এক জীবনে অনেক জীবন পর্ব ১

#এক_জীবনে_অনেক_জীবন(১)
*******************************

এই এই এমন করে লাফিয়ে, দৌড়ে কোথায় যাচ্ছো ? থামো জলদি ।

মা’র এমন বাজখাঁই কন্ঠে দৌড় থামিয়ে অনেক কষ্টে নিজেকে সংযত করলো জারা । লিভিংরুমে তার ল্যাপটপটা রেখেছিল, সেটাই আনতে যাচ্ছিল এখন । পেছন ফিরে জিজ্ঞেস করলো –

কী হলো এমন করে চেঁচাচ্ছো কেন ?

কেন শুনতে পাচ্ছো না না-কি ? ঐ ঘরে যে লোক বসে আছে সেদিকে কোনো খেয়াল নেই তোমার ? কাপড়চোপড়ের এ কী ছিরি ? কতোদিন বলেছি এমন বিতিকিচ্ছিরি ড্রেস না পরতে । কী সব ঢোলা গেঞ্জি আর টাইট প্যান্ট….

মা এটা এখনকার ফ্যাশন । তুমি না কিচ্ছু বোঝো না । কারা এসেছে মা ?

যারাই আসুক তুমি তাড়াতাড়ি রুমে যাও । এগুলো পাল্টে একটু ভদ্রলোক হয়ে তারপর ঢুকবে রুমে, ঠিক আছে ।

আমি কেন ড্রেস পাল্টাবো ! একটু আগেই তো গোসল করে কাপড় পাল্টালাম । আরে তুমি দেখি নতুন শাড়ি পরেছো ! আচ্ছা মা তুমি কী বলবে কারা এমন স্পেশাল লোক এসেছেন যার কারণে সবাইকে ড্রেস পাল্টে আসতে হবে । আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো । কারো সামনে যেতে পারবো না ।

এই জারা দাঁড়াও বলছি, খবরদার একদম বেয়াদবি করবে না । যা বলছি শোনো ।

মা’র দিকে অবাক হয়ে তাকিয়ে জারা জিজ্ঞেস করলো –

আমি কী বেয়াদবি করলাম মা ? আর আমার একদম ভালো লাগে না তোমাদের বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজন আসলে সামনে যেয়ে কথা বলতে । তাঁদের সাথে আমি কী কথা বলবো বলো তো ? খুবই বোরিং ।……………………………….…………
।……………………………….…………
।……………………………….…………
।……………………………….…………
।……………………………….…………
।……………………………….…………
।……………………………….…………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here