নীল চোখ পর্ব -০৪

#গল্পঃনীল_চোখ।
#পর্বঃচার।
#লেখাঃMd_Tarajul_Islam(Shihab)

রাতের বেলা তিশাকে ওর মা বলল
->মা ডাক্তার তো অনেক দেখায়লি এবার না হয় কোনো কবিরাজকে দেখা।কারন অনেক সময় এমন কিছু সমস্যা হয়ে থাকে যার সমাধান ডাক্তাররা দিতে পারে না।
->না মা ডাক্তার যেখানে বলেছে আমি কখনো মা হতে পারবো সেখানে কবিরাজ আমার কি করে সমাধান করবে।
->তাও মা এখানে এক মেয়ের তোর মতো অবস্থা ছিলো তবে কবিরাজি চিকিৎসায় সে এখন মা হতে পেরেছে।
এমন সময় খুশি এসে ব্যঙ্গ করে বলল
->যার ভাগ্যে মা হওয়া লেখা নেই তার চিকিৎসা কবিরাজ কি করতে পারে।
তিশা কথাটা শুনে মন খারাপ করলো আর তখন খুশির মা খুশির মাথায় একটা চড় মেরে বলল
->সব সময় তোর অলুক্ষুনে কথা বার্তা।
খুশি রেগে গিয়ে বলল
->তুই কখনো মা হতে পারবি তিশা মনে রাখিস।
খুশি হন হন করে চলে গেলো।
রাতের বেলা যখন আয়ানের ঘুম ভাঙ্গলো তখন সে নড়তে গিয়ে কেন যেন নড়তে পারছিলো না।মনে হচ্ছিলো আয়ানের পুরো শরীর অবশ হয়ে আছে।আয়ান ওর পাশে তাকিয়ে দেখলো অধরা সেখানে নেই।আর পুরো ঘর জুড়ে যেন নীল আবছা আলোয় ভরে আছে।আয়ান মাথা তুলে দেখলো বেলকনির দরজার সামনে অধরা দাড়িয়ে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে,আয়ান তখন অধরাকে ডাক দিলো।অধরা আয়ানের ডাকে ওর দিকে ঘুরে তাকালো আর তখনি আয়ান অধরার সেই ভয়ানক চেহারা দেখতে পেলো।অধরা আয়ানের দিকে তাকিয়ে হাসছে।আর তার চোখ হতে বেরিয়ে আসা নীল আলো পুরে রুমে আলো সৃষ্টি করেছে।অধরা এক পা দু পা করে আয়ানের দিকে এগিয়ে আসতে লাগলো।অধরার মুখের দুই পাশে দুটো বড় বড় দাত দেখে আয়ান বেশ ভয় পেয়ে গেলো।আয়ান জিজ্ঞেস করলো
->কে তুমি?
অধরা হাসতে হাসতে বলল
->আমি তোমার বউ আর তোমার বাচ্চার মা।
->চুপ কর শয়তান তুই একটা ডাইনি।
এমন সময় একটা পুরুষ বেলকনির পাশ থেকে বেরিয়ে এলো।তার চেহারাও অধরার মতোই।গায়ে কালো রংয়ের কোর্ট প্যান্ট।চোখ গুলো নীল।মুখের দুইপাশে সুচালো দুইটা দাত।আয়ান বলল
->তোমরা কি চাও আমাদের কাছে?
তখন সেই লোক বলল
->শুধু অধরার পেটে থাকা তোমার বাচ্চা যেটার দ্বারা আমরা নিজেদের অভিশাপ মুক্ত করতে পারবো।
->কিসের অভিশাপ।
অধরা হাসতে হাসতে বলল
->সেটা তোমার না জানলেও চলবে।তবে আমাদের কথা যদি কাউকে কিছু বলো তাহলে তোমার ভালোবাসার বউ তিশাকে আমি মেরে দিবো কথাটা যেন মনে থাকে।
->তিশার কোনো ক্ষতি করতে পারবে না বলে দিলাম।
->তাহলে নিজের মুখটা বন্ধ রাখবে কেমন?
->ঠিক আছে তাই হবে।
ওই লোকটি যাওয়ার আগে অধরার ঠোঁট বেশ কিছু সময় নিয়ে চুমু দিলো তারপর দেওয়াল ভেদ করে চলে গেলো।অধরা তখন নিজের রুপে ফিরে আসলো।সে আয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো।আয়ান বুঝতে পারলো যে,তার শরীর ঠিক হয়ে গেছে তখন সে রেগে গিয়ে বলল
->ডাইনি তোকে আমার প্রথম দেখে সন্দেহ হয়েছিল তোর মা-বাবাকে দেখে আমার সুবিধার মনে হয়নি।
অধরা তখন হাসতে হাসতে বলল
->বিয়ের সময় তোমরা যাদের দেখেছো তারা আমাদের করা মায়ায় তৈরি করা ছিলো।বাস্তবে ওদোর কোনো উপস্থিতি পৃথিবীতে নেই।
->এত বড় ধোঁকা।তোকে ইচ্ছা করছে এখনি…?
->না না এই ভুল করো না।তা না হলে আমার আসল বর কি বললো শুনলেই তো তাই না।
আয়ান দাঁতে দাঁত চেপে চুপ হয়ে গেলো আর কিছু বললো না।আয়ানের নিজের প্রতি নিজের প্রচন্ড ঘৃনা হচ্ছে।

পরেরদিন সকাল বেলা তিশা ওর মা-চাচিদের কথা কবিরাজের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলো আর তখনি দরজায় কেউ নক করলো।তিশা দরজা খুলে দিতেই দেখলো আয়ান বাইরে দাড়িয়ে আছে।সে তিশাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো।তিশা এই সকালবেলা আয়ানকে দেখে বেশ অবাক হলো।তখন তিশা মুচকি হেসে বলল
->কি ব্যাপার আয়ান বাবু এই সকালবেলা চলে এলে যে,বউ কিছু বলবে না আবার?
->চুপ করো তিশা।আমার তোমার সাথে অনেক কথা বলার আছে।
আয়ান তিশাকে ছেড়ে দিলো।তিশা অবাক হয়ে বলল
->কি কথা?
এমন সময় তিশার মা আয়ানকে দেখে বলল
->আয়ান তুমি কখন এলে?
->এখনি এলাম আমি।
->তাহলে ওখানে দাড়িয়ে আছো কেন?তিশা জামাইকে ভিতরে নিয়ে আয়।
তিশা আয়ানকে ওর রুমে নিয়ে গেলো।তিশা বলল
->এখন বলো কি হয়েছে?
আয়ান তিশাকে সব কিছু বললো।সব শুনে তিশা বলল
->আমিও ওর আসল রুপ দেখে ফেলেছি।
->তাহলে এখন উপায় কি?
->জানি না।তবে বাচ্চা হওয়ার পরও ও আমাদের ছাড়বে না এটা আমি বলতে শুনেছি।
->কিছু একটা করতে হবে ওদের তাড়াতে।
আয়ান তিশাকে বোরকা পরিহিত অবস্থায় দেখে বলল
->তুমি কোথাও যাচ্ছো নাকি?
->মা আর চাচিরা বলছিলো একবার কবিরাজি চিকিৎসা করে দেখা যাক কি হয়।আর সেখানেই যেতে চাচ্ছিলাম।
->ঠিক আছে আমিও যাবো চলো।
আয়ান তিশা আর ওর মা তিনজনে মিলে কবিরাজের বাড়ি গেলো।কবিরাজ তিশাকে দেখা মাত্রই বলে উঠলো
->এই মেয়ের পেটের মধ্যে কুফুরি করে বাধকের সৃষ্টি করেছে যার কারনে সে মা হতে পারছেনা।
কবিরাজের কথা শুনে ওরা প্রত্যেকে অবাক হয়ে গেলো।আয়ান বলল
->এসব আপনি কি বলছেন?
->আমি ভুল কিছু বলছি না।আমার সাথে থাকা জ্বীনেরা আর যাই হোক কখনো মিথ্যা বলে না।আর এটা করেছে ওই মেয়ের আপন লোক।
তিশা তখন জিজ্ঞেস করলো
->আমার আপন লোক?কে সেটা?
->সময় হলে জানতে পারবে।আর তোমাদের বাসায় যে শয়তানরা প্রবেশ করেছে এরা তোমার আপন লোকের সাহায্যেই।
ওরা প্রত্যেকে অবাক হয়ে গেছে এসব কথা শুনে।মনে মনে ভাবছে এই লোক অনেক কিছু জানে আর তিনি সব করতে পারবেন।তিশা কবিরাজকে বলল
->আচ্ছা আমি কি মা হতে পারবো?
->হুমম পারবে তবে এর জন্য কিছু ওষধ সেবন করতে হবে।আর এই কুফুরি কাজটা নষ্ট করতে হবে।
->ঠিক আছে তাহলে আপনি তাই করুন।
->তবে একটা সমস্যা আছে সেটা হলো যে তোমার সাথে এটা করেছে ওই কুফুরি কাটার পর তোমার সাথে যেটা করেছে ওর সাথে সেটা ঘটবে।
->কিন্তু আমি তো কারো ক্ষতি চাইনা?
->এটা তার কর্মফল।
->ঠিক আছে আপনি এটা কাটার ব্যবস্থা করুন।
তখন আয়ান বলল
->ওই ডাইনিদের তাড়াবো কি করে?
কবিরাজ তখন সবকিছু ওদের বলে দিলো।আর এটাও জানিয়ে দিলো আছমা নামের যে অধরার খোঁজ দিয়েছে সে আছমা নয়।সে আছমার বেশ ধারী এক শয়তান।
কবিরাজের কাছে থেকে ফিরে এসে সেদিনই ওরা আয়ানদের বাসায় চলে গেলো।তিশাকে একদিনে ফিরে আসতে দেখে ওর শাশুড়ি রত্না বেগম অবাক হয়ে বলল
->কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে আসলে যে?
->না।এমনি অধরার এই সময় কি লাগে না লাগে তাই ভাবলাম চলে আসি।আপনি তো একা হাতে সব পারবেন না তাই চলে এলাম।
রত্না বেগম হেসে তিশার গাল টেনে গেলো।অধরা তিশার এমন কথা শুনে ভাবছে,”আহা মানুষ কত সহজ সরল হলে এমন হতে পারে”।
কিন্তু তিশার মনে অন্যকিছু ঘুরছে।

চলবে,,,,,,।

(

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here