মোনালিসা পর্ব ১৫

মোনালিসা
লেখা-ইসরাত জাহান তানজিলা
পর্ব-১৫
মোনা রুমের সামনে এসে কলিংবেল চাপে।নিশান দরজা খুলে দেয়। মোনা রাজ্যের বিস্ময় নিয়ে তাকায়।দরজা নিশান খুলেনি,দরজা খুলেছে লিলি বেগম। লিলি বেগমের চোখে মুখে অভিমানের ছাপ। মোনা নিচু গলায় বলে,
-“খালা তুমি?”
লিলি বেগম অনিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। প্রচণ্ড রোষপূর্ণ সে চাহনি। মোনা অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
-“কোন দায়িত্বজ্ঞান নেই তোর?কেন চলে এসেছিস পালিয়ে?”
লিলি বেগমের কন্ঠে রাগ বিদ্যমান।মোনা দরজার সামনে থেকে রুমের ভিতরে ঢুকে। খাটের কাছে বসে পা দুটো দোলাতে দোলাতে সহজ গলায় বলে,
-“বলে আসলে আমাদের আসতে দিতে না। আমাদের জন্য খালু তোমার সাথে খারাপ আচরণ করত, চেঁচামেচি করত। তোমাদের সাথে খালুর সম্পর্কের অবনতি ঘটছিলো তাই চলে আসছি খালা।”
মোনার কথায় তিক্ত হচ্ছে লিলি বেগম। মুখে ক্রোধের আগুন জ্বলছে যেন। আক্ষেপ করে বলে,
-“যে সম্পর্ক কখনো উন্নত ছিলো না,সে সম্পর্ক অবনতি হওয়ার কথা আসছে কোত্থেকে?”
মোনা এই অনুষঙ্গ উপেক্ষা করে যেতে চায়। মোনা কখনো চায় নি ও’কে কেউ খুঁজে পাক। মোনা প্রসঙ্গ পাল্টাতে বলে,
-“বাদ দেও না খালা এসব।”
এরপর মোনা এগিয়ে গিয়ে ঘনিষ্ঠ হয়ে লিলি বেগমের পাশে বসে বলে,
-“প্রিয়ম ভাই আমার বাসার এড্রেস,ফোন নম্বর পেলো কোত্থেকে?”
লিলি বেগম উত্তর দেয় না। মোনার কর্মকাণ্ডে নির্বাক হয়ে থাকে। বিরক্ত’তে চোখ মুখ কুঁচকে রাখে। মোনা পুনর্বার জিজ্ঞেস করে,
-“আমাদের জন্য এত উদ্বেগ, উৎকণ্ঠা তোমার?”
লিলি বেগমের মুখ কঠিন থেকে কঠিনতর হয়ে যায়।মোনা খুব গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বাসা থেকে কেন এসেছে পালিয়ে এ কথা কখনো বলতে পারবে না। মোনার করা প্রশ্নের জবাবে ভারি গলায় লিলি বেগম বলে,
-“না কিছু নেই।”
-“আহা খালা! অভিমান করছ কেন? আমি চাইনি তোমাদের ঝামেলা বাড়াতে।”
-“ভালো করছিস।”
লিলি বেগম তীব্র অভিমানে মুখ ফিরিয়ে থাকে। মোনা কিচেনে যেতে যেতে বলে,
-“এক কাপ কড়া মিষ্টিওয়ালা কফি খাওয়ালেই রাগ চলে যাবে।”
লিলি বেগম মোনার নির্বাকার ভাব দেখে লিলি বেগম আরো ক্ষুব্ধ হয় যেনো। মোনার ওভাবে চলে আসা একদম বেখাপ্পা লাগছে। মোনার কথার উত্তর দিলো না। কিছুক্ষণ পর
নিশানের তাকিয়ে অনুযোগের সুরে বলে,
-“অমানুষ তুই একটা! ছেলেটা কে বাসায় এভাবে রেখে যাস। এইটুকু মানুষ কিভাবে একা থাকে?”
লিলি বেগমের চিৎকার কিচেন পর্যন্ত যায়। মোনা ম্লান হাসে। কফি বানিয়ে রুমে আসতেই দেখে দরজা দিয়ে হন্তদন্ত হয়ে প্রিয়ম ঢুকছে। মোনা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়ম মোনার হাত থেকে এক কাপ কফি নিয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল,
-“ওভাবে তাকিয়ে আছো কেন? আমার নীল চোখ তোমার পছন্দ তা তো আমি জানি। এজন্য ওভাবে তাকিয়ে থাকতে হবে?”
লিলি বেগম উপস্থিত থাকা সত্ত্বেও প্রিয়মে এমন কথায় মোনা ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করলেও বাহিরে বিরক্ত ভাব নিয়ে মুখ পাণ্ডুবর্ণ হয়ে যায়।‌‌‌‌‌কোন প্রত্যুত্তর করলো না।
মোনা তাকায় না প্রিয়মের দিকে। প্রিয়মের হঠাৎ এমন পরিবর্তন মোনা সহজ ভাবে নিচ্ছে না, কোন রকম পাত্তাও দিচ্ছে না। মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হওয়া মানুষ দের পাত্তা না দেওয়াই শ্রেয়। মোনা অন্যদিকে ফিরে থাকে!প্রিয়মের দিকে তাকাতে প্রচন্ড বিরক্ত বোধ করছে।
ধীরে ধীরে লিলি বেগমের রাগ কমতে থাকে। প্রিয়ম মোনার থেকে একটু দূরে বসে আছে।মোনা কোন দিকে তাকাচ্ছে না সে দিকে। প্রচণ্ড অসহ্য লাগছে প্রিয়ম’কে।
লিলি বেগমের চেহেরা দেখে মনে হয় মোনার প্রতি সকল আক্রোশ, ক্রোধ কমে এসেছে। লিলি বেগমের ধারণা মোনা প্রিয়মের অনাকাঙ্ক্ষিত আচরণ কিংবা লিলি বেগম আর হাবিব সাহেবের ঝগড়ার কারণে বাসা ছেড়েছে। লিলি বেগম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে মোনা’কে হাত ধরে আড়ালে নিলো। ফিসফিস করে বলল,
-“মোনা তোর তো টাকা পয়সায় অনেক সমস্যা হবে তাই না?তুই কোন চিন্তা করবি না।যত ডলার লাগবে আমি দিবো।”
মোনা আড়ালে নিয়ে আসার কারণ বুঝতে পারল। এগুলো তো আড়ালে বলারই কথা। মোনা জোর গলায় বলল,
-“না খালা, আমি একটা জব নিবো। ডলারের দরকার নেই।”
লিলি বেগম ধমকিয়ে বলে,
-“কিসের জব করবি তুই?তোর সব খরচ আমি দিবো।”
-“আরে খালা বাদ দেও না এসব। পরে দেখা যাবে।”
প্রিয়ম রুমের ভিতর থেকে ডাকে। বলে,
-“আম্মু তুমি কি যাবে? আমার যেতে হবে জরুরী কাজ আছে।”
লিলি বেগম বার বার জিজ্ঞেস করছে মোনা’কে কেন এভাবে চলে এসেছে? মোনা তেমন কোন উত্তর দেয়নি। প্রিয়মের গাড়ি’তে এসেছে লিলি বেগম।প্রিয়মের জরুরি কাজ পড়েছে তাই তড়িঘড়ি করে চলে গেলো লিলি বেগম। মোনার প্রতি আক্ষেপের সীমা নেই। প্রিয়ম চলে যাওয়ার আগে মোনার দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসছে। শুধু লিলি বেগমের জন্য কিছু বলেনি প্রিয়ম’কে। মোনা বুঝতে পারছে প্রিয়ম ওর পিছু ছাড়ছে না। মোনা হতাশ ভঙ্গিতে বসে থাকে। মোনার পেইন মনে হচ্ছে এসবে। রাত-বিরাতে ফোন দিয়ে বলে দেখতে ইচ্ছে করছে, ভীষণ মিস করছে এসবের মানে কি? প্রিয়ম কি ওঁর সাথে মজা নিচ্ছে? প্রিয়মের মত বাজে ছেলেকে লাই দিবে! নোংরা মানসিকতার, সস্তা চিন্তা ভাবনাওয়ালা মানুষ। একদম নর্দমার কীট মনে হয় মোনার কাছে।
মোনা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে প্রিন্সেস’কে দেখতে যাওয়া উচিত। জ্যাক খুব ব্যস্ত ব্যবসার কাজে, ফোন দিয়ে বলেছে। ওঁদের ঠিকঠাক খোঁজ নিতে পারছে না তাই দুঃখিত বলল। মোনা নিশান কে নিয়ে বেড়িয়ে গেলো জ্যাকের বাসার উদ্দেশ্যে। এ বাসার সব কাজের লোক, কেয়ারটেকার সবাই ই চিনে মোনা কে। মোনা কে দেখে ভাব বিনিময় করল।
আর বলল জ্যাক বাসায়ই আছে। মোনা জ্যাকের রুমের কাছে গিয়ে রুমের ভিতরে উঁকি দিলো। জ্যাক শুয়ে আছে,পাশে প্রিন্সেস। মোনা বলল,
-“আসব?”
জ্যাক কে খুব ক্লান্ত লাগছে। ক্লান্ত শরীর নিয়ে উঠে বসার চেষ্টা করে। ঠোঁটের কোণে হাসি টেনে বলে অবাক হয়ে বলে,
-“আরে মোনালিসা আপনি? আসুন আসুন।”
জ্যাক রুমে ঢুকে জ্যাকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলো। জ্যাকের ছোট আকৃতির চোখ গুলো জবা ফুলের মত লাল রঙ ধারণ করছে। মোনা প্রিন্সেস’কে কোলে নিয়ে চুমু খেলো। জ্যাকের দিকে তাকিয়ে বলল,
-“জ্যাক আপনি অসুস্থ?”
মোনা প্রিন্সেস’কে নিয়ে জ্যাকের শয্যার পাশে বসল।
-“ভীষণ মাথা ধরেছে।”
জ্যাকের মাথার রকগুলো দপদপ করছে । ছিঁড়ে যাবে যেন।একজন কাজের লোক মেডিসিন নিয়ে আসলো, জ্যাকের মাথা টিপে দিলো। কিছুক্ষণ পর জ্যাক সুস্থ বোধ করতেই শোয়া থেকে উঠে বসল। জ্যাক কাজের লোকদের ইঙ্গিত করল নাস্তা দিয়ে যাওয়ার জন্য। মোনা বলল,
-“এখন কেমন বোধ করছেন? বেটার ফিল হচ্ছে?”
-“হ্যাঁ একটু।”
অনেকদিন পর মোনা কে দেখে প্রিন্সেস উচ্ছ্বাসিত হয়ে গেল যেন।‌ মোনার মুখের দিকে তাকিয়ে হাসছে। হাসি যেন প্রশান্ত মহাসাগরীয় ঢেউ। জ্যাক তাকিয়ে থাকে সেদিকে।
-“আপনাকে পেলেই প্রিন্সেস উচ্ছ্বাসিত হয়ে পড়ে।”
মোনা হাসলো। কিছুক্ষণ বসে থেকে ওঁরা বের হলো। সাথে জ্যাক আর প্রিন্সেসও।
-“আপনার জবের ব্যবস্থা হয়েছে। ভার্সিটির পর থেকে। ভার্সিটি জব সব মিলিয়ে ঝামেলা হয়ে গেলো না?”
-“না ঝামেলা হয়নি কোন। ভালো হয়েছে। আমি তাহলে কাল থেকেই জয়েন করছি।”
-“আপনি ইচ্ছা করলে আজ থেকেও জয়েন করতে পারেন।”
মোনা হঠাৎ ইমোশনাল হয়ে পড়ে।বলে,
-“আপনি না থাকলে আমার বাংলাদেশ ফিরে যেতে হত।”
জ্যাক প্রত্ত্যুতরে হাসলো শুধু। মোনা বাসায় ফিরে যায়। প্রিয়ম কল দিয়েই যাচ্ছে মোনার ফোনে। মোনা ফোনটা সুইচ অফ করে গোসল সেরে নিলো। নিশান বিছানায় উপুড় হয়ে শুয়ে শুয়ে আঁকিবুঁকি করছে। কিছু কিছু গুন থাকে আল্লাহ প্রদত্ত। নিশান এইটুকু বয়সে কোন অনুশীলন ছাড়াই খুব সুন্দর আর্ট পারে। নিশান কে আর্ট শিখালে মন্দ হয়না।
মোনা ভার্সিটি যায় নিশাক কে ওঁর স্কুলে পৌঁছে দিয়ে। নিশান কান্নাকাটি করে অস্থির। আস্তে আস্তে সব মানিয়ে যাবে। মোনার চিন্তা হচ্ছে নিশানের জন্য। একদিক থেকে ভালই হয়েছে স্কুলটা বাসার কাছেই। নিশান একাই বাসায় ফিরতে পারবে।‌ প্রথম প্রথম খুব অসুবিধা হবে ,আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব সুবিধা- অসুবিধার সাথে মানিয়ে নিতে হবে নিজেদের।
মোনা ক্যাম্পাসে ঢুকতেই পিছন থেকে ডাক দেয় শ্রুতি।মোনা পিছনে ফিরে তাকায়। সৌজন্যমূলক হাসে। শ্রুতি খুব উচ্ছ্বাসিত গলায় বলে,
-“এ্যাই মোনালিসা, যাবে এক জায়গায়?”
শ্রুতির সাথে ওইদিন দেখা হয়েছে পথে, টুকটাক কথা হয়েছে। স্বল্প পরিচয়ের এই মেয়েটা এমন ভাবে কথা বলছে যেন মোনালিসা কে কতদিন ধরে চিনে। এমন নিঃসংকোচ আবেদন। মোনা ইতস্তত বোধ করে বলে,
-“ক্লাস শুরু হবে তো।”
মোনার হাত ধরে জোর গলায় বলে,
-“আরে কিছু হবেনা তুমি আসো তো।”
মোনা এমন আবেদন এড়িয়ে যেতে পারে নি। শ্রুতি কে বলল,
-“আমরা কোথায় যাচ্ছি শ্রুতি?”
-“আপতত রেস্টুরেন্ট যাচ্ছি। এই মেয়ে তুমি এত ভীতু স্বভাবের কেন বলো তো? আমরা ক্লাস শুরু হওয়ার আগে আগে ফিরবো।”
এত চটপটে স্বভাবের মেয়ে মোনা আর দেখেনি। মোনা কে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলো। শ্রুতির মুখোমুখি একজন ভদ্রলোক বসে আছে,আর মোনা শ্রুতির পাশে বসে আছে। শ্রুতি মোনার দিকে তাকিয়ে মুখোমুখি বসে থাকা ভদ্রলোক কে দেখিয়ে বলল,
-“আমার হবু হাজবেন্ড। সমীর। সমীরও ইন্ডিয়ান।”
সমীর হাত নাড়িয়ে হায় জানালো। শ্রুতি দেখতে কুচকুচে কালো,আর ছেলেটা দেখতে খুব বেশী ফর্সা। শ্রুতি যতটা কুৎসিত, ছেলেটা যেন ততই সুন্দর। ভালোবাসার আসলেই নির্দিষ্ট সজ্ঞা নেই। বর্ণ বিবাদের ঊর্ধ্বে। মোনার মনে মনে রাগ হচ্ছে। এই শ্রুতি মেয়েটা ওঁদের মাঝে মোনা কে থার্ড পারসন বানাতে নিয়ে আসলো?
সমীর শ্রুতির মত চটপটে স্বভাবের না। পুরোই গম্ভীর। মোনা কে মেন্যু কার্ড দেখে অর্ডার দিতে বলে। খাবার আসতে দেরি হবে তাই ড্রিংকস দিয়ে গেলো। এর ভিতর সমীরের সাথে ঝগড়া বাঁধিয়ে দিলো শ্রুতি। ঝগড়ার বিষয় বস্তু ফোন ব্যস্ত কেন ছিলো? সমীর কোমল নমনীয় গলায় বলে,
-“শ্রুতি এটা রেস্টুরেন্ট সিন ক্রিয়েট করো না। আমি তো জব করি, কত জায়গা থেকে ফোন আসে।”
সমীর যতই নরম গলায় কথা বলে শ্রুতি ততই কর্কশ গলায় চেঁচামেচি করছে। সমীরের মুখ দেখেই বোঝা যাচ্ছে শ্রুতি কে খুব ভয় পায়। মোনার হাসি পাচ্ছে। সমীর ঝগড়া সামনের দিকে বাড়াতে চাচ্ছে না বোধ হয় তাই চুপ থাকে। সমীরের এই চুপ থাকা যেন শ্রুতির আরো রাগের কারণ হয়ে উঠলো। একা একা ঝগড়া তো বেশিদূর এগিয়ে নেওয়া যায়না। শ্রুতি দমে গেলো। সম্পর্কে এই জিনিসটা খুব দরকার, একজন রেগে গেলে অন্যজনের চুপ থাকা। আজ যদি সমীরও রাগ দেখাতো, এখানে মহাপ্রলয় হয়ে যেত। সমীর মোনার দিকে তাকিয়ে অনুতপ্ত গলা বলল,
-“মোনালিসা প্লীজ আপনি কিছু মনে করেন না।” শ্রুতির দিকে তাকিয়ে আবার বলল,
-“শ্রুতি একটু রাগী।”
শ্রুতির মুখের গম্ভীর ভাব এখনো যায়নি। মোনার দিকে তাকিয়ে বলল,
-“মোনা আবার কি মনে করবে? ও আমার ফ্রেন্ড। কিছুই মনে করবে না।”
-“হ্যাঁ,হ্যাঁ আমি কিছু মনে করিনি।”
মোনা চুপচাপ খাচ্ছে। শ্রুতি আর সমীর মোনার প্রতি বেশ মনোযোগী। তাই মোনার খুব বেশী অস্বস্তি লাগছে না।
-“মোনা তুমি এখানে? ভার্সিটি রেখে এখানে কি করছো?”
মোনা তাকিয়ে দেখে প্রিয়ম। মোনা অবাক হয়ে যায়। শ্রুতি জিজ্ঞেস করে,
-“কে বয়ফ্রেন্ড?”
-“না কাজিন।”
প্রিয়ম হেসে শ্রুতির দিকে তাকিয়ে বলল,
-“মোনা মানুষের সামনে আমায় বয়ফ্রেন্ড পরিচয় করিয়ে দিতে লজ্জা পায়।”
মোনা বিস্ফোরিত চোখে তাকালো প্রিয়মের দিকে। ক্ষুব্ধ গলায় বলল,
-“প্রিয়ম ভাই প্লীজ আপনি এখান থেকে যান।”
সমীর হাসলো। প্রিয়মের দিকে তাকিয়ে বলল,
-“এই ব্রাদার বসো তো।”
শ্রুতি বলল,
-“মোনা এসব কি? বয়ফ্রেন্ড কে অস্বীকার করছো?”
মোনা বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে মোনার চিৎকার দিতে ইচ্ছে করছে। মোনা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় এক মুহূর্ত না বসে। এত রসিকতা মোনার ভালোলাগে না।
(চলবে)
বিঃদ্রঃ-এই পর্যন্ত গল্পটার কোন বিষয়টা ভালোলাগে নি,কোন বিষয়টা ভালো লেগেছে কমেন্ট বক্সে বলে যান। বিষয়টা এমন না হয়ে অন্যরকম হলে ভালো হত ,আপনার এমন কিছু মনে হলে তাও বলে যান। অযথা প্রশংসা করবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here