দ্যা_বিউটি_অফ_লাভ পর্ব ২+৩

#দ্যা_বিউটি_অফ_লাভ
#লেখিকাঃরাকিবা_ইসলাম_আশা
#পর্বঃ২_৩

গাড়ি গিয়ে থামলো প্রসিদ্ধ এক বড়ো কাজী অফিসের সামনে।ভিতরে প্রবেশ করতেই সাদিতের পরিচিতো একজন অ্যাডভোকেড এসে দুজনের জন্য রেজিস্ট্রি পেপার নিয়ে এলো।অন্যদিকে সেই মুহূর্তে কাজী অফিসের বাইরে বেশ কিছু লোক মিস্টার সাদিত চৌধুরী ও তার নিউলি ম্যারিড ওয়াইফকে অভিবাদন জানানোর জন্যে।

দুজনেই রেজিস্ট্রি পেপারে সাইন করলো,বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলো তারা।পুরো ব্যাপারটাই কেমন তাড়াহুড়ো করে হয়ে গেলো।

কিনারাকে দেখে মনে হচ্ছিলো ও যেনো সমুদ্রের স্রোতের সঙ্গে নিজের গা ভাসিয়ে দিয়েছে।

সাদিতের আলাদা রকম সুযোগ-সুবিধা আর পরিচিতি থাকার কারণে ম্যারেজ সার্টিফিকেট পেতে ওদের দুজনের খুব একটা দেরি হলো না।মাত্র কয়েক মিনিটের মধ্যেই সার্টিফিকেট ওদের হাতে চলে এলো।নতুন জীবনের শুভ কামনা নিয়ে, একে একে সবাই এগিয়ে এসে ওদের অভিনন্দন জানাতে থাকে।

কিনারার সে সময় কিছুই ভালো লাগছিলো না।বড্ড অন্যমনস্ক দেখাচ্ছিলো ওকে।বারবার ওর ভাইয়ের কথা মনে পড়ছিলো ওর।এতো লোকের মধ্যে সাদিত যেনো হারিয়ে গেলো,সবাই ওকে নিয়ে লাফালাফি করতেই ব্যস্ত।

অন্য দিকে কিনারা মাথা নিচু করে মন মরা হয়ে ছিলো।কিনারার ম্যারিজ সার্টিফিকেটের দিকে একবার চোখ মেলে তাকাতেই, কিনারার পুরো দুনিয়টা হঠাৎ করে যেনো স্তব্ধ হয়ে গেলো।কিনারার কাছে সবকিছু তখনো স্বপ্ন মনে হচ্ছে। পুরো ব্যাপারটাই যেনো ওর কাছে অদ্ভুত রকমের মায়াবী। কিনারা বার বার নিজেকে প্রশ্ন করলো,আমি কি সত্যিই এখন থেকে বিবাহিত। তার মানে আমি এখন থেকে মিস্টার সাদিত চৌধুরীর স্ত্রী। এটাই কি এখন থেকে আমার পরিচয়। কিনারা নিজের মনকে এসব প্রশ্ন করায় যেসব উত্তর ভিতর থেকে আসছিলো,তার কোনোটাই কিনারার পছন্দ হচ্ছিলো না।

হ্যাঁ আজকে থেকে কিনারার পরিচয় এটাই, যে ও সাদিত চৌধুরীর স্ত্রী। এ কথাটা মেনে নিতে কিনারার কোথাও যেনো কষ্ট হলো।

আসলে এর আগে যতবার কিনারা মনে মনে নিজের বিয়ের কথা কল্পনা করছিলো, ততবারই স্বপ্ন গুলো অদ্ভুত রকমের মধুর ছিলো।ঠিক যেমন অন্য মেয়েদেরও একটা স্বপ্ন থাকে।কিন্তু শেষমেশ ওর বিয়েটা যে আর পাঁচ দশটা মেয়ের মতো স্বাভাবিক হলো না।এরকম একটা ঝড় ঝাপটা কিনারার বিয়ের স্বপ্ন গুলো ওর জীবনের সবচেয়ে বড়ো দুঃস্বপ্ন হয়ে উঠবে।তা কিন্তু নিঃসন্দেহে কিনারার ধারণার একদম বাইরে ছিলো।

এসব ভাবনার মধ্যে সাদিত এসে কিনারার সামনে গিয়ে দাঁড়ালো।এতোক্ষনে কিনারা সাদিতের মুখের দিকে ভালো করে তাকালো।কিনারা আর সাদিতের দৃষ্টি গিয়ে পড়লো একে অপরের উপর। দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষন, সেই সাদিতের সুদর্শন মুখ থেকে কিনারা তার চোখ কিছুতেই সরাতে পারছিলো না।তাকে দেখে কিনারার হার্টবিটের পারদটা আলাদায় মাত্রা ছাড়িয়েছিলো।ভিতর থেকে অদ্ভুত একটা অনুভুতি কাজ করলো কিনারার মধ্যে। কিনারা এ জীবনে এতো সুন্দর পুরুষ কখনো দেখেনি।তাই কিছুতেই সে সাদিতের থেকে চোখ ফেরাতে পারছিলো না।সাদিতের উচ্চতা ছয় ফুটের বেশি, কিনারার উচ্চতা খুব একটা বেশি না হলেও,বেশির ভাগ মহিলার থেকে তুলনামূলক বেশি ছিলো।সাদিত তার সামনে এতোটাই লম্বা ছিলো যে তাকে দেখতে গেলেও কিনারাকে বারবার উঁচু করে দেখতে হচ্ছিলো। তার সরু নাক, তীক্ষ্ণ চোখ, চাপা ঠোঁট,সবকিছু মিলে সাদিত৷ খুব অ্যাট্রাক্টিভ।সাদিতের মেজাজ ছিলো খুব আভিজাত্যপূর্ণ, তার আশেপাশে যে কোনো ব্যক্তিকে বশ করে নেওয়ার ক্ষমতা রাখে।আর এ সম্পর্কে জ্ঞান অজর্ন করা কিনারার কাছে এক্কেবারে কঠিন কিছু ছিলো না। সাদিত আর কিনারা একে ওপরের একেবারে কাছে এসে দাঁড়িয়েছিলো,একে ওপরের এতোটা কাছাকাছি দাঁড়িয়ে থাকার কারণে সাদিতের শরীর থেকে পুরুষালি সুবাস কিনারার দিকে ভেসে এলো।যা কিনারাকে মারাত্মকভাবে অ্যাটাক্ট করলো।কিনারা নিজেকে কোনো রকম কন্ট্রোল করে,কিনারা সাদিতের দিকে কোনো রকম তাকালো।ওর হার্টবিট টা খুব দূত ছুটতে থাকলো।কিনারা নিজেকে সামলাতে না পেয়ে সাদিতের থেকে দুকদম পিছিয়ে এলো।কিনারা লজ্জা পেয়ে আলতো ভাবে নিজের উপরের ঠোঁটের সঙ্গে নিচের ঠোঁটটা চেপে ধরলো।এবং হঠাৎ বলে উঠলো—মিস্টার চৌধুরী —-৷ কিনারা কিছু বলার আগেই সাদিত ওকে থামিয়ে বলে উঠলো— মিস কিনারা গাড়িতে গিয়ে বসুন।কিনারা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো।

কিনারা আর সাদিত গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো আর ড্রাইভার ড্রাইভ করতে শুরু করলেন।

সাদিতের গাড়িতে উঠার পর কিনারাকে দেখে মনে হলো ও বড্ড আনমনা হয়ে রয়েছে। কিনারার পাশে তার সদ্য বিবাহিতো স্বামী সাদিত চৌধুরী বসে ছিলো সেদিকে কিনারার কোনো ভাবান্তর নেই।

তারপর কিছু মুহুর্ত সাদিত কিনারার মুখের দিকে তাকিয়ে বলল।প্লিজ এমন হতাশ হয়ে বসে থাকবেন না।আপনি কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনি একজন রিচ এন্ড অনেস্ট মানুষকে বিয়ে করেছেন।যে আপনাকে সবরকমের সম্মান ও আফেকশন দিতে রাজি।যাতে আপনার কোনো ভাবেই এটা না মনে হয় যে আপনি শুধু মাত্র একটা শর্তের জন্য বিয়ে করেছেন।বিয়েটা যদিও সাদিতের ইচ্ছে মতেই হয়েছে,কিন্তু সাদিত কিনারার হতাশাপূর্ণ মুখ দেখে খুবই অস্বস্তিবোধ করছিলো।

কিনারা সাদিতের কথা শুনে ঘুরে তাকালো– সাদিতের সাইট ফিজ ছিলো আকৃষ্ট করার মতো।তার চোখ আলতো বন্ধ করে রাখা ছিলো।সাদিতের সেই স্কিন টাইট কালো শার্টের গলার কাছ থেকে কয়েকটা বোতাম খোলে রাখার কারণে, তার অ্যাট্রাক্টিভ গলার বোন চোখে পড়ছিলো বারোংবার।গাড়ির পেছনের গ্লাস দিয়ে বাইরের আলো গুলো ঠিকরে এসে সাদিতের সুন্দর মুখের গঠনটাকে গভীর থেকে গভীরো ভাবে ফুটে তুলছিলো।কিনারাকে এটা মানতেই হলো সাদিত খুব হ্যান্ডসাম।

কিনারাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সাদিত জিজ্ঞেসা করলো আপনি কিছু বলবেন।

কিনারা মাথা নেড়ে বলল না।তারপর কিনারা মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকলো, কিনারা খুব ট্রায়ার্ড ছিলো।কিছুক্ষন বাইরে তাকিয়ে থাকতে থাকতে, কিনারার খুব ঘুম পেয়ে গেলো।একটু পর কিনারা গাড়ির জানালার কাঁচে হেলান দিয়ে ঘুমিয়ে গেলো।রাস্তা কিছুটা ভাঙা থাকায় ঝাঁকুনিতে কিনারার মাথা গিয়ে ধাক্কা লাগে জানালার সাথে,কিন্তু কিনারা এতোটাই ক্লান্ত ছিলো যার জন্য অঘোরে ঘুমচ্ছিলো যে ও সেটা বুঝতেও পারলো না।কিন্তু কিনারা মাথা কাঁচে ধাক্কা খেতেই,সাদিত ওই আওয়াজ পেতেই সঙ্গে সঙ্গে কিনারার দিকে ঘুরে তাকালো।কিনারাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে সাদিতের মায়া হলো তাই ড্রাইভারের কানের কাছে গিয়ে আস্তে করে বলল আস্তে গাড়ি চালান।

ড্রাইভার বলল আচ্ছা স্যার।সরি

তারপর সাদিত আস্তে আস্তে কিনারার কাছে গিয়ে বসে কিনারার মাথাটা আস্তে করে নিজের কোলের উপরে রাখলো যেনো কিনারার ঘুম না ভেঙে যায়।তারপর সাদিতের কোট টা খুলে কিনারার শরীরের উপর ঢাকা দিলো।তারপর কিনারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো।কিনারাকে ছোট শিশুর মতো ঘুমতে দেখে ওর মাথায় অলতো করে হাত বুলিয়ে দিচ্ছিলো।।

ঘন্টা খানিক যাওয়ার পরই গাড়িটা প্রবেশ করলো বিরাট এক বিলাস বহুল বাড়ির ভিতর।গেট দিয়ে ঢুকতেই দেখা গেলো বাড়ির ভিতর রাস্তা দিয়ে খুব সুন্দর সুন্দর ফুলগাছ লাগানো আছে। আর বাড়িটা যেনো আলোয় ঝলমলে করছে।

গাড়ি থামতেই ড্রাইভার এসে গাড়ির দরজা খুলে দিলো।কিনারা তখনো ঘুমে মগ্ন।ক্লান্তিমাখা চেহারা দেখে সাদিতের আর ঘুম ভাঙাতে ইচ্ছে করলো না।তারপর সাদিত কিনারাকে ধরে কোনো রকম বাইরে বের করে ওকে কোলে তুলে নিলো। কিনারা তখনো ঘুমে মগ্ন। কিনারা যেনো সাদিতের গায়ে ঝুলে পড়েছে।সাদিত কিনারাকে কোলে নিয়েই ওদের বড়ো লিভিংরুমে প্রবেশ করলো।

সাদিতকে একটা মেয়েকে কোলে নিয়ে ভিতরে ঢুকতে দেখে ওখানে থাকা বাড়ির কিছু হাউসমেইড খুব অবাক হয়ে গেলো। সাদিত কিনারাকে নিয়ে উপরে যেতেই হাউস মেইড দের ভিতর কানাখোসা শুরু হয়ে গেলো।আমি যেটা দেখলাম ওটা কি ঠিক দেখলাম।ছোট স্যার একটা মহিলাকে নিয়ে ঢুকলো।পাশ থেকে অন্য হাউসমেইড বলে উঠলো—শুধু তুমি একা দেখোনি আমরাও দেখেছি।, ছোটস্যারের তো মহিলাদের উপর এলার্জি। মহিলাদের থেকে তো দূরে থাকেন।তাহলে এই মহিলা কে যাকে উনি কোলে তুলে নিজের বেডরুমে নিয়ে গেলো।আর এ বাড়ির সবাই জানে সাদিতের বেডরুমে কারোর প্রবেশ নিষেধ। বাড়ির কোনো কাজের লোকও এতোদিনে সাদিতের বেডরুমের একঝলক ও দেখতে পারেনি।সাদিতের বেডরুমে মনির কাকা ছাড়া কেউ ঢুকতে পারেনা,মনির কাকায়ই সব পরিষ্কার করে গুছিয়ে রাখে।

সাদিত যে কিনারাকে নিয়ে বেডেরুমে গেলো।ব্যাপারটা সবার কাছে ঘোলাটেই থেকে গেলো।

#চলবে

আমি একটা বিষয় বুঝলাম না নায়কার নাম নিয়ে আপনাদের এতো কিসের প্রবলেম।আর গল্প পড়ছেন এটাকে গল্পের মতোই ভাবেন,আমি সিরিয়াল দেখিও না আর জানিও না কোন নামটা কমন আর কোনটা আনকমন ।গল্প লিখতে গিয়ে মাথায় যে নাম আসে ওটাই দেয়।আর যাদের প্রবলেম গল্প বা নাম নিয়ে তারা বাজে মন্তব্য না করে। আপনাদের টাইম ওয়েস্ট না করে গল্পটাকে ইগনোর করুন।আর প্রায় সবার গল্প প্রায় এক থিমের,যদিও এই গল্পের থিম টা আপনাদের কমন মনে হলেও ভিন্নভাবে লেখার প্রচেষ্টা আমার।

#দ্যা_বিউটি_অফ_লাভ
#লেখিকাঃরাকিবা_ইসলাম_আশা
#পর্বঃ৩

কিনারা অঘোরে ঘুমচ্ছিলো,সাদিত কিনারাকে ওর নিজের বিছানায় নিয়ে শুয়িয়ে দেওয়ার পরেও ওর ঘুম ভাঙলোনা।সাদিতের ওই সুন্দর নরম বড়ো বিছানা কিনারাকে খুব ছোট্ট লাগছিলো।মনে হচ্ছিলো কোনো বাচ্চা মেয়ে শোয়ে আছে।ওর অর্ধেক মুখটা চুলে ঢাকা ছিলো।কিনারাকে দেখে এতোটাই ইনোসেন্ট লাগছিলো।ওকে ওই অবস্থায় দেখলে যে কারোরই মায়া হবে।সাদিত ওকে বিছানায় শোয়ে দিয়ে ওর পাশে গিয়ে বসলো।কিনারার এলোমেলো চুল গুলো ঠিক করে দিয়ে কিনারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো।কিছুক্ষন কিনারাকে একভাবে দেখার পর। সাদিত নিজের অজান্তেই আস্তে করে কিনারার ঠোঁটে চুমু খেলো।কিনারার৷ ঠোঁটের মিষ্টি সুবাস সাদিতকে পাগল করে দিলো। সাদিত জানতো না ওর মধ্যে এতোটা ইমোশন রয়েছে।সাদিত এতোদিন নিজেকে ইমোশনলেস মনে করতো।সাদিত জানতো ওর সেল্ফ কন্ট্রোল অনেকটা বেশি।কিন্তু কিনারা ওর জীবনে আসার পর সবকিছু যেনো গেটে গেলো।সাদিত ভাবেনি কিনারার দিকে এতোটা আসক্ত হবে।আটাশ বছরের জীবনে সাদিতের মনে কেউ দাগ কাটতে পারেনি।এই প্রথম কোনো মেয়ে যে সাদিতের মনে দাগ কেটেছে।সাদিতের কখনো কোনো মেয়েকে ভালো লাগেনি।ও সবসময় মেয়েদের থেকে দূরে থাকতো।জীবনে এতো মেয়ের প্রপোজাল পেয়েছে আর এতো মেয়েকে ওর জন্য পাগলামি দেখেছে যা দেখে সাদিত অতিষ্ঠ হয়ে ওঠে। ও আর মেয়েদের সহ্য করতে পারতো না। কিন্তু কিনারাকে প্রথম দেখেই সাদিত ভালোবেসে ফেলে।আর কিনারা যখন ওর কাছে আসলো, সাদিত কিনারাকে কাছে পাওয়ার সুযোগটা আর হাত ছাড়া করলো না,ওকে বিয়ের প্রপোজাল দিলো।

🍁🍁🍁🍁

পরের দিন কিনারার ঘুম ভাঙলো,চোখ মেলে তাকাতেই ও নিজেকে একটা বিশাল বড়ো বেডরুমের একটা শৌখিন বিছানায় আবিষ্কার করলো।কিনারা বুঝতে পারলো না ও কোথায় আছে।তাই বুঝার জন্য আশে পাশে ঘুরে ফিরে দেখছিলো। তারপর কিনারা দেখলো ও যে রুমে শোয়ে আছে,সে রুমটা খুবই সুন্দর করে সাজানো গুছানো খুব দামি দামি ফার্নিচার।
তারপর কিনারা হঠাৎই করে খেয়াল করলো যে ওর জামা কাপড় পাল্টে গেছে। এবং একটা ঢোলা সাদা রঙের টিশার্ট পড়ে আছে।কিনারা বিছানার চাদরটা নিজের সাথে খাঁমচে ধরলো।তারপর ভাবলো আমি তো কাল মিস্টার চৌধুরীর সাথে গাড়িতে ছিলাম,তারপর আমাকে এই রুমে কে নিয়ে আসলো আর কেই বা জামা কাপড় চেঞ্জ করে দিলো।তারপর কিনারা ওর ফোনট হাতে নেয়,তারপর টাইম দেখতেই ধরফর করে বিছানা থেকে উঠে বসে পড়লো।আশেপাশে দেখতেই ওর ড্রেস সোফার উপর দেখতে পেলো,তারপর ড্রেস নিয়ে যতটা তারাতাড়ি সম্ভব ছুটে ওয়াশরুমের দিকে গেলো।

ওয়াশরুমের দিকে যেতেই খেলো এক ধাক্কা,ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই শক্ত কোনো কিছু কিনারাকে আঁকড়ে ধরে ছিলো ,কিন্তু কিনারা ভাবলো যে ও যেভাবে ধাক্কা খেলো এতোক্ষনে তো পড়ে যাওয়ার কথা, কই ব্যাথা পেলো না তো।কিনারা তা বুঝার জন্য চোখ মেলে তাকাতেই দেখলো সাদিত ওর কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে।সাদিত হয়তো সবে মাত্র সাওয়ার নিয়েছে,ওর চুলগুলো তখনো ভিজা ছিলো টপটপ করে পানি ঝরছে।সাদিতের ভিজা ঠোঁট, উন্মুক্ত ফর্সা বুকের ওই কালো লোমগুলো ভিজে বুকের সাথে লেপ্টে আছে।যা সাদিতকে খুবই আকর্ষণীয় করে তুলছে।

সাদিত কিনারাকে দাঁড় করিয়ে বলল কেয়ারফুললি চলাফেরা করা যায় না,আর একটু হলেই তো।

কিনারা বলল— আসলে আমি নিজেকে রুমে এভাবে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম।তাই ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিতে চেয়েছিলাম।আর আপনি কি আমার জামা কাপড় বদলে দিয়েছেন।ভ্রুরু কুঁচকে কিনারা জিজ্ঞেসা করলো।

সাদিত বলল হ্যাঁ ওগুলো আমি বদলে দিয়েছি।

কিনারা চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আাসার উপক্রম। কিনারা চোখগুলো রসগোল্লা মতো বড়ো বড়ো করে সাদিতের দিকে তাকিয়ে বলল আপনি বদলে দিয়েছেন মানে— আপনি কেন বদলে দিয়েছেন।

সাদিত বলল ইয়েস,, ইউ আর মাই ওয়াইফ।শুধু আমি তোমাকে দেখতে পারি, আমার অধিকার আছে।তাই বদলে দিয়েছি।

সাদিতের কথাটা শুনে কিনারার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেলো।

সাদিত কিনারার কাছে এসে বলল ওর গাল দুটো টেনে বলল,,,হয়েছে এতো লজ্জার কিছু নেয়।আজ না হয় কাল আমি সব দেখবো আর আমি আমার চোখটা বেঁধেই তোমার ড্রেস বদলে দিয়েছি।আর আমি ওতোটাও খারাপ না যা তুমি আমাকে ভাবো।

কিনারা সাদিতের কথা শুনে শ্বাস ফেলল।আর মনে মনে বলল যাক উনি তাহলে আমার সাথে কিছু করেনি।আমি তো আরও ভয় পেয়ে গিয়েছিলাম।

তারপর সাদিত বলল,ওইযে কাবার্ড টা দেখছো,ওখানে অপাতত তোমার জন্য টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস আর কিছু ড্রেস কাল রাতে আমি কিনিয়ে এনে রেখেছিলাম। বাট তুমি ঘুমিয়ে ছিলে তাই আর ডাকা হয়নি।যাও ওখান থেকে একটা ড্রেস নিয়ে ফ্রেস হয়ে নিচে আসো আমরা ব্রেকফাস্ট করে হসপিটালে যাবো ।আজ কায়ানের অপারেশন হবে মনে আছে।

কিনারা কিছু না বলে মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেলো।

সাদিত আর কিনারা এক সাথে নিচে লিভিং রুমে আসলো।ওরা নিচে নামতেই আবার সব হাউসমেইডরা হা হয়ে তাকিয়ে আছে। ওদের কাছে ব্যাপারটা এখনো ঘোলাটে।ওদের ওভাবে তাকিয়ে থাকতে দেখে সাদিত সবার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল–শুনো এ হলো তোমাদের নতুন ম্যাম,মিসেস সাদিত চৌধুরী। কেউ যদি উনার সাথে একটুও দুর্ব্যবহার করো তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। উনার খাতিরে যেনো কোনো অভাব না পড়ে। সবার মাথায় ঢুকেছে কথাটা।

কথাটা শুনে হাউসমেইডরা যারা ছিলো তারা বিশ্বাসই করতে পারলোনা।ওরা হা করে সাদিতের দিকে তাকিয়ে রইলো।তারপর হাউসমেইডরা কিছুক্ষন চুপ থেকে বলল হ্যাঁ বুঝতে পেরেছি।

তারপর সাদিত আর কিনারা ডাইনিং এ খেতে বসলো।খেয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলো।

🍁🍁🍁🍁

কায়ান আর কিনারা দুই ভাই-বোন।কিনারা অনার্স ফাস্ট ইয়ারে পড়ে। আর কায়ান ক্লাস টেন এ পড়ে। ওদের বাবা মা দুজনেই একটা বাস এক্সিডেন্টে মারা যায় ভাগ্যক্রমে ওরা দুই ভাই-বোন বেঁচে যায়। দুজনেই দাদির কাছে বড়ো হয়েছে,কিনারার দাদুভাই উনি প্রাইমারি স্কুলের টিচার ছিলো ছিলো উনি মারা যাবার পর পেনশনের যে টাকা পেতো ওটা দিয়ে কিনারার দাদি কোনো রকম সংসার চালাতো।

কিন্তু সেদিন ছিলো কায়ানের স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা।কায়ান দৌড় প্রতিযোগিতার মাঝ পথে সেন্সলেস হয়ে পড়ে যায়।তারপর হসপিটালে এডমিট করার পর ডাক্তার জানায় কায়ানের জন্মগত হার্টব্লক সমস্যা রয়েছে।।দ্রুত অপারেশন না করলে প্রাণনাশকও হতে পারে।অাপাতত মেডিসিন দিচ্ছি দ্রুত অপারেশন করে ফেলবেন।

কিন্তু তখন কিনারার ফ্যামিলির পক্ষে অপারেশন করানো সম্ভব হয়ে উঠেনি আর্থিক কারণে ।

আজ আবার হুট করে দুমাস পর কায়ানের আবার প্রচন্ড বুকের ব্যাথা উঠে। অজ্ঞান হয়ে গেলে আবার ওকে হসপিটালে এডমিট করারনো হয়।
ডাক্তার বলে আপনার ভাইয়ের যে সময় অপারেশন করানোর কথা ছিলো ওই সময় পেরিয়ে গেছে।এখন হার্টের কন্ডিশন ভালো না। আজকালের মধ্যে অপারেশন না করলে।এটা আর ঠিক হবে না।আপনার ভাইয়ের মৃত্যুও হতে পারে।

কিন্তু কিনারা এতো তারাতাড়ি এতোগুলো অপারেশনের টাকা কিভাবে ম্যানেজ করবে।
পরে ডাক্তারকে অনেক রিকুয়েষ্ট করার পর উনি বলে হসপিটালের প্রেসিডেন্টের সাথে কথা বলতে,একমাত্র উনিই পারেন অপারেশনের ব্যবস্থা করে দিতে ।
তারপর কিনারা সাদিতের কাছে যায়।সাদিত কিনারাকে শর্ত দেয় বিয়ে করার বিনিময়ে ও ওর ভাইয়ের অপারেশনের ব্যবস্থা করে দিবেন।

🍁🍁🍁🍁

বতর্মান——
প্রায় এক ঘন্টা পর ওটির রুমের দরজাটা খুলল।একে একে ডাক্তাররা বেরিয়ে আসছেন।প্রথম ডাক্তার বেরিয়ে আসতেই কিনারা জিজ্ঞাসা করলো আমার ভাই কেমন আছে ডক্টর। ডাক্তার বলল, এখন রুগীর অবস্থা স্থিতিশীল, অপারেশন সাকসেসফুল,,কায়ান এখন আউট অফ ডেঞ্জার।আর কোনো প্রাণনাশের ভয় নেই।

কিনারা ছলছল চোখে বলল তার মানে ভাই এখন বিপদমুক্ত।

ডাক্তার বলল হ্যাঁ —-

সাদিত বলল থ্যাঙ্ক ইউ ডক্টর।

ডাক্তার বলল ওয়েলকাম মিস্টার চৌধুরী।

🍁🍁🍁🍁

কায়ানকে ওয়ার্ড চেন্জ করে দেওয়া হয়েছে।
কায়ানের তখনো সেন্স ফেরেনি।ভিআইপি ওয়ার্ডে একজন রুগীর জন্য আলাদা ঘর ছিলো।তার সাথে একটা বেডরুম একটা লিভিংরুম আর একটা বাথরুম।ওখানে কায়ানকে শিফট করে। সেন্স না ফেরা অবদি হসপিটালেই থাকতে হবে।ডাক্তার জানায় চব্বিশ ঘণ্টা পর কায়ানের সেন্স ফিরবে।এর আগে কেউ দেখা করতে পারবে না।

সাদিত হসপিটালের সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। কায়ানের কেবিনের জন্য নার্স আর ডাক্তার ঠিক করে রাখা হয়েছে । প্রত্যেক মুহুর্তের আপডেট যেনো ওকে জানানো হয়।

সাদিত আর কিনারা সন্ধ্যা অবদি হসপিটালে থেকে বাসায় ফিরে যায়।

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here