তোলপাড় পর্ব ২০+২১

#তোলপাড়💓
#পর্বঃ২০
#শান্তনা_আক্তার(Writer)

রিমি অপার সাথে কথা শেষ করে রুমের ভেতরে গেল।আহসান বিছানায় বসে ফোন ঘাটছিলো তখন।রিমি মুখে হাসির রেখা টেনে আহসানের কাছে গিয়ে বলল,জানেন আমার জব হয়ে গেছে।

আহসান গম্ভীর কণ্ঠে বলে,তাতে আমার কি?আমাকে না জানালেও চলবে।

-এভাবে বলছেন কেন?আমি কি কিছু ভুল বলেছি?

-না,কেউ কিছু ভুল বলেনি।আমি বলতে চেয়েছি তোমার কোনো বিষয়ে আমাকে না জড়ালেও চলবে।সেই কাজ করার জন্য অনেক মানুষ আছে।আহসান ফোনের দিকে চেয়েই কথা বলে যাচ্ছে।

রিমির মুখটা নিমিষেই মলিন হয়ে গেল।আহসানের এমন আচরণের কারণ ওর জানা নেই।রিমি বলল,আপনার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না।কাইন্ডলি বলবেন কি হয়েছে?
এবার আহসানের মেজাজ সাত আসমান ছাড়িয়ে গেল।নিজের ফোনটা একটা আছাড় মারলো।দেয়ালের সাথে বারি খেয়ে সাথে সাথে ফোনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।রিমি ভয়ে কুঁকড়ে উঠেছে।আহসান কিছু না বলে রাগ দেখিয়ে বাহিরে চলে গেল।এসব দেখে রিমির চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে।রিমি এখনো দরজার দিকে তাকিয়ে আছে।আহসান অনেকক্ষণ হয়েছে বেড়িয়েছে।রিমি বেশ কিছুক্ষণ চুপ থেকে অস্ফুট স্বরে বলল,আপনার কি হয়ে যায় মাঝে মাঝে?আপনার মন মানসিকতা কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় আমি সত্যিই বুঝতে পারি না।খুব অদ্ভুত আপনি!আচ্ছা আপনি কি অভিমান করেছেন?আমি আপনাকে আগে কেন বলিনি এটাই কি রাগের কারণ?নাকি জিসানের সাথে কথা বলাটাই মেইন কারণ।কোনটা আসল কারণ ক্লেয়ার করে বলবেন প্লিজ?বলে দেন আমাকে তাহলে আমি জিসানকে বলে দেই যেন আমার সাথে কথা না বলে।ওকে তো ভাইয়ের মতো দেখি আমি।এসব কথা যদি জিসান জানতে পারে তাহলে সেটা আমার জন্য কতটা লজ্জাজনক হবে তা আপনি বুঝবেন না।আমি জানি না আপনি ওকে আর আমাকে নিয়ে কি ভাবছেন।কিন্তু যাই ভাবুন না কেন খুবই ভুল ভাবছেন।আমি যে কি করবো?
রাত হয়ে এসেছে কিন্তু এখনো আহসানের কোনো খোঁজ নেই।রিমি আর ওর বাবা মা খুব টেনশন করছে আহসান কে নিয়ে।ওরা সবাই নিচে মেইন গেটে দাঁড়িয়ে আহসানের জন্য পথ চেয়ে আছে।আহসানের কাছে ফোনও নেই যে কল করবে।সব মিলিয়ে রিমি ও তার বাবা মায়ের খুব বেশিই দুঃশ্চিন্তা হচ্ছে।রিমির মাতো প্রথম থেকেই রিমিকে বকে যাচ্ছে।

– নিশ্চয়ই তুই কিছু বলেছিস জামাই কে,নইলে ছেলেটা এভাবে চলে যেত না।

-বিশ্বাস করো মা,আমি কিছুই বলিনি ওনাকে।

-কিছু না বললে তো এভাবে চলে যেত না ছেলেটা।ওদের বাড়ি যে কল করবো তাও তুই করতে দিচ্ছিস না।ছেলেটার গাড়িও দেখছি নেই এখানে।কি যে সাংঘাতিক বিপদের মুখে এসে পড়লাম।আল্লাহ তুমি ছেলেটাকে ভালোই ভালোই ফেরত নিয়ে আসো।আমি আর কিছুই চাইনা।

-মা আমি জিসানকে কল করেছিলাম।ও বলেছে উনি নাকি ওখানেও নেই।

-সেকি তাহলে তো আহসানের বাবা মা খুব চিন্তা করছেন।আমাদের নামে কি ভাবছে বলতো এখন?আমাদের তো নাক কাটা গেল।সবাই যদি জানতে পারে জামাই আমাদের বাসায় প্রথম এসেই রাগ করে চলে গেছে।তাহলে কি হবে ভেবেছিস একবারও?তোর একটুও চিন্তা হচ্ছে না!রিমি এবার কেঁদেই দিল আম্বিয়ার কথায়।

-তুমি এভাবে মেয়েটাকে বোকো নাতো।আমি একটু এগিয়ে গিয়ে দেখছি আহসান বাবাকে পাই কিনা।এই বলে নাজমুল পা বাড়ালো।নাজমুল প্রায় ৩ ঘন্টা পর হতাশা ভরা মুখ নিয়ে বাসায় ফিরলো।নাজমুলকে দেখে রিমি আর আম্বিয়া দৌঁড়ে তার কাছে গেল।

-কিগো আহসান কোথায়?তুমি একা এলে কেন?

-বাবা তুমি ওনাকে পাওনি?কোথায় উনি?

রিমি ও আম্বিয়া নাজমুলকে ঘিরে ধরেছে দুপাশ দিয়ে।নাজমুল একটা চেয়ারে গিয়ে বসল।তারপর বললো,আমার পক্ষে যতটা সম্ভব ছিলো আমি আহসান বাবাকে খুঁজেছি।কিন্তু আমাদের সোসাইটি,আশে পাশের সোসাইটি সব জায়গায় তন্নতন্ন করে খুঁজলাম কিন্তু আহসানকে পেলাম না।

-বাবা তুমি এসব কি বলছো!উনি কোথায় যেতে পারে?(কান্নাজড়িত কন্ঠে)

-আমি জানি নারে মা।

-এখন কি হবে গো?মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তো সব জেনেও গেছে।এবার আমাদের মেয়ের কপালে কি আছে ভেবেছো তুমি?

-মা আমি জিসানকে উনার নিখোঁজ হওয়ার ব্যাপারটা ওই বাড়ির কাউকে জানাতে বারণ করেছিলাম।তারা কিছুই জানে না।

-শোনো মেয়ের কথা!আরে আজ না জানলে কালতো ঠিকই জেনে যাবে।আমার মাথা কাজ করছে না।খুব ভয় করছে আমার।মুখপুড়ি মেয়ে কি করলি তুই?সব সময় বরের কথা মতো চলতে হয়।তার উপর ছেলেটা বড়লোকের ছেলে।ওদের সাথে নম্র ভদ্র হয়ে শান্ত গলায় কথা বলতে হয়।আমি কতো চেষ্টা করলাম ছেলেটার মন ভালো রাখার।নিজ হাতে ছেলেটার পছন্দের খাবার রান্না করছি।সবসময় হাসি মুখে কথা বলছি।জামাই মানুষ সে।যথা সম্ভব আহসানের মন ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি তোর বাবা আর আমি।তুই কি এমন করলি যে ছেলেটা রাগ করে চলে গেল?

-আমি সত্যি কিছু করিনি মা।

-আচ্ছা আহসান হাসপাতালে যায়নি তো!দেখ খোঁজ করে।

-না মা উনি হাসপাতালে যায়নি।উনি তো ছুটিতে আছে।

-তাহলে কোথায় গেল ছেলেটা?এতো বড় শাস্তি কেন দিচ্ছে আল্লাহ আমাদের?কতো সাবধানে চলছিলাম আমরা।

-মা তুমি চিন্তা করোনা।তোমার হাটুর ব্যথা আছে খাবার খেয়ে ঔষধ খেয়ে নাও।

-আমি কিছুই খাবনা তুই আর তোর বাবা খেয়ে নিস এই বলে চলে যায় আম্বিয়া।
নাজমুল এখনো মাথা নিচু করে বসে আছে।সে আম্বিয়ার মতো মুখে প্রকাশ না করলেও তার চেহারাই বলে দিচ্ছে সে কতটা চিন্তিত।রিমি ওর বাবাকে বলল,বাবা তুমি কিছু মুখে দাও প্লিজ।আর মাকেও কিছু খাওয়াও।

-নারে মা আমি একটা দানাও খেতে পারবো না।তুই খেয়ে নিস।নাজমুল ও নিজ রুমের দিকে চলে গেলেন।রিমি কি আর করবে?রিমিও নিজের রুমে এসে কাঁদছে।এ ছাড়া আর কি করার আছে ওর?খাবার তো ওর গলা দিয়েও নামবে না।রাতটা যেন খুব বড় হয়ে গেছে রিমির জন্য।কোনো মতেই চোখের পাতা এক করতে পারছে।চোখ মুখ ফুলে আছে।চোখের পানিও যেন নিঃশেষ হয়ে গেছে রিমির।ছটফট করতে করতে রাতটা পাড়ি দিয়ে দিল।
#তোলপাড়💓
#পর্বঃ২১
#শান্তনা_আক্তার(Writer)

আল্লাহ তুমি যেখান থেকে পারো ওনাকে ফেরত নিয়ে আসো।আমি ওনার সব অপমান সহ্য করতে রাজি।তবুও তুমি ওনাকে ফিরিয়ে আনো।ওনাকে না পেলে যে আমি অপরাধী হয়ে যাব নিজের কাছে।ওনার মাকে কি জবাব দেব আমি?আমি কিছু চাইনা শুধু আহসানকে ফিরিয়ে আনুন।আমিন বলে মোনাজাত শেষ করে রিমি।এক রাতেই বেশ দুর্বল হয়ে পড়েছে।শরীর হাত পা কাঁপছে কিছুক্ষণ পর পর।মাথাটাও বেশ ধরেছে ওর।তাতেও ওর যেন কিছু আসে যায়না।কারণ এখন ওর কাছে আহসানের চলে যাওয়াটা বেশি দুঃখজনক।শরীরের মায়া নেই।জায়নামাজের পাটিটা রেখে দু মিনিট দাঁড়িয়ে থাকতে পারলো না ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল।প্রায় দু ঘন্টা পর রিমি চোখ খোলে কিছুর শব্দ পেয়ে।বিছানা ধরে ধিরে ধিরে উঠে দাঁড়ালো রিমি।যতটা জলদি চলা সম্ভব ততটা প্রচেষ্টা নিয়ে রুম থেকে বেড়িয়ে আসলো।সামনে যাকে দেখতে পেল তাকে দেখে বিশ্বজয়ের হাসি দিয়ে আবারও সেন্সলেস হয়ে গেল।এবার আর মাটিতে পড়েনি আহসান চট করে রিমিকে জড়িয়ে নিল।
রিমির জ্ঞান ফিরলে ও নিজেকে আম্বিয়ার কোলে আবিষ্কার করলো।আম্বিয়া রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো।আহসান আর নাজমুল দাঁড়িয়ে ছিলো।আহসানের দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নেয় রিমি।তারপর মাথা উঁচিয়ে আম্বিয়াকে প্রশ্ন করলো,মা কি হয়েছে আমার?উনি কখন এসেছেন?

-তুই আহসান বাবার সাথে কথা বল আমি তোর জন্য খাবার দিয়ে যাচ্ছি।

-লাগবে না মা আমি ঠিক আছি।তুমি আর আব্বু খেয়েছো তো?

-আমরাও খেয়ে নিচ্ছি এখন চিন্তা করিস না।এই বলে চলে যায় আম্বিয়া।তার সাথে নাজমুল ও চলে গেলেন।তারা চলে গেলে আহসান রিমির পাশে গিয়ে বসে।তাই দেখে রিমি উঠতে নিচ্ছিলো কিন্তু আহসান রিমিকে উঠতে মানা করে দেয়।

-একদম ওঠার চেষ্টা করবে না বলে দিলাম।চুপচাপ শুয়ে থাকো।এখন খাবার খেয়ে আমি মেডিসিন আনিয়েছি সেটা নেবে।

-ঢং দেখতে এসেছেন আপনি?দেখতে এসেছেন আমি মরে গিয়েছি কিনা?
আহসান ভাবতে পারেনি রিমির কাছ থেকে এমন কিছু শুনবে।

-তোমার রাগের কারণ আমি জানি।তবে এখন রাগ দেখানোর সময় নয় তুমি খাবারটা খেয়ে নিবে চুপচাপ। তারপর একটা লম্বা রেস্ট নেবে।খুব বেশিই ট্রেস নিয়ে ফেলেছো তুমি।এক বিন্দুও শক্তি নেই তোমার শরীরে।

-আপনি তো এটাই চেয়েছিলেন।নাহ সরি এর থেকে বেশি কিছু চেয়েছিলেন।আপনার মেইন টার্গেট ছিলো আমাকে মেরে ফেলার কিন্তু আফসোস আপনার প্লান সফল হয়নি।হঠাৎ পায়ের শব্দ শুনতে পেয়ে চুপ হয়ে গেল রিমি।কে আসছে সেটা বুঝতে পেরে নিজেকে সামলে নিল।অপা খাবার গুলো দিয়ে চলে গেলে রিমি আবারো বলতে শুরু করলো,চলে যান আপনি।আপনার বাড়িতে চলে যান।আমিই পথের কাটা তাইতো?আমি যখন পথের কাটা তখন আমি আর যাচ্ছি না আপনার সাথে।আমার জন্য আপনাকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছে।কিন্তু আর না আপনি চলে যেতে পারেন।মুক্তি দিলাম আপনাকে।ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েন আমি সাইন করে দেব।একনাগাড়ে বলে দিল সবকিছু।তবে আহসান কোনো প্রতিক্রিয়া দেখালো না।আহসান শান্ত গলায় বললো,এখান থেকে কিছুটা দূরেই আমার এক বন্ধুর বাড়ি।তার মা হঠাৎই প্যারালাইজড হয়ে যায়।আমাদের হসপিটালেই admit করিয়েছে তাই আমাকে বলেছে হসপিটালে একবার যেতে।বন্ধুর সাথেই ফোনে চ্যাট হচ্ছিলো তখন তুমি এসে পড়েছিলে।আমি তখন খুব রেগে ছিলাম তাই কিছু না বলে বেড়িয়ে পড়েছিলাম।সরি আমার জন্য তোমরা সবাই খুব চিন্তিত ছিলে।

রিমি অন্য দিকে মুখ ফিরিয়ে বলে,চিন্তিত হলেও আপনার তো কিছুই যায় আসেনা।আপনি যা মনে করেন তাই করে যান।আমরা তো সামান্য মানুষ।মিডিলক্লাস মানুষ।আমাদের চিন্তা হলে আপনাদের মতো বড়লোকদের কি বা এসে যাবে?আমরা তো তুচ্ছ নগন্য।নাহ আমাদের কিছুই হবেনা।আমাদের চামড়া মোটা তাইতো আমরা আপনাদের মতো হাইকোয়ালিটির না।

-সরি বলেছি তো!এতো কথা পেচানোর কি আছে?আমার কাছে ফোন ছিলোনা যে তোমাকে বলবো।হসপিটাল থেকে মমকে ফোন করে জানিয়েছিলাম যে তোমরা কল করলে যাতে বলে আমি হসপিটালে আছি।তাছাড়া আমার কাছে তোমার নাম্বার ছিলো না যে জানাবো।

-থাক আমি কিছুই শুনতে চাইনা।আমাকে কৈফিয়ত দিতে হবে না মিস্টার আহসান।আপনি আপনার খেয়াল মর্জি অনুযায়ী চলুন আমার তাতে কিছুই আসে যায়না।আর দোষটা বরাবরই আমার ছিলো।কথার মাঝে রিমির পেটে মোচড় দিয়ে ওঠে।রিমি হাত দিয়ে পেট চেপে ধরেছে।রিমি চোখ অফ করে আছে ব্যথায়।

-দেখেছো না খেয়ে থাকার এক্সামপল!বেশি কথা না বলে খেয়ে নেও কুইক।কে বলেছে না খেয়ে থাকতে হুম?

রিমি ব্যথা চেপে বলে,আমি খাই বা না খাই তাতে আপনার কি?কিছুই না।আমাকে জোড় না করলে বেশি খুশি হবো আমি।

-আমার কথা শোনো নইলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম!

-বলেছি তো খাবনা।

-আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি তোমাকে হাত দিয়ে খেতে হবে না।

-আপনার হাতের মার খেতে পারি এটাই আমার ভাগ্য।খাবার খেয়ে আপনার হাত নোংংরা করতে চাইনা।আমাদের খাইয়ে দিলে আপনাদের প্রেস্টিজ কমে যাবে।

-এবার খুব বেশি হচ্ছে বলে দিলাম?আমার কথা শোনো বলছি।

-আপনি কানে শুনতে পান না?কানে কালা নাকি?আমি আপনাকে চলে যেতে বলেছি।চলে যান এখান থেকে।আপনি অনেক উপকার করে ফেলেছেন আমার।অনেক কিছু দেখিয়ে দিয়েছেন আমায়।শরীরের অনেক রক্তক্ষয় করেছেন আমার।যদি চান আরও রক্ত বের করুন আমার।তবুও আমাকে মুক্তি দিন।আমি আর নিতে পারছি না।লোকলজ্জার ভয়ে আর বাবা মায়ের সন্মানের কথা ভেবে এতোদিন মুখ বুঝে আপনার সব আঘাত,শারীরিক ও মানসিক সবই সয়েছি। সব হাসি মুখে মেনে নিয়েছি।বুঝতে দেইনি আমার ভেতরের অতৃপ্ত আত্মার আর্তনাদ।কারণ কি জানেন?কারণ শুধু একটাই,তা হলো আমার নিষ্পাপ বাবা মা।আমি অনেকবার চেয়েছি আপনাকে মুক্তি দিয়ে চলে আসি কিন্তু ওই কাজটা যে খুব কঠিন আমার জন্য।আপনি জানেন না গতকাল রাতে আম্মু আমাকে যা তা বলেছে আপনি চলে যাওয়ায়।আর যদি আমি একেবারে এখানে চলে আসতাম তাহলে তো কোনো কথাই ছিলো না।এই কারণ গুলোর জন্যই আপনাকে সহ্য করা।নইলে আপনার মতো নরপশুকে কবেই ছেড়ে চলে আসতাম।আপনি এক কথায় একটা মানুষ না অমানুষ।হ্যাঁ হ্যাঁ অমানুষ।

-ব্যাস অনেক হয়েছে।এনাফ ইজ এনাফ।আর শুনতে পারছি না আমি।অনেক বলে ফেলেছো তুমি আর না।আমি মানছি আমি মানুষ না।তবে আমাকে কি মানুষ বানানো যায়না?দুনিয়ার প্রতিটি মানুষ তো এক হয়না।কেউ ভালো হয় আবার কেউ খারাপ।তাই বলে খারাপকে ভালো করা যায়না তা কিন্তু নয়।খারাপ যে চিরকাল খারাপই থাকবে সেটাও নয়।আমি বলছি না আমি ভালো কিন্তু আমার মাঝের খারাপের কি বিনাশ করা যায়না?যায়না খারাপকে বদলে ভালোর জায়গা তৈরি করা?বলো যায়না?আন্সার মি?

রিমি অবাক দৃষ্টিতে আহসানের দুটি চোখ দেখে যাচ্ছে।রিমি এই প্রথম আহসানের চোখে এক অদ্ভুত মায়া দেখতে পেল।যে মায়া ওর সব রাগ নিমিষেই শেষ করে দিল।রিমি খুব আস্তে বললো,আপনি কি চান বলুনতো?আহসান রিমির প্রশ্ন বেশ বিচলিত হয়ে গেল।আর মনে মনে বললো,সত্যি তো আমি আসলে কি চাই?আমি কি চাই সেটাই তো জানি না।তাহলে আমি এতটা কষ্ট কেন পাচ্ছি।কেন মনে হচ্ছে আমি যা চাই তা আমাকে চায়না।তাইতো নিজের চাওয়া টা এখনো অপূর্ণ আছে।আমি তো নিজের চাওয়া থেকেই অজ্ঞাত তাহলে আমি কিভাবে নিজের মনকে তার লক্ষ্য অবধি নিয়ে যাব?আহসানকে চুপ করে থাকতে দেখে রিমি আবার বললো,জবাব নেই আপনার কাছে।কারণ আপনি নিজেই জানেন না আপনি কি করেন বা কি করতে গিয়ে কি করে ফেলেন।আপনার মতিগতিরই ঠিক ঠিকানা নেই চাওয়া তো অনেক দূরের ব্যাপার।

-আমি চাই তুমি আমাকে ভালো মানুষ হতে সাহায্য করো।আমি চাই তুমি আমার মধ্যে থাকা দাম্ভিক মানুষ টাকে মেরে ফেল।মেরে ফেল অহংকার কে।উদয় করো মনুষ্যত্বের।কি পারবে না?

-আপনি সত্যি ভালো মানুষ হতে চান?(চোখ বড় বড় করে তাকিয়ে)

-হুম চাই।সাহায্য করবে কি আমায়?

-আপনি যদি সত্যি ভালো মানুষ হতে চান তাহলে আমি আপনাকে সাহায্য করবো।তবে তার জন্য আপনাকে আমার সব কথা মেনে চলতে হবে।কথা দিন আমায়।

আহসান কিছুক্ষণ ভেবে বলল,হুম কথা দিলাম।কিন্তু তুমি এখন আমার কথা শুনবে।

রিমি বুঝতে পারলো আহসান কি চায়।তাইতো খাবার প্লেটটা হাতে নিয়ে খেতে শুরু করলো।রিমিকে খেতে দেখে আহসানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল।

#চলবে,,?
(সবাই নেক্সট না লিখে গঠনমুলক সমালোচনা করুন।আমার কোনো নির্দিষ্ট সময় নেই,যখন পারবো গল্প পোস্ট দেব।)

#চলবে,,!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here