প্রেম পাগলামি পর্ব ২৪+২৫

#প্রেম_পাগলামি
#নিহীন_রুবাইয়াত
#পর্ব:২৪

অনেক খোজার পর ওনাকে পেলাম ওনাদের বিল্ডিং এর সামনে।বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো।আমি ওনাদের সামনে গিয়ে দাড়ায়।আমাকে দেখে উনি ওনার বন্ধুদের ইশারা করেন সবাই চলে যায়।শিবলি ভাইয়া থাকে শুধু

–বাসায় যাওনি কেন এখনো?
–……..
–কথা বলছো না যে কোন সমস্যা?
–আপনি সবাইকে কি বলেছেন??
–কি বলেছি?
–নাটক করেন??জানেন না কি বলেছেন?
–জানলে কি আর তোমার কাছে শুনতাম?
–দেখুন নাটক করবেন না,মেজাজ কিন্তু অনেক হাই।
–আমি কি অভিনেতা যে নাটক করবো?অবশ্য আমার সুন্দর চেহারা দেখে অনেকেই আমাকে হিরো বলে(উনি ভাব নিয়ে কলার ঠিক করতে করতে বলেন)
–সুন্দর না কেন হাতি।এসব নাটক বাদ দেন আর এটা বলেন আপনি সবাইকে কেন বলেছেন আমি আপনার বউ?
–কি আমি এটা আবার কখন বললাম??আমি এটা বলিনি
–সবাই আমাকে ভাবি বলে ডাকছে কেন?আপনিই তো বলেছেন আমাকে ভাবি বলে ডাকতে।
–আমিইইইইইইইইইইইইইইই???(এমন ভাবে বললো যে আকাশ থেকে পড়েছে আমার কথা শুনে)
–কেন বলেছেন বলেন?আমি কি আপনার বউ?
–তোমার মতো ঝগড়ুটে মেয়ে আমার বউ হতে যাবে কেন??আর হ্যা আমি বলেছি তোমাকে ভাবি বলে ডাকতে বলেছি ঠিক তাই বলে তো এটা বলিনি যে তুমি আমার বউ।
–মানে??
–কিসের মানে??তোমাকে ভাবি বলে ডাকলেই কি তুমি আমার বউ হবা?
–কিন্তু ওই ছেলেটা যে…
–ওই ছেলেটা কি?
–ওই ছেলেটাই তো বললো ভাই মানে আপনি নাকি বলেছেন
–হাহাহাহহাহাহহহহহহহহহহ..দেখো মেয়ের কান্ড।বুঝলি রে শিবলি তোর ফুলকলি এখনো ছোটটিই রয়ে গেলো।(শিবলি ভাই ও মুচকি মুচকি হাসলেন)

ওনাদের হাসি দেখে আমার রাগ আরো বেড়ে গেলো,,
–হাসছেন কেন আপনারা??আমি কি ফান করছি এখানে??
আমার চিল্লানিতে দুজনি হাসি থামিয়ে দিয়েছে।সৌভিক ভাই কিচ্ছুক্ষন মাথা নিচু করে রইলেন তারপরি বুক ফুলিয়ে বলে উঠলেন,
–এই মেয়ে তোমার সাহস তো কম না সিনিয়রদের সামনে চিল্লাচিল্লি করো?
–আমার সাহস যে কতটা তা নিশ্চয় আপনি ভালো মতোই জানেন।
আমার কথাই বিষম খাই উনি।শিবলি ভাই পিছে সরে যায়।কারন আমার রাগ উঠলে যে আমি সব করতে পারি তা তাদের অজানা না।
–এদিকে তাকান
–……………..
–এদিকে তাকাতে বললাম না(উনি বাচ্চাদের মতো মুখ নিয়ে তাকাই)
–মানছি আপনি বলেননি আমি আপনার বউ।কিন্তু শুধু শুধু ভাবি বলতে কেন বললেন?
–তোমার চেহারাটার মাঝেই কেমন ভাবি ভাবি লুক আছে।
–হোয়াট?
–ইয়ো বেবি।আমার কেন জানি না মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়িই প্রেমে পড়বে,বিয়েও হবে।তখন তো তোমাকে সবাই ভাবি বলবে তাই না??তাই এখন থেকে সবাই ডাকা শুরু করুক।অভ্যাস করুক।
–হোয়াট ননসেন্স…কি বলতেছেন এইগুলা?
আমি প্রেমে পড়বো?
–হ্যা।
–কার প্রেমে পড়বো আমি শুনি?
–তুমিইইইইইইই প্রেমে পড়বেএএএ……আমি কি জানি নিজের মন রে জিগাও….
–অ্যা?
–হাহাহহাহহাহাহাহ,,,আসি নিহীপাখি আমার অনেক কাজ আছে।

আমি হাবলার মতো দাড়িয়ে থাকলাম ওনারা হাসতে হাসতে চলে গেলো।হটাত আমার খেয়াল হলো উনি যাওয়ার সময় আমাকে কি বলে গেলো??নিহীপাখি?আ আমাকে তো নিহীপাখি বলে ওই লোকটা ডাকে।তাহলে আমি কি ভুল শুনলাম নাকি সত্যিই বলে গেলো।আমার মাথা ঘুরপাক দিয়ে উঠলো।

বাসায় এসে আগেই সোফায় বসে পড়লাম।
–মাআআআআ….
–এই যে পানি(আজব ব্যাপার তো আজ পানি চাওয়ার আগেই মা নিয়ে হাজির)
–কিরে পানির গ্লাস টা নে…(আমি গ্লাসটা নিয়ে পানি খেয়ে নিলাম)
–মা খুব
–ক্ষুদা লেগেছে তাই তো??তুই ফ্রেস হয়ে আই আমি খাবার দিচ্ছি।

আমি তো আরেক শক খেলাম।এটাও আজ মা নিজে থেকে বলে দিলো।
–কিরে যা
–হুম যাচ্ছি।

আমি রুমে এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেলাম।শাওয়ার নিয়ে বের হয়ে জোহরের নামাজ পড়ে নিলাম।তারপর নিচে গেলাম দেখি সবাই টেবিলে বসে আছে।বাবা অফিস থেকে চলে এসেছে।আমাকে দেখে হাসিমুখে বসতে বলে।আমি চেয়ার টেনে বসার আগেই মিনু(আমাদের বাসায় থাকে পরিবারের সদস্যই ও)চেয়ার টেনে দেই,
–ছোট আপা বসেন।

আমি বসলাম,চোখের সামনে সব আমার ফেভারিট ডিশ।চিকেন বিরিয়ানি,বিফ টিকিয়া,চিকেন ফ্রাই,সালাদ,বোরহানি।দুপুর বেলা হটাত এতো আয়োজনের মানে বুঝতে পারছি না।কোন মেহমান ও তো আসিনি।আমি সব খাবারগুলোর দিকে তাকাচ্ছি এমন সময়ই ভাইয়া আসলো,আমার পাশের চেয়ারে বসতে বসতে,,
–দেরি করে ফেললাম না তো..
–না ভাইয়া ঠিক সময়ে এসেছিস(নিলু আপু বলে উঠলো)
এই অবেলায় ভাইয়াকে দেখে আরো শকড।ভাইয়া তো বাসায় থাকে না,ওর অফিসের কাছে একটা মেসে থাকে বাসা থেকে দূর হয় তাই।ছুটির দিনে বাসায় আসে।আজকে তো শুক্রবার না আবার সরকারি ছুটিও না।
–নিহী ভালো আছিস?
–হুম ভাইয়া।কিন্তু তুমি এখন??
–এই তো চলে এলাম আর কি।

|
–ফ্রেস না হয়েই খেতে বসে গেলে যে?বাইরে থেকে এসেছো না জানি কতো ধুলোবালি,জীবানু লেগেছে।(বাবা ভাইয়াকে বলে)
–বাবা আসলে খুব ক্ষুদা পেয়েছিলো তো তাই আর কি…
–তাই বলে..
–আহ নিশানের বাবা সবসময় এরকম করো না তো।আগে খেয়ে নিক পরে গোসল করবে।
মায়ের কথা শুনে বাবা চুপ করে গেল।দাদি বলে উঠলো,
–বৌমা নিহী কে খেতে দাও।
–হ্যা মা দিচ্ছি।

মা খুব যত্ন সহকারে আমার প্লেটে খাবার তুলে দিলো।আমি হাত দিতে যাব মা হাত ধরে ফেলে,
–আমি খাইয়ে দিচ্ছি।

মা নিজে হাতে আমাকে খাইয়ে দিলো।খাওয়া শেষে রুমে এসে শুলাম। আজ মায়ের কি হলো বুঝলাম না এতোটা চেঞ্জ।অন্যদিন আমি কতো বাহানা করার পর খাইয়ে দেই আজ বলাও লাগলো না।শুধু মা কেন বাসার সবাই কেমন এক্টা অদ্ভুত আচারন করছে।ধুর হচ্ছে টা কি??ঘুম দিলাম।ঘুম ভাংলো নিচ থেকে আসা হৈচৈ শুনে।বিছানা থেকে উঠে,ফ্রেস হয়ে নিলাম,ঘড়িতে দেখি বিকাল ৫ টা বাজে।নিচ থেকে কিসের এত আওয়াজ,দেখি তো।নিচে না যেয়েই বেলকনি থেকে দেখলাম ভাইয়া,আপু,মীরা,শাওন,সৌরভ ভাই সবাই কি নিয়ে হাসাহাসি করছে।এখন ওদের সবাইকে দেখে তো আবার অবাক।নিচে গেলাম,ওরা কিছু একটা নিয়ে আলোচনা করছে কিন্তু আমাকে দেখেই চুপ।আমি ভ্রু কুচকে সবার দিকে তাকালাম আর ওরা চোরের মতো ফেস করে আছে।
–তোমরা সবাই এখানে?
–কেন আসতে পারি নাকি?(শাওন বলে ওঠা)
–না তা পারো কিন্তু হটাত
–উহ নিহীন তুইও না,,আরে ওরা না আসলে তোর বার্থডে পলপার্টির প্লানিং কে করতো??

আপু ফট করে বলে ওঠে,কথাটা বলেই জ্বিহবায় কামড় দিলো আর সবাই আপুর নাম ঘরে রাগ করে উঠলো।আপু আস্তে করে বলে সরি।আমি তো ভুলেই গিছিলাম আমার বার্থডে।হ্যা কালকেই তো,এবার বুঝলাম আমাকে এতো আদর যত্ন করার কারন।প্রতিবারি আমার বার্থডের আগের দিন থেকে আমাকে এভাবেই ট্রিট করা হয়।কিন্তু এবার আমি ভুলে গেলাম,অবশ্য ভার্সিটিতে যা হচ্ছে একদিন তাতে ভুলে যাওয়ারি কথা,নিজের নাম টা ভুলিনি এটাই অনেক।
সবাই এর পরে অনেক আফসোস আর মন খারাপ করছিলো আমাকে সারপ্রাইজ দিতে পারবে না আর।কিন্তু আমার তো মজাই লাগছে।রাতে খাবার পর সৌরভ ভাইয়া,শাওন আর মীরা চলে গেলো।যাওয়ার আগে সৌরভ ভাইয়া আমাকে বলে গেল,

–শালিকা রাতে শোয়ার আগে একটা হার্টের ওষুধ খেয়ে নিও।

ওনার কথার আগা মাথা কিছুই বুঝলাম না।১২ টা বাজতে আর ৪৫ মিনিট বাকি।আর ৪৫ মিনিট পরই আমার জন্মদিন।আমি তো খুব এক্সাইটেড সকালের জন্য।ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকবো কিন্তু কল আসলো,স্ক্রিনে বড়বড় করে লেখা শয়তান বেটা।নামটা দেখে অবাক হচ্ছি,এ আবার কোথা থেকে আসলো রে বাবা।এট তো সেই লুকিয়ে থাকা লোকটায়।আমাকে কেন কল দিচ্ছে।আজ আবার কি বলবে বা করবে?ধুর রিসিভি করবো না।কেটে গেলো,তিন চার বার ইগনোর করার পর রিসিভ করলাম,বিরক্তি নিয়ে বললাম,,
–হ্যালো।
–এতো টাইম লাগে কেন কল রিসিভ করতে?
গলাটা শুনে আমার বুক ধক করে উঠলো,এটা কার গলা,এতো চেনা লাগছে কেন??
–কি হলো কথা বলছো না যে..
২য় বার গলাটা শুনে আমি আবারো কেপে উঠলাম।কাপা গলায় বললাম,,
–কেক কেক কে??
–আমার ভাষায় দা হ্যান্ডসাম গাই এন্ড তোমার ভাষায় অসভ্য,শয়তান।হাহাহহাহাহহহহহহ

গলাটা তো একদম সৌভিক ভাইয়ের মতো।আমি কি কানে বেশি শুনছি?উনিই কি এই অপরিচিত লোকটা।ওদিক থেকে বলে উঠলেন বেলকনিতে আসো তো।
–…………..
–কি হলো আসো??আর কতোক্ষন দাড়িয়ে থাকবো?
ওনার আওয়াজে বারবার আমার বুক কেপে উঠছে।কেন মনে হচ্ছে ওটা উনি,আমি আর দেরি করলাম না দৌড়ে বেলকনিতে গেলাম আমার জানা লাগবে লোকটা কে?বেলকনিতে যেয়েই আমি যেন ভুত দেখলাম।সেই কালো গাড়িটা যেটা প্রায় আমার বাসার সামনে রাতে দাড়িয়ে থাকতো,সেই গাড়ির সাথে কালো পাঞ্জাবি,জেল দিয়ে সেট করা চুল,হাতে ডায়ালের ঘড়ি আর কানে ফোন নিয়ে সৌভিক ভাই দাড়িয়ে।আমাকে দেখে অন্য হাত দিয়ে হাই দিলেন।আমি তো ওনাকে দেখে জমে বরফ হয়ে গেছে,কোন নড়চড় নেই।উনি ফোনে নিহীন নিহীন করছে আমার কোন সাড়া নেই।
–নিহীইইইইন
–হুম হুম
–কি হয়েছে?কথা বলছো না কেন?
–আ আপ আপনি কি সত্যি নিচে দাড়িয়ে আছেন?
–মানে?
–আমি স্বপ্ন দেখছি না তো?
–কি বলছো এসব?
–আপনি কি আমার ইমাজিনশন নাকি বাস্তবেই
–হোয়াট?? আচ্ছা তুমি বরং নিজেই এসে দেখে যাও নিচে আমি তোমার ইমাজিনেশন কিনা।

আমি আর দাড়ালাম না যেভাবে ছিলাম ওভাবেই দৌড় দিলাম শুধু যাওয়ার সময় একটা স্কার্ফ গায়ে দিয়ে নিয়েছি।মেইনগেইট খুললাম না সবাই জেগে যাবে তাই পিছনের গেট দিয়ে বের হলাম।বাইরে এসেই দেখি উনি দাড়িয়ে,ওনাকে দেখেও বিশ্বাস হচ্ছে না।
–এতো টাইম লাগে আসতে??
–………
–কথা বলছো না যে…
–একটা চিমটি কাটুন তো
–কি?
–চিমটি কাটুন তো আগে…
আমি হাত বাড়িয়ে দিলাম উনি কিচ্ছুক্ষন ঠোট উল্টে তাকিয়ে থেকে আমার হাতে অনেক জোরে চিমটি কাটলেন।আমি চিতকার করে উঠলাম,উনি আমার মুখ টিপে ধরলেন,,
–আরে আস্তে আস্তে।চিল্লিয়ো না তোমার বাসার সবাই তো জেগে যাবে।তখন তো আমাকেই মার খেতে হবে।
উনি কথা গুলো বলে আমার মুখ থেকে হাত সরিয়ে নিলেন।কিন্তু আমি তো শকড উনি সত্যিই এখানে।
–আপনি এখানে কি করছেন?আর এই নাম্বারটাই বা কার।
–সব বলছি আগে গাড়িতে ওঠো
–গাড়িতে কেন?
–আরে ওঠো তো।
উনি আমার হাত ধরে সামনের সিটে বসিয়ে দিলেন তারপর নিজে গিয়ে বসলেন ড্রাইভিং সিটে।ড্রাইভিং সিটে বসেই কাকে যেন কল দিলেন,,
–সব রেডি তো??
–…………
–গ্রেট।

উনি ফোন রেখে দিয়ে গাড়ি চালানো শুরু করলেন আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি।

চলবে………
(আমি ইচ্ছা করেই এখানে শেষ করলাম সবার এক্সসাইটনেন্ট দেখতে চাই একটু।হিহিহিহিহহহহ,,সবাই একটু ভাবুক এরপর কি হয়।)#প্রেম_পাগলামি
#নিহীন_রুবাইয়াত
#পর্ব:২৫

উনি ফোন রেখে দিয়ে গাড়ি চালানো শুরু করলেন আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি।
–ওভাবে তাকিয়ে আছো কেন?আগে কোনদিন সুন্দর ছেলে দেখোনি নাকি?
ওনার কথাই আমি চোখ সরিয়ে নিলাম।খেয়াল হলো আমি ওনার সাথে গাড়িতে আর উনি গাড়ি চালিয়ে যাচ্ছেন।আমি চোখ বড়বড় করে শুনলাম,
–কোথায় যাচ্ছি আমরা???
–…………………
–কি হলো বলুন কোথায় নিয়ে যাচ্ছেন আমায়?কিডনাপ টিটনাপ করে নিবেন না তো আবার?দেখুন ভাই আমি যদি কোন ভুল করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি।কিন্তু প্লিজ আমাকে কিডনাপ করবেন না।
–হোয়াট ননসেন্স তোমাকে আমি কিডনাপ করতে যাবো কেন?
–তাহলে কোথায় যাচ্ছি?
–চুপ করে থাকো পৌছে গেলেই জানতে পারবা।

এরপর আমি বারবার শুনলেও কাজ হয় না,নাম্বারটা ওনার কিনা,কোথায় যাচ্ছি কিছুই বলছে না।প্রায় ২০ মিনিট পর উনি গাড়ি থামান।একদম ফাকা রাস্তা।উনি গাড়ি থেকে নেমেই গাড়ি লক করে চলে যান।আমি কতো চিতকার করি আমাকে একা রেখে কয় যাচ্ছেন কিন্তু কানেই নিলো না।৪-৫ মিনিট বসে থাকার পর উনি আসলেন।গাড়ির দরজা খুলে বললেন,,
–নামো
–কেন?
–নামতে বলেছি নামো।
–না আমি নামবো না।বাসায় যাবো।
–বাসায় তো যাবেই আগে নামো তো..

উনি কোন কথা না বলেই জোর করে আমার হাত ধরে গাড়ি থেকে বের করেন অন্য হাত দিয়ে গাড়ির ডোর লক করে হাটছেন।
–কোথায় নিয়ে যাচ্ছেন আমায় ছাড়ুন…
কে শোনে কার কথা??উনি তো হেটেই চলেছেন আর আমাকেও টানতে টানতে নিয়ে যাচ্ছেন।মনের মধ্যে বাজে খেয়াল আসা শুরু করলো,উনি আবার আমার ক্ষতি করে দেবেন না তো?ছি ছি কি ভাবছি এসব।এসব ভাবনার মাঝেই উনি আমার হাতটা ছেড়ে দিলেন।একটা গেস্টহাউজ মতো আছে সামনে।জায়গাটা তো বাসার খুব দুরে না কিন্তু কোথায় আর এটাই বা কোন গেস্টহাউজ আর উনিই বা কেন আমাকে এখানে আনলেন কিছুই বুঝতেছি না..
–নিহীন তুমি একটু দাড়াও আমি আসছি।
কথাটা বলেই উনি ভিতরে চলে গেলেন।আমি এখানে মনে হয় ৪-৫ মিনিট দাড়িয়ে থাকলাম।একা একা খুব ভয় লাগছে।উনি এলেন,
–ভিতরে চলো?
–এখানে কেন এলাম?
–চুপ।
উনি আমার মুখের ওপর হাত দিয়ে বলেন।আমার হাত ধরে হাটছেন,আমার তো বুকের ভিতরে ধকধক করছে।উনি আমাকে অন্ধকার একটা ঘরে নিয়ে গেলেন
–কোথায় আসলাম আমরা?এখানে এতো অন্ধকার কেন…
–দশ,নয়,আট,সাত,ছয়
–কি কররছেন
–তিন,দুই,এক

দুম করে বাজি ফাটার মতো শব্দ হলো,আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলি।
–নিহীন চোখ খোলো।
–…………
–চোখ খোলো নিহীন

আমি আস্তে আস্তে চোখ খুললাম,,চোখ খুলতেই আমার মুখ হা হয়ে গেলো,চোখগুলো বেরিয়ে আসার উপক্রম।চারিদিকে সাদা কালো বেলুন এর ছড়াছড়ি।লাইটিং করা আর আমার ঠিক সামনে বড় বড় ইংরেজি তে লেখা হ্যাপি বার্থ ডে নিহীন।আমি তো হা করে তাকিয়ে আছি।তখনি উনি আমার কানের কাছে এসে বললেন,
–শুভ জন্মদিন।
ওনার কথা শুনে আমি ওনার দিকে তাকালাম।আমি এখনো ঘোরের মধ্যে আছি।উনি আমাকে এইভাবে বার্থডে তে সারপ্রাইজ দিলেন।
–কি হয়েছে নিহীন….
–……….
–নিহীন কি হয়েছে কথা বলছো না কেন?তোমার ভালো লাগেনি এগুলো??
–……………
–কিছু তো বলো।
–আপনি হটাত,,

আমি কথা শেষ করতে পারিনা।শাওন,মীরা,শিবলি ভাই এক সাথে হ্যাপি বার্থডে নিহীন বলে চিল্লিয়ে ওঠে।ওদের দেখে আবার শকড।মীরা এসে আমাকে জড়িয়ে ধরে,
–হ্যাপি বার্থডে নিহু
–থ্যাঙ্কস বাট তুই এখানে?? আপনারা সবাই…
–আমরা সবাই তোমার বার্থডে সেলিব্রেশন করতে এসে গেছি ফুলকলি।এটা ছিলো তোমার জন্যে সারপ্রাইজ।
সবাই একসাথে হেসে ওঠে।সবাই এক এক করে আমাকে গিফট দেই।প্রথমে দেই মীরা,তারপর শিবলি ভাইয়া তারপর শাওন।কিন্তু উনি কোন গিফট দিলেন না।আমি ওনার দিকে আড়চোখে তাকালাম উনি নরমাল ভাবে দাড়িয়ে আছেন।
–ফুলকলি গিফট গুলো খুলে দেখো তো,,
–এখনি??
–হুম এখনি
–আচ্ছা।

সবাই এভাবে আমাকে সারপ্রাইজ দিলো আমার তো খুব আনন্দ হচ্ছে।আমি খুব এক্সাইটেড হয়ে গিফট খুলা শুরু করি।প্রথমে খুলি শিবলি ভাইয়ার গিফট,প্যাকেটের ভিতরে অনেকগুলো চকলেট আর দুটো উপন্যাস।
–কি পছন্দ হয়েছে তো??
–অনেক,থ্যাঙ্কু

–নিহীন এবার আমার গিফট খোল,
আমি শাওনের গিফট খুললাম,খুব সুন্দর একটা শো পিছ।এরপর মীরার টা খুললাম,আমার বেস্টু টা আমাকে ৩ টা হিজাব গিফট করেছে।আমি সবাইকে ধন্যবাদ জানালাম।এবার উনি বলে উঠলেন,
–অনেক হয়েছে এবার কেক কাটা হোক।
–হ্যা তবে তার আগে একটা সেল্ফি তুলি ভাইয়া?

মীরার দিকে উনি আড়চোখে তাকালেন পরে ইশারা করলেন ঠিক আছে।মীরা আমার কাছে এসে সেল্ফি মোড অন করে ক্যামরা ধরলো।আমি পোজ দেয়ার জন্য হাসিমুখ করতেই চিতকার দিয়ে উঠলাম।
–কি পরে আছি আমি এটা??ফকিন্নি লাগতেছে আমাকে।

আমার এতোক্ষন খেয়ালি ছিলো না আমি বাসায় যেমন ছিলাম সেভাবেই চলে এসেছি।লং টি-শার্ট,পালাজো আর মাথায় একটা স্কার্ফ পেচানো।ছিইইইইইই…সবাই হাসছে আমার কথা শুনে।আমি সবার দিকে তাকালাম সবাই নতুন ড্রেস আমিই খালি ফকিন্নির হালে।বার্থডে গার্ল কিনা ফকিন্নি সেজে আছে।মন টাই খারাপ হয়ে গেলো।হটাত করে সৌভিক ভাই আমার কাছে এসে হাতে একটা প্যাকেট দিয়ে বলেন এটা পরে নাও।
–কি এটা??
–শাড়ি
–শাড়ি??
–হুম শাড়ি।যাও পরে আসো।
–কিন্তু আমি তো
–জানি শাড়ি পরতে পারো না।মীরা হেল্প করবে তোমার।

কালো একটা শাড়ি পরে এসে দেখি ছেলে তিনটা দাড়িয়ে আছে।আমি আসার পরি কেক আনা হলো।খুব সুন্দর একটা কেক।আমি কেক কাটলাম,মীরা,শাওন,শিবলি ভাই সবাইকে কেক খাইয়ে দিলাম উনিও এগিয়ে আসলেন কিন্তু ওনাকে কেক খাওয়াতে কেমন যেন লজ্জা লাগলো কেন তা জানি না।কেক কাটার পর্ব শেষে শাওন,মীরা,শিবলি ভাই কেক খাওয়া আর ছবি তোলাই ব্যাস্ত কিন্তু ওনাকে কোথাও দেখছি না। আমি দাড়িয়ে ওদের তিন জনের পাগলামি গুলো দেখছি।আমি ভাবতেও পারিনি আমার জন্মদিনটা এভাবে সেলিব্রেট করা হবে।কিন্তু এটা কার আইডিয়া?যারি হোক অনেক হ্যাপি হয়েছি আমি এতে।ওরা এখনো কেক নিয়ে টানাটানি করছে হটাত আমার ফোনে মেসেজ আসলো।

একটু ছাদে আসবে নিহীন,কথা আছে।আমি অপেক্ষা করছি।একাই এসো প্লিজ।
-সৌভিক

নাম্বারটা শয়তান বেটা দিয়ে সেভ করা ওটাই।উনি আমাকে ছাদে কেন ডাকলো আবার কাউকে বলতে মানা করলো।কি এমন বলবে যা এখানে বলা যাবে না।যাবো কি আমি??নাহ যাই..আমি সবার আড়ালে ছাদে চলে গেলাম।

ছাদে গিয়ে দেখি উনি দাড়িয়ে আছে।চাঁদের আলোই ওনার ফর্সা মুখটা আরো ভেসে উঠেছে।খুব সুন্দর লাগছে ওনাকে।আমি আস্তে আস্তে ওনার পাশে গিয়ে দাড়ালাম উনি এবার খেয়াল করলো,
–ওহ তুমি এসেছো?
–জি।
–চাদ টা সুন্দর না??
–হুম সুন্দর(আমি চাঁদের দিকে তাকিয়ে বললাম)
–শাড়িটা তোমার পছন্দ হয়েছে?
–হ্যা অনেএএক
–এটা আমার মায়ের শাড়ি

আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম কিন্তু উনি এখনো চাঁদের দিকে তাকিয়ে আছে।
–মা আমাকে দিয়েছিলো তখন আমি ক্লাস টেনে পড়ি।মা ভাইয়াকেও একটাটা শাড়ি দেই আর শাওন কেউ।তিন ভাইকে শাড়ি দিয়ে বলেছিলো,”আমার পরে যদি কোন মেয়েকে সম্মান দিয়ে থাকিস তাহলে তাকে এটা দিবি।মনে রাখবি একটা ছেলের তিন জন মহিলার সামনে মাথা নিচু করতে হয়।১ তার মা,২ তার বোন আর ৩ তার ভালোবাসার মানুষটি”

ওনার কথা আমার মাথায় গেলো না।ওনার মায়ের শাড়ি আমাকে দিলো।আমি কিছু বলার আগেই উনি বলে উঠলেন,
–ভালোবাসি তোমায় নিহীপাখি।অনেক ভালোবাসি।

আমি ওনার দিকে চোখ বড়বড় করে তাকালাম।উনি কি বললেন এটা?আমি কি ভুল শুনলাম?উনি এখনো চাঁদের দিকে তাকিয়ে।
–ঠিকই শুনেছো তোমাকে আমি ভালোবাসি।

আমি তো ফ্রিজড হয়ে গেছি ওনার কথাই।উনি এবার আমার দিকে তাকালেন।আমার সামনে মাথা নিচু করে বললেন,
–আমি মায়ের সামনে মাথা নিচু করেছি,বোন নেই থাকলে তার সামনেও করতাম।আমি আজ ৩য় ব্যক্তিটির সামনেও মাথা ঝুকালাম।
উনি মুখ উচু করে হাটু গেড়ে বসে পড়লেন,হাতে একটি গোলাপ ফুল নিয়ে বলেন,
–তোমাকে দেওয়ার মতো কিছুই আমার নেই।জীবনটাই যেখানে দিয়ে দিতে পারি সেখানে কোন উপহার খুবি সামান্য।ভালোবাসি তোমায় সেই প্রথম দেখার দিন থেকে।আড়াল থেকে ভালোবেসেছি,শাওন সেজে দিনের পর দিন তোমার সাথে চ্যাট করেছি,ক্যাম্পাসে লুকিয়ে দেখেছি বহুবার।তোমার বাসার নিচে রাতের বেলা হাজার মশার কামড় খেয়েও দাড়িয়ে থেকেছি একবার তোমাকে দেখার আশাই।পিচ্চি ছেলেটাকে দিয়ে তোমার জন্যে শাড়ি,ফুল পাঠিয়েছি।খুব কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি আমার দেয়া ফুলগুলো ছিড়ে ফেলেছিলে।খুব কান্না করেছিলাম খুব।সেদিনের পর থেকে এক বছর আর তোমার সামনে আসিনি।তবে তোমাকে লুকিয়ে দেখতাম।তোমাকে অনেক কথা বলার আছে নিহীন।কিন্তু আজ না।জানি না তুমি আমায় ভালোবাসবে কিনা তবে আমি তোমাকে অনেক বেশিই ভালোবাসি নিহীন,হারাতে পারবো না।তুমি সময় নাও কিন্তু খুব বেশিদিন নিয়ো না।তোমাকে ছাড়া আর এক সেকেন্ড ও ভালো লাগে না।

উনি কথাগুলো বলেই আমার উঠে দাড়িয়ে আমার কপালে চুমু খেয়ে চলে গেলেন।আর আমি এখনও ফ্রিজড হয়ে দাড়িয়ে আছি।

চলবে……………
(ঠিক গুছিয়ে লিখতে পারলাম না।দুঃখিত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here