মাদকাসক্ত স্বামী
___________________
লেখিকা: বাবুনি
__________________
(পার্ট:৮)
মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায় “তাম্মির” ঘুম থেকে উঠে যায় সে__ উঠে ওযু করে তাযুদের নামাজ আদায় করে নেয় __ নামাজ শেষে সে উঠে “রামিমের” পাশে গিয়ে দাঁড়ায় __ রামিমের , ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল সে বেশ কিছুক্ষণ __ তারপর ছাদে চলে গেল দৌড়ে , যাতে করে তার চাঁপা কান্না কেউ শুনতে না পায়__ ছাদে দাঁড়িয়ে সে চিৎকার করে কেঁদে উঠলো__ 😭 আর বলতে লাগলো , হে আল্লাহ আমি কি অপরাধ করেছি __ কেন তুমি এত শাস্তি দিচ্ছো আমাকে, আমি তো কোন পাপ করি নি__ আমি তো খুব সাধারণ ভাবে অন্যদের মতো একটা সুন্দর জীবন চেয়েছি__ আমি তো চেয়েছিলাম একজন সাধারণ আদর্শ মানুষ আমার জীবন সঙ্গী হোক__ বেশি কিছু তো চাই নি মালিক আমি তোমার দরবারে__ তাহলে কেন এরকম হলো , কেন__!
শেষ পর্যন্ত নিজের চাচাতো বোনের এক্স বয়ফ্রেন্ড এর সাথে আমার বিয়ে হলো__
যে কিনা ভালোবাসা হারিয়ে , একটা নষ্ট ছেলে হয়ে গেছে__ যে কিনা মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ফেরে রোজ __
সব সহ্য করে নিলাম আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে__ ভাবলাম সব হয়তো একদিন ঠিক হয়ে যাবে __ আমার ভালোবাসা দিয়ে এই মানুষ টাকে দীনের পথে ফিরিয়ে আনবো__ কিন্তু তা ও করতে পারছি না, ও তো আমাকে সহ্য ই করতে পারে না__ 😭
ও চায় আমি যাতে এই বাসা থেকে বিদায় হয়ে যাই__ আমার বিদায়েই যেনো ওর শান্তি__
আমি এখন কি করবো তুমি ই বলে দাও আল্লাহ__ সবেমাত্র বিয়ে হয়েছে এখন ই যদি বাসায় ফিরে যাই__ মানুষ কি বলবে, এই সমাজের মানুষ গুলো যে বড্ড নিষ্ঠুর__ কতোই না বদনাম তুলবে আমার উপর , মিথ্যে অপবাদ দিবে আমাকে__ বলবে মেয়ে ভালো না তাইতো স্বামীর ঘরে থাকতে পারলো না__ দুদিন হলো না বিয়ের সংসার করার আগেই ভেঙ্গে গেল__ বড্ড অপয়া মেয়ে আর কত কি বলবে__ এসব ভাবতেই যেনো গা চিমচিম করে উঠে__ যখন কেউ বলবে , তখন শুনলে তো মরে যেতে ইচ্ছে করবে__
আর আম্মু আব্বু ই বা মুখ দেখাবে কিভাবে পাড়া প্রতিবেশীর সামনে__ ভীষণ কষ্ট পাবেন ওনারা__ কিন্তু আমি কি করবো , আর ওনারা কেন আমাকে এইখানে বিয়ে দিলেন__ ! সব কিছু কি ওনারা জানতেন না__!
আমি না হয় ছেলে দেখিনি নাম ও শুনিনি , চিনতাম ও না ও যে আপুর বয়ফ্রেন্ড ছিলো__ কিন্তু আম্মু আব্বু তো জানতেন সব, তাহলে ওনারা সব জেনে শুনে কেন এরকম করলেন__ কেন আমাকে এই আগুনে নিক্ষেপ করলেন __!
😭😭😭😭
আমি এখন কি করবো দুদিন তো ওর পায়ে ধরে সময় নিয়েছি__ এই দুদিন পর তো চলে যেতে হবে আমাকে__
না আর ভাবতে পারছে না সে , রুমে চলে আসলো _এসে শুয়ে পড়লো__
সকালে ঘুম ভেঙ্গে গেল , ভাঙচুরের শব্দে__
চোখ খুলে ধরপর করে উঠে বসে ঘুম থেকে__
“রামিম” ঘরের সমস্ত জিনিস পত্র ভেঙ্গে একাকার করে দিচ্ছে__
“তাম্মি” প্রশ্নসূচক চোখে তাকিয়ে রইল রামিমের, দিকে একদৃষ্টিতে__
“রামিমের” সেদিকে কোন ভ্রূক্ষেপ নেই__
সে জিনিস পত্র ভাঙ্গতেই ব্যস্ত__ রুমের ফুলের টব, টেবিলের উপর রাখা জিনিস পত্র সব ভাঙ্গা শেষ__ এমন কি হাতের ফোন টা ও ভেঙ্গে দিয়েছে__ এবার ও “তাম্মির” বিছানার দিকে এগিয়ে যাচ্ছে__ উদ্দেশ্য হয়তো ওর ফোন টা ও ভেঙ্গে দেয়া__ তাম্মির ফোন টা বিছানার এক পাশে রাখা ছিল __
“তাম্মি ” বষয় টা আন্দাজ করতে পেরে তাড়াতাড়ি ফোন টা হাতে নিয়ে নিলো__
“রামিম” ওর একদম পাশে এসে ওর হাতের ফোনের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে লাগলো__
“তাম্মি” ভয় পেয়ে বুকের সাথে আঁকড়ে ধরে আছে__ যেনো রামিম, ফোন টা ভাঙ্গতে না পারে__ ওর আব্বু এই ফোন ওকে বিয়ের আগের দিন কিনে দিয়েছিলেন__ যাতে ও ওনাদের সাথে যখন ইচ্ছা তখন কথা বলতে পারে__ ওর আব্বুর দেয়া গিফট ও কখনোই নষ্ট হতে দিবে না__ ও অনেক যত্ন করে আগলে রাখবে মনে মনে প্রতিজ্ঞা করে__
“রামিম” ওর ফোনের দিকে তাকিয়ে বলল, ঐ ওঠা দে __
“তাম্মি” ভয় ভয় কন্ঠে বলল, কেন আমার ফোন কেন আপনাকে দেবো__
“রামিম” দিতে বলছি দে__ এমনিতেই মাথা গরম হয়ে আছে আর রাগ তুলবি না একদম__
“তাম্মি” দেবো না , এইটা আমার আব্বু দিয়েছে আমাকে আমি দেবো না এটা__ আপনি ভেঙ্গে দিবেন আমার ফোন আমি তা হতে দিবো না__ বলে সে আরেকটু চেপে ধরে ফোনটা বুকের সাথে __যেনো বুকের ভেতর ঢুকিয়ে দেবে ফোন টা __
“রামিমের” রাগ টা এবার আরেকটু বেড়ে গেল, সে ছুঁ মেরে ফোন টা বাজপাখির মতো ছিনিয়ে নিলো “তাম্মির” হাত থেকে__
“তাম্মি” ও উঠে গিয়ে ওর সাথে একপ্রকার ধস্তাধস্তি করছে ফোন টা নেবার জন্য__ কিন্তু কিছুতেই “রামিমের” শক্তির সাথে পেরে উঠছে না সে__
এক সময় সে ফোন টা হাত থেকে ছেড়ে দিয়ে , বলে উঠলো “তাম্মি”__ প্লিজ আপনি আমার ফোনটা আমাকে দিয়ে দেন__ ঐটা আমার অনেক প্রিয় একটা জিনিস, আমার আব্বু আমাকে দিয়েছেন__ প্লিজ আপনি এটা ভেঙ্গে দিয়েন না__ কথা গুলো বলতে বলতে ওর চোখের পানি অবিরাম ঝড়ে পড়ছিল__
কিন্তু ” রামিম” ওর কোনো কথায় কর্ণপাত না করেই ফোন টা দেয়ালের গায়ে ছুঁড়ে ফেলে দিলো__
সাথে সাথে ফোনটার গ্যালাক্স টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে__
“তাম্মি” হা করে তাকিয়ে রইল শুধু ওর ফোনের ভাঙ্গা টুকরো গুলোর দিকে__
“রামিম” রুমের অবশিষ্ট ফুলদানি টা হাতে নিয়ে , ওয়ারড্রভের আয়নায় ছুঁড়ে মারে__ সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আয়না টা, আয়নার টুকরো গুলো “তাম্মির” পায়ের কাছে এসে পড়েছে__ “তাম্মি” ভাঙ্গা আয়নার টুকরো গুলোর দিকে তাকিয়ে নিজের ভাঙ্গা ভাঙ্গা মুখের দৃশ্য দেখতে পেলো__ ওর চোখ দুটো জলে ভেসে যাচ্ছে __
“রামিম” ততক্ষণে বাইরে চলে গেল , নিজের বাইক নিয়ে__ সকাল মাত্র ৫টা_৩০ বাজে__ সবাই এখনও ঘুমিয়ে আছে, তাই কেউ কিছুই টের পায় নি__
“তাম্মি” অবাক দৃষ্টিতে বেশকিছু ক্ষণ গণনা করলো যেনো ঐ ভাঙ্গা আয়না আর ফোনের টুকরো গুলোকে__
সে কিছুতেই মিলাতে পারছে না , “রামিম” হঠাৎ করে এমন করলো কেন__ কি এমন হয়েছে ওর___
তারপর সে___
#ধন্যবাদ সবাইকে গল্প টা পড়ার জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন__ বেশকিছু দিন পর গল্প লিখতে বসলাম__ কিন্তু আজ ই অসুস্থ হয়ে পড়লাম আবার__ দোয়া করবেন আমার জন্য, যাতে সুস্থ হয়ে উঠি___
চলবে__!