“তুমি_যে_আছো_অন্তরে_মিশে💔 Part : {02}

#তুমি_যে_আছো_অন্তরে_মিশে💔
#Writter_Ishanur_Tasmia [ Mira ]
# Part : {02}
——ঠাসসসসসস,,,ব্লাডি bitch,,,, তোর শাড়ির আচঁল ঠিক নাই কেন,,,,??আর এ-ই,, এ-ই পেট বাইর করে রেখেছিস কেন হ্যাঁ,,,, ছেলেদের কি নিজের রুপ দেখাচ্ছিস,,,

—–নিরব আপনি এগুলো কি বলছেন,,,,??

—–ঠাসসসস,,,আমি কি করছি আর বলছি তুই জানিস না,,, আরে ছেলেদের প্রতি যদি এতই আকর্ষণ থাকে তাহলে পতিতালয় যা,, এখানে কি করছিস,,,যাদি বলিস তাহলে আমি নিয়ে যাব,,,,[ চিল্লিয়ে ]

কথাটা শুনে নিরা আর এক মুহুর্তও দাঁড়ায় না ,,,দৌড়ে চলে যায় নিজের রুমে,,,রুমে গিয়েই দেখে তার মা বিছানায় বসে বসে কাঁথা সিলাই করছে,,,নিরা তার মাকে দেখতেই তার যেন কষ্ট আরও বেড়ে যায়,,,, সে তার মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে,,,তারপর কাঁদা শুরু করে দেয়,,,,তা দেখে নিরার মা তাকে বলে,,,,

মাঃ কি হয়েছে নিরা,,, কাঁদছিস কেন,,,??

নিরাঃ কিছু না মা,,, শরীর ভালো লাগছে না,,,,, [ চোখ মুছতে মুছতে ]

মাঃ একটু আগে তো ঠিকই ছিলি,,,এখন আবার কি হলো,,, আচ্ছা যা বিছানায় কতক্ষন শুয়ে থাক,,, ভালো লাগবে,,,,

নিরাঃ আমি তোমার কোলে শুবো,,,,

মাঃ আচ্ছা আয়,,,[ মুচকি হেসে ]

নিরা তার মায়ের কোলে শুয়ে থাকতে সবচেয়ে বেশি আরাম পায়,,,যেন সব প্রশান্তি মায়ের কোলে বিরাজ করেছে,,,মায়ের কোলে শুয়ে নিরা তার চোখ বন্ধ করবে,,, এমন সময় নিরার মা বলে উঠে,,,,

মাঃ নিরবের সাথে তোর দেখা হয়েছে,,,,??

নিরাঃ হুম,,,,

মাঃ তা গিফটা দিয়েছিস ওকে,,,

নিরাঃ হুম,,,

মাঃ কেমন লেগেছে কিছু বলে নি তোকে,,,??

নিরাঃ হুম,,,,

মাঃ কি হুম হুম করছিস,,, কি বলেছে বল,,,??

নিরাঃ মা অনেক মাথা ব্যথা করছে ঘুমাতে দাও,,,,

মাঃ আচ্ছা ঘুমা,,,,আমার সব কথা শুনলেই তো তোর মাথা ব্যথা শুরু হয়ে যায়,,,, [ মন খারাপ করে ]

নিরাঃ মা তুমিও না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো আচরণ করো,,,,

মাঃ কি করব,,, তোর মত একটা বুড়া মেয়ে পেলে,, মাদের মাঝে মাঝে বাচ্চা হতে হয়,,,,

নিরাঃ হুম,,,হইছে,,,, আর বলতে হবে না,,,,

বলেই নিরা তার মাকে জড়িয়ে ধরে,,, তারপর নিজের চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে,,, কিন্তু ঘুম আসছে না তার,,, বারবার নিরবের কথাগুলো মনে পরছে ,,,,,নিরা ভাবতেও পারেনি নিরব তার সাথে এমন ব্যবহার করবে,,,,কিন্তু এমন করার কারন কি নিরা বুঝতে পারছে না,,,,,
,
,
,
,
,
প্রায় ২ ঘুন্টা আগে,,,,

নিরব আসার কথা শুনে নিরার আনন্দের শেষ নেই,,,, আজ প্রায় ৬ বছর পর নিরব বাংলাদেশে আসবে,,,,।। নিরবের পড়ালেখা করার জন্য আমেরিকায় যাওয়া,,, তারপর আবার বাংলাদেশে ফিরে আসা,,,,, সব কেমন স্বপ্নের মত লাগছে নিরার,,,, অনেকদিন অপেক্ষা করেছে সে এ দিনটার জন্য,,,,,আজ তার অপেক্ষার প্রহর শেষ হবে,,,,ভাবতেই কেমন যেন আনন্দ কাজ করছে নিরার মাঝে,,, কিন্তু তার সাথে অভিমানও কাজ করছে,,,,

বিদেশে যাওয়ার পর প্রথম কয়েকদিন নিরব তার সাথে যোগাযোগ করলেও পরে আর করে নি,,,, তাই নিরা তার উপর অভিমান করেছে,,, অনেক অভিমান,,,।।কিন্তু তা বেশিক্ষন স্থায়ী থাকে না,,,,ছাদ থেকে নিরবকে বাসায় ডুকতে দেখে নিরার সব অভিমান ফুঁস হয়ে যায়,,, যোগাযোগ না করলেও নিরব মাঝে মাঝেই তার মা বাবার ফোনে তার নিজের কয়েকটা ছবি পাঠাতো,,, যা নিরা চুপিচুপি করে দেখত,,,তাই নিরবকে চিনতে তার বেগ পেতে হয় নি,,,,,

তাড়াতাড়ি করে নিরবের কাছে যেতেই নিরার মনে হয়,,, নিরব বিদেশ যাওয়ার আগে তাকে একটা কথা বলেছিলো,,,,

নিরবঃ নিরা শুন,,,,

নিরাঃ হুম বলুন,,,

নিরবঃ আমি যখন বিদেশ থেকে আসব,,, তখন তুই একটা সাদা শাড়ি পরে তারপর আমার সাথে দেখা করতে আসবি,,, নাহলে কিন্তু আমি তোর চেহারা দেখব না,,,,,

নিরাঃ তাই নাকি,,আচ্ছা পরব,,,কিন্তু এটা বলার কারন কি জানতে পারি,,,,

নিরবঃ আমি যেহেতু বিদেশ যাচ্ছি,, সেহেতু অনেক দিনের জন্যই যাব,,, তখন হয়তো আমরা অনেক পালটে যাব,,, তাই আমি চাই যখন আমি বাংলাদেশে আসব তখন আমার এ-ই সুন্দর পরীটা আগের থেকে কেমন সুন্দর হয়েছে তা দেখব,,,,,

নিরাঃ কিন্তু তাই বলে শাড়ি কেন,,,,

নিরবঃ কারন তুই একটা পিচ্চি,,, আমি খুব ভালো করেই জানি,,, আমি বিদেশ থেকে আসার পরেও তুই পিচ্চিই থাকবি,,, তাই তোকে যেন একটু বড় দেখায় তাই শাড়ি পরবি,,,

নিরাঃ হুম বুঝলাম,,,,

নিরবঃ বুঝলাম না,,, তুই শাড়ি পরবি,,, নাহলে তোর সাথে আড়ি,,,, [ মুখ অন্য দিকে ঘুরিয়ে ]

কথাটা মনে পরতেই নিরার মুখে হাসি ফুটে উঠে,,,, রুমে গিয়ে তাড়াতাড়ি একটা সাদা শাড়ি পরে নেয় সাথে হালকা সাজ,,,তারপর নিরবের জন্য একটা রুমাল নেয়,,, যা সে নিজে হাতে নিরবের জন্য বানিয়েছে,,, যেখানে তার আর নিরবের নাম লেখা,,,,

নিরা রুম থেকে বের হয়ে নিরবের রুমের দিকে পা বাড়াবে,,, তার আগেই মিসেস মুজমাল নিরাকে ডেকে তাকে অনেক গুলো কাজ দেয়,,,, আর নিরবের সাথে দেখা করতে যারা যারা এসেছে তাদের ভালোমত খেতমত করতে,,, এতে নিরার মন কিছুটা খারাপ হয়ে যায়,,, তাড়াহুড়ো করে সব শেষ করে আবার যখন নিরবের রুমের দিকে যাবে,,,তখন আবার, নিরার পথ আটকায় নিরবের ছোট বেলার ফ্রেন্ড তূর্য,,,,

তূর্যঃ কেমন আছো সুন্দরী,,,

নিরাঃ জ্বী ভালো,,,আপনি কেমন আছেন ভাইয়া,,,

তূর্যঃ এইতো ভালো,,,তা কোথায় যাচ্ছ এতো তাড়াহুড়ো করে,,,??

নিরাঃ নিরব ভাইয়ার সাথে দেখা করতে,,,,

তূর্যঃ ও ভালো,,, যাও,,,অ মুচকি হেসে ]

বলেই তূর্য চলে যায়,,, তূর্য চলে যেতেই নিরা এক দৌড় দেয় নিরবের রুমের দিকে,,, রুমে ঢুকতেই দেখে নিরব মাথা নিচু করে হাত মুষ্ঠিবদ্ধ করে দাঁড়িয়ে আছে,,, নিরা সেসব খেয়াল না করে নিরবকে জড়িয়ে ধরে,,,তারপর বলতে শুরু করে,,,,

নিরাঃ কেমন আছো নিরব,,,

নিরবঃ…….

নিরাঃ দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি,,,, [ রুমালটা নিরবের দিকে এগিয়ে দিয়ে ]

নিরা রুমালটা এগিয়ে দিতেই নিরব নিরাকে একটা জোড়ে থাপ্পড় মারে,,, ফলে নিরার হাত থেকে রুমালটা পরে যায়,,, কিন্তু তাতে নিরবের কোনো খেয়াল নেই,, সে নিরাকে আরেকটা থাপ্পড় মেরে যা বলে তা নিরা শুনার জন্য প্রস্তুত ছিল না,, ভেবেছিল এতদিন পর দেখা হওয়ার পর তারা ২ জন ২ জনকে এতদিনের সব জমানো কথা বলবে,,কিন্তু এমন কিছু হবে সেটা তার কল্পনার বাইরে ছিল,,,,,

,
,
,
,
,

অতীতের কথাগুলো মনে পরতেই নিরার চোখ থেকে আপনা আপনি পানি পরা শুরু করে,,, খুব কষ্ট লাগে অতীতের কিছু কিছু ক্ষত মনে পরলে,,, আর সে ক্ষত যদি ভালোবাসার মানুষ দেয়,,, তাহলে আঘাতটা সোজা বুকের বা পাশে গিয়ে বিঁধে,, যেমনটা নিরার হয়েছে,,,

নিরবের এমন করার করন নিরা এখনো জানে না,,, হয়তো নিরাকে সে আর ভালোবাসে না,,, কিন্তু নিরব তাহলে তাকে বিয়ে করলো কেন,,,?? প্রশ্নটা বেশ ভাবায় নিরাকে,,,,

একটা দীর্ঘ শ্বাস ফেলে নিরা রুমের চলে যায়,,, রুমে ঢুকতেই নিরব নিরার মুখ বরাবর একটা বালিশ মারে,,, আচমকা বালিশ মারায় নিরা পরতে পরতে বেঁচে যায়,,, নিরবের দিকে তাকাতেই নিরব বকে উঠে,,,,

নিরবঃ যা বারান্দায় গিয়ে ঘুমা,,, তোকে আমার বিরক্ত লাগে,,, আমার কাছে আসবি না,, যা বারান্দায় যা,,,,,

নিরবের কথায় নিরা অবাক হয়ে তার দিকে তাকায়,,,, এ-ই কি সে নিরব,, যাকে নিরা ভালোবেসেছিল,,,নিরবের এমন করার কারন নিরা বুঝতে পারছে না,,, তাছাড়া নিরব যখন নিরাকে ভালোইবাসে না তাহলে বিয়ে করেছে কেন,,, সে তো বলে নি তাকে বিয়ে করতে,,, আর না বলেছে স্পর্শ করতে,,,নিরবই তো তাকে স্পর্শ করে,,, তাহলে এমন কেন বলছে সে,,,,,

নিরাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিরব বলে উঠে,,,,

নিরবঃ কিরে কথা কানে যায় না,,,, যা এখান থেকে,,,

নিরবের কথা শেষ হওয়ার আগেই নিরা বালিশ নিয়ে বারান্দায় চলে যায়,,, এত শত শত অপমান আর সহ্য হচ্ছে না নিরার,,,,,,
,
,
,
,
,
,
#চলবে🌸

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here