#কল্পনার তুমি আমি
পর্ব ৫
বিয়ের এইসব ঝামেলা শেষ হতে হতে এক সপ্তাহের মতোন লেগেছিল। বাসায় এই মেহমান আসে তো সেই মেহমান আসে। তবে যাইহোক ওইদিন সজীব ভাইয়াকে খুব সুন্দর লেগেছিল। না চাইতেও চোখ বার বার তার দিকে যাচ্ছিল। তবে চাঁদনি আপুর বেশ মন খারাপ ছিলো।একা একা কোনোদিন বাড়ি ছেড়ে থাকেনি তো হয়তো তার জন্য।
আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রান্না ঘরে গিয়ে দেখলাম আম্মু অন্য দিনের তুলনা বেশ ব্যস্ত। জিজ্ঞেস করেই জানতে পারলাম আজকে নাকি সজীব ভাইয়া, খালু, খালামনিরা বাসায় আসবে তাই এতো আয়োজন।
খাবার টেবিলে আমরা সবাই এক সাথে বসে খাচ্ছি হঠাৎ আমার মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো।জলদি খাওয়া শেষ করে দেখি আমার পড়ার টেবিলের উপরে সজীব ভাইয়ার দুটো ফোন-ই চার্জ-এ দেওয়া। মনে মনে বললাম কী বাহাদুরি রে বাবা মানুষ একটা ফোন-ই পায়না তার আবার দুটো লাগে! সজীব ভাইয়ার ফোন দিয়ে ফেসবুক এ ঢুকলাম দেখলাম কে কে ফ্রেন্ড লিস্ট এ আছে কিন্তু এমন কাউকে পেলাম না। তাই সজিব ভাইয়া আসার আগেই আবার ফোন আগের জায়গায় রেখে দিলাম। ও খাওয়া-দাওয়া শেষ করে ফোন নিতে আমার ঘরে আসতেই আমি জিজ্ঞেস করলাম কিরে তোর কয়টা আইডি রে? সজীব ভাইয়া মুচকি হেসে জবাব দিলো তুই আমার ফোন ধরেছিলি তাই না?
চলবে…..
#নুজহাত আদিবা