real love পর্ব ১৮

# Real_Love♥
# Oniya_Chowdhury
Part:18
.
.
ইফাজদের ড্রাইভার এসে স্টেশন থেকে গাড়িটা নিয়ে গেলো।আর যাওয়ার সময় ইফাজকে একটা ব্যাগ দিয়ে গেলো।উনার কাপড়চোপড় আরো সব হাবিজাবি মনে হয় ব্যাগটার মধ্যে।ট্রেন স্টেশনে থামতেই ইফাজ আমার হাত শক্ত করে ধরে ট্রেনে উঠে একটা এসি কেবিনে ঢুকলো।কেবিনটা দেখেই আমার রাগ হলো।
আমি চোখ রাঙ্গিয়ে উনার দিকে তাকিয়ে বললাম,
– আপনি কেবিন নিয়েছেন?
– দেখতেই তো পাচ্ছো!
– শুধু শুধু কেনো?
– শুধু শুধু মানে?
– কিছু না।
.
প্রচুর রাগ হচ্ছে উনার উপর!আমি অন্যদিকে তাকিয়ে উনাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম,
– মানুষ মাত্র দুজন!আর উনি পুরো কেবিনটাই কিনে নিয়েছেন!ছয়জনের সিট একসাথে কিনেছেন!টাকা কি গাছ থেকে পড়ে!পাচঁ ছয়টা বাচ্চাকাচ্চা থাকলে নাহয় একটা কথা ছিলো!ফেমিলি আছে তাই কেবিন নেওয়া দরকার!কিছুই তো নেই!শুধু শুধু টাকা নষ্ট!
কথাগুলো বলে নিজের পায়েই নিজে লাথি দিলাম!
উনার কোনো রিয়েকশন ই নেই।আমি যে এতক্ষণ শুনিয়ে শুনিয়ে কথাগুলো বললাম এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে কিচ্ছু শোনেননি।
.
ইফাজ ব্যাগটা উপরে রেখে আমার হাত টেনে জানালার পাশে বসিয়ে উনি আমার পাশে বসে কানের কাছে আস্তে করে বললেন,
– ভয় পাওয়ার কিছু নেই।এই কেবিনটা আমি আর একটা দাদুটাইপের দাদু একসাথে নিয়েছি!
উনার কথা শুনে চোখ ছোট ছোট করে উনার দিকে তাকিয়ে বললাম,
– ভয় পাবো কেনো?আপনি তো আছেন!
– তোমার ভয় তো এখানেই!
উনার কথা শুনে আমি উনার একদম কাছে গিয়ে শক্ত করে উনার হাত ধরে বললাম,
– মোটেও না! আপনি কিন্তু আপনার কথার মাধ্যমে আমাকে ভয় দেখাচ্ছেন!
আমার কথা শুনে উনি পুরো কেবিন কাপিয়ে হাসলেন!
.
হঠাৎ উনার এরকম হাসি শুনে আমি আস্তে করে উনার হাতটা ছেড়ে দিয়ে জানালার দিকে ঘেষে বসলাম।উনি হাসি থামিয়ে আমার একদম কাছে এসে হাতদুটো শক্ত করে ধরে বললেন,
– টিয়াপাখি! আই লাভ ইউ!
হঠাৎ উনার মুখে “আই লাভ ইউ” শুনে অবাক চোখে উনার দিকে তাকালাম।উনি আমার চোখে চোখ রেখেই আমার দুহাতের তালুতে একসাথে চুমো খেলেন!
.
“আই লাভ ইউ” কথাটা উনার মুখে খুব কমই শুনি!উনার কাজের মাধ্যমে,কথা বলার মাধ্যমে, উনার ব্যবহারে, আমার প্রতি কেয়ারিং এইগুলোর মাধ্যমেই উনি বুঝিয়ে দেন উনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন!
.
কেবিনে হঠাৎ বয়স্ক দুজন বৃদ্ধ বৃদ্ধা ঢুকে পরলেন।উনাদের দিকে চোখ পরতেই ইফাজ আমাকে ছেড়ে দিয়ে দাড়িয়ে উনাদের সালাম দিলেন।কিছুক্ষণ পর মাঝারি বয়সের একজন লোক এসে ইফাজের সাথে হ্যান্ডশেক করে বললেন,
– ঠিকঠাক মতো নামিয়ে দিয়েন আর কোনো প্রবলেম হলে আমার নাম্বার তো আপনার কাছে আছেই।একটা কল করে জানিয়ে দিয়েন।
সরি,বেশি কষ্ট দিলাম।
ইফাজ লোকটার কাধে হাত রেখে বললেন,
– কষ্ট কিসের ভাই!উনারা আমার মা বাবার মতোই!
লোকটা কথা বলতে বলতেই আমার দিকে তাকিয়ে বললেন,
– ভাবি নাকি?
ইফাজ আমার দিকে তাকিয়ে হেসে বললেন,
– হুম!
আমি কিছুটা অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালাম।
লোকটা চলে গেলো।
মুরুব্বি দুজনের মধ্যে একজন জানালা ঘেষে বসে আছেন আরেকজন সিটে শুয়ে আছে।কিন্তু দুজন দুজনের হাত ধরে আছেন।
.
ইফাজ দাড়িয়ে পাঞ্জাবি ঠিক করছিলো।আমি উনার হাতটা টান দিয়ে আস্তে করে বললাম,
– আপনি উনাদের একবার দাদু বলছেন আবার মা বাবা বলছেন ব্যাপারটা কেমন হাস্যকর শোনাচ্ছে না!
উনি আমার কথা শুনে হাসতে হাসতে বললেন,
– উনাদের দেখে আমার দুইপ্রজন্মই মনে হচ্ছে! ব্যাপার না!
উনার কথা শুনে আমি হেসে বাহিরে তাকালাম।
.
আমার সাথে কোনো ব্যাগ,পানির বোতল,খাবার কিছুই নেই।আমার ফোনটাও আমি ভুলে ফ্লাটে রেখে চলে এসেছি।স্টেশনে এসেই মনে পড়েছে ফোনের কথা।মুরুব্বিদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে।থাক!পরে বলবো!ট্রেন ছাড়তে একটু লেট হবে সেই ফাঁকে ইফাজ ট্রেন থেকে নেমে খাবার আর পানি কিনে নিয়ে আসলো।আমার কোলে খাবারের প্যাকেটগুলো রেখে দাড়িয়ে থেকেই উনি পানির বোতলের মুখ খুলে বোতলের অর্ধেক পানি শেষ করে দিলেন।আরেকটা বোতল আমার হাতে দিয়ে সিটে বসলেন।আমার কোল থেকে খাবারের প্যাকেটগুলো নিয়ে রেখে দিলেন।জানালা একদম লাগানো।আমি জানালার সাথে মাথা ঠেকিয়ে চুপচাপ বাহিরে তাকিয়ে আছি।উনি আমার কাধে মাথা রেখে বললেন,
– কি ভাবো?
আমি উনার দিকে তাকিয়ে বললাম,
– কই,কিছু নাতো!
তারপর আস্তে করে উনার মাথাটা সরিয়ে দিয়ে বললাম,
– সামনে মুরুব্বি বসে আছেন।
– তো?আমি তো যাস্ট মাথাটা রেখেছি।আর উনারা দেখো কি সুন্দর হাত ধরে আছেন!
– উফ্!উনারা মুরুব্বি!বসতেই পারেন!
– তুমি না সত্যিই!দেখি ঠিক হয়ে বসো!
আমাকে উনি সোজা করে বসিয়ে আমার কাধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেললেন।আমি আমার একহাত উনার চুলের ভেতর দিয়ে আস্তে আস্তে বুলাতে লাগলাম।উনি আস্তে করে বললেন,
– একটু টেনে দাও!
– কি?
– চুল
– ওহ্!
.
উনার কথা মতো আমি আস্তে আস্তে উনার চুল টেনে দিচ্ছি।উনি চোখ কপালে তুলে আমার দিকে তাকিয়ে বললেন,
– আমি টেনে দিতে বলেছি!বুলাতে বলিনি!
যাক বাবা!টেনেই তো দিচ্ছি! আর কত জোরে টানবো?
আমি আস্তে করে বললাম,
– আর কত জোরে টানবো?
– অনেক জোরে!
– পারবো না!আপনি ব্যাথা পাবেন!
– মজা লাগে!প্লিজ আর একটু জোরে জোরে টানো না!
আমি উনার কথা মতো জোরে জোরে টানলাম।উনার চুলগুলো সিল্কি টাইপের বাট উপর দিকে উঠানো।আমি ইচ্ছামতো চুলগুলো টেনে দিলাম।
.
ট্রেন ছেড়ে দিয়েছে।আমি বাহিরে তাকিয়ে স্টেশনে থাকা মানুষগুলোর দিকে একপলক তাকিয়ে উনার চুল টানতে টানতে বললাম,
– মহানগর গোধূলী এক্সপ্রেস তো আমার জানামতে সন্ধ্যে ছয়টা সাতটার বা সকালের দিকে ছাড়ে।বাট আজ এতো লেট কেনো?
উনি চোখ বন্ধ করেই উত্তর দিলেন,
– জানিনা!ট্রেন সম্পর্কে তেমন ধারনা নেই।মনে হয় এক একদিন এক একসময় ছাড়ে!
– ওহ্!ঘুম পেয়েছে আপনার?
– নাহ্!
– তাহলে চোখ বন্ধ যে?
– এমনি!ভালো লাগছে!কার কাধে মাথা রেখেছি দেখতে হবে তো!
উনার কথা শুনে আমি শব্দহীনভাবে হাসলাম।
.
ইফাজ চোখ খুলে আমার হাত ধরে হাতের আঙ্গুলগুলো টানতে টানতে বললো,
– বউকে নিয়ে ট্রেন জার্নি!এতো আনন্দ! জানতাম না!একটা রোম্যান্টিক রোম্যান্টিক ভাব আসে মনের মধ্যে!
.
উনার কথা শুনে লজ্জায় উনার মাথাটা কাধ থেকে সড়িয়ে দিয়ে হাতটা উনার কাছ থেকে ছাড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলাম।আড়চোখে দেখতে পেলাম উনি একটু উঠে পকেট থেকে ফোন বের করলেন।কার নাম্বারে যেনো কল দিচ্ছেন।কেউ ধরলো না দেখে ফোনটা পকেটে রেখে দিলেন।
.
হঠাৎ উনি আমার কোমড় ধরে টান দিয়ে উনার একদম বুকের কাছে নিয়ে গেলেন।আমি আস্তে করে উনার দিকে তাকিয়ে বললাম,
– হচ্ছে কি?ছাড়ুন!
– ঘুম আসলে ঘুমোতে পারো!এই বিছানাটা কিন্তু শুধু আজকের জন্যই! কাল থেকে কিন্তু পাবা না!সো যত পারো ইউজ করো!
– আমার ঘুম আসে নি।এখন ছাড়ুন!প্লিজ!
আমার কথা শুনে উনি দুইহাত দিয়ে জড়িয়ে ধরলেন!সামনে বসে থাকা দাদুটা মাঝে মাঝে এদিকে তাকিয়ে উনার কান্ড দেখছেন।আরেকজন চোখ বন্ধ করেই শুয়ে আছেন।একবারও খোলেন নি!
আমি উনার পেটে গুতোঁ দিয়ে ইশারায় দাদুটাকে দেখালাম!উনি দেখতে পেলেন দাদুটা কিছুক্ষণ পর পর এদিকে তাকাচ্ছেন।তাকাবেন নাই বা কেনো?বৃদ্ধ হয়েছেন বলে কি কিছু বোঝেন না?উনি আস্তে করে আমাকে ছেড়ে দিয়ে নিজের সিটে ঠিকঠাক হয়ে বসলেন।বাম পায়ের হাটুর উপর ডানপায়ের টাখনু রেখে নাড়াতে লাগলেন।এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে ইনোসেন্ট একটা ছেলে বসে আছেন।আমি ওড়নাটা মাথায় ঠিক করে দিয়ে চুপচাপ নিজের সিটে হেলান দিয়ে বসে বসে রাতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলাম।
.
প্রায় অনেকক্ষণ পর উনি আমার কানে ফিসফিস করে বললেন,
– টিয়াপাখি!দাদুটা কিন্তু ঘুমিয়ে পরেছে!
উনার কথা শুনে আমি সামনের সিটে তাকিয়ে দেখলাম সত্যি সত্যিই উনি ঘুমিয়ে পরেছেন।আমি ভয়ে ভয়ে উনার দিকে তাকিয়ে বললাম,
– তো?
– তো মানে?
উনি হাত বাড়ানোর আগেই আমি শক্ত করে উনার হাতদুটো ধরে ফেললাম।আমার এই ছোট ছোট হাত কতক্ষণই বা উনার ওই বিশাল হাতদুটো ধরে রাখতে পারে!আমার হাতের মুঠো থেকে উনার হাত ছাড়া পাওয়ার সাথে সাথেই ভয়ে উনার দিকে তাকিয়ে বললাম,
– সরি!ইচ্ছে করে ধরিনি!
– ওকে!আমিও ইচ্ছে করে ধরবো না!
উনি আমার একদম কাছে আসতেই আস্তে করে বললাম,
– প্লিজ!
– বলো তো এখন আমি তোমাকে কি করবো?……..উনি দুষ্টুস্বরে বললেন!
আমি চেহারায় মায়া ফুটিয়ে উনার দিকে তাকালাম!উনি তবুও থামছেন না!আমি একহাত দিয়ে কোনোরকমে উনার একটাহাত ধরে বললাম,
– আমি তখন ইচ্ছা করে ধরি নি!
উনি আমার কোনো কথাই শুনছেন না!আমার এখন কি করা উচিৎ?উনার থেকে যত দূরে যাচ্ছি ভয়টা আরো বেশি পাচ্ছি!
আর কোনোকিছু না ভেবে চোখ বন্ধ করে উনার হাতদুটো দুইদিকে সড়িয়ে শক্ত করে উনাকে জড়িয়ে ধরলাম!হাত পা কাপঁছে!আরো শক্ত করে ধরলাম উনাকে!চুপচাপ উনার বুকে মাথা রেখে একপ্রকার শুয়েই আছি!উনিও উনার দুইহাত দিয়ে আমাকে গভীরভাবে জড়িয়ে ধরে বললেন,
– এভাবেই কাটাঁ দিয়ে কাটাঁ তুলতে হয়!
আমার হাত পা কাপাঁ একটু একটু কমেছে!উনার কথাটা শুনে আমি মাথা তুলে উনার দিকে তাকিয়ে বললাম,
– মানে!
– গলা কাপঁছে কেনো?
আমি উনার বুকে আবার মাথা রেখে বললাম,
– ভয় পেয়েছি!
উনি আমার মাথায় চুমো খেয়ে বললেন,
– হাজবেন্ড কে ভয় পাওয়া ভালো লক্ষণ না কিন্তু!
– তাহলে ভয় দেখান কেনো?
– আমি তো রোম্যান্স করতে চাচ্ছিলাম!
উনার কথা শুনে আমি লজ্জায় উনার বুকে কিল দিলাম!
তারপর মাথা উঠিয়ে বললাম,
– ওই কথাটা কেনো বললেন?
– কোন কথা?
– এভাবেই কাটাঁ দিয়ে কাটাঁ তুলতে হয় এইটা?
আমার কথা শুনে উনি একহাত দিয়ে পিঠে স্লাইড করছেন অন্যহাত দিয়ে আমার মাথাটা উনার বুকে চেপে ধরে হাসতে হাসতে বললেন,
– তুমি আমার সাথে যতই ফ্রি ভাবে কথা বলো বা হেসে হেসে কথা বলো না কেনো আমি যখন তোমার কাছে আসি তখনই তুমি ভয় পাও!যেই জিনিসটা আমার একদম ভালো লাগে না!তারজন্য নিজেকে একটু দূরে দূরে সরিয়ে রাখি যাতে তুমি একটু সময় পাও।কিন্তু আমার ধারনাটা ভুল।দূরে দূরে থেকে হঠাৎ একটু তোমার কাছে গেলেই তুমি আরো বেশি ভয় পাও!তাই আজ আমি নিজে ভয় দেখিয়ে তোমার ভয়টাকে আহত করলাম।এখনো মারতে পারিনি।বাট একদিন মেরে ফেলবো চিন্তা করো না।সেদিনের পর থেকে তুমি নিজেই আমার কাছে আসবা কিন্তু আমার দিকে তাকাতে পারবে না!
– কি করবেন?
– উহুম!বলা যাবে না!
উনি কানের কাছে ফিসফিসিয়ে বললেন,
– সিক্রেট!
.
উফ্!বুকের ভেতরটা এমনিতেই কাপছে!উনার এইসব ভয়ানক কথা শুনে আরো জোরে জোরে কাপঁছে!
উনি আবার বললেন,
– ওই ভয়টা না দেখালে তুমি জীবনেও এতো সুন্দর করে নিজে থেকে এভাবে জড়িয়ে ধরতে না!
.
আমি উনার থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম,
– আপনি সত্যিই খারাপ!
আমার কথা শুনে উনি উনার দুপায়ের পাতা দিয়ে আমার এক পা চেপে ধরে চোখে মুখে দুষ্টুমি ভাব এনে বললেন,
– এখন খারাপ বলছো যখন তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস ভয়,লজ্জাগুলোকে মেরে ফেলবো তখন কি বলবে,হুম?
.
.
(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here