নেশাটাই তুমিময় পর্ব -০৭

#নেশাটাই_তুমিময়
#পর্বঃ ০৭ |ধামাকা পর্ব |
#আবরার_আহমেদ_শুভ্র (Writer)

১৩.

– ‘কি হয়েছে তন্বীর? বল না ভাই?’ অস্থির হয়ে গেলো অহন।

রুদ্ধ নিজেই বিচলিত। এমন ঘঠনা সচরাচর হয়নি কখনও তাই হয়তো! তন্বী তো তুর্যনের সাথে হাসপাতালে গিয়েছিলো। তাহলে কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করলো কেমনে? নিজের কাছেই বারবার এমন প্রশ্ন করে যাচ্ছে রুদ্ধ। তবে কিছু একটা ভেবে বলল, ‘অহন, ভাই আমার শান্ত হ। কিচ্ছু হবে না তন্বীর। আমার মনে হয় কিছু একটা গণ্ডগোল নিশ্চয় এখানে হয়েছে না নাহলে ইটস্ ইম্পসিবল!’

– ‘কিন্তু কে করবে এসব? ও্ ও্ ওতো হাসপাতালে ছিলো তাহলে কিডন্যাপ হলো কেমনে?’

অহনের এমন বিচলিত ভাবটা মোটেও ভালো লাগছে না রুদ্ধের। সে অহনের কাছে এসে হাত চেপে ধরে বলল,
– ‘বিশ্বাস করিস তুই, আমায় অহন? ভরসা আছে তোর আমার উপর?’

রুদ্ধের এমন প্রশ্ন চমকায় অহন। ভাঙ্গা গলায় সে জবাব দেয়,

– ‘হ্ হ্ হা আছে, ন্ ন্ নিজের চেয়েও বেশি। তুই না আমার বেস্টফ্রেন্ড? ত্ তাহলে এসব কথা বলছিস কেন আমায়?

মুচকি হাসি দিলো রুদ্ধ। অহনের হাত দুটো শক্ত করে মুঠো করে নিয়ে বলল,

– ‘তাহলে এত চিন্তা কিসের ভাই? ও তো আমারও বোনের মতোন তাই না? কাল সকালের মধ্যেই তন্বীর খোঁজ নিশ্চয় পাবি, এট এনি কস্ট! আই প্রমিজ!’

অহন জানে রুদ্ধ যখন কোনো কাজ করবে বলে কথা দেয় সে কোনো না কোনো ভাবেই সেই কাজটা হাছিল করেই ছাড়ে তাই রুদ্ধের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। দীর্ঘশ্বাস ফেলে অহন বলল,’সবটাই মানবো, কিন্তু একটাই চিন্তা যাতে খারাপ কিছু হয়ে যায়।’

রুদ্ধ ভাবলো অহন ঠিকই বলেছে। সে আর কিছু ভাবতে পারলো না, তাই সে অহনকে বলে দ্রুত বেড়িয়ে যায়। আর তার সকল গুপ্তচরদের ইনফর্ম করে দিলো যে আজ রাতের মধ্যেই যেন তন্বীর খোঁজ পায়। নাহলে তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে।

১৪.

চোখ পিটপিট করে তাকালো তন্বী, মাথাটা সে কোনো মতেই তুলতে পারছে না ক্লোরোফোর্ম এর প্রভাবের কারণে। সে মনে করার চেষ্টা করলো সে এখানে আসলো কেমন করে? ‘আমি এখানে এলাম কি করে? আমি তো হসপিটালের ওয়াশরুমের ওইখানে ছিলাম, তাহলে?তখন আহ্ তখন তো কয়কেজন, হা ওরাই আমাকে এখানে নিয়ে এসেছে। তাহলে এটা কি অনিপুর সাথে করা আমার পাপের ফল!’ আজ তার চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পরছে। সেদিনও সে অনিমাকে প্রচুর অপমান করেছিল। এটাই হয়তো রিভেঞ্জ অফ নেচার! আর ভাবতে পারলো না সে। হালকা মাথা ঘুড়িয়ে চারপাশটা লক্ষ্য করতে চাইলো সে পাশেই দেখতে পেলো যে তার মতোন আরও অনেকে আছে যারা ঠিক একই রকম অবস্থায় পড়ে আছে। তাহলে কি সে নারী পাচারকারীদের চক্করে পড়েনি তো? তার ভাবনা ভাঙ্গলো কিছু লোকদের তীক্ষ্ণ কণ্ঠস্বরে। তাদের কথা ঠিক এমন,

– ”সবগুলো এক করতে হবে। বস আজ রাতে আসবে সবকিছু ঠিক আছে কিনা দেখতে। তারপরই কাল সবকটাকে মধ্যপ্রাচ্যে পাচার করে দেয়া হবে।” কথাটা শোনা মাত্রই অন্তরাত্মা কেঁপে উঠল তন্বীর। শেষপর্যন্ত পাচারকারীদের হাতেই শেষ হলো তার জীবন? আর ভাবতে পারলো না সে। শোনতে লাগলো বাকিদের কথাগুলো,

– ‘তাহলে কি করবো ভাই? এখানে মন্ত্রীর ছেলে চলে আসলে কিন্তু আমরা সবাই কেস খাবো। তাই যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করতে হবে। সে অনেক মারাত্মক একজন ছেলে।’

– ‘যাহ্ সর, মারাত্মক লোক! কি বা**ল করতে পারবে রে? বড়জোর কয়েকজনকে মারতে পারবে তার আগেই শা**লাকে পরপার ঘুরাই নিয়ে আসবোনে।”

– ‘রতন, আবির ঠিক বলছে। রুদ্ধ শাহরিয়ার যেমন নাম তার ঠিক কাজটাও তেমন মারাত্মক! সাংঘাতিক ধাঁচের লোক সে! তবে এই পর্যন্ত সবকটা মা**ল সাপ্লাই না করতে পারার কারণও কিন্তু সে। তুই নতুন তাই কিছুই জানোস না। তাই ওকে নিয়েই আমার যত ভয়। এইবার এই পাচারের টাকার পরিমাণও কিন্তু অনেক বেশি তাই টেনশনটা একটু বেশি।’

রতন এবার যেন আশার আলো পেয়ে গেলো। সমর ভাই কখনও মিথ্যা বলে না। তাহলে কি এই সমররাই তার বোনকে পাচার করে দিতে চেয়েছিলো গতবছর? যেখানে মন্ত্রীর ছেলে তাদের সাহায্য করেছে এই পাচারটাকে ঠেকাতে! এই সমরই কি সে লোকগুলো যাদের কাছ থেকে সে এতোদিন প্রতিশোধ নিতে ঘুরছিলো? তাহলে কি সে মন্ত্রীর ছেলেকে সাহায্য করবে? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলো সে। এই পাচারে যে অর্থ সে পাবে তাতে তার মায়ের চিকিৎসার খরচ হয়ে যাবে সাথে বোনের বিয়েরও। কিন্তু পাচারটা না আটকালে সে কখনওই নিজেকে ক্ষমা করতে পারবে না।

তাকে ভাবান্তর হতে দেখে আবির বলে উঠল,

– ‘কি ভাই?ভয় পেয়ে গেলি নাকি? টেনশন নিস না বেটা। আজকে সবকাজ একদম আরামসে হয়ে যাবে। তুই টাকাগুলো পাইয়া যাবি। বুঝজস?’ মাথা নাড়িয়ে জবাব দিলো রতন,

– ‘আরে না, তেমন কিছু না। চল সিগারেট খামু। নেশা হয়ছে।’ বলে রতন চলে গেলো।

সে জানে আবির খাবে না এখন। তাই সে বুদ্ধি করেই চলে গেলো। তাকে যতদ্রুত সম্ভব মন্ত্রীর ছেলে মানে রুদ্ধের নম্বর সংগ্রহ করে খবর দিতে হবে। নাহলে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। দরকার হলে তার মায়ের চিকিৎসা খরচ সে নিজের কিডনি বিক্রি করে চালাবে তাতেও সে শান্ত পাবে।

১৫.

-‘ফারুপু, এসব কেমনে হলো? তন্বীর কিছু হবে না তো? সে কেমনে কিডন্যাপ হলো?’ ফারিহাকে জড়িয়ে ধরে একনাগাড়ে কথাগুলো বলে থামলো অনিমা।

তার পাশে সমানে বিলাপ করে যাচ্ছেন তার ছোটমামি আসমা বেগম। তার একমাত্র সন্তান তন্বী। কি হয়ে গেলো মেয়েটার!

– ‘অনি মা আমার মেয়েটার কিচ্ছু হবে না তো? আমি যে আর মানতে পারছি না। তন্বীর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল না মা?’ অনিমা এসে তার ছোটমামিকে জড়িয়ে ধরে কান্না করে দিলো। হাজার হোক তন্বী তার মামাতো বোন হয়।

ফারিহাও একপ্রকার নিস্তব্ধ হয়ে গেলো। তার মনে চলছে অন্য চিন্তা। মাথাটা একপ্রকার ফাঁকা লাগছে তার। কি হচ্ছে এসব? কি করবে সে? তার বাবাও তো অসুস্থ নাহলে সে নিজেই তার বাবাকে বলে সবকিছুর খোঁজ নিতো।

– ‘ছোটমা, অনু দেখো তোমরা কান্না করো না। এমন কেউ আছে যে এগুলো করাচ্ছে। তাও আমাদের সকলের অগোচরে। নিশ্চয় এই পরিবারের কোনে শত্রু। যেমন তেমনও নয়। একেবারে জাতশত্রু। তোমরা শান্ত হও। দেখবে আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে।’

– ‘কিন্তু, যে ছিলো জাতশত্রু সেতো অনেক আগেই সুইসাইড করেছিলো। আজ থেকে ১৭ বছর আগে। তাহলে এখানে কেই বা হতে পারে এই শত্রু! তোমার ছোটমামা নিশ্চয় জানবে হয়তো কো সে? ওদের বাড়ীতে আসতে বলো। কি হচ্ছে এসব আমি কিছুই বুঝতে পারছি না। কাল তুর্যন তো আজ আমার মেয়ে! কি চাই তারা?’ বলে আবারও কান্নায় ভেঙ্গে পড়লো আসমা বেগম।

দীর্ঘশ্বাস ছাড়লো অনিমা সাথে ফারিহাও। কিই বা করার আছে তাদের? তবুও শান্ত্বনা দিতে লাগল আসমা বেগমকে তারা।

১৬.

– ‘আমার আজ রাতের মধ্যেই সবটা খবর চাই। যে করে হোক ওকে খুঁজে বের করো। এট এনি কস্ট! এন্ড উইথ সেইফ্টলি!’

– ‘ইয়েস স্যার উই ডু আওর বেস্ট। মেডামের কিছু হবে না।’

– ‘ইয়েস। সব জায়গায় এলার্ট করে দাও। এই সবকিছুর পেছনে কেউ একজন আছে। যা আমাদের অজানা। আরেকটা কথা। কোথাও নারীপাচার হচ্ছে কিনা খবর নাও। এমনও হতে পারে সে নারীপাচারকারীদের হাতে আটকে পরেছে তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে।’

– ‘আমি এক্ষুনি খবর নিচ্ছি। আপনি টেনশন করবেন না। সবকিছু ঠিক আগের মতোন হয়ে যাবে।”

– “হুম। দেখো খবর নিয়ে। আমায় ইমিডিয়েটলি জানাও।”

– ‘ওকে স্যার।’ বলে ফোন কেটে দিলো লোকটা।

সব ইনফর্মারদের যখন খবর নিতে ব্যস্ত ঠিক তখনই রুদ্ধের অপর মোবাইলে ফোন আসে। হাতে নিয়ে দেখলো আননোন নম্বর। তবুও রিসিভ করল সে। ওপাশ থেকে যেটা বলল সেটা শোনে রুদ্ধের অধরের কোণে বাঁকা হাসিটা আবারও ফুঁটে উঠল। আজ হয়তো কারও শেষ দিন হতে চলছে নয়তো কোনো মুখশধারীর মুখশ উন্মোচন হতে যাচ্ছে।

#চলবে কি?

[

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here