আলোছায়া পর্ব -১৪+১৫

#আলোছায়া
পার্ট -১৪
#ফারহানা_কবীর_মানাল

আশরাফুল নিজের কাজে চলে যায়। মিরার সাত-পাঁচ না ভেবে জিলাপিতে কামড় বসায়। কতদিন হয়ে গেলো তার পছন্দের মিষ্টি খায়নি।


সকাল থেকে নিজের সকল কাগজপত্র রেডি করছে মিরা, আজ আশরাফুল তাকে কলেজে নিয়ে যাবে। এই দুইদিনে ওই লোকটার কাছ থেকে চারটা চিঠি পেয়েছে মিরা, একটাও পড়ে দেখেনি। কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছে। মিরা নতুন কোনো টেনশন নিতে চায় না, আশরাফুল তাকে কলেজে ভর্তি করিয়ে দিলেই হলো। মিরার সামনে নতুন সাজানো জীবন পড়ে আছে, সে-ই বাগানের পথে মাত্র কয়েকটা লোভনীয় জিনিস, মিরা ও-ই লোভের ফাঁদে পা দিতে চায় না।

আশরাফুল সবকিছু গুছিয়ে মিরার কাছে এসে বলে, ” তুমি সবকিছু গুছিয়ে নিয়েছো তো?”

মিরা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়। আশরাফুল মিরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিরা খুব সুন্দর একটা কালো বোরকা আর কালো হিজাব পরেছে, মুখ খোলা। কিন্তু কোনো প্রকার প্রসাধনী ব্যবহার করেনি। এতেই মিরাকে বড্ড সুন্দর লাগছে।

–” আচ্ছা মিরা তুমি আগে কোন কলেজে পড়তে?”

–” আমি সে-ই কলেজেই পড়বো?”

আশরাফুল মুচকি হেসে বলে, ” হুম, তোমার কিছু কাগজপত্র সেখানে জমা দেওয়া রয়েছে, অন্য কোথাও পড়তে গেলে তো সেগুলো আনতে হবে। ”

–” আমি জানি, শুধু জানতে চাইলাম। ”

আশরাফুল মুচকি হাসে। মিরা আশরাফুলের সাথে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে এসেছে। হঠাৎ মিরা প্রশ্ন করে, ” আচ্ছা আমরা কিসে যাবো?”

–” আমার বাইকে যাবে?”

মিরা অবাক হয়। আশরাফুলের বাইক আছে, তা মিরা জানতো না, কখনো দেখেনি।

–” আপনার বাইকও আছে?”

–” হুম ছিলো একটা, কিন্তু আমার কাছে নেই। ওই যে বাড়িটা দেখছো ওইখানে থাকে। ”

–” আপনার যা ভালো লাগে। ”

মিরার বড্ড অবাক হয়, নিজের বাইক থাকতে কি কেউ অটোরিকশাতে চলাচল করে নাকি! তা-ও অন্য এক জায়গাতে রেখে দিয়েছে। হবে হয়তো কোনো কারণ। আশরাফুল গিয়ে বাইকটা নিয়ে আসে। তারপর মিরাকে ইশারা দিয়ে উঠতে বলে। মিরা বাইকের পিছনে উঠে বসে। সেভাবে কখনও কারো বাইকে চড়া হয়নি মিরার। সামান্য ভয় লাগেছে, পরক্ষণেই মনে হচ্ছে এতো বড় মেয়ে বাইকে বসতে ভয় পাচ্ছে, এতো নেকামি ছাড়া অন্য কিছু নয়। তবুও মিরা উসখুস করছে, শান্ত হয়ে বসতে পারছে না। আশরাফুল খুব শান্ত হয়ে বাইক চালাচ্ছে। খুব বেশি জোরে বা অনেক আস্তে নয়।

–” অসুবিধা হচ্ছে তোমার মিরা? তাহলে আমাকে ধরে বসতে পারো। ”

মিরার সত্যিই অসুবিধা হচ্ছে, তবে আশরাফুলকে ধরতে পারছে না৷ কোনো এক অজানা দেওয়ালে আটকে গেছে, কি এমন হবে আশরাফুলের কাঁধে হাত রাখলে, সে তো নিজেই অনুমতি দিচ্ছে তাকে ধরার, তবে কিসের এতো জড়তা। কয়েক মিনিট পর হয়ে গেলেও মিরা আশরাফুলের কাঁধে হাত রাখে না, আশরাফুল বাইকের গতি কমিয়ে দেয়।
মিরা আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। আগে পরে বাইকে ওঠেনি তার জন্যই হয়তো এতো সময় সমস্যা হচ্ছিল। কলেজের সামনে গাড়ি থামায় আশরাফুল। মিরা কেমন অদ্ভুত দৃষ্টিতে কলেজটাকে দেখছে। বিয়ের পর সে ভেবেছিলো আর পড়াশোনা হবে না। কিন্তু আজ সবকিছু নতুন করে শুরু হচ্ছে।

কলেজে গিয়ে জানতে পারে মিরাদের ফরম ফিলাপ চলছে, করোনার সমস্যার কারণে এতো দেরিতে ফরম ফিলাপ হচ্ছে। মিরা বেশ খুশি হয়, সে ভেবেছিলো তার হয়তো একটা বছর লস হবে, ভাগ্যক্রমে আজই ফরম ফিলাপের শেষ তারিখ ছিলো, আশরাফুল টাকা দিয়ে মিরার ফরম ফিলাপ করে দেয়। মিরার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে ওঠে। আশরাফুল টাকা না দিলে এতোগুলো টাকা জোগাড় করতে বেশ সমস্যায় পড়তো মিরা। কাজ শেষ করে দুইজন কলেজ থেকে বেরিয়ে পড়ে।

–” আপনাকে সবকিছুর জন্য ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমার আর পড়াশোনা হতো না। ”

–” তোমার পড়াশোনা বন্ধ তো আমার জন্যই হয়েছিলো, ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, বরং আমার তোমার কাছে মাপ চাওয়া উচিত। ”

আশরাফুল এতো ভালো ছেলে, ভাবতেও কেমন অবাক লাগে মিরার। এই মানুষটাকে এক সময় কত খারাপ ভেবেছে মিরা। সময় হয়তো সবকিছু বদলে দেয়। আগামী কয়দিন মিরা কলেজে আসবে, সব কিছুর সাজেশন নিতে হবে স্যারদের কাছ থেকে। কলেজের কেউ তার পরিচিত নয় তেমন, নতুন ভর্তি হয়েছিলো আর তখনই পড়াশোনার পাট চুকিয়ে বিয়ে হয়ে গেছিলো। আশরাফুলের এমন সিদ্ধান্তে রেশমা বানু রাগারাগি করবেন না তো, হয়তো করবেন। এতো খুশির মাঝেও মিরার ভয় থেকেই যায়।

পাশাপাশি হেঁটে চলেছে মিরা আর আশরাফুল। আশরাফুল কলেজের সামনে বাইক রেখে এসেছে, যদিও ভেতরে গাড়ি নিয়ে আসতে পারতো কিন্তু আসেনি।

–” মিরা একটা জায়গাতে যাবে?”

–” কোথায় যাবো?”

–” বাড়ি যেতে ভালো লাগছে না, তুমি চাইলে একটু ঘুরতাম আর কি। ”

–” আচ্ছা, কিন্তু বাড়ির কাজগুলো রয়েছে তো। ”

–” তুমি সকালে রান্না করে রেখেছো? তোমার যদি সমস্যা থাকে তাহলে বাড়িতেই চলো। ”

মিরার বাড়িতে যেতে ইচ্ছে করছে না। সারাক্ষণ বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে। সকালে রান্না করে রেখেছিলো। দুপুরের রান্না নিয়ে কোনো চিন্তা নেই। নিজের কয়েকটা কাপড় ভিজিয়ে রেখে এসেছিলো, বাড়ি গিয়ে ধূয়ে দিবে। এ ছাড়া তেমন কোনো কাজ নেই মিরার।

–” না সমস্যা নেই। আপনি চলেন কোথায় যাবেন। ”

–” আমি যেখানে নিয়ে যাবো সেখানেই যাবে তুমি?”

আশরাফুলের এমন প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না মিরা প্রশ্নটা খুব সহজ তবে উত্তর দোওয়াটা বেশ শক্ত বলে মনে হচ্ছে মিরার। তবুও সাত-পাঁচ না ভেবে বলে,

–” হুম চলেন। ”

দুইজনে বাইকে চড়ে বসে, মিরা বেশ দূরত্ব বজায় রেখে বসেছে আশরাফুলের থেকে, আশরাফুলও আস্তে আস্তে বাইক চালাচ্ছে। আজ মনটা খুব ভালো মিরার, জীবন আমাদের নতুন নতুন কতকিছুই না শেখায়!

–” মিরা ফুচকা খাবে?”

ফুচকা জিনিসটা বরাবরই মিরার বেশ পছন্দের। তাই আর না করতে পারে না। রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে দুইজন হেঁটে ফুটপাতে চলে যায়। মিরার তেমন ঝাল খেতে পারে না। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আশরাফুল নিজের মতো ফুচকার অর্ডার দেয়।
(মিরার কেন এতো ঢ়ং বুঝি না বাপু, বললেই হয় ঝাল কম খাই হুহ)

সামনাসামনি দুইটা চেয়ারে মিরা আর আশরাফুল বসে আছে। দুইজনের হাতে ফুচকার প্লেট। মিরা লোভ সামলাতে না পেয়ে একটা ফুচকা মুখে পুরে নেয়।

–” জানো মিরা, এই ফুটপাতে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আমার এসব খুব ভালো লাগে, দামী দামী হোটেলের থেকে এখানের ফুচকা বেশ ভালো হয়। এই জায়গাতে আমি আগে প্রায়ই ফুচকা খেতে আসতাম। এখন অবশ্য তেমন আসা হয় না। ”

–” কেন এখন আসা হয় না কেন?”

–” যার সাথে আসতাম, সে নেই। ”

মিরা কিছু বলে না, তবে বেশ খারাপ লাগে আশরাফুলের জন্য। চলার পথে কত মানুষের সাথে কত স্মৃতি থাকে আমাদের। তাদের কেউ স্পেশাল কেউ হয়তো অনেক বেশি স্পেশাল হয়। তবুও তারা আমাদের জীবনে থাকে না, সময়ের স্রোতে তাদের কথা হয়তো আমরা ভুলে যাই। সব কথা কি আদো ভুলে যাওয়া যায়!

আশরাফুল হয়তো ফুচকা জিনিসটাতে ঝাল খুব পছন্দ করে। মিরা সবগুলো ফুচকা খেয়ে নিয়েছে বটে কিন্তু এখন ঝালে সবকিছু অন্ধকার দেখছে। চোখ নাক দিয়ে পানি পড়ছে, ঠোঁটেও ঝাল লেগেছে, ঠোঁট কামড়ে ঝাল কমানোর চেষ্টা করে চেলেছে, তখন ঝাম কম খাই বললে এই দশা হতো না। আজ রুমাল বা টিস্যু কোনোটাই সাথে আনেনি মিরা। কি একটা বিশ্রী অবস্থা! এখন কি হিজাব দিয়ে নাক মুছতে হবে নাকি!

আশরাফুল মিরাকে একটা রুমাল দিয়ে বলে, ” ঝাল খেতে পারো না তা বলবে তো নাকি!”

মিরা রুমালটা নিয়ে চোখ নাক মুছতে থাকে, আশরাফুলের কথাট জবাব পরেও দেওয়া যাবে আগে নিজে ঠিক হয়ে নিতে হবে। ”

–” রুমালটা কি আপনার?”

–” না তোমার জন্য পকেটে নিয়ে ঘুরছিলাম। দেখো ঠিক কাজে লেগে গেলো। ”

আশরাফুলের ট্যারা উত্তর শুনে মিরার বেশ রাগ হয়, পরক্ষণে নিজের বোকা বোকা প্রশ্নের জন্য নিজেকে ধমকাতে থাকে মনে মনে।

–” একটু পানি খেয়ে দেখো ঝাল কমে নাকি! তুমি বাচ্চাদের মতো ঝাল খেতে পারো না আমি বুঝতে পারিনি৷ ”

–” আমি তো বাচ্চাই নাকি হুহ। ”

–” হুম বাচ্চা বলা যায় তোমাকে, ঠিক সময়ে বিয়ে হলে নিজেই বাচ্চার মা হতে। ”

মিরা কিছু বলতে যাবে, এর আগেই আশরাফুল কোথায় হাঁটা লাগায়। মিরা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট দুই পরে আশরাফুল মিরার দিকে একটদ আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে,

–” তোমার যে অবস্থা তাতে পানি খেলে ঠিক হবে না। এই নাও, এটা খেয়ে নাও। বাচ্চা মেয়ে। ”

মিরা কপাল কুঁচকে তাকায় আশরাফুলের দিকে। ঝাল একটা মানুষ কম খেতেই পারে, তাই বলে কি তাকে বাচ্চা বাচ্চা বলতে হবে নাকি। আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করে মিরা। উফফ সত্যি অনেক ঝাল লেগেছে!

চলবে#আলোছায়া
পার্ট -১৫
#ফারহানা_কবীর_মানাল

সারাদিন বেশ ভালোই কাটে দু’জনের। আশরাফুলের বাইকে সারা শহর ঘুরে বেড়িয়েছে মিরা। আগে কখনো কারো সাথে এভাবে ঘোরা হয়নি তার। মিরা আশরাফুলের প্রতিটা কাজে বেশ অবাক হয়েছে, সে-ই সাথে একরাশ ভালো লাগা ছুঁয়ে গেছে তার মনে। আশরাফুলকে কোনো এক সময় মিরার বড্ড বেশি খারাপ মানুষ মনে হতো, তবে আস্তে আস্তে সে-ই ধারণার পরিবর্তন হচ্ছে, এখন মনে হয় আশরাফুল এই পৃথিবীর সব থেকে ভালো মানুষদের মধ্যে একজন। যে মিরার এলোমেলো জীবনটাকে আবারও সুন্দর করে সাজিয়ে দিবে।
বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা নেমে যায় ওদের, মিরার বাড়ি ফিরে হাত মুখ ধূয়ে নিজের বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দেয়। সারাদিন অনেক জায়গা ঘুরে বেড়িয়েছে আজ, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তবুও খুব ভালো লাগছে। বিছানায় শুয়ে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে।

তখন,
আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করে মিরা। উফফ সত্যি অনেক ঝাল লেগেছে! আইসক্রিম খাওয়ার পর আর ঝাল লাগছে না। আশরাফুল সত্যি খুব ভালো ছেলে, ঠিক বুদ্ধি করে আইসক্রিমটা নিয়ে এসেছিলো না হলে কত বোতল পানি শেষ করতে হতো আল্লাহই ভালো জানে।

–” আইসক্রিম খাওয়া শেষ হলে চলো যাই। ”

মিরা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বাইকের পিছনে উঠে বসে। আশরাফুল মিরাকে কোথায় নিয়ে যাচ্ছে মিরা জানে না, জিজ্ঞেস করতেও ইচ্ছে করছে না কারণ এভাবে ঘুরতে তার বেশ ভালোই লাগছে। একটা কাপড়ের দোকানের সামনে আশরাফুল বাইক থামায়। তারপর মিরাকে উদ্দেশ্য করে বলে, ” আমার সাথে এসো। ”

–” কোথায় যাবো? ”

–” গেলেই দেখতে পাবে। ”

আশরাফুল মিরাকে নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে, মিরা প্রশ্ন করে বসে, ” এখানে কেন আসলাম আমরা, আপনি কি কাপড় কিনবেন? কিন্তু এটা তো মেয়েদের কাপড়ের দোকান। ”

–” মেয়েদের কাপড় কিনবো তাই এখানে এসেছি, আমি মধ্যবিত্ত শ্রেণির মানুষ তো তাই এই দোকানে এসেছি৷ ”

আশরাফুলের কথা মিরা কিছু বলে না, শুধু মুখ বেঁকিয়ে ভেংচি কাটে। মিরা কি উনাকে বলেছে এটা কেমন দোকান বা উনি কেন এখানেই কাপড় কিনতে এসেছে। এই ছেলেটা একটু বেশি কথা বলে।

–” মিরা দেখো তো কোন কোন থ্রি-পিসটা সুন্দর লাগে। যে কোনো চারটা পছন্দ করো। ”

মিরার জানতে ইচ্ছে করে কার জন্য এসব কিনছে আশরাফুল। তবে মুখ ফুটে জানতে চায় না। সবগুলো থ্রি পিস অনেক সুন্দর। মিরা পছন্দ মতো চারটা বেছে দেয়। আশরাফুল নিজে একটা থ্রি-পিস পছন্দ করে দোকানির দিকে এগিয়ে দিয়ে বলে, ” এটা সহ এই চারটা প্যাক করে দিন। আর কত দাম হলো?”

–” ছয় হাজার টাকা স্যার। ”

দোকানির কথা শুনে মিরা চোখ বড় করে বলে ওঠে, ” এই থ্রি-পিসগুলোর এতো দাম? এগুলোর তো ৮০০-৯০০ এর বেশি দাম হওয়ার উচিত নয়। ”

মিরার কথায় আশরাফুল মুচকি হাসে, তবে মুখে কিছু বলে না। দোকানি মিরাকে উদ্দেশ্য করে বলে, ” আসলে মেডাম আপনি যে গুলো পছন্দ করেছেন তার দাম ৮০০ টাকা করে, তবে স্যার যে থ্রি-পিসটা পছন্দ করে দিয়েছে ওটা একটু দামী। ”

–” বললেই হলো নাকি! এই একটা থ্রি-পিসের দাম ২৮০০ টাকা। আপনি কিন্তু বেশি বেশি দাম বলছেন। ঠিকঠাক দাম বলেন না হলে একটা কাপড়ও নিবো না। ”

দোকানি হতভম্ব হয়ে আশরাফুলের দিকে তাকায়। আশরাফুল তখনও হেসে চলেছে।

মিরার দোকানির থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে, ” কি হলো আপনি ঠিকঠাক দাম বলবেন না?”

–” মেডাম এটা একদরের দোকান। এখানে দামাদামি চলে না। ”

মিরা দোকানের বাইরে, ভিতরে ভালো করে দেখে বলে, ” এখানে কোথাও লেখা নেই এটা একদরের দোকান। আচ্ছা সমস্যা নেই। নিবো না আপনার দোকান থেকে কাপড়। আরো অনেক দোকান আছে৷ ”

মিরা রাগ করে বেরিয়ে যেতে গেলে দোকানি বলে ওঠে, ” আচ্ছা মেডাম বলেন আপনি কত টাকা দিবেন। ”

–” সাড়ে চার হাজার। এর থেকে এক টাকাও বেশি দিবো না। ”

–” এতে অনেক লস হয়ে যাবে মেডাম। পাঁচ হাজার দিলে কাপড়গুলো নিয়ে যান। ”

–” বললাম তো সাড়ে চার হাজার। ”

–” আর দুইশো টাকা বেশি দেন। ”

মিরা কিছু বলতে যাবে এর আগেই এতো সময়ের নিবর দর্শক আশরাফুল বলে ওঠে, ” আচ্ছা কাপড়গুলো দিয়ে দেন৷ এই নিন টাকা রাখেন। ”

মিরা রাগি চোখে আশরাফুলের দিকে তাকায়। কিন্তু আশরাফুলের চোখের দিকে তাকিয়ে রাগটা কেমন হারিয়ে যায় তার। আশরাফুলের চোখের দিক থেকে চোখ সরিয়ে অন্য দিকে তাকিয়ে থাকে সে। দাম পরিশোধ করে আশরাফুল কাপড়গুলো নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়৷ মিরাও আশরাফুলের পিছন পিছন হাঁটা ধরে। বাইকে বসতে বসতে মিরা বলে ওঠে, ” আপনি কিন্তু ঠকে গেলেন। ”

আশরাফুল মুচকি হেসে বলে, ” না না আমি জিতে গেছি। ”

–” ওই লোকটা আপনার থেকে দুইশো টাকা বেশি নিলো আর আপনি বলছেন জিতে গেছেন। ”

–” ওসব তুমি বুঝবে না ঠিক হয়ে বসো না হলে পড়ে যেতে পারো। ”

মিরা একটা দীর্ঘশ্বাস ফেলে ঠিক হয়ে বসে। আশরাফুল মিরাকে নিয়ে একটা দর্জির দোকানে যায়। একজন মহিলা সেখানে বসে কাপড় বানাচ্ছে। বাইক থামিয়ে দোকানে গিয়ে বলে, ” কাকিমা এই কাপড়গুলো বানাতে হবে। ”

চল্লিশ বছরের বেশি মহিলা আশরাফুলের দিকে তাকিয়ে বলে, ” আরে বাবা তুমি। কতদিন পর এলে, তা কার কাপড় বানাবে? মাপ নিতে হবে তো তার। ”

আশরাফুল মিরাকে দেখিয়ে বলে, ” ও-র জন্য। ”

তারপর মিরাকে উদ্দেশ্য করে বলে, ” যাও ভিতরে গিয়ে মাপ দিয়ে এসো। ”

মিরার যেন বিশ্বাস হয় না এতোগুলা কাপড় আশরাফুল তাঁর জন্য কিনেছে। বুঝতে শেখার পর থেকে কখনো এতোগুলা কাপড় একসাথে বানায়নি সে। আচ্ছা আশরাফুল তাকে কাপড় কিনে দিলো কেন? এসব সাত-পাঁচ ধীর পায়ে হেঁটে দোকানের ভিতর চলে যায় মিরা। আশরাফুল দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে। মাপ নেওয়া শেষ হলে মিরা বেরিয়ে আসে।

মিরাকে বেরিয়ে আসতে দেখে আশরাফুল বলে, ” কাপড়গুলো কবে নিতে আসবো কাকিমা?”

–” চার পাঁচদিন পর এসো। সময় করে বানিয়ে রাখবো। ”

–” আচ্ছা ঠিক আছে। ”

আশরাফুল উনার দিকে এক হাজার টাকার দুইটা নোট বাড়িয়ে দিয়ে বলে, ” আচ্ছা সময় করে নিয়ে যাবো। আপনি সব গুছিয়ে রাখবেন। ”

মিরা কিছু বলতে যাবে তার আগে আশরাফুল তাকে থামিয়ে দিয়ে বলে, ” চলো। ”

মিরার আর কিছু বলা হলো না। মিরা অবশ্য জানতে চেয়েছিলো পাঁচটা থ্রি-পিস বানাতে কেন দুই হাজার টাকা দিলো। কিন্তু প্রশ্নটা মনের ভিতরই রয়ে গেলো। ওদের কথা শুনে মিরার মনে হলো ওঁরা পূর্ব পরিচিত। তা-ই আর কিছু জানতে চাইলো না।

দুপুরের খাওয়ার সময় হয়ে এসেছে। মিরার ক্ষুধাও লেগেছে বেশ, কিন্তু বলতে পারছে না। কোথাও একটা দ্বিধা কাজ করছে তার। আশরাফুল এক মনে বাইক চালিয়ে যাচ্ছে। লোকটা বেশ ভালোই বাইক চালাতে পারে।

–” মিরা চলো দুপুরের খাওয়াটা বাইরেই সেরে ফেলি। আমার খুব ক্ষুধা লেগেছে। ”

–” আচ্ছা ঠিক আছে। ”

আশরাফুল একটা রেস্তোরাঁয় সামনে গিয়ে বাইক থামায়। তারপর দুইজনে মিলে ভেতরে প্রবেশ করে। আশরাফুল পেছনের দিকে একটা টেবিলে বসে পড়ে মিরারও আশরাফুলের সাথে একই টেবিলে বসে। আশরাফুল মিরা মুখোমুখি চেয়ারে বসে আছে।

–” কি খাবে মিরা?”

–” আপনার যা ইচ্ছে। ”

–” আমার পছন্দের খাবার তোমার পছন্দ হবে তো। আমি তো জানি না তুমি কিসব খেতে পছন্দ করো বা কোন কোন খাবার খাও না। ”

–” আমি প্রায় সব খাবার খেতে পছন্দ করি। তবে ঝাল খেতে পারি না বেশি। ”

প্রতি উত্তরে আশরাফুল শুধু মুচকি হাসে। অভাবের সংসারে মিরা কখনো খাবার বেছে খাওয়ার সুযোগ পায়নি। মা’য়ের কষ্ট দেখে কখনো বলতে পারেনি এটা খাবো না। তাই প্রায় সব খাবার খেতে পারে সে। আশরাফুল দুইজনের জন্য বিরিয়ানি অর্ডার দেয়। বিরিয়ানির নাম শুনেই মিরার মন খুশিতে নেচে ওঠে। বিরিয়ানি তার খুব পছন্দের খাবার। কিছু সময় অপেক্ষা করার পর খাবার চলে আসে। আশরাফুল চুপচাপ খেতে থাকে। মিরাও নিজের খাওয়ার মনোযোগ দেয়। তবে আশরাফুল সামনে বসে খেতো কেমন অস্বস্তি বোধ করছে মিরা। আশরাফুলও হয়তো ব্যাপারটা বুঝতে পারে তাই মিরার পাশের চেয়ারটাতে বসে পড়ে। তারপর আস্তে আস্তে বলে, ” এখন আর তোমার সামনে বসে নেই। আশা করি এখন আর খেতে কোনো অসুবিধা হবে না তোমার। ”

সামনে থেকে এখন পাশে এসে বসে বলছে তোমার অসুবিধা হবে না। আশরাফুল লজিক দেখে মিরার খুব হাসি পায়। তবে হাসি চেপে যথা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে। আশরাফুল খাওয়া শেষ করে কাউন্টারের দিকে যায় বিল পরিশোধ করার জন্য। মিরা যতোদূর জানে বিলটা টেবিলে দিয়ে যায়। কি জানি হবে হয়তো কোনো নতুন পদ্ধতি।

মিরা খাওয়া শেষ করে হাতমুখ ধুয়ে রেস্তোরাঁ থেকে আশরাফুলের সাথে বেরিয়ে আসে। এরপর দু’জন মিলে সারা বিকাল ঘুরে বেড়িয়েছে। সারা শহর ঘুরে সন্ধ্যায় বাড়িতে ফিরেছে। মিরার জীবনের সুন্দর দিনগুলোর মধ্যে আজকেরটা অন্যতম। আশরাফুল আজ মিরাকে একটা সুন্দর বোরকাও কিনে দিয়েছে। বোরকা কেনার জন্য মিরাকে নিয়ে একটা একদরের দোকানে গিয়েছিলো। তারপর মুচকি হেসে বলেছিলো, ” মিরা এটা একদরের দোকান তো?”

মিরা প্রতিত্তোরে শুধু মুচকি হেসেছিলো। বোরকাটা আশরাফুল নিজেই পছন্দ করে দিয়েছে মিরাকে। কালো রংয়ের বোরকাটা দেখতে খুব সুন্দর।

এসব ভাবতে ভাবতে কখন যে মিরার চোখ লেগে যায় বুঝতে পারে না মিরা। চোখ খুলে দেখে রাত দশটা বেজে গেছে। রাতের রান্না করা হয়নি। না জানি এখন আবার কি অশান্তি শুরু করে রেশমা বানু। ভাবতেই মনটা খারাপ হয়ে যায় মিরারৃ এভাবে ঘুমিয়ে পড়া উচিত হয়নি তার। কিছু একটা রান্না করে ঘুমালে আর সমস্যা হতো না। গায়ের ওড়নাটা মাথায় জড়িয়ে রান্না ঘরের দিকে হাঁটা শুরু করে। কিন্তু রান্না ঘরে গিয়ে চোখ ছানাবড়া হয়ে যায় মিরার। সম্পূর্ণ রান্নাঘরে এলোমেলো করে রাখা। মিরার যতদূর মনে পড়ছে সকালে সবকিছু গুছিয়ে রেখেছিলো সে।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here