অতিরিক্ত চাওয়া পর্ব ১৬

অতিরিক্ত চাওয়া { ২ }
১৬

অঞ্জলির রুমের সকল আসামী দড়জায় উঁকি পেতে! একেকজনের উপড় একেকজন ঢলে আছে! কান উঁচু করে রেখেছে শোনার জন্য!
রুমের কিছুটা দূরে দাঁড়িয়ে, বেলি এবং তাঁর হাত চেপে ধরে তৃষ্ণা! তাঁদের দু’জনের সামনে আমিদ! আমিদকে দেখেও তৃষ্ণা বেলির হাত ছাড়ে না!
এদিকে বেলির চোখ গুলো লজ্জায় ছোট হয়ে যাচ্ছে! আজ দিনটায় সে বারবার লজ্জায় পড়ছে তাও তৃষ্ণার জন্য! হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে তাও কাজ হচ্ছে না !
আমিদ তাঁর ছেলেকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে,
~ গ্রামে থাকলে তোমাকে ত হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না বাড়িতে ? ত আজ আব্বু তুমি বাড়িতে কি করছ?
আমিদের কথায় তৃষ্ণা আড়চোখে বাবার দিক তাকালো! দু’বাপ-ছেলের চোখের ইশারা চলছে! বেলির কান্না পাচ্ছে! তাঁকে এভাবে কেন হেনস্তা করছে? সবাই কি ভাবছে? নিশ্চয়ই ভাবছে মেয়েটা কতটা বেহায়া! কথাগুলো ভাবতেই বেলির চোখের কোণে পানি জমে যাচ্ছে! বেলি হালকা আওয়াজে বলল,
~ ভা.. ভাইয়া ভাবি ডাকছে!
বেলির গলার আওয়াজ শুনে চমকে গেলো তৃষ্ণা! ভালোভাবে বেলির দিক লক্ষ্য করল! চোখ উল্টিয়ে ফেলল ‘ এতো সেনসিটিভ কেন এ-ই মেয়ে? ‘ কথাটা মনেমনে বলে হাত ছেড়ে দেয় বেলির! বেলি চলে যেতে নিলে,
~ তোকে যেতে বলেছি?
বেলি থেমে যায়! আমিদ ছেলের ব্যাবহারে মাথা দু’পাশে নাড়ায়,
~ ভদ্রতা আদৌও শিখবে না ?
~ অভদ্রতা কার সাথে করতে দেখলে?
~ এ-ই যে তুই-তুকারি করছ যে? এইটা কি ভদ্রতা?
~ এখানে অভদ্রতার কি বাবা? ওঁকে কি এখন আপনি করে বলতাম?
~ আপনি করে না বললা! তুমি করে ত বলতে পার?
~ না! আপাতত তুই ঠিকাছে! ভবিষ্যৎ এ বলব তুমি!
তৃষ্ণার জবাবে ছোট শ্বাস ফেলল আমিদ,
~ আজ অফিস যাওয়া হবে না আমার! নতুন কেস
এ-র ফাইল গুলো বাড়িতে এনে চেক করে ফেল! আর হ্যাঁ এখনই আনতে যাবে ফাইলগুলো!

আমিদ যেতেই তৃষ্ণা আবার বেলির দিক তেড়ে যেতে নিলে ! আয়েশা এসে বেলির হাত টেনে ধরে! তৃষ্ণা এবার বিরক্তিকর চাহনি নিয়ে আয়েশার দিক ঘুরে,
~ কি হচ্ছে যে?
~ কি হচ্ছে?
বেলি মায়াময় চাহনি আয়েশাকে ছুঁড়ে মারল! ইশারায় বোঝালো তাঁকে বাঁচাতে,
~ যার হাত ধরেছ, সেটা তোমার স্বামীর না!
তৃষ্ণার বক্তব্যে মুখ বাঁকাল আয়েশা! বেলিকে জোর করে নিজের পাশে আনল,
~ আমার চোখ আছে! এটা কার হাত আমি দেখতে পাচ্ছি ফাজিল! কথা হচ্ছে, [ তৃষ্ণাকে দুষ্টু হাসি দেখিয়ে! ] তোর আম্মিজান বলেছেন ‘ এ-ই বাড়িতে বেলি যতক্ষণ আছে, ততক্ষন বেলিকে তোর থেকে দূরে রাখতে ‘! তাই আমি সেই কথার অনুসারে চলছি! তুই তোর কাজে যা!

আয়েশা বেলিকে নিয়ে যাচ্ছে দেখে, তৃষ্ণা নাক ফুলিয়ে ফেলে,
~ হোয়াট দা…আর ইউ সিরিয়াস মামি? কাম ওন ইট’স আ টর্চার! হোয়াই আর ইউ গাই’স ডুয়িং দি’স টু মি? [ সকলের দিক নাক ফুলিয়ে তাকিয়ে, ] কে বলেছে এইসব উটকো কথা? মা বলেছে? আর সেটা তুমি আমায় বিলিভ করতে বলছ?
বেলি আড়চোখে তৃষ্ণার দিক তাকিয়ে, দ্রুত অঞ্জলির রুমে ঢুকে যায়! আয়েশা দু হাত দু’দিকে ছড়িয়ে বোঝালো ‘ না বিলিভ করলে কি করার? ‘
আবিদ কিটকিটিয়ে হেসে তৃষ্ণার দিক এগিয়ে আসলো,
~ সাহায্য লাগবে ভাই?
~ ডোন্ট স্টার্ট এগেইন আবিদ! আম ভেরি ম্যাড রাইট নাউ!
আবিদ আয়েশাকে ইশারা করে বলল,
~ মামি ভাই কিন্তু সত্যি রেগে যাচ্ছে!
হঠাৎ তৃষ্ণার ফোন বেজে উঠল! সে আবিদ আর আয়েশাকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দিল,
~ তোমাদের পরে দেখছি!
তৃষ্ণা কল রিসিভ করে গদগদ করে বাহিরের দিক হাঁটা ধরলো! পিছনের সবাই হেসে উঠলো! বেলি দরজার কাছ থেকে আবার উঁকি দিল! অঞ্জলি মিষ্টি হেসে বেলির দু’হাত নিজের মাঝে নেয়,
~ কি হয়েছে?
~ কিছু হয়নি ভাবি!

অঞ্জলির রুমের বিছানায় সবাই পড়ে আছে! অভি বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে চোখ বুঝে এবং তাঁর চুল টেনে দিচ্ছে বিমান ! অঞ্জলি সোলাইমানের সাথে কথা বলছে বারান্দায় দাঁড়িয়ে! চেয়ারের দু’পাশে পা মেলে বসে আবিদ! আয়েশা আবিরের মেসেজের উত্তর দিচ্ছে! সুহি আবিদের পাশে বসে তাঁর থেকে বেলি আর তৃষ্ণার ইনফরমেশন নিচ্ছে! বাবলু অভির ফোন দিয়ে গেইম খেলছে! তৃষা বেলির হাত ধরে বিছানার মাঝে বসে,
~ ছোট ভাবি জানো, আমি রাধা গানে নাচ শিখেছি!
বেলি তৃষার চুল বোলাতে বোলাতে উত্তর দিলো,
~ তাহলে তো আমাদের এখন নেচে দেখাতে হবে!
তৃষা দ্রুত মাথা দুলালো,
~ আচ্ছা দেখাব ! আবিদ ভাই তৃষ ভাইয়ের রুম থেকে মিউজিক বক্সটা এনে দাও না প্লিজ !
[ আবিদ বক্স আনতে চলে যেতেই, তৃষা বেলির দিক ঘুরে বসে, ] জানো আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে ফার্স্ট প্রাইজ জিতেছিলাম! প্লাস গান গেয়ে থার্ড প্রাইজ জিতেছিলাম!
~ মাশাল্লাহ!
~ ভাবি তোমাকে একটা সিক্রেট বলি, [ বেলি কান পেতে দিল, ] ভাইয়ার গানের গলা কিন্তু চরম!
~ সত্যি?
~ হ্যাঁ! ভাই কখনো গাইতে চায় না! সকলের জড়াজড়িতে আম্মুর জন্মদিনের দিন গেয়েছিল একবার , আব্বু-আম্মুকে ডেডিকেট করে! সাথে গিটার বাজিয়েছিল আবিদ ভাই! কি যে সুন্দর গলা! আর আবির ভাইয়ের গিটার বাজানো তো যাষ্ট বেষ্ট! তুমি না শুনলে বিলিভ করবে না!
~ ভিডিও কর নি?
~ হ্যাঁ! আব্বুর ফোনে আছে ভিডিও টা! আব্বু আসলে দেখাব কেমন?
~ একদম!
~ ভাবি তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপ্যাট কর না?
~ উঁহু! কিন্তু ভাবছি এইবার করব!
তৃষা দ্রুত উঠে পা মুড়ে বসল,
~ সত্যি? আমাকে ইনভাইট করবে? আমিও দেখব!
~ অবশ্যই!

রাধা গান মিউজিক বক্সে বাজছে! সেটার তাল মিলিয়ে নাচছে তৃষা! নাচের মাঝে একটু পরপর তৃষা বেলিকে নিজের সাথে অংশগ্রহণ করার জন্য ইশারা করছে! কিন্তু বেলি না করে দিচ্ছে! যে যা কাজ করছিল সবাই তা বাদ দিয়ে তৃষার নাচ দেখতে ব্যাস্ত! হইহট্টগোল ত চলছেই! বেলির মন খুশিতে ভরপুর! তাঁর ভাবতেই ভালো লাগছে,
‘ তাঁরা সবাই মিলেমিশে কতো মজা করে ‘! এতো সুন্দর গোছালো পরিবার ও হয়? হঠাৎ চোখ যায় দরজার দিক তৃষ্ণা দাঁড়িয়ে আপেল খাচ্ছে এবং নিখুঁতভাবে বেলিকে পর্যবেক্ষণ করছে! বেলি ছোট ঢোক গিলল! আড়চোখে দরজার দিক তাকিয়ে সুন্দর ভাবে বসল! তৃষার নাচ দেখায় মন দেওয়ার চেষ্টায় লেগে গেলো! তাও বারবার চোখ যাচ্ছে! তৃষার নাচ শেষ হতেই জোরেসোরে হাততালির আওয়াজে ঘর মেতে উঠল! বেলি হালকা আওয়াজে চেচাল,
~ খুব সুন্দর হয়েছে তৃষা! মুভমেন্ট’স গুলো ব্রিলিয়ান্ট!
আয়েশা নিজের পার্স থেকে পাঁচশো টাকা বের করে তৃষার হাতে ধরিয়ে দিলো,
~ মাশাল্লাহ! অনেক সুন্দর হয়েছে!
তৃষা লাফিয়ে আয়েশাকে জড়িয়ে ধরে,
~ থ্যাংকিউ সো মাচ মামীজান!
বিমান তৃষাকে এক সাইড থেকে জড়িয়ে ধরলো,
~ সুন্দর হয়েছে পরী!
তৃষা মিষ্টি হাসল,
~ থ্যাংকিউ!
আবিদ তৃষার কান টেনে বলল,
~ কি লাগবে?
তৃষা দাঁত দেখিয়ে দিল,
~ ১২ শেডের ম্যাট লিপস্টিক!
~ আমাকে দেখলেই তোর মেক-আপ স্টাফ কিনাতে ইচ্ছে করে? [ তৃষা দুষ্টু মাথা দুলালো, ] আচ্ছা ঠিকাছে!
~ আই লাভ ইউ আবিদ ভাই!
~ হ্যাঁ কথা শুনলে আই লাভ ইউ! নাহলে পচা ভাই !
অভি বিছানা থেকেই জিজ্ঞেস করল,
~ আমার কি দিতে হবে কুটনি?
~ কুটনি বলেছ? যাও লাগবে না!
~ আচ্ছা আচ্ছা সরি! কি লাগবে?
~ উমম? [ ভাবার চিন্তা করে, ] সেদিন তোমাকে অনলাইনে একটা ড্রেস দেখিয়েছিলাম না? ওটা কিনে দেবে ভাই?
~ আচ্ছা অর্ডার দিস!
~ ইয়াপ্পিইইই!

বেলি মুখ ছোট করে ফেলল,
~ আমি কি দেব তৃষা?
বেলির কথায় সবাই কিটকিটিয়ে হেসে উঠলো,
~ উমম [ একটু ভেবে, ] আমার সাথে ঘুড়তে যেতে হবে রাজি?
বেলি বড় করে হাসলো,
~ অবশ্যই, অবশ্যই!

আয়েশা তৃষাকে আড়চোখে দরজার দিক তাকাতে ইশারা করল! তৃষা ভ্রু-উঁচু করে তাকাতেই দেখল তৃষ্ণা দু’হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে! তৃষা একটু একটু করে তৃষ্ণার দিক এগিয়ে যাচ্ছে,
~ ভাই? তুমি কি দিবে?
তৃষ্ণা রুমে ঢুকতে ঢুকতে বলল,
~ আমি কি তোর নাচ দেখেছি?
~ ইয়া আল্লাহ! নাচ দেখ নি বলে দেবে না?
তৃষ্ণা চোখ ঘুরালো,
~ না দিচ্ছি না! [ তৃষা মন খারাপ করে ঘুরে দাড়ালো! তৃষ্ণা মুচকি হেসে তৃষাকে নিজের দিক ঘোরালো, ] কি লাগবে আমার টুনির?
তৃষা খিলখিল কিরে হেসে তৃষ্ণাকে জড়িয়ে ধরলো,
~ ভাইয়া প্লিজ একটা গান শোনাও না! প্লিজ প্লিজ প্লিজ ভাই !
~ শুরু হয়ে গেছিস? আবার?
আয়েশাও তৃষার কথা একমত,
~ হ্যাঁ গাও না তৃষ! আমি এখনও তোমার গলায় গান শুনি নি!
তৃষ্ণা বাঁকা হাসলো,
~ অকে! কিন্তু?
~ কিন্তু? [ চোখ ছোট ছোট করে ]
~ গান শেষ হতেই বেলিকে আমি নিয়ে যাব! এখন তোমরা কিভাবে ফ্যামিলি ম্যানেজ করবে ইটস আপ টু ইউ গাইস!

আবিদ, আয়েশা, অভি, বিমান , অঞ্জলি সকলেই চোখাচোখি করছে! সুহা মুখে অদ্ভুত রেখা নিয়ে একবার বেলিকে দেখছে তো একবার তৃষ্ণাকে! অঞ্জলি ফুসফুস করতে করতে বলল,
~ কিভাবে? বেলির পরিবার আসবে সন্ধ্যায়! আমাদের হাতে মেয়ে দিয়ে গেছে! এসে না পেলে কি ভাববে?
~ [ ঘাড় উঁচু করে ] আই ডোন্ট নো!

বেলি কপাল কুঁচকে মাথা নিচু করে আছে! মান-ইজ্জত তাঁর সব খেয়ে দিচ্ছে এ-ই লোক! এতো অসভ্য একজন মানুষ কিভাবে হয়? বড়-ছোট কিছুর কথা মাথায় রাখে না! নাক ফুলিয়ে তৃষ্ণার দিক তাকালো,
~ আমি কোথাও যাচ্ছি না আপনার সাথে! শুনেছেন আপনি? [ বাকিটুকু হালকা আওয়াজে বলল, ] এতো ঘাড়ত্যাড়া মানুষ আমি আমার জীবনে দেখি নি! অসভ্য!
তৃষ্ণা হাসি চেপে মুখে রাগী ভাব ফুটিয়ে বলল,
~ কি বললি?
বেলি হিমসিম খেয়ে গেল, আড়চোখে সকলের দিক তাকিয়ে,
~ আমি কিছুই বলি নি!
~ আচ্ছা? তৃষা তুই গুনিস নি?
তৃষা তাঁর ভাবির দিক তাকিয়ে,
~ কই? ছোট ভাবি তো কিছুই বলল না!

সবাই মুখ টিপে হাসছে! তৃষ্ণা বেলির দিক একনজরে তাকিয়ে, আপেলে আরেকটি কামড় দিয়ে, চিবুতে চিবুতে বেলির দিক এগিয়ে গেলো,
~ কথা শিখেছিস?
বেলি মাথা নাড়ালো, মানে না শেখেনি!
~ পরে দেখছি তোকে!
তৃষ্ণার কথায় শুকনো ঢোক গিলল বেলি ! তৃষ্ণা আপেল খেতে খেতে চলে যেতে নিচ্ছিল! তখনি তৃষার জড়াজড়িতে আয়েশা, অঞ্জলি রাজি হয়,
~ আচ্ছা আচ্ছা! কিন্তু দ্রুত ফিরতে হবে!
বিমানোও একমত হলো,
~ হ্যাঁ! দ্রুত ফিরতে হবে তৃষ্ণা! আব্বু কিন্তু বেলির ব্যাপারে স্ট্রিক্ট!
~ আম অলসো!
বিমান মিষ্টি হাসলো,
~ এন্ড আই নো দ্যাট !

ড্রয়িং রুমের সোফায় বসে, বোতলে পানি খাচ্ছে তৃষ্ণা ! পাশেই টুলে বসে আবিদ গিটারের সুর মিলানোর চেষ্টায় ! ওপর পাশে সোফায় বসে বিমান, বাবলু! বেলি অঞ্জলির পাশে দাঁটিয়ে! তৃষা তাঁর ভাইয়ের পাশে! বাকি সবাই জোট বেঁধে আছে অধীর আগ্রহে! ধীরে ধীরে গিটার বাজাচ্ছে আবিদ, ফ্লোরে তাকিয়েই হালকা আওয়াজে গান শুরু করে তৃষ্ণা,

[ Don’t skip.. feel the song with trishna 😉 ]

Mein bhi hu Tu Bhi Hain..
Aamne Saamne….
Dil ko behka dia…
Ishq k Jaam nee…

Mein bhi hu Tu Bhi Hain..
Aamne Saamne….
Dil ko behka dia…
Ishq k Jaam nee…

Muzalsar Nazar…
Barasti Rahi…
Taraste hain Hum Bheege Barsaat main….
Ho ek Mulaqat…

Ik Mulaqaat Mein…
Baat he Baat mein….
Unka Yu Muskurana….
Gazab Ho Gya…..
Kal Talak jo vo mere Khyalo mein the……
Rubaru Unka Aana Gazab ho gyaa….

Mohobbat ki Pehli Mulqat ka….
Asar dekho na Jaane kab ho gya…
Ik Mulaqaat Mein…..
Baat he Baat mein….
Unka Yu Muskurana Gazab Ho Gayaaa….

Humsafar, harsafar…
mein teri he kami hain…..
Dil tera he tho hain….
meri hadh ki jami….

Humdard tu, dard se…
Meri bakif nehi hain….
Karib aa.. Dekh tu aaho ki nami…

Kiu khayalo mein kuch barf si girrahi….
Reth ki khoahisho main nami varrahi….

Muzalsar Nazar…
Barasti Rahi…
Taraste hain Hum Bheege Barsaat main….
Ho ek Mulaqat…

Ik Mulaqaat Mein…
Baat he Baat mein….
Unka Yu Muskurana….
Gazab Ho Gya…..
Kal Talak jo vo mere Khyalo mein the……
Rubaru Unka Aana Gazab ho gyaa….

Mohobbat ki Pehli Mulqat ka….
Asar dekho na Jaane kab ho gya…
Ik Mulaqaat Mein…..
Baat he Baat mein….
Unka Yu Muskurana Gazab Ho Gayaaa….

চলবে……

1 COMMENT

  1. গল্পের পরিচালক দের নাম গুলো ভালো লাগলাগলো আমার। জয়া,আয়ুস, তৃষা,তৃষনা,অঞ্জলি, আবির,সুহি এগুলো হিন্দুদের নাম, আর তাছাড়া আরো একটা জিনিস ভালো লাগলো না সেটা হচ্ছে তৃষ্ণার ক্যারেক্টর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here