হৃদপিন্ড ২ পর্ব ২৩+২৪+২৫

#হৃৎপিণ্ড_২
#দ্বিতীয়_পরিচ্ছেদ
#পর্ব_১০
#জান্নাতুল_নাঈমা
_____________________
কয়েক মিনিটের ব্যবধানেই দু’বার বমি হলো মুসকানের। হোক শারীরিক,হোক মানসিক মেয়েটা একেবারেই দুর্বল প্রকৃতির। দু’বার বমি হওয়ার ফলে একেবারেই নেতিয়ে গেছে। চোখ,মুখের অবস্থা ভীষণ খারাপ। শরীর’টা একেবারেই নিয়ন্ত্রণহীনতায় ভুগছে।প্রচন্ড রাগ হলেও আপাতত নিজেকে শান্ত রাখছে ইমন। তারপর কিভাবে কি করে মুসকান’কে নিজের আওতায় আনা যায় বেশ ভালো করেই জানে সে। পিছন থেকে জড়িয়ে ধরে একহাতে মুসকানের চোখে,মুখে পানি দিলো ৷ এক জায়গা থেকে আরেক জায়গায় রাত করে গোসল, তার ওপর যদি হয় ঠাণ্ডা পানি মুসকানের অবস্থা কতোটুকু করুণ হতে পারে বেশ আঁচ করতে পারলো। তাই গরম পানি জমাতে থাকলো বালতিতে। ভীষণ চিন্তান্বিত হয়ে আদুরে স্বরে মুসকান’কে জিগ্যেস করলো,

” একা একা পারবি? ”

দুর্বল ভণিতায় মুসকান মাথা নাড়ালো। তবুও স্বস্তি পেলো না ইমন চিন্তান্বিত হয়ে বললো,

” এদিকে তাকা তোর জামাকাপড় তয়ালে সব আছে আর আমিও দরজার বাইরেই আছি বেশী ভিজবি না তাড়াতাড়ি শুধু প্রয়োজনীয় পানিটুকু গায়ে লাগাবি।”
.
খাবার গরম করে টেবিলে গুছিয়ে দিয়ে শুয়ে পড়লো পারুল৷ মুসকান গোসল শেষে দরজা খুলতেই দেখতে পেলো বিচলিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ইমন। মুসকান’কে দেখা মাত্র দীর্ঘশ্বাস ছেড়ে মুসকানের হাত ধরে বললো,

” চট জলদি খেতে হবে এবার। ”

মুসকান আড়ষ্ট হয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতেই ঘাড় বাঁকিয়ে শীতল দৃষ্টিতে তাকালো ইমন। মুসকানের লালচে আভায়িত স্নিগ্ধ মুখশ্রীর দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো,”হোয়াট?”

মুসকান মাথা নিচু করে এক ঢোক গিলে দৃঢ়চিত্তে দুর্বল পায়ে এগোতে লাগলো। ইমনও ঘুরে এগিয়ে গেলো ডায়নিং টেবিলের দিকে মুখে তার রহস্যময় হাসি৷ যে হাসির অর্থ এটাই তার প্রেয়সী বেহুঁশ সে উন্মাদ রূপটির পদত্যাগ ঘটিয়েছে।

মুসকানের দিকে প্লেট এগিয়ে নিজেও বসলো। তারপর খাবার মুখে তুলে মুসকান’কে ইশারা করলো খেতে। মুসকান এক পলক ইমন’কে দেখে নিয়ে থম মেরে বসে রইলো৷ মাথাটা বেশ ভারী ভারী লাগছে তার। গা গুলাচ্ছে কেমন চোখ বুজে বিকাল থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ধীরে ধীরে মনে করার চেষ্টা করতেই গা শিউরে ওঠলো ভয়ে। ডান হাত ওঠিয়ে গালে স্পর্শ করতে বুকের ভিতরটা চিন চিন করে ওঠলো৷ মুখ বন্ধ করে মুসকানের দিকে দৃষ্টি স্থির রেখে ধীরে ধীরে খাবার চিবুচ্ছে ইমন। মুসকান যখন গালে হাত ছোঁয়ালো ইমন মুখটা গম্ভীর করে ফেললো। বললো,

” খাবার খেয়ে নিতে বলেছি আমি নিজের করা অপকর্মের কথাগুলো বসে বসে ভাবতে বলিনি। ”

কান্না পেয়ে গেলো মুসকানের। মুরাদ তাকে মেরেছে ভাবতেই অসহনীয় যন্ত্রণা হলো বুকে। মিনমিনে গলায় বললো,

” আমার খিদে নেই আমি বাড়ি যেতে চাই। ”

” অপরাধী অপরাধের শাস্তি না পেয়ে আমার থেকে মুক্তি পাবে না। ”

বড়োসড়ো এক ঢোক গিললো মুসকান। ধুরুধুরু বুকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কম্পিত গলায় প্রশ্ন করলো,

” কিসের অপরাধ? ”

” অপরাধ কি সেটা নিজেকেই প্রশ্ন করে দেখ। আর হ্যাঁ সকাল সকাল বাবা,মা’কে সরি বলবি। স্পেশালি মা’কে সরি বলবি কান ধরে বলবি আর কখনো এমন ভুল হবে না। ”

ভ্রু কুঁচকে তাকিয়ে রইলো মুসকান ইমন খাবারে ইশারা করে খেতে বললো। কিন্তু মুসকান হাত গুটিয়ে বসেই রইলো সে কোনমতেই খাবেনা। ইমনও আর কিছু বললো না নিজের খাবার শেষ করে চেয়ার টেনে একদম মুসকানের কাছে চলে গেলো। চমকে ওঠলো মুসকান৷ ইমন তার প্লেট বা’হাতে ওঠিয়ে তার দিকে আরো একটু চেপে বসে ভাত মেখে মুখের সামনে ধরলো। পা থেকে মাথা অবদি অদ্ভুত শিহরণ বয়ে গেলো মুসকানের টলমল দৃষ্টি’তে পলকহীন ভাবে তাকিয়ে রইলো ইমনের শুভ্র মুখপানে। ইমন শান্ত গলায় বললো,

” খেয়ে নিন ম্যাডাম ইমন চৌধুরী’র হাতে খাবার খাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। ”

নিঃশ্বাস ঘন হয়ে গেলো মুসকানের। বক্ষঃস্থলের তীব্র কম্পন সহ্য করতে না পেরে কেঁদে ফেললো। ইমন বিরক্ত হয়ে মৃদু ধমক দিয়ে বললো,

” সমস্যা কি তোর? বেশী বেশী হচ্ছে না… আমার ধৈর্য্যর পরীক্ষা নিস না, আমার ওপর রাগ হবে, অভিমান হবে বলে এই না তুই একদল ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াবি, তাদের সঙ্গে মদের আসর বসাবি। এতটুকু সহ্য করবো যদি ভেবে থাকিস খুব বড়ো ভুল হয়ে যাবে। আমি এতোটাও ভালো বা এতোটাও ধৈর্য্যশীল নই। মাথা গরম করাবিনা খাবারটা খেয়ে নে আর আমাকেও শান্ত থাকতে দে। নয়তো যা সব করে বেড়াচ্ছিস এতে এতোক্ষণে আধমরা হয়ে হসপিটাল বেডে থাকার কথা ছিলো! ”

শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে তৎক্ষনাৎ দৃষ্টি নত করে ফেললো মুসকান। ইমন খাবারটা একদম মুখের কাছে ধরতেই অনিচ্ছা থাকা সত্ত্বেও হা করলো সে। ইমন খাবার তুলে দিয়ে এক আঙুলে মুসকানের ওষ্ঠজোড়া চেপে দিয়ে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলো। ভয়ে ভয়ে কিছুক্ষণ খাবার টা চিবালেও গিলতে খুব কষ্ট হচ্ছিল তার। ইমন বুঝতে পারতেই গ্লাস এগিয়ে ধরে দৃঢ় কন্ঠে বললো,

” পানি দিয়ে গিল।”

বুকটা ধক করে ওঠলো। অশ্রুসিক্ত নয়নে গ্লাস নিয়ে পানি দিয়ে খাবার গিললো। এভাবে প্রায় পুরো খাবারটাই গেলালো ইমন। তারপর বললো,

” আমার রুমে গিয়ে শুয়ে পড়। ”

মুসকান আর একটা শব্দও উচ্চারণ করলো না৷ আর না এক মূহুর্তের জন্য সেখানে দাঁড়ালো। এক আকাশ সমান অভিমান নিয়েই উপরে ওঠে গেলো। ইমনও গভীর নিঃশ্বাস ছেড়ে হাত ধুয়ে উপরে চলে গেলো।
.
দু’হাতে মাথা চেপে ধরে গুটিশুটি হয়ে বসে আছে মুসকান। ইমন আলাদা রুমে ঘুমাতে চাইলেও যদি মুসকান একা রুমে ভয় পায় তাই ভেবে রুমে এসেছে। কারণ মুসকান সম্পর্কে বেশ ভালো ভাবেই অবগত সে৷ প্রচুর ভীতু এই মেয়ে। ছোট থেকেই ভূতে ভয় তার। বড়ো হওয়ার পর বুঝেছে ভূত বলে কিছু নেই তবু রাতের আঁধারে একা একা কোথাও থাকা তার পক্ষে সম্ভব হয় না। নিজ বাড়িতে রুমে একা থাকলেও সারারাত লাইট অন রাখতে হয়। মাঝরাতে কখনো মুরাদ কখনো মরিয়ম আক্তার,কখনো বা রিমি গিয়ে তাকে দেখে আসে। তাই আলাদা বাড়িতে ভয় পাবে এটা একেবারেই নিশ্চিত। সব কিছু বিবেচনা করেই ইমন রুমে ফিরে আসে সিদ্ধান্ত নেয় সোফায়ই শুয়ে পড়বে। যদিও পুরুষ মানুষ ভালোবাসার মানুষ’টিকে এতো কাছে পেয়ে মনের ভিতর অবাধ্য অনুভূতি গুলো যুদ্ধ শুরু করবে তবুও নিজের ওপর সম্পূর্ণ আস্থা তার রয়েছে। এতোগুলো বছর যখন একটা দিনের জন্যও নারী সঙ্গের প্রয়োজনীয়তা অনুভব করেনি। একত্রিশ বছর বয়সী প্রাপ্ত বয়স্ক পুরুষ হয়েও, এতো টাকা পয়সা ক্ষমতাধীন হয়েও নিজের পুরুষত্বে কালী মাখায়নি। এমন স্ট্রং পার্সোনালিটির মানুষ হয়ে আজ এটুকুতেই দূর্বল হয়ে পড়বে? তাচ্ছিল্য হেসেই রুমে ঢুকে ইমন। দেখতে পায় দু’হাতে মাথা চেপে বসে আছে মুসকান। ভ্রু কুঁচকে ঠোঁট কামড়ে এগিয়ে গিয়ে কঠিন গলায় বলে,

” ঘুমাতে বলেছি আমি। ”

” আমার এভাবে ঘুম আসেনা। পারছি না ঘুমাতে। ”

তখনি ইমনের মনে পড়ে যায় মুসকান স্লিপিং পিল ছাড়া ঘুমাতে পারে না। কিন্তু এখন তো সে এসে গেছে তার থেকে বড়ো মেডিসিন আর কি হতে পারে? কোন কিছু না ভেবে বিছানায় হাঁটু ভাঁজ করে বসে মুসকানকে স্পর্শ করলো ইমন। বিনিময়ে মুসকান এমন একটা ভাব করে সরে গেলো যেনো ইমন তার ইজ্জত হরণ করার জন্য স্পর্শ করেছে। মেজাজটা খিঁচে গেলেও নিজেকে সামলে নিলো ইমন। চিবিয়ে চিবিয়ে বললো,

” বাংলাদেশে একত্রিশ বছর বয়সী অবিবাহিত পুরুষ বহু সংখ্যক পাওয়া যেতে পারে কিন্তু একত্রিশ বছর বয়সী অতি সুদর্শন ভার্জিন পুরুষ বোধহয় আমি ব্যতিত একটাও পাওয়া যাবে না। তাই ঢং না ধরে শুয়ে পড় ঘুম কি করে না আসে তাই দেখবো আমি। ”

সর্বাঙ্গ শিউরে ওঠে কান গরম হয়ে গেলো মুসকানের। লজ্জায় চোখ,মুখ খিঁচে বিছানার চাদর খামচে বসে রইলো। ইমন হাবভাব দেখে বিরবির করে বললো,

” শালার কপাল ঐ দেশের ললনাগুলো রাত দিন বিকিনি পড়া অবস্থায় গায়ের ওপর ঢলে পরে আর এই ভদ্রমহিলা ভদ্র প্রস্তাবেও মূর্ছা ধরে!”

বিরবির করে কথাগুলো বললেও মুসকান ঠিক শুনতে পেলো। তাই অভিমানে ছলছল দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো,

” রাত দিন বিদেশী মহিলা’দের সঙ্গে থাকতে? ”

চোখ দুটো বড়ো বড়ো করে ফেললো ইমন। লাল টকটকে ওষ্ঠজোড়ার নিম্নস্থানে কামড়ে ঈষৎ হেসে বললো,

” শুয়ে পড় মুসু আমি মাথায় বিলি কেটে দিচ্ছি ঘুমাতে সাহায্য হবে। ”

মুসকান চুপচাপ ভঙ্গিতে গুটিশুটি হয়ে শুয়ে পড়লো। ইমন আধশোয়া হয়ে তার পাশে বসে মুসকানের মাথা থেকে তয়ালে খুলে ফেললো। তারপর মুসকান’কে ইশারা করলো চোখ বুজতে। কারণ সে মুসকান কে প্রাণ ভরে দেখতে চায় সেই সাথে গল্প করতে চায় তার প্রতিটি নির্ঘুম রাতের কথাগুলো। তার বিদেশী জীবনযাপনের পুরোটা জুড়েই যে সে ছিলো তাই জানাতে চায়। অত্যন্ত আদুরে স্পর্শে মুসকানের মাথায় চার আঙুলে বিলি কাটতে কাটতে গল্প করতে শুরু করে ইমন। সে গল্পের এক পর্যায়ে মুসকান জানতে পারে তাদের বিয়ের সমস্ত শপিং কমপ্লিট আর সেসব ইমন নিজ হাতেই করেছে। বিয়ে, বিয়ের পরবর্তী বছরগুলো কেমন কাটবে সমস্ত প্ল্যান করা শেষ৷ সব কিছুই গোছানো হয়েছে কেবল মাত্র পাত্র পাত্রীর তিন কবুল বলা বাকি।

মাথায় বিলি কেটে দেওয়াতে খুব আরাম পেলো মুসকান৷ সেই সাথে ইমনের আদুরে স্পর্শ, মনোমুগ্ধকর কন্ঠে বলা তার তিনটে বছরের জীবনী শুনতে শুনতে আবেশে আচ্ছন্ন হয়ে নিশ্চিন্ত মনে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলো বুঝতেও পারলো না৷ ইমন যখন বুঝতে পারলো তার অভিমানী পাগলীটা ঘুমিয়ে গেছে তখন গল্প বলা থামিয়ে দিলো। দীর্ঘ একটা সময় নিয়ে নির্নিমেষ চোখে তাকিয়ে রইলো তার মুগ্ধময়ীর পানে। সেভাবে ঠিক কতোটা সময় পার করে দিলো জানা নেই ইমনের। কিন্তু যখন চারদিকে আজান ধ্বনি ভেসে আসলো চমকে ওঠে আচমকাই হেসে ফেললো সে। চোখ বুজে রুদ্ধশ্বাস ছেড়ে গভীর ঘুমে আচ্ছন্ন মুসকানের কপালে ভালোবাসাময় কিছু স্পর্শ লেপ্টে দিয়ে ওঠে গেলো। সোফায় গিয়ে গা এলিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে বিরবির করে বললো,

” নেশা টা ঠিক কে করেছিলো? নেশা করলো সে আর নেশা ধরে গেলো আমার! ”
#হৃৎপিণ্ড_২
#দ্বিতীয়_পরিচ্ছেদ
#পর্ব_১১
#জান্নাতুল_নাঈমা
_____________________
সোফায় আধশোয়া হয়ে বসে একধ্যানে বিছানার দিকে তাকিয়ে আছে ইমন। ঘড়ির কাটায় সময় সাতটা বেজে চৌদ্দ মিনিট। দৃষ্টি সরিয়ে দেয়াল ঘড়ির দিকে তুলে আবারো মুসকানের ঘুমন্ত মুখশ্রীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। শান্ত দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় দু’বার ডাকলো। কিন্তু মুসকান নড়েচড়ে আবারো পাশ কাটিয়ে শুয়ে রইলো। ছোট্ট একটি শ্বাস ছেড়ে ইমন এবার গলার স্বর উঁচু এবং দৃঢ় করে দু’বার ডাক দিলো। ফলশ্রুতিতে মুসকান হুড়মুড় করে ওঠে বসলো। ব্যস্ত ভঙ্গিত এদিক সেদিক তাকিয়ে যেই ইমন’কে দেখলো বিস্ময়ান্বিত হয়ে এক ঢোক গিললো। গুটিশুটি মেরে বসে এলোমেলো খোলা চুলগুলো দু’হাতে বেশ শক্তপোক্ত খোপা করে সীমিত আকারে হাই তুলে মুখটা কাচুমাচু করে বসে রইলো। ইমন আশ্চর্যান্বিত হয়ে ভ্রুজোড়া কুঁচকে ফেললো। চিন্তান্বিত হয়ে কেবল এটাই ভাবলো,

” ঘুমন্ত রমণীর মুখশ্রী’তে তার হৃদয় যতোটা না ঘায়েল হয়েছে তার চেয়ে অধিক ঘায়েল তো চুল খোপা করার স্টাইল দেখেই হয়ে গেলো।”

ওষ্ঠজোড়া ফাঁক করে গভীর এক শ্বাস ত্যাগ করলো ইমন। বললো,

” বাথরুমে সব রেডি আছে ফ্রেশ হয়ে আমার জন্য কফি আর মা,বাবার জন্য চা করবি। আর মনে আছে তো কি বলেছিলাম?”

মুসকান নিশ্চুপ হয়ে শুধু মাথা নাড়ালো। ইমন বাঁকা হেসে বললো,

” গুড গার্ল। ”

মুসকান বাথরুমে গিয়ে দেখতে পেলো একই রকম দু’টো ব্রাশ রাখা রয়েছে। দু’টোতেই পেস্ট লাগানো। কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে সে ব্রাশগুলোর দিকে তাকিয়ে থাকতেই ইমন ঢুকলো বাথরুমে। হৃৎপিণ্ড কেঁপে ওঠলো মুসকানের। গলা শুকিয়ে যাওয়ার ফলে সমানে ঢোক গিলতে শুরু করলো। দু’হাতে ওড়না খামচে ধরে মিনমিনে গলায় বললো,

” আমি কোনটা নেবো। ”

“এজ ইউর ইউশ।”

ইমন মৃদু হেসে কাঁধ উঁচিয়ে ওষ্ঠ ফুলিয়ে কথাটি বলতেই মুসকানের এলোমেলো দৃষ্টিতে লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে রইলো। শুধু মাত্র ট্রাউজার পরে খালি গায়ে মুসকানের সামনে আসাতে বড়োই বিব্রত বোধ করছে মুসকান অথচ ইমন কতো ইজি ভাবে তার সামনে দাঁড়িয়ে আছে। পুরুষ মানুষের লজ্জা বরাবর কমই থাকে। কিন্তু মুসকানের সামনে ইমন কোন কিছুই নিয়ে বিব্রত বা লজ্জা বোধ করে না। তাই মুসকানের লজ্জা আর অস্বস্তির কারণ টা ইমন ধরতে পারলেও ইচ্ছে করেই পাশে দাঁড়িয়ে রইলো। আর বললো,

” কি হলো তাড়াতাড়ি কর এখানেই এতো সময় লাগলে বাকি কাজ হবে কি করে। ”

মুসকান রুদ্ধশ্বাস ছেড়ে আড়চোখে ইমনের প্রশস্ত বুকটার দিকে তাকিয়েই আবার ঝটপট দৃষ্টি সরিয়ে নিলো। কাঁপা হাতে দ্রুত ব্রাশটা নিয়ে পিছনমুখী হয়ে দাঁড়িয়ে অস্বস্তি ভরা ছোট করে নিঃশ্বাস নিতে শুরু করলো। ইমন মাথা চুলকে ওষ্ঠজোড়ায় ঈষৎ হাসিটুকু বজায় রেখেই ব্রাশ নিয়ে বাইরে চলে গেলো তবে যাওয়ার আগে মুসকানের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে গেলো,

” আর কিছুদিন পর থেকে এই উন্মুক্ত বুকেই দিনরাত লেপ্টে থাকতে হবে। তাই এতো আনইজি ফিল করার কিছু নেই৷ গতকাল কিন্তু নিজে থেকেও এখানটায় জায়গা করে নিয়েছিলি। ”

নিঃশ্বাসে বড়োই বেহাল দশা। একহাতে বক্ষঃস্থল চেপে ধরে আরেক হাতে ব্রাশের ডাঁট চেপে ধরে খিঁচ মেরে দাঁড়িয়ে আছে মুসকান। দীর্ঘসময় নিয়ে নিজেকে স্বাভাবিক করলো সে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথায় ওড়না চাপিয়ে চুপচাপ বেরিয়ে গেলো রুম থেকে। নিচে কি ঘটেছে ইমন জানেনা তবে বাবা,মায়ের ওপর এটুকু কনফিডেন্স রয়েছে মুসকান যদি তার ভুল স্বীকার করে নেয় তারা অবশ্যই তাকে ক্ষমা করে দেবে। ইমনের সে বিশ্বাস অটুট রইলো। সত্যি মুসকান তাদের’কে সরি বলায় তারা মুসকানের সাথে স্বাভাবিক আচরণই করেছে। তাদের চা দিয়ে ইমনের জন্য কফি নিয়ে উপরে আসতেই ইমন বললো,

“পুরো পয়তাল্লিশ মিনিট পর কফি পেলাম? কফিটা কি দিয়ে বানালি? ”

মুসকান অভিমানী দৃষ্টিতে তাকাতেই ইমন মুচকি হেসে কফির মগ হাতে নিলো সোফায় বসে চোখ বন্ধ করে তৃপ্তি সহকারে কফির মগে এক চুমুক দিয়ে জিগ্যেস করলো,

” ভালোবেসে বানিয়েছিস নাকি বাধ্য হয়ে? ”

থমথমে মুখে তাকালো মুসকান। ইমন তার অমন মুখ দেখেই ভ্রু বাঁকিয়ে বললো,

” উমহ ভালোবাসাময় টেস্টই পাচ্ছি এমনি জিগ্যেস করলাম। কাবার্ডের ভেতরে নিউ ফোন রয়েছে ওটা তোর বিনাবাক্যে গ্রহণ করবি। ”

মুসকান দম বন্ধকর পরিস্থিতি থেকে কখন বেরোতে পারবে সেই চিন্তাই করে যাচ্ছে। এটাও বুঝে গেছে ত্যাড়ামি করার ফল খুব একটা ভালো হবে না। বরং চুপচাপ বাধ্য মেয়ের মতো সব কথা শুনে এ বাড়ি থেকে বের হতে পারলেই তার শান্তি। তাই চুপচাপ গিয়ে ফোন বের করলো। সবকিছু ঠিকঠাকই রয়েছে তার সিমটাও এখানে তোলা। সেই সাথে ওয়াল পেপার ইমনের ছবিও সেট করা তা দেখেই মনে মনে ভেঙচি কেটে বললো,

” ভালোবাসা একেবারে উতলে ওঠেছে। ”
.
সকালের নাস্তা শেষে ইমন মুসকান’কে নিয়ে গাড়িতে ওঠে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে হঠাৎই ইমন মুসকানের খুব কাছে চলে গেলো। মুসকান শিউরে ওঠে কিছুটা পিছিয়ে গেলো। ইমন হাত বাড়িয়ে তাকে কাছে টেনে মুখোমুখি হয়ে প্রশ্ন করলো,

” আর কখনো ছেলে বন্ধু’দের সাথে আড্ডা জমাবি?”

এক ঢোক গিললো মুসকান আমতা আমতা করে বললো,

” কি বলছো? ওরা আমার বন্ধু ওদের সাথে আড্ডা দেবো না তো কি রাস্তা ঘাটের ছেলেদের সাথে দেবো? ”

ইমন কঠিন দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললো,

” ওরা রাস্তাঘাটের ছেলেই যা প্রশ্ন করেছি তার উত্তর দে। ”

” অবশ্যই আড্ডা দেব। ওরা আমার বন্ধু ছেলে বা মেয়ে মার্ক করে কারো সাথে বন্ধুত্ব করিনি আমি। ”

” আজকের পর কারো সাথে জাষ্ট ফোনে যোগাযোগ করে দেখিস। ”

ভ্রু কুঁচকে তাকিয়ে মুসকান বললো,

“সমস্যা কি তোমার? আমার কি ফ্রেন্ড থাকতে পারেনা? ”

” না পারেনা। ”

” তাহলে যদি আমি বলি সায়রী আপুর সঙ্গে তুমি কথা বলবে না,আড্ডা দেবে না শুনবে? ”

” না শুনবো না। ”

” তাহলে আমি কেন শুনবো? ”

চোখ বন্ধ করে লম্বা শ্বাস ছাড়লো ইমন। যার পুরোটাই গিয়ে ঠেকলো মুসকানের মুখশ্রীতে। মুসকানের নিঃশ্বাসও তীব্র হয়ে এলো ইমন এক ঢোক গিলে শান্ত দৃষ্টি মেললো। মুসকানের কানের পিছনে একহাত ছুঁয়ে বললো,

” আমি তোকে এভাবে মেনে নিতে পারছিনা। আমি এই মুসকান’কে রেখে যাইনি। ”

“যাকে রেখে গিয়েছিলে সে তো আমি নই। সময় পাল্টেছে মনও বদলেছে। ”

ইমন আরেকহাত বাড়িয়ে মুসকানের চোয়ালজোড়া দু’হাতের মুঠোয় নিয়ে দৃঢ় কন্ঠে বললো,

” সে মনে যদি আমার জায়গা থাকে অবশ্যই আমার কথা মানতে হবে। একা একা বাইরে যাওয়া চলবে না, বাড়ি থেকে বের হলে অবশ্যই আমাকে জানিয়ে বের হতে হবে। আর হ্যাঁ নেক্সট কোনদিন বিয়ার টিয়ার খাওয়ার কথা মনেও আনতে পারিবি না। তাহলে কাল যা ঘটাইনি পরবর্তী’তে তাই ঘটাবো। ”

কিছু বললো না মুসকান নিশ্চুপ হয়ে বসে রইলো। ইমন মুসকানকে নিশ্চুপ বসে থাকতে দেখে প্রশ্ন করলো,

” আমার বউ হবি তো? ”

দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে এলো মুসকানের মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো ইমন স্মিত হেসে বললো,

” বরের কথা শুনতে হয়। ”

” কিন্তু বর’কে বুঝতে হবে প্রতিটা মানুষেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে। ”

” সেই স্বাধীনতা কি আমি বোঝাবো তোকে? ব্যক্তি স্বাধীনতা মানেই বেয়াদবি নয়। মুখের ওপর কথা বলবিনা শাসন করার বা বকা ঝকা করার একদম ইচ্ছে নেই শান্তিতে বিয়ে করতে চাই। এই বয়সে এসে কোন প্রকার ঝামেলা পাকিয়ে বিয়ে ভঙ্গ করতে চাইনা। নাকি বুড়ো হয়ে গেছি বলে এখন মন থেকে মানতে পারছিস না? ”

কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে রইলো মুসকান। বললো,

” আমি এমনটা বলিনি। ”

” তাহলে আমি যেমন টা বলছি তেমনটা শোন। অন্তত বাসার বাইরে যাওয়ার আগে আমাকে টেক্সট দিবি দিবিতো? ইয়েস ওর নো? ”

মাথা নাড়ালো মুসকান ইমন কিছুটা স্বস্তি পেয়ে মুসকানের কপালে আলতোভাবে চুমু খেলো। মুসকান মৃদু কেঁপে ওঠতেই ইমন সরে গিয়ে গাড়ি স্টার্ট দিলো। আড় চোখে মুসকানের দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বললো,

” এতো নার্ভাস হয়ে গেলে তো সমস্যা শান্তি’তে কিচ্ছু করতে পারবো না। তিন বছর সময় এমনি এমনি দিলাম নাকি? ”

লজ্জায় পুরো মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করলো মুসকানের। পাতলা মসৃণ ওষ্ঠজোড়াও মৃদু কাঁপছে। ইমন সেদিকে লক্ষ্য করে মুসকান’কে স্বাভাবিক রাখার জন্য পরিস্থিতি অন্য দিকে নিয়ে গেলো। বললো,

” আমরা কিন্তু ফুপু, ফুপা হতে যাচ্ছি + কাকা, কাকি। ”

চমকে ওঠলো মুসকান বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো,

“মানে? ”

” মানে হচ্ছে রিমি প্র্যাগনেন্ট কি কপাল আমার দেখ বেষ্ট ফ্রেন্ডের বউয়ের বাচ্চা হতে চললো অথচ আমার বউটাই বাচ্চা থেকে বড়ো হয়ে ওঠলো না। কিভাবে কি করবো আমি আমার কপালে বাবা হওয়া লিখা রয়েছে তো? নাকি ফুপা,কাকা হয়েই জীবন কাটিয়ে দিতে হবে! ”

খুশিতে যখন প্রবল উত্তেজনায় ছটফট করছে মন তখনি ইমনের বলা শেষ বাক্য গুলো তার সব খুশিকে উধাও করে দিয়ে লজ্জায় মাথা নুইয়ে দিলো। ইমন সঙ্গে সঙ্গেই বললো,

” এবার দিহানের পালা তাইনা? ”

মুসকান দীপ্তিমান চেহেরায় মাথা নাড়ালো। ইমন বললো,

” বেচারা,বেচারী’রা ট্রাই করছে কিন্তু ফলাফল শূন্য।”

মুসকানের কেমন জানি প্রচণ্ড লজ্জা করছে আবার সায়রীর কথা শুনে মনটাও খারাপ লাগছে। তাই মনে মনে আল্লাহর নিকট প্রার্থনা করলো,খুব শিঘ্রই যেনো আরো একটা সুখবর পায় দিহান আর সায়রীর থেকে।
.
রিমির রিপোর্ট পজেটিভ দু’মাসের অন্তঃসত্ত্বা সে। পুরো বাড়িতে খুশির ঢেউ খেলে যাচ্ছে। সবাই’কে মিষ্টি মুখ করানো শেষে দিহান,মুরাদ,ইমন তিন জন একসাথে বেড়িয়েছে। মুরাদ বলে গেছে বাড়ি ফিরতে বেশ রাত হবে। তাই মুসকান রিমির সাথে রিমির রুমে শুয়ে ফেসবুকে গল্প পড়ছে। বই পড়ার অভ্যাসের জন্য দু’বছর আগে ফেসবুকেও গল্প পড়ার অভ্যাস করে নিয়েছে মেয়েটা। ফেসবুক ঘেটে ঘেটে বেশ কিছু মানসম্মত রাইটারের পেইজ ফলো করে রেখেছে। তাদের লেখাই ফ্রি টাইম পড়ে সে। রিমির শরীরটা বেশ দূর্বল লাগায় খেয়ে দেয়ে ঘুমিয়ে গেছে সে। গতকাল রাতে ইমন ম্যাজিক ম্যান হয়েই তাকে ঘুম পাড়িয়েছে কিন্তু আজ কিভাবে ঘুমাবে সে? সেই তো স্লিপিং পিল খেয়েই ঘুমাতে হবে তাই ঘুমানোর পূর্বে গল্পটা শেষ করে নেবে। এমন ভাবনা চিন্তার মাঝেই ফোনে কল এলো তার। অচেনা নাম্বার হলেও মন বলছে চেনা মানুষটিই কল করেছে। তাই বারকয়েক ঢোক গিলে বক্ষঃস্থলের ধুকপুকানি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফোন রিসিভ করলো,

” সাড়ে দশটা বাজে এখনো অনলাইনে কি? ”

” গল্প পড়ছিলাম। ”

” কোন গল্প নয় ডাটা অফ করে ঘুমাতে হবে এখন। ”

” হুম ”

গম্ভীর হয়ে হুম বলাটায় ইমন মেজাজি কন্ঠে বললো,

” এখানে মুখ ভার করার কি হলো? রিমির ঘর থেকে বের হো নিজের রুমে যা আমি দশমিনিটের মধ্যে আসছি। ”

” মানে? ”

” যা বললাম তাই। ”

ফোন কেটে দিলো ইমন। মুসকান সাথে সাথে আবার কল করলো কিন্তু রিসিভ হলো না। কয়েক মিনিটের মাঝেই গেটে শব্দ শুনতে পেলো। তড়িঘড়ি করে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে গেলো মুসকান। গেট অবদি যেতে হলো না তাকে মরিয়ম আক্তার গিয়ে গেট খুলে দিয়েছে। কিন্তু মুরাদ ব্যাতিত কাউকে দেখতে পেলো না। মুরাদ ঘরে ঢুকতে ঢুকতে বললো,

” আম্মা সামনে সপ্তাহে ইরা কাকি আংটি প্লাস নাকফুল পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তুমি কি বলো?”

ঘরে ঢুকতেই মুসকান গ্লাসে পানি ভরে মুরাদকে দিলো। মরিয়ম আক্তার বললেন,

” আমি কি বলবো তোর চাচাকে জানিয়ে উনাদের সম্মতি জানিয়ে দে। ”

মুসকানের অনুভূতি টা ঠিক কেমন হচ্ছে সে নিজেও জানে না। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। গতকাল রাতে করা নিজের পাগলামোর কথা মনে করে অন্তত আর রাগ ঝাড়তে ইচ্ছে করলো না। যেখানে নিজেই স্বীকারোক্তি দিয়েছে সেখানে আজ এমন প্রস্তাব প্রত্যাখ্যান করা বিলাসিতা ছাড়া কিছুই না৷ তাই চুপচাপ মাথা নিচু করে নিজের রুমে ঢুকে পড়লো।
.
রাত তখন এগারোটা। মুরাদ জানে না ইমন এসেছে শুধু মরিয়ম আক্তার জানে ইমন মাত্র একঘন্টা সময়ের জন্য এসেছে। মুসকান স্লিপিং পিল খায় এটা ওর শরীরের পক্ষে কতোটা ক্ষতিকারক তা কেবল মুসকান ব্যাতিত সবাই বুঝতে পারে হয়তো মুসকানও বুঝতে পারে কিন্তু সে নিরুপায় হয়েই খায়৷ তাই মেডিসিন ছাড়া মুসকানকে ঘুম পাড়ানোর দায়িত্ব টা ইমন নিজেই নিলো। কিন্তু এ ব্যাপারে বিয়ের পূর্বে মুরাদ ঘোর বিরোধিতা করবে। প্রাণের বন্ধু হলেও বোনের জন্য শত্রুতে পরিণত হতে খুব একটা সময় নেবে না। ভালো,মন্দ তো বুঝবেই না আরো ভুল বোঝবে। দিহান ব্যাতিত ইমন এবং মুরাদ দু’জনেই হাই লেভেলের ত্যাড়া। তাই মুসকানের জন্য এ বিষয় টা মুরাদের থেকে চেপে যাওয়াই সমীচীন মনে করলো ইমন এবং মরিয়ম আক্তার।
.
টানা দু’দিন শান্তিতে রাতের ঘুমটা হওয়ার ফলে মুসকানের মনটা বেশ ফুরফুরা হয়ে গেছে। সকাল সকাল ফ্রেশ হয়ে অল্প খানিক খেয়ে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। রিকশা দিয়ে যাচ্ছিলো সে সময়ই রাস্তার পাশে দেখা মিতুল ভাইয়ের সঙ্গে। সেও ভার্সিটিতে যাওয়ার জন্যই রিকশার অপেক্ষা করছিলো৷ মুসকানের রিকশাটা তাকে পাস করার সময়ই সে রিকশাওয়ালা কে ডাক দেয়।

” এ মামা দাঁড়ান আরে মুসকান কেমন আছো? কি খবর তোমার? ”

মুসকান জোর পূর্বক হেসে বললো,

” ভালো আপনি কেমন আছেন? ”

মিতুল উত্তর দিতে দিতেই মুসকানের পাশে বসে পড়লো রিকশাওয়ালা’কে উদ্দেশ্য করে বললো,

” এ মামা টান দেন। ”

মুসকান ভারী আশ্চর্য হয়ে বিরক্তি’তে চোখ মুখ কুঁচকে একপাশে চেপে বসে রইলো। মিতুল হাসি হাসি মুখে বললো,

” কি সৌভাগ্য আমার সকাল সকাল তোমার দেখা পেলাম। ”
.
মুসকানের আজ ক্লাস আছে সে বিষয়ে অবগত ইমন। তাই সকাল সকালই বের হয়েছে গাড়ি নিয়ে। পথে এক বন্ধুর সাথে দেখা হওয়ার ফলে কথা বলতে গিয়ে কিছুটা লেট হয়ে গেছে। গাড়ি নিয়ে মুসকানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই মাঝপথে মুসকান যে রিকশায় ওঠেছে সে রিকশাটি তার গাড়িকে পাশ কাটিয়ে চলে যায়। কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে যায় ইমন৷ পরোক্ষণেই নিজেকে ধাতস্থ করে নেয়।
দু’চোখে কেবল স্পষ্ট হয়ে ওঠে মুসকানের আড়ষ্ট মুখশ্রী এবং পাশে অপরিচিত এক যুবকের হাস্যজ্জ্বল চেহেরা।
#হৃৎপিণ্ড_২
#দ্বিতীয়_পরিচ্ছেদ
#পর্ব_১২
#জান্নাতুল_নাঈমা
_____________________
রাগে শরীর রিরি করছে ইমনের। মুসকানের ধারে কাছে ভিন্ন কোন পুরুষ’কে সহ্য করার ক্ষমতা তার নেই। যতোই মুসকানের সামনে তীব্র প্রতিবাদ না করুক তবুও মন থেকে কখনোই সে মানতে পারবেনা মুসকানের এক ঝাঁক ছেলে বন্ধু রয়েছে। হ্যাঁ তার হয়তো মেয়ে বন্ধু রয়েছে তবুও মুসকানের পাশে কোন ছেলে বন্ধু’কে সহ্য করা সম্ভব হচ্ছে না তার পক্ষে। বিষয়’টা অনেকটা স্বার্থপরতা হলেও পারছে না ইমন৷ এর উপযুক্ত কারণ এটা ধরে নেওয়া যায় মুসকানের বয়সটা অল্প। এ বয়সটা চোখে রঙিন চশমা পড়ে থাকার মতোনই। নির্দ্বিধায় মুসকান ভালো পরিবারের মেয়ে কিন্তু তার বয়সটা নিতান্তই কম। মুসকান কেবল তার চোখে একটি বাচ্চা শিশু অবুঝ শিশুর মতোনই যার দ্বারা যে কোন সময় ভুল হয়ে যেতে পারে দোষটা তাকে সে তার বয়সের দেবে। দেবে পারিপার্শ্বিক অবস্থার সেই সাথে দোষী হবে সে নিজে এবং মুরাদ। তাই মুসকান যেনো বিপদগামী না হয় সেজন্য সর্বক্ষণ তৎপর থাকতে হবে৷ এতোদিন মুরাদ, দিহানের ভরসায় রাখলেও তারা কেউ পুরোপুরি মুসকানের টেককেয়ার করতে পারেনি। পারবে কি করে নিজের একান্ত ব্যক্তিগত মানুষ ব্যাতিত এই টেককেয়ার কেউ করতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে ভার্সিটির সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে ইমন৷ সাত মিনিটের মাথায় রিকশা এসে থামে ভার্সিটির সামনে। মুসকান নামার পূর্বেই মিতুল তার ভারা দিয়ে দেয়। মুসকান নিষেধ করতে গিয়েও করতে পারেনা। তারপর তারা এক সঙ্গেই ভার্সিটির গেটের দিকে যেতে নেয়। তখনি কর্ণকুহরে ভেসে ওঠে দৃঢ়, গম্ভীর পুরুষালী কন্ঠ। যে কন্ঠে কেবল একটি শব্দই শুনতে পাওয়া যায় “মুসকান” মুসকানের পুরো শরীর শিউরে ওঠে সে পিছন ঘুরার পূর্বেই মিতুল ভ্রু কুঁচকে পিছন ঘুরে জিগ্যেস করে,

” কে আপনি? ”

চোয়ালজোড়া দৃঢ় হতে শুরু করে ইমনের। ক্রুদ্ধ দৃষ্টি’তে কেবল সম্মুখে তাকিয়ে থাকে। মুসকান শঙ্কিত হয়ে ইমনের দিকে ঘুরে এক ঢোক গিলে প্রশ্ন করে,

“নানাভাই তুমি!”

মিতুল আচমকাই মুখ টিপে হেসে ফেলে। মুসকান’কে জিগ্যেস করে,

“ইনি তোমার নানাভাই? কিন্তু দেখে তো মনে হচ্ছে বড়ো ভাই সে যাহোক আসসালামু আলাইকুম নানা।”

দু’হাত মুঠো বন্দি করে ফেলে ইমন ক্রুদ্ধ দৃষ্টিতে কেবল তাকিয়ে থাকে মুসকানের দিকে। মনে মনে সালাম ফেরালেও প্রকাশ্যে মিতুলের দিকে ফিরেও তাকায় না৷ যেহেতু মুসকানের রিলেটিভ সেহেতু মিতুল আলাপ জমাতে হ্যালো বলে হাত বাড়িয়ে দেয়। মেজাজ এবার অসহ্য রকমের গরম হয়ে যায় ইমনের তাই মিতুলের দিকে এমন দৃষ্টি নিক্ষেপ করে দেয় যে ভয়ে গলা শুকিয়ে বক্ষঃস্থলও কেঁপে ওঠে। হাত ফিরিয়ে নিয়ে ক্লাস আছে বলেই মিতুল ঢুকে যায় ভার্সিটির ভিতরে। মুসকান তখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইমন চিবিয়ে চিবিয়ে বললো,

“গাড়িতে গিয়ে বসবি একটা কথা বাড়াবি তো সকলের সামনে থাপড়াতে শুরু করবো। ”

চমকে তাকায় মুসকান থরথর করে কাঁপতে কাঁপতে পা বাড়ায় গাড়ির দিকে। ইমনও দেরী করে না দ্রুতগতিতে গিয়ে গাড়িতে ওঠে বসে। রক্তিম দৃষ্টিজোরা রাস্তার দিকে নিক্ষেপ করে গাড়ির হুইলে হাতজোড়া স্থির করে প্রশ্ন করে,

” ছেলেটা তোর ক্লাসমেট? ”

মুসকানের অন্তরে যেনো কেউ সুঁচ ফুটিয়ে দিলো প্রশ্নটা ঠিক এমনই ছিলো৷ কারণ মিতুল তো সিনিয়র বড়ো ভাই ক্লাস মেট নয় এটা শুনলে ইমনের রিয়্যাকশন ভয়াবহ হবে তা সে খুব ভালো করেই জানে। ক্লাসমেট হলে ছাড় পেতো কিন্তু এবার কি ছাড় পাবে? পরোক্ষণেই ভাবলো তার কি পরিচিত থাকতে পারেনা? এই সিম্পল একটা বিষয়ে এতো রিয়্যাক্ট করার কি আছে। মনের সঙ্গে কথোপকথন সেরে মুসকান নিম্ন স্বরে জবাব দিলো,

” না ভার্সিটির বড়ো ভাই। ”

দু’চোখ বদ্ধ করে নিজের রাগটা সংবরণ করার চেষ্টা করলো ইমন। বললো,

“আমি বলেছিলাম যখন যেখানে যে কাজে বের হবি অন্তত পক্ষে একটা টেক্সট দিবি। ”

ভার্সিটি বলে জানায়নি এটিই উত্তর দেওয়ার জন্য মুসকান বলতে নিলো,

” আসলে ভার্সিটি তাই…”

ইমন তৎক্ষনাৎ ক্রুদ্ধ গলায় জিগ্যেস করলো,

“আমি বলেছিলাম কিনা? ”

” হ্যাঁ বলেছিলে কিন্তু ভার্সিটি বলেই জানাইনি৷ আর দেখো নানাভাই মিতুল ভাই মাঝরাস্তা থেকে রিকশায় ওঠেছে। আমার কিছু করার ছিলো না। বিনাদোষে আমার সাথে খারাপ আচরণ করবে না। আমার এসব ভালো লাগে না। ”

ক্রোধে ফেটে পড়লো ইমন বদ্ধ গাড়িতে ভেতরকার অবস্থা সম্পর্কে কেউ অবগত নয়। শুধু একজোড়া মানব-মানবীই জানে তাদের একে অপরের সঙ্গে কি পরিমাণ সংঘাত চলছে! দু’হাতে প্রচণ্ড শক্ত করে মুসকানের কাঁধ চেপে ধরলো ইমন। নিচু স্বরে কাঠিন্য গলায় প্রশ্ন করলো,

” জনসম্মুখে নানাভাই বলতে বলেছিলাম? বাড়িতে এসব সহ্য করি বলে রাস্তা ঘাটে এসব সহ্য করবো? এই আমার সঙ্গে তোর সম্পর্ক কি বল, বল আমার সঙ্গে তোর সম্পর্ক কি? ”

কেঁপে ওঠলো মুসকান সশব্দে এক ঢোক গিলে শঙ্কিত ভঙ্গিতে তাকিয়ে রইলো। ইমন দু’হাতে জোর বাড়িয়ে আবার ঝাঁকিয়ে বললো,

” বল স্পিকআউট।”

দুচোখ বেয়ে বৃষ্টি বর্ষণ শুরু হলো মুসকানের। নিঃশ্বাস হয়ে গেলো তীব্র। কিন্তু ইমন নিজেকে সংযত করতে পারছে না৷ আবার মুসকানের চোখের পানিও সহ্য করার ক্ষমতা নেই। তাই মুসকানকে ছেড়ে দিয়ে হুইলে মৃদু ঘুষি দিয়ে বললো,

” ডেম ইট। ”

পরপরই আবার মুসকানের কাঁধ চেপে ধরলো৷ একদম কাছে গিয়ে দৃঢ় কন্ঠে বললো,

” আমার সঙ্গে তোর সম্পর্ক কি এই উত্তরটাই দিতে পারিস না? তাহলে আমাকেই দায়িত্ব’টা নিতে হবে আজ এই মূহর্ত থেকে প্রতিটা সেকেণ্ডে সেকেণ্ডে তুই ফিল করতে বাধ্য ইমন চৌধুরী’র সঙ্গে এক্সএক্টলি তোর রিলেশনটা কি! ”

ভয়ে ক্ষণে ক্ষণে গা শিউরে ওঠছে মুসকানের। ইমন তো তার সঙ্গে এতো খারাপ আচরণ কখনোই করেনি। তাহলে আজ কেনো এতো হার্ড হচ্ছে তার প্রতি, কি এমন করেছে সে? ঘনঘন নিঃশ্বাস ফেলছে মুসকান ভয়ার্ত দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে শক্ত হাতের বাঁধন থেকে ছোটার চেষ্টা করছে। ব্যাথায় কাঁধ জর্জরিত হয়ে যাচ্ছে ইমন সশব্দে শ্বাস নিতে নিতে ধীর গতিতে মুখ এগোচ্ছে তার দিকে। বদ্ধ ডোরের সাথে পিঠ ঠেকতেই শেষ পর্যায়ে ভয়ে খিঁচ মেরে ঘনঘন শ্বাস নিচ্ছিলো মুসকান। ইমন ওর অমন অবস্থা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে চেয়েও পারলোনা। নিজের ওষ্ঠদ্বয় দ্বারা তার কোমল ওষ্ঠজোড়া দখল করে নিলো। কয়েক সেকেণ্ডের মধ্যে ছেড়েও দিলো। মুসকান তখন বদ্ধ শ্বাস ছেড়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে ইমন এক পলক তার মুখোশ্রী দেখে নিয়ে গলার দিকে ওড়না সরিয়ে ঘাড়েও ওষ্ঠ ছুঁইয়িয়ে দিলো। সহ্য করতে না পেরে দু’হাতে ইমনের শার্ট আঁকড়ে ধরলো মুসকান। কয়েক পল সময় নিয়ে ইমন এক ঝটকায় সরে গেলো। নিম্ন স্বরে বললো,

” আজ ক্লাস করতে হবে না। ”

মুসকান নিঃশব্দে কাঁদছে। ইমন দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিলো। মাথায় তার অনেক চিন্তা সেই সাথে মন মস্তিষ্ক পুরোটা জুড়েই মুসকান’কে নিজের করে পাওয়ার তীব্র নেশা ধরেছে। যেই নেশা পান না করা অবদি সে ক্ষান্ত হবে না। তার শুরু টা বুঝি আজ এখান থেকেই।
.
বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে মুসকানের দিকে তাকালো ইমন। মেয়েটার নিঃশ্বাসের প্রতিটা শব্দই যেনো ইমন ইমন ধ্বনি তুলে চারপাশ মুখরিত করে তুলেছে। আর তার প্রশস্ত বুকটায় মিলছে শান্তি, তৃপ্তি। মুসকানের দিকে একটু ঝুঁকতেই আবারো শিউরে ওঠলো মুসকান। ইমন গম্ভীরতা বজায় রেখেই হাত বাড়িয়ে তার মাথায় সুন্দর করে ওড়নাটা চাপিয়ে দিলো,দু’হাতে কোমলীয় চোয়ালজোড়া সন্তর্পণে মুছে দিয়ে কপালে আলতো চুমু খেলো। চোখজোড়া নিবদ্ধ করে শেষ অশ্রুকণা টুকু ঝরালো মুসকান। সঙ্গে সঙ্গে সেটুকুও বলিষ্ঠ হাত দ্বারা মুছে দিলো ইমন। মুসকানের বক্ষঃস্থলের প্রতিটা কম্পনই ইমনকে খুব সুক্ষ্ম ভাবে স্পর্শ করছে। তবুও নিজেকে দৃঢ় রেখে গাড়ি থেকে নেমে মুসকানকে নামতে বললো। মুসকান নিশ্চুপ হয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ইমনের দিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকাতেই ইমন তার হাত আঁকড়ে ধরে এগিয়ে গেলো ভিতরে।
.
ইরাবতী’র সঙ্গে কথোপকথন শেষে ইমন মুসকান’কে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিলো। ভয়ে আড়ষ্ট মুসকান এবার মাথা ঘুরে বসে পড়লো বিছানায়। ইমন ভ্রুজোড়া কুঁচকে দ্রুতপায়ে এগিয়ে এসে মুসকানের গালে স্পর্শ করে বললো,

” ঠিক আছিস? ”

সঙ্গে সঙ্গে দু’হাতে মুখ চেপে কেঁদে ওঠলো মুসকান। ইমন আশ্চর্য হয়ে প্রশ্ন করলো,

“মেইন প্রবলেম টা কি মুসু? ”

পরোক্ষণেই হুঁশে এলো ইমন তার থেকে এতো কঠোরতা পেয়ে অভ্যস্থ নয় মুসকান। আচমকাই এমন রূপে বেশ ঘাবড়েই গেছে ধরা যায়। ওষ্ঠজোড়া কিঞ্চিৎ চৌকা করে নিশ্বাস ছাড়লো ইমন। মৃদু কন্ঠে বললো,

” আমাদের এনগেজমেন্টের জন্য যে শপিংগুলো করেছি সেগুলো দেখাতে নিয়ে এসেছি। আগামীকালই এনগেজমেন্ট হবে আমাদের, এটাই ফাইনাল ডিসিশন আমার। ”

মুসকানের কোন ভাবান্তর হলো না তবে তার কান্না কিছুটা কমে এসেছে। ইমন ওকে ছেড়ে কাবার্ডের দিকে এগিয়ে গেলো। পাঁচ’টা শপিং ব্যাগ বের করে এনে রাখলো বিছানায়। মুসকান তখনো মুখ ঢেকেই আছে। ইমন দীর্ঘশ্বাস ছেড়ে মুসকানের কাছে গিয়ে বসলো। হাত বাড়িয়ে মুসকানের দু’হাত সরিয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো। কান্না কাটি করে পুরো মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে মুসকানের। সিক্ত ওষ্ঠজোড়া মৃদু কাঁপছে। এক কোণায় কিছুটা রক্তজমাটও বেঁধে আছে। ইমন নিঃশ্বাস রুদ্ধ করে সে এক কোণায় আলতো স্পর্শ করলো। চোখ বুজে ফেললো মুসকান। নিচু সুরে বললো,

” আমি কোন অন্যায় করিনি নানাভাই। ”

” বুকে বন্দুক ঠেকিয়ে কেবলমাত্র ডাকাতরাই বলতে পারে আমি কোন অন্যায় করিনি,আমি কোন অন্যায় করছিনা। ”

মুসকান নিঃশব্দে বসে রইলো ইমন বিরক্তি ভঙ্গিতে পাশের শপিং ব্যাগ গুলো সামনে এনে বললো,

” সবগুলা খুলে খুলে দেখবি কালকের জন্য এই পাঁচটার মধ্যে একটা চয়েজ করবি। আর হ্যাঁ কাল থেকে তুই আমার বাগদত্তা সো আমার পারমিশন ব্যাতিত এক পা’ও নড়া চলবে না। ”

” আমি ব্যাক্তিত্বহীন হয়ে থাকতে পারবো না। ”

” স্বামীর পারমিশন নিয়ে চলাফেরা করলে কোন স্ত্রী ব্যাক্তিত্বহীন হয়ে যায় না। বেশী কথা বলবি খুব খারাপ হবে মুসু। ”

মুসকান এতো কিছুর মাঝেও শেষ ত্যাড়ামিটুকু করলো বললো,

” বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। ”

বাঁকা হেসে ইমন বললো,

“তাহলেতো বিয়ের পাঠ কাল চুকাতেই হয় ”

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here