অভিমান পর্ব ১৯+২০

#অভিমান
#মুমুর্ষিরা_শাহরীন
পর্ব-১৯
(১৮+ এলার্ট)
সন্ধ্যার ঝিরিঝিরি হাওয়া। সাথে একটু টিপটিপ বৃষ্টি। পাখিদের নীড়ে ফিরে যাওয়ার তাড়া। ডানা ঝাপটানোর শব্দ। রাস্তার রিক্সার বেল.. টুং টাং। আর ভেজা মাটির পথ ঠেলে এগিয়ে যাচ্ছে সামনে ঝুমকো। ঠোঁটে হাসি। প্রানবন্ত হাসি। অনেক দিন পর আকাঙ্ক্ষিত বস্তুর দেখা পাওয়ার যে তৃষ্ণার অনুর্বরতা…এক চোয়াল সতেজ পানি পান করে গলা ভিজিয়ে শরীর চনমনা করার মতো তার অনুভূতি।

ঝুমকো হাটছে মুখে হাসি নিয়ে। তার চিকচিক গাল দুটো অনেক দিন পর হাসিতে ফুলে ফেপে উঠেছে। কত্ত..দিন পর দেখা হলো প্রানপ্রিয় বন্ধুটির সাথে। ঠিক আগের মতো আড্ডা জমে উঠেছিলো আজ। ঝুমকো, প্রাপ্তি, নিয়ন…। দারুন আড্ডা হয়েছে। সেই আগের মতো খুশি-আমেজ, প্রাপ্তির গুন্ডাদের মতো কথা, নিয়নের প্রাপ্তিকে পঁচানো, ঝুমকোর রেগে যাওয়া, গাল ফুলিয়ে থাকা সব মিলিয়ে ঠিক আগের মতো। আগের আমোদপূর্ণ দিন গুলোর মতো!

ঝুমকোর সামনে একটা লাল মার্সিডিজ বেঞ্জ কার থামলো। শেষ ভাগের ওই কালচে-লাল আলোটুকুতে ঝুমকো ঠিক তা দেখতে পেলো এবং বুঝেও গেলো এটা আর কারোর নয় তার অতিপ্রিয় জুলুমকারী জামাইয়ের সবচেয়ে পছন্দের গাড়িটা। ঝুমকো একটু অবাক হলো বৈ কি! বিস্মিতও হলো সাথে বিরবির করে বলল,

‘দুইদিন খোঁজখবর নাই এখন আসছে! এই ছেলেটা সবসময় রাস্তায় আমার পথ আটকে দাঁড়ায়। ছেলেটা বুঝে কীভাবে আমি কোথায় আছি?’

ঝুমকোর চিন্তা ভাবনার মাঝেই রাহান গাড়ি থেকে বের হলো। কপালের রগ ফুলা, চোখ দুটো মরিচের মতো লাল টুকটুকে, হিংস্র চেহারা থমথমে, কপাল কুচকানো, শক্ত মুখ। ঝুমকো ধরতে পারলো না এবারের রাগের কারন। আজকের রাগ টা সেই বিয়ের দিনের চেয়েও বেশি বলে মনে হচ্ছে। ঝুমকো আবার বিরবির করলো,

‘এই যে শুরু হয়েছে! সবসময় রাস্তায় পথ আগলে আর হিংস্র রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকবো। ছেলেটা রেগে থাকলেই শুধু আমার পথ আটকে দাঁড়ায়। ভালো লাগে না! ধুর!’

ঝুমকো আপন মস্তিষ্ক চিন্তা করার মাঝেই এক অদ্ভুত কান্ড ঘটলো। প্রায় ছয় বছরে এই প্রথম বার! রাহান কোলে তুলে নিলো ঝুমকোকে। ঝুমকো হকচকিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো রাহানের গলা, কাধ। রাহানের মুখ তখন অবধি থমথমে। ঝুমকো খুঁজে চলেছে রাহানের চোখে মুখে রাগের কারনটা। কিন্তু নাহ..বুঝতে পারছে না। আজ কি অন্যরকম কিছু ঘটেছে? কই নাহ তো। ঝুমকোর তো মনে পরছে না। চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে ঝুমকো রাগী গলায় বলল,

‘এগুলো কোন ধরনের অসভ্যতা? এভাবে মাঝ রাস্তায় কেনো কোলে নিয়েছো?’

রাহান কথা বলল না। ঝুমকোকে জোর করে গাড়িতে তুলল। এরপর এক ছুটে চলে আসলো নিজের একান্ত ব্যাক্তিগত ফ্ল্যাট টাতে।

ফ্ল্যাটে সেই আবারো কোলে করে ঝুমকোকে নিজের ঘরে নিয়ে গেলো রাহান। কোল থেকে নামিয়ে দিতেই ঝুমকো রেগে গলা উঁচিয়ে বলল,

‘হাউ ডেয়ার ইউ টু টাচ মি?’

রাহান আগুনরটা চোখে তাকিয়ে কিড়মিড় করে বলল,

‘নিয়ন নিলে খুব খুশি হতে তাই না? নিজের স্বামী কোলে নিয়েছে ভালো লাগছে না? নিয়ন স্পর্শ করলে খুব ভালো লাগে? নিয়নের হাত ধরলে খুব ভালো লাগে? পরপুরুষের সান্নিধ্যে থাকতে খুব মজা লাগে তাই না? আর আমার স্পর্শ ভালো……

মুখের কথা মুখে রয়ে গেলো আর রাহানের গালে গগনবিদারী ঠাস করে খুব শব্দ তুলে একটা চড় পরলো। রাহানের মুখ ঘুরে গেলো। গালে আপনা আপনি ডান হাতটা চলে গেলো। রাহান বিস্ময়ের সাগরে ডুবে তাকালো প্রিয়তমা স্ত্রীর দিকে।

ঝুমকো তখন থরথর করে কাপছে। তার ঠোঁট জোড়া কাপছে। পায়ের তালু কাপছে। রাহানকে চড় মেরেছে সে! হ্যা মেরেছে তো কি হয়েছে? ঠিক কাজ করেছে একদম! এতো নিচু মন মানসিকতা কারোর হয়? ছি! নিয়ন তো তার বন্ধু! শুধুই বন্ধু। ঝুমকো তিরতির করে কাপা ঠোঁট জোড়া নাড়িয়েই বলে উঠলো,

‘আই জাস্ট হেইট ইউ রাহান….হেইট ইউ। এতোটা নিচু মন মানসিকতা তোমার। এতোটা…? এতোটা নিচে কবে নামলে তুমি? তুমি না আমাকে বিয়ে করেছো? নিজের স্ত্রী সম্পর্কে বাজে কথা বলতে বুক কাপলো না তোমার? ছি! শেইম অন ইউ।’

ঝুমকোর গলা কাপে। চোখের পানি গড়িয়ে পরে গলা অবধি। মুছে নিয়ে আবার রুখে দাঁড়ায়। গর্জনস্বরে বলে উঠে,

‘হ্যা, পরপুরুষের স্পর্শ আমার ভালো লাগে আরো কিছু বলবে? আমার ভালো লাগে নিয়নের সান্নিধ্য। বিয়ে তো আমি নিজের মতামতে করি নি। ইচ্ছার বিরুদ্ধে করেছি তাই তোমার স্পর্শ ভালো লাগে না। গটেড? যা খুশি ভেবে নাও তুমি। যা খুশি…। বাট রিমেম্বার, আই হেইট ইউ…আই হেইট ইউ…আই হেইট ইউ।’

রাহান হাতের পাঁচ আঙ্গুল মুষ্টিবদ্ধ করলো। ঝট করে চোখ বন্ধ করে চট করে আবার খুলল। এবার তার চোখে দ্বিগুন লাল আগ্নেয়গিরির লাভা। দাউদাউ করে জ্বলছে আগুন। সেই হিংস্র আগুনে যে আজ ঝুমকো পুড়বে তা নিশ্চিত। রাহান ঝুমকোর দিকে এগিয়ে যায় এক পা এক পা করে। ঝুমকো ভয় পায়। পিছিয়ে যায় এক পা। তারপর আবার আরেক পা। রাহান চাপা গলায় বলে,

‘আজ থেকে আমার স্পর্শই ভালো লাগবে। আর অন্য কারোর কোনো অধিকার নেই আমার ঝুম এর উপর। আজ থেকে আমার হাত ই ধরবে শুধু তুমি। আর কারোর না….।’

‘রা..রা..রাহান ডোন্ট ডেয়ার টু টাচ মি। আই উইল কিল ইউ রাহান। প্লিজ…সরে যাও।’ কাপা কাপা স্বরে কাতর কন্ঠে বলল ঝুমকো।

রাহান স্মিত তাচ্ছিল্য হেসে বলে, ‘মেরে ফেলো। তবুও শান্তি পাই আমি। শান্তি পাও তুমি। কিন্তু আমি বেঁচে থাকতে অন্য কাউকে স্পর্শ করার সাহস করো কি করে তুমি?’

রাহান চেঁচিয়ে বলে উঠলো। হাতের কাছের ফুলদানিটা ফেলে দিলো। বিকট শব্দে ঝুমকো কানে হাত দিয়ে কুকরিয়ে উঠলো। তার চোখের নিচে পানির ছড়াছড়ি। ভীত গলায় সে বলল,

‘কেনো এমন পাগলামো করো রাহান? মাঝেমাঝে তোমার কি হয়? তুমি তো আগে এমন ছিলে না? কি হয়েছে তোমার?’

ঝুমকো রাহানের হাত ঝাকিয়ে বলল। রাহান কথা শুনলো না কোনো উত্তর ও দিলো না। ছয়বছরে এই প্রথম বার কাজটি করে ফেলল সে। অতি কাছে ঝুমকোর উষ্ণতা পেয়ে উষ্ণীষ হয়ে কাতর ভাবে চুমু দিতে লাগলো ঝুমকোর ওই তিরতির করে কাঁপা ঠোঁটজোড়ায়।

ঝুমকো বাধা দিলো। রাহানের পিঠে কিল ঘুষি দিলো। হাত দিয়ে ছাড়িয়ে দিতে চাইলো রাহানের মুখ। কিন্তু পারলো না। রাহান সর্বশক্তি দিয়ে চেপে ধরেছে ঝুমকোর ঠোঁট। এই প্রথমবার আশ্চর্য স্বাদ পেলো। জীবনে এই প্রথমবার! ঝুমকো ডুবে গেলো। অজান্তে নিজেও চুমু দিলো রাহানের ঠোঁটে। ভেসে গেলো রাহানের ঠোঁটের বৃষ্টিজলে। যে জল গড়িয়ে গেলো ঠোঁট বেয়ে জিব অবধি তা থেকে গলা অবধি। আস্তে আস্তে পুরো শরীরে! শিহরণ জাগালো! সম্পূর্ণ নিজের করে পাওয়ায় উত্তেজনা!

রাহান পাগলের মতো চুমু দিলো ঝুমকোর টসটসে ওই ঠোঁটে। দেয়ালের সাথে আটকে গেলো ঝুমকো। আর ঝুমকোতে মিশে আটকালো রাহান৷ একসময় ঠোঁট ছেড়ে রাহান ঝুমকোকে কোলে তুলে নিলো। ঝুমকো ঘোরে চলে গেছে। সব ভুলে গেছে। কেবল মাত্র ডুবে আছে স্বামীর পবিত্র স্পর্শে।

কোলে তুলে নিয়ে আবারো নির্লিপ্ত হলো তারা ঠোঁটবন্ধনে। এরপর আবার চুমু। সারাঘর ময় ছড়িয়ে পড়লো চ কারান্ত শব্দ। ঝুমকো রাহানের মাথার চুল এক হাত দিয়ে খামচে ধরলো। রাহান বিছানায় শুয়ালো ঝুমকোকে। ঝুমকোর উড়না গলা থেকে টেনে ফেলে দিলো। জামার পেছনের চেন টান দিয়ে খুলে ফেলল।

চেনের শব্দ নিরব রুমটাতে প্যাচ করে বিকট শব্দ তুলল। ঝুমকো রাহানের ঘোর থেকে বেরিয়ে এলো। কি করছে এসব ভেবে তার আত্মা চমকে উঠলো। রাহানকে নিজের কাছ থেকে সরাতে চাইলো। তার জামার হাতা তখন দু পাশে পরে গেছে। ঝুমকো জামার হাতা ঝাপটে ধরে কুকরিয়ে হাপানোর স্বরে বলে উঠলো,

‘রাহান…সরো প্লিজ…কি করছো এসব?’

রাহান কোনো কথা বলল না। সে ঝুমকোর গলায় ছোট্ট করে কামড় দিয়ে মুচকি হেসে বলল, ‘লাভ বাইট দেই জান…’

‘রাহান সরো। ঠিক হচ্ছে না এটা। ভুল করছো তুমি। সরে যাও..আমি হাত জোর করে বলছি। প্লিজ রাহান…’ ঝুমকোর গলার স্বর কান্নায় পরিণত হলো।

রাহান অবুঝ বাচ্চাদের মতো বলল,

‘আমি কি পাপ করছি? আমি তোমার বর। আমার সম্পূর্ণ অধিকার আছে। অন্য ছেলেকে হাত ধরতে দেও। অথচ আমি কাছে আসলে এতো কিসের খারাপ লাগা তোমার হ্যা? নিয়নকে ভালোবাসো তাই না? ভালোবাসো তুমি? আমি জানতাম এর জন্যই তো আমি চলে গিয়েছিলাম। ভেঙে দিয়েছিলাম সম্পর্ক। সে যাই হোক, তুমি আমার শুধু আমার। আমার বউ তুমি। তোমার শরীরের প্রতিটি পাতায় শুধু আমার অধিকার। এতে তোমার অভিমানের পাল্লা ভারী হলে হোক। কিন্তু তোমার সম্পূর্ণ জুড়ে শুধু আমার চিহ্ন থাকবে।’

রাহান ডুবে গেলো ঝুমকোতে। ঝুমকোর প্রতিটি অংগরাজ্য চলে গেলো তার আয়ত্তে।

এদিকে ঝুমকো দিশেহারা! ওর কানে বাজছে তখনো রাহানের বলা কথা। রাহান কি বলল একটু আগে? ঝুমকো নিয়নকে ভালোবাসে এই ভেবে সে চলে গিয়েছিলো? রাহান এটা কীভাবে ভাবতে পারে? ঝুমকো তো কখনো কিছু গোপন করে নি। সে তো সবসময় খোলা বইয়ের মতো নিজের ভেতরটা খুলে রেখেছিলো রাহানের কাছে। তবে রাহানের কেনো এটা মনে হবে? কি হয়েছিলো সেইদিন?

_________________________________

বিছানার সাথে লাগোয়া সিঙ্গেল মেরুন কালার সোফাটায় কপালে হাত দিয়ে বসে আছে ঝুমকো। সদ্য ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝড়ছে। উলোট পালোট একটা গোলাপি রঙের শাড়ি পরা শরীরে। ব্লাউজের বিভিন্ন অংশ ভিজে গাঢ় ছোপ ছোপ আকৃতির গোলাপি রঙ ধারন করেছে। চোখ মুখ ফোলা। চোখ দুটো টুসটুসে। যেনো টুকা দেওয়ার সাথে সাথেই বাধ ভাঙবে নদীর। নির্জীব নির্জলা প্রানে বসে আছে সে। শরীরে সদ্য স্বামীর দেওয়া চিহ্ন।

রাহান গোসল করে বেরিয়েছে মাত্র। উলোট পালোট শাড়ি পরিহিতা ঝুমকোকে এভাবে বসে থাকতে দেখে অনুতাপে মন ছেয়ে গেলো তার। সে বার বার ভুল করে। বার বার..। কি হয়েছি কি তার? এতো রাগ কেনো হ্যা? নিজের ভালোবাসার সাথে যে এতো রাগ দেখাতে নেই। “প্রজাপতি আস্তে করে ধরলে তা অনেক সময় বেঁচে থাকে আর চেপে ধরলে তা একসময় মরে যায়। ভালোবাসাকে আগলে রাখতে হয় তা না হলে ভালোবাসাও একদিন মরে যায়।”

রাহান ঝুমকোর সামনে দাড়ালো। ওই কপালে হাত দিয়ে রাখা…চিকচিক করা গালের অংশীদারী.. উল্টাপাল্টা শাড়ি পরা ঝুমকোকে তখনো দেখতে লাগছে মায়াবী! স্নিগ্ধ! পরিপূর্ণ এক বিবাহিতা নারী।

শাড়ি ব্লাউজ এসব রাহান আগেই বানিয়ে রেখেছিলো ঝুমকোর জন্য। এই ফ্ল্যাটেও রেখে গিয়েছিলো কিছু কাপড়। ঝুমকো শাড়ি পরতে জানে না। কিন্তু রাহান জানে। তার ইচ্ছে ছিলো, ঠিক প্রতিদিন সকালে ঝুমকোকে নিজ হাতে শাড়ি পড়িয়ে দিবে সে। কিন্তু সেইসব স্বপ্ন কি আদেও সত্যি হবে?

রাহান আস্তে করে ঝুমকোর কাছে বসলো। ক্ষীন স্বরে মাথা নিচু করে বলল, ‘স্যরি জান…মাফ করে দেও।’

ঝুমকো কথা বলল না। তার টুসটুসে চোখ দিয়ে কান বেয়ে পরে গেলো নোনাজল। রাহান ঝুমকোর মাথায় হাত রাখলো। ঝুমকো চট করে কপাল থেকে নিজের হাত সরিয়ে উঠে বসলো। দূরে সরে গেলো রাহানের থেকে। ভয় পাওয়া কন্ঠে বলল,

‘ছুবে না…ছুবে না তুমি আমাকে..আমি ঘৃণা করি তোমার ওই স্পর্শ…ঘৃণা করি। ‘

রাহান অবাক হয়ে তাকালো প্রেয়সীর দিকে। চোখের কোনায় বিন্দু বিন্দু জল রেখা জমা হতে লাগলো। মুখে আধারের কালো ছায়া নেমে এলো। তখন বাজে রাত দশটা। রাহান ঝুমকোর দিকে এগিয়ে গিয়ে বলল,

‘একবার আমার কথাটা শুনো। আমি আজ তোমায় সব এক্সপ্লেইন করবো জান।’

ঝুমকো ভয়ে পিছিয়ে যায়। রাহান অসহায় মুখে তাকিয়ে থাকে। তখনি রাহানের ফোন বেজে উঠে। রাহান ফোন কানে ধরে তেজি গলায় বলে উঠে,

‘তোমার জন্য আজ সব হয়েছে। আমার ঝুমকো আমার থেকে দূরে সরে গেছে। সব কিছুর জন্য তুমি দায়ী।’

ঝুমকো রাহানের উঁচু গলায় আরো ভয় পেলো সাথে অবাক হলো। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে কেউ বলে উঠলো,

‘বলে দিন ওকে সব ভাইয়া…আপনি এখনো কেনো বলেন নি? আমি তো ভেবেছিলাম কবেই সব সত্যি বলে দিয়েছেন।’

‘হ্যা..বলে দিবো…বলে দেবো আমি….আর পারছি না ওর থেকে দূরে থাকতে। আমার দম বন্ধ হয়ে আসছে। রাগের বশে ভুল করছি একটার পর একটা। তুমি আমাকে ক্ষমা করো।’

‘ভালো থাকবেন। নতুন জীবনের শুভকামনা। আল্লাহ হাফেজ। ‘

‘আল্লাহ হাফেজ।’

রাহান ফোন রেখে দিলো। এরপর ঘুরে তাকালো ঝুমকোর দিকে। ঝুমকোর ওই বিষণ্ণ মুখের দিকে তাকাতেই রাহানের বুকে মোচড় দিয়ে উঠলো। নিজেকে তৈরি করে নিলো সে। এরপর বলতে লাগলো জীবনের একটার পর একটা গোপন অপ্রকাশিত গল্পগুলো!
#অভিমান
#মুমুর্ষিরা_শাহরীন
পর্ব-২০
বাতাসে চলছে ঝড়ের পূর্বাভাস। গাছেরা হেলেদুলে পরে যাচ্ছে একে অপরের উপর। ঝড়ো বাতাসে প্রকৃতির সেকি অবিমৃষ্যকারী নৃত্য! অথচ একটু পর যখন আকাশ ভাঙবে প্রকৃতি তখন অঝোর ধারায় কাদবে। শুরু হবে বৃষ্টির মহল, কোলাহল, ঝাপটানো।

ঘরের প্রতিটি কোনায় টানানো সাদা নীল পর্দা গুলো উড়ে যাচ্ছে। বাধনছাড়া হতে চাইছে। এলোমেলো পর্দা গলিয়ে জানালায় গিয়ে দাড়ালো রাহান। বাইরের পানে চোখ দুটোকে মেলে দিয়ে প্রকৃতির নৃত্য দেখতে লাগলো। এর পর শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আহা! কি সুন্দর সেই দৃশ্য! নৃত্যরাজ প্রকৃতি তখন থেমে গিয়ে ঝুপঝাপ বৃষ্টি নামিয়ে ফেলল। রাহান অতি দীর্ঘশ্বাস ফেলে দীর্ঘদিনের লুকানো গল্প গুলো অগোছালো ভাবে বলে উঠলো একের পর এক। খুলতে লাগলো ধুলোময় বইয়ের পাতা। পড়ে শুনাতে লাগলো ঝুমকোকে।

‘আমাদের যখন রিলেশনের এক বছর সাত-আট মাস হবে তখন তুমি ভারসিটি তে উঠলে। কিছুদিন যাওয়ার পর তোমার বন্ধু হলো। সেই বন্ধুটির নাম নিয়ন। অতিপ্রিয় বন্ধু তোমার! আমি খুব প্রাকৃত মানুষ ছিলাম তখন। তাই এসব কোনোকিছুই আমার মস্তিষ্কে অন্যরকম বিরূপ প্রভাব ফেলেনি। মস্তিষ্ক তখন ভেবেছে- হ্যাঁ, বন্ধু তো কি হয়েছে? থাকতেই পারে বন্ধু। প্রত্যেকের জীবনে বন্ধু খুব গুরুত্বপূর্ণ। বন্ধু জীবনের একটা অংশ। ফ্রেন্ডশিপ ইজ আ পার্ট অফ আ লাইফ, এই কথায় বিশ্বাসী আমি। ‘

রাহান ঝুমকোর দিকে তাকালো। ঝুমকো রাহানের কথা শুনছে কি না তা দেখার জন্য! হ্যা ঝুমকো শুনছে কিন্তু অন্যমনস্ক হয়ে। ধাতস্থ হয়ে। রাহান মৃদুমন্দ হেসে আবার বলা শুরু করলো,

‘কিন্তু একটা সময় আমার মনে হলো তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছো। আমাকে সময় দেও না। হ্যা, দিচ্ছিলে কিন্তু আগের থেকে কম। কারন আমার সময়ের উপর তখন তোমার বন্ধুত্বের ও একটা ভাগ এসে গেছিলো। আমি তা হাসিমুখে মেনে নিয়েছিলাম। এরপর বোধ হয় তুমি বুঝলে যে, কোথাও…সামথিং ইজ নট রাইট। দেন তুমি নিয়নকে আমার সাথে দেখা করালে। কিন্তু কি জানো? সেই প্রথম দিন ই নিয়নের চোখে তোমার জন্য ভালোবাসা দেখে বুকে মোচড় দিয়ে উঠেছিলো আমার। হ্যা, নিয়ন তোমাকে ভালোবাসতো। যেমন টা সোহেল বাসে।’

রাহান থামলো। মুখে হাসি। খুব বেদনার হাসি। চোখে পানি চিকচিক। মনিগুলো জ্বলজ্বল করছে। ঝুমকো এখন নড়েচড়ে বসেছে। তার চোখে এবার বিস্ময়, অবাকতা, অবিশ্বাসের হাতছানি। আক্রোশ কেটে গেছে। সে শুনছে মনোযোগ দিয়ে। রাহান আবার বলতে শুরু করলো,

‘আমি দেখতাম, আমি বুঝতে পারতাম…তোমার সাথে আমাকে দেখলে নিয়নের চোখে মুখে কষ্ট ফুটে উঠতো। তার ঠোঁটে মিথ্যা হাসি ফুটতো। কিন্তু আপসোস! সেই তুমিটাই কখনো এসব খেয়াল করে দেখোনি। আমি বহুদিন তোমাদের আড়ালে তোমাদের চোখে চোখে রেখেছি। আমি দেখেছি তুমি নিয়নের সাথে থাকলে ও খুব খুশি হয়। খুব…। আর তুমিও খুব হাসিখুশি থাকো। বিশ্বাস করো, ঝুম..আমার বুকে না তখন খুব ব্যথা করতো! ভালোবাসা হারানোর যন্ত্রণা বুকে ঠিক কতখানি গভীর ক্ষত সৃষ্টি করে তখন বুঝতাম! সাথে এও বুঝতাম যে নিয়নের ও আমার মতো কষ্ট হচ্ছে। কিন্তু আমার কষ্ট টা তো বেশি তাই না বলো জান?’

রাহান থামলো। কোমড়ে হাত দিয়ে হা করে নিশ্বাস নিলো। তার গলা ধরে আসছে। ঝুমকো এতোক্ষণে মুখ খুলল। স্বগতোক্তি করলো, ‘তুমি কি এই কারনেই চলে গিয়েছিলে?’ রাহান স্মিত হেসে আবার শুরু করলো বইয়ের না পড়া নতুন পৃষ্ঠা,,,

‘একটা সময় আমার ভাবনা গুলো সত্যি হয়ে গেলো। আট-নয় মাস পর নিয়ন আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। নিজ থেকে আমাকে বলে দিলো- সে তোমাকে ভালোবাসে।’

শেষের লাইনটা ঝুমকোর কানে বজ্রপাতের মতো শুনালো। মনে হলো, এই নয়তলা শক্তপোক্ত বাড়িটা ভেঙে গুড়িয়ে পরলো ঝুমকোর উপর। কানের কাছে যেনো কেউ বার বার রিপিট করতে লাগলো এই অবিশ্বাস্য অপ্রাকৃত বাণী। নয়ন থেকে প্রসারিত হয়ে গড়িয়ে পড়লো নোনাজল। রাহান বলল,

‘হ্যা, নিয়ন আমাকে বলে দিলো সে তোমাকে ভালোবাসে। আমি সেইদিন অবাক হয়ে যায় নি। কিন্তু রাগ হয়েছিলো। প্রচুর রাগ। ওর কলার চেপে ধরেছিলাম। জিজ্ঞেস করেছিলাম, ‘কেনো আমি থাকতে সে ঝুমকোকে ভালোবাসলো?’ তোমাকে ভালোবাসার রাইট তো শুধু আমার তাই না বলো জান? বলো না?’

রাহান অস্থির হয়ে পরলো। পাগলের মতো করে বলল ঝুমকোর দু কাধ ধরে ঝাকিয়ে। ঝুমকো নিষ্প্রাণ যন্ত্রমানবের মতো চাহনি ফেলে রাহানের উপর। এরপর রোবটের মতো বলে উঠে, ‘এর পর কি হয়েছিলো রাহান?’

‘এরপর নিয়ন আমাকে এটাও বলেছিলো, তুমিও তাকে ভালোবাসো। সেইদিন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিলো। আমি বিশ্বাস করি নি। নিয়নের মুখে ঘুষিও দিয়েছিলাম দু-একটা। তারপর থেকে আমি তোমাকে চোখে চোখে রাখতাম। সবসময় তোমাকে নিজের কাছে রাখার চেষ্টা করতাম। দিনের অবসর সময়গুলো যাতে তুমি অন্যকোথাও না দিতে পারো বিশেষ করে নিয়নের সাথে না কাটাতে পারো তার ব্যবস্থা করতে লাগলাম। কিন্তু আমি দেখতাম তুমি বন্ধুর জন্য খুব উতলা থাকতে। তার দেখা পেলে খুশি হয়ে যেতে। এমনকি নিয়নের কোনো ফোন এলে তুমি আমাকে ফেলে চলে গিয়ে কথা বলে পরে আসতে। আমি তখন ভেবে নিয়েছিলাম তুমিও বোধ হয় নিয়নের প্রতি দূর্বল হয়ে গেছো। আমার মাথায় তখন খেলছিলো, ইউ আর ফল ইন লাভ উইথ নিয়ন। আমি পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। সবসময় মনে হতো একটা প্রচলিত কথা, “একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হয়ে সারাজীবন কাটাতে পারে না। তারা এক না একসময় প্রেমে পড়বেই ।” এই কথাটা আমার সবসময় মনে হতো। আমি ভেবেছিলাম আমি তোমাদের মাঝে এসে পড়েছি। আমি তোমার সুখ নষ্ট করছি। তুমি যাতে ভালো থাকবে আমি তাতেই ভালো। তোমার ওর প্রতি এতো কনসার্ন দেখে আমার মাথার নিউরন কাজ করা বন্ধ করে দিতো। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বন্ধুত্বের মাঝে এমন কনসার্ন থাকে। থাকতে হয়! শুধু ভালোবাসলেই কনসার্ন্ট্রেশন আসে তা নয়।’

রাহান থামলো। ঝুমকো তাচ্ছিল্য হেসে বলল, ‘তারপর তুমি চলে গেলে তাই না? একটুও বিশ্বাস করলে না? নিয়নের কথা ধরে বসে থাকলে?’

রাহান ছোট বাচ্চাদের মতো মাথা নিচু করলো। ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ‘না। সেসময় তোমার আমার সাথে ঝগড়া হয়েছিলো কিছু নিয়ে। যা এই মুহুর্তে আমার মনে পড়ছে না। আমি তোমাকে দুইদিন ফোন দেইনি তার কারন আমি তখন বিদেশে যাওয়ার সব এরেঞ্জমেন্ট করছিলাম। কেনো জানো?’

ঝুমকো কথা বলল না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। তার শুধুই কাদতে ইচ্ছে করছে। রাহান বলল,

‘দুদিন আগে দেখা হলো আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে। সে আমার সাথে আবার প্যাচ আপ করতে চায়। তুমি তো জানো আমি একরকম জোর করে সেই রিলেশনে ছিলাম। কোনো অনুভূতি ছিলো না। কিন্তু মেয়েটা আমাকে বুঝাতে লাগলো। একসময় সে বলল, তোমাকে আর নিয়নকে দেখেছে লাভবার্ডস পার্কে ঘুরাঘুরি করতে। আমি তখন বিশ্বাস করিনি জানো? কেনো করবো কারন সেখানে তো প্রেমিক-প্রেমিকা রা যায়। আর তোমরা তো বন্ধু ছিলে। তখন আমার সেই এক্স গার্লফ্রেন্ড তার ফোন বের করে ছবি দেখালো। যেখানে তুমি নিয়নের কাধে মাথা রেখে একটা সাদা বেঞ্চে বসে আছো। আর নিয়ন তোমার গালে হাত দিয়ে আছে। ছবিটা সাইড থেকে তোলা হয়েছিলো। ছবিটা দেখার পর লিটারেলি আমার পায়ের তলার মাটি কাপছিলো। আমার সাজানো গুছানো স্বপ্নের পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেলো। ব্যস, আমি আর কিছু দেখলাম না শুনলাম না দুদিন পর চলে গেলাম অস্ট্রেলিয়া। আমার স্কলারশিপ হয়েছিলো। কিন্তু তোমাকে জানায় নি তোমার কষ্ট হবে বলে। স্কলারশিপ আরো পনেরো দিন দেরি ছিলো কিন্তু এত্তোকিছু দেখে আমি আগেই চলে যাই এই দেশ থেকে.. তোমাকে ছেড়ে বহু দূরে। কিন্তু এখন মনে হয় আমি ভুল করেছিলাম। আমি ভুল করেছিলাম তোমাকে ভুল বুঝে।’

রাহান থামলো। নিঃশ্বাসের গতি ধীর এবং ভারী। এরপর কেটে গেলো অনেকগুলো মুহুর্ত। শুনা গেলো শুধুই বৃষ্টির কোলাহল, ঝাপটানো আর অভিমানের সুর। কেটে যাক এই অভিমান। এই বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাক। মাটির সাথে মিশে যাক সব। ঝুমকো নিস্তব্ধ গলায় তখন বলল, ‘তোমার ভুল ভাঙ্গলো কি করে রাহান? ফিরে কেনো এসেছো?’

‘আমাকে নিয়ন ফোন দিয়েছিলো?’

পকেটে হাত দিয়ে বাহির পানে তাকিয়ে রাহান বলল।ঝুমকো তৎক্ষণাৎ তাকালো রাহানের দিকে। রাহান ঝুমকোকে আশ্বস্থ করে বলল,

‘হুম, সে আমাকে ফোন করেছিলো গোটা তিনটে বছর পর। আমাকে ফোন করে কি বলেছিলো জানো? বলেছিলো- রাহান ভাইয়া আপনি ফিরে আসুন। ঝুমকো ভালো নেই। আমি মিথ্যা বলেছিলাম ঝুমকো আমাকে কোনোদিন ভালোবাসেনি। ও শুধু আপনাকে ভালোবাসে। আমাকে শুধু ওর বন্ধু ভাবে। আপনার এক্স গার্লফ্রেন্ড আপনাকে যে ছবিটা দেখিয়েছিলো সেটা আমি দেখাতে বলেছিলাম যাতে আপনি ঝুমকোর জীবন থেকে সরে যান। কারন আমি ঝুমকোকে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আপনার মতো করে হয়তো পারিনি। সেইদিন লাভবার্ডস পার্কে ঝুমকোকে আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। আপনার সাথে ঝগড়া হয়েছিলো বলে সে খুব আপসেট ছিলো। তখন সে আমার কাধে মাথা রাখে। আর আমি তার গালে হাত রাখি। এটা তখনের ই ছবি। বিশ্বাস করুন ঝুমকো আপনাকে ভালোবাসে। আমাকে না। আপনি ফিরে আসুন। ফিরে আসুন আপনি।’
সেদিন সেই কথাগুলো নিয়নের মুখ থেকে শুনার পর আমার কি ইচ্ছে করছিলো জানো? ওকে পিষে ফেলতে। আমার জীবন থেকে তিনটে বছর ঝুমকোহীন পাড় করার দায়ে ওকে মেরে ফেলতে ইচ্ছে করছিলো। আমি আর দেরি করি নি ব্যাগ পত্র গুছিয়ে চলে এসেছি নিজের আপন দেশটাতে, মায়ের কোলে, তোমার কাছে। নিয়নের কাছে খোজ নিয়ে সেইদিন বারে যাই। আর সেখানেই তোমাকে খুজে পাই। খুব অবাক হয়েছিলাম তোমাকে মাতাল অবস্থায় দেখে। কিন্তু পরে সব শুনে নিজেকে সত্যি খুব খারাপ মানুষ বলে মনে হলো। তাইতো এখন পাগলামো করি। এক মিনিট ও তোমাকে চোখের আড়াল করি না।’

রাহান থামলো। ঘন ঘন শ্বাস ফেলে হাপাতে লাগলো। বেডটেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেলো। গলা ভিজিয়ে নিলো। এরপর ঘর থেকে বেরিয়ে যেতে নিলো কিন্তু দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পরে বলল,

‘সোহেল ও তোমাকে ভালোবাসে। তবে তার চোখে নিয়নের ভালোবাসার মতো গভীরতা নেই। কিন্তু ভালোবাসে। ভালোবাসা অনেক রকম হয়। আর আমি তোমাকে নিয়ে এখন আর রিস্ক নিতে চাই না। তাই রাগের বশে, হারানোর ভয়ে বিয়ে করে ফেলেছি। আমার কাছে মনে হয়েছিলো ঘটনার পুনরাবৃত্তি আবারো ঘটছে। আর আজ যা হলো তার জন্য আমি সত্যি অনেক স্যরি। নিয়নের সাথে তোমাকে দেখে আমার মাথা ঠিক ছিলো না। ‘

রাহান চলে যেতে নিলো। কিছু মনে পড়ার মতো আবার ফিরে এসে বলল,

‘আর একটা কথা, তোমার মনে হতে পারে আমি তোমার খোঁজ খবর কোথায় পাই? বাংলাদেশে আসার পর থেকে আমি তোমাকে একদম নজরবন্দী করে রেখেছি আর আমি যখন কাজে থাকি তখন আমার লোকেরা তোমার নজরদারি করে। আশা করি তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছো।’

রাহান চলে গেলো। ঝুমকো দু’হাটু হাত দিয়ে ঝাপটে ধরে বসে থাকলো। এলোমেলো শাড়ি আরো খানিকটা এলোমেলো হয়ে গেলো। বৃষ্টির ছিটায় একটা লম্বা ভেজা পর্দা এসে বাড়ি খেতে লাগলো ঝুমকোর মুখে। ঝুমকোর চোখ থেকে ঝরঝর করে পড়তে লাগলো বৃষ্টিজল। একসময় সে ফুপাতে শুরু করলো। ফুপানো থেকে জোরে জোরে কেদে উঠলো। তার কানে এখনো বাজছে সব! এই বইয়ের পাতাগুলো টেনে হিচড়ে ছিড়ে ফেলতে ইচ্ছে করছে তার। সে চায়না শুনতে এই গল্প! চায় না!

চলবে
চলবে❤️

অনেকে রোমান্টিকতা পছন্দ করেন না। যার কারনে এলার্ট করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here