তোমায় ছোঁয়ার ইচ্ছে পর্ব -১৪+১৫

#তোমায়_ছোঁয়ার_ইচ্ছে
#পর্ব_১৪
#সুমাইয়া_মনি

মুরাদ পার্কে পৌঁছাবার আগেই সোহানা বাড়ি চলে আসে। কেননা সে মুরাদের মুখোমুখি হতে চায় না। তার নিজের কাছে বিব্রতবোধ কাজ করছে। ইসানা ওঁকে অপেক্ষা করতে বলেছিল। কিন্তু বান্ধবীর কথাও সে শুনেনি। তার থেকে বয়সে ছোট ছেলেকে বিয়ে করার কথা ভাবতেই অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হচ্ছে পাঁজরে। কিছুতেই দমাতে পারছে না সেই অনুভূতিকে। গেটের সামনে এসে সোহানা থমকে যায়। কারণ মুরাদ গাড়ির সঙ্গে ঠেস দিয়ে পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে। সোহানাকে দেখে এক গাল হেসে এগিয়ে আসে। বলে,
‘চলে এলেন কেন?’
জবাবের আশায় তাকিয়ে রইলেও সোহানা নিরুত্তর হয়ে রয়। তাকে কীভাবে বুঝাবে চাপা অনুভূতি। যেটা সে দমিয়ে, চাপিয়ে রাখতে চায় মুরাদের কাছ থেকে।
‘কি হলো? বলছেন না যে মিস?’
‘এমনি।’ মিনমিন স্বরে বলল সোহানা।
‘আমি পার্কে এসে আপনাকে না পেয়ে বাড়ির সামনে এসে দাঁড়াই। অনুমান করেছি আপনি বাড়ি ফিরবেন। অনুমান সফল হয়েছে। এবার সঠিকভাবে জবাব দিন কেন চলে এলেন আপনি?’
‘বললাম তো এমনি।’ একটু জোরে জবাব দিলো।
‘আঙ্কেলের সঙ্গে আমার কথা হয়েছে। আপত্তি কারো দিক থেকেই নেই। আপনি যদি আমাদের সম্পর্ক মেনে না নিতে পারেন। সরাসরি বলুন, আমি আর এগোবো না। সরে যাব আপনার জীবন থেকে।’
সোহানা কোমলভাবে বলল,
‘আমার সময় প্রয়োজন।’
‘ঠিক আছে। আপনি যেদিন আমাকে কল দিবেন। সেদিনই সম্মতি পেয়ে যাব। এ ক’দিন আপনি আপনার মতো থাকতে পারেন। তবে, বেশি দেরি করবেন না মিস। অন্যের দুঃখ একটু বুঝবেন। চললাম।’ শেষের অংশটুকু বলে মুরাদ গাড়িতে উঠে বসে। সোহানাকে বিদায় জানিয়ে মুরাদ গাড়ি নিয়ে চলে যায়৷ সোহানা গাড়ির পিছন দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
‘লোকটা কত বুঝে। আপনাকে পাওয়া যে আমার ভাগ্য!’
_
রাত বারোটার সময় বিকট শব্দে ইসানার ঘুম ভেঙে যায়। ধড়ফড়িয়ে উঠে টেবিল লাইট জ্বালিয়ে চারদিক নজর বুলায়।
শব্দটি বাহির থেকে আসছে ভেবে কম্বল সরিয়ে নেমে পড়ে। দরজা খুলে বাহিরে বের হতেই রাদ ও টাইসনকে দেখতে পায়ে। টেবিলে মোমবাতি জ্বালানো কেক রাখা। ফ্লোরে পড়ে আছে স্টিলের ফ্রাইপেন। ইসানা কপাল কুঁচকে কিছু বলতে যাবে তখন রাদ মৃদুহেসে বলে,
‘হ্যাপি বার্থডে টু ইউ…।’
থমথম খেয়ে কপালে ভাঁজের পরিমাণ আরো বেড়ে যায় ইসানার। রাদ ছু’ড়ি হাতে ধরে বলে,
‘আসুন কেক কা’টু’ন।’
‘আমার জন্মদিন… ‘
‘সার্টিফিকেট থেকে দেখেছি। ক্লিয়ার? এবার আসুন।’
ইসানা এবার বুঝতে পারে সকালে কেক কেন বানিয়েছিল রাদ। কেকটি সুন্দর করে ডেকোরেশন করেছে। তার উপর মোমবাতি জ্বালিয়েছে। দেখতে চমৎকার লাগছে। ইসানা ধীরে পায়ে এগিয়ে এসে রাদের হাত থেকে ছুঁ’ড়ি নেয়। কেক কাঁ’টা’র সময় দ্বিধাবোধ কাজ করে। কেটে কাকে খাওয়াবে রাদকে? আনইজি লাগছে তার। তবুও সে মোমবাতি নিভিয়ে কা’টে, সেকেন্ড কয়েক সময় নিয়ে এক টুকরো হাতে নিয়ে রাদের মুখের দিকে এগিয়ে নেয়। রাদ নরম ভঙ্গিতে ইসানার চোখের দিকে তাকিয়ে মুখ এগিয়ে কামড় দিয়ে হাত ধরতে নিলে তৎক্ষনাৎ হাত সরিয়ে নেয় ইসানা। কেকের বাকি অংশ পড়ে যায় ফ্লোরে। ইসানা দ্রুত ‘স্যরি’ বলে উঠে।
‘ইট’স ওকে। কেক খেয়ে দেখুন কেমন হয়েছে।’
ইসানা আরেক টুকরো মুখে দিয়ে জবাব দেয়,
‘ভালো হয়েছে অনেক। ধন্যবাদ!’
‘এটা তো আমার দেওয়া উচিত। প্রশংসা আপনি করেছেন।’
‘বার্থডে সেলিব্রেটি করার জন্য শুকরিয়া।’
রাদ বুকে আলতো হাত রেখে মাথা একটু ঝুকে দেয়। চেয়ার থেকে একটি রঙির পেপারে মোড়ানো বক্স বের করে ইসানার দিকে এগিয়ে দেয়। বলে,
‘আপনার উপহার৷ আশা করি নিতে আপত্তি নেই।’
ইসানা নিতে না চাইলেও রাদের বলা কথায় আবদ্ধ হয়ে নিতে হয়। রাদ স্মিত হেসে বলে,
‘গুড নাইট। ঘুমিয়ে পড়ুন।’ বলে রাদ টাইসনকে নিয়ে রুমে চলে যায়৷ ইসানা দাঁড়িয়ে রয়। একবার কেকের দিকে, আরেকবার গিফটের দিকে তাকায়। কেকটি ফ্রিজে রেখে গিফট নিয়ে রুমে আসে। দরজা লাগিয়ে বিছানায় বসে সোহানাকে কল দেয়। সোহানা তখন জাগ্রত ছিল। ফোন রিসিভ করতেই ইসানা গড়গড় করে সব বলে দেয়। সোহানা মনোযোগ দিয়ে শুনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে বলে। ইসানা তাই করে।
‘গিফট খোল। দেখি রাদ কী দিয়েছে।’
‘আনইজি লাগতেছে।’ ঠোঁট কামড়ে বলল।
‘খোল মা’তারি।’ ঝাড়ি দিয়ে বলে।
ইসানা ফোন পাশে রেখে খুলে ফেলে। সেটির মধ্যে লাল রঙের গহনার বাক্স ছিল। ঢাকনা সরিয়ে দেখে ডায়মন্ডের সিম্পল গলার নেকলেস, সঙ্গে ছিল কানের দুল। সোহানা খুশির চোটে দু গালে হাত রেখে ‘ওয়াও’ বলে উঠে। ইসানার মুখ কালো হয়ে যায়।
‘তোর পছন্দ হয় নি?’
‘আমি কি এটা ডিজার্ভ করি?’
‘অবশ্যই!’
‘তোকে দিয়েছে ,রাদ টেক্সটাইল কোম্পানির মালিকের একমাত্র ছেলে।’
ইসানা চুপ করে আছে। সোহানা বলে,
‘কি হলো?’
‘কিছু না।’
‘ফিরিয়ে দিস না। রাদ কষ্ট পেতে পারে।’
‘সকালে রাদ নিজ হাতে কেক বানিয়েছে আমার জন্য ঘুণাক্ষরেও জানতাম না।’
‘বলিস কী?’
‘হ্যাঁ! তুই উইস করেছিস। আর রাদ…’
‘তারমানে হলো রাদের মনে কী চলছে?’
‘আজাইরা কথা বলিস না। আমি ঘুমাব।’
‘ঘুমা।’
ইসানা সোহানার আগে ফোন রেখে দেয়। নেকলেসের দিকে তাকিয়ে মনমরা হয়ে ভাবনায় মসগুল হয়ে যায়।
_
রাদ টাইসনের সঙ্গে কথা বলছে। সে খুব এক্সাইটেড। ইসানার নেকলেসটি পছন্দ হবে কি হবে না ভেবে সে কনফিউজড!
‘টাইসন তোর কী মনে হয় তার নেকলেসটি পছন্দ হবে?’
টাইসন জিহ্বা বের করে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। রাদের প্রশ্নের জবাব তার কাছে নেই। সে তো এমনিতেই ইসানাকে পছন্দ করে না। তার ওপর এসব প্রশ্ন শুনে মুখ ঘুরিয়ে নেওয়ার ভঙ্গিমা দেখায়। রাদ টাইসনের এরূপ আচরণ বুঝতে পারে ইসানাকে না পছন্দ করার কারণ। গম্ভীর কণ্ঠে টাইসনকে বলে,
‘তাকে পছন্দ না বুঝতে পারছি। তো এমন রিয়াকশন দিচ্ছিস কেন? সে তো আর তোর জাত শত্রু নয়।’
টাইসনের মুখ তখনো ঘুরিয়ে রেখেছে। রাদ ছোট ছোট চোখে তাকিয়ে লাইট অফ করে টাইসনের অপরদিক ফিরে ঘুমায়। এতে টাইসনের মনঃক্ষুণ্ন হয়।
.
সকলে…

রাদ ও লিসাকে কফি বানিয়ে কেবিনে দিয়ে ইসানা একটি পেপার হাতে প্রথম ফ্লোরে আসে। ইসানা মালতি নামের মধ্যবয়স্ক একজন মহিলার কাছ থেকে নতুন ফাইল নিয়ে পুরাতন ফাইন কালেক্টর করে ফিরার সময় পথরোধ করে ইমরান নামের একজন স্টাফ। তিনি ইসানাকে অনুরোধ স্বরে বলে,
‘প্লিজ যেও না। আমার একটা কথা বলার আছে তোমাকে।’
ইসানা চোখমুখ শক্ত করে বলল,
‘আমার জানা মতে, ভদ্রতার খাতিরে প্রথমত অপরিচিত কারো সঙ্গে দেখা হলে আপনি করে সম্বোধন করতে হয়। আপনি ডিরেক্ট তুমি করে কেন বলছেন?’
‘ইসানা আমি তোমার এক বছরের বড়ো। তার ওপর যখন থেকে তুমি জয়েন হয়েছো তখন থেকে আমি তোমাকে চিনি। হয়তো কথাবার্তা হয়নি।’
‘কেন পথরোধ করেছেন?’
‘আসলে তোমাকে একটা কথা বলার ছিল।’ কিছুটা লাজুক ভঙ্গিতে বলল ইমরান।
‘আপনি আমাকে পছন্দ করেন তাই তো?’ তড়িঘড়ি প্রশ্ন ছুড়লো ইসানা।
লজ্জামিশ্রিত হেসে ইমরান মাথা নাড়লো। যার উত্তর হ্যাঁ! ইসানা বলল,
‘আমি ডিভোর্সি।’
‘জানি।’
‘এতিম।’
‘সেটাও জানি।’
‘একজন কে ভালোবাসি।’
‘জা…কী?’ চোখ কপালে উঠে গেলো ইমরানের।
ইসানা ফিক করে হেসে দেয়। বলে,
‘মজা করছিলাম ভাইয়া।’
‘এমন মজা কোরো না। আর ভাইয়া তো বলবেই না, বুকে অ্যাটাক আসবে।’
ইসানা ঠোঁটে হাসি রেখে বলে,
‘এটা কর্মস্থান। রাদ স্যার কাজ ফাঁকি দিয়ে কথা বলতে দেখলে আপনার আমার দু’জনার চাকরী যাবে।’
‘তাহলে ছুটির পর দেখা করি?’ আগ্রহ নিয়ে বলল।
‘নাহ! আমাকে বাড়ি যেতে হবে।’
‘তোমার নিজের বাড়ি আর কোথায়, যাবে তো স্যারের বাড়িতেই।’
‘আপাতত সেটিই আমার বাড়ি।’
‘প্লিজ! বিকেলে বাহিরে দেখা করি আমরা।’
‘হবে না।’
‘ফোন নাম্বারটি দেও না আমাকে ইসানা।’
‘আপনার ভালোবাসায় যদি দম থাকে জোগাড় করে নিন।’
‘আচ্ছা। চ্যালেঞ্জ এক্সেপ্ট করলাম।’
‘বেস্ট অফ লাক।’ বলে ইসানা হাঁটা ধরলো।
ইমরান মুগ্ধ হয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এতদিন কথা বলতে গিয়েও লজ্জায় পারেনি বলতে। আজ দ্বিধাবোধ ফেলেই ইসানাকে ভালো লাগার কথাটি জানাল। অবশ্য ইসানা তার ভাবসাব দেখে বুঝে নিয়েছে প্রথমেই।
.
.
.
.
#চলবে?

কার্টেসী ছাড়া কপি করা সম্পূর্ণ নিষেধ।#তোমায়_ছোঁয়ার_ইচ্ছে
#পর্ব_১৫
#সুমাইয়া_মনি

ইমরানের মুখোমুখি রাদ ও মুরাদ বসে রয়েছে। রাদের উগ্র নজরে ইমরান ভয়ে ভেতরে ভেতরে ঘামছে। তার এরূপ চাহনি মেনে নিতে পারছে না। তার জানা মতে অফিসিয়াল কাজে সে ফাঁকিবাজি করেনি। না কোনো ভুলত্রুটি হয়েছে। তবে কেন তাকে জরুরী তলব দিয়ে ডেকে এনেছে কেবিনে। এনেছে এতটুকু ঠিকঠাক থাকলেও এখন রাদের আচরণ তাকে বিব্রত করে তুলছে। সে নীরবতা ভেঙে বলেই ফেলল,
‘স্যার, আমার কী কোনো ভুল হয়েছে? হঠাৎ ডাকলেন যে?’
রাদ নজর নরম করে গুরুগম্ভীর কণ্ঠে বলল,
‘আজকাল দেখছি আপনি খোশমেজাজে থাকছেন। কোনো কারণ আছে কী?’
এমন প্রশ্ন শুনে ইমরান আহাম্মক হয়ে যায়। ইসানাকে ভালোবাসার পর থেকেই তার মনমেজাজ সব সময় ফুরফুরা থাকে। তবে রাদ এটা কীভাবে লক্ষ্য করল বুঝতে পারছে না। তিনি বললেন,
‘তেমন কোনো ব্যাপার নেই স্যার এমনিত…’
‘এমনিতেই?’
‘হ্যাঁ!’
‘আচ্ছা, আপনি আসতে পারেন।’
‘কেন ডেকেছিলেন?’ কোমলস্বরে প্রশ্ন করে।
‘আগামী সপ্তাহে আমাকে আমেরিকায় যেতে হবে। আপনিও যাচ্ছেন আমার সঙ্গে। প্রস্তুতি নিয়ে রাখবেন।’
‘ওকে স্যার।’
‘আর শুনুন, কাজের দিকে ফোকাস রাখবেন। অন্যসব বাহিরে ভাববেন।’
ইমরান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে প্রস্থান করে। পাশে বসে থাকা মুরাদ চেহার দুলিয়ে থুতনিতে হাত রেখে মিটমিটিয়ে হাসছে রাদের পানে চেয়ে। রাদ কপালে ভাঁজ ফেলে বলল,
‘হোয়াট?’
‘তুইও রোগে আক্রান্ত হচ্ছিস।’
‘আই নো, তুই কী বলতে চাইছিস।’
‘নয়তো মনিটরে তাদের বাক্যবিনিময় দেখে ইমরানকে ডাকতি না।’
‘স্টপ মুরাদ।’
‘ওকে।’ মুচকি হেসে ঠোঁটে আঙুল রেখে বলল।
‘বাড়িতে যাব।’
‘আজ এত তাড়াতাড়ি?’
‘মাথা ব্যথা করতেছে।’
‘তাকেও সঙ্গে নিয়ে যাবি?’
‘কেন নয়? ওনি আমার পি.এ।’
‘যা তবে।’
‘এদিকটা তুই দেখিস।’
‘আচ্ছা।’
মুরাদকে কাজ সঁপে দিয়ে রাদ ইসানাকে নিয়ে বাড়ি ফিরে।
ইসানা প্রায় সময়েই কাপড়চোপড় আগেভাগে ধুয়ে ছাদে দিয়ে এসে রান্না বসায়। আজও তাই করেছে। রাদ মেডিসিন খেয়ে টাইসনকে ছাদে হাঁটাহাঁটির জন্য নিয়ে আসে। ছাউনির নিচের অংশে বেতের চেয়ারে বসে। কিছুক্ষণ বসার পর রাদ ইসানাকে কফি বানিয়ে নিয়ে আসতে বলল। একটু হাঁটাহাঁটির জন্য উঠে কার্নিশের কিণারায় আসে। ইসানা রাদকে পিছন থেকে ডাক দেয়।
কফি বানিয়ে নিয়ে এসেছে। রাদের হাতে তুলে দিয়ে ইসানা নিচে চলে আসে।
__
লিয়াকত আলী মেয়ের বিয়ের জন্য বাকিটাকা ম্যানেজ করে ফেলেছেন। এ ক’দিনে ও পরবর্তীতে ওভারটাইমের টাকা জমিয়ে মেয়ের বিয়ে ধুমধাম করে দিবেন। শেষ বিকেলের দিকে তিনি ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরলেন। সেদিনের পর থেকে সুরভী খাতুন তার সঙ্গে তেমন একটা কথা বলেন না। লিয়াকত আলী প্রশ্ন করলেও হ্যাঁ, না বোধক উত্তরেই সীমাবদ্ধ থাকেন। তিনি সেদিনের জন্য মন থেকে অনুতপ্ত। সে চাইছে আগের মতো সব ঠিকঠাক হয়ে যাক। বাসার ভেতরে প্রবেশ করে হাক ছেড়ে তার অর্ধাঙ্গিনীকে ডাকলেন,
‘কই গো, বাজারের ব্যাগটি নেও।’
সুরভী খাতুন স্বামীর ডাক শুনে বেরিয়ে এসে বিনাবাক্যে ব্যাগ নিয়ে চলে গেলেন। মনােবেদনা হলেন তার। তবে কিছু বললেন না। গামছা নিয়ে গোসলের জন্য গেলেন।
.
দ্বিধাদ্বন্দে ভুগছে সোহানা। মুরাদকে কল দিবে কী দিবে না দোটানায় পড়ে রয়েছে সেই দু’দিন থেকে। রুম জুড়ে পায়চারি করে করে অস্থির হয়ে উঠেছে। শেষে সব দ্বিধাবোধ ফেলে কল দিয়েই ফেললো। রিং হতে হতে বুক ধড়ফড় করছে উঁচু লেভেলের। মুরাদ কল রিসিভ করার সঙ্গে সঙ্গে বুক ধক করে উঠে। চোখে খিঁচে বন্ধ করে নেয়। মুরাদ কল রিসিভ করে চুপ থাকে না৷ মৃদু হাসি ফুটিয়ে তুলে বলে,
‘তাহলে হ্যাঁ সম্মতি পেয়ে গেলাম?’
সোহানা চোখ মেলে মুখে ‘হুম’ উচ্চারণ করে।
‘আমি কী আপনাকে তুমি করে বলতে পারি মিস?’
‘হ্যাঁ!’
‘ধন্যবাদ মিস।’
সোহানা স্মিত হাসে। মুরাদের মুখে ‘মিস’ শব্দটি শুনতে খুব ভালো লাগে তার। দু’জনে বেশকিছুক্ষণ চুপ করে রয়। পরিশেষে মুরাদ মৌনতা কাটিয়ে বলে,
‘পরে কল দিচ্ছি।’
সোহানা জবাব দেয় না। মুরাদ ফোন রেখে দেয়। সোহানা লজ্জায় ফোন কপালে ঠেকিয়ে হাসে। কেবল ভালোবাসার পথচলা শুরু হয় তাদের।
___
পরেরদিন দুপুরে দিকে ইসানা ফুট গার্ডেনে আসে। এসে রীতিমতো সে চমকে উঠে। মামা-মামি দু’জনকে দেখে সে বিস্মিত! সোহানা তাকে ডেকেছে। ঘুনাক্ষরেও মামা-মামির কথা জানায়নি ওঁকে। সুরভী খাতুন ইসানাকে জড়িয়ে ধরে দীর্ঘ শ্বাস ফেলে। মমতাময়ী মামিকে সে নিজেও জড়িয়ে নেয়। অনেকদিন পর তাদের দেখা হলো। সুরভী খাতুন জড়িয়ে ধরা অবস্থায় জিজ্ঞেস করল,
‘কেমন আছিস তুই?’
‘আলহামদুলিল্লাহ! ভালো। তোমরা কেমন আছো?’
‘আপাতত ভালো আছি।’
ইসানা মুখ তুলে মামার দিকে তাকায়। দৃষ্টি নত রেখে এগিয়ে এসে বলে,
‘কেমন আছেন মামা?’
লিয়াকত আলী ইসানার পানে নরম ভঙ্গিতে চেয়ে মাথায় হাত বুলিয়ে বলে,
‘মাফ করে দিস আমায়। অনেক কষ্ট দিয়েছি তোকে।’
ইসানা হাত ধরে মৃদু হেসে বলে,
‘বাবার স্থান দিয়েছি আপনাকে। মেয়ের কাছে মাফ চাইতে নেই।’
তিনি ইসানাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন,
‘আমাদের সঙ্গে চল মা। আবার এক সঙ্গে থাকবো আমরা। তবেই বুঝবো তুই আমাকে মাফ করেছিস।’
‘নাহ! মামা। আমি একজনের আন্ডারে কাজ করি। এক বছর না হলে সেখান থেকে বের হতে পারব না।’ লিয়াকত আলীর বুকে মাথা ঠেকিয়ে বলল ইসানা। তিনি ইসানাকে সরিয়ে মুখোমুখি দাঁড়িয়ে বলে,
‘আমি তার সঙ্গে কথা বলি।’
‘দরকার নেই মামা। সিমা, মানিক কেমন আছে?’
‘ভালো আছে। সিমার বিয়েতে যাবি না?’
‘আমি বড়ো মেয়ে তোমাদের। না গেলে কি হয় বলো? বিয়ে কবে?’
‘এগারো তারিখ।’
‘এ বিয়েতে আমার স্যারকেও নিমন্ত্রণ কোরো মামা।’
‘কার্ড দিয়ে দিলাম। তোর বোনের বিয়ে উপলক্ষে যাকে যাকে মন চায় নিমন্ত্রণ করিস।’
ইসানা বিয়ের কার্ডের ব্যাগটি হাতে নেয়। সোহানা সহ তারা বেশকিছুক্ষণ আড্ডা দেয় এক সঙ্গে। তাদের কাছ থেকে বিদায় নিয়ে চারটার দিকে ইসানা বাড়ি ফিরে আসে। রাদ তখন ফ্যাক্টরিতে ছিল। ইসানার বুক থেকে পীড়াদায়ক বড়ো পাথরটি সরে গিয়েছে আজ। তার কাছে মনে হচ্ছে ভুবনের সেরা সুখি মানুষ সে নিজে। আর কোনো কষ্ট রইলো না তার জীবনে।
_______
এক সপ্তাহের কাছাকাছি চলে আসে। কাল রাদ আমেরিকায় যাবে। সঙ্গে যাবে মুরাদ, ইসানা, লিসা, ইমরান। এই চারজনকে রাদ সিলেক্ট করেছে। রাদ কাপড়চোপড় গোঁজ গাঁজ করছিল। এমন সময় ইসানা দরজায় করাঘাত করে।
রাদ এগিয়ে এসে ইসানাকে দেখে জিজ্ঞেস করার আগেই ইসানা বলে,
‘আমি আসলে যেতে চাইছি না আমেরিকায়।’
‘এনি প্রবলেম?’
‘মামাতো বোনের বিয়ে এগারো তারিখে। বিয়েতে থাকাটা জরুরী। আপনাকে তো বলেছিলাম।’
‘সমস্যা নেই! আমরা বিয়ের আগেই চলে আসব। এক সপ্তাহের বেশি থাকা লাগবে না।’
ইসানা মৌন হয়ে রয়। রাদ ভ্রু কিঞ্চিৎ উঁচু করে বলে,
‘ঠিক আছে এবার?’
‘হুম।’ উচ্চারণ করে রুমের দিকে এগোয়। রাদ ইসানার পিঠের দিকে সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে নজর সরিয়ে ভেতরে চলে আসে।
রুমে প্রবেশ করতেই ইসানার ফোনটি বেজে উঠে। স্ক্রিনে অচেনা নাম্বার দেখে না ধরার সিদ্ধান্ত নেয়। পরক্ষণে দরকারী হতে পারে বলে রিসিভ করে। ইসানা ‘হ্যালো’ বাক্যটি সম্পূর্ণ করার পূর্বেই অপর প্রান্ত থেকে উত্তেজিত হয়ে পুরুষালী কণ্ঠ ভেসে আসল,
‘বলেছিলাম না তোমার নাম্বার খুঁজে নিবো। দেখলে তো আমার ভালোবাসার পাওয়ার।’
ইসানার বুঝতে বাকি থাকে না এটা ইমরান। বিরক্ত বোধ নিয়ে বলল,
‘এখন?’
‘এখন আমাদের প্রেম শুরু।’
‘রাখি, আমি ব্যস্ত আছি।’
‘ওয়েট, ওয়েট!’
‘বলুন?’
‘আমেরিকায় আমাদের প্রেমের পর্ব শুরু হবে। কী বলো?’
ইসানা বাক্যগুলো শুনেই খট করে ফোন রেখে দিলো। বিরক্তিতে চোখমুখ শক্ত করে রাখে। ফ্যাক্টরিতে নানানভাবে তাকে বিরক্ত করে। এখন নাম্বার জোগাড় করে তাকে ফেলেছে মহা মুশকিলে।
.
.
.
#চলবে?

কার্টেসী ছাড়া কপি করা সম্পূর্ণ নিষেধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here