আমি ফাইসা গেছি পর্ব -৩৮+৩৯

আমি_ফাইসা_গেছি(৩৮)
মুমতাহিনা_জান্নাত_মৌ

–সত্যি কথা বলেন মিসেস সেলিনা বেগম। তা না হলে অন্যজনের বাচ্চা চুরি করে বিক্রি করার অপরাধে আপনাকে আমরা পুলিশে দিবো কিন্তু।

জারিফ চৌধুরীর কথা শুনে মিসেস সেলিনা বেগম উলটো রাগ দেখিয়ে বললো,অপরাধ শুধু কি আমি একাই করেছি?আমার শাস্তি হলে মিসেস কামিনী বেগমের ও হবে।কারণ উনি কিনতে চেয়েছেন বিধায় আমি কিন্তু বিক্রি করেছি।

জারিফ চৌধুরী তা শুনে রাগান্বিত হয়ে বললো, কামিনীর শাস্তি কি জন্য হবে?তুমি যদি বাচ্চাটাকে না বিক্রি করতে চাইতে তাহলে কামিনী কিভাবে কিনতো?তুমি বিক্রি করতে চেয়েছো বিধায় সে কিনেছে।এখানে তোমার দোষ টাই বেশি।তাছাড়া কামিনী কেনে নি বাচ্চা। কামিনীর মায়ে কিনেছে।আবোলতাবোল কথা না বলে সত্যি সত্যি কুশানের আসল বাবা মার কথা বলে দাও।

সেলিনা বেগম তখন বললো,
দেখুন এটা অনেক বছর আগের কথা।এতো দিনের কথা আমার মনে নেই কিছু।কার বাচ্চা যে ছিলো এটা?মনে পড়লে জানিয়ে দিবো।এই বলে সেলিনা বেগম দরজা খুলে বের হয়ে গেলো।

এতোক্ষণ জারিফ চৌধুরী আর সোলেমান চৌধুরী সেলিনা বেগমকে আলাদা কক্ষে নিয়ে এসব বিষয়ে আলাপ আলোচনা করছিলেন।তারা অনেক চেষ্টা করেও সেলিনা বেগমের মুখ থেকে সত্য টা বের করতে পারলেন না।

সেলিনা বেগম রুম থেকে বের হতেই জামিলা জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে মামি?কেনো জারিফ চৌধুরী আর সুলেমান চৌধুরী এভাবে আপনার সাথে দেখা করতে এসেছেন?আর কেনোই বা এভাবে আলাদা কক্ষে ডেকে নিয়ে গেলেন?

সেলিনা বেগম কোনো উত্তর দিলো না।সে দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে গেলো।কারন সেলিনা বেগম জারিফ চৌধুরীদের কড়া কথা শোনালেও তিনি মনে মনে ভীষণ ভয় পাচ্ছেন।না জানি এই বয়সে আবার তাকে জেলে যেতে হয়?আবার সত্য কথাটা স্বীকার করতেও পারছেন না তিনি।কারণ সত্য কথা স্বীকার করলে তার জীবনে অন্য আরেক ঝড় উঠে যাবে।কারণ কুশান যার সন্তান সে যখন জানবে সত্যি টা তখন তো সেও তাকে একদম ডাইরেক্ট মেরে ফেলবে।

সেলিনা বেগমকে এই অসময়ে বাড়ি থেকে চলে যাওয়া দেখে জামিলা বেগম খুবই আশ্চর্য হলেন।তাছাড়া সেলিনা তো তার প্রশ্নের উত্তরও দিলো না।তখন জামিলা কোনো উপাই না দেখে নিজেই জারিফ চৌধুরী কে সেম প্রশ্ন জিজ্ঞেস করলেন।

জারিফ চৌধুরী জামিলার প্রশ্ন শুনে সোলেমান চৌধুরীর দিকে তাকাতেই মিঃ সুলেমান চৌধুরী আর কিছু গোপন রাখতে চাইলেন না।তিনি জামিলাকে সব সত্যি কথা বলে দিলেন।
কারন এখন জামিলাই পারে সেলিনার মুখ থেকে সত্যি কথাটা বের করতে।

জামিলা সোলেমান চৌধুরীর কথা শুনে এতো বেশি আশ্চর্য হলো যে তার পুরো দুনিয়া যেনো অনবরত ঘুরতে লাগলো।সে ভাবতেই পারছে না সেলিনা বেগম অন্য জনের বাচ্চা এভাবে চুরি করে বিক্রি করেছে?তবে অন্যদিকে কুশানের কথা ভেবে হঠাৎ করেই জামিলার মন টা খারাপ হয়ে গেলো।না জানি কুশান কত বড় একটা মানসিক যন্ত্রনার মধ্যে আছে?এতো ভালো একটা ছেলের জীবন টা কেনো এমন এলোমেলো হলো? জামিলা এটাও ভাবতে লাগলো না জানি কোন ভাগ্যবান মা কুশানের মতো এতো ভালো একজন ছেলের জন্ম দিয়েছে।

সোলেমান চৌধুরী জামিলাকে এভাবে চুপচাপ থাকা দেখে বললো,
আপনি আপনার মেয়ের জন্য আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন।আমরা কোনো স্বার্থ ছাড়াই আপনাকে সাহায্য করেছি।কিন্তু আজ আমরা বিপদে পড়েছি।আমাদের কুশানের বাবা মাকে খুঁজে দেওয়ার জন্য রিকুয়েষ্ট করছি।এই কাজটা আপনাকে করে দিতেই হবে।আপনার মামীকে ভালো করে বোঝান প্লিজ।আর তাকে মনে করতে বলুন কে কুশানের বাবা মা।আমি সিওর উনি সবকিছু জানেন।

জামিলা বেগম সোলেমান সাহেবের এমন কাকুতি মিনতি শুনে বললো, আপনারা প্লিজ এভাবে বলবেন না।কারণ আপনাদের ঋণ আমি আর আমার মেয়ে কখনোই ভুলতে পারবো না।যে করেই হোক মামীর মুখ থেকে আমি সত্য কথাটা বের করবো।এর জন্য আমাকে প্লিজ কয়েকটা দিন একটু সময় দিন।

জারিফ চৌধুরী আর সোলেমান চৌধুরী জামিলা বেগমের উপর আস্থা রাখলো।কারণ জামিলা বেগম মানুষ হিসেবে যথেষ্ট ভালো একজন মানুষ।

🖤

কামিনী হাসপাতালের বেডে একা একাই শুয়ে আছে।তার আশেপাশে কাউকে আসতে দেয় নি সে।কারণ কামিনীর এখন কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না।বিশেষ করে কামিনী কুশানের দিকে তাকাতে পর্যন্ত পারছে না।এতো কিছুর পর সে কোন মুখ দিয়ে ডাকবে তার ছেলেকে?কিভাবে ছেলেকে আদর করে বুকে জড়িয়ে নেবে? আর কিভাবেই মায়ের অধিকার দেখাবে?এসব ভাবতেই কামিনী কেমন যেনো অসুস্থ বোধ করতে লাগলো।কামিনীর জ্ঞান অনেক আগে ফিরলেও সে ডাক্তার সাহেব কে বলে দিয়েছে কেউ যেনো তাকে দেখতে না আসে ভিতরে।সে কিছুক্ষন একটু একাকি থাকতে চায়।আর সবাইকে বলে দিতে বলেছে যে কামিনীর জ্ঞান এখনো ফেরে নি।

এদিকে কুশান বার বার শুধু ডাক্তার সাহেব কে বলছে তার আম্মুর জ্ঞান ফিরবে কখন?তার আম্মু এখন কেমন আছে?

কুশানকে এরকম উদ্বিগ্ন দেখে ডাক্তার সাহেব কামিনীর কাছে এসে বললো, ম্যাডাম!আপনার ছেলে ভীষণ টেনশনের মধ্যে আছে?উনি বার বার শুধু আপনার কথা জিজ্ঞেস করছে।কি বলবো ওনাকে?

কামিনী তখন বললো ওকে বলুন যে আমি ঠিক আছি,আর পুরোপুরি সুস্থ আছি।কিন্তু এখনি কথা বলা যাবে না আমার সাথে।

ডাক্তার তখন বললো এতো রাগ কেনো ম্যাডাম ছেলের উপর?যে ছেলে আপনার টেনশনে একদম পাগলের মতো হয়ে গেছে তার সাথে কেনো কথা বলতে চাইছেন না?

কামিনী ডাক্তার সাহেবের কথা শুনে বললো, ও আপনি বুঝবে না ডাক্তার সাহেব।সব কথা সবাইকে বলা যায় না।প্লিজ আমি এখন একটু একা একা থাকতে চাই।আমার কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না।

ডাক্তার সাহেব কামিনীর কথা শুনে বের হয়ে গেলেন রুম থেকে।আর বাহিরে গিয়ে সবাইকে জানিয়ে দিলো কামিনী সুস্থই আছে এখন।ওনাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে।যার জন্য উনি এখন ঘুম পারছেন।ওনার সাথে খবরদার এখন কেউ কথা বলবেন না।

কুশান ডাক্তার সাহেবের কথা শুনে বললো, স্যার আমি একটা কথাও বলবো না।জাস্ট আম্মুকে এক নজর দেখবো শুধু।এই বলেই কুশান কামিনীর কেবিনে প্রবেশ করলো,ডাক্তার সাহেব কে কিছু বলার সুযোগ ই দিলো না।

কুশান ধীরে ধীরে কামিনীর পাশে চলে গেলো,আর কামিনীর দিকে তাকিয়ে হাত ধরে থাকলো কিছুক্ষন। তবে সে ডাক্তারের কথা মতো একটা কথাও বললো না।অন্যদিকে কামিনী কুশানকে আসা দেখে চোখ বন্ধ করে থাকলো।তবে কামিনী আর নিজেকে বেশিক্ষন সামলাতে পারলো না।সে চোখ মেলে তাকিয়ে বললো,

সব সত্য শোনার পরও তুই এখনো আমাকেই আম্মু ভাবছিস কুশান?আমাকে তো তোর এখন ঘৃনা করা উচিত।আমার থেকে মুখ সরিয়ে নেওয়া উচিত।কথাগুলো বলতেই কামিনীর দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো।

কুশান তার আম্মুর কথা শুনে বললো,
আম্মু প্লিজ এভাবে বলো না।তোমার মুখে এরকম কথা শুনলে আমার মনের ভিতর টা একদম দুমড়ে মুচড়ে যায়।আর দ্বিতীয় বার বলবে না প্লিজ।আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন তোমাকেই আম্মু মানিয়ে চলবো।

কামিনী তখন বললো,
যখন তোর নিজের আম্মু সামনে এসে দাঁড়াবে তখন কি করবি কুশান?তোর নিজের আম্মু তো আমার কাছে তোকে আর রাখবে না।আমার কাছে আসতেও দেবে না তোকে।তাহলে কিভাবে আসবি আমার কাছে?আর তখন ডাকবিই বা কিভাবে?
এবার কামিনী হু হু করে কেঁদে উঠলো।

কুশান নিজেও কাঁদতে লাগলো।সে এবার কামিনীর চোখের পানি মুছিয়ে দিয়ে বললো, আম্মু প্লিজ এখন চুপ করে থাকবে একটু।প্লিজ এভাবে বলো না।মৃতু ব্যতীত আমাকে যেমন কেউ তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না তেমনি তোমার কাছ থেকে আমাকেও কেউ নিয়ে যেতে পারবে না।তুমি আর এসব চিন্তা করবে না খবরদার।তুমি এখন ভীষণ অসুস্থ আম্মু।তাড়াতাড়ি সুস্থ হতে হবে তোমাকে।

হঠাৎ তোড়া প্রবেশ করলো কেবিনে।
ছেলে আর মায়ের কথার মাঝে সে থাকলে ডিস্টার্ব হবে দেখে নিজের থেকে কোনো কথা বললো না তোড়া।তবে তার শরীর টা কেনো জানি ভালোও লাগছে না।বাসায় গিয়ে রেস্ট নিলে বোধ হয় একটু ভালো লাগতো।সেজন্য তোড়া সোনিয়ার সাথে চলে যেতে যাচ্ছে বাসায়।এটাই বলার জন্য আসছিলো তোড়া।কিন্ত কুশানকে কিভাবে বলবে বুঝতে পারছিলো না।

সোনিয়া তখন নিজেও আসলো ভিতরে,আর তোড়াকে এভাবে দাঁড়িয়ে থাকা দেখে নিজেই বললো,

কুশান ভাইয়া তুই কি এখন বাসায় যাবি?না চাচিকে নিয়েই ফিরবি?

কুশান কোনো উত্তর দিলো না।

সোনিয়া তখন বললো, আসলে ভাইয়া ভাবি আর আমি বাসায় চলে যেতে চাচ্ছি।ভাবির নাকি শরীর টা ভালো লাগছে না।

কুশান সোনিয়ার কথা শোনামাত্র পিছন ফিরে তাকিয়ে তোড়াকে বললো,
কি হইছে তোড়া?খারাপ লাগছে?

–কিছু হয় নি।তবে কেমন যেনো লাগছে আমার।সেজন্য বাসায় যেতে চাইছিলাম।

কামিনী তখন বললো, বাবা তুই না হয় রেখে আয় তোড়াকে।আমি তো ভালোই আছি এখন।আমাকে নিয়ে এতো বেশি চিন্তা করতে হবে না।

–না আম্মু।তোমাকে এভাবে এখানে একা একা রেখে আমি যাবো না কোথাও।সোনিয়াই পারবে নিয়ে যেতে।আমি শুধু ওদের কে একটা গাড়ি ঠিক করে দিয়ে আসি।এই বলে কুশান তোড়া আর সোনিয়ার হাত ধরে বের হয়ে গেলো কামিনীর কেবিন থেকে।আর যাওয়ার সময় ইরা,মিরা,লিরাকে বলে গেলো তারা যেনো ভালোভাবে খেয়াল রাখে কামিনীর,সে শুধু যাবে আর আসবে।

তোড়া তখন বললো আমরা একাই পারবো গাড়ি ঠিক করতে।তুমি আবার আম্মুকে একা রেখে কেনো আসতে গেলে?
কুশান কোনো উত্তর দিলো না।
কিন্তু কুশান হসপিটাল থেকে বের হয়ে গাড়ি ঠিক করার বদলে তোড়া আর সোনিয়াকে নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে গেলো।
তোড়া তা দেখে বললো,
এখানে আবার কেনো?আমি তো শুধু বাসায় যেতে চাইছিলাম।আমার মাথাটা প্রচন্ড ব্যাথা করছে।কেমন যেনো বনবন করে ঘুরছে।

কুশান তখন বললো, কিছু খাও নি যে, সেজন্য এভাবে মাথা ঘুরছে।বেশি কথা না বলে চুপচাপ দুইজনে খেয়ে নাও।যাও টেবিলে গিয়ে বসো।

কুশানের কথা শুনে সোনিয়া টেবিলে গিয়ে বসলেও তোড়া তার জায়গাতেই দাঁড়িয়ে রইলো।আর কুশানকে জিজ্ঞেস করলো,
তুমি খাবে না?তুমি নিজেও তো কিছু খাও নি।

–হ্যাঁ খাবো।তবে এখন না।আম্মু আর আপুদের রেখে একা একা কি করে খাবো?তুমি সোনিয়ার সাথে গিয়ে খেয়ে নাও।আমি আম্মু আর আপুদের জন্য খাবার নিয়ে যাচ্ছি।আম্মুর সাথে একসাথে খাবো।

তোড়া আর বেশি কথা বললো না।চুপচাপ নিজেও সোনিয়ার পাশের চেয়ার টাতে বসলো।এদিকে কুশান তার মা আর বোনদের জন্য খাবার নিয়ে,সমস্ত বিল পরিশোধ করে তোড়ার কাছে গিয়ে বললো,

খাওয়াদাওয়া শেষ হওয়া মাত্র বাসায় চলে যাবে।বাহিরে গাড়ি ঠিক করে রেখেছি।

সোনিয়া তখন বললো ভাইয়া তুই চিন্তা করিস না তো।আমরা যেতে পারবো।তুই যা এখন।আর চাচির সাথে তুই ও খেয়ে নিস।

কুশান তখন বললো ঠিক আছে।তোরা সাবধানে যাস।এই বলেই কুশান খাবারের প্যাকেট গুলো নিয়ে বেড়িয়ে পড়লো।

🖤

জামিলা বেগম সেলিনার বাচ্চা চুরির ব্যাপার টা যেনো ভুলতেই পারছে না।তার মনে কেনো জানি নানা রকম চিন্তার সৃষ্টি হতে লাগলো।কারণ এই সেলিনার হসপিটালে তার নিজের ও বাচ্চা হয়েছিলো।সেলিনা নিজে তদারকি করেছে জামিলার বাচ্চার।সেলিনার উপর যখন একটা বাচ্চা চুরির অপবাদ পাওয়া গেছে এমন নয় তো সে আরো বাচ্চা চুরি করে বিক্রি করে দিয়েছে।জামিলা আর ভাবতে পারছে না কিছুতেই।কারণ তার নিজের ও জমজ বাচ্চা হয়েছিলো সেদিন।একটা ছেলে আর একটা মেয়ে হয়েছিলো তার।মেয়েটি বেঁচে থাকলেও ছেলেটি মারা গিয়েছিলো।কিন্তু আজ সেলিনা বেগমের এমন লোভী চরিত্রের কথা শুনে জামিলার মনে নানা প্রশ্ন ভাসতে লাগলো।সেলিনা আবার টাকার লোভে তার ছেলেটাকে বিক্রি করে দেয় নি তো?আর তাকে শান্ত্বনা দেওয়ার জন্য কারো একটা মৃত বাচ্চা এনে দেখিয়ে বলেছে এটাই তার বাচ্চা।

জামিলা আর ভাবতে পারছে না কিছুতেই।আজ সেলিনা বেগম বাড়ি আসলে যে করেই হোক সেলিনার মুখ থেকে সত্য টা তার বের করতেই হবে।তার নিজের ছেলে সম্পর্কে কিছু না বললো অন্তত কুশানের বাবা মার পরিচয় টা তাকে জানতেই হবে।কারণ জারিফ চৌধুরীরা তার মেয়ের কত বড় উপকার করেছে তার বিনিময়ে তাকে এই কাজটা করতেই হবে।

🖤

জামিলা বেগমের বাড়ি থেকে সোলেমান আর জারিফ চৌধুরি সোজা হসপিটালে চলে গেছে।সোলেমান কামিনীর সাথে কথা না বললেও কামিনী নিজেই জিজ্ঞেস করলো,
কুশানের বাবা মার খোঁজ পেলে?

সোলেমান সেই কথা শুনে বললো, তোর সে খোঁজ কেনো?তুই নিজের চিন্তা কর।কোনো বাবা মার থেকে সন্তান কেড়ে নেওয়ার যন্ত্রণা টা কেমন সেটা উপলব্ধি করার চেষ্টা কর।নিজে তো অন্যের বাচ্চা চুরি করে দিব্যি মা সেজে বসে আছিস?

কামিনী সেই কথা শুনে বললো, কুশান কখনোই আমাকে ছেড়ে যাবে না বাবা।তুমি যতই কুশানের বাবা মাকে খুঁজে বের করে ওনাদের হাতে কুশানকে দিয়ে দাও না কেনো কুশান তবুও বার বার আমার কাছেই ছুটে চলে আসবে।আর আমাকেই আম্মু আম্মু বলে জড়িয়ে ধরবে।

জারিফ চৌধুরী এবার সুলেমান চৌধুরী কে বললো,বাবা!প্লিজ,কামিনী কে আর আঘাত দিয়েন না।ও ভুল করেছে মানলাম।কিন্তু ও এখন ভীষণ ভাবে অনুতপ্ত। তাছাড়া কামিনী যে কুশানকে কতখানি ভালোবাসে,আর কুশান তাকে কতখানি ভালোবাসে তা তো আপনি জানেনই।ওকে আর রাগায়েন না বাবা।কামিনীর চেহারার দিকে সত্যি আমি তাকাতে পারছি না।

সুলেমান সেই কথা শুনে বললো, তাই বলে এখন আমি অন্যায় কে প্রশয় দেবো?এটা কখনোই সম্ভব না জারিফ।এখন আমার প্রধান দায়িত্ব কুশানের বাবা মাকে খুঁজে বের করে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া,তারপর তাদের সন্তানকে তাদের হাতে তুলে দেওয়া।তা না হলে এই পাপের বোঝা আমাদের সবাইকে বয়ে বেড়াতে হবে।

–হ্যাঁ,এটা তো অবশ্যই করবো।কুশানের বাবা মাকে তো খুঁজবোই।ওনাদের হাতে কুশানকে তুলেও দিবো।কিন্তু সমস্যা তো অন্য জায়গায়।কুশানের সেই বাবা মা যে কেমন প্রকৃতির হয়?কে জানে?এদিকে সমস্ত কিছু আপনি,,,,,
বলেই থেমে গেলো জারিফ চৌধুরী।

সুলেমান তখন বললো, আমি বুঝতে পারছি জারিফ।তুমি কি বলতে চাচ্ছো?কুশানের নামে সমস্ত প্রোপার্টি আমি লিখে দিয়েছি।আমার নামে আর কিছুই নাই।এটাই তো?
এজন্য আমার একটুও খারাপ লাগছে না।কারন আমি তো সবকিছু মন থেকেই কুশানকে দিয়ে দিয়েছি।এখন যদি কুশান তার নতুন বাবা মা পেয়ে আমাদের ভুলে যায় সেটা ওর ব্যাপার।আমাদের এতে কারো কিছুই করার নাই।

সেই সময় কুশান খাবার নিয়ে প্রবেশ করলো কেবিনে।কিন্তু কুশান আসার আগেই শাহিন,মাহিন,তুহিন সবার জন্য তাদের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছে।শাহিন,মাহিন,তুহিনের মা নিজের হাতে সবার জন্য রান্না করে পাঠিয়েছেন।
কুশানকে দেখামাত্র জারিফ চৌধুরী আর সুলেমান চৌধুরী তাদের আলাপ আলোচনা থেমে দিলো।তারা সবাই নরমাল বিহেভ করতে লাগলো,যেনো এখানে কোনো কথাই হয় নি।

কিন্তু কুশান তার হাতের খাবারের প্যাকেট গুলো টেবিলে রেখে দিয়ে সুলেমান চৌধুরীর হাত ধরে হঠাৎ করে বললো,

নানু ভাই!আপনাদের সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই।তাহলে আমার নামে আপনি যা যা লিখে দিয়েছেন আমি চাচ্ছিলাম তা আপনাকে সব ফেরত দিতে।কারণ বলা তো যায় না আমি আপনাদের পর ভেবে এসব সম্পদের সঠিক ব্যবহার করলাম না।তাছাড়া আমি তো জানি পরের সন্তান কখনো আপন হয় না।তাহলে আমি কি করে তোমাদের আপন হবো?

সুলেমান কুশানের কথা গুলো শোনামাত্র ওকে বুকে জড়িয়ে ধরে বললো, এভাবে বলিস না নানুভাই।তোকে না দেখলে আমরা কেউই থাকতে পারবো না।যতদিন বেঁচে থাকবো আমরা তোকে সবসময় আমাদের কাছেই রাখবো।আর তোকে ভালোবাসে যেসব দান করেছি তা কখনোই ফেরত নিতে পারবো না আমি।এই কথা আর ভুল করেও বলবি না।এই কামিনী তোকে জন্ম না দিলেও আজীবন সেই তোর আম্মু হয়ে থাকবে আর এই জারিফই তোর বাবা হয়ে থাকবে।আর আমরা তো আছিই।

কুশান তা শুনে বললো, তাহলে এভাবে আমাকে তোমাদের থেকে আলাদা করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগছো কেনো?কেনো এভাবে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছো আমার নিজের বাবা মাকে?যে আমার বাবা মা সে নিজে আমাকে খুঁজবে।তোমরা প্লিজ আর এভাবে হয়ারানি হও না তোমরা।আমার আম্মুকে তোমরা আর কষ্ট দিও না প্লিজ।এই বলে কুশান তার আম্মুকে জড়িয়ে ধরলো। আর বললো,
আম্মু এখন একটু খেয়ে নাও।কুশান এবার নিজেই কামিনী কে তুলে তুলে খাওয়াতে লাগলো।

এদিকে তোড়া আর সোনিয়া খাওয়া দাওয়া শেষ করে কুশানের ঠিক করে যাওয়া গাড়িতে গিয়ে বসলো।যেহেতু কুশান ড্রাইভার কে বলেই দিয়েছে কোথায় যেতে হবে সেজন্য ড্রাইভার আর কিছু জিজ্ঞেস করলো না।তোড়া আর সোনিয়া গাড়িতে বসা মাত্র ড্রাইভার গাড়ি স্টার্ট দিলো।এদিকে তোড়ার মাথার ব্যাথা টা এখনো ঠিক হয় নি।গাড়ি স্টার্ট দেওয়া মাত্র হঠাৎ তার মাথাটা একটা চক্কর দিয়ে উঠলো।সে আর নিজেকে সামলাতে পারলো না।সোনিয়ার গায়ের উপর ঢলে পড়লো।
সোনিয়া তোড়াকে এভাবে পড়ে যাওয়া দেখে চিৎকার করে ডাকতে লাগলো,
ভাবি?ভাবি?
কি হয়েছে তোমার?কথা বলো ভাবি।
কিন্তু তোড়া কোনো রেস্পন্স করলো না।
সোনিয়া তখন ড্রাইভার কে বললো,
মামা তাড়াতাড়ি করে গাড়ি ঘুরান প্লিজ।আমাদেরকে আবার হাসপাতালে যেতে হবে।ভাবি অজ্ঞান হয়ে গিয়েছে।

ড্রাইভার সোনিয়ার কথা শোনামাত্র তাড়াতাড়ি করে আবার হাসপাতালের দিকে চলে গেলো।আর সোনিয়া কুশানকে কল দিয়ে তোড়ার অসুস্থতার কথা জানালো।

তোড়ার অসুস্থতার কথা শুনে সবাই হাসপাতাল থেকে বের হলো।আর ওদের আসার অপেক্ষা করতে লাগলো।

কুশান টেনশনে দাঁতের উপর দাঁত চেপে রইলো।আর নিজের উপর নিজেই রাগান্বিত হলো।তোড়া কত বার বললো তার ভালো লাগছে না কিছু,কেমন যেনো লাগছে তার,এসব শুনেও সে কেনো নিজে গেলো না তোড়ার সাথে?কেনো তাকে এভাবে একা একা পাঠিয়ে দিলো?এখন যদি খারাপ কিছু হয়ে যায়?তাহলে সে নিজেকে ক্ষমা করবে কিভাবে?
এখন তার নিজের বলতে এই বউ টায় তো আছে।সেই বউ এর অসুস্থতার কথা শুনে কুশান নিজেও অসুস্থ বোধ করতে লাগলো।

চলবে,#আমি_ফাইসা_গেছি(৩৯)
#মুমতাহিনা_জান্নাত_মৌ

তোড়াকে অজ্ঞান অবস্থায় সোনিয়ার ঘাড়ে মাথা দেওয়া দেখে কুশান আর এক মুহুর্ত স্থির থাকতে পারলো না।দৌঁড়ে গাড়িতে চলে গেলো আর সোনিয়ার ঘাড় থেকে তাড়াতাড়ি করে তোড়ার মাথাটা সরিয়ে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চিল্লায়ে ডাকতে লাগলো,

“তোড়া?তোড়া?কথা বলো জান।কি হয়েছে তোমার?”

তোড়ার এমন নিশ্চুপতায় কুশানের মনে হচ্ছিলো পুরো দুনিয়া যেনো তার থেমে আছে।এতো কথা বলা মেয়েটার হঠাৎ কি হলো?সব তার জন্যই হয়েছে।এই কয় দিন ধরে সে মোটেও তোড়ার দিকে একটু নজর দিতে পারছে না।আজ এতো করে বললো তার শরীর ভালো লাগছে না সেটা শুনেও কুশান তাকে বাসায় রেস্ট করার জন্য নিজে নিয়ে গেলো না।এতো বেখেয়ালি সে কি করে হতে পারলো?যে মানুষ টাই তার এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন, যে মানুষ টাই তার মানসিক শান্তির উৎসদাতা।আজ সেই মানুষটির দিকে কুশান তাকানো তো দূরের কথা তাকে একটিবার জড়িয়ে ধরে তার ভালোমন্দ কথা শোনার পর্যন্ত সময় পাচ্ছে না।মা,মা করতে করতে একদম নিজেকে নিজেই মানসিক চাপের মধ্যে রেখেছে কুশান।মা ছাড়াও তার যে আরেকটা প্রাণপাখি আছে সেটা কুশান সত্যি ভুলে গিয়েছিলো।

কুশান আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে তোড়াকে কোলে করে নেমে এলো গাড়ি থেকে।আর সোজা হসপিটালের মধ্যে প্রবেশ করে ডাক্তার ম্যাডাম,ডাক্তার ম্যাডাম বলে চিল্লাতে লাগলো।

কুশানের এমন অস্থিরতা দেখে বাড়ির সকল লোকজন ও কুশানের পিছু পিছু চলে এলো।

এদিকে কুশান তোড়াকে বেডে শুইয়ে দিয়ে নিজেই ডাক্তার ম্যাডাম কে ডেকে আনলো।

ডাক্তার ম্যাডাম চেক না করতেই কুশান জিজ্ঞেস করলো,

“ম্যাডাম কি হইছে আমার ওয়াইফের?”

ডাক্তার ম্যাডাম তখন কুশানের দিকে তাকিয়ে বললো,
“চেক তো করতে দিন।”

“ওকে।ভালো করে চেক করুন।”

“আপনি প্লিজ একটু বাহিরে যান।আমি চেক করে জানাচ্ছি।”

“ম্যাডাম!কোনো মারাত্মক সমস্যা না তো?”

ডাক্তার ম্যাডাম তখন বললো, চেক তো করি নি স্যার।একটু সময় তো দিবেন।

জারিফ চৌধুরী তখন বললো,

“কুশান এবার একটু শান্ত হয়ে যা।তোড়া ঠিকই আছে।এমনিতেই মাথা টা ঘুরে গেছে হয় তো।কিছুক্ষন পরে ঠিক হয়ে যাবে।তুই এতো বেশি উত্তেজিত হয়ে নিজের ক্ষতি করিস না।এমনিতেই তুই নানা রকম মানসিক টেনশনের মধ্যে আছিস।”

“মানসিক শান্তি দেওয়া মানুষটাই যখন নিশ্চুপ হয়ে আছে,তখন আমি ভালো থাকি কি করে?ওর কিছু হলে আমি একদম অচল হয়ে যাবো।ও কথা কেনো বলতেছে না বাবা?ওকে তাড়াতাড়ি কথা বলতে বলো।এই বলে কুশান কেবিন থেকে বের হয়ে গেলো।

জারিফ চৌধুরী ছেলের কথা শুনে নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে গেলেন।তিনি আজ দিয়ে ভালোভাবে বুঝতে পারলেন কুশানকে।তার কাছে মনে হলো কুশান এমন একজন ছেলে, যে যাকে একবার মন থেকে ভালোবাসে তাকে এতো টাই আপন করে নেয় যে, নিজের জীবনের ভালো থাকা সম্পূর্ণ টা সেই মানুষের উপর ছেড়ে দেয়।যার কারণে তার সেই পছন্দের মানুষের বিন্দুমাত্র ক্ষতিতে সে নিজেও পুরোপুরি ভাবে ভেঙে পড়ে।

পরীক্ষা নীরিক্ষা শেষে কিছুক্ষন পর ডাক্তার ম্যাডাম নিজে ডেকে নিলেন কুশানকে।কুশানের বাড়ির লোকেরা অনেক আগেই প্রবেশ করেছে কেবিনে।
কুশান কেবিনে প্রবেশ করতেই দেখে তোড়ার জ্ঞান ফিরেছে।সোনিয়া তোড়ার পাশে বসে আছে।
এদিকে ডাক্তার ম্যাডামের ডাক শুনেই কুশানের মুখচোখ একদম শুকিয়ে গেছে।কোনো মারাত্মক কিছু হয় নি তো আবার।তবে বাড়ির লোকদের মুখ চোখ দেখে মনে হচ্ছে না খারাপ কিছু হয়েছে।সবার মুখে কেমন যেনো হাসি ফুটে উঠেছে।সোনিয়া হাসছে,তার নানু হাসছে।এদিকে আবার তোড়ার দিকে কুশানের চোখ পড়তেই দেখে তোড়াও মুচকি একটা হাসি দিয়ে অন্য মুখ হলো।কুশান তোড়ার মুখে এরকম হাসি দেখে ওর কাছে ছুটে যেতেই ডাক্তার ম্যাডাম বললেন,

“না,আগেই না।ওয়াইফের সাথে পরে কথা বলবেন।আগে আমার কথা শুনুন মনোযোগ দিয়ে।”

কুশান ভয়ে ভয়ে বললো,”জ্বি বলুন ম্যাডাম।”

কুশানের মুখ চোখ দেখে জারিফ চৌধুরী না হেসে আর থাকতে পারলেন না।তিনি হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেলেন।

কুশান জারিফ চৌধুরীর হাসি দেখে ওই দিকে তাকাতেই ডাক্তার ম্যাডাম বললেন,
“এই যে স্যার?এই দিকে তাকান। এখন থেকে ভালো করে দেখভালো করবেন আপনার ওয়াইফের।আর মাসে মাসে চেকাপ করার জন্য হসপিটালে আসবেন।বুঝেছেন?”

কুশান ধীরে ধীরে বললো,
“জ্বি।”কিন্তু হয়েছে টা কি ওর?”

ডাক্তার ম্যাডাম এবার নিজেও হেসে উঠলেন।আর বললেন,
আপনি তো নিজেই একজন বাচ্চা ছেলে।এখন নিজেকে সামলাবেন? না স্ত্রীকে সামলাবেন?না নিজের বাচ্চাকে সামলাবেন?

কুশান ডাক্তার ম্যাডামের কথা শুনে হা হয়ে গেলো।কারণ সে এখনো বোঝে নি আসল কাহিনি।

সোলেমান চৌধুরী তখন কুশানের কান টেনে ধরে বললো,
তুই কি বড় হবি না কুশান?কবে বড় হবি তুই?তোড়া প্রেগন্যান্ট। তুই বাবা হতে যাচ্ছিস।বুঝেছিস?না এখনো বুঝিস নি?

কুশান তার নানুর মুখে তোড়ার মা হওয়ার কথা শোনামাত্র মেয়েদের মতো লজ্জায় লাল হয়ে গেলো।তার কানে বার বার তার নানুর কথাটা প্রতিধ্বনিত হতে লাগলো,
তুই বাবা হতে যাচ্ছিস কুশান।তুই বাবা হবি।

কুশান এখন হাসবে না কাঁদবে সত্যি বুঝতে পারছিলো না।তার চোখের কোনায় জল চিকচিক করতে লাগলো আর মুখে হাসি ফুটে উঠলো।সে তখন এক দৌঁড়ে তোড়ার কাছে ছুটে সবার সামনেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কুশানের মুখ দিয়ে আজ কোনো শব্দই বের হচ্ছে না।কেমন যেনো এক অন্য রকম অনুভূতির সৃষ্টি হচ্ছে তার মনে প্রাণে।যে অনুভূতির কথা কাউকে বলে বা লিখে বোঝানো যাবে না।

এবার একদম ধমকানির সুরে কুশান তোড়ার নাকটা টেনে ধরে বললো,
এই মেয়ে?এই কথা আগে বলো নি কেনো আমায়?কেনো বলো নি?এই বিচার পরে করবো।এই বলে কুশান ছেড়ে দিলো তোড়াকে।আর এক দৌঁড়ে তোড়ার কেবিন থেকে বের হয়ে কামিনীর কেবিনের দিকে চলে গেলো।তার আম্মুকে নিজের মুখে বলবে বলে।কিন্তু কুশান বলার আগেই জারিফ চৌধুরী অনেক আগেই কামিনী কে খবর দিয়েছে।তবুও কামিনী নিজেও কুশানের আসার অপেক্ষায় আছে,কখন তার ছেলে নিজের মুখে বলবে কথাটা।

কুশান ধীরে ধীরে কামিনীর বেডের দিকে এগোতে লাগলো।আর কামিনী কুশানকে দেখে উঠে বসলো বেডে।কুশান তার মায়ের পাশে বসে হাত দুটি ধরে হাঁপাতে হাঁপাতে বললো,
আম্মু তোমার একজন খেলার সাথি আসতিছে।যার সাথে এখন থেকে তুমি রোজ রোজ খেলতে পারবে।

কামিনী যদিও বুঝতে পেরেছে কথাটা তবুও বললো, খেলার সাথি মানে?কে খেলবে আমার সাথে?

“না,মানে তোমার নাত,,,,না মানে তোড়া মা,,আমি বাবা,,,

কামিনী তখন ধমক দিয়ে বললো,
তোতলাচ্ছিস কেনো তুই?কি হইছে?

কুশান তখন তার দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে ধরে মিটমিটিয়ে হাসতে লাগলো,কারণ সে কেনো জানি আজ ভীষণ ইতস্তত বোধ করতে লাগলো তার বাবা হওয়ার কথাটা বলতে।অথচ এই মায়ের সাথে আজ পর্যন্ত সে কত কথা শেয়ার করেছে?কিন্তু শরম করলে তো হবে না।তার মাকে যে করেই হোক বলতেই হবে।তখন কুশান তার আম্মুকে জড়িয়ে ধরে বললো,

তুমি যেভাবে আমাকে ছোটো থেকে আদর দিয়ে দিয়ে এতো বড় করেছো ঠিক তেমনি ভাবে আমাকেও কোন এক পিচ্চিকে ছোটো থেকে বড় করতে হবে।তুমি যেমন ভাবে আমাকে একজন আদর্শবান ছেলে হিসেবে গড়ে তুলেছে ঠিক তেমন ভাবেই আমাকেও আমার সন্তান কে গড়ে তুলতে হবে।আম্মু!ডাক্তার ম্যাডাম বললো,
আমি নাকি বাবা হতে যাচ্ছি।এই টা কোনো কথা?ডাক্তার ম্যাডামের কথা শুনে আমার এতো হাসি পাচ্ছে কেনো আম্মু?আমি আবার পাগল টাগল হয়ে গেলাম না তো?

” হ্যাঁ পাগলই হয়ে গেছিস।এই পাগলের কোনো চিকিৎসা নাই।আমি ভাবতেই পারছি না আমার সেই ছোট্ট কুশান এতো বড় হয়ে গেছে।আমি তো এখনো তোকে সেই পিচ্চি কুশানই ভাবি।পিচ্চি ভেবে তোকে কত বকাঝকা করি,শাসন করি,কত কিছু করতে নিষেধ করি।আমি সত্যি বুঝতে পারি নি যে কুশান এখন নিজেই নিজের ভালোমন্দ বোঝার মতো যথেষ্ট জ্ঞান অর্জন করেছে।এই বলে কামিনী হো হো করে হেসে উঠলো।কামিনী আজ কুশানের এমন খুশি দেখে হাসতে হাসতে একদম কেঁদেই ফেললো।

কুশান তার আম্মুর হাসা দেখে নিজেও হাসতে লাগলো।

মা আর ছেলের মধ্যকার যতো রাগ অভিমান ছিলো মুহুর্তের মধ্যে যেনো সব দূর হয়ে গেলো।কুশান তো ভুলেই গেলো কামিনী তার নিজের মা নয়,অন্যদিকে কামিনী নিজেও ভুলে গেলো কুশান তার নিজের ছেলে নয়।এই ছেলের অন্য কেউ ভাগীদার আছে।

জারিফ চৌধুরী হঠাৎ কাবারের মধ্যে হাড্ডি হয়ে মা ছেলের মাঝখানে ঢুকে পড়লো।আর এসেই বললো,
তোমাদের কান্নাকাটি,হাসাহাসি, মান, অভিমান যদি শেষ হয়ে থাকে তাহলে এবার চলো বাসায় চলে যাই।নতুন অতিথি আসতেছে,এই খবর টা চারদিকে ছড়িয়ে দিতে হবে না?তাছাড়া তোড়ার বাবা মাকেও তো জানাতে হবে কথাটা।ওনারা শুনলে নিশ্চয় অনেক খুশি হবেন।

কুশান তখন জারিফ চৌধুরীর কাছে গিয়ে বললো,
আব্বু আমি তোড়াকে কাল ওর বাড়িতে একটু রেখে আসি?পরে তো ও যেতে পারবে না।সেজন্য এখন গিয়ে কয়েকটা দিন থেকে আসুক।এতে ওর মন টা অনেক ভালো থাকবে।

কামিনী সেই কথা শুনে বললো, হ্যাঁ বাবা। ভালো বুদ্ধি এটা।ওকে নিয়ে কয়েকটা দিন থেকে আয়।

কুশান কামিনীর কথা শোনামাত্র তোড়ার কেবিনের দিকে চলে গেলো।

কুশান চলে যাওয়ার পর জারিফ চৌধুরী বললো, আজকে আমাদের পরিবারের সবাই কতো খুশি হয়েছে।তারপরেও কেমন যেনো শূন্য শূন্য লাগছে।আজ যদি কুশান সত্যি আমাদের নিজেদের সন্তান হতো তাহলে কখনোই এই শূন্যতা বিরাজ করতো না মনে।বা যদি সত্য টা প্রকাশ নাই পেতো তাহলেই বোধ হয় বেশি ভালো হতো।সেজন্য এতো আনন্দের মাঝে আমার ভীষণ খারাপ লাগছে।বার বার শুধু সৃষ্টিকর্তাকে বলতে ইচ্ছে করছে কেনো কুশান আমার নিজের সন্তান হলো না?আর সে যখন আমাদের নিজের সন্তানই না তাহলে তার প্রতি এতো মায়া,মহব্বতের কেনো জন্ম নিলো?

কামিনী জারিফ চৌধুরীর কথা শুনেও একটা টু শব্দ করলো না।সে চুপচাপ থাকলো।কারণ সবার মনের এই আক্ষেপের জন্য সে নিজে দায়ি।সে যদি সেদিনই সবাইকে সত্য টা জানিয়ে দিতো তাহলে আজ আর এতো কষ্ট পেতো না কেউ।

🖤

সেলিনা বেগম আজ আর সারাদিন বাড়ি আসলো না।জামিলা বেগমের মুখোমুখি হওয়ার ভয়ে সে তার মেয়ের বাড়ি গিয়ে থাকলো।এদিকে সারাদিন অপেক্ষা করার পরও যখন জামিলা সেলিনা বেগমের দেখা পেলো না তখন জামিলা বুদ্ধি করে নিজেও সেলিনার মেয়ের বাড়িতে চলে গেলো।জামিলাকে দেখামাত্র সেলিনা বললো,
তুই?তুই এখানে?

“হ্যাঁ মামি।আমি এখানে।আমাকে আসতে হলো।”

সেলিনা বেগম তা শুনে বললো, খুব ভালো করেছিস।আমাকেও কেনো জানি একা একা ভালো লাগছে না।

জামিলা বেগম তখন সেলিনা বেগমের কাছে গিয়ে বললো,
মামী এবার একটু নাটক করা বাদ দাও।আগে বলো তুমি নাকি কুশানকে কামিনী বেগমের কাছে বিক্রি করেছিলি?কথাটা কি সত্যি?

সেলিনা থতমত খেয়ে বললো,
তোকে কে বলেছে?

“কে আবার বলবে?জারিফ চৌধুরী আর সোলেমান চৌধুরী নিজের মুখে বলেছে।আর তারা এটাও বলেছে তাড়াতাড়ি করে যেনো তুমি কুশানের আসল বাবা মার পরিচয় টা দিয়ে দাও।তা না হলে হসপিটাল থেকে বাচ্চা চুরির অপরাধে তোমাকে জেলে দেবেন ওনারা।

সেলিনা বেগম সেই কথা শুনে বললো, কোনো প্রমাণ আছে যে আমি নিজে ওই বাচ্চা চুরি করে ওদের কাছে বিক্রি করেছি।আজাইরে ভয় দেখালেই হলো নাকি?

জামিলা বেগম তখন সেলিনা বেগমের হাত ধরে বললো,
মামী,এখন তোমার বয়স হয়ে গেছে।তারপরেও কেনো এতো পাপ কাজ করছো?কেনো এভাবে অন্যজনের সন্তান চুরি করে বিক্রি করো?একবার ধরা পড়লে কি হবে বুঝতে পারছো?

সেলিনা তা শুনে বললো, কি সব বলছিস জামিলা?আমি জীবনে ওই একটা বাচ্চায় বিক্রি করেছি।আর কোনো বাচ্চা বিক্রি করি নি আমি।হসপিটাল থেকে বাচ্চা চুরি করা এতো সহজ কাজ নাকি?বাচ্চার পরিবারের লোকেরা আমাকে ধরতে পেলে না একদম মেরেই ফেলবে।

জামিলা তা শুনে বললো, তাহলে কেনো বলছো না কুশানের আসল পরিচয়।কার বাচ্চা কুশান?এই কথাটা বললে তোমার প্রবলেম টা কোথায়?

সেলিনা তখন বললো, তুই কি এই জন্য এসেছিস এখানে?যদি ভেবে থাকিস আমার মুখ থেকে সত্য কথা টা বের করবি তাহলে ভুল ভেবেছিস।আমি কখনোই বলবো না কুশান কার বাচ্চা।মরে গেলেও না।তুই যেভাবে পারিস খুঁজে বের কর।এই বলে সেলিনা তার মেয়ের বেড রুমে দরজা বন্ধ করে চুপটি করে বসে থাকলো।

জামিলা কোনো উপাই না দেখে সেলিনা যে ঘরে ঢুকেছে সেই ঘরে তালা লাগিয়ে চাবি হাতে নিয়ে বের হলো বাড়ি থেকে।কারণ জামিলার কেনো জানি সন্দেহ বেড়েই চলছে।এক,তার মামি কেনো সত্য কথাটা বলছে না,দুই,তার মামি কেনো বললো জীবনে শুধু ওই একটা বাচ্চায় বিক্রি করেছে সে।যদি তার মামি প্রফেশনাল চোর হতো তাহলে আরো অনেক বাচ্চাই বিক্রি করতে পারতো।জামিলার কেমন যেনো এলোমেলো লাগছে সবকিছু।সেজন্য জামিলা ওই রাতের বেলায় সেলিনার মেয়ের বাড়ি থেকে ডাইরেক্ট কুশানদের বাড়ি চলে গেলো।সে এখনি তার সন্দেহের কথা প্রকাশ করলো না।
জামিলা শুধু জারিফ চৌধুরী আর সোলেমান চৌধুরী কে বলার জন্য গেলো যে সেলিনা বেগম প্রকাশ করতে চাইছে না সত্য টা।সে প্রানপন চেষ্টা করেও সেলিনার মুখ থেকে সত্য কথাটা প্রকাশ করতে পারে নি।

জামিলা হঠাৎ জারিফ চৌধুরী কে জিজ্ঞেস করলো কুশানের জন্মসাল আর জন্ম তারিখ।এতে যদি সে কোনো ক্লু খুঁজে পায়।
জারিফ চৌধুরী কুশানের জন্ম সাল আর তারিখ বলতেই জামিলা বললো,
আপনি সিওর মিঃ জারিফ চৌধুরী?ভেবেচিন্তে বলুন।

জারিফ চৌধুরী অবাক হয়ে বললো,সিওর মানে?ওই দিনই তো কামিনীর বাচ্চা হয়।যখন সে মরা সন্তানের জন্ম দেয় তখন ওই দিনই তো সেলিনা বাচ্চা বিক্রির প্রস্তাব দেয়।এখানে ভাবাভাবির কি আছে?আমরা তো প্রতিবছর ওই তারিখেই কুশানের বার্থ ডে পালন করি।

জামিলা আর বেশি কিছু জিজ্ঞেস করলো না জারিফ চৌধুরী কে।সে চুপচাপ চলে এলো কুশানদের বাড়ি থেকে।কারণ ঐ একই ডেটে জারারও জন্ম হয়েছে।তাহলে কি জামিলার ধারণাই ঠিক?
জামিলা আবার সেলিনার মেয়ের বাড়ি চলে গেলো।
আজ জামিলা কত টা হয়রানির মধ্যে আছে তা সে ছাড়া কেউ জানে না।কারণ সে মনে মনে ভেবেই বসে আছে কুশানই তার নিজের সন্তান।এই ভাবনা টা কতখানি সত্য এটা যে করেই হোক সেলিনার মুখ থেকে বের করতেই হবে।
এজন্য জামিলা তালা খুলে সেলিনার রুমের ভিতরে ঢুকেই আবার দরজার ছিটকিনি লাগিয়ে দিলো।
এদিকে সেলিনা জামিলাকে দেখামাত্র দৌঁড়ে এসে বললো,
ঘরে তালা লাগাইছিলি কোন শাসনে?তোর সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি জামিলা।এই মামি আর মামা না থাকলে আজ ভিক্ষা করেও ভাত পাইতি না সেই মামীকে তুই ঘরে বন্দি করে রাখিস?তোর বিপদের সময়ে কে পাশে দাঁড়িয়েছিলো?এই আমি দাঁড়িয়েছি।আজ তুই নিজে প্রতিষ্ঠিত হয়েছিস,মেয়েকে ভালো করে বিয়ে দিয়েছিস,সব আমাদের জন্যই হয়েছে।

জামিলা সেলিনার কথা শুনে বললো,
মামি আমি কি কখনো অস্বীকার করেছি তোমাদের অবদান?যখন আমার মাথা গোঁজার ঠাঁই ছিলো না তখন নানার বাড়িতে আশ্রয় নিয়েছি।তোমরা না থাকলে কে দেখতো আমাদের মা মেয়েকে?কিন্তু কথা হচ্ছে তুমি কি জন্য আমার ছেলেকে বিক্রি করে দিয়েছো?কি জন্য কামীনির মরা বাচ্চাটাকে আমার বাচ্চা বলে চালিয়ে দিয়েছিলে?কি জন্য?আমার খোঁজখবর নেওয়ার কেউ ছিলো না বলে?না তোমাকে বিশ্বাস করেছি বলে?

সেলিনা বেগম জামিলার কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেলো।এ কোন আশ্চর্যের কথা শুনালো জামিলা।এই জামিলা এসব জানলো কি করে?ওকে তো আমি কিছু বলিই নি।সেলিনা একদম বাকরুদ্ধ হয়ে গেলো।সে আর কোনো কথা বলার সাহস পেলো না।

জামিলা তখন সেলিনার গা টেলা দিয়ে বললো, মামি কথা বলো।সত্য বলতে এতো ভয় পাচ্ছো কেনো?আমি তো ভয় পেলাম না।একদম নির্ধিদ্বায় বলে দিলাম।তুমি কথা বলো মামি।

সেলিনা একদম চুপ হয়েই থাকলো।

জামিলা তখন কাঁদতে কাঁদতে বললো, কি ক্ষতি করেছিলাম আমি?আর কি ক্ষতি করেছিলো আমার সন্তান?যার কারণে আমাদের মা ছেলের সাক্ষাৎ হওয়ার আগেই তাকে অন্য জায়গায় বিক্রি করে দিলে? আমার স্বামী নাই,মেয়েকে বিয়ে দিয়ে একদম একা হয়ে গেছি,আজ ছেলেটা আমার কাছে থাকলে কত টা শান্তি পাইতাম তুমি বুঝতে পারছো?আমার মতো অভাগীর সাথে এই প্রতারণা টা কেনো করলে তুমি?

সেলিনা বেগম এবার মুখ খুললো।সে জামিলার কাছে এগিয়ে এসে বললো,
ছেলে তোর কাছে থাকলে এইভাবে মানুষের মতো মানুষ করতে পারতি কখনো?আজ তোর ছেলে কত বড় লোক ঘরের সন্তান?শুনলাম তার নামে সবকিছু লিখেও দিয়েছে কামিনীর বাপে।কত সুখ আর ঐশ্বর্যের মাঝে বড় হয়েছে তোর ছেলে।আর তোর কাছে থাকলে তো বাসি পঁচা ভাত খেয়ে বড় হতে হতো তাকে।এরকম শিক্ষিতও করতে পারতি না।

জামিলা সেলিনার কথা শুনে রেগে গিয়ে উচ্চস্বরে ধমক দিয়ে বললো, মামি চুপ করো এবার।একটু তো অনুশোচনা করো।তুমি কি মানুষ না অন্যকিছু?এতো বড় একটা অপরাধ করেও কিভাবে বড় বড় কথা বলছো?ছিঃ!তোমার কি একটুও মায়া লাগে নি এই ভাবে আমার বাচ্চাটাকে অন্যজনের হাতে তুলে দিতে?

সেলিনা তখন বললো,তোর স্বামী ডিভোর্স দিলে তুই যে মেয়েকে সাথে করে নিয়ে আমাদের ঘরে উঠেছিলি তখন মনে ছিলো না এই ঘর টা মামীরা কোন টাকায় দিয়েছে?যখন পেট ভরে ভরে ভাত খেয়েছিলি তখন মনে ছিলো না এই খাবার টা কোথা থেকে আসতেছে?ছেলে বিক্রির টাকা তোর পেটেও গিয়েছে,তুই নিজেও সেই টাকার ঘরে থেকেছিস,সেই টাকা দিয়ে কেনা খাবার খেয়েছিস?আর এখন বড় বড় নীতি বাক্য শোনাচ্ছিস?

সেলিনার এমন কথা শুনে জামিলার রাগ একদম সীমা ছাড়িয়ে গেলো।সে হঠাৎ রাগ করে কাঠের পিঁড়ি দিয়ে সেলিনার মাথায় জোরে করে একটা আঘাত করলো।আর সেই আঘাতে সেলিনা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো।

চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here