নিখোঁজ প্রেমের শহরে, পর্ব:১৩

#পর্ব_১৩
#আতিয়া_আদিবা
দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। ফার্মহাউজের শীতের বিকেলটা সুন্দর। অন্যরকম সুন্দর। এই সৌন্দর্যের সাথে শহরের ব্যস্ততম বিকালের কোনো সদৃশতা খুঁজে পাওয়া যাবে না। শহরের অলিতে গলিতে এ সময় বাচ্চারা খেলায় মেতে ওঠে। সামান্য খালি জায়গা পেলো তো কাজ হলো! ব্যাডমিন্টনের কোর্ট কেটে ফেলে। আয়োজন করে লাইট লাগানো হয়। সন্ধায় সেই লাইটগুলো জ্বলে ওঠে। ধূলো মাখা রাস্তার পাশে গায়ে চাদর জড়িয়ে ধোঁয়া ওঠা চিতই বিক্রি করে নারী অথবা পুরুষ। সাথে কয়েক পদের ঝাল বাটা। নারিকেল আর গুড়ের পুর মিশিয়ে অনেকে বিক্রি করে ভাপা পিঠা। স্কুল, কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের আড্ডার ছলে শহর যেনো ভিন্নরকমের পিঠা উৎসবে মেতে ওঠে।

শিহাব উঠানে বসে আছে। কিচির মিচির শব্দে মুখরিত চারিদিক। জায়গাটি বেশ খোলামেলা হওয়ায় সেই কিচির মিচির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে অবিরত। সূর্যটা মেঘের আড়ালে থাকলেও আলো বিচ্ছুরিত হচ্ছে। যতদূর পর্যন্ত চক্ষু মেলা যায় সিল্কের পর্দার মত কুয়াশা আস্তরণ ।

শিহাব আজ ফিরতে পারে নি। দুপুরের দিকে তক্তার চালার অবস্থা চলে যায় নিয়ন্ত্রনের বাইরে।
ক্ষণিককাল আগে রাজনৈতিক দুই দলের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গোলাগোলির শব্দও পাওয়া গিয়েছে। অবস্থা বেগতিক দেখে পুলিশ অত্র এলাকায় দায়িত্ব পালন করতে ছুটে আসে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে,
বাজার ঘাট সব বন্ধ করে ফেলা হয়েছে। রাস্তায় কোনো জনমানব নেই। শুধু এলাকার কুকুরগুলো রাজকীয় ভঙ্গিতে শূন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় গাড়ি নিয়ে ফিরে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়, সাথে শিহাবের বোকামি এখনো বাটখারা পেরোতে পারে নি। তাই সে আজ নিয়াজ করিমের ফার্ম হাউজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এত ঝামেলার মাঝেও খুশির সংবাদ বলতে শেষ অব্দি নিয়াজ করিম তার ফার্মহাউজে টাওয়ার বসাতে রাজী হয়েছেন। তিনি স্বেচ্ছায় রাজি হয়েছেন নাকি বর্ষার অনুরোধে রাজি হয়েছেন তা এখনো বোঝা যাচ্ছে না।
এমন খোলামেলা স্থানে শীত একদম জেঁকে বসে। শিহাবের পরনে শুধুমাত্র ফর্মাল একখানা শার্ট। বেচারা কাঁপতে শুরু করলো। কপালটাও ব্যাথায় টনটন করছে। যদিও সেসময় ড্রেসিং করে নিওস্ট্রিপ লাগিয়ে নিয়েছে সে। তবে বোঝা যাচ্ছে, রাত যত গভীর হবে ব্যাথাও তত বাড়তে শুরু করবে। জ্বরও আসতে পারে। তুফানকে আশে পাশে দেখা যাচ্ছে না। সম্ভবত ফারুকের সাথে আছে। গল্পগুজব করছে। অল্প সময়ের মধ্যেই তাদের মাঝে বেশ ভাব জমে উঠেছে। মোবাইল ফোনে চার্জ নেই। চার্জারও সাথে করে আনা হয় নি। ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। শিহাবের ফোন বন্ধ। মা নিশ্চয়ই চিন্তা করবে! তাকে ফোন করে সবটা জানানো প্রয়োজন। এ বাড়িতে কারো মোবাইল ফোন আছে বলে মনে হয় না। তবুও বর্ষার কাছে জিজ্ঞেস করা যেতে পারে। দীর্ঘসময় ধরে মেয়েটার কোনো খোঁজ নেই। ফার্স্ট এইড বক্সটা হাতে ধরিয়ে সেই যে উধাও হয়ে গেলো! মধ্যাহ্নভোজের সময়ও তার দেখে মেলে নি।

বর্ষা লম্বা সময় ঘুমিয়ে উঠলো। জ্বর থেকে আরোগ্য লাভ করলেও তার শরীরটা দুর্বল। জাগনা পেয়েই সে পেটে প্রচন্ড ক্ষুধা অনুভব করলো। উঠে রান্নাঘরে গেলো। অবেলা করেই চারটে ভাত খেলো। মালা জিজ্ঞেস করলো,
আফা, চা খাবেন? চা বানায়ে দিমু?
না। চা খাবো না। কফি খাবো। কফি আছে?
জ্বি আফা। কপি আছে।
কপি না মালা। ক-ফি। বলো ক-ফি?
ক-পি।
‘প’ না। ‘ফ’ উচ্চারণ করবে। বলো ‘ফি’।
মালা দুই তিনবার চেষ্টা করলো। কিন্তু তাতে তার উচ্চারণে পরিবর্তন লক্ষ্য করা গেলো না। কফি কে সে কপিই বলতে লাগলো। বর্ষা হাল ছেড়ে দিলো। মালাকে দুই মগ কফি বানাতে বলে সে বেরিয়ে আসলো।

শিহাব এখনো আগের জায়গাতেই বসে আছে। বর্ষাকে দেখে সে উঠে দাঁড়ালো।
বর্ষা হেসে বলল,
আমি কি মন্ত্রী মিনিস্টার? আমাকে দেখে উঠে দাঁড়াতে হবে কেনো?
শিহাব কোনো উত্তর দিলো না। হেসে পুনরায় চেয়ারে বসলো। বর্ষা অন্য চেয়ার টেনে বসতে বসতে বললো,
আপনি গেস্ট রুম বাদ দিয়ে এখানে কি করছেন?
রুমে থাকতে ভালো লাগছিলো না। This place is wonderful! ভাবলাম একটু এক্সপ্লোর করি।
বর্ষা হেসে ফেললো। বললো,
উঠোনে বসে বসে ‘এক্সপ্লোর’ করছেন?
শিহাব বলল,
আসলে আমি তো পুরো জায়গা চিনি না। এক্সপ্লোর করতে গিয়ে যদি হারিয়ে যাই?

বর্ষা শিহাবের কথা শুনে বোকা বনে গেলো। হারিয়ে যাবে মানে! সে বিস্মিত জিজ্ঞেস করলো,
এই জায়গায় আপনি হারাবেন কেনো?
This place is unknown to me! হোয়াট ইফ ঘুরতে ঘুরতে অন্য কোথাও চলে গেলাম। আর ফেরার রাস্তা খুঁজে পেলাম না। My god! It would be a horrible experience.

বর্ষা ক্ষণিককাল বড় বড় চোখ করে তাঁকিয়ে রইলো। এই যুগের ছেলে এত গাধা কিভাবে হতে পারে। গাধাও এতটা গাধা বলে বর্ষা মনে করে না!
বর্ষা আগ্রহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো,
আপনি এত ভম্বল কেনো বলবেন?
শিহাব আরোও অবাক হলো। বলল,
ভম্বল মানে টা কি?
বর্ষা হেসে বলল,
কিছু না। আপনার শীত করছে?
শিহাব কিছুটা লজ্জা পেয়ে মাথা নাড়লো।
আসলে সকালে যখন বের হয়েছি ইট ওয়াজ এ ব্রাইট সানি ডে! এখানে এসে এমন অবস্থা হবে বুঝতে পারি নি। তাই সাথে কিছু নিয়ে আসা হয় নি।

তো বলেন নি কেনো শীত করছে? বললে বুঝি আপনার গলা টিপে ধরতাম?

সেটা তো বলি নি! আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো?

করুন।

আপনি কি আমাকে অনেক অপচ্ছন্দ করেন।

অনেক অপচ্ছন্দ করি না। আবার পচ্ছন্দও করি না। উত্তর পেয়েছেন?

হু। থ্যাংক ইউ।

ওয়েলকাম। আপনি একটু বসুন আমি আসছি।

বর্ষা ঘরে ফিরে গেলো। নিজের একটি মোটা চাদর নিয়ে ফিরে এলো। চাদরটি যত্নের সহিত শিহাবের দিকে এগিয়ে দিয়ে বলল,
নিন। এটা গায়ে জড়িয়ে থাকুন। শীত কম লাগবে।
শিহাব অত্যন্ত আন্তরিকতার সাথে চাদরটি নিলো। গায়ে জড়িয়ে মুচকি হেসে বর্ষার দিকে তাকালো। এই মুচকি হাসির অর্থ কৃতজ্ঞতা প্রকাশ।

কালো রঙের দুটো মগে মালা কফি নিয়ে এসেছে। ধোঁয়া গুলো কুয়াশার সাথে মিশে যাচ্ছে। বর্ষা একটি মগ শিহাবকে দিলো। আরেকটি মগ নিজের কাছে রাখলো। চায়ের বদলে কফি দেখে শিহাব জিজ্ঞাসু চোখে বর্ষার দিকে তাকালো। বর্ষা বিষয়টা বুঝতে পারলো। কিন্তু কোনো উত্তর দিলো না। শান্ত কণ্ঠে বললো,
চলুন হাঁটি। হেটে হেটে পুরো ফার্মহাউজ ঘুরে দেখাই। ‘এক্সপ্লোর’ করি। আশা করি, আমি সাথে থাকলে হারিয়ে যাওয়ার ভয়টা আর পাবেন না।
শিহাব মাথা নেড়ে বলল,
অবশ্যই না।
বর্ষা আঙুল দিয়ে সামনের দিকটা দেখিয়ে বলল,
এসময় ওদিকের লণ্ঠনগুলো জ্বালিয়ে দেওয়া হয়। ভীষণ সুন্দর লাগে দেখতে। চলুন ওদিকটায় এগোই।

প্রথম যেদিন এসেছিলাম ওই লাইটস গুলো দেখে আই ওয়াজ সারপ্রাইজড! ভাবছিলাম, এসব কেনো ঝুলিয়ে রেখেছে।

আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে।

কি সেটা?

জোনাকি পোকা চিনেন?

নাম শুনেছি। ওদেরও লাইটস আছে।

বর্ষা হেসে বলল,
হ্যা। খুব সুন্দর করে জ্বলে ও নিভে। রাত গভীর হলে ফার্মহাউজের এসব লণ্ঠন নিভিয়ে রাখা হয়। তখন সেই জোনাকি পোকাগুলো কই থেকে যেনো এদিকটায় আসে! সবুজ রঙে আলোকিত হয়ে যায় চারিদিক।

আসলেই বিষয়টা অনেক ইন্টারেস্টিং তো!

হুম। চলুন হাঁটি। মনে হয় লণ্ঠন জ্বালানো শুরু করে দিয়েছে।

বর্ষা আর শিহাব পাশাপাশি হাঁটছে। বিকেলটাও প্রস্থানের পথে। যে পাখিগুলো পুরো বিকেল জুড়ে বিরামহীন ডেকে যাচ্ছিলো তারা যেনো নীড়ে ফিরে গিয়েছে। সন্ধ্যে নেমে আসছে। দক্ষিণ দিক থেকে শীতল বাতাস ভেসে আসছে। নির্জনতা আশ্রয় নিয়েছে। ফারুক আর তুফানের দেখা মিললো। কিছু দূরেই তারা আনন্দ নিয়ে লণ্ঠন জ্বালাচ্ছে। আর এর মাঝ দিয়েই হেটে যাচ্ছে তারা দুজন!
শিহাবের অজ্ঞাতসারে জিজ্ঞেস করে উঠলো,
আচ্ছা বর্ষা, আমাদের বিয়েটা হলে কি খারাপ হতো?
বর্ষা কফির মগে চুমুক দিয়ে বলল,
বিপরীতমুখী দুজন মানুষ আমরা। হয়তো হতো। ঝুঁকি নেয়ার কি প্রয়োজন?

এমনি জিজ্ঞেস করলাম। প্লিজ ডোন্ট মাইন্ড।
আপনার সাথে আমার আর দেখা হবে না। তাই মাইন্ড করি নি। নচেৎ করতাম।

কেনো আমাদের আর দেখা হবে না কেনো?

দাদাজান, টাওয়ার বসাতে রাজি হয়েছে। আপনার কাজ শেষ। আগামীকাল ফিরে যাবেন। দেখা হবে কিভাবে?

রাইট। ভুলে গিয়েছিলাম।

শিহাবের মন খারাপ হয়ে গেলো। কিন্তু তা প্রকাশ করতে পারলো না। কিছু কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায় না। শুধুমাত্র অনুভব করা যায়। অথচ অনুভুতির শুরুটা বেশ আগের থেকে হলেও, তা অনুধাবনে ঢের সময় লেগে যায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here