তোলপাড় পর্ব ১৪+১৫

#তোলপাড়💓
#পর্বঃ১৪
#শান্তনা_আক্তার(Writer)

আচমকা আহসান রিমিকে ওর সামনে প্রকট হতে দেখে বেশ বিভ্রান্ত হয়ে গেল।আহসান কিছু জিজ্ঞেস করবে কি রিমি বলে ওঠে,আপনার সাথে আমার খুবই জরুরি একটা কথা আছে।আহসান রিমির সাইট কেটে ভেতরে ঢুকতে ঢুকতে বলল,আমি জানি তুমি কি বলবে।

-জানেন মানে?কি জানেন?নিশ্চয়ই ওরা আপনাকে বলে দিয়েছে?

-কারা কি বলবে?

-আমি বুঝতে পারছি না আপনার কথা।আপনি বললেন আপনি সব জানেন কিন্তু কি জানেন?আপনাকে ওরা কেউ কিছু বলেনি তাহলে কে বলেছে?আমি তো আর কাউকে কিছু বলিনি।

-Don’t talk rubbish…আমি যে সকালে তোমায় বিছানায় শুইয়ে দিয়ে গিয়েছিলাম ওই বিষয়টা বলেছি যে আমি জানি।

-ওহ হ্যাঁ তাইতো।আমি তো ভুলেই গিয়েছিলাম কথাটা।তো বলুন আমাকে আপনি বিছানায় কেন এনেছিলেন?

-তুমি রোজ সকালে আমার ওঠার সাথে সাথে উঠে পড়ো কিন্তু আজ যেহেতু ওঠোনি তাই বিছানায় শুইয়ে দিয়েছিলাম যাতে কেউ না দেখে তুমি সোফায় ঘুমাও।

-ওও,কেউ দেখলো কি না দেখলো তাতে আপনার কি যায় আসে?বাড়ির সবাই জানে আপনি আমাকে সহ্য করতে পারেন না।তাহলে এই বিষয়টা জানলে এমন কোনো তুলকালাম কান্ড ঘটে যাবেনা।আর আপনি আমাকে কোলে নেওয়ার সাহস কোথা থেকে পেলেন শুনি!আপনাকে না বলেছি আমাকে টাচ করবেন না।

-আমি ছুঁলে অন্যায় হয়ে যায় নাকি?

-হুম যায়।খুব বড় অন্যায় হয়ে যায়।আপনি একটা অসভ্য অসহ্যকর একটা লোক।আপনার রাইট নেই আমাকে টাচ করার।

-আমার রাইট না থাকলে কার থাকবে হুম?আমি টাচ করলে অসহ্য লাগে, আর জিসান করলে ভালো লাগে তাইনা?(দাঁতে দাঁত চেপে)

-মুখ সামলে কথা বলুন।কার সাথে কিসের তুলনা করছেন আপনি!মাথা ঠিক আছে আপনার?

-সবই ঠিক আছে আমার।শুধু তুমি ছাড়া।

-মানে!আমি কি করলাম আপনাকে?

-ওয়েট বোঝাচ্ছি বলে রিমির দিকে এগিয়ে যেতে লাগলো আহসান।
আহসানকে এগিয়ে আসতে দেখে রিমি পিছিয়ে যেতে লাগলো।আর বলতে লাগলো,আপনি আমার দিকে এগোচ্ছেন কেন?কি করছেন কি?আমি কিন্তু,,রিমি দেয়ালের সাথে গিয়ে ঠেকে গেল।ভয়ে রিমির কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো।আহসান রিমির গালে একহাত রেখে বলল,আমি খুবই অসহ্যকর তাইনা!খুবই অসভ্য।তাহলে একটু অসভ্যতামি করি এই বলে রিমির ঠোঁট জোড়া জোর করে দখল করে নিল।রিমি চোখ বড় বড় তাকিয়ে আছে আহসানের দিকে।এমন কিছুর স্বীকার হতে হবে ভাবেনি কখনো।রিমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আহসানের হাত থেকে বাঁচার কিন্তু কিছুই করে উঠতে পারছে না।প্রায় ৮ মিনিট পর আহসান রিমিকে ছেড়ে দিল।ছাড়া পেয়ে রিমি রাগে ঘৃণায় ওর ঠোঁট মুছতে লাগলো।বিষয়টি আহসানের মোটেও পছন্দ হলো না।আহসান প্রচুর ক্ষোপ নিয়ে আবারও রিমির ঠোঁটে হামলা বসালো।এবার পুরো ১৫ মিনিট পর রিমিকে ছাড়লো তবে ছাড়ার সময় বেশ জোড়ে কামড় বিসিয়ে দিল রিমির ঠোঁটে।রিমি ব্যাথায় কুঁকড়ে উঠে।তারপর হাত দিয়ে দেখলো ঠোঁট বেয়ে রক্ত পড়ছে।আহসান রিমির ঠোঁটে রক্ত দেখে আবারও রিমির ঠোঁটে ঠোঁট ছোয়লো।রিমির ঠোঁটের সব রক্ত চুষে বলল,আমাকে অসভ্য বলার ফল দেখলে তো!আর কখনো যেন তোমার মুখে না শুনি এই অসভ্য ওয়ার্ডটা।তাহলে কিন্তু এর থেকেও ভয়াবহ কিছু উপহার পাবে বলে রাখলাম।এই বলে ওয়াশরুমে ঢুকে গেল।রিমি ওভাবেই ঠাই হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ।তারপর কিঞ্চিৎ চিৎকার দিয়ে বলল,আপনি খুব খারাপ খুবই জঘন্য।শুধু ঘেন্না করি আমি আপনাকে।মাত্র কয়েক দিনেই আমার মনটা ভেজে পুড়িয়ে দগ্ধ করে দিয়েছেন।আপনার মতো মানুষ কখনোই কারো মনে অনুশোচনা পাওয়ারও যোগ্য নয় কথাটা বলে ডুকরে কেঁদে ওঠে রিমি।

আহসান ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রিমি ফোন ঘাটছে খুব মনোযোগ দিয়ে।আহসান রিমির কিছুটা কাছে গিয়ে বলল,কি করছো এতো অ্যাটেনশন দিয়ে!

-আপনাকে দেখতে হবে না।আপনি আপনার কাজে মন দিন।

আহসান রিমির কথায় তেমন রিয়েকশন দিলনা কারণ ওর মনোযোগ রিমির ফুলে যাওয়া ঠোঁটের দিকে।মনে মনে নিজেকে খুব বকাবকি করলো ও।আর কখনো রিমিকে কষ্ট দেবনা এই ভেবে রিমিকে শান্ত গালায় বলল,সরি রিমি।আমি তোমার সাথে খুব রুড বিহেভিয়ার করে ফেলেছি।এর জন্য আমি অনুতপ্ত।প্লিজ আমাকে ক্ষমা করে দাও।চাইলে আমাকে যা ইচ্ছে শাস্তি দিতে পারো।তোমাকে যতগুলো আঘাত করেছি তার চেয়ে বেশি আঘাত তুমি আমায় করতে পারো।

-ভুতের মুখে কি শুনি এটা?এটা মেবি ওনার নতুন কোনো প্লান আমাকে কষ্ট দেওয়ার।না আমি ওনার ফাদে পা রাখবো না বাবা।নাকি সত্যি উনি ওনার কাজে অনুতপ্ত?যদি তাই হয় তাহলে একটা কাজ করা যাবে।রিমি মনে মনে কথাগুলো ভেবে যাচ্ছে।

-কি ভাবছো তুমি?

-না কিছু না।আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই দেবেন?

-হুম দেব কিন্তু ডিভোর্স ছাড়া।

-আমি এটা চাইবো না।অন্য কিছু।

-কি?তুমি চাইলে আমি তোমাকে হিরের নেকলেস কিনে দেব কিন্তু তার বদলে আমাকে forgive করতে হবে।

রিমি নাক ফুলিয়ে উঠে দাঁড়িয়ে বলে,সবসময় টাকার গরম দেখাবেন না।আমার ওসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই।আমি সেসব কিছুই চাইবো না।

আহসান ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে,তাহলে?

-পারমিশন।

-কিসের পারমিশন?

-আমি জব করতে চাই তার পারমিশন লাগবে।

-তোমার কিসের অভাব যে জব করবে!

-আত্মসম্মানের অভাব।আমি মনে করি এর থেকে বড় অভাব আর কিছুই নেই এই দুনিয়ায়।

-আমি পারমিশন দিতে পারবো না।

-তাহলে আমি আপনাকে ক্ষমাও করবো না বলে মুখ ফিরিয়ে নিল রিমি।

-আচ্ছা ঠিক আছে তুমি জব করতে পারো।তবে একটা কন্ডিশনে।

-কি সেটা?

-তুমি আজ থেকে সোফায় নয় বিছানায় শোবে।

-কেন?আপনি তো দেখছি দুই রকম কথার মানুষ!একবার বলেন আমি আপনার বিছানায় না শুই।আবার আপনিই বলছেন বিছানায় শুতে।খুব অদ্ভুত।

-হুম বলছি কারণ তোমার পরাপর দুদিন খিচুনি উঠেছিল।তোমার ভাগ্য ভালো আমি দেখেছি নইলে খুব খারাপ কিছু হয়ে যেত।

-কি বলছেন আপনি!আমি তো জানিই না এসব।

-হুম তাইতো বলছি বিছানায় শুতে।চিন্তা করো না আমি তোমার শরীরে ভুলেও টাচ করবো না।আমি এতো নড়াচড়াও করি না।তোমার অসুবিধা হবে না।প্রমিস করলাম।

রিমি কিছুক্ষণ ভেবে বলল,ঠিক আছে তবে তাই হোক।এই বলে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ে।সাথে সাথে ঘুমিয়ে যায় রিমি।

-কেমন মেয়ে এটা!এতো ফাস্ট কেউ কিভাবে ঘুমাতে পারে!
#তোলপাড়💓
#পর্বঃ১৫(বোনাস পার্ট৫)
#শান্তনা_আক্তার(Writer)

রিমি রাতভোর আহসানকে জ্বালিয়েছে।ঘুমের মাঝে কখনো দু পা আহসানের পেটের উপর উঠিয়ে দিয়েছে,কখনো পেট বরাবর ঘুষি মেরেছে আবার কখনো লাথিও মেরেছে।আহসান রিমির হাত থেকে বাঁচতে বিছানার একেবারে কর্ণারে চলে এসেছে।এমন সময় রিমি দিল এক লাথি আহসান গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে।

-উহ,এই মেয়ের জন্য ঠিক করে ঘুমাতে পারবো না দেখছি।কি যে করি?নিজেই নিজের জন্য খাল কেটে crocodile নিয়ে আসলাম মনে হচ্ছে।আমি সব কিছু পারবো তবে ঘুম নিয়ে কখনোই কম্প্রোমাইজ করতে পারবো না।এখন নিজের মাথার চুল একটা একটা করে ছিড়তে মন চাচ্ছে আমার।কি এক অশান্তিতে পড়লাম!নাহ একটা উপায় বের করতে হবেই।কি করা যায়?আহসান কিছুক্ষণ ভেবে বলল,আইডিয়া!আমি রিমিকে জড়িয়ে ধরে ঘুমাই তাহলে ও আর হাত পা ছুটাছুটি করতে পারবে না।যেই ভাবা সেই কাজ।আহসান রিমিকে ওর বুকের সাথে পেচিয়ে শুয়ে পড়ে।সকালে জানালার ফাক দিয়ে ভোরের আলো আসতেই রিমি চোখ খুলে ফেলল।চোখ খুলে বেশ বড় আকারের একটা শক খেল ও।

-একি!আমি নড়তে পারছি না কেন?মাথা হালকা উঁচু করতেই আহসানের থুতনির সাথে বাড়ি খেল।রিমি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করল।কি জানি কি ভেবে জোড়ে চিল্লিয়ে বলল,ছাড়ুন আমাকে।এতোটাই শব্দ হলো যে আহসান লাফিয়ে উঠে বসে।রিমি আহসানের টি-শার্টের কলার চেপে বলল,কি বলেছিলেন আপনি হুম?কি কথা ছিলো আমাদের?লম্পট লোক,লুচু কোথাকার।এইজন্যই আপনি আমাকে বিছানায় শুতে বলেছেন তাইনা!আহসান রিমির হাত ওর কলার থেকে ছাড়িয়ে বলে,এর জন্য রেসপন্সিবল আমি না আপনি নিজে ওকে?

রিমি ওর মুখটা হা করে বলল,উল্টা চোর কোটওয়াল কো ডাটে!আমি কি আপনাকে বলেছি আমাকে জড়িয়ে ধরে শোন?

আহসান রিমির কিছুটা কাছে গিয়ে বলে,বলোনি তবে বাধ্য করেছো।পুরোটা রাত তুমি আমাকে ঘুমোতে দাওনি।হাত পা ছড়িয়ে ছিটিয়ে আমার ঘুমের ১৩টা বাজিয়েছো।

-আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এখন শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে তাইনা?(কোমড়ে হাত গুজে)

-শাক, মাছ,অপবাদ এসব কি বলছো!(মুখ বিকৃত আকার করে)

-এসব বোঝেন না তাইনা!আপনি তো ফিডার খান এখনো!

-ওই শোনো আমার সাথে ত্যাড়া কথা বলতে আসবে না।আমি জানতাম তুমি বিশ্বাস করবে না।বুঝেছি তোমাকে ফুটেজ না দেখালে হচ্ছে না।

-কিসের ফুটেজ?

আহসান রিমির প্রশ্নের উত্তর না দিয়ে ল্যাপটপ বের করে রিমিকে একটা ভিডিও দেখালো।রিমি ভিডিও টা দেখে চোখ বড় বড় তাকিয়ে রইলো।

-কি এবার ট্রাস্ট হলো তো!

-তার মানে এই ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে?

-আগে ছিলো না ২ দিন হলো লাগিয়েছি।

-কিহ!আপনি আমার উপর নজর রাখতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন?কিন্তু কখন লাগালেন?

-লাগিয়েছি এক ফাঁকে।তাছাড়া আমি যদি সিসি ক্যামেরা না লাগাতাম তাহলে আজ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না।তাই মন থেকে এই সিসি ক্যামেরাকে থ্যাংকস জানাচ্ছি।

রিমি দুম করে উঠে দাঁড়ালো।তারপর মুখ ফুলিয়ে বলল,আপনার সাহস কি করে হলো সিসিটিভি ক্যামেরা লাগানোর?কখন কি করি না করি কে জানে অতসব মনেও নেই আমার।জানলে তো সাবধানে থাকতে পারতাম।

-কেন তুমি এমন কি করেছো যার জন্য সাবধানে থাকার কথা বললে?

-কিছু করিনি কিন্তু,,,,

-কিন্তু কি?

-কিছু না বাদ দেন।আগে থাকতে জেনে গিয়েছি ভালো হয়েছে বাবা।

-কিভাবে হলো ভালো টা?

-আপনি বড্ড প্রশ্ন করেন।হসপিটালে কি যাবেন না আজ?

-যাব তো।কিন্তু ফয়সালা করে।

-কিসের ফয়সালা?

আহসান একটা বালিশ কোলে নিয়ে বলল,আমাকে লম্পট আর কি কি যেন বললে তার।

-আমি কি ইচ্ছে করে বলেছি নাকি?মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল আমার(বোকা হাসি দিয়ে)

-বাহানা টা একদমই ডিসলাইক করলাম।তুমি যদি বলতে যে না জেনে ভুল করে বলে ফেলেছো তাও ভেবে দেখতাম শাস্তি টা কম করা যায় কিনা।কিন্তু তুমি তো ডাহা মিথ্যা কথা বললে।

-ওই একটা হলেই হলো সেম টু সেম।

-সম্পার আর জিসান জোকারটার সাথে মিশতে মিশতে একদম ফুল ওদের কপি হয়ে গেছ।

-একদম জিসানকে জোকার বলবেন না বলে দিলাম।

-ওয়াও,ওকে কিছু বললেও দেখছি তোমার খারাপ লাগে!

-আপনি কি বলতে চাইছেন?

-নাথিং বলে আহসান মন খারাপ করে চলে গেল।

এদিকে রিমি ভাবনায় পড়ে গেকে আহসানের এমন অদ্ভুত আচরণ দেখে।আহসান চলে গেলে জিসান রিমির রুমে আসলো।

-গুড মর্নিং ভাবি।আমি তোমার সিভি নিয়ে চলে এসেছি।

রিমি জিসানের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল,তাই!খুব ভালো করেছো।আজকের মধ্যেই কিন্তু সব ফর্মালিটিস শেষ করতে হবে আমাদের।

-হয়ে যাবে সব তুমি চিন্তা করো না।

-হুম,আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি।যদি সব কিছু ভালোই ভালোই হয়ে যায় আমি যে কি খুশি হবো জানো না তুমি।

-কিন্তু আমার তো ভয় করছে তুমি কলেজের শিক্ষিকা হয়ে যদি আমাকে পানিশমেন্ট দেওয়া শুরু করে দাও!!

-উমম,সেটা তোমার আচার আচরণের উপর নির্ভর করবে।কাজ পছন্দ না হলে দু এক ঘা পড়তেও পারে হিহিহি।

সন্ধ্যার পরে অপা আহসানের রুমে আসলো।রিমি তখন মনোযোগ দিয়ে বই পড়ছিল।অপাকে দেখে বইটা সাইডে রেখে দিল।

-মা আপনি!বসুন।

অপা গিয়ে রিমির পাশে বসলো।

-কি পড়ছিলে?

-একটা উপন্যাস পড়ছিলাম।আপনি কি আমাকে কিছু বলবেন?

-হুম,তোমার বাবার ফোন এসেছিলো কিছুক্ষণ আগে।

#চলবে,,,,!

(ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
#চলবে,,,!
(ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here