সীমাহীন
#Meherika_Ayat (আরাধ্যা)
পর্ব ৯
দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আরিয়ানার আলতো করে আরাধ্যার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। আস্তে আস্তে আরাধ্যার ঠোঁটের কাছে নিয়ে গেল নিয়ে গেল নিজের ঠোঁট গুলো। আরাধ্যা ও যেন চাইছিল এমন কিছু হোক,
শক্ত করে জোড়িয়ে ধরলো আরিয়ানাকে। এতো টা কাছে চলে এলো দুজন দুজনের যে একে অপরের নিশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ঘোরের মধ্যে আছে দুজনেই। ঠোঁট গুলো এক সাথে হবে, ঠিক তখনই ফোন বেজে উঠল আরিয়ানের৷ আরাধ্যাকে ছেড়ে উঠে গেল আরিয়ান,
কি করছিলাম আমি?
এভাবে নিজের ভালোবাসার মানুষকে অপবিত্র করছিলম? ছি ছি ছি। নিজের প্রতি ঘৃনা হচ্ছে আমার। মনে মনে বলল আরিয়ান।
আরাধ্যা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল।
অতীতের কথা আজকাল বেশি মনে পড়ছে আরাধ্যার।
আমিই হয়তো ভাবি শুধু স্যারকে নিয়ে। স্যার কী আদো ভাবে আমার কথা?
আমি স্যারের যোগ্যই নই,
উনি কোথায় লন্ডন থেকে পড়াশোনা করে এলেন,
আর আমি কি বা করলাম?
মাত্র ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি। নিজে নিজেকে বলতে থাকে আরাধ্যা।
.
.
.
রিধিতার রুমের সামনে এসে নক করলো রাজ।
রিধু দরজা খুলবে না? রাগ করছে আমার পাখিটা?
আদর লাগবে? আসো আদর করবো। রিধির দরজার সামনে দাঁড়িয়ে কথা গুলো বলছে রাজ।
পাশে দিয়ে যাচ্ছিল রেশমী।
একটু আস্তে দেবর জী।
আমরাও মিস করি কাউকে।
দেখলে তো সবাই শুনছে।
প্লিজ দরজা টা খোলো না পাখি।
না খুলবো না যাও তুমি।
কোনো কথা নাই আমার তোমার সাথে। রাজের উদ্দেশ্যে বলল রিধি।
সরি তো পাখি। ভুল হই গেছে, বলল রাজ।
রিধি দরজা খুলে বারান্দায় চলে গেল।
রাজ রুমে ডুকে দরজা টা বন্ধ করে দিল। আস্তে আস্তে রিধির কাছে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আর ঘাড়ের কাছে মুখ নিয়ে বলতে লাগলো বুঝছি তো আমার পাখিটার আদর লাগবে।
কিচ্ছু লাগবে না বলেই রিধি ঘুরে রাজকে জড়িয়ে ধরে। তুমি বোঝোনা ভালোবাসি তোমাকে?
রাজের উদ্দেশ্যে বলল রিধি।
.
.
.
আরে রিধি দরজা খোল কথা আছে তোর সাথে। রিধির দরজার সামনে এসে কথা টা বলল আরাধ্যা। ওই কি হইছে?
আরে ওদেরকে একটু একা থাকতে দাও তো। আরিয়ান এসে বলল আরাধ্যাকে। ওদেরকে মানে? বলল আরাধ্যা।
রাজ আসছে, রিধির রুমে আছে,
ওওওও তাই বলেন।
আরিয়ানঃ হুম চলো।
আরাধ্যাঃ হুম।
.
.
.
ফাতেমা বেগম সাবাইকে খেতে ডাকলেন। রাজও বসলো সবার সাথে।
খাওয়ার পর্ব শেষ হলে,
রাজ বলল তাহলে এবার আমি উঠি? আজ থাক না এখানে বলে উঠলো আরিয়ানার। না থাক আরেক দিন বলল রাজ।
আচ্ছা।
.
.
.
সকালে ঘুম থেকে উঠে আরাধ্যা তো অবাক।
চলবে…..
( যারা বলেন বড় করে দিতে তাদের জন্য বলি। পারলে আমি আরো বড় করেই দিতাম। কিন্তু খুব প্রব্লেমে আছি। ভাবছিলাম আর গল্পই লিখবো না)