জলঅরণ্যের ওপারে পর্ব ১

১.
বাসর ঘরে গুটিসুটি মেরে বসে আছে মোহনা। বুক কাঁপছে দুরুদুরু। ভয় পাচ্ছে সে। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এক গ্লাস পানি রাখা ছিলো সাইড টেবিলে। খেয়ে নিয়েছে সেটা কিছুক্ষণ আগেই। এখন পিপাসিত খাঁ খাঁ বুক নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে সে। অস্থির লাগছে। একবার কি বাইরে যাবে? না না, কীভাবে যাবে। নতুন বউ সে। আর রাতও অনেক হয়েছে। লম্বা করে শ্বাস নিলো মোহনা। বার পাঁচেক ঢোঁক গিলল। হ্যাঁ, এবার কিছুটা হালকা লাগছে। ডান হাতে ধরে রাখা পার্সের দিকে তাকালো মোহনা। আসার সময় সোহানাকে বলে নিজের মোবাইলটা এই পার্সে করে নিয়ে এসেছে সে। কম্পনরত হাতে মোবাইলটা বের করল। কতো স্মৃতি! কতো কতো স্মৃতি জড়িয়ে আছে এই মোবাইলটার সাথে! মোবাইলটা অন করতেই মোহনার হাস্যজ্বল একটা ছবি ভেসে উঠলো স্ক্রিনে। ছবিটা দেখে একটা তাচ্ছিল্য ভরা হাসি দিলো সে। হাসি! মন থেকে কি আর কখনও হাসতে পারবে সে? ফেইসবুকে লগইন করে কাঙ্ক্ষিত আইডির চ্যাটবক্সে গেল সে। নাহ, দু’দিন আগে এক্টিভ ছিল। আর হয়নি। বুক ভেঙে কান্না আসতে চাইলো মোহনার। দুইবার ‘কেমন আছো’ জিজ্ঞেস করে ম্যাসেজ করতে গিয়েও করেনি সে। থাকুক না, কী দরকার একজনের সুখের সময়ে ভাটা দেয়ার? মোবাইলটা সাইড টেবিলের ওপর রেখে হাঁটুতে মুখ গুঁজলো মোহনা। ভীষণ কান্না পাচ্ছে। আচ্ছা, কান্না বন্ধ করার কোনো ঔষধ নেই?

‘দোস্ত! মেয়েটা একা।’

‘কোন মেয়েটা?’

‘বুঝতেছিস না?’

‘উহুম। কোন মেয়ের কথা বলছিস?’ ভীষণ অবাক ভঙ্গিতে প্রশ্ন করল নিহান। যেন কিছুই বুঝতে পারছেনা সে। সৌমিক প্রচুর বিরক্ত হচ্ছে নিহানের এহেন আচরণে। সে কড়া চোখে তাকালো নিহানের দিকে। সৌমিকের চাহনি দেখে নিহান কিটকিট করে হেসে উঠলো। পাশ থেকে ওদের আরেক বন্ধু মাহফুজ বলে উঠল, ‘না মানে, সৌমিক। এটা ঠিক না ব্রো! আজকে তোর একটা বাসর রাত। এই রাতেও আবার কোন মাইয়া আনলি?’

সৌমিক হিসহিসিয়ে বলল, ‘আমার বউয়ের কথা বলছিরে এশহোলের বাচ্চা।’

‘ওহ, তাই বল!’ যেন অনেক কিছু বুঝতে পেরেছে এমন ভাব নিয়ে বলল মাহফুজ। তারপর আবার বলল, ‘তো তোর বউ একা এখানে আমরা কী করতে পারি? করবি তো আজ তুই বেটা!’

‘তো করতে হলে তো আগে যেতে হবে তাইনা?’

‘তো যা।’

সৌমিক নিহানের দিকে তাকিয়ে দেখল নিহান ঠোঁট টিপে হাসছে। সে একটা লম্বা শ্বাস নিলো। তারপর নরম স্বরে বলল, ‘পাজামা টা দে দোস্ত।’

নিহান এমন চাহনি দিলো যেন এমন অদ্ভুত কথা সে তার জন্মে শোনেনি। সৌমিক আবার বলল, ‘দেস না কেন?’

‘মানে কী? বাসর রাতে পাজামা চাস কেন?’

‘ফাজলামো রাখ। রাত অনেক হয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে অলরেডি।’

‘চাস তো আন্ডারওয়্যার ও খুলে দিতে পারি। কষ্ট করে গিয়ে খুলবি। আমরাই কষ্ট কমায়ে দেই।’ বলেই হো হো করে হেসে উঠল মাহফুজ। নিহানও হাসতে লাগল। সৌমিক অসহায়ের মতো তাকিয়ে থাকল ওদের দুজনের দিকে। একটু আগে দুজন মিলে ওর সাথে ধস্তাধস্তি করে পাজামা টা খুলে নিয়েছে। সৌমিক অসহায়ের মতো আবার বলল, ‘তোরা তো জানিসই। এই অবস্থায় ওকে…’

‘আচ্ছা আচ্ছা, কুল। নে।’ বলে পাজামা টা সৌমিকের হাতে দিলো নিহান। সৌমিক পরতে লাগল সেটা। মাহফুজ হাতে কিছু একটা নিয়ে সৌমিকের দিকে এগিয়ে এসে বলল, ‘তোর জন্য একটা গিফট আনলাম আমি আর নিহান।’

পাজামা পরে সোজা হয়ে দাঁড়িয়ে সৌমিক জিজ্ঞেস করল, ‘কী এটা?’

মাহফুজ কিছু না বলে হাতের প্যাকেটটা এগিয়ে দিলো সৌমিকের দিকে। নিহানের মুখে তখনও দুষ্টু হাসি। সৌমিক দেখলো একটা প্রটেকশন এর প্যাকেট দিয়েছে মাহফুজ। হেসে দিলো সৌমিক। বলল, ‘শালা! দরকার নেই এগুলোর। আমি আজকে কিছু করবনা।’

‘আরে শোন। এটা ডটেড। ফিল আসবে তোর বউর।’ বলে চোখ টিপ দিলো নিহান।

‘পাগল হইছস? সিচুয়েশন বুঝে চলতে হয়। রাখ তোর কাছে। তোর বিয়েতে কাজে লাগবে এই ডটেড।’ বলে হাসতে হাসতে বেরিয়ে গেলো সৌমিক। মাহফুজ আর নিহান একে ওপরের মুখ চাওয়াচাওয়ি করল শুধু।

দরজায় খুট করে একটা শব্দ হতেই তড়িঘড়ি করে মাথা তুলল মোহনা। দু’হাতে তাড়াতাড়ি চোখ মুছল। সৌমিক এসেছে। লোকটাকে সে আগে খেয়াল করে দেখে নি। আজ একটু ভালোকরেই তাকাল। মোটামুটি ফর্সা বলা যায়। চুল খাড়া। পঁচিশ কিংবা ছাব্বিশ হবে বয়স। লম্বায় কতটা সেটা বলতে পারবেনা মোহনা। সে কাউকে দেখলে হাইট আন্দাজ করতে পারেনা। তবে বেশ লম্বা। আর…আর… হাসলে দু’গালে গর্ত হয়! এই মুহূর্তে গর্তসহ হাসি নিয়ে লোকটা তাকিয়ে আছে তার দিকে। স্তম্ভিত ফিরতেই তাড়াতাড়ি করে নেমে গিয়ে সৌমিকের পা ধরে সালাম করতে নিলো মোহনা।

‘এই এই, কী করছ, ওঠো।’ বলতে বলতে দু’হাতে আকড়ে ধরে দাঁড় করালো সৌমিক মোহনাকে। তারপর বলল, ‘এসব কে বলে দিয়েছে? এসব করতে হবেনা। এসো বসো।’ বলে মোহনার হাত ধরে বিছানায় নিয়ে বসালো সৌমিক। তারপর সেও বসলো পাশে। মোহনা সাইড টেবিল থেকে মিষ্টির প্লেটটা নিয়ে সৌমিকের দিকে এগিয়ে দিয়ে বলল, ‘এ-এটা খেতে বলেছেন।’

সৌমিক তাকালো মোহনার হাতের মিষ্টির প্লেটের দিকে। দেখল মোহনার হাত কাঁপছে। হাসলো সৌমিক। জিজ্ঞেস করলো, ‘কে বলেছে?’

‘আপনার আম্মা।’

‘ওহ আচ্ছা।’

কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি নিয়ে খেতে লাগলো সৌমিক। মোহনার দিকে তাকিয়ে দেখল মোহনা মাথানিচু করে আছে। সৌমিক বলল, ‘তুমিও খাও।’

মোহনা মাথা নাড়ল। সে খাবেনা। প্লেটটা সাইড টেবিলের ওপর রাখল। সৌমিক এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ সাইড টেবিলের ওপর চোখ পড়তেই দেখল সেখানে একটা মোবাইল রাখা। সে উঠে গিয়ে মোবাইলটা হাতে নিতেই মোহনা তাড়াতাড়ি করে বলল, ‘এটা আমার মোবাইল।’

‘আরে, এটা নিয়ে এলে কেন? আমিতো তোমাকে নতুন দিতাম।’ বলে মিষ্টি করে হাসল সৌমিক।

‘নতুন লাগবেনা। এটাই চালাবো আমি।’

‘কেন নতুন লাগবেনা? আমি দেব তোমাকে। পুরনো এটার দরকার নেই।’

‘আমার এটাই দরকার।’ জোর দিয়ে বলল এবার মোহনা। এভাবে বলায় থতমত খেলো সৌমিক। সে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, ‘স্পেশাল কিছু আছে নাকি?’

মোহনা কিছু বললনা। আবার মাথা নিচু করল। সৌমিক একগাল হেসে মোবাইলটা জায়গায় রেখে দিল। তারপর মোহনার ডান হাত ধরে একটা টান দিয়ে দাঁড় করালো। একটুর জন্য পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিয়েছে মোহনা। সৌমিকের দিকে তাকালো সে। হাসছে ছেলেটা। হেসে হেসে বলল, ‘চলো। এবার তোমার গিফট দেব।’

‘গিফট?’ ভারি অবাক হলো যেন মোহনা।

‘হ্যাঁ, গিফট। তোমার চোখ বন্ধ করতে হবে।’

ভয় জেঁকে বসলো তাৎক্ষণাক মোহনার বুকে। চোখ বন্ধ করিয়ে কী করবে? চুমু দেবে? বুকের ভেতরটা কেঁপে উঠলো যেন। সে ঢোঁক গিলে বলল, ‘ন-না, না।’

‘কী না?’

‘আমি চোখ বন্ধ করবনা।’

কপাল কুঁচকে গেল সৌমিকের। সে বলল, ‘কী সমস্যা?’

মোহনা চোখ বন্ধ করে এক নিশ্বাসে বলল, ‘দে-দেখুন, আমি জানি আমাদের বাসর আজ। আমাদের মধ্যে অনেককিছু হওয়ার কথা। কিন্তু, কিন্তু আমি রেডি নই। আমি কিছু করতে পারবনা। আমাকে ক্ষমা করুন। সময় দিন, নিজেকে তৈরি করি। আজ আপনি আমার থেকে কোনো সাড়া পাবেন না।’

থ বনে গেল সৌমিক। সে কী ভাবছে আর মোহনা কী বলছে! সে বলল, ‘ইজি, মোহনা। আমি জাস্ট তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তুমি যা ভাবছ, ওরকম কিছুই না। তোমার পারমিশন ছাড়া আমি তোমার সাথে ইন্টিমেট হবনা।’

চোখ খুলে তাকায় মোহনা। দুজনের চোখ একসাথে আবদ্ধ হয়। এবার সৌমিক একটা দুষ্টু হাসি দিয়ে বলে, ‘তবে, যেহেতু তুমি আমার ওয়াইফ। সেহেতু, মাঝেমাঝে একটু সফট রোম্যান্স হলেও হয়ে যেতে পারে। তবে আই প্রমিজ, বেড়াল মারবনা তোমার পারমিশন ছাড়া।’

ঝা ঝা করে উঠল মোহনার কান। লজ্জায় শরীর রি রি করে উঠল যেন। অসভ্য! একটা পারফেক্ট অসভ্যের কাছে বিয়ে দিয়েছে তাকে তার বাবা। ছিঃ! কথার কী ধরন! মোহনা জলন্ত চোখ নিয়ে তাকাতেই সৌমিক হেসে নিজের একটা কান ধরে বলল, ‘স্যরি, মজা করেছি।’

রাগ যেন আস্তে আস্তে গলতে শুরু করেছে মোহনার। সে আস্তে করে বলল, ‘ও।’

সৌমিক হেসে বলল, ‘এক মিনিট।’ বলে এদিক ওদিক কিছু একটা খুঁজল। তারপর হাতে একটা কাপড় নিয়ে মোহনার পেছনে গিয়ে দাঁড়ালো। হুট করে চোখ বেঁধে দিলো সে মোহনার। মোহনা আঁতকে ওঠে বলল, ‘কী করছেন? আমিতো চোখ বন্ধ করবই।’

‘খুলেও ফেলতে পারো। বিশ্বাস নেই। রিস্ক নেবনা।’ বলতে বলতে সামনে এসে দাঁড়ায় সৌমিক। মোহনার ঠোঁট দুটো কেমন কেঁপে উঠলো, কিছু বলতে গিয়েও বললনা। আর তখনই, দ্বিতীয় বারের মতো সৌমিকের হৃদয়ে কাঁপন ধরল। প্রথমবারে হৃদয় হুহু করে উঠেছিল যখন সে মোহনাকে প্রথম সামনাসামনি দেখেছিল। আর এবার… হালকা গোলাপি জরজেট শাড়ি পরে আছে মোহনা। শরীরে কোনোরকম অলঙ্কার নেই। না আছে মুখে কোনো কৃত্রিম প্রসাধনী। তারপরও কী সুন্দর! কী স্নিগ্ধ লাগছে! মোহনাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করতে লাগল সৌমিক। তার কম্পরত ঠোঁট, গাল, গলা, শরীরের চমৎকার গাঁথুনি, সবকিছু প্রবলভাবে টানছে যেন সৌমিককে। সৌমিক এক পা এগিয়ে গেল মোহনার দিকে।

‘কী হলো? আপনি…’

‘শসসস!’ মোহনা কিছু একটা বলতে নিয়েছিল, সৌমিক তার একটা আঙুলে মোহনার ঠোঁট চেপে ধরল। মোহনা কি খানিক কাঁপল? সৌমিক ঘোর লাগা কণ্ঠে বলল, ‘সত্যি বলছি। আমার চরিত্র কিন্তু এতো ভালো না। বেশি পিপাসিত হলে নিজেকে ধরে রাখতে পারবনা।’

‘ম-মানে…’ বলে হাত উঁচিয়ে চোখের বাঁধন খুলতে নিয়েছিল মোহনা। সৌমিক হইহই করে উঠল, ‘এই দেখো, নো, হবেনা।’ বলেই হুট করে কোলে তুলে নিলো সে মোহনাকে। আকস্মিক এমন ঘটনায় স্তব্ধ হয়ে গেল মোহনা। কী করবে, কী বলবে বুঝে উঠতে পারছেনা সে। যতক্ষণে তার স্তম্ভিত ফিরে, সে বুঝতে পারে সৌমিক হাঁটছে।

‘আ-আমাকে নামিয়ে দিন। আমি যাই।’ ছটফট করতে করতে বলল মোহনা।

‘উফ, নড়ো না। চলে এসেছি।’ বলে নামিয়ে দিলো মোহনাকে সৌমিক। তারপর কানের কাছে এসে চোখের বাঁধন খুলতে খুলতে ফিসফিসিয়ে বলল, ‘সারপ্রাইজ! মাই লাভলি ওয়াইফ!’

চোখ মেলে তাকানোর সাথেসাথে প্রচন্ডরকম একটা ধাক্কা খেল মোহনা। কিছুক্ষণের জন্য যেন হৃদপিণ্ড থমকে গেল। সে সৌমিকের দিকে তাকালো। হাসছে সৌমিক। এসব… এসব এই লোক জানলো কীভাবে? চারিদিকে তাকালো মোহনা। এইসব… একজন ছাড়া এগুলো কেউ জানার কথা না। কীভাবে… প্রচন্ড বিস্ময়, কৌতূহল, সবকিছু একসাথে মাথায় চেপে বসেছে তার। হুট করে মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হলো। সৌমিক কে?

চলবে…..
#জলারণ্যের_ওপারে (১)
©ফারজানা আহমেদ
খানিকটা এডাল্ট কথাবার্তা আছে গল্পটায়। তাই যাদের এসব ভালো লাগেনা ইগনোর করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here