#তুমি_যে_আছো_অন্তরে_মিশে💔
#Writter_Ishanur_Tasmia [ Mira ]🌸
# Part : {04}🌸
নিরার জ্ঞান ফিরতেই সে নিজেকে নিরবের বাহুডোরে আবিষ্কার করে,,,,নিরব নিরার খুব কাছে,,, নিরার কেমন যেন অসস্তি হচ্ছে,,,, নিজেকে নিরবের কাজ থেকে সরানোর জন্য একটু নড়তেই নিরব জেগে যায়,,,চোখ খুলে যখন দেখে নিরা তার দিকে তাকিয়ে আছে,,, সাথে সাথে সে নিরাকে একটা ধাক্কা দেয়,,,ফলে নিরা বিছানা থেকে পরে যায়,,, খুব ব্যথা পায় সে,,, নিরবের দিকে তাকাতেই দেখে নিরব তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে,,, পরমুহূর্তেই সে মুখ শক্ত করে রুম থেকে বের হয়ে যায়,,,,
,
,
,
,
,
মিসেস মুজমালের চিল্লাচিল্লিতে নিরা অতীত থেকে বর্তমানে ফিরে আসে,,,,তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়,,, নিচে নামতেই নিরার মন খুশি হয়ে যায়,,, কারন নিরব সোফায় বসে আছে,,, আর নিরব একা না তার সাথে নিরবের খালাতো বোন রিয়াও বসে আছে,,, মেয়েটাকে নিরার খুব ভালো লাগে,,,, অনেক ভালো মনের মানুষ রিয়া,,,, তবে পোশাক পরিচ্ছেদ একটু বেশিই ওয়েস্টান,,,কিন্তু এতে রিয়াকে অনেক সুন্দরই লাগে,,, মনে হয় এ ড্রেসগুলো তার জন্যই তৈরি,,,,যাইহোক,, নিরা নিরবের দিকে এক পলক তাকিয়ে রিয়ার দিকে তাকায়,,, তারপর একটা হাসি দিয়ে রিয়াকে সালাম দেয়,,,প্রতিউত্তরটা রিয়াও দেয়,,, তারপর বলে,,,,
রিয়াঃ তা ভাবিজি,,নিরবকে তো ফাসিয়েই নিলে,,,,
রিয়ার কথা শুনে নিরা লজ্জা পায় না,,,, বরং একটা মুচকি হাসি দেয়,,,আসলে লজ্জা পাওয়ার কিছুই দেখছে না নিরা,,, কারন তার সাথে যা ঘটছে তাতে লজ্জা পাওয়ার থেকে এসব কথায় সে কষ্ট-টাই বেশি পাচ্ছে ,,, আর এ কষ্ট-টা যেন কেউ না দেখে তাই একটা মুচকি হাসি হাসলো নিরা,,,তারপর রিয়াকে বলে,,,,
নিরাঃ কেমন আছেন,,,??
রিয়াঃ এইতো ভালো,,, তুমি কেমন আছো,,,,??
নিরা কিছু বলতে যাবে তার আগেই কেউ বলে ওঠে,,,,,
” এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি,,,যা চেয়েছিলো তা তো সব পেয়েছে,,,,অন্যকে ঠকিয়ে হলেও নিজেরটা নিজের করেই ছেড়েছে,,,এতকিছু করার পরও কেউ খারাপ থাকে নাকি,,,নিশ্চয়ই ও ভালো আছে নিজের প্রিয় মানুষটার সাথে,,, ”
সামনের মানুষটার দিকে তাকাতেই নিরার হাত-পা কাঁপা শুরু করে দেয়,,,” মানুষটা এখানে কেন এসেছে,,, নিরা যে তার সাথে দেখা করতে চায় না,, আসলে কি ভাবে নিজের মুখ দেখাবে সে তাকে,,, সে যে মানুষটাকে একটু হলেও ঠকিয়েছে,,,,ওয়াদা দিয়েও ওয়াদা রাখেনি নিরা,,,কিন্তু তাতে তার তো দোষ ছিল না,,, সব তো করেছে……”
ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলে নিরা,,, নিরাকে কিছু না বলতে দেখে সে তার মুখে একটা বাঁকা হাসি নিয়ে নিরার একটু কাছে এগিয়ে গিয়ে বলে,,,,
সেঃ কি,, ঠিক বললাম না নিরু,,,[ বাঁকা হেসে ]
নিরা কি বলবে বুঝতে পারছে না,,,, কথা পাল্টানোর জন্য বললো,,,,
নিরাঃ কেমন আছেন তূর্য,,,??
তূর্যঃ যেমনটা তুমি রেখে গিয়েছিলে,,,,,
তূর্যের কথায় নিরার অনেক অসস্তি হচ্ছে,,,, ভাগ্যিস আশেপাশে কোনো মুরুব্বি বা মিসেস মুজমাল নেই,,,,নাহলে কেলেংকারি হয়ে যেত,,,,কিন্তু বিপদ এখনও কাটেনি,,,,রিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে,,,,কৌতুহল মেটানোর জন্য বলেই ফেলে,,,,
রিয়াঃ কিরে তূর্য ভাইয়া,,,তুমি ভাবিকে এগুলো কি বলছ,,,,
রিয়ার কথা শুনে তূর্য একটা তাচ্ছিল্যের হাসি দেয়,,,তারপর নিরার দিকে তাকিয়ে বলে,,,,
তূর্যঃ ও হ্যাঁ,,, আমি তো ভুলেই গিয়েছিলাম,,, ইনি তো আমার এখন ভাবি,,,তা ভাবি বিবাহিত জীবন ভালো লাগছে তো,,,, অবশ্যক ভালোই তো লাগবে,,,, নিরবের সাথে যে বিয়ে হয়েছে,,,
নিরাঃ তূর্য আপনি সব জানেন,,,তাহলে কেন এমন বলছেন,,,,
তূর্যঃ কি করব বলো,,, আমার যে কষ্ট হচ্ছে,,,,
নিরাঃ সরি তূর্য,,, আমি আমার কথা রাখিনি,,,,
তূর্যঃ সমস্যা নেই,,,আমি নিজেকে গুছিয়ে নিয়েছি,,,,কিন্তু এতে ভেব না তোমাকে ছেড়ে দিয়েছি,,,যদি কখনও দরকার পরে তাহলে আমাকে বলবে,,, আমি যথাসম্ভব তোমাকে হেল্প করার চে,,,,
তূর্যের কথা শেষ হওয়ার আগেই নিরব বসা থেকে উঠে দাঁড়ায়,,,, এতক্ষন সব সহ্য করলেও এখন আর সহ করতে পারছে না সে,,, সোজা গিয়ে নিরার হাত শক্ত করে ধরে,,, তারপর নিরাকে রুমের দিকে নিয়ে যেতে থাকে,,,,
নিরবের চোখ লাল হয়ে আছে,,,চোখ – মুখ শক্ত করে রেখেছে সে,,, নিরবকে এভাবে দেখে নিরাতো ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে ফেলেছে,,,না যানি কি করে নিরব তার সাথে,,,,প্রচন্ড ভয় করছে নিরার,,,
নিরব নিরাকে রুমে এনে দরজা লাগিয়ে দেয়,,,,তারপর নিরাকে নিজের কাছে এনে তার কোমড় জড়িয়ে ধরে,,,নিরব নিরার দিকে একটু ঝুঁকে বলে,,,
নিরবঃ কিস মি,,,
নিরবের কথায় নিরা ব্যক্কল হয়ে যায়,,,সে কি ভেবেছিল,, আর নিরব তাকে কি বলছে,,,,নিরা কিছুই বুঝতে পারছে না,,, নিরবকে দেখে এখন অনেক রাগি লাগছে,,, কিন্তু সে এ কথাগুলো কেন বলছে,,,,
নিরবঃ নিরা আমি তোকে কি বলসি,,,,
নিরাঃ…….. [ নিচের দিকে তাকিয়ে আছে ]
নিরবঃ কিস মি,, ডেম ইট,,
নিরাঃ আ,,,পনি এগুলো কি ব,,বলছেন,,,,
নিরবঃ তুই দিবি নাকি আমি দিবো,,,,[ নিরাকে নিজের আরেকটু কাছে নিয়ে ]
নিরাঃ দ,,দেখু,,ন,,নিরব,, আমাকে ,,,ছাড়ুন,,,,
নিরবঃ কেন,,তুই না আমার বউ,,, সরি সরি,, রক্ষিতা,,তাহলে তো একটা কিস দিতেই পারিস,,,
নিরবের কথা শুনে নিরার রাগ উঠে যায়,,,সজোড়ে নিরবকে একটা ধাক্কা দেয় সে,,সাথে সাথে নিরব নিরার কাছ থেকে কিছুটা দূরে চলে যায়,,,,নিরার দিকে রক্তচক্ষুতে তাকাতেই নিরা বলে উঠে,,,,
নিরাঃ আপনি এমন কেন করছেন নিরব,,,আগে তো এমন ছিলেন না,,,, কি হয়েছে আমাকে বলবেন তো,,,কিন্তু না,,, ,আপনি আমাকে কিছুই বলছেন না,,,,, বরং নিজের যা ইচ্ছা,, তাই করছেন,,,আপনার এসব কথায় আমার ঘৃণা হচ্ছে,,, জাস্ট ঘৃণা হচ্ছে নিরব,,,,
বলেই নিরা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়,,,নিরব নিরার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে,, তারপর বলে,,,,,
নিরবঃ
” চাই না কষ্ট দিতে তোমায়,,,,কারন,,,
#তুমি_যে_আছো_অন্তরে_মিশে,,,,,
কিভাবে তোমাকে কষ্ট পেতে দেখি বলো,,,,
তাই তো কষ্ট দিয়ে চলে যাই,,,,
যাতে আমার জন্য কষ্ট পেতে না হয় তোমার,,,,,
চিন্তা করো না,,,, চলে যাবো,,, তোমায় ছেড়ে,,, কিন্তু দিয়ে যাবো একটা সুখের জীবন,,,
,
,
,
,
,
,
,
#চলবে🌸