সুপ্ত অনুভুতি পর্ব ১৯+২০

#সুপ্ত_অনুভূতি🍂♥️
#পর্ব_১৯
#Writer_Nusrat_Jahan_Sara

সকালে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেলো আরুহির৷ পাশে তাকিয়ে দেখলো আদিল ওর পাশেই ঘুমিয়ে আছে৷ আরুহি উঠে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলো৷ শরীর খুব দুর্বল মনে হচ্ছে যেনো এখুনি পড়ে যাবে৷ দরজা খুলে ওপারে দাড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলো আরুহি৷ নিলা আরুহির গলা টিপে ধরে রুমে ঢুকে গেলো৷আরুহি ওর হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে বাট পারছেনা৷

নিলাঃখুব শখ ছিলো তোর আদিলের সাথে সংসার করার তাইনা কিন্তু তুই তোর এই শখ পূরন করতে পারবিনা৷ কাল মারতে পারিনি তো কী হয়েছে আজ তোকে আমি মেরে তবেই যাবো৷ নিলা এবার দুই হাত দিয়ে আরুহির গলা টিপে ধরলো৷ আরুহি তার হাতের কাছের টব ফ্লোরে ফেলে দিলো যাতে এটার শব্দে আদিল ঘুম ভেঙে উঠতে পারে৷

কিছু ভাঙার শব্দে ঘুম থেকে লাফিয়ে উঠলো আদিল৷ ওর সামনেই নিলা ওর আরুহির গলা টিপে ধরেছে৷ আদিল তারাতাড়ি আরুহিকে ছাড়িয়ে নিজে নিলার গলা টিপে ধরলো৷

আদিলঃএখনো যাসনি তুই?হাউ ডেয়ার ইউ! কালই বলেছিলাম তোকে যে আমার কলিজার গায়ে হাত দিবে তাকে আমি জ্যান্ত পুতে দিবো তবুও তুই আমার কলিজার গায়ে হাত দিলি৷ যদি মনে করে থাকিস যে কাল তোকে ছেড়ে দিয়েছিলাম বলে আজও ছেড়ে দিবো তাহলে তুই ভুল ভাবছিস তোকে তো আজ আমি মেরেই ফেলবো৷
আদিল এমন ভাবে গলা টিপে ধরেছে যেনো এখুনি নিলার প্রান তার দেহ ছেড়ে পালিয়ে যাবে৷ আরুহি ভয়ে আদিলের হাত ধরে ওকে থামানোর চেষ্টা করছে কিন্তু আদিল আরও শক্তে চেপে ধরেছে৷ আরুহি এবার আর চোখে কিছু দেখতে পারছেনা খালি সরষে ফুল দেখছে৷ সে আস্তে আস্তে আদিলের হাত ছেড়ে দিয়ে ফ্লোরে লুটিয়ে পরলো৷ আদিল নিলাকে ছেড়ে আরুহিকে তারাতাড়ি কোলে নিয়ে খাটে রাখলো৷

সকাল সকাল আদিলের চিৎকার চেঁচামেচি শুনে পাশের রুম থেকে সামান্তা আর আদনান দৌড়ে এলো৷

আদনানঃকী হয়েছে আদি আর এই ব্লাডি এখনো যায়নি ও এখানে কী করছে৷আর রুহির বা কি হয়েছে?
.
আদিলঃআরুহি অজ্ঞান হয়ে গেছে৷
.
আদনানঃনিশ্চয় এই মেয়েকে দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে৷
.
আদিলঃনা আদনান এই মেয়ে আমার আরুহিকে আবারও মারতে এসেছিলো৷ যদি আমি ঘুম থেকে তখন না উঠতাম তাহলে ও এতক্ষণে আমার আরুহিকে প্রানে মেরে ফেলতো৷
.
আদনানঃকীহ!!!! এই মেয়ে কাল বোধহয় চড় কম পরে গিয়েছিলো তাই এবার আরও চড় খাওয়ার শখ হইসে তোর৷ কিন্তু এবার আমরা তোকে শাস্তি দিবোনা যা শাস্তি দেওয়ার আইন দিবে তোকে আইনের হাতে তুলে দিবো৷

সামান্তা নিলার সামনে এসে কষিয়ে চড় বসিয়ে দিলো৷ “লজ্জা হওয়া উচিৎ তোর৷ তোর বুঝার দরকার যে যা তোর নয় সেটা তুই জোর করে নিতে পারবিনা৷ অন্যের স্বামীকে কেড়ে নেবার জন্য এই খেলা শুরু করেছিস৷ ভাবলি কী করে যে তুই এতোকিছু করবি আর আদিল ভাইয়া তোকে মেনে নিয়ে বিয়ে করে ফেলবে৷ তোর ভাগ্য ভালো যে রুহির কিছু হয়নি তা না হলে তোকে আজ আমি নিজেই মেরে কুচি কুচি করে মালদ্বীপের সব মাছকে খাওয়াতাম৷ তোর তো ফাঁসি হওয়া দরকার ফাঁসি৷ তোর মতো মেয়ে যাতে আর কারও না হয়৷ তা না হলে কোন মেয়ে তার স্বামীর ঘরে সুখে সংসার করতে পারবেনা৷ অতল গভীরে তলিয়ে যাবে তারা৷ এতটাি গভীরে তলিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা ইম্পসিবল৷”
কথাটা বলে সামান্তা আরেকটা চড় বসিয়ে দিলো৷
“তুই আমার অনেক বড় কিন্তু আজ আমি বাধ্য হয়ে তোকে চড় মেরেছি কেনো মেরেছি বেশ ভালোই বুঝতে পারছিস কারন তুই তোর লিমিট ক্রস করে ফেলেছিস৷ আজকের পর থেকে তুই আমাদের কেউ না৷ কোনো সম্পর্ক নেই তোর সাথে৷তুই একটা ক্রিমিনাল৷
.
আদিলঃআদনান আমরা শীঘ্রই বাংলাদেশে ফিরছি সো সব রেডি কর৷ আজই আমরা চলে যাবো৷ যতক্ষণ না এই ব্লাডিকে শাস্তি দিতে পারছি ততক্ষণ আমার মনের জ্বলন্ত আগুন নিভবে না
আদিল আরুহির কাছে গিয়ে পানির ছিটে দিলো৷ বেশ কয়েকবার দেওয়ার পর আরুহির জ্ঞান ফিরলো৷
সামান্তা কিছু খাবার এনে আরুহিকে খাইয়ে দিয়ে কিছু মেডিসিনও হাতে ধরিয়ে দিলো৷
🍁🍁🍁🍁
সন্ধ্যায় ফ্লাইট৷ আদিলের কথা অনুযায়ী সবাই আজই বাংলাদশের উদ্দেশ্য রওনা দিয়েছে৷ আদিল একবারো আরুহির সাথে কথা বলেনি৷ আরুহি কষ্ট হলেও বুঝতে পারছে কথা না বলার কারন৷ সত্যি তো নিলাকে আমাদের সাথে এনে সবার হানিমুনের আনন্দটাই মাটি করে দিয়েছি৷ আমি দুবার বিপদে পড়েছি আর দুবারই আদিল আমাকে বাঁচিয়েছে আজ উনার কথা অমান্য করে নিলাকে আমাদের সাথে আনার কারনে আমি নিজেই মৃত্যুর মুখে পরেছিলাম৷ নিজের প্রাণ নিজের দোষে একটুর জন্য হারাতে যাচ্ছিলাম৷মানুষ একজন আরেকজনকে কীভাবে খুন করতে পারে৷ যদিও ক্রিমিনালদের দ্বারা সবই সম্ভব৷ আদনান আর সামান্তাও মুখ ভাড় করে রেখেছে খুব কষ্ট হচ্ছে আরুহির সবাইকে দেখে৷
🍁🍁🍁🍁
বাংলাদেশে এসে বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত ১০টা হয়ে গেলো৷ আদিল নিলার হাত ধরে টেনে বাসার ভিতরে নিয়ে গিয়ে ছুড়ে মারলো৷ তারপর ফোন বেড় করে কাকে যেনো কল করলো৷ তখন বাড়ির সবাই ডিনারে বসে ছিলো ওদেরকে ফিরে আসতে দেখে সবাই ঘাবড়ে গেলো৷ আহিল আর আদিবও সবাইকে দেখে এগিয়ে এলো৷ আদিব দৌড়ে এসে আরুহিকে জড়িয়ে ধরলো৷

আদিবঃবোন তুই ঠিক আছিস৷
.
আরুহিঃহ্যাঁ ভাইয়া৷
.
চাচীমনিঃআদিল কী হয়েছে তোমরা ফিরে এসেছো কেনো৷ আর কাল ওতো আসতে পারতে আজই কেনো৷
.
আদিলঃযদি আজ না আসতাম তাহলে তোমার গুনধর বোনঝি আরুহিকে প্রাণেই মেরে ফেলতো৷
.
বাবাঃমানে৷
.
আদিল সবাইকে সবটা খোলে বললো৷

আদিলের মা সব শুনে নিলাকে পরপর দুটি চড় মারলেন৷
“বেড় হয়ে যা আমার বাসা থেকে তোদের মতো ক্রিমিনালদের আমার বাসায় কোনো জায়গা নেই৷সামান্তা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বেড় করে দে৷
.
মাঃআমি তোমাকে আমার নিজের মেয়ের মতোই মনে করতাম কিন্তু তুমি এটা কী করলে আমার মেয়ের সাথে৷ কী ক্ষতি করেছিলো আমার মেয়ে তোমার৷ শুনো তোমাকে আমি কোনদিনও ক্ষমা করবোনা কোনদিন না৷
.
আহিল আর আদিবও নিলাকে ইচ্ছেমতো অপমান করলো৷ নিলা মাথা নিচু করে সবটা শুনছে৷

প্রায় আধা ঘন্টা পর পাঁচ ছয় জন পুলিশ খান বাড়িতে ঢুকে গেলো৷ আদিলই তাদের কল করে আসার জন্য বলেছে৷ নিলা পুলিশদের দেখে ভয় পেয়ে গেলো৷

অফিসারঃহ্যালো মিস্টার আদিল খান আমরাতো আপনার মুখ থেকে সবই শুনেছি এখন আমরা প্রমান ছাড়া তো আর আাসামীকে গ্রেফতার করতে পারিনা৷
.
আদিলঃআমাদের নিজের চোখে দেখার চেয়ে বড় কোনো প্রমান হতেই পারেনা অফিসার৷ আমরা কী প্রমাণের জন্য ছবি তুলে রাখবো নাকি৷ এই যে আপনারা প্রমান প্রমান করেন না সব খুনের কিন্তু প্রমান থাকেনা৷ আর আপনারা প্রমান না পেয়ে এটাকে মিথ্যা মামলা বলে দামাচাপা দিয়ে দেন আর ক্রিমিনাল শান্তিতে জীবনযাপন করে৷ কিন্তু এটা আমি হতে দিবোনা৷ ওই যে মেয়ে দেখছেন এটাই কালপ্রিট৷ ও দুবার আমার স্ত্রীকে মারার ট্রাই করেছে৷
.
সামান্তাঃকে বলেছে প্রমান নেই৷ আমার কাছে আছে তো৷
সামান্তা ওর ফোন বেড় করে একটা ভিডিও প্লে করলো যেটাতো নিলা বলছে,,,বেশ করেছি৷ ওর তো মৃত্যু হওয়ারই ছিলো৷ ওর কারনে আমি আদিলকে পাইনি৷ আমার আফসোস হচ্ছে দুবার চেষ্টা করেও ওকে মারতে পারলাম না৷
.
আদিবঃকী পুলিশ আরও প্রমান চাই নাকি৷ ক্রিমিনাল তো নিজের দোষ নিজেই স্বীকার করছে৷
.
নিলা দৌড়ে পালিয়ে যেতে নিতেই লেডি পুলিশ ওকে ধরে নিলো৷ তারপর সবার সম্মতিতে পুলিশ ওকে গ্রেফতার করে নিয়ে চলে গেলো৷ নিলা কিচ্ছু করতে পারলো না৷

পরিবেশ একেবারে ঠান্ডা যে যার রুমে চলে গেলো৷ আদিল ও আরুহির দিকে না তাকিয়ে চলে গেলো৷
আরুহি আদিলের পিছন পিছন সেও গেলো৷

আরুহি আদিলের সাথে কথা বলার চেষ্টা করছে বাট আদিল আরুহিকে এভয়েড করছে৷

“তুমি আমাকে এভয়েড করছো কেনো?প্লিজ কথা বলো আমার খুব কষ্ট হচ্ছে তো৷
,
তবুও আদিল আরুহির সাথে কথা বলছেনা৷

“কথা বলবেনা তো৷ আমার মরে যাওয়াই উচিত ছিলো তাহলে এটলিস্ট কেউ রাগ করে মুখ ফুলিয়ে রাখতো না৷

আদিল আরুহির দিকে চোখ গরম করে তাকালো৷ আরুহি আদিলের তাকানো দেখে চোখ নামিয়ে নিলো৷ আদিল আরুহি কে এসে শক্ত করে জড়িয়ে ধরলো৷

আদিলঃআমার কী রাগ করাটা উচিত নয় বলো৷ আজ তোমার কারনে আমি আমার কলিজাকে হারিয়ে ফেলতাম যদি তুমি মরে যেতে তাহলে আমিও এমনি এমনি মরে যেতাম,আর যদি তোমার মুখে মরার কথা শুনি তাহলে আমার চাইতে কেউ খারাপ হবেনা দেখো৷
.
আদিল আমাকে তুমি করে বলছে৷(মনে মনে)

আদিল একটু মুচকি হেঁসে বললো,
“এটাই ভাবছো তো যে তোমাকে তুমি করে বলছি৷ কী করবো তখন তো আমার বোন ছিলে তাই তুই করে বলতাম কিন্তু এখন আমার বউ এখন তো একটু ভদ্র হতেই হয় তাই-না৷

উত্তরে আরুহিও একটু মুচকি হাসলো৷
#সুপ্ত_অনুভূতি🍂♥️
#পর্ব_২০_Last_Part
#Writer_Nusrat_Jahan_Sara

~~~~পাঁচ মাস পর~~~~

বাড়ির সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে সামান্তা আর আরুহি৷ আজ তাদের বাড়ির বাকি দুই ছেলের গায়ে হলুদ৷
মাথা বার বার চক্কর দিচ্ছে পাশাপাশি বমি বমি ভাবও আরুহি৷ সে দৌড়ে কিচেনে গিয়ে তাকের উপর থেকে তেঁতুলের আচারের বৈয়াম নামালো৷ তারপর কয়েকটা তেঁতুল মুখে দিয়ে আবারো চলে গেলো কাজে৷ আদিল আর আদনান বাড়ি ফুল দিয়ে সাজাচ্ছে৷ আহিল আর আদিব তাদের হবু বউদের সাথে কথা বলায় ব্যাস্ত৷
🍁🍁🍁🍁
সামান্তা হলুদ বেটে আরুহির হাতে দিলো৷আহিল আর আদিব কে নিচে এনে স্টেজে বসানো হলো৷প্রথমে ওদের মা তারপর সবাই হলুদ লাগালো৷ আরুহি হলুদ লাগাতে গিয়ে আবারো তার মাথা চক্কর দিয়ে উঠলো৷ সে এক হাত দিয়ে মাথা চেপে ধরে কোনরকমে দুই ভাইকে হলুদ লাগিয়ে সোফায় ধপ করে বসে পরলো৷ আদিলও আরুহির কাছেই ছিলো সে আরুহির পাশে এসে বসে পরলো৷

আদিলঃকী হয়েছে আরুহি তুমি ঠিক আছো৷
.
হুমমম৷
.
কিন্তু আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই৷ আগেও দেখলাম কিচেনে দৌড়ে গেলে আর এখন মাথা চেপে ধরে চলে এলে কী হয়েছে বলতো৷
.
জানিনা সকাল থেকেই মাথা কেমন চক্কর দিচ্ছে আর কেমন বমি বমি ভাব হচ্ছে৷
.
কাল ডক্টর দেখাবো৷ রেডি থেকো৷
.
কাল তো ভাইয়াদের বিয়ে৷ আমি পরে যাবো ডক্টরের কাছে৷
.
আরুহি সোফা থেকে উঠে গেলো ডালা আনার জন্যে৷ ডালা এনে সামান্তার হাতে দিতে যাবে ওমনি মাথা ঘুরে পড়ে গেলো৷
সবাই যে যার কাজ ফেলে আরুহির কাছে দৌড়ে এলো৷ আদিল ওকে কোলে করে রুমে নিয়ে গেলো বেচারা বেশ চিন্তায় পড়ে গেছে৷ আদনান ডক্টরকে কল করে আসার জন্য বললো৷
🍁🍁🍁
বেশ কিছুক্ষন ডক্টর আরুহিকে পরিক্ষা নিরিক্ষা করে আদিলের দিকে তাকিয়ে মুচকি হাসলেন৷ আদিল ডক্টরের হাসির মানে বুঝতে না পেরে ওর মায়ের দিকে তাকালো৷ ওর মায়ের মুখেও হাসি৷

আদিলঃডক্টর একচুয়েলি বলবেন কী আরুহির কী হয়েছে৷
.
কংগ্রাচুলেশনস মিস্টার আদিল খান আপনার স্ত্রী মা হতে যাচ্ছে আর আপনি বাবা৷
.
আদিল ডক্টরের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো৷ তারপর ওর মাকে জড়িয়ে ধরলো৷
.
মা, মা দেখো আমাদের ছোট্ট আরুহি আমার আরুহি মা হতে যাচ্ছে আমার সন্তানের মা হতে যাচ্ছে৷
আদিলের মাও ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন৷
🍁🍁🍁
পিট পিট করে চোখ খুললো আরুহি৷তার কাছে এতো মানুষ দেখে ঘাবড়ে গেলো সে৷

আরুহিঃআব,তোমরা সবাই কাজ ফেলে এখানে কেনো???
.
মাঃতুমি যে খুশির খবর শুনিয়েছো তারপর তো তোমার কাছেই থাকবো আমরা সারাক্ষণ৷
.
মানে?
.
মানে আমাদের আরুহি আরেকটা ছোট্ট আরুহিকে জন্ম দিতে যাচ্ছে৷
,.
আরুহি কথাটা শুনে কেঁদে দিলো৷ মা হওয়ার অনুভূতিটা শুধু একজন মা’ই ভালো বুঝে৷

আস্তে আস্তে সবাই চলে গেলো৷ এখন শুধু সামান্তা আদনান আর আদিল আরুহির কাছে আছে৷

সামান্তাঃসিরিয়াসলি ইয়ার তুই মা হবি আর আমি ফুপি, বিশ্বাস কর আমি খুব খুব খুশি ফাইনালি আমিও ফুপি হতে যাচ্ছি৷
.
আরুহিঃআমারও কিন্তু ফুপি হওয়ার খুব ইচ্ছে৷ শুধু তুই হলেই চলবে নাকি আমি ওতো ফুপি হতে চাই৷
.
আদনানঃখুব শীগ্রই তুইও ফুপি হবি৷ এই সামু চলতো৷
.
আদনান সামান্তাকে নিয়ে চলে গেলো৷ আদিল আস্তে আস্তে এসে আরুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে থুতনি কাঁধে রাখলো৷

আদিলঃআমি বিশ্বাসই করতে পারছিনা তুমি মা হতে যাচ্ছো তাও আমার সন্তানের মা৷ আমার অস্তিত্ব বেড়ে উঠবে আস্তে আস্তে তোমার গর্ভে৷ বাবা হওয়ার অনুভূতিটা যে কী সেটা তুমি বুঝবে না জানেমান৷
🍁🍁🍁
দেখতে দেখতে কেটে গেলো আরও ছয়, সাত মাস৷ এই ছয় সাত মাসে ফারিহা আর রিংকি সব সময় আরুহির যত্ন করেছে দেখাশোনা করেছে৷ সামান্তাও প্রেগন্যান্ট৷আরুহির ডেলিভারির টাইমও এসে পড়েছে৷ আদিল একবারের জন্যও আরুহিকে চোখের আাড়াল করেনি সব সময় পাশে পাশে থেকেছে৷ আর আরুহি মুড সুয়িং এর কারনে আদিলকে অনেক জ্বালিয়েছে৷আর আদিলও আরুহি যা বলেছে সেটাই করেছে৷
সকাল থেকেই আরুহি বায়না করেছে সে নাকি ডেইরি মিল্ক খাবে৷ আদিল প্রথম বিরক্তি বোধ করলেও পড়ে এনে দিয়েছে তা না হলে তার একটা চুলও মাথায় থাকবেনা৷

আদিলঃএই যে এতো চকলেট খাওনা তাতে দাঁতে পোকা হবে৷ আর বেবি তোমাকে নিয়ে হাসবে৷ আর সবাইকে বলবে তার মায়ের দাঁতে পোকা৷
.
আরুহি আদিলের দিকে তাকিয়ে সে হাত থেকে চকলেট ফেলে দিলো৷ আদিল মনে করেছে সে ওর উপর রাগ করেছে৷ আরুহির কাছে এসে চকলেটটা নিতেই আরুহি আদিলের ঘাড়ে খামচি মেরে ধরলো৷ আদিল অনেক কষ্টে আরুহির হাত ছাড়িয়ে ওর মুখের দিকে তাকালো৷ আরুহির চোখ মুখ কেমন লাল হয়ে গেছে নিঃশ্বাসও ভারি হয়ে এসেছে৷ সে শক্তে বিছানার চাদর মুঠো করে ধরলো৷

“আরুহি,,আরুহি কী হয়েছে তোমার৷
.
আরুহি অনেক কষ্টে অস্ফুট স্বরে বললো,আদিল আমার অনেক কষ্ট হচ্ছে৷ পেইন উঠে গেছে আমার৷

আদিল আর দেড়ি না করে আরুহিকে দ্রুত কোলে নিয়ে নিলো৷ সবাইকে চিৎকার করে ডেকে একজায়গায় করলো আর বললো আরুহির পেইন উঠে গেছে ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে কথাটা বলে সে আর এক মুহুর্ত দেড়ি না করে হসপিটালের উদ্দেশ্য বেড়িয়ে পরলো আদিলের পিছন পিছন সবাইও ছোটলো৷
🍁🍁🍁
আরুহিকে কোলে নিয়ে দ্রুত কেবিনে ঢুকে পরলো আদিল৷ আহিল আগেই বুক করে রেখে দিয়েছিলো৷ওকে কেবিনে রেখে আদিল বেড়িয়ে আসলো৷ সবাই করিডোরে রাখা চেয়ারে বসে আছে আর আদিল সারা করিডোর জোড়ে পায়চারি করছে৷

প্রায় দুই ঘন্টা পর বাচ্চার চিৎকারের আওয়াজ শুনা গেলো৷ আদিল দৌড়ে দরজার কাছে চলে গেলো৷ একজন নার্স তোয়ালে পেছিয়ে কোলে করে বেবি নিয়ে আসলো৷
.
এই নিন আপনার বেবি৷ আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন৷
.
আদিল বেবিকে না নিয়ে আগে জিজ্ঞেস করলো আরুহি কেমন আছে৷ নার্স একটু মুচকি হেসে বললো যে বেবির মা ভালো আছে৷ আদিল তার সন্তানকে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিলো৷ আস্তে আস্তে সবাই বেবিকে কোলে নিলো৷ সবাই বলছে বেবি নাকি একেবারে তার মায়ের মতো হয়েছে৷

আদিলঃআমার প্রিন্স তার মায়ের মতো হয়েছে আর আমার প্রিন্সেস হবে তার বাবার মতো৷

আদিল তার ছেলেকে নিয়ে আরুহির কাছে গেলো৷ আরুহি চোখ বুঁজে আছে হাতে ক্যানেলার লাগানো৷ আদিল আরুহির পাশে টুলে বসে পরলো৷ তারপর মাথায় হাত বুলিয়ে দিলো৷ আরুহিও আদিলের দিকে চোখ মেলে তাকালো৷আর চোখের ইশারায় বললো তার ছেলেকে তার কাছে দেওয়ার জন্য৷ আদিল তার ছেলেকে পাশে রেখে আরুহিকে ধরে বসালো৷ তারপর কোলে বাচ্চাকে দিলো৷ বাচ্চাটাও মায়ের দিকে তাকিয়ে আছে৷ আরুহি ছেলের সারা মুখ আদরে ভরিয়ে দিচ্ছে চোখের কার্নিশ বেয়ে পানিও গড়িয়ে পরছে৷ আর আদিল তা মুগ্ধ হয়ে দেখছে আর আরুহির ফিলিংস বুঝার চেষ্টা করছে৷ আরুহি আদিলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো,,ধন্যবাদ আমাকে একটা ছোট্ট আদিল দেওয়ার জন্য৷

“আমি তোমায় কোথায় দিলাম দিয়েছোতো তুমি আমাকে৷ ”
আদিল আরুহির কপালে একটা চুমো দিলো৷ ওমনি ওদের ছেলেও কেঁদে দিলো৷

আরুহিঃওরে দুষ্টো এখন থেকেই বাবার সাথে হিংসা করছো৷
.
একেবারে মায়ের মতোই হইসে৷
.
কচু হইসে৷

আদিল হেসে তার বউ বাচ্চাকে জড়িয়ে ধরলো৷

[বেঁচে থাকুক আদিল আরুহির ভালোবাসা]

~~~~~~~~~সমাপ্ত~~~~~~~~~

[ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ আর আমি হয়তো এতটাও ভালো লিখতে পারিনা এতোদিন আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ৷ গল্পটা আরও লম্বা করতে পারতাম কিন্তু তাতে গল্পটার সৌন্দর্য নষ্ট হয়ে যেতো তাই এখানেই ইতি টানলাম৷ আরও একটা নতুন গল্প নিয়ে আসবো সেটা হবে বাস্তবতা রিলেটেড একজন তরুনির স্বপ্ন পুরন করার লক্ষ্য নিয়ে থাকবে গল্পটা,বেশ রোমান্টিকও হবে৷ আই হোপ সেই গল্পটাও আপনাদের ভালো লাগবে৷]
চলবে♥️♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here