মাতাল_হাওয়া পর্ব ১১

#মাতাল_হাওয়া
#১১ম_পর্ব
#তাসনিম
তুলি রুমে যেয়ে দরজা লাগিয়ে ঠেস মেরে ফ্লোরে বসে কান্নায় ভেংগে পরলো। এতো যন্ত্রণা কখনো হয়নি তুলির আজ যেমন হচ্ছে। মনে হচ্ছে ধারালো ছুরি দিয়ে নিজেকে আঘাত করে শেষ করে ফেলতে আত্তহত্তা মহাপাপ না হয় আজ তুলির সেটা করতেই ইচ্ছা হচ্ছে এতো কষ্ট এতো যন্ত্রণা সহ্য হচ্ছেনা। কি করে পারলো নিরব তুলিকে এতো সহজে ভুলে যেতে। কান্না করতে করতে ফ্লোরে শুয়ে পরলো তুলি।

ক্রিং ক্রিং ক্রিং ক্রিং ফোনের আওয়াজ পেয়ে তুলি লাফ দিয়ে উঠলো কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পরেছিল নিজেও জানেনা। স্ক্রিনে রায়নার নামটা দেখে নিজেকে যতটুকু সম্ভব স্বাভাবিক করে তুলি ফোন ধরে বললো,

—–“কেমন আছিস রায়না?”

—–“আমি তো ভালো আছি রে তুই কেমন আছিস?”

—–“আমিও ভালো আছি।”

—–“সত্যিই কি ভালো আছিস?”

তুলি কান্না চেপে জবাব দিল,

—-“হ্যা রে!! আচ্ছা বাদ দেয় আমার কথা। তোর কথা বল। কি খবর তোর?”

—–“আমার আর রাকিবের বিয়ে ঠিক হয়েছে রে!!”

—-“কি বলিস?? সত্যি???”

—-“হ্যা রে সত্যি। অবশ্য সব নিরব ভাইয়ের জন্যই হয়েছে। ভাই হেল্প না করলে এতো তারাতারি সব সম্ভব হতোনা।”

—-“ওহ আচ্ছা। তো কিভাবে হেল্প করলো উনি?”

—-“সে এক বিরাট কাহিনী। রাকিবকে কবে থেকেই বলছিলাম ভাইকে জানাতে কিন্তু ওর একই কথা ভিষণ ভয় পায় ও ভাইয়াকে। শেষমেষ অনেক কিছু বুঝিয়ে ভাইয়ের সাথে কথা বলতে পাঠিয়েছি।”

—-“ভয় পাওয়ারই কথা তোর ভাইটা তো শুধু ভাই না আস্তো একটা জল্লাদ। জল্লাদকে তো ভয়ই পাবে তাইনা!!!”

তুলির কথা শুনে রায়না জোরে হেসে দিল। আর বললো,

—-“কার ভাই দেখতে হবেনা!!”

—-“হ্যা দেখছিই তো যেমন খাটাস ভাই তার তেমনি খাটাস বোন। আচ্ছা তো কনভিন্স কেমনে করলো তোর খাটাস ভাইকে রাকিব ভাই??”

—-“শুন তাহলে।”

একমাস আগের ঘটনা। রাকিব নিরবকে একটা রেস্টুরেন্টে ডেকেছে দরকারি কথা আছে বলে। রাকিব ঘামতে ঘামতে শেষ কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছেনা। আর নিরবও কেমন রিয়েক্ট করবে জানা নেই। এসব ভাবতে ভাবতেই নিরব চলে এলো। এসে রাকিবের মাথায় টোকা দিয়ে বললো,

—-“কিরে বেটা!!! এতো জরুরি তলব। কেস টেস খাইছস নাকি কোনো??”

—-“দূর দোস্ত!! কেস খামু কেন তোর লগে কি একটু টাইম কাটাইতে পারি না হাজার হোক তুই আমার জানে জিগার দোস্ত।”

—–“দেখ এতো ভনিতা করার দরকার নাই যা বলার বলে ফেল। আমার বেশি একটা টাইম নাই। সো কুয়িক।”

নিরবের কথা শুনে ঢোক গিললো রাকিব। কি দিয়ে যে কি শুরু করবে বুঝতে পারছেনা। আমতা আমতা করে বললো,

—-“যে কথাডা কমু মামা ওইডা শুইনা আমারে মাইরা হসপিটালে পাডাইস না। আমার জীবনের একটা সত্যি কথা মামা তোরে আমি অনেক ভয় পাই।”

নিরব ব্রু কুচকে জিজ্ঞেস করলো,

—-“এখন কি বলবি কিছু?? নাইলে আমি উঠলাম।”

—-“চেতস কেন মামা!! কইতাছি তো।”

—-“জলদি বল।”

—-“আমি তোর বইন রায়নারে অনেক ভালবাসি দোস্ত। বিয়া করতে চাই। রায়না আংকেল আন্টিরে বলার সাহস পাইতাছেনা। তুই যদি একটু হেল্প করস দোস্ত অনেক উপকার হয়।”

নিরব রাকিবের কথা শুনে কিছুটা চমকালো। রাকিব ওর বোনকে ভালোবাসে অথচ ও কিছু টের পেলোনা। যাই হোক রাকিব খুব ভালো ছেলে তা নিরব ভালো ভাবেই জানে। রাকিব যে ওর বোনকে খুশি রাখবে তা নিরবের ভালো করেই জানা আছে। নিরব একটা গম্ভীর ভাব নিয়ে বললো,

—“আচ্ছা আমি দেখছি বেপারটা। যদি কোনোদিন আমার বইনের চোখ থিকা পানি পরে তোরে খালে চুবামু বেটা!!!”

রাকিব নিরবের কথা শুনে লাফ দিয়ে যেয়ে জড়িয়ে ধরলো নিরবকে।

—-“দোস্ত আমি জানতাম তুই না করবি না। তুই যে আমার জানে জিগার দোস্ত তা প্রমাণ কইরা দিলি।”

—“ধুর বেটা ছাড়!!! তোর আচরণ আমার অনেকটা গে টাইপ লাগে। তুই সত্যিই সবদিক দিয়া পুরুষ তো?? আমার তো সন্দেহ লাগে। দেখ আগে ভাগে কইয়া দে কোনো সমস্যা থাকলে বইন বিয়া দিমু না।”

রাকিব নিরবের কথায় দুষ্ট হাসি দিয়ে বললো,

—-“আজকে তুমি যাই কও না কেন মামা!! আমি রাগ করমুনা। আমার আজকে আনন্দের সীমা নাই।”

—“দূরে গিয়া মর শালা!!”

—“বন্ধু এই কথা কিন্তু উল্টা কইলা শালা কিন্তু তুমি এখন থিকা আমার আমি না।”

এই কথা বলে রাকিব হাসতে লাগলো। রায়না নিরবের চাচাতো বোন হয়। নিরব এরপর চাচা চাচির সাথে কথা বলে সব ঠিক করলো। এতক্ষণ রায়নার কথা শুনে তুলি অট্টহাসিতে ফেটে পরলো। কতদিন পরে যে এতো হাসলো নিজেও জানেনা। নিরবকে ও যতটা ফাজিল ভাবে তার চেয়েও মারাত্মক রকমের ফাজিল ও। রায়না তুলিকে বললো,

—“দেখ তুলি!! আমার বিয়ে সো তোকে এটলিস্ট ৪-৫ দিন আগে তো আসতেই হবে। আমার সব ফাংশন এটেন্ড করতে হবে আমি কোনো কথা শুনতে চাইনা। ঠিক আছে???”

—“রায়না আমার কথা তো শুন!!!”

—“না না আমি কোনো কথা শুনতে চাইনা। আসতে হবে ব্যস আসতেই হবে।”

তুলি আর না পেরে বললো,

—“আচ্ছা বাবা আসবো। এখন খুশি!!”

—“হ্যা অনেক খুশি।”

তুলি ফোন রেখে ভাবলো ওখানে গেলে মানে নিরবের সামনে বার বার পড়া। যতই ও নিরবের থেকে দূরে যেতে চায় তোত ই যেন কাছে চলে যায়। আল্লাহ পাক এ কেমন নিয়তি লিখে রেখেছে ওর কপালে। যা হওয়ার হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে অনেকক্ষণ কান্না কাটি করার ফলে প্রচন্ড মাথা ধরেছে তুলির তাই এখন শাওয়ার নিতে যাওয়া দরকার। তুলি উঠে ওয়াসরুমে চলে গেল।

চলবে…………

[বিঃদ্রঃ দয়া করে কার্টেসি ব্যাতীত কপি করবেন না।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here