জলছবি পর্ব ২০+২১

#জলছবি
#পার্ট_২০
#কাজী_সানজিদা_আফরিন_মারজিয়া
.
সন্ধ্যে বেলা।
শহরের আনাচে-কানাচে অন্ধকারের রং গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে ক্রমশ। মাগরিবের আযান দিয়েছে বেশ অনেকক্ষণ!
ঘরের দরজা জানালা সব আটকানো। একে তো সন্ধ্যা, তার-উপর সব বন্ধ! যার ফলে ঘরে আলো প্রবেশ করার উপায় নেই। অন্ধকার রুমে অন্ধকারাচ্ছন্ন মন নিয়ে একপাশ হয়ে শুয়ে রইলো নোলক। বিষন্ন সময়ে আলোর চাইতে অন্ধকারকেই বেশি আপন লাগে।

দরজা চাপানো ছিলো। সেই চাপানো দরজা ঠেলে নবনী রুমে আসলো। অন্ধকার রুম আলোকিত করার জন্য বাতি জ্বালাল। নোলককে এই অবেলায় শুয়ে থাকতে দেখে বলল,
“কিরে? এই অসময়ে শুয়ে আছিস কেন? আযান দিয়েছে সেই কখন! উঠে বস। সন্ধ্যেবেলা শুয়ে থাকতে হয় না।”
নোলকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এলো না। সে আগের মতোই চুপ, নিশ্চুপ।
নবনী অবাক হলো। এক মূহুর্তের জন্য ভেবে নিলো, শরীর খারাপ নয়তো?
নোলক প্রচন্ড মন খারাপ কিংবা শরীর খারাপ হলেই কেবল সে চুপচাপ হয়ে যায়।
যেহেতু নোলক অন্যপাশ হয়ে শুয়েছিলো তাই ওর মুখ দেখতে পায়নি। দেখতে পেলেও অবশ্য বিশেষ কিছু টের পেতো না। নবনী বিছানায় বসলো। পেছন দিক হতেই বোনের বাহুতে হাত রাখলো। চিন্তিত কন্ঠে জিজ্ঞেস করলো,
“শরীর খারাপ, বোন? তুই তো এত চুপচাপ থাকিস না।”
নোলক বোনের দিকে ফিরলো না। বরং যেভাবে ছিল সেভাবে থেকেই অস্বাভাবিক শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করলো,
“আমি কি খুব বেশি কথা বলি আপু?”
নবনী ধরে নিলো বোন তার কথায় কষ্ট পেয়েছে। তাই আদরের সহিত মাথায় হাত বুলিয়ে বিশ্লেষণ করার মতন করে বলে,
“ঠিক তা না। উল্টা বুঝছিস। দেখ সবাই তো আর এক না, তাই না? একেক জনের একেক রকম বিশেষত্ব থাকে। খুব চুপচাপ থাকাটাই কারো বিশেষত্ব, আর কারো বিশেষত্ব হলো চঞ্চলতা। তুই তো আমাদের চঞ্চলাবতী। তোরে কি এমন চুপ থাকা মানায়? একদমই মানায় না। কী হয়েছে বোন? শরীর খারাপ, নাকি মন? ঝগড়া হয়েছে কারো সাথে?”
নোলক আরো একটু আড়ষ্ট হয়ে শুয়ে, হাত দুটো মাথার নিচে রেখে জবাব দিল,
“কিছু হয়নি আপু। এখন আমার শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। তুই কি একটু রুমে বাতিটা অফ করে অন্য রুমে যেতে পারবি?”
নবনীর কপাল কুঁচকে এলো। নোলক তো এমন কখনও করেনি! কি হয়েছে মেয়েটার?
নোলক অনুনয়ের স্বরে বলে,
“প্লিজ আপু! একটু একা থাকি! আমার এখন একা থাকতে ইচ্ছে করছে।”
নবনী তার বিস্ময় নিয়েই বাতি বন্ধ করলো। সন্তর্পণে রুম থেকে বেরিয়ে এলো। ভাবনা কিছুই মিলছে না। নবনী ভাবনার অবসান ঘটাতেই বুঝি ফোন বেজে উঠলো। কুঁচকানো ভ্রু নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই যেন ভ্রু-জোড়া আরো খানিক কুঁচকে এলো। ‘ইশান!’ ইশানের সাধারণত নবনীকে ফোন করে না। করলে নোলককে করে। এখন হঠাৎ ওর ফোন দেখে চিন্তা যেন আরো বাড়ে। নোলকের পাশাপাশি আরমানও যোগ হয় সেই চিন্তায়। আরমানের কিছু হলো নাকি?
চশমাটা এক হাতে ঠিক করে অন্যহাতে ফোন রিসিভ করে। কানের কাছে নিতেই ওপাশ থেকে ব্যাস্ত কন্ঠস্বর,
“আসসালামু আলাইকুম, ভাবি। অগ্নিশর্মা কই? ঠিক আছে ও?”
নবনী মস্তিষ্কের বিরূপ প্রভাব ফেলে প্রশ্নটি। একে তো নোলকের ওমন নিরবতা, তারপর এমন প্রশ্ন! একটু চুপ থেকে, কৌতূহল দমিয়ে রেখে বলে,
“ও তো নিজের রুমেই আছে। কিছু হয়েছে কি?”
ইশান বুঝতে পারে ওর হুট করে এমন করে প্রশ্নটা করা ঠিক হয়নি। কিন্তু না করেও তো উপায় নেই। তখন অমন হুট করে চলে এলো। তারপর ছেলেটা ফোনের উপর ফোন দিচ্ছে কিন্তু ফোন অফ! চিন্তা হবে না?
নিজেকে সামলে নিয়ে ইশান বলে,
“তেমন কিছু হয়নি আপু। আসলে কিছু হয়েছে কিনা বুঝতেও পারছি না। বিকেলে দেখা হওয়ার পর মনে হলো ও অসুস্থ, তাই ফোন দিচ্ছিলাম। কিন্তু ফোন অফ। তাই ভাবলাম কিছু হয়েছে কিনা! অগ্নিশর্মা ঠিক আছে?”

নবনীর বিস্ময় তরতর করে বেড়ে যায়। ‘তার মানে কিছু একটা নিশ্চই হয়েছে। ইশানের সঙ্গে কিছু হয়েছে কি? কিন্তু ওর সঙ্গেই-বা কি হবে? বিশেষ কোনো সম্পর্ক তো নেই ওর সাথে! নাকি আছে?’ মনে মনে ভাবে কথাগুলো নবনী। ফোনে ইশান আছে মনে পড়তেই নিজেকে সামলে নেয়। যথেষ্ট স্বাভাবিক কন্ঠেই বলে,
“আচ্ছা টেনশন করবেন না। ও ঠিক আছে। ওয়েদার চেইঞ্জ হচ্ছে তো, তাই বোধহয় শরীর একটু খারাপ লাগছে। আমি বলে দিবো পরে ফোন দিতে।”

ইশান স্বস্তির নিশ্বাস ফেলে বলল,
“না, না। ওকে আর ফোন দিতে বলতে হবে না। রেস্ট নিক। একটু টেনশন হচ্ছিল, এখন ঠিক আছে। রাখছি তবে, আল্লাহ্‌ হাফেয।”
বলেই ফোন কেটে দেয়। তারপর বুক ভরে শ্বাস নিয়ে বিছানায় বসে। আদ্র সব শুনলো এবং দেখলো। ইশান রুমে আশার পর থেকে ইশানের অস্থিরতাও দেখেছে। ইশান আদ্রর দিকে তাকাতেই জিজ্ঞেস করলো,
“কী হয়েছে? নোলক অসুস্থ?”
“হুম।”
“তোর সঙ্গে কি ওর দেখা হয়েছিল?”
ইশান দুহাতে নিজের চুলগুলো এলোমেলো করতে করতে বলে,
“হুম, বিকেলে দেখা হয়েছিল। কি বিষন্ন দেখাচ্ছিল মেয়েটাকে!”
আদ্র এক পলক ইশানের দিকে চেয়ে হাতের বইটা টেবিলে রাখলো। আদ্রর নিরবতার মাঝেই ইশান আবার বলে,
“কি যেন বলবে বলেছিল। তা আর বলল কই? শুরুতে মোটামুটি ঠিকই ছিলো, বুঝলি? হঠাৎ কি যে হয়েছিল কে জানে! বলল, রিকশা ডেকে দিতে। ডেকে দিলাম। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলো। এরপর ফোন অফ পেলাম। এখন ভাবিকে কল করে জানলাম, ওয়েদার চেঞ্জ হইলেই নাকি তার শরীর খারাপ হয়। মেয়েটা যেন কেমন। পিচ্চি লাগে আমার কাছে! বাচ্চা বাচ্চা মুখ, বাচ্চা বাচ্চা কাজ-কারবার, আদুরে আদুরে ভাব আদ্যপ্রান্ত।”
আদ্র হাসে। সুন্দর হাসি। বিছানা থেকে নেমে খুলে রাখা ঘড়িটা পুনরায় হাতে পরতে পরতে বলে,
“ও যে বাচ্চা, পুঁচকে, ছুটকিয়া সে ব্যাপারে তোর সন্দেহ আছে? তুরতুর বাচ্চারাই করে, বড়রা না। বয়স বাড়লেও সে ছুটকিয়া-ই রয়ে গিয়েছে।”
ইশান হেসে দিয়ে বলে,
“ছুটকিয়া? হা হা! দারুন বলেছিস। অগ্নিশর্মা ইকোয়েলটু ছুটকিয়া!”
বলেই আরেক দফা হাসে। আদ্র সম্পূর্ণ তৈরি হয়ে বলে,
“আমি বাহিরে যাচ্ছি। তুই যাবি?”
“না, ঘুম লাগছে দোস্ত! অগ্নিশর্মার চিন্তায় ঘুমের ক্ষুধা লেগে গিয়েছে। একটু ঘুম খাই!”
বলেই সে বিছানায় শরীর এলিয়ে দেয়। আদ্র বলে,
“অদ্ভুত সব কথাবার্তার জন্য যদি প্রাইজ দেয়া হতো তুই সেখানে ফার্স্ট প্রাইজ পেতি, ড্যাম শিওর। দরজাটা আটকে দে।”
বলেই ঘর থেকে বেড়িয়ে যায়। আদ্র বেড়িয়ে যাওয়ার পরও ইশান আগের মতোই শুয়ে রইলো। পরপর দুইবার বিড়বিড় করলো,
“অগ্নিশর্মা, অগ্নিশর্মা। উফফ, পুড়ে যাচ্ছি!”
.

ইশানের সাথে কথা বলা শেষে নবনী পুনরায় রুমে এসে লাইট অন করলো। নোলক আগের ন্যায় শুয়ে ছিলো। এমন কি লাইট জ্বালানোর পরও নড়লো না পর্যন্ত। এবার আর পিছনে বসলো না নবনী। নোলকের সামনে গিয়ে টুল টেনে বসলো। নোলকের চোখ বন্ধ ছিলো। নবনী ভাবল, বোধহয় ঘুমাচ্ছে। আলতো করে কপালে হাত ছোঁয়াতেই চোখ মেলে তাকায় নোলক। তার মানে ঘুমায়নি। কারন ঘুমালে এত অল্পে ঘুম ভাঙে না ওর।
নোলক উঠে বসে। হাঁটু ভাজ করে তা দু’হাতে আঁকড়ে ধরে হেলান দিয়ে বসে।
নবনী খুব আদুরে কন্ঠে বলে,
“আমাকে বলবি না, কী হয়েছে?”
নোলক হাসার চেষ্টা করে বলল,
“কি বলবো? কিছুই হয়নি আপু। অযথা চিন্তা করছো।”

নোলকের এই এক অসুবিধা! সে মন খারাপ ভাবটা কখনোই লুকাতে পারে না। তার অবশ্য একটা কারন আছে। অন্যসময় খুব বেশি পটরপটর করে, একমাত্র মন খারাপ হলেই সে ভয়ানক চুপচাপ হয়ে যায়। যার ফলে তার মন খারাপ ভাবটা সবাই চট করে ধরে ফেলে।

নবনী কিছুক্ষণ চুপ করে থেকে আচমকাই বলে,
“ইশানের সঙ্গে কিছু হয়েছে?”
এমন কোনো প্রশ্ন নবনীর তরফ থেকে আসতে পারে তা যেন নোলকের ধারনাতীত ছিলো। এমন প্রশ্ন কেন করলো তাও বুঝতে পারলো না। নোলক ভ্রু সামান্য কুঁচকে উল্টো প্রশ্ন করলো,
“তার সাথে কি হবে?”
“আমার থেকে লুকাচ্ছিস কেন?”
“কী লুকাচ্ছি?”
নবনী আশ্বাস দেয়ার মতো করে বলে,
“আরে বোকা, ইশানকে তো আমিও ভালো জানি। তোকে খুব ভালো মেনটেইনও করতে পারবে। দুজকে মানায়ও দারুন। মান-অভিমান চলছে বুঝি? আরেহ এসব কোনো ব্যাপার না। সম্পর্কের মাঝে এসব হয়-ই। তাই বলে এত্ত মন খারাপ করে থাকতে হবে? আমার থেকে লুকিয়ে গেলি এসব? যাইহোক, ফোন অন কর। ছেলেটা ফোন করছে তোকে। চিন্তা করছে। শেষে বোধহয় বাধ্য হয়েই আমায় ফোন দিল।”

নোলক হতভম্ব, স্তব্ধ। বিস্ময়ে বাকরুদ্ধ। বোন তার এসব কি ভেবে বসে আছে, তা ভেবেই আহত। ডিরেক্ট মেনে নেওয়াতে চলে গিয়েছে! কি সাংঘাতিক! আর ইশান-ই বা কি বলেছে যাতে এমন ভাবনা এলো? হরেক রকম প্রশ্ন ঘুরতে লাগলো নোলকের মাথায়। এক আকাশ বিরক্তি প্রকাশ করে বলল,
“ধ্যাত আপু! এসব কি বলছো? দেখ এমনিতেই প্রচন্ড মন-মেজাজ খারাপ তার উপর এসব উদ্ভট কথা-টথা বলে আরো খারাপ করে দিও না, প্লিজ।”
নবনী আহত হওয়ার মতো করে বলে,
“এখনও অস্বীকার করছিস? আচ্ছা বলনা, কেমনে কি হলো? কবে থেকে?”
চোখেমুখে তার তুমুল উচ্ছ্বাস নবনীর।
নোলক আর্তনাদ করে বলে,
“আপু……! ভাল্লাগে না প্লিজ যাও তো। ফালতু কথা বলছ কেন?”
নবনী নোলকের একটু কাছে ঝুঁকে বলে,
“আচ্ছা, আচ্ছা! এখন বলতে হবে না। মন ভালো হলে বলিস কেমন? তবুও এমন ‘ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে যাওয়া’ টাইপ মুখ করে থাকিস না। আমি তো আর বাংলা সিনেমার প্রেমে বাধা দেয়া ‘বাপ, ভাই, বোনের’ রোল প্লে করছি না। সো, নো চাপ। ঝগড়া করেছিস এখন আবার ঝগড়া মিটিয়ে ফেল, ব্যাস হয়ে গেল।”
বলেই চট করে উঠে রুমের বাহিরে চলে যায়।
নোলক চেঁচিয়ে বলে,
“তুমি খুবই খারাপ আপু! তোমার সাথে আরমান ভাইয়ের বিয়ে না দিয়ে তার বন্ধুর সাথে বিয়ে দিয়ে, উড়াধুরা ছ্যাঁকা খাওয়ানো উচিত ছিলো।”
নবনী রুম থেকে বেড়িয়ে গেলেও নোলকের এহেন কথায় পুনরায় দরজার সামনে এসে দাঁড়ায়। অবাক হওয়ার মতো করে বলে,
“এইখানে আরমান আসলো কই থেকে? আর ওর বন্ধুই বা আসলো কই থেকে? কি কইলি বইন? আগামাথা তো ঠাওর করতে পারছি না! একটু বুঝা তো?”
নোলক ঠোঁট উল্টে বলে,
“তুমি বুঝবা না, যাও তো।”
নবনী মিটিমিটি হেসে বলে,
“হুম, বুঝি বুঝি! থাক আর কান্দিস না, ঝগড়াঝাঁটি মিটিয়ে নে।”
নোলক চোখমুখ খিঁচে বিছানা থেকে বালিশ ছুড়ে মেরে বলে,
“নিষ্ঠুর মহিলা! বোনের দুঃখ বোঝে না! উল্টাপাল্টা কথা বলে খালি!”
নবনী হাসতে হাসতে ডাইনিং রুমের দিকে যায়। ইশানকে তার ভালো ছেলেই মনেহয়। তাছাড়া নোলকের সাথেও বেশ ভালই কেমিস্ট্রি। এমনকি শুরুতে আদ্র’র সাথে সাপেনেউলে সম্পর্ক থাকার সময়েও ইশানের সাপোর্টটিভ মনোভাবের কথাও নোলকের কাছেই শুনেছে। মনে মনে কি ভেবে যেন সন্তুষ্ট হয় নবনী। ঠোঁটের কোনে এক চিলতে হাসির দেখা দেয় খুব গোপনে।……(চলবে)
#জলছবি
#পার্ট_২১
#কাজী_সানজিদা_আফরিন_মারজিয়া
.
রাত তখন দশটা ছুঁই ছুঁই। জানজটের শহরে, এ রাত তেমন কিছুই না। ব্যস্ত কোলাহল অল্পবিস্তর হালকা হতে শুরু করেছে, এই যা!

নবনী খাওয়ার জন্য কিছু তৈরি করছে। নোলক সোফায় শরীর এলিয়ে রেখে আনমনে কিছু ভাবছে। ভাবনা কদ্দুর এগোল জানা নেই তবে আর আগানোর সুযোগ পেল না। ফোন বেজে উঠলো। নোলক বিরক্তি নিয়ে টি-টেবিলের উপর রাখা ফোনটির দিকে চাইলো। নাম স্পষ্ট বোঝা গেলো না যদিও তবু ফোনের ওপর প্রান্তে থাকা মানুষটার উপর মহা বিরক্ত হলো। বার কয়েক রিং হওয়ার পর নোলক ফোনটা রিসিভ করে কানের কাছে নিলো। নাম দেখেনি তখনও। নোলল ‘হ্যালো’ বলতেই ওপাশ থেকে এক তীক্ষ্ণ প্রশ্ন,
“বলুন তো, শরীরের অসুখ বেশি পিড়া দেয়, নাকি মনের অসুখ?”
কন্ঠটা শুনে নোলক এলিয়ে রাখা শরীর সোজা করে বসে। অবিশ্বাস নিয়ে কানের কাছ থেকে ফোন এনে চোখের সামনে ধরে। কাঙ্খিত মানুষটি নিশ্চিত হওয়ার পর পরই হঠাৎ মন, শরীরজুড়ে অকারণ এক অভিমান ভর করলো। ঠোঁট ফুলিয়ে বলল,
“জানিনা। এটা জানতে কল করেছেন?”
আদ্র নিশ্চুপ হাসে। এক কান থেকে ফোন অন্য কানে নিয়ে বলে,
“না। শরীর কেমন আছে এখন?”
“আমার শরীর কেমন আছে, তা জেনে আপনার কি কাজ? নিজের কাজ করুন।”
“আমার কোনো কাজ নাই। খাইদাই, ঘুমাই আর আকাশ দেখি। আকাশকে খুব আপন লাগে।”
নোলক মনের ঝাজ খানিক মেটানোর জন্যই তেজ নিয়ে বলে,
“এবার আকাশ গুলে খান। প্রয়োজন পড়লে চাঁদ, তারাও গুলে খান। একা খেতে না পাড়লে প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে খান। আমার কাছে কি?”
“কিছু না। আবার বোধহয় অনেক কিছু! কিন্তু অনেক কিছুটা কি তা বলতে পারবো না। নিজের জানা থাকলে পাড়তাম হয়তো।”

আদ্রর হেয়ালি ধরনের কথাগুলো নোলকের হজম হয় না। অতিরিক্ত রাগে আর কিছু বলতেও পারে না। শেষে আকস্মিক ফোন কেটে দিলো। ওপাশ থেকেও আর কল আসে না। নোলকের ঠোঁট বাঁকিয়ে আসে। কেন আসে না ফোন? এমন কেন সে? মন বোঝেনা, নাকি বুঝতে চায় না?
ভারী দুঃখ দুঃখ লাগে নোলকের।
দুই মিনিট, পাঁচ মিনিট, সাত মিনিট! টিকটিক করা ঘড়িটিতে মিনিটের কাটা সাত অব্দি যেতেই নোলকের রাগ কমে যায়। অনুতাপ হয় অমন করে ফোন কেটে দেয়ায়। ঐ শান্ত স্বরে কথা বলা ছেলেটার প্রতি ভালো লাগা সাত মিনিটের মাথাতেই আগের জায়গায় চলে আসে। ভালো-লাগা-গুলো বুঝি এমনই হয়!
কিছুক্ষণ আনচান আনচান করে নোলক ফোনটা আবার হাতে নেয়।
নোলক ফোন করার সঙ্গে সঙ্গে রিসিভ হয়। যেন সে জানত মেয়েটি আবার ফোন করবে! নোলক বলে,
“স্যরি।”
“স্যরি? ওয়েদারের সঙ্গে সঙ্গে আপনার মুডও দেখি সুইং হয়। ইন্টারেস্টিং। এই মেয়েটার সবই দেখি অদ্ভুত!”
নোলক কিছু বলে না। এই ছোট রসিকতাও ওর ভালো লাগে। অন্য কেউ হলে হয়তো খ্যাঁক করে উঠতো। কিংবা আগের আদ্র হলেও হয়তো! এখন যে মেয়েটার কি হচ্ছে!
আদ্র বলে,
“দরজাটা একটু খুলুন, নোলকরানী।”
নোলকরানী? নোলকের মনটাকে টুপ করে একটুকখানি স্নিগ্ধতা এসে ছুঁয়ে দিয়ে যায়। কি সুন্দর সম্মোদন! এর আগে কারো করা সম্মোদন এত ভাল তো লাগেনি! এই ছেলেটা সবকিছুতেই কেমন যেন সম্মোহন মিশিয়ে রাখে। অমৃতের ন্যায় তৃপ্তি দেয়।
ভালো লাগাটা মনের মাঝেই লুকিয়ে রেখে বলে,
“কেন? পারবো না। খুলেই দেখবো কুটলী চাচি দাঁড়িয়ে আছে। আর আমার মেজাজ যতটুকু ভাল আছে, ততটুকুও উধাও হবে।”
আদ্র বলে,
“আগে খুলেই দেখুন।”

নোলক আর কথা বাড়ায় না। কৌতুহল নিয়েই দরজা খুলতে যায়। খানিক সংশয় নিয়ে দরজা খুলতেই ভুত দেখার মতো চমকে উঠে। দু’কদম পিছনে গিয়ে আর্তনাদ করে বলে,
“এই! আপনি? আপনি এখানে! কখন, কিভাবে এলেন?”
আদ্র শরীর কিঞ্চিৎ বাঁকিয়ে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিলো। চোখেমুখে তার চমকে দেয়ার চেষ্টা। ঠোঁটের কোণে, ঐ চশমা চোখে এতক্ষণ মৃদু হাসি লেগে থাকলেও নোলকের এমন বাচনভঙ্গিতে সেই হাসি আরো চওড়া হলো। বলে,
“এখন এলাম, উড়ে উড়ে। নোলকরানীকে ভূতের রাজ্যে নিয়ে যেতে। যাবেন?”

নোলক চোখ বুলিয়ে আগাগোড়া আদ্রকে দেখে। সে যেন তখনও বিশ্বাস করতে পারছে না। আদ্রর পরনে টিশার্ট আর টাওজার। হুট করে বেড়িয়ে হুট করে চলে আসা টাইপ গেটাপ। এই অতি ম্যচিউর’ড ছেলেটি হুটহাট কিছু করতে পারে তা আগে ভাবেনি কিংবা ভাবতে পারেনি বলেই হয়তো এই অবিশ্বাস।
আদ্র বলে,
“আরেহ! মেয়েটা দেখি হ্যাং হয়ে গেলো! সেদিন ট্রেন থেকে যেহেতু ধাক্কা মেরে ফেলে দেননি, সেহেতু ভূত-টূত হয়ে কামড়াতে আসিনি। যেভাবে চমকে গিয়েছেন এখন নিজেকে ভূতের রাজা মনে হচ্ছে।”
বলেই হাসে আদ্র। কৌতুক বলা শেষে মানুষ যেমন হাসে, অমন।
হেসে ফেলে নোলকও। কিছুক্ষণের জন্য মন খারাপ লাগা, মন খারাপ লাগার কারন ভুলে বসে। ইতোমধ্যে মুগ্ধ হয়ে থাকা ছেলেটার প্রতি আরো একটু মুগ্ধতা বেড়ে যায়। মুগ্ধ হয় তার কথায়, হাসিতে, চোখে, চোখের ঐ চশমায়!

কিন্তু এই মুগ্ধতা পুরো মন ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার আগেই আদ্র’র ফোন বেজে উঠে। আদ্র ফোনের দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। মুখের হাসি মিলিয়ে গিয়ে গম্ভীরতায় ভরে যায়।
নোলকের মনে পড়ে যায়, ও ভুল মানুষে মুগ্ধ হতে যাচ্ছিল। তার যে প্রিয় কেউ আছে! তার যে মুগ্ধ হওয়ার অন্য কেউ আছে! সে সেখানে ফ্যাকাসে এক আলগা মায়া ব্যাতিত কিছুই নয়। নোলক দরজা আটকে দেয়। আদ্রকে কিছু বলার প্রয়োজন টুকু বোধ করে না। আদ্র ডাকে,
“এই নোলক?”
সে কি আর সেই ডাক শোনে? তার ভিতরের অনল পুনরায় দাউদাউ করে জ্বলে উঠে, কমতে যাওয়া দহন পুনরায় উজ্জীবিত হয়।
বোনকে হনহন করে রুমে যেতে দেখে নবনী ডেকে জিজ্ঞেস করে,
“কে এলো রে? কার সাথে কথা বলছিলি?”
নোলকের চোখ ছলছল করে উঠে। অশ্রুসিক্ত কন্ঠে বলে,
“কেউ না আপু। একদম কেউ না!”

আদ্র নিচে নেমে আসে। ল্যাম্পপোস্টের নিচে বসে। নোলকদের রুমের জানালাটার দিকে চায়। একটু দূর, এখান থেকে স্পষ্ট দেখা যাবে না ওখানে কেউ থাকলেও। তবুও চায়। ‘মেয়েটা অমন রিয়েক্ট করলো ক্যান? মুড সুইং? হা হা! পাগল! নাহ, পাগলি!’ আদ্র ভাবে মনে মনে।
আরশি তখনও কল করেই যাচ্ছে। আদ্র মাথা ধরে যায়। কানের কাছে পৌছে যাওয়া রিংটোনটা বিষিয়ে দেয় মন। প্রচুর রাগে মস্তিষ্ক ফেটে আসে। এক আকাশ অনিচ্ছা আর বিতৃষ্ণা নিয়ে ফোন তোলে। যতটা রুক্ষ কন্ঠ করা যায়, ঠিক ততটা রুক্ষ করেই বলে,
“কী চাও? আর কী চাওয়ার আছে তোমার? কেন আমায় পোড়াচ্ছ? প্লিজ নিস্তার দেও! আমি তো তোমায় ছাড়িনি! তুমি ছেড়ে গিয়েছিলে। এখন কী চাও? কেন তোমার এই বাচ্চামি? তুমি তো এখন আর বাচ্চা নও আরশি! যথেষ্ট ম্যাচিউর হওয়ার বয়স হয়ে এসেছে। প্লিজ ম্যাচিউর হও, ম্যাচিউর বিহেভ করো। আমি বিরক্ত, বুঝতে পাড়ছ না? আর কত বুঝিয়ে বললে বুঝবে?”

আদ্র ওপাশ থেকে কোনো কথা শুনল না। শুধু শুনল নিরব কান্না। থেমে থেমে কাঁদছে মেয়েটা। সে কি অনুতপ্ত? দু’বছর আগে করা অন্যায়ের জন্য? ঠিক দুবছর পর মেয়েটা এখন ঠিক কি চাচ্ছে, ভেবে পাচ্ছে না আদ্র।

কান্না শুনতে ইচ্ছে হয় না। ফোন কেটে ল্যাম্পপোস্টের দিকে চায়। হলদেটে আলোটা এসে পড়ে চোখে, মুখে আর স্বচ্ছ চশমাটায়। আদ্র ক্লান্ত মন নিয়ে বসে থাকে, আর দূর থেকে এই ল্যাম্পপোস্টে আচ্ছন্ন মানবটার দিকে জানালা দিয়ে চেয়ে থাকে এক অভিমানি কন্যা। তার চোখ ভরা অভিমান, মন ভরা অভিযোগ। অন্য কারোর-ই যদি হয়ে থাকে, কাছে কেন আসে? বাড়ায় কেন টান?
.
.
লুবনা তাদের বন্ধুমহলের ছবির এলবাম দেখছিল। কতশত স্মৃতি আর খুনশুটি মাখা একেকটা ছবি! লুবনা অবশ্য এসব বাদে অন্যকিছু দেখে, অন্যকাউকে দেখে। এতগুলো মানুষের মাঝেও প্রতিটা ছবিতে তার চোখ ঐ কৃষ্ণবর্ণের ছেলেটার দিকেই প্রথমে যায়। তার হাসিহীন মুখ, কুঁচকান ভ্রু! কি আশ্চর্য! একটা ছবিতে হাসি নেই ছেলেটার মুখে। লুবনা ভাবে,
“এই ছেলে কি রোবোট? এমন কেন? নিরামিষ!”
তবুও তার এই নিরামিষটাকেই ভালো লাগে।

লুবনার ফোনে টুং করে আওয়াজ হয়। সে তাকায়। মেসেজ ভেসে উঠে,
“নিচে নাম, দ্রুত। সময় এখন থেকে একশ বিশ সেকেন্ড।”
লুবনা ছুটে বারান্দায় যায়। জনশূন্য রাস্তায় ছেলেটাকে দেখতে পেয়েই খুশি উতলে পরে। একশ বিশ সেকেন্ডও বোধহয় পুরোপুরি লাগে না। এক ছুটে নিচে নেমে আসে। হাস্যজ্জ্বল মুখ করে বলে,
“দোস্ত, ট্রাস্ট মি, আই ওয়াজ মিসিং ইউ।”
“ড্রামা কুইন।” ফয়সালের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া।
লুবনা আহত হয়ে বলে,
“সত্যি।”
“তো? চুমু দিবো এখন?”
ফয়সালের লাগাম ছাড়া কথায় লুবনা নাকমুখ কুঁচকে বলে,
“ছিঃ! বেয়াদপ!”
ফয়সাল স্বচ্ছ হাসে। তারপর বলে,
“হাত দে।”
লুবনা বলে,
“কেন?”
“আবার প্রশ্ন করিস! বেয়াদপ, বড়লোকের মেয়েগুলা এমন ফাজিল, বেয়াদপই হয়।”
লুবনার রাগ লাগে। সে তিক্ত কন্ঠে বলে,
“দেখ ফয়সাল? সবসময় এমন বড়লোক বড়লোক করবি না। আমার অসহ্য লাগে।”
ফয়সাল বাঁকা হাসে। বলে,

“হয়েছিস তো বড়লোকের ঘরেই। বড়লোক বললে গায়ে লাগবে কেন?”
“আমার ভালো লাগে না, তুই বলবি না। দয়াকরে আমার আর তোদের মাঝে বড়লোকের প্রাচীর তৈরি করিস না।”
“হাতটা দে, পাকনামি কম করে। নয়তো দিবো একটা কানের নিচে।”
“দিব না।” লুবনার জেদ।
ফয়সাল এবার আর লুবনার হাত বাড়িয়ে দেয়ার অপেক্ষা করে না। নিজেই ওর হাতটা নিজের হাতে নিয়ে পকেট থেকে চুরিগুলো বের করে হাতে পড়িয়ে দেয়। লুবনা অবাক হয়। অবাক চোখে চেয়ে থাকে অদ্ভুত ছেলেটার দিকে। ফয়সাল বলে,
“ক্যাম্পাসের সামনে যেই খালাগুলো বসে তাদের থেকে নিতে ইচ্ছে হলো, তাই নিয়েছল্যম। দেয়ার কেউ নেই, তাই তোকে দিলাম। ভালো না লাগলেও ফেলিস না। রেখে দিস।”
ফয়সালের এমন কথায় লুবনা একটা অদ্ভুদ কাজ করে। ফয়সালকে জড়িয়ে ধরে। খুব আদুরে কন্ঠে বলে,
“তোর সবকিছু আমার প্রিয়। হাসি, রাগ, বকা, শাসন, ভালোবাসা আর এই চুড়ি। ফেলবো কি করে? তুই আমার প্রিয়, অনেক বেশি প্রিয়। আমি বড়লোকের মেয়ে থাকতে চাই না। একটা বদরাগী পাগলের রাগ, দুঃখ, সুখ, শাসন বকাঝকা সব শেষে একটুকখানি ভালোবাসার মানুষ হয়েই থাকতে চাই। আমাদের মাঝের দেয়ালটা রাখিস না, প্লিজ। তোর মতো আগলে আমায় কেউ রাখে না। আর পারবেও না। আমার তোকেই চাই, সবসময়, সারাক্ষণ।”
ফয়সাল ভাবতেই পারে নাই লুবনা এমন কিছু করে বসবে। ফয়সাল আগের মতোই দাঁড়িয়ে থেকে বলে,
“দেয়াল তো আছেই। আত্মসম্মান আর টাকার দেয়াল। তোর বাপ ভাইয়ের টাকার দেয়াল আর আমার আত্মসম্মানের। তোর সাথে আমার যায় না, লুবু। কনট্রল ইওর-সেল্ফ। তুই যেমন আমার কাছে দামি, ঠিক তেমনি আমার মায়ের আত্মসম্মানও। বড়লোকদের প্রধান হাতিয়ার গরিবদের আত্মসম্মানে হাত দেয়া।
তারা আমার, আমার মায়ের আত্মসম্মানে আঘাত করবে যা আমি মানতে পারবো না।”
লুবনা আরো একটু শক্ত করে আঁকড়ে ধরে। বাড়ির সামনে, যে কেউ যখন তখন দেখে ফেলে একটা তুরকালাম বাঁধিয়ে দিতে পারে। সেই চিন্তাও যেন আজ মেয়েটাকে কাবু করতে পারলো না।
ফয়সাল শ্বাঃস নেয়। দুঃখ আর অপারগতার দুঃখময় দীর্ঘশ্বাঃস। অদ্ভুত এক মায়ায় মত্ত থেকে কয়,
“দুঃখ মানুষের-ই তৈরি বুঝলি? তারা খুব যত্নে দুঃখ গড়ে। দুষ্প্রাপ্য জিনিসের প্রতি লোভ করে তুখড় আগ্রহ নিয়ে। যা কিনা কখনই তার হওয়ার না। তবুও চায়, কিন্তু পায় না। অবশেষে দুঃখের এক কারিগর হয়ে দুঃখ পোষে! আমার প্রতি তোর এখন যেই অনুভূতি তা কেবল ফ্যাসিনেইশন। দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। তোর প্রতি আমার যেই অনুভূতি তাও কেবল মায়া, মোহ! ভালো লাগাটা এই ফ্যাসিনেইশন অব্দি-ই থাকতে দে। জীবন তো আর গল্প কিংবা সিনেমা নয়, তাই না? বাস্তবতা ভিন্ন। উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার সেল্ভ’স। ছাড়।”
“না। আমি এই ফ্যাসিনেইশন আর ইনফ্যাচুয়েশন নিয়েই থেকে যেতে চাই। আমার এই মানুষটাকেই চাই। বকবে, শাসন করবে, আবার খুব করে ভালোও বাসবে।”

এত করে বুঝানোর পরও লুবনার এমন জবাবে রাগ হয় ফয়সালের। এতক্ষণ নরম স্বরে বললেও এবার তেজী স্বরে বলে,
“থাপ্পড় দিব। ছাড় বলছি।”
“না, না, না।”
“শ্রীতমার বিয়ের দিনের ইনসিডেন্ট এর পর থেকে এখন অব্দি অনুতাপে ভুগছি। আর অনুতাপ বাড়াইস না প্লিজ। ছাড়।”
লুবনা ছেড়ে দাঁড়ায়। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পরে।
ফয়সালের মন পোড়ে। একবারের জন্য ভাবে, আসলেই যদি লুবনা কোনো ধনী ঘরে না জন্মাত! তবে হয়তো ও নিজেই খুব শক্ত করে জড়িয়ে রেখে বলতে পারতো, আমিও এই ফ্যাসিনেইশনেই জড়িয়ে থাকতে চাই আজীবন!
কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের অপারগতা নিয়েই বলে,
“কাঁদিস না। তোর কান্নাই শুধু সহ্য হয় না। কি এক জ্বালা! লোকে বলে, প্রেম। আমি বলি, মরন!”……..(চলবে)
(রিচেইক করিনি। দিবো না ভেবেও দিয়ে ফেললাম। সবাই বলে গ্যাপ দেই বেশি, সেই অপবাদ খানিক ঘুচানোর চেষ্টা। এবার ভুল-টুল হলে আপনাদের দোষ। আমার কোনো দোষ নাই!)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here