তোমার প্রণয় নগরে পর্ব -১৯+২০

তোমার প্রণয় নগরে

উর্মি প্রেমা (সাজিয়ানা মুনীর)

পর্ব- ১৯

(কার্টেসী ছাড়া কপি নিষেধ )

এত ভোরে সায়রাকে ছাদে দেখে নুরজাহান বেগম বিস্মিত। সন্দিহান দৃষ্টিতে সায়রাকে দেখছে তিনি। দেয়ালের কোণঘেঁষে জড়সড়ভাবে দাঁড়িয়ে আছে সায়রা। চোখ মুখ ভয়ে চুপসে গেছে তার। নুজাহান বেগমের ভ্রু কুঁচকে এলো। যেই মেয়ে বেলা দশটার আগে বিছানা ছাড়ে না সেই মেয়ে এত সকালে ছাদে! নিশ্চিত কোন কাণ্ড ঘটিয়েছে! নুরজাহান বেগম কঠোর মুখ করে সন্দিহান স্বরে প্রশ্ন করল,

–” এত সকালে ছাদে কি তোর? কারো আওয়াজ পেলাম। তুই একাই নাকি সাথে অন্যকেউ ছিল! ”

থতমত খেয়ে গেল সায়রা। তার জানামতে তার দাদী তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী। মুখ দেখে পেটে খবর বলে দিতে পারেন তিনি। কৃত্রিম হেসে জড় স্বরে উত্তর দিলো সায়রা,

–” ক..কই, কেউ নেই তো। আমি একাই। ঘুম ভেঙেছে তাই ভাবলাম একটু ছাদে হাঁটা হাঁটি করি। ভোরে হাঁটাচলা করলে শরীর সুস্থ থাকে। জানো তো দাদী?”

নুরজাহান বেগমের যেন উত্তরটা পছন্দ হলো না। সন্দেহ রয়েই গেল। গম্ভীর স্বরে আওড়াল,

–” হাঁটা হাঁটি, জ্ঞান দেওয়া শেষ হলে, যাহ্‌! নিচে যেয়ে চিনি ছাড়া আঁদা চা কর।”

সায়রা বাধ্য মেয়েদের মত মাথা নাড়িয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। সায়রার যাওয়ার দিকে নুরজাহান বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আজ সায়রার চেহারায় অন্যরকম এক খুশির ঝলক। কিছু তো অবশ্যই ঘটেছে। এসব ভাবনার মাঝে নুরজাহান বেগমের চোখ আটকাল রফিক সাহেবের বাড়ির গেটে দিকে। রফিক সাহেবের বাড়ি আর সায়রাদের বাড়ি পাশাপাশি। এ ছাদ থেকে ওই ছাদের দূরত্ব খুব একটা নয়। অনায়াসে এই ছাদ ডেঙে ওই ছাদে যাওয়া যায়। রফিক সাহেবের বাড়ির গেট দিয়ে আরসালকে বের হতে দেখে নুরজাহান বেগমের সন্দেহ আরো গাঢ় হলো।

চা করে ঘরে ফিরে বিছানায় সটান হয়ে শুয়ে পড়ল সায়রা। ক্লান্ত শরীর। অশান্ত মন। সারারাত জাগার পরও দু চোখের পাতায় ঘুম নেই তার। বারেবার হাতের আংটি দেখছে। আর লজ্জায় লাল হচ্ছে তার গাল। তখনকার আরসালের বলা কথা গুলো এখনো কানে বাজছে সায়রার। এত মারাত্মক কেন উনি? এই অল্পভাষী লোকটা যে এত গভীর অনুভূতি নিয়ে কথা বলতে জানে তা জানা ছিল না তার। আরসালের স্বীকারোক্তি সায়রার স্রোতহীন শান্ত জীবনটায় অনুভূতির ঝড় তুলে দিয়েছে। প্রতি মুহূর্ত সেই কথা গুলো মনে করে লজ্জায় অনুভূতিতে ভেতরে ভেতরে থরথর কাঁপছে সায়রা। ভেতরের এই কাঁপুনি যদি দেখা যেত তাহলে সবাই ভাবত সায়রা পারকিনসন রোগে আক্রান্ত। ভেবেই হেসে ফেলল সায়রা। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে লাজুক হেসে কানে ধরতেই অপর পাশ থেকে আরসালের অস্থির আওয়াজ ভেসে এলো,

–” দাদী কিছু বুঝে ফেলেনি তো?”

–” উহু, মর্নিং ওয়াকের বাহানায় কাটিয়ে দিয়েছি।”

অপর পাশের অস্থিরতা কমে এলো। শান্ত আওয়াজ ভেসে এলো,

–” আমি আজই মাকে তোদের বাড়ি পাঠাবো”

বিস্ময়ে সায়রার চোখ বড় বড় হয়ে যায়। তড়িৎ গলায় বলে উঠে,

–” কেন?”

— তোর বাড়ির লোক যা শুরু করেছে! সারাক্ষণ তোর চারদিকে স্পাইয়ের মত ঘুরঘুর করে। এভাবে প্রেম হবেনা। তার চেয়ে বরং বউ করে বাড়ি এনে, চোখের সামনে বসিয়ে তৃপ্তি জুড়ে দেখব তোকে!”

আরসালের অধৈর্য স্বরে সায়রা লাজুক হাসল। হাসি চেপে ধীর স্বরে বলল,

–” আপনার বউ হতে আমার বয়েই গেছে!”

–” তুই হবি তোর ঘাঁড়ও হবে!”

–” এটা কেমন কথা?”

অপর পাশ থেকে উত্তর এলো না। আরসালের ঘন ঘন নিশ্বাসের আওয়াজ ভেসে এলো। সায়রা নীরবতা ভেঙে নিজ থেকে বলল,

–” এখন কাউকে কিছু জানাতে হবে না। দুই পরিবারের সম্পর্ক আগের রূপে ফিরে আসুক তারপর…”

–” তারপর জানাবো? এত দেরী!”

সায়রার কথা কেটে অস্থির কন্ঠে বলে উঠে আরসাল। সায়রা মুখ টিপে আবারো হাসল। মানুষটা এত অধৈর্য কেন? এত অধৈর্য তো আগে ছিল না। প্রেমে পড়েছে বলেই কি এত অধৈর্যতা!
আরো মিনিট দশেক কথা হলো দুজনের। এক পর্যায় আরসাল বলল,

–” গতরাত নির্ঘুম কেটেছে, এখন একটু রেস্ট নে।”

সায়রা দুদিকে মাথা দুলিয়ে সংক্ষিপ্ত উত্তর দিলো,

–” আচ্ছা”

ফোন কাটতেই ঘড়ির দিকে তাকাল সায়রা। দেখল – পাঁচটা চল্লিশ বাজতে চলছে। আজ ভার্সিটিতে পিঠা উৎসব সাড়ে এগারোটায় যেকোনভাবেই হোক ভার্সিটিতে থাকতে হবে তার। আসাযাওয়া বাদ দিয়ে এখনো হাতে চার ঘন্টা সময় আছে। তিন ঘন্টার একটা ঘুম দেওয়া যাবে, তারপর উঠে ভার্সিটির জন্য তৈরি হবে। যেই ভাবা সেই কাজ ফোনে এলার্ম লাগিয়ে ঘুমে তলিয়ে গেল সায়রা।

গলির থেকে বেরিয়ে সামনে বাসস্টপে দাড়িয়ে আছে সায়রা। আরমিন অনেক আগেই বেরিয়েছে। সিনিয়র হওয়ায় তার কাঁধে সব দায়িত্বের ভার। তৈরি হয়ে বের হতে হতে দেরী হয়ে গেছে সায়রার। মাথা উপর সূর্য। তেজস্বী আলোয় ভাপসা গরম পড়েছে। কালো জামদানির আঁচল ধরে মুখের সামনে পাখার মত নাড়াচ্ছে সায়রা। পর পর দুদিন বন্ধ থাকায় রাস্তাঘাট ব্যস্ত প্রচুর। খালি বাস রিক্সা কোনটাই মিলছে না। সায়রা বারবার এদিকওদিক তাকাচ্ছে। রাস্তার মাঝে শাড়ী পরে সাজসজ্জা করে সঙ সেজে দাঁড়িয়ে থাকতে একটুও ভালো লাগছেনা তার। ভীষণ অস্বস্তি হচ্ছে। আজকের দিনেই সব রিক্সা বাসকে লাপাত্তা হতে হলো? তার উপর এই ভাপসা গরম। ঘেমে ধুয়ে একাকার হচ্ছে সে। আচমকা দ্রুতগতিতে সায়রার সামনে একটি গাড়ি এসে থামল। ভয়ে কেঁপে উঠল সায়রা। রেগে তেড়ে সামনে এগোতেই থমকে গেল সে। রাগ মাটিতে পড়ল। গাড়ির মালিক আরসাল। ভ্রু কুঁচকে সামনের এগিয়ে আসল সায়রা। ভারী মুখ করে বলল,

–” এভাবে কেউ গাড়ি চালায়? এখনি গাড়ির চাকার নিচে পড়তাম! খুন করার প্লান করছেন নাকি বলুনতো?”

আরসাল ঠোঁট মেলে চওড়া হাসল। নিমিষ দৃষ্টিতে চেয়ে বলল,

–” আপাতত তোর এই লুকে আমি খুন হচ্ছি সায়রা!”

লাজুক হেসে চোখ নামিয়ে নিলো সায়রা। আরসাল আবারো বলল,

–” আমিও ভার্সিটিতে যাচ্ছি। গাড়িতে উঠ। দুজন এক সাথে যাই!”

সায়রা নাকচ করল। এদিকওদিক তাকিয়ে বলল,

–” গলির কেউ দেখলে ঝামেলা হবে। শুধু শুধু কথা রটাবে। তারচেয়ে বরং আপনি যান, আমি রিক্সায় করে আসছি।”

আরসালের গম্ভীর আওয়াজ,

–” আশেপাশে কেউ নেই। আর তাছাড়া কেউ দেখলে বা কথা রটালেই বা কি! মিথ্যা তো নয়।”

–” আমি আপনার মত এত সাহসী না। আমার বাড়ির কেউ জানতে পারলে কেলেঙ্কারি হবে। বিশেষ করে দাদী। দাদী জানলে কথা শুনিয়েই মেরে ফেলবে।”

–” কেলেঙ্কারিকে এত ভয় পাস কেন তুই। যা কেলেঙ্কারি হওয়ার তা হয়ে গেছে। আমি মরে গেছি তোর ওই চোখে।”

সায়রা ইতস্ততবোধ করল। কুণ্ঠিত হয়ে নজর নামিয়ে মাটির দিকে চেয়ে সায়রা। আরসাল তাড়া দিয়ে বলে উঠল,

–” তাড়াতাড়ি গাড়িতে উঠে! মেইন রোডে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। পেছনে জ্যাম লেগে যাচ্ছে তো।”

সায়রার নাকচ শুনল না আরসাল। বাধ্য হয়ে আরসালের সাথে যেতে রাজি হতে হলো সায়রার। আরসাল গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। সায়রা এদিকওদিক তাকিয়ে দ্রুত পায়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চলছে তার নিজ গতিতে। সায়রা উঠার পর থেকে বাহিরে তাকিয়ে। এক বারের জন্যও আরসালের দিকে তাকাচ্ছে না সে। আড়চোখে আরসাল সায়রাকে দেখে যাচ্ছে। সায়রার পরনে কালো শাড়ি, হালকা সাজসজ্জা , খোলা চুল। আর কপালের বিন্দু বিন্দু ঘামে ল্যাপটে থাকা অবাধ্য চুল। সব মিলিয়ে অসামান্য সুন্দরী লাগছে সায়রাকে।যেন গ্রীষ্মের ক্লান্ত দুপুরে এক ছিটে বৃষ্টি! বারবার কোন এক ঘোরে চলে যাচ্ছে সে। কোন এক ভয়ংকর নেশা মাথা চেপে ধরছে। সায়রার গায়ের মিষ্টি ঘ্রাণে প্রমত্তা হচ্ছে বারে বার। নিজেকে শক্ত করতে যেয়েও পারছে না সে। সায়রার কপালে লেগে থাকা ঘাম মুছার জন্য টিস্যু বক্সটা এগিয়ে দিলো আরসাল। কাঁপাকাপাঁ হাতে নিয়ে নিলো সায়রা। নেওয়ার সময় আরসালের হাতে হাত লাগায় কেঁপে উঠল সে। গলা শুকিয়ে কাঠ। আরসালের সাথে একা বন্ধ গাড়িতে ভাবতেই নার্ভাসনেসে নিশ্বাস আটকে আসছে তার। আচমকাই আরসাল সায়রার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিলো। আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে উঁচু করে, গাঢ় এক চুমু এঁকে দিলো, সায়রার ডান হাতের পল্লবে।অনুভূতি , অস্থিরতায় কেঁপে উঠল সায়রা। সারা শরীর জুড়ে বিদ্যুৎ দৌড়চ্ছে। আশেপাশে কোন কিছুর খেয়াল নেই তার। নিশ্বাসের উঠা নামা দ্রুত বাড়ছে। সায়রা চোখ মুখ খিঁচে লজ্জায় আড়ষ্টতায় মিয়িয়ে গেল। হাত ছাড়ানো চেষ্টা করল। পারল না। আরো শক্ত করে হাত চেপে ধরল আরসাল। সায়রার দিকে ঝুঁকে আরসালের ফিসফিসিয়ে গভীর আওয়াজ,

–” অনেকদিনের লোভ ছিল এই হাত ছোঁয়ার। আজ ছুঁয়ে দিলাম! ”
তোমার প্রণয় নগরে

উর্মি প্রেমা (সাজিয়ানা মুনীর)

পর্ব- ২০

(কার্টেসী ছাড়া কপি নিষেধ )

–” খুব শ্রীঘ্রই আমার বাবা মা তোমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যাবে সায়রা।”

তুর্জয় সায়রা মুখোমুখি।ক্যান্টিনের বাম পাশের শেষের টেবিলটায় বসে চা খাচ্ছিল দুজন। ভার্সিটির ক্যান্টিনের চা বেশ জনপ্রিয়। বেশ কয়েকবার তুর্জয়ের কাছে এ নিয়ে গল্প করেছে সায়রা। আজ পর্যন্ত তাদের ক্যান্টিনের চা খাওয়ানি। তা নিয়ে বার কয়েকবার সায়রাকে খোটা দিয়েছে তুর্জয়। তাই আজ পিঠা উৎসবের সুযোগে সায়রা তুর্জয়কে ক্যান্টিনের চা খাওয়ার নিমন্ত্রণ করেছে।
আচমকা তুর্জয়ের এমন কথা শুনে, মাথা তুলে পিটপিট দৃষ্টি মেলে, তুর্জয়ের দিকে তাকাল সায়রা। খুকখুক করে কেঁশে উঠল। গরম চায়ে জিহ্বা পুড়েছে তার। নিজেকে সামলে নিলো সে, চাওড়া হেসে উৎসাহী উত্তর দিলো,

–” সত্যিই তুর্জয় ভাই! খুব শ্রীঘ্রই আরমিন আপুর হাত চাইতে আমাদের বাড়িতে আসছেন! ”

তুর্জয় মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়াল। সায়রা খুশিতে গদগদ করে উঠে। দ্বিগুণ উৎসাহ নিয়ে বলে,

–” আপুকে নিজের মনের কথা কবে জানাচ্ছেন তুর্জয় ভাই! আই কান্ট ওয়েট!”

সায়রার এমন উৎসাহ ,ছেলেমানুষি দেখে তুর্জয় হাসল।সায়রার দিকে টিস্যুর বক্স এগিয়ে দিয়ে বলল,

–” শান্ত হও! সব জানাবো। আগে বিয়েটা ঠিকঠাক হোক তারপর আরমিনকে নিজের মনের কথা জানাবো।”

সায়রার চোখ মুখ চুপসে গেল। চোখ মুখ খিঁচে তুর্জয়কে খোঁচা দিয়ে বলল,

–” তুর্জয় ভাই, আপনি এতটা আনরোমান্টিক! কোথায় আগে প্রপোজ করবেন, প্রেম করবেন তারপর বিয়ে শাদি । তা না করে সরাসরি বাড়িতে বিয়ের প্রপোজাল! বেচারি আমার বোনটা! ”

–” তোমার বোনকে আমার ভীষণ ভয় হয় সায়রা! প্রথম ভালোবাসা তো! প্রপোজ করলে রিজেক্ট না করে দেয়। তাই সরাসরি বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠাব।”

সায়রা জ্ঞানীদের মত মাথা নাড়িয়ে গম্ভীর স্বরে বলল,

–” ওহ! এবার বুঝেছি আপনি রিজেক্ট হওয়ার ভয় পাচ্ছেন!”

দুজন দুজনের দিকে কোণাকোণি চোখ করে তাকাল। চোখাচোখি হতেই, আচমকা ফিক করে হেসে দিলো দুজন।

.
অঁজিষ্ণু খাড়াখাড়ি মাথার উপর। তার তেজস্বী আলোয় চারিদিক সোনালি। আতপের প্রখরতায় চোখ মেলে তাকান যাচ্ছেনা। পিঠা স্টলের সামনে দাঁড়িয়ে আছে আরসাল। পরনে সোনালি সুতার কারুকাজ করা কালো পাঞ্জাবী। হাতা ফোল্ড করে কব্জি পর্যন্ত উঠিয়ে রেখেছে। চুল গুলো জেল দিয়ে বেশ সুশ্রী ভাবে ব্রাশ করা। তেজস্বী আতপ তার মুখশ্রীতে এসে পরছে। ফর্সা মুখশ্রী লাল বর্ণ হয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। দৃষ্টি খাটো করে চোখ ঘুরিয়ে সায়রাকে খুঁজে যাচ্ছে। আশেপাশের মেয়েদের নজর আরসালের দিকেই। এমন সুঠাম দেহের সুদর্শনের দিকে কার না নজর যাবে? ভার্সিটির কালচারাল ক্লাবের দুজন মেয়ে মেম্বার এসে আরসালের পাশে দাঁড়াল। মেয়ে দুজনের মুখশ্রী দেখে মনে হচ্ছে আরসাল তাদের কতদিনের চেনা। একদম আরসালের পাশ ঘেঁষে দাঁড়িয়েছে। দূরে সরে ভ্রু কুঁচকে নিলো আরসাল। গম্ভীর আওয়াজ করে বলল,

–” জি কিছু বলবেন।”

লাল শাড়ী পরা মেয়েটা হাত বাড়িয়ে বেশ চওড়া হেসে দুলতে দুলতে বলল,

–” হাই, আমি আইদা, ও আমার বান্ধবী নাহিদা। আপনি?”

আরসাল হাত মিলাল না। অনইচ্ছাকৃত গম্ভীর উত্তর দিলো,

–” আরসাল”

–” ওহ ভীষণ সুন্দর নাম। আপনাকে এর আগে কখন দেখিনি। আপনি আউটসাইডার, মেলা দেখতে এসেছেন?”

আরসাল উত্তর দিলো না, বিরক্তি মুখ করে এড়িয়ে গেল। মেয়েটা আবারো হাত বাড়িয়ে জিজ্ঞেস করল,

–” আমরা ফ্রেন্ডস হতে পারি?”

আরসাল অন্যদিকে মুখ ঘুরিয়ে। প্রচণ্ড অনিচ্ছাকৃত সুরে এড়িয়ে বলল,

–” নট ইন্টারেস্টেড!”

এই ভার্সিটির সুন্দরীদের তালিকায় প্রথম সারিতে পড়ে আইদা। প্রতিদিন এত এত প্রপোজাল আসে তার। কত ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরায় সে, অথচ এই লোকটা তার দিকে একবার তাকাচ্ছে না পর্যন্ত। ফ্রেন্ডশিপের জন্য জিজ্ঞেস করলে বলে কি না ‘ নট ইন্টারেস্টেড! ‘ মুখের উপর অপমান! এত অহংকার! আরসালকে প্রচণ্ড দাম্ভিক অহংকারী মনে হলো আইদার। তার ইগোতে প্রচণ্ড লেগেছে। জিদ চাপল যেই করেই হোক, এই লোকটার সাথে সে বন্ধুত্ব করবেই করবে। কিছু কিছু মানুষ নিজেদের ইগো জিদের তাড়নায় এতটাই বশীভূত হয় যে নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে, সামনের মানুষটার কাছে নিজেদের তৃতীয় শ্রেণীর মানুষ রূপে পরিচয় দেয়। আইদাও সেই শ্রেণীর একজন! আরসালের প্রচণ্ড এড়িয়ে চলার পরও নিজেকে বারবার আরসালের উপর ঠেলে দিচ্ছে। কথায় মানছে না বলে অদ্ভুত অঙ্গভঙ্গিমা করে তা মানাতে চাইছে। আরসাল ভীষণ ক্ষিপ্ত। বরাবরই এই ধরনের থার্ডক্লাস মেয়েদের তার অপছন্দ। কড়া করে কয়েকটা কথা শুনাতে যাবে আইদা নামক মেয়েটা। এমন সময়ই সায়রা আসে। আরসালের সামনে এসে দাঁড়িয়ে আইদা মেয়েটার মুখের সামনে মাছি তাড়ানোর মত করে বলে,

–” হুস হুস, বেহায়া , বেলাজা। মধু দেখতে না দেখতেই বেহায়াপনা শুরু করা? লজ্জাশরম আছে? নাকি বিসর্জন দিয়েছিস ?”

আইদা ক্ষেপে গেল। সায়রার দিকে এগিয়ে ক্ষিপ্ত স্বরে প্রশ্ন করল,

–” তোমার এত বড় সাহস তুমি আমাকে অপমান করছ? আমাকে? তুমি জানো আমি কে?”

সায়রা নরম দৃষ্টিতে তাকিয়ে কৃত্রিম হেসে। বেশ শান্ত স্বরে বলল,
–” আপনি কে আপু? তাছাড়া আমি তো আপনাকে কিছু বলিনি । মাছিকে বলছিলাম। এই দেখুন মধুমাখা পিঠা দেখতে দেরী, এদের বেহায়াপনা করতে দেরি নাই। সুড়সুড় করে ঝেঁকে পড়েছে!”

আরসালের রাগটা মুহূর্তেই পানি হয়ে গেল। সায়রার চোখেমুখে ঈর্ষান্বিত আভা স্পষ্ট। সায়রা পারছেনা চোখ দিয়েই আইদা মেয়েটাকে গিলে খেতে। আরসালের বেশ লাগছে। পাশের টেবিলে দাঁড়িয়ে নিজের জেলা কুচুটে পুতুল বউকে দেখছে। মিটমিটে হাসছে।
সায়রা পেছনের টেবিলের কাছে যেয়ে মাছি তাড়াতে লাগল। আইদা থতমত খেয়ে গেল। গলা ঝেড়ে নিজেকে সামলাল। মৃদু হেসে আবারো বলল সায়রা,

–” আপনার কেন মনে হলো আমি আপনাকেই বলছি আপু? রিলেটেড কিছু বলে ফেলেছি কি?”

আইদা মেয়েটা ধমক দিয়ে উঠল। চোখমুখ কঠোর করার চেষ্টা করল থতমত স্বরে বলল,

–” জুনিয়র জুনিয়রদের মত থাকো। সিনিয়রদের কাছে প্রশ্ন করার সাহস পাও কই! এই নাইদা চলতো। নাফিজ ভাই ডাকছে।”

আইদা মেয়েটা দ্রুত পায়ে চলে গেল। আরসাল ফিক করে হেসে দিলো। গা কাঁপিয়ে হাসছে সে। সায়রা ভ্রু কুঁচকে ক্ষিপ্ত দৃষ্টিতে আরসালের দিলে তাকাল। নিজের হাসি থামাল আরসাল।

–” বাহ! এত পজেসিভ! ওয়েল ডান।”

সায়রা ভেঙচি কেটে বলল,

–” পজেসিভ না কচু। আমি আপনার জন্য পজেসিভ হইনি। আমি সত্যি সত্যিই মাছি তাড়াচ্ছিলাম! ”

–” আমি কখন বললাম তুই আমার জন্য পজেসিভ। বাই দ্যা ওয়ে মেয়েটার হাসি খুব সুন্দর তাই না সায়রা?”

সায়রা তেলেবেগুনে জ্বলে উঠল। গতরাতে তাকে প্রপোজ করে এখন অন্য মেয়েদের হাসির প্রশংসা করা হচ্ছে? আরসালের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পিছন ফিরল সায়রা। সামনের দিকে পা বাড়িয়ে তেজি স্বরে আওড়াল,

–” তাহলে ওর কাছেই যান!”

দুকদম বাড়াতেই পেছন থেকে হাত টেনে ধরল আরসাল। নিজের দিক ফিরিয়ে। আলতো করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতের পল্লব ছুঁয়ে দিচ্ছে সে। সায়রা মুখ ফুলিয়ে মাথা নুয়ে আছে। রাগে ঘন নিশ্বাস পড়ছে তার। সায়রার রুষ্ট মুখশ্রী দেখে মৃদু হাসল আরসাল। গভীর করে সায়রার দিকে চেয়ে আছে সে। রাগে চোখ টলটল করছে সায়রার। এত অবুঝ কেন মেয়েটা? শুধু বড়ই হয়েছে। বুদ্ধি এখনো সেই হাঁটুর নিচে। মজা আর সিরিয়াস কথাবার্তার তফাত এখনো বুঝে না সে। সামান্য এক কথায় চোখ জলে পূর্ণ! এত নরম হলে হয়! টেবিলের উপর থেকে বেলি ফুল আর লাল গোলাপের গাজরা নিয়ে সায়রার বাম হাতের বেধে দিলো। সায়রার দিকে ঝুঁকে গাঢ় গভীর স্বরে,

–” মজা করছিলাম পুতুল বউ! এই চোখ, এই মন শুধু একজনেই মুগ্ধ! আর তা হলো তুই! আমার সকল মুগ্ধতা শুধুই তোকে ঘিরে।”

সায়রা চোখ উঁচু করে চাইল। আরসালের ঠোঁটের কোণে মিটমিট হাসি। চোখে গাঢ় এক নেশা লজ্জা পেল সায়রা। লাজুক হেসে চোখ নামিয়ে নিলো সে। সায়রার লজ্জায় লাল নাকটা ছুঁয়ে দিলো আরসাল।

.
জ্যোত্স্না রাত। আকাশে ইয়া বড় এক চাঁদ। চন্দ্রসুধায় আলোকিত চারিদিক। সায়রা ছাদের কিনারা ঘেষে দাঁড়িয়ে। দৃষ্টি গলির রাস্তায়। বিদ্যুৎ বিহীন গলির রাস্তাটা চাঁদের আলোয় স্পষ্ট। দুঘণ্টা হয়ে এলো লোডশেডিং হয়েছে। শুনেছে সামনের মোরে তার পড়েছে। বিদ্যুৎ অফিস থেকে লোক এসেছে। শুনেছে ঠিক হতে আরো ঘন্টা দু এক সময় লাগবে। গায়ে হালকা শাল মুড়িয়ে খোলা চুলে দাঁড়িয়ে আছে সায়রা। মৃদু মৃদু হাওয়ায় অবদ্ধ চুল গুলো দুলছে। মাঝেমাঝে গাল ছুঁয়ে দিচ্ছে। এখন বিরক্ত হচ্ছেনা, বেশ লাগছে সায়রার। আরসালের কথা ভেবে মৃদু হাসছে সে। এমন সময় ছাদের দরজা লাগানোর আওয়াজ এলো। ধরফরিয়ে উঠল সায়রা। তড়াক ঘুরে পেছনে তাকাল। আরসাল এসেছে। বুকে হাত দিয়ে নিশ্বাস ফেলল সায়রা। বড় বড় পা ফেলে আরসালের দিকে এগিয়ে গেল। চিন্তিত স্বরে বলল,

–” আপনি এখানে? কি করে! সিড়ি দিয়ে এসেছেন? কেউ দেখেনি তো?”

আরসাল নিমিষ হেসে সায়রাকে কাছে টানল। নিচু হয়ে সায়রার মাথায় হাত গলিয়ে দিলো। মুখ এগিয়ে শান্ত স্বরে জবাব দিলো,

–” কাম ডাউন! কেউ দেখেনি আমাকে । সিড়ির রাস্তা অন্ধকার ছিলো।”

সায়রা শান্ত হলো, ভ্রু কুঁচকে প্রশ্ন করল,

–” দরজা বন্ধ করলেন যে!”

–” তোর স্পাই দাদীর ভয়ে। সারাক্ষণ গয়েন্দাগিরি। না জানি কখন আবার ছাদে টপকায়।”

সায়রা চোখ মুখ খিঁচে বলল,

–” দাদী মোটেও গয়েন্দাগিরি করে না। একটু কঠোর ব্যক্তিত্বসম্পন্ন ওই যা!”

আরসাল উত্তর দিলো না। সায়রা ছাদের রেলিং ঘেষে হেলান দিয়ে দাঁড়াল।দৃষ্টি আকাশ পানে। আরসাল তার পাশে যেয়ে দাঁড়াল। চাঁদের উজ্জ্বল চাঁদিনী সায়রার মুখ ছুঁচ্ছে। এই আলোয় সায়রার সৌন্দর্য যেন আরো হাজার গুন বেড়ে গেছে। ঠোঁটের কোণে প্রমত্ত হাসি। গভীর চোখে দেখছে আরসাল। সায়রা চাঁদের দিকে তাকিয়ে আনমনে বলল,

–” চাঁদটা খুব সুন্দর তাই না?”

উত্তরের আশা করল সায়রা। পাশ থেকে উত্তর এলো না। খানিকক্ষণ কাটল। পাশ থেকে কোন সাড়া না পেয়ে ভ্রু কুঁচকে চাইল সে। আরসাল তার দিকে গভীর নয়নে তাকিয়ে আছে। চোখে অজস্র মায়া তার। কোন এক গভীর তৃষ্ণা! এই তৃষ্ণায় এখনি বুঝি মিশে যাবে সায়রা। বুকটা প্রচণ্ড বেগে কাঁপছে তার। এই দৃষ্টি সহ্য করতে পারছে না সে। মুখ ফিরিয়ে নিলো। চোখ সরিয়ে দূরে চলে গেল সায়রা। আরসাল যেন তাতে অসন্তুষ্ট হলো। আচমকা সায়রার হাত টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করল। আরসালের ঘন নিশ্বাস সায়রার ঘাড় ছুঁইছে। পেছন থেকে কাঁপা হাতে কানের পেছনে চুল গুছিয়ে দিলো আরসাল। সায়রার মেঘবরণ চুলে নাক ডুবাল। চোখ বুজে আবেশে গভীর শ্বাস টেনে নিলো আরসাল।
চোখ মুখ খিঁচে বন্ধ করে নিয়েছে সায়রা। গলা শুকিয়ে কাঠ। শরীর থরথর কাঁপছে। এখনি বুঝি শ্বাসরোধে মরে যাবে সে। আরসালের বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করলে, পেছন থেকে হাতের বাঁধন আরো শক্ত হলো। আরসালের ফিসফিস প্রমত্ত আওয়াজ ভেসে এলো,

–” ডোন্ট মুভ! তুই তোর চাঁদকে দেখ, আমাকে আমার চাঁদে ডুবে থাকতে দে!”

চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here