তুমিময় বসন্ত পর্ব -২৩+২৪

#তুমিময়_বসন্ত
২৩.
#writer_Mousumi_Akter

ভরা বৈশাখের কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে অথচ এখনো বৃষ্টির ছিটাফোঁটা দেখা যায় নি।বৈশাখ তার নিয়ম ভেঙে অভিমান করে বসে আছে।কিছু অভিমান বড়ই ভয়ংকর হয়।বৈশাখের অভিমান কতটা ভয়ঙ্কর হবে সেটা আন্দাজ করা যাচ্ছেনা।কাল বৈশাখির তান্ডব নিয়ে নৃত্য করবে কিনা অনুমান ও করা যাচ্ছেনা।তবে আকাশে জোয়ারে মেঘের ছড়াছড়ি।মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে মেঘে সূর্য ঢেকে যাচ্ছে অথচ বৃষ্টির দেখা নেই।আবার ও মেঘ কেটে ভয়ানক উত্তপ্ত সূর্য প্রকৃতির বুকে উত্তাপ ছড়াচ্ছে।পানির অভাবে আম ফুলে আসা মুকুল গুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে।প্রকৃতির পানির প্রয়োজন,পিপাষায় ছটফট করছে।পাতাহীন কৃষ্ণচূড়া গাছের লাল ফুল গুলো পানি পেলে বোধহয় আরোও সতেজ আর প্রাণবন্ত হয়ে ফুটতো।আজ বোধহয় বৃষ্টি হবেই। ভীষণ কালো মেঘে ছেয়ে গিয়েছে নীল আকাশ।কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা নামবে।আয়াস বাসায় নেই সে অফিসে আছে।এক্ষুণি হয়তো চলে আসবে।অয়ন বাসায় ই আছে।সে বাসায় থাকলেও বা কি না থাকলেও বা কি।বোঝায় যায় না যে বাসায় কেউ আছে।বরাবর শান্তশিষ্ট নম্র ভদ্র ছেলে অয়ন।খুব বেশী হাসাহাসি,লাফালাফি,অতিরিক্ত গল্প কোনটায় সে করেনা।চুপচুপ বই পড়া ই তার একমাত্র কাজ।বিভিন্ন ধরনের বই পড়ে সে।দেখতে দেখতে প্রচন্ড বাতাস শুরু হলো।চারদিক লন্ডভন্ড শুরু হলো। বাতাসের গতিবেগ অনেক বেশী।ছাদে কাপড় আনতে যাওয়ার আগেই আমার ওড়না একটা উড়ে নিচে পড়ে গেলো।কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে ওড়না আর আনতে যাওয়ার ও উপায় নেই।অয়ন, আয়াস, আরহী, আমি সবার কাপড় তুলে ঘরে নিয়ে এলাম।আরহী জানালা গুলো লাগিয়ে দিচ্ছে।

অয়ন আমাকে শান্ত কন্ঠে ডেকে বললো,

‘ভাবি এক কাপ চা হবে?তুমি ফ্রি থাকলে দাও।চাপ নিও না,আমার যে চা লাগবেই এমন ব্যাপার নাহ।’

অয়নের কথাবার্তা সব সময় অমায়িক।সে সব সময় চেষ্টা করে আমি যেনো কাজ করতে গিয়ে কষ্ট না পাই।আমি অয়ন কে এ ঘর থেকে ডেকে বললাম,

‘এভাবে বলছো কেনো অয়ন?চা বানাতে আমার অতটাও কষ্ট হবেনা বুঝলে। যতদিন না তোমার বউ আসছে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো।’

আরহী বেশ মজার সুরে আমাকে বললো,

‘মুগ্ধ সারাজীবন ই তোর হাতের চা খেতে হবে তোর দেবরের।বিকজ উনি তো বিয়েই করবেন না।’

আরহী কথাটা অয়ন কে শুনিয়ে শুনিয়ে বললো।আমিও অয়ন কে শুনিয়ে শুনিয়ে বললাম,

‘আরে করবে করবে।সময় হোক,যখন ই মনের মতো মেয়ে পাবে ঠিক ই করবে।’

আরহী আবার ও অয়নের ঘরের দিকে মুখ করে বললো,

‘এই দুনিয়ায় এত মেয়ের মাঝে আজ ও যার কাউকে পছন্দ হলোনা তার আবার পছন্দ হবে।এসব ভাবাটাও বিলাসিতা রে মুগ্ধ।’

আমি চা বানানো শেষ করে বললাম,

‘দাঁড়া আমি অয়ন কে চা দিয়ে আসি।’

আরহী চায়ের কাপটা আমার হাত থেকে নিয়ে বললো,

‘আরে আমাকে দে আমি দিয়ে আসি।দেখ না কি করি।’

‘কি করবি?’

‘তুই ছাদে কাপড় আনতে গেলিনা।আমি তোর দেবরের ঘরের জানালা লাগাতে গেছিলাম।ওমা সে আমাকে দেখেই ঘর থেকে বেরিয়ে গেলো।তোর দেবর ভেবেছে এই ওয়েদার এ আমি তার সাথে রোমান্স করতে গিয়েছিলাম।বেচারা ভয়েই পালিয়েছে।তোর দেবর মেয়ে দেখলে ভয় পায় মুগ্ধ।’

‘তাহলে বোঝ কত ভদ্র।’

‘বিয়ের পর আবার এত ভদ্রতা থাকবেনা বুঝলি।’

‘কেনো থাকবেনা?’

‘আছে আছে কারণ আছে। ‘

আরহী দুই কাপ চা ছোট একটা ট্রে তে করে নিয়ে অয়নের ঘরে গিয়ে দরজায় টোকা দিয়ে বললো,

‘আসবো?’

আয়ন আরহী কে দেখে দ্রুত গায়ে গেঞ্জি পরতে পরতে হচকচিয়ে বললো,

‘আ-আপনি?’

‘আপনার জন্য চা নিয়ে এলাম।’

‘নক করে আসবেন না?’

‘আসার আগে তো জিজ্ঞেস করলাম আসবো কিনা?’

‘জিজ্ঞেস করে তো এক মিনিট ও লেট করেন নি।জিজ্ঞেস করেই ঢুকে পড়েছেন।’

‘আমি জানি এটা কোনো মহিলার রুম নয় বা এটা কোনো সদ্য বিবাহিত কাপলদের ঘর নয়।তাই আর অনুমতির প্রয়োজন পড়েনি।’

অয়ন এবার মৌন আছে।কারণ সে আয়াসের মতো কথা বাড়ানোর পাত্র নয়।

আরহী চায়ের কাপ এগিয়ে দিয়ে বললো,

‘খান।’

অয়ন চা মুখে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইলো আরহীর দিকে।চা তার গলার নিচে দিয়ে নামছেনা।

আরহীর নিজের জন্য নেওয়া কাপ থেকে চা খেতে খেতে বললো,

‘কি হলো অয়ন ভাইয়া চা গিলছেন না যে।আপনার মুখে আটকে গিয়েছে মনে হচ্ছে।’

অয়ন খুব কষ্টের সাথে মুখে নেওয়া চা টুকু গিলে বললো,

‘কে বানিয়েছে চা?’

‘কেনো আপনার ভাবি?’

অয়ন খুব অবাক হয়ে সন্দিহান দৃষ্টিতে কপাল কুচকে বললো,

‘ভাবি ভাবিয়েছে?’

‘ভাবি ছাড়া কে বানাবে আপনার কি বউ আছে।এমন ভাবে মুখ শিটকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌছে গেলেন যেনো আপনার বউ বানিয়েছে?’

অয়ন আবার ও মৌন আছে তবে সে বেশ বিরক্ত।চায়ের কাপ টা খুব জোরেই টি-টেবিলে রাখলো।

‘আরহী বললো,কি ব্যাপার খাচ্ছেন না যে চিনি কম হয়েছে তাইনা?আরেক টু দেই চিনি।’

‘না ঠিক আছে লাগবে না।’

আরহী অয়নের পাশে থাকা বইটা হাতে নিয়ে বললো,

‘দেখি কি বই পড়ছেন।ওহ বাবা রোমান্টিক উপন্যাস এত হুমায়ুন আহমেদ এর বই পড়েন অথচ নিজে এতটা আনরোমান্টিক। এত বই পড়ে রোমান্স শিখে কি করবেন।আপনি তো আর বিয়ে করবেন না।’

‘হু মেয়ে মানুষ ভয় পায়।’

‘কেনো মেয়ে মানুষ কি করেছে আপনার।’

‘আপনি কি করেছিলেন সেটাই ভাবুন।’

‘ওইটা একটু দুষ্টামি করেছিলাম।’

অয়ন এবার আমাকে নরম সুরে ডাকলো,

‘ভাবি।’

আমি অয়নের ডাকের ই অপেক্ষা করছিলাম।অয়ন ডাকতেই কাছে গিয়ে বললাম,

‘হ্যাঁ বলো অয়ন।’

‘তুমি কি চিনির পরিবর্তে লবন দিয়েছো চায়ে।’

‘কই নাতো,আমি নিজেও খেয়েছি চিনি ঠিক ই ছিলো।’

‘তাহলে আমার টায় হয়তো ভুলে লবন দিয়ে দিয়েছো।তাও অনেক খানিক বেশী।’

আমি আরহীর দিকে তাকিয়ে বললাম,

‘কি ব্যাপার অয়নের চায়ে চিনির পরিবর্তে লবন কিভাবে গেলো আরহী?’

‘উনার ভাল্লাগেনা রোগ আছে মুগ্ধ।ভাল্লাগেনা রোগে আক্রান্ত উনি। একটু লবন দিলে যদি ভালো লাগে আমি সে চেষ্টায় করলাম।’

অয়ন বিরক্ত হয়ে আরহীর দিকে তাকিয়ে বললো,

‘আমার চায়ের পিপাসায় এভাবে জল না ঢাললেও পারতেন।বৃষ্টি, বইপড়া আর চা এদ মাঝে যে কানেকশন আছে আপনি বুঝবেন না।’

‘ছোটদের যারা আপনি আপনি করে তারা খুব সাহিত্যবিদ হয় তাইনা?’

‘অপরিচিত কাউকে তুমি বলাটা বোধহয় আপনার অভ্যাস।বাট আমার না।আর আপনি যে ইচড়ে পাকা কে বলবে আমার ছোট।’

‘এখনো আমরা অপরিচিত আছি।এক ছাদের নিচে থাকছি,খাচ্ছি,ঘুমোচ্ছি,গোসল করছি তবুও অপরিচিত।’

‘মাফ চাই আপা এইভাবে বাইরে কোথাও বলিয়েন না মানুষ অন্য কিছু ভাববে।আমার একটা সম্মান আছে।’

প্রচন্ড হাসাহাসিতে যখন তিনজন গড়াগড়ি খাচ্ছিলাম।ঠিক তখন ই কলিং বেল এর সাউন্ড হলো।আমি সিওর ছিলাম আয়াস এসে গিয়েছে।দরজা খুলতেই দেখি কুসুম ভাবি।নিরাশ হলাম খুব।আমার মুখ দেখে কুসুম ভাবি বললো,

‘মন খারাপের কিচ্ছু নেই ভাবি।নিচে ভাইয়া অপেক্ষা করছে। একটা ছাতা নিয়ে যেতে বলেছে।আমাকে নিচ থেকে ডেকে বললো।’

কুসুম ভাবির সামনেই হেসে দিলাম আমি।রুমে এসে ছাতা টা নিয়েই মাথার উপর দিয়ে দৌড় দিলাম।ছাতার উপর বৃষ্টির নৃত্য ভীষণ ভালো লাগছে।রিনি ঝিনি বৃষ্টির বাজনা বেজেই চলেছে।বাসার সামনের গেটে ইউনিফর্ম পরে কাক ভেজা ভিজে দাঁড়িয়ে আছে আয়াস।নিঁখুত সুন্দর আধিকারী মানুষ হলো আয়াস।যাকে যে কোনো সিসুয়েশন এ দেখে চোখ ফেরানো যাবেনা।এই ভেজা মানুষ টাকেও ভীষণ সুন্দর লাগছে।আয়াসের চোখ মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।আয়াসের কাছে গিয়ে বললাম,

‘ভিজেই তো গিয়েছেন এটুকুর জন্য ছাতা আনতে বলার কি প্রয়োজন ছিলো।’

আয়াসের ঠোঁটে মৃদু হাসি।আয়াস আমার হাতে এক গুচ্ছ ভেজা রজনীগন্ধা আর লাল টকটকে তাজা গোলাপ দিয়ে বললো,

‘ আগে এগুলো ধরো তো বউ।’

আয়াসের দিকে তাকিয়ে বললাম,

‘এইগুলা কি?’

‘বছরের প্রথম বৃষ্টির শুভেচ্ছা বউ।’

‘টাকা খরচ করে এত ফুল কেনার কি প্রয়োজন ছিলো।মুখে বললেই তো হতো।’

‘না মুখে বললে একটুও হতোনা।বউ এর মুখের হাসির থেকে কি টাকা বড় হলো।সারাদিন অফিস আর কাজ নিয়ে পড়ে থাকি সপ্তাহে অন্তত দুই একদিন তো আমাকে প্রেমিক হতে হবে।ঠিক প্রেমিকের মতো প্রেমিক।বউ যেনো কখনো আফসোস করতে না পারে আমার থেকে অন্য কোনো ছেলে লাভিং বেশী।’

‘তো সেটাও বুঝলাম বাট বাসায় গিয়েও তো আমাকে ফুল দিতে পারতেন।’

‘পারতাম বাট অনুভূতি টা এখনের মতো হতোনা।এইযে তুমি ছাতা মাথায় ছুটে এলে বৃষ্টির মাঝে।আর এই বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক গুচ্ছ ভেজা গোলাপ দেওয়ার অনুভূতি আলাদা বুঝলে মুগ্ধপরী।’

‘আমি তো কোনো ফুল টুল আনিনি কি দিয়ে উইশ করবো।’

‘আমি যে এত সময় রোমান্টিক কথা বলছিলাম।এতক্ষণ তো জড়িয়ে ধরে এসে উইশ করে দিতে পারতে।’

‘আপনার সব সময় ফাইজলামি।’

‘তোমাকে অন্য কারনেও ডেকেছি।’

‘কি কারণ।’

‘দুজনে ভিজতে।’

‘তাহলে ছাতা আনতে বললেন কেনো?’

‘তোমার মাথায় বৃষ্টি লাগলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমি খালি মাথায় তুমি ছাতা মাথায় ওয়াও দারুণ হবেনা সিন টা।এরই মাঝে বজ্রপাত হবে তুমি ছুটে এসে শক্তপোক্ত ভাবে আমাকে জড়িয়ে ধরবে।আহা কি দারূন ফিলিংস হবে ভালবাসার।’

আয়াসের বলা কথা গুলো অনুভব করেই ভীষণ ভালো লাগছে আমার।আমি ছাতার নিচেই আছি আর আয়াস খোলা মাথায় দুজনে হাঁটছি।হাঁটুর উপর পর্যন্ত ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে।আয়াস আমার হাত কোমল ভাবে চেপে ধরে রেখেছে। চারদিকে ঝুম বৃষ্টি। এটা বৃষ্টি নাকি দুজন মানব-মানবীর কাছে আসার গল্প।খুব চাচ্ছি বিদ্যুৎ চমকাক আকাশে।এই বিদ্যুৎ আর কেনো চমকায় না।বিদুৎ চমকালে সেই বাহানায় ভয়ের অজুহাতের বাহানায় না হয় তাকে জড়িয়ে ধরবো।আমার চোখ আকাশের পানে চেয়ে আছে চাতক পাখির মতো।অপেক্ষা করছে আকাশের বুকে লাল বাতির।এরই মাঝে আকাশে বিদ্যুৎ চমকালো তবে সেটা চমকে যাওয়ার মতো নয়।খুব সাধারণ বিদ্যুৎ চমকানো যাকে বলে।কোনো শব্দ ও নেই।আকাশের বিদ্যুৎ চমকানো দেখে আকাশ কে মনে মনে একপৃথিবী সমান ধন্যবাদ দিয়ে ঠোঁটে প্রেম বর্ষনের হাসি নিয়ে ছাতা টা দূরে ফেলে দিয়ে আয়াস কে জড়িয়ে ধরলাম।চারদিকে কেউ নেই আছে শুধু ঝুম বৃষ্টি আমি আর আয়াস।
#তুমিময়_বসন্ত
২৪.
#writer_Mousumi_Akter

আয়াস এর বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে তার হৃদয়ের স্পন্দন অনুভব করছি।কোথাও কেউ নেই, আয়াস আর আমি ছাড়া।চারদিকে ঝুম বৃষ্টির শব্দ হচ্ছে।হালকা ঠান্ডা অনুভব হচ্ছে শরীরে।ঠান্ডা অনুভব, ঝুম বৃষ্টির শব্দে আয়াস কে জড়িয়ে ধরে রেখে শরীর আর মন উভয় ই প্রেমে পড়ার জন্য যথেষ্ট।কিছু আবহাওয়া বোধহয় প্রেম নিয়েই হাজির হয়।আজকের আবহাওয়া ও এসেছে প্রেমের আগমন হয়ে।আমি অনুভব করছি আয়াস কে কাছে পাওয়ার আরো গভীর ভাবে ভালবাসার।কিন্তু কিছু অনুভূতি যে মুখে প্রকাশ করা যায় না।মন চাইলেও লজ্জায় প্রকাশ করা যায় না।মন চাইছে চিৎকার করে বলি ভালবাসি আয়াস তোমাকে এখন আর আপনি নয় তুমি বলতে খুব ইচ্ছা করে।এই আপনি শব্দটা বড়ই বিরক্ত লাগে এখন আমার।তুমি বলে ডাকতে ইচ্ছা করে।রাত দিন ভালবাসি বলে চিৎকার করতে ইচ্ছা করে। কিন্তু লজ্জায় মুখে এসে আটকে যায়।সারাদিন মনে মনে তোমার সাথে কথা বলি আমি।সারাদিন তোমার রোমান্টিক কথার রোমান্টিক রিপ্লাই করি কিন্তু তুমি শুনতে পাও না।তুমি কেনো আমায় জোর করোনা।তুমি একটু জোর করলেই তো পারো।তুমি তো জিদ ধরতে পারো মুগ্ধতা আমাকে আর আপনি করে বললে কথা বলবোনা।আমাকে কেনো আপনি আপনি করো।আমাকে তুমি করে বলতে পারো না।আমাকে তুমি করে বলতেই হবে।বলতে হবে মানে বলতেই হবে।তুমি জোর করলেই তো আমি একটু ইজি হয়ে তুমি করে বলতে পারি।তোমার প্রতি আমার মনে মনে ভীষণ অভিমান কেনো জোর করোনা আমাকে তুমি।কেনো জোর করে বলোনা আমাকে ভালবাসি বলতেই হবে।তুমি জোর করলেই তো ভালবাসি বলতে পারি।তাকে জড়িয়ে ধরে যেনো অজানা অনুভূতি শরীরে তরঙ্গের মতো ঢেউ তুলছে।তবুও নিজেকে সামলে নিলাম আমি।

এমন সময় আয়াস এর ঠোঁটজোড়া আমার কানে স্পর্শ করলো।খুব আস্তে আমাকে বললো,

“মুগ্ধতা বাসায় চলো আর ভেজা যাবে না।তুমি অসুস্থ হয়ে পড়বে।কয়েকদিন পরেই এডমিশন।”

জোরালো অধিকার নিয়েই বললাম,

“না আমি ভিজবো।বছরের প্রথম বৃষ্টি ভীষণ ভালো লাগছে।”

আয়াসের বুক থেকে মাথা তুলে তাকিয়ে দেখি,আমার মাথার উপর আয়াসের হাত।

“আয়াস কে বললাম আপনি হাত দিয়ে রেখেছেন কেনো?”

“তোমার মাথায় পানি পড়ছে তাই?”

“কিন্তু আমিতো ভিজেই গিয়েছি আপনার হাত পারে নি কিন্তু ভেজা থেকে আটকাতে।”

“আমার দু’হাত তোমাকে আগলে রাখার জন্য।যতটুক সম্ভব চেষ্টা করেই যাবে।”

আয়াস কে ধাক্কা মেরে খানিক টা দূরে সরে গেলাম আমি।আয়াস থুতনি তে হাত ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
আমি দুই হাত আকাশে মেলে ঘুরছি। পৃথিবী টা ভীষণ সুন্দর মনে হচ্ছে।নিজেকে পৃথিবীর সব থেকে সুখি মানুষ বলে মনে হচ্ছে।সহসায় হেসে যাচ্ছি আমি।ভালবাসার মানুষ টা যদি পারফেক্ট আর পারমানেন্ট হয় তাহলে তার থেকে সুখি মানুষ আর কেউ হতে পারেনা।একজন মানুষ ঠিক বলে পৃথিবীর সব ই যেনো সুন্দর মনে হচ্ছে আমার।দিনশেষে একটা মানুষের উপর ই নির্ভর করে ভাল থাকা।মানুষ টা যদি মানুষের মতো হয়।

আয়াস রোড থেকে ছাতা টা তুলে নিয়ে আমাকে বললো,

” চলো এইবার।প*রীর মতো বউ আমার।এইভাবে বৃষ্টিতে ভিজছে, মন খুলে হাসছে এইদিকে আমার অবস্থা ইন্না-লিল্লাহ হয়ে যাচ্ছে।”

“কেনো?”

“কি থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই।এক্ষুনি বউ আমাকে চরম অসভ্য উপাধী দিয়ে দিবে।”

“আজ আর অসভ্য উপাধী দিবোনা।”

“সিওর।”

“হুম।”

“আচ্ছা শোনো।”

“হুম।”

“একটা চুমু খেতে পারি প্লিজ।জাস্ট একটা।ওয়েদার টায় এমন চুমু খেতেই হবে।না হলে প্রেমিক হৃদয় বড্ড বেশী ছটফট করবে।”

বলেই ওষ্ট ডুবিয়ে দিলেন ডান গালে ডান গাল থেকে বাম গালে।বাম গাল থেকে কপাল, কপাল থেকে ওষ্ট।তার আলতো পরশের ভালোবাসা আমার ভীষণ ভালো লাগছিলো।বিদ্যুৎ এর মতো কেঁপে ওঠা শরীর ভাল লাগা খুজে পেয়েছিলো।

আয়াসের দিকে তাকিয়ে বললাম,

“পারমিশন চেয়েছেন বাট আমি কি পারমিশন দিয়েছি।”

“তুমি দিতে আমি জানি।আর জেনেই গুরুত্বপূর্ণ কাজ টা সেরে ফেললাম।”

“না পারমিশন দিতাম না।”

“তুমি দিতে।”

“বললাম তো না।”

“ওকে এখন আমাকে চুমু দিলে আমি বিলিভ করবো যে তুমি অনুমতি দিতে নাহ।”

“মানে,এটা আবার কেমন শর্ত।”

“পারবে না তাইনা?এইজন্য তো বললাম যে তুমি অনুমতি দিতে।”

“সাথে সাথে আয়াসের গালে চুমু দিয়ে বললাম এই যে প্রুভ করেছি আমি পারমিশন দিতাম না।”

মনে মনে বললাম আপনি এত রোমান্টিক কেনো?আসলেই অনুমতি দিতাম।আর এখন আমার আপনাকে চুমু দিতে ইচ্ছা করছিলো তাই দিলাম।এক ঢিলে দুই পাখি মা* র *লা*ম আরকি।

আয়াস এবার খিলখিল করে হেসে দিয়ে বললো,

“এতেও লাভ আমার ই হলো।এমন ডেয়ার নিও মাঝে মাঝে।”

“আমি জাস্ট প্রুভ করেছি বুঝলেন।”

“প্রুভ ট্রুভ সব মিথ্যা।আমি জানতাম তোমার আমাকে চুমু দিতে ভীষণ ইচ্ছা করছিলো।বিকজ আমি ভিজলে আমার গাল মারাত্মক সুন্দর লাগে।আর সে গালে চুমু দেওয়ার ইচ্ছা মুগ্ধতার খুব করে হচ্ছিলো।শুধু লজ্জায় বলতে পারছিলো না।”

“কি বাজে কথা।”

“কোনো বাজে কথা নয়।তোমার চোখ মুখ দেখেই আমি বুঝতে পেরেছি।”

ওর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই।তাই আমি চুপ করে গেলাম।দুজনে হাঁটছি। শহরে লোড শোডিং হয়েছে।আলো নেই কোথাও।এদিক টা মেইন শহর না তাই রাস্তার দুই সাইড দিয়ে দোকান পাট নেই।তবে মানুষের বসতি আছে খুব।বসবাসের জন্য অত্যান্ত নিরিবিলি এই সাইডের পরিবেশ।হঠাত আয়াস শার্টের বোতাম খোলা শুরু করেছে আমার দিকে তাকিয়ে।আয়াসের শার্ট খোলা দেখে আমার ভীষণ সন্দেহ হচ্ছে।

আয়াসের দিকে তাকিয়ে বললাম,

“কি ব্যাপার আপনি শার্ট খুলছেন কেনো এই মাঝরাস্তায়।”

আয়াস শার্টের বোতাম খুলতে খুলতে বললো,

“প্রয়োজন আছে।”

আমি আরো বেশী ঘাবড়ে গেলাম।ও আবার উল্টা পাল্টা করবে নাতো।ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলাম,

“কি প্রয়োজন।”

“প্রয়োজন টা তোমাকে ঘিরেই।”

“আমাকে ঘিরেই মানে।দেখুন এটা কিন্তু আমাদের বেডরুম না।এটা রাস্তা।এখানে একদম উল্টা পাল্টা কিছু করার কথা ভুলেও ভাববেন না বলে দিচ্ছি।আমি কিন্তু এটা এলাউ করবো না।”

আয়াস আমার দিকে তাকিয়ে আছে আর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে।শার্ট টা আমার কোমরে বেঁধে দিয়ে বললো,

“ওড়না পিঠের দিকে ভালো ভাবে জড়িয়ে নাও।সামনেই আমাদের বাসা আর বাসার সামনে কয়েক টা দোকান আছে।ওখানে মানুষ জন আছে।ভিজে শরীরের ভাজ বোঝা যাচ্ছে।সো আমি চাইছি না কেউ আমার বউ কে অন্তত এইভাবে দেখুক।”

ভীষণ লজ্জা পেয়ে গেলাম।আমি কি ভাবলাম ছিঃএবার নিজের ই লজ্জা লাগছে।লজ্জায় আয়াসের দিক থেকে চোখ নামিয়ে নিয়ে বললাম, হুম।

আয়াস আবার আমার কানের কাছে মুখ এনে বললো,

“এটা বেডরুম না মানে বুঝলাম নাতো প্রিয়তমা।কি বলছিলে তখন।”

আয়াস যে কথাটা আবার ও তুলবে আমি তখন ই বুঝতে পেরেছিলাম।সে প্রতিটা কথার পয়েন্ট মনে রাখে।আমি আসলে কিভাবে কথাটা এড়িয়ে যাবো বুঝতে পারছিনা।আমি কি বলবো ভাবছি তখন ই আয়াস বললো,

” কি মিথ্যা বলবা সেটা ভাবছো তাইনা?মাথায় এখনো কোনো আইডিয়া আসেনি বুঝতে পারছি।আচ্ছা ভাবো ভেবে দেখো কি বলা যায়।।”

“কি ভাববো কিছুই ভাবছিলাম না।আমি জাস্ট বলছিলাম এটা আমাদের রুম না।আপনি এখানে চেঞ্জ করছেন কাপড় কোথায় পাবেন।সেটা কে টেনে টুনে এত বড় করার কি প্রয়োজন।”

“ওওওওওও তাই। তুমি আসলে এটা বলছিলে তাইতো।আমি আসলে গালতিছে মিসটেক করে ফেলছি প্রিয়তমা।”

দুজনে ভিজতে ভিজতে বাসায় ফিরে এলাম।বাসায় প্রবেশ করেই ফুল গুলো জগের ভেতরে পানি দিয়ে রেখে দিলাম।দুজনেই চেঞ্জ করে নিলাম।আরহী কুসুম ভাবির সাথে গল্প করছিলো।আমি ঘর ঝাড়ু দিলাম।পুরা ঘর ধুলায় ভরে গিয়েছে।সবার বিছানা ঠিক ঠাক করে দিয়ে ডায়নিং এ খাবার দিলাম।

আরহী এগিয়ে এসে বললো,”দুলাভাই বউ নিয়েই ভিজলেন,শা*লিকে ডাকলেন না।”

আয়াস হেসে বললো,”শা*লির জন্য পাত্র খুজছি।যেনো এভাবেই ভিজতে পারে।”

অয়ন ও এসে ডায়নিং এ বসলো।চারজনে গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করলাম।বেড রুমে গিয়ে আমি ফোনে শাড়ি আর পাঞ্জাবী দেখছি।আয়াসের মা আর আয়াস অয়নের জন্য ড্রেস দেখছি।এরই মাঝে আমার ছোট বোন শ্রুতি ফোন দিয়েছে।ওর সাথে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে দেখি আয়াস আর আরহী কথা বলছে।তাদের মাঝে অদ্ভুত কিছু কথা হচ্ছে।কথা গুলো শুনে থমকে গেলাম আমি।

চলবে?..
চলবে?

(রেসপন্স করবেন সবাই)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here