অজানা অনুভূতি পর্ব -২৪+২৫

#অজানা_অনুভূতি
#পর্বঃ ২৪
#লেখিকাঃ আদ্রিতা খান অদ্রি

আদ্রিতা আর আলো কলেজের গেইটের সামনে নামলো। আদ্রিতা কলেজের সামনে যাদের দেখলো তাদের দেখে ভয়ে আলোন হাত খামছে ধরলো।

কি হলো? (আলো)

আদ্রিতা সামনের ছেলেদের ইশারায় দেখিয়ে বললো,
ওদের কালকে ওদেখেছিলাম বাসের সামনে। ওদের নজর ঠিক লাগছে না। (আদ্রিতা)

এরকম ছেলেরা রাস্তায় থাকে। ওদের দেখে ভয় পেলে ও বুঝতে দেওয়া যাবে না যে ভয় পেয়েছিছ। তাহলে ওরা আর ও বিরক্ত করবে। সব সময় সাহসের সাথে চলতে হবে। (আলো)

হয়েছে হয়েছে আর ভাষণ দিতে হবে না। এমনি অনেক স্টুডেন্ট এসে পড়েছে। ভিতরে চল। (আদ্রিতা)

তারপর তারা কলেজের ভেতর ডুকে গেলো। কালকে বাসের সামনে যেই ছেলেগুলোকে দেখেছিলো তাদের কলেজের সামনে দেখে আদ্রিতা কিছুটা চমকে উঠেছিলো।

আরিয়ান কাজ করছে এমন সময় দেখতে পেলো, আদ্রিতা আর আলো কথা বলতে বলতে ভিতরে আসছে। আরিয়ান তার প্রিয়তমাকে দেখে একদৃষ্টিতে তাকিয়ে রইলো। এতো সুন্দর লাগছে তার প্রিয়তমাকে যা বলার বাইরে। অবশ্য ভালোবাসার মানুষটির সব কিছুই সুন্দর। আরিয়ান আনমনে বলে উঠলো, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। আরিয়ানের ইচ্ছে হচ্ছে পারলে এখনি তার প্রিয়তমাকে জড়িয়ে ধরতে। আদ্রিতার কথায় আরিয়ানের ধ্যান ভাঙলো,

স্যার আসসালামু আলাইকুম (আদ্রিতা)

আরিয়ান সালামের জবাব দিলো। তোমরা ঠিক সময় এসেছো। একটু পরেই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। আর প্রধান অতিথির আসার সময় ও হয়ে যাচ্ছে। প্রধান অতিথি যখন কলেজের ভিতর আসবে তখন তাদের উপর ফুল ছিটানো শুরু করবে। তারপর তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে সেখানে তাদের বসতে বলবে। আর হাল্কা কিছু নাস্তা দিবে। যত্নের যেনো কিনো এুটি না থাকে।এর সাথে আমাদের কলেজের সম্মান জড়িত রয়েছে। আশা করি সব বুঝতে পেরেছো। (আরিয়ান)

জ্বি স্যার। (আলো)

ওকে এখন যেয়ে দেখো ডেকোরেশন সব ঠিক আছে কি না। (আরিয়ান)

ওকে স্যার আমরা যাচ্ছি। (আদ্রিতা)

তোমাদের সাথে তানহা আর আবির কই? (আরিয়ান)

স্যার ওরা আসতেছে। (আলো)

ওকে (আরিয়ান)

আলো আর আদ্রিতা সেখান থেকে চলে আসলো।

প্রিয়তমা তোমাকে একবার জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। দেখো আমাদের পছন্দতে ও অনেক মিল। মুচকি হাসলো আরিয়ান।

*******

শাড়ি পড়তে পারিছ না আবার পড়িস কেনো? (আবির)

আরে দাড়া না একটু আস্তে যা আমার দ্রুত হাঁটতে পারছি না। (তানহা)

না করেছিলাম শাড়ি পড়তে। শুনলি না আমার কথা আর এখন তোর জন্য আমার দেড়ি হচ্ছে। (আবির)

এতো দেড়ি হলে দাঁড়াতে হবে না চলে যা। (তানহা)

আরে ম্যাডাম রাগ করেছে নাকি এই বলে আবির তানহার গাল টিপে দিলো।

এই কি করছিছ ছাড় আমার মেকআপ নষ্ট হয়ে গেলো।(তানহা)

আবির হেসে উঠলো। একটু তাড়াতাড়ি কর। দেড়ি হয়ে যাচ্ছে। (আবির)

একটি রিক্সা নে (তানহা)

কতোক্ষণ রিকশার জন্য দাঁড়ালাম কোনো রিকশা নেই। (আবির)

তাহলে আর কি এখন আমার জন্য আস্তে আস্তে হাঁটতে থাক। (তানহা)

আলো আর আদ্রিতা মনে হয এতোক্ষণে পৌঁছে গেছে।(আবির)

হুম মনে হয়। (তানহা)

আবির কালো শার্ট পড়েছে আর তানহা বেগুনি কালার শাড়ি। চুল গুলো খোলা অনেক অসাধারণ লাগছে তানহাকে। আর আবিরের পাশে একটু বেশি মানিয়েছে।

********

আর একটু পরই আমার ক্রাশ এসে যাবে। নিশ্চয়ই আমাকে দেখে ফিদা হয়ে যাবে। (নওশিন)

হযেছে খবর শুনেছিছ? (রাইসা)

কিসের খবর? (নওশিন)

সাজ্জাদের জন্য নাকি আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। (রাইসা)

বাহ তাহলে ত ভালোই হয়েছে। সেখানে গিয়ে আলাদা ভাবে একটু কথা বলার সুযোগ পাবো। (নওশিন)

হ্যাঁ কিন্তু দেখ তোর আগে আদ্রিতা যেনো না পৌঁছে যায় সেখানে। (রাইসা)

ওই আদ্রিতার খেলা ও আজকেই শেষ হবে। (নওশিন)

কিন্তু আমার ভয় করছে যদি আমরা ফেঁসে যাই। তখন কি হবে? (রাইসা)

না চিন্তা করিছ না আমাদের কিছুই হবে না। যা হবে আদ্রিতার হবে। (নওশিন)

হুম আমাদের কিছু না হলেই বাঁচি। (রাইসা)

তারপর ওরা একসাথে হেঁসে উঠলো।

*******

সামিরা রেডি হয়েছে নীল শাড়ি পড়েছে। চুলগুলো খোলা। বেশি মেকআপ করে নি। হালকা সাজের মধ্যে অনেক ভালো লাগছে সামিরাকে। সামিরার মনে অনেক ধরনের চিন্তা ভাবনা কাজ করছে। সব কিছু বাদ দিয়ে সামিরা কলেজে যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়লো।

*******

ওইতো তানহা আর আবির চলে এসেছে। (আদ্রিতা)

তোরা এতো দেরি করলি কেন?(আলো)

আরে ওকে বলেছিলাম শাড়ি না পড়তে একে ত সামলাতে পারে না আবার পড়েছে। ৫ মিনিটের রাস্তা ৩০ মিনিট লেগেছে ওর জন্য। (আবির)

একটু দেরি হয়েছে আর কথা শুনাচ্ছে। (তানহা)

হয়েছে হয়েছে আর ঝগড়া করতে হবে না। (আদ্রিতা)

দোস্ত তোকে এই শাড়ি অনেক মানিয়েছে কবে কিনলি? (তানহা আদ্রিতার উদ্দেশ্য কথাটি বললো)

কালকে। (আদ্রিতা)

আলো মুচকি হাসলো। কিছু বললো না।

অনেক সুন্দর হয়েছে। (তানহা)

তোরা থাক আমি ওদিক থেকে একটু ঘুরে আসছি। একথা বলে আবির চলে গেলো।

বাকিরা ওদের গল্পের ফুলঝুরি শুরু করে দিলো।

*******

সাজ্জাদের গাড়ি এসে থেমেছে কলেজের সামনে। সাজ্জাদ আর স্বাধীন নামলো গাড়ি থেকে। দু’জনকে ফরমাল ড্রেসে খুব অসাধারণ লাগছে। কলেজের প্রিন্সিপাল এসে তাদের এগিয়ে নিলেন। সাজ্জাদ আর স্বাধীন ভেতরে ডুকছেন। পিছনে তাদের গার্ডরাও আছেন। সব স্টুডেন্টরা দাতের উপর ফুল ছিটিয়ে কলেজে প্রবেশের শুভেচ্ছা দিচ্ছে। আদ্রিতা এগিয়ে আসলো। পিছনে আবির। আদ্রিতাকে দেখে সাজ্জাদ চমকে উঠলো। দুধে-আলতা গায়ে কালো শাড়িটি যা মানিয়েছে বলার বাইরে। ঠোঁটে হালকা লিপস্টিক। গোল্ডেন হিজাব পড়া। সাজ্জাদ আদ্রিতার থেকে চোখ ফেরাতেই পারছে না। সাজ্জাদ ও আদ্রিতার সাথে মিলিয়ে কালো ব্লেজার পড়েছে। তার উপর গোল্ডেন কাজ সেখানে লেখা AS। সাজ্জাদকে দেখে অনেক মেয়ে ফিদা হয়ে গেছে। তবু ও সাজ্জাদ কারোর দিকে একবার ফিরে ও তাকাচ্ছে না।

আদ্রিতার হাতের ফুলের তোড়াটি আদ্রিতা সাজ্জাদের হাতে দিলো। আবির ফুলের তোড়াটি স্বাধীনকে দিলো। অন্যদিকে সাজ্জাদকে দেখে নওশিন আরেক দফা ক্রাশ খেলো।

আরিয়ান এগিয়ে এসে আদ্রিতাকে বললো, উনাদের জন্য যেই রুমের ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে যাও।

ওকে স্যার (আদ্রিতা)

আপনারা আমার সাথে আসুন। (আদ্রিতা সাজ্জাদ আর স্বাধীনের উদ্দেশ্য বললো)

স্বাধীনও সাজ্জাদ আদ্রিতার পিছন পিছন গেলো। সাথে আবির ও আছে। আর সাজ্জাদ এবং স্বাধীনের গার্ড।
এর মধ্যে সাজ্জাদ স্বাধীনকে একটি মেসেজ দিলো। স্বাধীন তা দেখে মুখ টিপে হাসলো।

আপনারা রুমে বসুন। একটু রেস্ট নিন। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। (আদ্রিতা)

আমি ফ্রেশ হবো ওয়াশরুম কোথায়? (স্বাধীন)

আমার সাথে আসুন আমি দেখিয়ে দিচ্ছি। (আবির)

ওকে (স্বাধীন)

আবির আর স্বাধীন রুম থেকে চলে গেলো।

রুমে শুধু সাজ্জাদ আর আদ্রিতা রয়েছে গার্ডরা বাইরে দাঁড়িয়ে আছে। এই রুমটি একটু কিনারে। তাই এখানে সাধারণত কেউ আসে না।

আপনি বসুন আমি আসছি। (আদ্রিতা)

আমি কি তোমাকে যেতে বলেছি? (সাজ্জাদ)

আমি এখানে কি করবো? (আদ্রিতা)

বলছি কি করবে। কথাটি বলে সাজ্জাদ রুমের দরজা বন্ধ করে দিলো।

********

স্বাধীন আর আবির হেঁটে যাচ্ছে। এর মধ্যে সামিরাকে দেখে স্বাধীন থমকে দাঁড়ালো।

******

কি হলো দরজা বন্ধ করলেন কেনো?(আদ্রিতা)

সাজ্জাদ আর কিছু না বলে আদ্রিতার কোমর জড়িয়ে ধরলো।

কি করছেন ছাড়ুননন এইটা কলেজ। (আদ্রিতা)

এতো সুন্দর করে সেজেছো কেনো? ছাড়তে ইচ্ছে করছে না। (সাজ্জাদ)

ছাড়ুননন কেউ এসে পড়বে।(আদ্রিতা)

কেউ আসবে না বাইরে আমার গার্ড আছে।

সাজ্জাদ একটি টেবিলে বসে টান দিয়ে আদ্রিতাকে সাজ্জাদের কোলে বসিয়ে নিলো।

ছাড়ুনননন (আদ্রিতা)

সাজ্জাদ আদ্রিতার কোমর জড়িয়ে ধরলো। আদ্রিতার কথা না শুনে বরং আদ্রিতার ঠোঁট নিজের ঠোঁট ডুবিয়ে দিলো।
#অজানা_অনুভূতি
#পর্বঃ ২৫
#লেখিকাঃ আদ্রিতা খান অদ্রি

আদ্রিতার বিধ্বস্ত দেহটি নিচে পরে আছে। হাতে কাঁচের চুরি গুলো ভেঙে হাত থেকে রক্ত পড়ছে। শাড়ি কিছুটা এলোমেলো। কিন্তু শাড়ির উপরে শরীরের কোনো অংশ বোঝা যাচ্ছে না। হিজাবটি খুলে গিয়েছে। লিপস্টিক এলোমেলো।

কয়েকঘন্টা আগে ~

একটু পরেই সাজ্জাদ আদ্রিতার ঠোঁট জোড়া মুক্ত করে দিলো। আদ্রিতা লজ্জায় কুঁকড়ে উঠলো।

ছাড়ুননন কি করছেন। (আদ্রিতা)

সাজ্জাদ আর ও শক্ত করে জড়িয়ে ধরলো। সারাদিন ত দৌড়াদৌড়ি করতে থাকো। একটু আমার কাছে থাকলে কি হয়? (সাজ্জাদ)

জানি না। কিন্তু এখন কাজ আছে ছাড়ুনন আমাকে
আর কেউ এসে পড়লে অনেক খারাপ ভাববে। ছেড়ে দিন। (আদ্রিতা)

বাইরে বডিগার্ড আছে। আর স্বাধীন ও এখন আসবে না তাই তুমি নিশ্চিন্তে বসে থাকতো পারো। (সাজ্জাদ)

উফফফ ছাড়ুন আলো নিশ্চয়ই আমাকে খুঁজে চলেছে। আপনার সাথে যদি আমাকে দেখে তাহলে ওকে কি জবাব দিবো? (আদ্রিতা)

বলো দিও নিজের হাসবেন্ডের কেলো বসে থাকা দোষের না। (সাজ্জাদ)

উফ অ*সভ্য লোক একটা যখনই সুযোগ পাচ্ছে আমাকে কাছে টেনে নিচ্ছে। (মনে মনে)

ছেড়ে দিন (আদ্রিতা)

আরে এতোবার বলছো ছেড়ে দিতে যেনো মনে হচ্ছে অন্য কেউ তোমার শরীরে ধরেছে। এ শরীরে শুধুই আমার অধিকার। (সাজ্জাদ)

কথাটি বলে সাজ্জাদ আরেক বার আদ্রিতার ঠোঁট স্পর্শ করতে নিলে। আদ্রিতা মুখে হাত দিয়ে ফেলে। সাজ্জাদ হেঁসে উঠলো।

আচ্ছা নামো। (সাজ্জাদ)

আদ্রিতা যেনো এই কথার অপেক্ষাই করছিলো। দ্রুত নেমে নিজেকে একটু ঠিক করে নিলো।

হঠাৎ পে*টের উপর কারোর হাতের ঠান্ডা স্পর্শ পেয়ে আদ্রিতা বরফের ন্যায় শক্ত হয়ে গেলো। সাজ্জাদ পিছন থেকে আদ্রিতাকে জড়িয়ে ধরেছে। সেই সাথে শাড়ির আঁচলের নিচ দিয়ে উন্মুক্ত পে*টে হাত দিয়েছে। সাজ্জাদের স্পর্শে আদ্রিতার বরফের ন্যায় হয়ে গেছে। সাজ্জাদ আদ্রিতাকে নিজের দিকে ঘুরিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে একটু উঁচু করে আবার ঠোঁট ঠোঁট মিশিয়ে দিলো। কতক্ষণ পর ছেড়ে দিয়ে বললো,

যাও মুক্ত করে দিলাম কিছুক্ষণের জন্য। কিন্তু কিছুদিন পর আবার আমার খাঁচায় বন্দি করে নিবো। (সাজ্জাদ)

আদ্রিতা আর কিছু বললো না দৌড়ে রুম থেকে বের হয়ে গেলো। সাজ্জাদ হেঁসে উঠলো।

*******

স্বাধীন সামিরাকে দেখে থমকে গেলো।

আবির তুমি চলে যাও আমি যেতে পারবো। তোমার নিশ্চয়ই কাজ আছে। (স্বাধীন)

জ্বি ভাইয়া (আবির)

ওকে তাহলে যাও তুমি (স্বাধীন)

আবির চলে গেলো। আবির যাওয়ার পর স্বাধীন সামিরার কাছে আসলো,

আরে মিস সামিরা আপনি এইখানে? (স্বাধীন)

হঠাৎ স্বাধীনের কথা শুনে সামিরা একটু চমকে উঠেছিলো। নিজেকে স্বাভাবিক রেখে বললো,

জ্বি, ওই আদুরির কলেজের অনুষ্ঠানের জন্য এসেছি। কিন্তু আপনি এইখানে? (সামিরা)

(সামিরা জানে স্বাধীন কেনো এইখানে এসেছে তবুও জিজ্ঞেস করলো)

আমি আমন্ত্রিত। (স্বাধীন)

ও আচ্ছা। (সামিরা)

জ্বি। তারপর বলেন কি খবর? কেমন আছেন?(স্বাধীন)

আলহামদুলিল্লাহ ভালো আপনি? ( সামিরা)

জ্বি আমি ও ভালো আছি। (স্বাধীন)

সামিরা আর কি বলবে খুঁজে পাচ্ছে না এর আগেই স্বাধীন বলে উঠলো, আপনার বিয়ের তারিখ ত এগিয়ে এসেছে। কথাটি সামিরার মোটেও পছন্দ হয় নি। তাও বললো, জ্বি

আমার বিয়ের তারিখ ও এগিয়ে এসেছে। (স্বাধীন)

সামিরা হাসলো।

দাওয়াত দিবেন না বুঝি? ( সামিরা)

হুম অবশ্যই দাওয়াত দিবো। সাজ্জাদ নিজে আপনাদের নিয়ে আসবে। ( স্বাধীন)

হুম। (সামিরা)

আচ্ছা একটু আগেই এসেছি ত ক্লান্ত লাগছে আমি রুমে যাচ্ছি কথাটি বলে স্বাধীন চলে গেলো। স্বাধীন হঠাৎ সামিরার সামনে নার্ভাস ফিল করছিলো তাই একটি অজুহাত দিয়ে চলে আসলো।

সামিরা একা দাঁড়িয়ে আছে। আদ্রিতার কাছে যাবে এমন সময় ইরা কল করেছে [ সামিরার বেস্ট ফ্রেন্ড ] ইউনিভার্সিটিতে নাকি আর্জেন্ট যেতে হবে। সামিরা আদ্রিতাকে মেসেজে জানিয়ে দিয়েছে একটি দরকারি কাজের জন্য সামিরা চলে যাচ্ছে। সামিরা কলেজ থেকে ইউনিভার্সিটির উদ্দেশ্য চলে যায়।

*******

স্বাধীন রুমের সামনে এসে দেখলো আদ্রিতা দৌড়ে রুম থেকে বের হয়ে গেছে।

যাক বাবা এর আবার কি হলো?🤷‍(স্বাধীন)

স্বাধীন রুমে ঢুকে দেখলো সাজ্জাদ মুচকি হাসছে।

কিরে তুই আদ্রিতার সাথে কি করেছিছ? মাএ দেখলাম দৌড়ে রুম থেকে বের হলো। (স্বাধীন)

কিছু করি নি। বাচ্চা ত তাই সারাদিন দৌড়াদৌড়ি করতে থাকে। (সাজ্জাদ)

স্বাধীন আর কিছু বললো না। তারা তাদের কাজের ব্যাপারে কথা শুরু করে দিলো।

*****

কিরে তুই এতোক্ষণ কোথায় ছিলি? আর প্রধান অতিথিদের যে নাস্তা দিতে বলেছিলো দিয়েছিলি নাকি ভুলে গেছিছ? (আলো)

দূর ভুলে গেছিলাম। আমি স্টেজের দিকে যাচ্ছি তুই একটু উনাদের নাস্তা দিয়ে আয়। (আদ্রিতা)

আমার কাজ আছে আমি পারবো না তানহাকে বল দিয়ে আসতে। (আলো)

কথাটি বলে আলো চলে গেলো। আদ্রিতা তানহাকে বললো নাস্তা দিয়ে আসতে। তানহা নাস্তা দিয়ে আসলো।

কিছুক্ষণ পর ~

অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তানহা আর আবির গিয়ে সাজ্জাদ আর স্বাধীনকে স্টেজের সামনে নিয়ে আসলো। তখন রুম থেকে বের হওয়ার পর আদ্রিতা আর সাজ্জাদের সামনে আসে নি। সাজ্জাদ আর স্বাধীন
তাদের সিটে বসলো। প্রধান শিক্ষক তার বক্তৃতা পেশ করলো । অতঃপর প্রধান অতিথিরা তাদের বক্তৃতা পেশ করেন । এখন শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পালা।

এখন আমাদের মধ্যে একটি গান পেশ করবে একাদশ শ্রেণির আদ্রিতা। ( উপস্থাপক)

নার্ভাস ফিল করিছ না। যা নিজের বেস্ট দিয়ে একটি গান পেশ কর। (আলো)

ভয় করছে আমি স্টেজে উঠার পর তুই স্টেজের পাশেই দাঁড়িয়ে থাকিস। (আদ্রিতা)

আচ্ছা ঠিকআছে আমি থাকবো। (আলো)

আদ্রিতা দেড়ি করছো কেনো স্টেজে যাও। (আরিয়ান)

জ্বি স্যার যাচ্ছি। (আদ্রিতা)

আদ্রিতা স্টেজে উঠলো। সাজ্জাদ আর স্বাধীন সামনের সিটেই বসা। আদ্রিতা একনজর সাজ্জাদের দিকে তাকিয়ে কিছু কথা পেশ করলো। অতঃপর নিজের গানটি শুরু করলো ~

আমাকে আমার মত থাকতে দাও
গায়কঃ অনুপম রায়
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি ।।
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়ায় থাক
সব পেলে নষ্ট জীবন।
তোমার ঐ দুনিয়ার ঝাপসা আলোয়
কিছু সন্ধ্যের গুড়ো হাওয়া কাঁচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দুরবিন চোখ রাখবো না.. না না না না না
এই জাহাজ মাস্তুল ছারখার,
তবু গল্প লিখছি বাঁচ বার।
আমি রাখতে চাই না আর তার,
কোন রাত–দুপুরের আবদার।
তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পাড় খোঁজার
কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
ঘুম ভাঙ্গা চোখে তুমি খুঁজো না আমায়
আসে পাশে আমি আর নেই।
আমার জন্য আলো জ্বেলো নাকো কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশন চত্ত্বরে হারিয়ে গিয়েছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না – না না না না
এই জাহাজ মাস্তুল ছারখার,
তবু গল্প লিখছি বাঁচ বার।
আমি রাখতে চাই না আর তার,
কোন রাত–দুপুরের আবদার।
তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পাড় খোঁজার
না – না না না না
তোমার রক্তে আছে স্বপ্ন যত,
তারা ছুটছে রাত্রি–দিন নিজের মত,
কখনও সময় পেলে একটু ভেবো–
আঙ্গুলের ফাঁকে আমি কই?
হিসাবের ভিড়ে আমি চাই না ছুঁতে
যত শুকনো পেঁয়াজকলি ফ্রিজের শীতে,
আমি ওবেলার ডাল–ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবোনা – না না না না
এই জাহাজ মাস্তুল ছারখার,
তবু গল্প লিখছি বাঁচ বার।
আমি রাখতে চাই না আর তার,
কোন রাত–দুপুরের আবদার।
তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পাড় খোঁজার
না – না না না না

আদ্রিতা চোখ খুললো চারদিকে হাততালির শব্দ শোনা যাচ্ছে। আলো স্টেজের পাশেই দাঁড়ানো। সাজ্জাদ সম্পূর্ণ গানটি অনুভব করেছে। সাজ্জাদ আশে পাশে একটু তাকিয়ে দেখলো আরিয়ান এক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে আছে। বিষয়টি সাজ্জাদের ভালো লাগছে না।

চারদিকে আদ্রিতার প্রশংসা শুনে নওশিন আর ও রেগে উঠলো । নওশিন রিজভীকে দেখে বললো কাজ শুরু করে দে। রিজভী নওশিন ওদের ফ্রেন্ড। আর নওশিনের কাজের সাথে জড়িত আছে।

আদ্রিতা স্টেজ থেকে নিচে নেমে আসলো। আলো তানহা আবির সবাই আদ্রিতার প্রশংসা করছে। প্রধান শিক্ষক ও খুশি হয়েছেন।

সাজ্জাদের চোখজোড়া আদ্রিতাকে দেখে যাচ্ছে। সাজ্জাদ আনমনে বলে উঠলো,

মানুষ কন্ঠের ও প্রেমে পড়ে! ❤️

[

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here