার নিজের চেয়ে এক কাঠি উপরে। শ্রাবণ আবারও কিছু বলতে যাবে তার আগেই জগ ভর্তি পানি নিয়ে ঘরে ঢুকলো পদ্ম। ঘরে পানি ছিলো না বিধায় কলপাড়ে গিয়েছিলো পানি আনার জন্য।
পদ্ম’কে দেখে আশিক আর শ্রাবণ দুজনেই স্বাভাবিক হয়ে বসলো। গ্লাসে করে পানি এনে দিলে এক ঢোকে সবটুকু পানি খেয়ে শেষ করলো শ্রাবণ। ওর খাওয়া শেষ হলে আশিকও হাসিমুখে পদ্মকে বললো
“আমারেও একটু পানি দেও পদ্ম।
পদ্ম আশিককে পানি দিতে যাবে তার আগেই ওর হাত ধরে টেনে তুললো শ্রাবণ। চাপা গলায় বললো
“আমাদের কলের পানির স্বাদ বেশি। সো ঘরে গিয়ে নিজের বোনের থেকে মিষ্টি কলের মিষ্টি পানি চেয়ে চেয়ে খেয়ে নিও বেশি করে। আশিককে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেলো শ্রাবণ। পদ্ম এখনো মুখ ভার করে দাঁড়িয়ে আছে। শ্রাবণ ভাইয়ের কথাটায় সত্যিই সে অনেক কষ্ট পেয়েছে।

খানিক বাদে বাড়ি ফিরে এলো শাপলা। এবারেও তার মনে হয়েছিলো কেউ তাকে দেখছে, কেউ তার পিছু নিচ্ছে। তবে কে, সেটাই বুঝতে পারছে না। শাপলা বাড়ি ফিরে ঘরে না ঢুকে সোজা ঝিলের ধারে চলে গেলো। গিয়ে দেখলো পদ্ম সেখানে মাচার উপর আগে থেকেই বসে আছে৷ শাপলা গুটিকয়েক পা ফেলে বোনের কাছে পৌঁছে গেলো, এরপর কিছু না বলে মাচার আরেক মাথায় বসে পরলো। গত দুদিনের তুলনায় আজ ঝিলের পানিটা কিছুটা কম। বৃষ্টির কারণে পানি বেড়ে গেছিলো সেদিন, রৌদ্রের প্রখর তাপে এখন সেটা কমতে শুরু করেছে। শাপলা খেয়াল করলো পদ্ম মনমরা হয়ে বসে আছে। সে প্রশ্ন করলো
“কি’রে কি হইছে?
“শ্রাবণ ভাই ধমক দিছে। নরম গলা উত্তর দিলো পদ্ম৷
শাপলা অবাক হয়ে বললো
“মোবাইল তো আমার কাছে। কার নাম্বারে কল দিয়া তোরে বকা দিলো?
“কারো মোবাইলে না, সে বাড়ি আইছে।
“কখন! বিস্ময়ে বললো শাপলা।
“জানি না। নিচের দিকে তাকিয়ে একটা লম্বা নিশ্বাস ছেড়ে বললো পদ্ম।

ঝিলের স্বচ্ছ পানিটার দিকে তাকালো শাপলা। যদিও তার মন খারাপ নেই, তবে মনের মধ্যে বেশ দুশ্চিন্তা রয়েছে। কিছুদিন যাবৎ কেন তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে? আর যদি করেও থাকে তবে তাকে দেখতে কেন পাচ্ছে না সে? শাপলা চারিদিকে চোখ বুলালো। হঠাৎ একজনকে দেখে তার চোখ থেমে গেলো। শাপলা স্পষ্ট দেখলো ঝিলের ওপাশে থাকা বাড়িটার পেছন থেকে কেউ সরে গেলো। কেন যেনো শাপলার মনে হলো এ ছেলেটা তাকে এতোক্ষণ দেখছিলো। বাড়িটা ঝিলের ওপাশ থেকে কয়েকশ গজ দূরে হবে। তবে এপারে থেকেও বাড়িটা স্পষ্ট দেখা যায়। ছেলেটা চোখের আড়াল হতেই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেললো সে। আন্দাজে কাউকে সন্দেহ করা ঠিক হবে না। সে’তো আর ছেলেটিকে তাকে ফলো করতে দেখেনি। শুধু সরে যেতে দেখেছে। এমনও হতে পারে ছেলেটি কোনো কাজে সেখানে ছিলো, কাজ শেষ করে চলে গেছে। এমনটা ভাবলেও মনকে সে কিছুতেই বুঝ দিতে পারছে না। একটা চিন্তা লেগেই রয়েছে। কোনো এক কারণে মনে হচ্ছে ছেলেটাকে সে আগেও কোথাও দেখেছে। কিন্তু কোথায় দেখেছে? হয়তো এ বাড়িরই ছেলে, তাই আগেও দেখেছে। এমনটা ভেবে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো শাপলা।

শাপলা ফিরে তাকালো পদ্ম’র দিকে। পদ্ম এখনো আগের মতো মুখ গুজে বসে আছে। শ্রাবণ ভাইকে এদিকে আসতে দেখে উঠে দাঁড়ালো শাপলা। শ্রাবণ ইশারায় শাপলাকে কথা বলতে নিষেধ করলে সে চুপচাপ সেখান থেকে সরে বাড়ির ভেতরে চলে আসে। শ্রাবণ ধীরপায়ে এগিয়ে আসে পদ্ম’র দিকে। তার পদ্মফুলকে এভাবে বসে থাকতে দেখে বুকে চাপা কষ্ট অনুভব করে শ্রাবণ। নিজের উপর নিজেরই রাগ লাগছে তার। তখন পদ্ম’কে এভাবে না বললেও পারতো সে। শ্রাবণ নিশ্বব্দে তার পদ্মফুলের পাশে গিয়ে বসলো। পদ্ম’র মনোযোগ পাওয়ার জন্য সামান্যই কাশলো সে। কিন্তু পদ্ম নড়লোও না পর্যন্ত। সে আবারও গলায় কাশির মতো করে শব্দ করলো। এবারেও ফলাফল শুন্য। অবশেষে শ্রাবণ তার বাহুডোরে আবদ্ধ করার জন্য পদ্ম’র দিকে হাত বাড়িয়ে দিলো। পদ্ম কোনো শব্দ না করলেও শ্রাবণ ভাইয়ের উপস্থিতিসহ সে কি করতে চাইছে সবটাই বুঝতে পারলো। যে কারণে পদ্মকে ধরতে যাবার আগ মুহূর্তেই শ্রাবণের কাছ থেকে কিছুটা দূরে চলে গেলো পদ্ম৷ রাগী রাগী মুখ করে যখন সে শ্রাবণের দিকে তাকালো তখন শ্রাবণ অসহায় মুখ করে পদ্ম’র দিকে তাকিয়ে মৃদু হেসে বললো
“আমার পদ্মফুল একান্তই আমার। আমি কি করে অন্য কারো সাথে আমার পদ্মফুলকে দেখতে পারি? আর কি করেই আমার পদ্মফুলের দুঃখী চেহারাটা সহ্য করতে পারি?
পদ্ম মুখ ফুলালো, কিন্তু কিছু বললো না। যেনো মুখে কুলুপ এঁটেছে সে। শ্রাবণ এবার সামনের বিশাল আকাশটার দিকে তাকালো। নির্বাক চোখে কিছুটা সময় বিশাল আকাশটার দিকে তাকিয়ে থেকে একসময় আবেশে সে বললো
“পদ্মফুল, আমার পদ্মফুল..
কেন মিছে মিছে রাগ করে আছিস আমার উপর? কেন অভমানে আমার কাছ থেকে মুখ লুকাচ্ছিস? আর কেউ না জানুক, তুই তো জানিস.. তুই আমার কাছে ঠিক কি! আমার বুকটা যদি কেটে দেখছি.. আমার সারা শরীর টা যদি পুড়িয়ে ঝলসে ফেলতি.. হৃদপিন্ডটাকে কুচি কুচি করে কেটে পরখ করতি, তাহলে বোধহয় দেখতে পেতি, তোকে আমি আমার মনের ঠিক কোথায় ঠাঁই দিয়েছি। তুই আমার পদ্মফুল, শুধুই আমার। আমার উপর তুই যতই রাগ হোস, যতই অভিমান করিস, যতই আমার প্রতি তোর অভিযোগ থাকুক, আমি কখনোই তোকে অন্য কারো সাথে মেনে নিবো না। কক্ষনো না…

চলবে……

📌📌📌📌
গ্রুপ লিংক : “তন্বী’র উপন্যাসমহল”- Tanni Islam✍️ 📌📌📌📌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here