#জ্বীন_লাভার
Writer_Shabnaj_Hossain_Moon
Part_2
মেহেরিমার সাথে বালিবে সারা রাত গল্প করেছে .
বালিবে সাধারন একজন বাচাল লোক .
সে প্রচুর কথা বলে ..
মেহেরিমা রাতে সেটা বুঝতে পেরেছে …
মেহেরিমা কম কথা বলে …
বেশি কথা মেহেরিমার ভালো লাগেনা …
মেহেরিমার বাবা বলতো কম যারা কথা বলে তারা বুদ্ধিমান হয় আর যারা বেশি কথা হয় তখন সে গর্ধভ হয় …
মেহেরিমার কান্না পাচ্ছিলো..
শেষ পর্যন্ত বুদ্ধিমতি সুন্দরি মেহেরিমার কপালে একটা গর্ধভ বর জুটলো ..
.
.
মেহেরিমার বাবা আরেকটা কথা বলতো মেহেরিমাকে…
মেহেরিমাকে বলতো…
_তুমি যেমন সুন্দরি তেমনই বুদ্ধিমতি তাই তোমার নাম তোমার সাথে মিলিয়ে রাখা হয়েছে ..
এছাড়া তোমাকে আরেকটা নাম দেওয়া উচিৎ …আজ থেকে তোমাকে আমি শাহাজাদি বলে ডাকবো..
.
.
.
মেহেরিমা ভাবছে বাবার শাহাজাদির কপালে একটা গর্ধব জুটেছে …
মেহেরিমার ভোরের দিকে বেশ ভালো ঘুম হলো…
.
.
.
মেহেরিমা এখনো তার বরের ফেস দেখেনি …
মেহেরিমা ঘুম থেকে উঠে দেখে তার বর নেই তার সাথে …
অনেক আগেই উঠে গিয়েছে ঘুম থেকে …
মেহেরিমা পরক্ষনেই নিজের দিকে খেয়াল করলো…
মেহেরিমার মরার মতো ঘুমায় …
ঘুমানোর পর তার কিছু খেয়াল থাকেনা …
মানে জামা কাপড় ঠিক থাকেনা …
.
.
মেহেরিমা ভয়ে ভয়ে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলো…
.
.
.
কারণ তার গায়ে একটা চাদর জড়ানো ছিলো…
.
.
.
_যাক বাবা তুমি ঘুম থেকে উঠলে তাহলে আপু…
মেহেরিমার চাচাতো বোন বাহার এই কথা বললো…
মেহেরিমার নিজের কোনো ভাই বোন নেই… একটা ভাই ছিলো যে ছোটবেলায় মারা গিয়েছিলো…
.
.
.
ভাইয়ের মৃত্যু কিভাবে হয়েছিলো সেটা মেহেরিমাকে জানানো হয়নি.
.
.
.
মেহেরিমাকে বাহার বললো ফ্রেস হয়ে নিচে যেতে ..
ব্রেকফাস্ট সেরে নিতে ..
.
.
.
মেহেরিমার হঠাৎ বিয়ে হয়েছে বিধায় সে এখনো নিজের বাড়িতে আছে ..
শশুর বাড়ি এখনো যায়নি মেহেরিমা …
.
.
.
মেহেরিমা নিচে গিয়ে নাশতা খেলো বাট কোথাও স্বামি নামের লোকটার সাথে দেখা হলোনা ..
.
.
.
মেহেরিমার চাচিমা জানালো বালিবে তার কাজে কোথায় যেনো গিয়েছে ..
মেহেরিমা ভাবলো যেখানে ইচ্ছে সেখানে যাক তাতে ওর কি ..
.
.
.
মেহেরিমা জোর করে 11 টার একটা টিউশনে পড়তে গেলো …
নতুন বিয়ে হয়েছে বলে তো আর বাড়ি বসে থাকা যায়না ..
.
.
রাস্তা দিয়ে হাটার সময় সে কিছু মিষ্টি গন্ধ পেলো আর বাতাসের আওয়াজ পেলো ..
বাতাস গুলো মনে হয় মেহেরিমাকে অনুসরন করছে …
.
.
.
আতরের গন্ধ ছিলো এটা মেহেরিমা বুঝতে পেরেছে …
.
.
.
মেহেরিমার কেমন যেনো শীত শীত লাগছে …
মেহেরিমাকে কেউ অনুসরন করছে এমন ফিল হচ্ছে তার…
.
.
.
মেহেরিমা হঠাৎ দেখলো একটা ট্রাক তার দিকে ধেয়ে আসছে …
সে ভয়ে চোখ বন্ধ করে ফেললো ..
চিন্তায় পরে সে বুঝতে পারেনি রাস্তার মাঝখান দিয়ে হাটছিলো …
.
.
.
মেহেরিমা চোখ বন্ধ করার পর পর ঠান্ডা স্পর্ষ অনুভব করলো ..
কেউ তাকে রাস্তার পাশে নিয়ে এসেছে …
চোখ খুলে সে একজন সুদর্শন যুবক কে দেখতে পেলো…
_তুমি রাস্তার মাঝখান দিয়ে হাটছিলে কেনো ??
_আপনি কে ??
লোকটা ধমক দিয়ে বললো ..
_আগে বলো তুমি এভাবে হাটছিলে কেনো ??
_আপনি এভাবে আমায় ধমকাচ্ছেন কেনো ???
_কারণ আমি তোমার স্বামি..
মেহেরিমা অবাক হয়ে গেলো …
কবুল বলে যার বউ হলে ,
_সারা রাত যার সাথে কথা বললে ,একি বেডে ঘুমালে তাকে চিনতে পাচ্ছোনা .???
.
.
.
মেহেরিমা কিছুটা লজ্জা পেলো…
সত্যি কথা বলেছে বালিবে..
_এখন চলো বাড়ি যাবে ..
মেহেরিমা আর বালিবে রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাটা শুরু করলো…
হঠাৎ একটা পাগল এসে মেহেরিমাকে জরিয়ে ধরলো..
ভয়ে মেহেরিমা চিৎকার করতে লাগলো…
পাগলটা মেহেরিমাকে জরিয়ে ধরে আছে তো আছেই …
হঠাৎ মেহেরিমাকে অবাক করে দিয়ে বালিবে পাগলটা কে ধাক্কা মেরে দূরে ফেলে দিলো…
বালিবের সাথে পাগলের চোখাচোখি হয়…
.
.
.
পাগলটা রাগে সেখান থেকে চলে যায়…
মেহেরিমা ভয়ে জরিয়ে ধরলো বালিবেকে …
মেহেরিমার মাথায় হাত দিয়ে বালিবে বললো …
_রাস্তায় কি শুরু করেছো ??
.
.
.
মেহেরিমা লজ্জা পেয়ে বালিবেকে ছেড়ে দিলো…
রাস্তায় নিরবতা চলছে ..
বালিবে মাঝে মাঝে তাকিয়ে হাসছে আর কি সব ফালতু কথা বলছে…
.
.
.
মেহেরিমা র পাগল টা কে দেখে একজনের কথা মনে পড়লো…
রুস্তম স্যারের কথা…
যে সুযোগ পেয়ে মেহেরিমাকে জরিয়ে ধরতো।
মেহেরিমা ভিষন ভয় পেতো রুস্তম স্যারকে ..
.
.
.
চলবে…….