গাংচিল পর্ব ১৫

#গাংচিল
#১৫তম_পর্ব

মৌপ্রিয়া উদ্গ্রীব হয়ে রয়েছে শোনার জন্য। তখন তিয়াশা চিন্তিত কন্ঠে বলে,
“দোস্ত, ব্যাপারটা গুরুতর। আমার মনে হয় তুই প্রেমে পড়েছিস. এটা কোনো ক্রাশ প্রাশ না, সরাসরি প্রেম। তাও যে সে প্রেম না গুরুতর প্রেমরোগ”

তিয়াশার কথা শুনে মাথা ফাঁকা হয়ে যায় মৌপ্রিয়ার। হতভম্ব হয়ে টেবিলে রাখা লবনদানিটার দিকে তাকিয়ে থাকে সে। সে প্রেমে পড়েছে, কথাটা তার যেনো হজম হচ্ছে না। হতাশ গোমড়া মুখড়াটা আরোও নেতিয়ে পড়লো। এক ঝাক কালো বাদলের ঘনঘটা মন ঘিরে ধরলো। কোথাও একটা ভয় তাকে নিজের দিকে টানছে। অন্যমনস্ক ভাবেই বললো,
“মিথ্যা কথা, এটা অসম্ভব। আমি আর প্রেম”
“মাঝে মাঝে অসম্ভব জিনিসগুলোর মধ্যেও সম্ভব লুকিয়ে থাকে। আর প্রেমের উপর কারোও কন্ট্রোল তো থাকে না। সে মুক্ত পাখির মতো ডানা মিলে।“
“প্রেম যে সবাইকে নিঃস্ব করে ফেলে তিয়া”

ধরা গলায় কথাটা বলে মৌ। তার চোখ টলমলে আছে। প্রেম নামক অনুভূতিতে যে তার প্রচুর ভয়। তিয়াশা মৃদু হেসে বলে,
“কে বলেছে তোকে প্রেম নিঃস্ব করে?”
“আমি বাবাকে দেখেছি কষ্ট পেতে। শুধু বাবা নয়, তুই ও তো নিঃস্ব হয়েছিস।“
“পাগলী, প্রেম কাউকে নিঃস্ব করে না। প্রেম পূর্ণতা দেয়। বিশ্বাসঘাতকতা নিঃস্ব করে। কারোও প্রেম ভালোবাসা দেয়, কারো প্রেম দেয় বিশ্বাসঘাতকতা। এটা অস্বীকার করবো না, প্রেম মানেই জ্বলন্ত অগ্নিকুন্ড। তোকে ধীরে জ্বালীয়ে মারবে। জ্বালীয়ে পুড়িয়ে নতুন তোকে তৈরি করবে। কিন্তু সব প্রেমে ধ্বংস হয় না। আংকেলের টা আমি জানি না, তবে আমার প্রেম আমাকে নিঃস্ব করে নি, কোথাও না কোথাও আমি পূর্ণ। তাই তো এতোকিছুর পর ও মানুষটাকে ভালোবাসা থামাতে পারি নি।“

তিয়াশার কথা শুনে সন্দীহান কন্ঠে মৌপ্রিয়া বলে,
“তবে সেদিন সে কেনো ছেড়ে গিয়েছিলো তোকে? কেনো তোকে একা করে গিয়েছিলো? যখন তোর অন্তুকে সবথেকে বেশী দরকার ছিলো কেনো সে তোর সাথে ছিলো না?”
“অন্তু আমাকে কখনো ছেড়ে যায় নি, আমি অন্তুকে ছেড়ে দিয়েছিলাম। আবেগের বিয়েটা আমি মানতে চাই নি। সেকারণেই হয়তো সে আমাকে ঘৃণা করে।“

তিয়াশার কথায় হতবাক হয়ে যায় মৌ। এতো বছর পর এই প্রথম তিয়াশা মুখ খুলেছে। তার এবং অন্তুর ব্যাপারে সে কিছু বলেছে। এতো বছরের বন্ধুত্বে কখনোই তাদের বিয়ের ভাঙ্গনটা মৌপ্রিয়ার কাছে খোলাশা করে নি সে। ঘুটে ঘুটে কষ্ট পেয়েছে কিন্তু কখনোই সত্যি কারণটা কাউকে জানতে দেয় নি। মৌপ্রিয়া ভেবেছিলো অন্তু তিয়াশার হাত ছেড়ে দিয়েছে। অবশ্য সেটার ও কিছু কারণ ছিলো। তিয়াশা যখন কলেজে অনিয়ম করা শুরু করেছিলো, সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলো তখন মৌ সবার আগে অন্তুর কাছেই তার খোঁজে যেতো। কিন্তু অন্তুর যেনো সবসময় একটা গা ছাড়া ভাব ছিলো, তিয়াশার প্রতি সে ছিলো উদাসীন। তখন এমন একটা ভাব ছিলো যেন, তার কাছে তার ক্যারিয়ারটাই বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং বান্ধবী হিসেবে মৌপ্রিয়ার ধারণা ছিলো অন্তু তিয়াশাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আজ তিয়াশার মুখে এমন ধারা কথা শুনে সে হতবাক হয়ে গিয়েছে। অবাক কন্ঠে বলে,
“অন্তু তোকে ছেড়ে যায় নি?”
“উহু, ওই পাগলের কাছে এই বিয়েটার মূল্য সবথেকে বেশি ছিলো। আমি কি ভীতু ছিলাম। কি করতাম বল, হুট করে আমার জীবনটা ৩৬০ ডিগ্রী এঙ্গেলে ঘুরে গেলো। আমার সবকিছু এলোমেলো হয়ে গেলো। আমার জন্য অন্তুর পড়াশোনার বেশ ক্ষতি হচ্ছিলো। নিজের স্বার্থপরতার জন্য আমি সেই মানুষটাকে কষ্ট দিতে পারি না তাই না? ওর জীবনের বাধা হবার থেকে এই অনিশ্চিত সম্পর্কটাকে ভেঙ্গে দেওয়াই আমার জন্য সহজ মনে হয়েছে। তাই আমি ওর জীবন থেকে সরে গেলাম। তবে ওকে ভালোবাসাটা বন্ধ করতে পারলাম না। তাইতো আজ ও আমার মনের ব্যালকানিতে ওর নামের সূর্যটাই উঠে। প্রেম মানে নিঃস্ব হওয়া না মৌ। আর তুই তো অলরেডি ওই আবালচন্দ্র মাষ্টারমশাই এর প্রেমে পড়ে গিয়েছিস। এখন চাইলেও তুই নিজেকে বাঁচাতে পারবি না।“
“যদি আমাদের গল্পটা সুখের না হয়? যদি সে আমার প্রেমে না পড়ে?”
“প্রেম মানেই তো বেদনা, এক পাক্ষিক হোক কিংবা উভয়পাক্ষিক। বেদনাহীন প্রেম, প্রেম নয়। এতা কেবল খোলস। আর তোর এই হিসেবগুলো প্রেমের ক্ষেত্রে খাটে না। সব হিসেবকে জ্বালিয়ে দিবে তোর প্রেম। তাই সময়ের উপর ছেড়ে দে। সময় ঠিক বলে দিবে।“

তিয়াশার কথা শুনে মলিন হাসি হাসে মৌপ্রিয়া। সে প্রেমে পড়েছে। অবশেষে পঁচিশ বছরের জীবনে সে প্রেমে পড়েছে। তাও কার! যাকে সবথেকে বেশি অপছন্দ তার, আবালচন্দ্র মাষ্টারমশাই এর প্রেমে পড়েছে সে। কিন্তু এর পরের কাহিনীটা কি হবে? সেটা যে তার অজানা। সে শুধু ঈশ্বর ই জানেন_________________

সিলেটের চা বাগানের কাছেই ভিলা সীমান্তদের। বিগত পঁচিশ বছর ধরে এই ভিলাতেই তাদের বাস। মিজান সাহেবের চাকরিটা শুরু হয় চা বাগানের ম্যানেজার হিসেবে। আজ তাদের নিজস্ব চা বাগান আছে। এই চা বাগানের ভিলার ঝুলন্ত বারান্দা খুব পছন্দ সুমী বেগমের। তার যখনই মন খারাপ থাকে সে বারান্দায় এসে দাঁড়ান। বারান্দা থেকে গুড়ি গুড়ী বৃষ্টি দেখা তার পছন্দের কাজের মধ্যে একটি। আজ তার মন খারাপ। অবশ্য এই মন খারাপ তার প্রতিদিন ই হয়, আজকের মাত্রা বেশি। সীমান্তকে নিয়ে খুব বাজে স্বপ্ন দেখেছে সে। ধরফরিয়ে উঠেছেন সকালে। ইচ্ছে করছিলো একটা ফ্লাইট নিয়ে উড়ে যেতে সীমান্তের কাছে। কিন্তু তার স্বামীর বারণটা তাকে আটকে রেখেছে। মিজান সাহেব মিলিটারীদের থেকেও শক্ত মানুষ। মানুষটার মনটা যেনো পাথর। নয়তো নিজের অসুস্থ ছেলের সাথে কেউ জিদ করে? তিনি আবার সীমান্তকে ত্যজ্য পুত্র করেছেন। তাই সুমী বেগম কে স্বামী এবং ছেলের মধ্যে একজনকে বেঁছে নিতে হচ্ছে। একজন মায়ের কাছে ব্যাপারটা অতি কষ্টের। তবে করার কিছুই নেই। হঠাৎ একটা গরম কফির মগ তার দিকে এগিয়ে এলো। পাশে ফিরতেই দেখেন মিজান সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি জানেন তার স্ত্রীর বৃষ্টির দিনে কফি খাওয়া খুব পছন্দ। কফির মগটা এগিয়ে দিয়ে ধীর স্বরে বললেন,
“খেয়ে বলতো কেমন হয়েছে। নিজ হাতে বানিয়েছি।“

সুমী বেগম মগ হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন, পছন্দের কফিটাও আজ ভালো লাগছে না তার। মিজান সাহেব বাহিরের দিকে দৃষ্টি দিলেন। চা বাগানের এক অংশ বারান্দা থেকে স্পষ্ট দেখা যায়। বাগান দেখতে দেখতে বললেন,
“রেগে আছো আমার উপর?”
“রাগার অধিকার আছে বুঝি?”
“তুমি ভালো করেই জানো, তোমার অধিকারের সীমা। মুখে বলার দরকার নেই।“
“ওহ, আমি তো ভাবতাম এ বাড়িতে আমি অনুভূতিহীন একটা জড় পদার্থ, যাক জেনে ভালো লাগলো।“

সুমী বেগমের ঠেস মারা কথায় মিজান সাহেব আহত হলেন ঠিক ই। কিন্তু তা প্রকাশ করে নিজের পুরুষ অহংটাকে আঘাত পেতে দিলেন না। ঠান্ডা গলায় বললেন,
“শুরুটা আমি করি নি সুমী, সীমান্ত করেছে।“
“আপনি ভালো করেই জানেন সে আপনার ছেলে। তাই জিদটাও আপনার মতোই। সেদিন তাকে ওভাবে অপমান করাটা কি খুব শোভনীয় ছিলো।“
“তর্কে যেতে ইচ্ছে করছে না। তুমি ভালো করেই জানো ঝামেলাটা কবে থেকে শূরু হয়েছে। সে লেখক হয়ে চেয়েছে, হয়েছে। আমার মতামত কানে তোলার প্রয়োজনীয়তা বোধ করে নি। বাবা হিসেবে আমি চেয়েছিলাম আমার ছেলে একটা এমন কাজ করুক যা গর্বের সাথে আমি বলতে পারি। তুমিও জানো তার পোটেনশিয়াল ছিলো। কিন্তু না তার তো লেখার ভুত চেপেছে। এখন শুনছি একটা প্রকাশনীও আছে। খুব ভালো। কিন্তু এতো জেদ কেনো তার? সে ভালো করেই জানে ওই লেখনী দিয়ে কিচ্ছু হয় না। পৃথিবীতে চলতে টাকার দরকার। তার বাঁচতেও টাকার দরকার। এতো কিছু জানা স্বত্তেও তোমার ছেলে জেদ ধরে বসে আছে নিজের টাকায় ওপারেশন করাবে। ভালো তো, আমিও অপেক্ষায় আছি। আমিও দেখতে চাই কতোদিন তার এই জেদটা থাকে।“

মিজান সাহেবের ঠান্ডা গলার কথায় থমকে যান সুমী বেগম। তার দৃষ্টি ঝাপসা হয়ে যায়, ধরা গলায় বলেন,
“আপনাদের এই মান অভিমান আর জেদের যুদ্ধে আমার ছেলেটাই না হারিয়ে যায়………………

চলবে

[অসুস্থ থাকার কারণে বড় করে লিখি নি। ইনশাল্লাহ আগামীকাল পুষিয়ে দেবার চেষ্টা করবো। পরবর্তী পর্ব ইনশাল্লাহ আগামীকাল রাতে পোস্ট করবো। দয়া করে কার্টেসি ব্যতীত কপি করবেন না]

মুশফিকা রহমান মৈথি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here